Posts

Showing posts from April, 2019

দেশের জনগণের সুরক্ষার খাতিরে ভারতে অবিলম্বে নিষিদ্ধ করা হোক বোরখা:শিব সেনা।

IsIs আতঙ্কবাদী হোক, অপরাধ হোক, কট্টরপন্থা হোক সবক্ষেত্রেই ব্যাপকভাবে বোরখার ব্যাবহার হয়। বেশ কয়টি দেশ সুরক্ষার খাতিরে বোরখার ব্যাবহার বন্ধ করে রেখেছে। বোরখা ব্যান করার তালিকায় সম্প্রতি নাম লিখিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় আতঙ্কবাদী হামলা হওয়ার পরই শ্রীলঙ্কার সরকার বোরখা ব্যান করার সিদ্ধান্ত নেয়। আতঙ্কবাদীরা বোরখা ব্যাবহার করে এই ঘোষণা করে শ্রীলঙ্কা বোরখার উপর ব্যান লাগিয়েছে। আর এখন ভারতেও বোরখা ব্যান করার দাবি উঠতে শুরু হয়েছে। প্রথম দিকে দাবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের সাধারণ মানুষের থেকে আসছিল। আর এখন এই দাবি তুলেছে দেশের এক রাজনৈতিক দল। শিব সেনা ভারতে বোরখা নিষিদ্ধ করার দাবি তুলেছে। শিবসেনা তাদের নিজস্ব পত্রিকায় লেখার মাধ্যমে বোরখা নিষিদ্ধ হওয়ার জন্য দাবি তুলেছে। Now Shiv Sena demands a ban on #burqa in India after Sri Lanka bans any outfit that would cover the face and hinder indentification. Breaking on @IndiaToday . (Any reports from anywhere across Sri Lanka on protests against the ban? ) — GAURAV C SAWANT (@gauravcsawant) May 1, 2019 শিবসেনার মতে, সার্বজনীন স্থানে বোরখা

দেশের জনগণের সুরক্ষার খাতিরে ভারতে অবিলম্বে নিষিদ্ধ করা হোক বোরখা:শিব সেনা।

IsIs আতঙ্কবাদী হোক, অপরাধ হোক, কট্টরপন্থা হোক সবক্ষেত্রেই ব্যাপকভাবে বোরখার ব্যাবহার হয়। বেশ কয়টি দেশ সুরক্ষার খাতিরে বোরখার ব্যাবহার বন্ধ করে রেখেছে। বোরখা ব্যান করার তালিকায় সম্প্রতি নাম লিখিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় আতঙ্কবাদী হামলা হওয়ার পরই শ্রীলঙ্কার সরকার বোরখা ব্যান করার সিদ্ধান্ত নেয়। আতঙ্কবাদীরা বোরখা ব্যাবহার করে এই ঘোষণা করে শ্রীলঙ্কা বোরখার উপর ব্যান লাগিয়েছে। আর এখন ভারতেও বোরখা ব্যান করার দাবি উঠতে শুরু হয়েছে। প্রথম দিকে দাবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের সাধারণ মানুষের থেকে আসছিল। আর এখন এই দাবি তুলেছে দেশের এক রাজনৈতিক দল। শিব সেনা ভারতে বোরখা নিষিদ্ধ করার দাবি তুলেছে। শিবসেনা তাদের নিজস্ব পত্রিকায় লেখার মাধ্যমে বোরখা নিষিদ্ধ হওয়ার জন্য দাবি তুলেছে। Now Shiv Sena demands a ban on #burqa in India after Sri Lanka bans any outfit that would cover the face and hinder indentification. Breaking on @IndiaToday . (Any reports from anywhere across Sri Lanka on protests against the ban? ) — GAURAV C SAWANT (@gauravcsawant) May 1, 2019 শিবসেনার মতে, সার্বজনীন স্থানে বোরখা

পুতিনের কাছে সময় চাইলেন ইমরান খান! পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য সময় নেই, জানালো রুশ।

বাটি নিয়ে পাকিস্তান বিশ্বের প্রতিটি দেশের সামনে ভিক্ষা চাইতে বসেছে। আর এখন পুতিনের সাথে দেখা করার সময় চেয়ে রাশিয়ার কাছ থেকে পাকিস্তান বড় ঝটকা পেয়েছে। পাকিস্তান এ রকম একটি দেশ যা আর্থিক সংকটের কারণে বিশ্বের সব দেশগুলির সামনে বাটি নিয়ে ভিক্ষা চাইতে বসেছে। পাকিস্তান গাজবা-এ-হিন্দ করার স্বপ্ন দেখে যার জন্য পাক সরকার বেশিরভাগ অর্থ পাকিস্তানের সেনা ও আতঙ্কবাদের ফান্ডে জমা করে। ভারতকে হিন্দু শুন্য করার স্বপ্ন দেখতে গিয়ে পাকিস্তান এখন ভিখারী দেশে পরিণত হয়েছে। আমেরিকা থেকে আরব দেশ, এবং ইউরোপ থেকে রাশিয়া প্রতিটি দেশের সামনে ঝোলা নিয়ে ভিক্ষা চাইতে বসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।তবে চীন ছাড়া  পাকিস্তানকে কোন দেশ মূল্য দিতে প্রস্তুত নয়। এখন রাশিয়ার থেকেও ঝটকা পেয়েছে ইমরান খান। প্রাপ্ত খবর অনুযায়ী, ইমরান খান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার সময় চেয়েছিলেন, কিন্তু ভ্লাদিমির পুতিন ইমরান খানের সঙ্গে দেখা করতে অস্বীকার করেছেন। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে  ইমরান খানের জন্য সময় নেই পুতিনের। পুতিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক চেয়েছিলেন ইমরান খান। পুতিনের সাথে দেখা করে অর্থের দা

পুতিনের কাছে সময় চাইলেন ইমরান খান! পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য সময় নেই, জানালো রুশ।

বাটি নিয়ে পাকিস্তান বিশ্বের প্রতিটি দেশের সামনে ভিক্ষা চাইতে বসেছে। আর এখন পুতিনের সাথে দেখা করার সময় চেয়ে রাশিয়ার কাছ থেকে পাকিস্তান বড় ঝটকা পেয়েছে। পাকিস্তান এ রকম একটি দেশ যা আর্থিক সংকটের কারণে বিশ্বের সব দেশগুলির সামনে বাটি নিয়ে ভিক্ষা চাইতে বসেছে। পাকিস্তান গাজবা-এ-হিন্দ করার স্বপ্ন দেখে যার জন্য পাক সরকার বেশিরভাগ অর্থ পাকিস্তানের সেনা ও আতঙ্কবাদের ফান্ডে জমা করে। ভারতকে হিন্দু শুন্য করার স্বপ্ন দেখতে গিয়ে পাকিস্তান এখন ভিখারী দেশে পরিণত হয়েছে। আমেরিকা থেকে আরব দেশ, এবং ইউরোপ থেকে রাশিয়া প্রতিটি দেশের সামনে ঝোলা নিয়ে ভিক্ষা চাইতে বসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।তবে চীন ছাড়া  পাকিস্তানকে কোন দেশ মূল্য দিতে প্রস্তুত নয়। এখন রাশিয়ার থেকেও ঝটকা পেয়েছে ইমরান খান। প্রাপ্ত খবর অনুযায়ী, ইমরান খান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার সময় চেয়েছিলেন, কিন্তু ভ্লাদিমির পুতিন ইমরান খানের সঙ্গে দেখা করতে অস্বীকার করেছেন। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে  ইমরান খানের জন্য সময় নেই পুতিনের। পুতিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক চেয়েছিলেন ইমরান খান। পুতিনের সাথে দেখা করে অর্থের দা

মোদীর সফল বিদেশ নীতির সুফল, আজই মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিতে চলেছে রাষ্ট্র সঙ্ঘ

ভারতীয়দের প্রতিক্ষার অবসান হতে চলেছে আজকে। পুলওয়ামা জঙ্গি হামলার দোষী জইশ এ মোহম্মদ এর প্রধান মৌলানা মাসুদ আজাহারকে আজ রাষ্ট্রসঙ্ঘ আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করতে পারে। বিগত কয়েক বছর ধরেই ভারত আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু চীন তাঁদের ভিটো পাওয়ারের ব্যাবহার করে নাম গলাচ্ছিল। এখন চীনও এই ব্যাপারে রাজি হয়ে গেছে আর তাঁদের ভিটো পাওয়ারকে হটানোর জন্য প্রস্তুত। আমেরিকা, ব্রিটেন আর ফ্রান্সের তরফ থেকে সংযুক্ত রাষ্ট্রে আজাহারকে জঙ্গি ঘোষণা করার জন্য প্রস্তাব পেশ করা হয়েছিল। আর তারপর থেকেই চীনের উপর চাপ সৃষ্টি হয়। ভারত এক দশক থেকে চেষ্টা করছে যে যে করেই হোক আজাহারকে বৈশিক জঙ্গি ঘোষণা করা হোক। কিন্তু চীন বারবার তাঁদের ভিটো পাওয়ার ব্যাবহার করে নাক গলাচ্ছিল। পুলওয়ামা জঙ্গি হামলা হওয়ার পর, ভারত চীনের উপরে চাপ সৃষ্টি করার কাজ শুরু করে। আর ভারতের সমর্থনে নেমে পড়ে ভিটো ক্ষমতা সম্পন্ন সব দেশ গুলো। জম্মু কাশ্মীরে পুলওয়ামায় ১৪ ই ফেব্রুয়ারি জঙ্গি হামলা হওয়ার পর ভারত আজাহারকে নিষিদ্ধ করার চেষ্টাতে আরও জোর লাগিয়েছে। আর সেটা নিয়ে সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদে প্রস্ত

মোদীর সফল বিদেশ নীতির সুফল, আজই মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিতে চলেছে রাষ্ট্র সঙ্ঘ

ভারতীয়দের প্রতিক্ষার অবসান হতে চলেছে আজকে। পুলওয়ামা জঙ্গি হামলার দোষী জইশ এ মোহম্মদ এর প্রধান মৌলানা মাসুদ আজাহারকে আজ রাষ্ট্রসঙ্ঘ আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করতে পারে। বিগত কয়েক বছর ধরেই ভারত আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু চীন তাঁদের ভিটো পাওয়ারের ব্যাবহার করে নাম গলাচ্ছিল। এখন চীনও এই ব্যাপারে রাজি হয়ে গেছে আর তাঁদের ভিটো পাওয়ারকে হটানোর জন্য প্রস্তুত। আমেরিকা, ব্রিটেন আর ফ্রান্সের তরফ থেকে সংযুক্ত রাষ্ট্রে আজাহারকে জঙ্গি ঘোষণা করার জন্য প্রস্তাব পেশ করা হয়েছিল। আর তারপর থেকেই চীনের উপর চাপ সৃষ্টি হয়। ভারত এক দশক থেকে চেষ্টা করছে যে যে করেই হোক আজাহারকে বৈশিক জঙ্গি ঘোষণা করা হোক। কিন্তু চীন বারবার তাঁদের ভিটো পাওয়ার ব্যাবহার করে নাক গলাচ্ছিল। পুলওয়ামা জঙ্গি হামলা হওয়ার পর, ভারত চীনের উপরে চাপ সৃষ্টি করার কাজ শুরু করে। আর ভারতের সমর্থনে নেমে পড়ে ভিটো ক্ষমতা সম্পন্ন সব দেশ গুলো। জম্মু কাশ্মীরে পুলওয়ামায় ১৪ ই ফেব্রুয়ারি জঙ্গি হামলা হওয়ার পর ভারত আজাহারকে নিষিদ্ধ করার চেষ্টাতে আরও জোর লাগিয়েছে। আর সেটা নিয়ে সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদে প্রস্ত

ভারতের উপর সাইবার এট্যাক করতে পারবে না শত্রু দেশ! ২ জুন থেকে কাজ করবে ডিফেন্স সাইবার এজেন্সি।

পরের মাস থেকে ডিফেন্স সাইবার এজেন্সির কাজ শুরু হতে চলেছে। এই বিভাগের কাজ হবে ভারতের ডিফেন্স সিস্টেমকে সাইবার এট্যাক থেকে সুরক্ষিত রাখা। নৌসেনার বরিষ্ঠ আধিকারিক আডমিরাল মোহিত গুপ্তা এটার প্রথম প্রমুখ হবেন। এই বিভাগের মুখ্যালয় দিল্লীতে হবে। বিশেষ করে পাকিস্তান ও চীন থেকে হওয়া সাইবার এট্যাককে প্রতিরোধ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইবার বিভাগ তৈরির জন্য দিল্লী থেকে সবুজ সংকেত দিচ্ছেন। সুরক্ষামন্ত্রণালয়ের খবর অনুযায়ী, সরকার ধীরে ধীরে পুরো দেশে সাইবার বিভাগ বৃদ্ধি করবে। বর্তমান সময়ে দেশের সুরক্ষা ব্যবস্থার উপর সবথেকে বড় ভয় সাইবার এট্যাক। কারণ পারমানবিক বোমা থেকে শুরু করে বাকি কিছু এট্যাকের ক্ষেত্রে কোড ব্যাবহৃত হয়। এছাড়াও যুদ্ধ ক্ষেত্রে ব্যাবহৃত সরকারের নানা প্ল্যান, গোপন স্থানের তথ্যকে সাইবার এট্যাক থেকে রক্ষা করতে  ডিফেন্স সাইবার এজেন্সি আবশ্যক। পাকিস্তান ও চীনের হ্যাকাররা রোজ ভারতের সাইবার মিলিটারির উপর এট্যাক করে তথ্য চুরি করার প্রয়াস করে। সূত্রের খবর অনুযায়ী, স্প্রেস এজেন্সির উপরেও চর্চা চলছে। খুব শীঘ্রই স্পেস এজেন্সির উপর কাজ শুরু হবে। এছাড়াও স্পেশ্যাল ফোর্স এজেন্সি আগ্রাস্থিত

ভারতের উপর সাইবার এট্যাক করতে পারবে না শত্রু দেশ! ২ জুন থেকে কাজ করবে ডিফেন্স সাইবার এজেন্সি।

পরের মাস থেকে ডিফেন্স সাইবার এজেন্সির কাজ শুরু হতে চলেছে। এই বিভাগের কাজ হবে ভারতের ডিফেন্স সিস্টেমকে সাইবার এট্যাক থেকে সুরক্ষিত রাখা। নৌসেনার বরিষ্ঠ আধিকারিক আডমিরাল মোহিত গুপ্তা এটার প্রথম প্রমুখ হবেন। এই বিভাগের মুখ্যালয় দিল্লীতে হবে। বিশেষ করে পাকিস্তান ও চীন থেকে হওয়া সাইবার এট্যাককে প্রতিরোধ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইবার বিভাগ তৈরির জন্য দিল্লী থেকে সবুজ সংকেত দিচ্ছেন। সুরক্ষামন্ত্রণালয়ের খবর অনুযায়ী, সরকার ধীরে ধীরে পুরো দেশে সাইবার বিভাগ বৃদ্ধি করবে। বর্তমান সময়ে দেশের সুরক্ষা ব্যবস্থার উপর সবথেকে বড় ভয় সাইবার এট্যাক। কারণ পারমানবিক বোমা থেকে শুরু করে বাকি কিছু এট্যাকের ক্ষেত্রে কোড ব্যাবহৃত হয়। এছাড়াও যুদ্ধ ক্ষেত্রে ব্যাবহৃত সরকারের নানা প্ল্যান, গোপন স্থানের তথ্যকে সাইবার এট্যাক থেকে রক্ষা করতে  ডিফেন্স সাইবার এজেন্সি আবশ্যক। পাকিস্তান ও চীনের হ্যাকাররা রোজ ভারতের সাইবার মিলিটারির উপর এট্যাক করে তথ্য চুরি করার প্রয়াস করে। সূত্রের খবর অনুযায়ী, স্প্রেস এজেন্সির উপরেও চর্চা চলছে। খুব শীঘ্রই স্পেস এজেন্সির উপর কাজ শুরু হবে। এছাড়াও স্পেশ্যাল ফোর্স এজেন্সি আগ্রাস্থিত

আমি যেমন ছয় মারতাম, তোমরাও ওরকম ভাবে ছয় মেরে মোদীকে দেশের বাইরে পাঠিয়ে দাওঃ সিধু

Image
প্রায় দিনই বিতর্কিত বয়ান দেওয়া কংগ্রেস নেতা নবজ্যোত সিং সিধু আবারও বিতর্কিত বয়ান দিয়ে শিরোনামে উঠে এলো! সিধু এবার বিতর্কিত বয়ান দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করলো। এমনিতে সিধুর পাকিস্তান প্রেম আর কারোর কাছে লুকানো  নেই। পাকিস্তানে গিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা পাক আর্মি চিফ এর সাথে কোলাকুলি হোক, আর খালিস্তানি জঙ্গির সাথে দাঁত বের করে ছবি তোলাই হোক, সিধু পাক প্রেমে একবারে কাবু হয়েছিল। এমনকি ভারতে যখন পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা করে দেশের ৪৪ বীর জয়ানকে শহীদ করে দিয়েছিল। তখনও সিধু পাকিস্তানের সমর্থনে ব্যাট ধরে পাকিস্তানকে নিরীহ দেশ বলে আখ্যা দিয়েছিল। সিধু বলেছিল, ‘যেমন জঙ্গিদের কোন ধর্ম হয়না, তেমন দেশও হয়না। তাই পাকিস্তানকে দোষ দেওয়া বন্ধ হোক।” আর এবার সেই সিধুই দেশ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বিতর্কিত বয়ান দিলো। মধ্যপ্রদেশের ভোপালে কংগ্রেস প্রার্থী দিগবিজয় সিং সমর্থনে একটি র‍্যালিতে গিয়ে সিধু বলেন ‘তোমরা সবাই মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের বাইরে ফেলে দিয়ে আসো।” সিধু যখন এই বিতর্কিত মন্তব্য করে, তখন সেই মঞ্চে তাঁর পাশে দাঁড়িয়ে ছিল ভোপাল আসনে কংগ্রেসের প্র

আমি যেমন ছয় মারতাম, তোমরাও ওরকম ভাবে ছয় মেরে মোদীকে দেশের বাইরে পাঠিয়ে দাওঃ সিধু

Image
প্রায় দিনই বিতর্কিত বয়ান দেওয়া কংগ্রেস নেতা নবজ্যোত সিং সিধু আবারও বিতর্কিত বয়ান দিয়ে শিরোনামে উঠে এলো! সিধু এবার বিতর্কিত বয়ান দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করলো। এমনিতে সিধুর পাকিস্তান প্রেম আর কারোর কাছে লুকানো  নেই। পাকিস্তানে গিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা পাক আর্মি চিফ এর সাথে কোলাকুলি হোক, আর খালিস্তানি জঙ্গির সাথে দাঁত বের করে ছবি তোলাই হোক, সিধু পাক প্রেমে একবারে কাবু হয়েছিল। এমনকি ভারতে যখন পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা করে দেশের ৪৪ বীর জয়ানকে শহীদ করে দিয়েছিল। তখনও সিধু পাকিস্তানের সমর্থনে ব্যাট ধরে পাকিস্তানকে নিরীহ দেশ বলে আখ্যা দিয়েছিল। সিধু বলেছিল, ‘যেমন জঙ্গিদের কোন ধর্ম হয়না, তেমন দেশও হয়না। তাই পাকিস্তানকে দোষ দেওয়া বন্ধ হোক।” আর এবার সেই সিধুই দেশ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বিতর্কিত বয়ান দিলো। মধ্যপ্রদেশের ভোপালে কংগ্রেস প্রার্থী দিগবিজয় সিং সমর্থনে একটি র‍্যালিতে গিয়ে সিধু বলেন ‘তোমরা সবাই মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের বাইরে ফেলে দিয়ে আসো।” সিধু যখন এই বিতর্কিত মন্তব্য করে, তখন সেই মঞ্চে তাঁর পাশে দাঁড়িয়ে ছিল ভোপাল আসনে কংগ্রেসের প্র

আমি যেমন ছয় মারতাম, তোমরাও ওরকম ভাবে ছয় মেরে মোদীকে দেশের বাইরে পাঠিয়ে দাওঃ সিধু

Image
প্রায় দিনই বিতর্কিত বয়ান দেওয়া কংগ্রেস নেতা নবজ্যোত সিং সিধু আবারও বিতর্কিত বয়ান দিয়ে শিরোনামে উঠে এলো! সিধু এবার বিতর্কিত বয়ান দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করলো। এমনিতে সিধুর পাকিস্তান প্রেম আর কারোর কাছে লুকানো  নেই। পাকিস্তানে গিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা পাক আর্মি চিফ এর সাথে কোলাকুলি হোক, আর খালিস্তানি জঙ্গির সাথে দাঁত বের করে ছবি তোলাই হোক, সিধু পাক প্রেমে একবারে কাবু হয়েছিল। এমনকি ভারতে যখন পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা করে দেশের ৪৪ বীর জয়ানকে শহীদ করে দিয়েছিল। তখনও সিধু পাকিস্তানের সমর্থনে ব্যাট ধরে পাকিস্তানকে নিরীহ দেশ বলে আখ্যা দিয়েছিল। সিধু বলেছিল, ‘যেমন জঙ্গিদের কোন ধর্ম হয়না, তেমন দেশও হয়না। তাই পাকিস্তানকে দোষ দেওয়া বন্ধ হোক।” আর এবার সেই সিধুই দেশ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বিতর্কিত বয়ান দিলো। মধ্যপ্রদেশের ভোপালে কংগ্রেস প্রার্থী দিগবিজয় সিং সমর্থনে একটি র‍্যালিতে গিয়ে সিধু বলেন ‘তোমরা সবাই মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের বাইরে ফেলে দিয়ে আসো।” সিধু যখন এই বিতর্কিত মন্তব্য করে, তখন সেই মঞ্চে তাঁর পাশে দাঁড়িয়ে ছিল ভোপাল আসনে কংগ্রেসের প্র

মুনমুন সেনকে কটাক্ষ করে স্বস্তিকা লিখলেন ‘গরম মানুষকে উন্মাদ করে দিয়েছে, বাংলা ছাড়া কোথাও অশান্তি নেই”

Image
চতুর্থ দফার ভোট গ্রহণে আসানসোল জুড়ে যেই অশান্তির সৃষ্টি হয়েছিল, সেই অশান্তির প্রকোপ গিয়ে আছড়ে পড়ল টলি পাড়ায়। আসানসোলে তৃণমূলের প্রার্থী টলিউড অভিনেত্রী মুনমুন সেন ( Moon Moon Sen) । আর মুনমুন সেন প্রার্থী হয়ে কিভাবে এহেন মন্তব্য করতে পারেন, সেই শুনে তাজ্জব গোটা বাংলা। আর এবার টলিপাড়া থেকেও এলো মুনমুনের জন্য যোগ্য জবাব। মুনমুনের মন্তব্যের পর মেজাজ হারিয়ে টুইট করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি টুইট করে লেখেন, ‘বাংলা ছাড়া দেশের আর কোথাও ভোট নিয়ে হিংসা হচ্ছেনা।” এমনকি তিনি মুনমুন সেনের বেডটি-এর মন্তব্য নিয়েও ওনাকে কটাক্ষ করেন স্বস্তিকা। স্বস্তিকা মুখার্জী (swastika mukherjee) টুইটারে ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, ‘সত্যি খুব দুঃখ লাগছে! বাংলা জ্বলছে, মানুষ ভোট না দিতে পেরে ফেরত আসছে। একেবারে মমির মত দাঁড়িয়ে আছে রাজ্য পুলিশ! এরকম নির্বাচনের মানেটা কি? গণতন্ত্রের নামে প্রহসন চলছে রাজ্য জুড়ে!” স্বস্তিকা আরও লেখেন, ‘আসানসোলবাসী দয়া করে নিরাপদে থাকুন। ভোট দিতে গিয়ে নিজের জীবন হারাবেননা একদম!” তিনি আরও বলেন, ‘এই হিংসা দেশের কোন রাজ্যেই হচ্ছেনা, হচ্ছে শুধু এই বাংলায়!” এরপরে তিনি রাজনীতিবিদদের উপরেও ক

মুনমুন সেনকে কটাক্ষ করে স্বস্তিকা লিখলেন ‘গরম মানুষকে উন্মাদ করে দিয়েছে, বাংলা ছাড়া কোথাও অশান্তি নেই”

Image
চতুর্থ দফার ভোট গ্রহণে আসানসোল জুড়ে যেই অশান্তির সৃষ্টি হয়েছিল, সেই অশান্তির প্রকোপ গিয়ে আছড়ে পড়ল টলি পাড়ায়। আসানসোলে তৃণমূলের প্রার্থী টলিউড অভিনেত্রী মুনমুন সেন ( Moon Moon Sen) । আর মুনমুন সেন প্রার্থী হয়ে কিভাবে এহেন মন্তব্য করতে পারেন, সেই শুনে তাজ্জব গোটা বাংলা। আর এবার টলিপাড়া থেকেও এলো মুনমুনের জন্য যোগ্য জবাব। মুনমুনের মন্তব্যের পর মেজাজ হারিয়ে টুইট করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি টুইট করে লেখেন, ‘বাংলা ছাড়া দেশের আর কোথাও ভোট নিয়ে হিংসা হচ্ছেনা।” এমনকি তিনি মুনমুন সেনের বেডটি-এর মন্তব্য নিয়েও ওনাকে কটাক্ষ করেন স্বস্তিকা। স্বস্তিকা মুখার্জী (swastika mukherjee) টুইটারে ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, ‘সত্যি খুব দুঃখ লাগছে! বাংলা জ্বলছে, মানুষ ভোট না দিতে পেরে ফেরত আসছে। একেবারে মমির মত দাঁড়িয়ে আছে রাজ্য পুলিশ! এরকম নির্বাচনের মানেটা কি? গণতন্ত্রের নামে প্রহসন চলছে রাজ্য জুড়ে!” স্বস্তিকা আরও লেখেন, ‘আসানসোলবাসী দয়া করে নিরাপদে থাকুন। ভোট দিতে গিয়ে নিজের জীবন হারাবেননা একদম!” তিনি আরও বলেন, ‘এই হিংসা দেশের কোন রাজ্যেই হচ্ছেনা, হচ্ছে শুধু এই বাংলায়!” এরপরে তিনি রাজনীতিবিদদের উপরেও ক

ধোপে টিকলোনা কংগ্রেসের অভিযোগ, সহজেই ক্লিনচিট পেয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ( Narendra Modi) ক্লিনচিট দিলো নির্বাচন কমিশন (Election Commission Of India)। কমিশন জানায় জনসভাতে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন নির্বাচনী বিঁধিভঙ্গ করেননি। মহারাষ্ট্রের বর্ধাতে নির্বাচনী প্রচারের সময় ওনার উপরে নির্বাচনী বিঁধিভঙ্গের অভিযোগ আনা হয়েছিল। কংগ্রেস কমিশনের কাছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। কংগ্রেস অভিযোগ করে বলেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে কেরলের ওয়ানাড থেকে নির্বাচনী লড়া নিয়ে প্রশ্ন তুলেছিল। কমিশন কংগ্রেসের অভিযোগের পর নরেন্দ্র মোদীর ভাষণ শুনে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়। ১লা এপ্রিল মহারাষ্ট্রের বর্ধাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর নাম না নিয়ে বলেছিলেন, ওনাকে কেরলের ওয়ানাড থেকে নির্বাচনে লড়তে হচ্ছে কারণ, ওই এলাকায় সংখ্যালঘুরাই সংখ্যাগুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘কংগ্রেস হিন্দুদের বদনাম করেছে। সেইজন্য জনতা এখন কংগ্রেসে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই জন্য ওই দলের নেতা এমন এক যায়গা থেকে নির্বাচনে লড়ছে, যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু। সেখানে

ধোপে টিকলোনা কংগ্রেসের অভিযোগ, সহজেই ক্লিনচিট পেয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ( Narendra Modi) ক্লিনচিট দিলো নির্বাচন কমিশন (Election Commission Of India)। কমিশন জানায় জনসভাতে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন নির্বাচনী বিঁধিভঙ্গ করেননি। মহারাষ্ট্রের বর্ধাতে নির্বাচনী প্রচারের সময় ওনার উপরে নির্বাচনী বিঁধিভঙ্গের অভিযোগ আনা হয়েছিল। কংগ্রেস কমিশনের কাছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। কংগ্রেস অভিযোগ করে বলেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে কেরলের ওয়ানাড থেকে নির্বাচনী লড়া নিয়ে প্রশ্ন তুলেছিল। কমিশন কংগ্রেসের অভিযোগের পর নরেন্দ্র মোদীর ভাষণ শুনে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়। ১লা এপ্রিল মহারাষ্ট্রের বর্ধাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর নাম না নিয়ে বলেছিলেন, ওনাকে কেরলের ওয়ানাড থেকে নির্বাচনে লড়তে হচ্ছে কারণ, ওই এলাকায় সংখ্যালঘুরাই সংখ্যাগুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘কংগ্রেস হিন্দুদের বদনাম করেছে। সেইজন্য জনতা এখন কংগ্রেসে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই জন্য ওই দলের নেতা এমন এক যায়গা থেকে নির্বাচনে লড়ছে, যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু। সেখানে

ভারতে প্রধানমন্ত্রী পদে মোদীই বসবেন দাবি চীনের সংবাদ মাধ্যমের! মোদীকে মাথায় রেখে নীতি করার উপদেশ মিডিয়ার।

Image
প্রত্যেক বড়ো দেশ ওপর দেশের রাজনীতির উপর নজর রাখে। কারণ রাজনীতির উপর নির্ভর করেই এক একটা দেশ ওপর দেশের সাথে নীতি নিয়ম তৈরি করে। উদাহরন স্বরূপ ভারতে মোদী ক্ষমতায় থাকলে ইজরায়েল এক ধরনের নীতি তৈরি করবে, অন্যদিকে কংগ্রেস ক্ষমতায় থাকলে অন্য ধরনের নীতি তৈরি করবে। এখন চীন থেকে একটা বড় খবর সামনে আসছে। রাজনৈতিক দৃষ্টিকোন থেকে খবর এতটাই গম্ভীর যে ভারতের বিরোধী দলে ভূমিকম্প এসেছে। আসলে চীনের মিডিয়া ভারতের রাজনীতি নিয়ে বড়সড় দাবি করেছে। আসলে চীনের মিডিয়ার দাবি ভারতে পুনরায় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে। চীনের সাংবাদ মাধ্যম চীনের সরকারের উদ্দেশে একটা প্রতিবেদন লিখেছে। প্রতিবেদনে চীনের সরকারকে বড়ো উপদেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ভারতে পুনরায় মোদী ক্ষমতায় আসবে। সেই দিকে লক্ষ রেখে যেন নীতি তৈরি করা হয়। ভারতের প্রধানমন্ত্রী পদে পুনরায় নরেন্দ্র মোদী বসবেন বলে দাবি চীনের সাংবাদ মাধ্যমের। খবর সামনে আসার পর চীন তাদের নীতি তৈরির কাজও শুরু করে দিয়েছে। ইতিমধ্যে চীন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর সাথে জিনপিং এর একটা বৈঠক করানো সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে ধরা হয়েছে। চীনের বিদেশ

ভারতে প্রধানমন্ত্রী পদে মোদীই বসবেন দাবি চীনের সংবাদ মাধ্যমের! মোদীকে মাথায় রেখে নীতি করার উপদেশ মিডিয়ার।

Image
প্রত্যেক বড়ো দেশ ওপর দেশের রাজনীতির উপর নজর রাখে। কারণ রাজনীতির উপর নির্ভর করেই এক একটা দেশ ওপর দেশের সাথে নীতি নিয়ম তৈরি করে। উদাহরন স্বরূপ ভারতে মোদী ক্ষমতায় থাকলে ইজরায়েল এক ধরনের নীতি তৈরি করবে, অন্যদিকে কংগ্রেস ক্ষমতায় থাকলে অন্য ধরনের নীতি তৈরি করবে। এখন চীন থেকে একটা বড় খবর সামনে আসছে। রাজনৈতিক দৃষ্টিকোন থেকে খবর এতটাই গম্ভীর যে ভারতের বিরোধী দলে ভূমিকম্প এসেছে। আসলে চীনের মিডিয়া ভারতের রাজনীতি নিয়ে বড়সড় দাবি করেছে। আসলে চীনের মিডিয়ার দাবি ভারতে পুনরায় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে। চীনের সাংবাদ মাধ্যম চীনের সরকারের উদ্দেশে একটা প্রতিবেদন লিখেছে। প্রতিবেদনে চীনের সরকারকে বড়ো উপদেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ভারতে পুনরায় মোদী ক্ষমতায় আসবে। সেই দিকে লক্ষ রেখে যেন নীতি তৈরি করা হয়। ভারতের প্রধানমন্ত্রী পদে পুনরায় নরেন্দ্র মোদী বসবেন বলে দাবি চীনের সাংবাদ মাধ্যমের। খবর সামনে আসার পর চীন তাদের নীতি তৈরির কাজও শুরু করে দিয়েছে। ইতিমধ্যে চীন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর সাথে জিনপিং এর একটা বৈঠক করানো সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে ধরা হয়েছে। চীনের বিদেশ

ভারতে প্রধানমন্ত্রী পদে মোদীই বসবেন দাবি চীনের সংবাদ মাধ্যমের! মোদীকে মাথায় রেখে নীতি করার উপদেশ মিডিয়ার।

Image
প্রত্যেক বড়ো দেশ ওপর দেশের রাজনীতির উপর নজর রাখে। কারণ রাজনীতির উপর নির্ভর করেই এক একটা দেশ ওপর দেশের সাথে নীতি নিয়ম তৈরি করে। উদাহরন স্বরূপ ভারতে মোদী ক্ষমতায় থাকলে ইজরায়েল এক ধরনের নীতি তৈরি করবে, অন্যদিকে কংগ্রেস ক্ষমতায় থাকলে অন্য ধরনের নীতি তৈরি করবে। এখন চীন থেকে একটা বড় খবর সামনে আসছে। রাজনৈতিক দৃষ্টিকোন থেকে খবর এতটাই গম্ভীর যে ভারতের বিরোধী দলে ভূমিকম্প এসেছে। আসলে চীনের মিডিয়া ভারতের রাজনীতি নিয়ে বড়সড় দাবি করেছে। আসলে চীনের মিডিয়ার দাবি ভারতে পুনরায় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে। চীনের সাংবাদ মাধ্যম চীনের সরকারের উদ্দেশে একটা প্রতিবেদন লিখেছে। প্রতিবেদনে চীনের সরকারকে বড়ো উপদেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ভারতে পুনরায় মোদী ক্ষমতায় আসবে। সেই দিকে লক্ষ রেখে যেন নীতি তৈরি করা হয়। ভারতের প্রধানমন্ত্রী পদে পুনরায় নরেন্দ্র মোদী বসবেন বলে দাবি চীনের সাংবাদ মাধ্যমের। খবর সামনে আসার পর চীন তাদের নীতি তৈরির কাজও শুরু করে দিয়েছে। ইতিমধ্যে চীন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর সাথে জিনপিং এর একটা বৈঠক করানো সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে ধরা হয়েছে। চীনের বিদেশ

ভারতে প্রধানমন্ত্রী পদে মোদীই বসবেন দাবি চীনের সংবাদ মাধ্যমের! মোদীকে মাথায় রেখে নীতি করার উপদেশ মিডিয়ার।

Image
প্রত্যেক বড়ো দেশ ওপর দেশের রাজনীতির উপর নজর রাখে। কারণ রাজনীতির উপর নির্ভর করেই এক একটা দেশ ওপর দেশের সাথে নীতি নিয়ম তৈরি করে। উদাহরন স্বরূপ ভারতে মোদী ক্ষমতায় থাকলে ইজরায়েল এক ধরনের নীতি তৈরি করবে, অন্যদিকে কংগ্রেস ক্ষমতায় থাকলে অন্য ধরনের নীতি তৈরি করবে। এখন চীন থেকে একটা বড় খবর সামনে আসছে। রাজনৈতিক দৃষ্টিকোন থেকে খবর এতটাই গম্ভীর যে ভারতের বিরোধী দলে ভূমিকম্প এসেছে। আসলে চীনের মিডিয়া ভারতের রাজনীতি নিয়ে বড়সড় দাবি করেছে। আসলে চীনের মিডিয়ার দাবি ভারতে পুনরায় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে। চীনের সাংবাদ মাধ্যম চীনের সরকারের উদ্দেশে একটা প্রতিবেদন লিখেছে। প্রতিবেদনে চীনের সরকারকে বড়ো উপদেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ভারতে পুনরায় মোদী ক্ষমতায় আসবে। সেই দিকে লক্ষ রেখে যেন নীতি তৈরি করা হয়। ভারতের প্রধানমন্ত্রী পদে পুনরায় নরেন্দ্র মোদী বসবেন বলে দাবি চীনের সাংবাদ মাধ্যমের। খবর সামনে আসার পর চীন তাদের নীতি তৈরির কাজও শুরু করে দিয়েছে। ইতিমধ্যে চীন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর সাথে জিনপিং এর একটা বৈঠক করানো সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে ধরা হয়েছে। চীনের বিদেশ

কংগ্রেস-NCP এর জন্য নির্বাচনের প্রচার করলেন বিজয় মালিয়ার জামাই! জনগণের কাছে চাইলেন ভোট।

Image
ভারত থেকে পলাতক ব্যাবসায়ী বিজয় মালিয়াকে নিয়ে রাজনীতি বরাবর উত্তপ্ত ছিল। কংগ্রেস বার বার দাবি করেছে যে নরেন্দ্র মোদীর সরকার বিজয় মালিয়াকে দেশ থেকে পালাতে সাহায্য করেছে। রাহুল গান্ধী বেশ কয়েকটি রালি থেকে বলেছিলেন যে, মোদীর বন্ধু বিজয় মালিয়া।  প্রসঙ্গত জানিয়ে দি, মালিয়া সেই ব্যাবসায়ী যে সোনিয়া গান্ধীর আমলে বহু টাকা ব্যাঙ্ক থেকে লোন পেয়েছিল। যতদিন দেশে কংগ্রেস ছিল ততদিন মালিয়ার দেশে থাকতে কোনো সমস্যা হয়নি। এরপর মোদী ক্ষমতায় আসতেই মালিয়ে সুযোগ বুঝে দেশ থেকে পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়ার ভয় মালিয়াকে দুশ্চিন্তায় ফেলাতে থাকে। যার জন্য বিজয় মালিয়া সুযোগ বুঝে দেশ থেকে পলায়ন করে। এরপর থেকে রাহুল গান্ধী বহুবার মোদীর উপর অভিযোগ তুলেন। রাহুল গান্ধী দাবি করেন, মালিয়া ও মোদী প্ল্যান করে সবকিছু করেছে। তবে এখন যে খবর সামনে আসছে তা রাহুল গান্ধীর মুখে চুনকালি মাখাতে যথেষ্ট। আসলে পলাতক বিজয় মালিয়ার জামাই এখন কংগ্রেসের লোকসভা প্রার্থীর সাথে প্রচারে নেমেছেন। কংগ্রেস ও তার সহযোগী NCP এর হয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন বিজয় মালিয়ার জামাই । খবর অনুযায়ী, বিজয় মালিয়ার জামাই সমর সিং NCP এর নেতা পার্থ পাবারের হয়ে

কংগ্রেস-NCP এর জন্য নির্বাচনের প্রচার করলেন বিজয় মালিয়ার জামাই! জনগণের কাছে চাইলেন ভোট।

Image
ভারত থেকে পলাতক ব্যাবসায়ী বিজয় মালিয়াকে নিয়ে রাজনীতি বরাবর উত্তপ্ত ছিল। কংগ্রেস বার বার দাবি করেছে যে নরেন্দ্র মোদীর সরকার বিজয় মালিয়াকে দেশ থেকে পালাতে সাহায্য করেছে। রাহুল গান্ধী বেশ কয়েকটি রালি থেকে বলেছিলেন যে, মোদীর বন্ধু বিজয় মালিয়া।  প্রসঙ্গত জানিয়ে দি, মালিয়া সেই ব্যাবসায়ী যে সোনিয়া গান্ধীর আমলে বহু টাকা ব্যাঙ্ক থেকে লোন পেয়েছিল। যতদিন দেশে কংগ্রেস ছিল ততদিন মালিয়ার দেশে থাকতে কোনো সমস্যা হয়নি। এরপর মোদী ক্ষমতায় আসতেই মালিয়ে সুযোগ বুঝে দেশ থেকে পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়ার ভয় মালিয়াকে দুশ্চিন্তায় ফেলাতে থাকে। যার জন্য বিজয় মালিয়া সুযোগ বুঝে দেশ থেকে পলায়ন করে। এরপর থেকে রাহুল গান্ধী বহুবার মোদীর উপর অভিযোগ তুলেন। রাহুল গান্ধী দাবি করেন, মালিয়া ও মোদী প্ল্যান করে সবকিছু করেছে। তবে এখন যে খবর সামনে আসছে তা রাহুল গান্ধীর মুখে চুনকালি মাখাতে যথেষ্ট। আসলে পলাতক বিজয় মালিয়ার জামাই এখন কংগ্রেসের লোকসভা প্রার্থীর সাথে প্রচারে নেমেছেন। কংগ্রেস ও তার সহযোগী NCP এর হয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন বিজয় মালিয়ার জামাই । খবর অনুযায়ী, বিজয় মালিয়ার জামাই সমর সিং NCP এর নেতা পার্থ পাবারের হয়ে

বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়ানো মহাজোটের প্রার্থী তেজ বাহাদুরের বাতিল হতে পারে প্রার্থীপদ !

Image
বারাণসী লোকসভা আসন থেকে সমাজবাদী পার্টির প্রার্থী তেজ বাহাদুরের (Tej Bahadur) বিরুদ্ধে নোটিশ জারি করল নির্বাচন কমিশন। বিএসএফ থেকে বরখাস্ত জওয়ান তেজ বাহাদুর প্রথমে নির্দলীয় আর তারপর সমাজবাদী পার্টির চিহ্নে মনোনয়ন জমা দেন। প্রথমে তিনি মনোনয়ন জমা দেওয়ার সময় বলেছিলেন, দুর্নীতির কারণে ওনাকে সেনা থেকে বহিস্কার করা হয়েছে। কিন্তু দ্বিতীয়বার মনোনয়ন দাখিল করার সময় উনি এই তথ্য দেননি। মঙ্গলবার ওনার মনোনয়ন পত্র খুঁটিয়ে দেখার পর জেলা নির্বাচন কার্যালয় তেজ বাহাদুরের বিরুদ্ধে নোটিশ জারি করে ওনার কাছ থেকে ১ মে এর মধ্যে জবাব চেয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যদি তেজ বাহাদুর এর প্রমাণ না দিতে পারে, তাহলে তাঁর মনোনয়ন বাতিল হবে। কমিশনের তরফ থেকে জারি করা নোটিশ অনুযায়ী, তেজ বাহাদুর (Tej Bahadur) ২৪ এপ্রিল নির্দলীয় প্রার্থী রুপে মনোনয়ন জমা দিয়েছিলেন। সেই সময় উনি শপথ পত্রে বলেছিলেন, ‘ওনাকে দুর্নীতির কারণে সেনা থেকে বরখাস্ত করা হয়েছে।” কিন্তু ২৯ এপ্রিল দ্বিতীয়বার মনোনয়ন জমা দেওয়ার সময় তেজ বাহাদুর ওই শপথ পত্রেই সেনা থেকে বরখাস্ত করার জন্য দুর্নীতির কারণ দেখাননি তিনি! যার মানে এই যে, ওনাকে দুর্ন

বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়ানো মহাজোটের প্রার্থী তেজ বাহাদুরের বাতিল হতে পারে প্রার্থীপদ !

Image
বারাণসী লোকসভা আসন থেকে সমাজবাদী পার্টির প্রার্থী তেজ বাহাদুরের (Tej Bahadur) বিরুদ্ধে নোটিশ জারি করল নির্বাচন কমিশন। বিএসএফ থেকে বরখাস্ত জওয়ান তেজ বাহাদুর প্রথমে নির্দলীয় আর তারপর সমাজবাদী পার্টির চিহ্নে মনোনয়ন জমা দেন। প্রথমে তিনি মনোনয়ন জমা দেওয়ার সময় বলেছিলেন, দুর্নীতির কারণে ওনাকে সেনা থেকে বহিস্কার করা হয়েছে। কিন্তু দ্বিতীয়বার মনোনয়ন দাখিল করার সময় উনি এই তথ্য দেননি। মঙ্গলবার ওনার মনোনয়ন পত্র খুঁটিয়ে দেখার পর জেলা নির্বাচন কার্যালয় তেজ বাহাদুরের বিরুদ্ধে নোটিশ জারি করে ওনার কাছ থেকে ১ মে এর মধ্যে জবাব চেয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যদি তেজ বাহাদুর এর প্রমাণ না দিতে পারে, তাহলে তাঁর মনোনয়ন বাতিল হবে। কমিশনের তরফ থেকে জারি করা নোটিশ অনুযায়ী, তেজ বাহাদুর (Tej Bahadur) ২৪ এপ্রিল নির্দলীয় প্রার্থী রুপে মনোনয়ন জমা দিয়েছিলেন। সেই সময় উনি শপথ পত্রে বলেছিলেন, ‘ওনাকে দুর্নীতির কারণে সেনা থেকে বরখাস্ত করা হয়েছে।” কিন্তু ২৯ এপ্রিল দ্বিতীয়বার মনোনয়ন জমা দেওয়ার সময় তেজ বাহাদুর ওই শপথ পত্রেই সেনা থেকে বরখাস্ত করার জন্য দুর্নীতির কারণ দেখাননি তিনি! যার মানে এই যে, ওনাকে দুর্ন

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নির্লজ্জ” বলে অপমান করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রচারে গিয়ে আক্রমণ করেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীরামপুরের জনসভা থেকে বলেছিলেন যে, ‘তৃণমূলের ৪০ বিধায়ক বিজেপির সম্পর্কে আছে”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের বিরোধিতা করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নির্লজ্জ” বলে অপমান করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মমতা ব্যানার্জী বলেন, ‘তৃণমূলকে পয়সা দিয়ে কেনা যায়না!” মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, ‘আগে দিল্লি সামলা, তারপর ভাববি বাংলা।” যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রথমবার অপমান করলেন না মাননীয়া মমতা ব্যানার্জী। এর আগেও বহুবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন মাননীয়া মমতা ব্যানার্জী। ২০১৪ এর লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর কানের নীচে চর মারবেন বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এছাড়াও উনি নরেন্দ্র মোদীর কোমরে দড়ি পড়িয়ে ঘোরাবেন বলেছিলেন। এবার লোকসভ ভোটের নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হ্যাঙ্গারের তলায় ঢোকাবেন বলেছিলেন মমতা ব্যানার্জী। এমনকি

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নির্লজ্জ” বলে অপমান করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রচারে গিয়ে আক্রমণ করেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীরামপুরের জনসভা থেকে বলেছিলেন যে, ‘তৃণমূলের ৪০ বিধায়ক বিজেপির সম্পর্কে আছে”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের বিরোধিতা করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নির্লজ্জ” বলে অপমান করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মমতা ব্যানার্জী বলেন, ‘তৃণমূলকে পয়সা দিয়ে কেনা যায়না!” মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, ‘আগে দিল্লি সামলা, তারপর ভাববি বাংলা।” যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রথমবার অপমান করলেন না মাননীয়া মমতা ব্যানার্জী। এর আগেও বহুবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন মাননীয়া মমতা ব্যানার্জী। ২০১৪ এর লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর কানের নীচে চর মারবেন বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এছাড়াও উনি নরেন্দ্র মোদীর কোমরে দড়ি পড়িয়ে ঘোরাবেন বলেছিলেন। এবার লোকসভ ভোটের নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হ্যাঙ্গারের তলায় ঢোকাবেন বলেছিলেন মমতা ব্যানার্জী। এমনকি

চাঞ্চল্যকর রিপোর্ট জমা পড়ল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, এবার রাজ্যের বহু যায়গাতেই তৃতীয় স্থানে থাকবে তৃণমূল !

Image
সম্প্রতি রাজ্যে এসেছিলেন সঙ্ঘ ঘনিষ্ঠ বিজেপি নেতা সুনীল দেওধর (Sunil Deodhar)। আর তিনি রাজ্যে এসে বিজেপির রুপরেখা তৈরি করেছেন। এর আগে ২০১৮ সালে ত্রিপুরা প্রদেশে বিজেপির পতাকা তোলার দ্বায়িত্ব দেওয়া হয়েছিল এই নেতার কাঁধে। তানা এক বছর ত্রিপুরাতে মাটি কামড়ে পড়েছিলেন তিনি। প্রতিটি বিধানসভা এলাকার প্রতিটি মানুষের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন। আর তাঁর ফল হিসেবে ত্রিপুরায় বিজেপির বিশাল জয়। এরপর ওনাকে এরাজ্যের দ্বায়িত্ব দেওয়ার দাবি উঠছিল। আর সেই জন্য উনি দুদিন আগে পশ্চিমবঙ্গে আসেন। উনি রাজ্যের দুটি আসনে বিশেষ করে নজর রাখছেন বলে সুত্রের খবর। উনি রাজ্যে এসে চারিদিক থেকে পরিসংখ্যান নিয়ে কেন্দ্র বিজেপির নেতৃত্ব এবং সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-কে একটি রিপোর্ট পেশ করেছেন। ওই রিপোর্ট অনুযায়ী এবার লোকসভা ভোটে বেশির ভাগ আসনেই TMC তৃতীয় স্থানে থাকবেন বলে জানিয়েছেন তিনি। আর এর কারণ হিসেবে জনগণের তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধতা এবং রাজ্যে মমতা সরকার দ্বারা চালানো সন্ত্রাসকে কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। ওই রিপোর্টে তিনি জানিয়েছেন, এবার লোকসভা ভোটে বিক্ষুব্ধ তৃণমূলের ভোট পুরোটাই বিজেপি পড়বে। গত লোকসভা আসনে এরাজ্

চাঞ্চল্যকর রিপোর্ট জমা পড়ল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, এবার রাজ্যের বহু যায়গাতেই তৃতীয় স্থানে থাকবে তৃণমূল !

Image
সম্প্রতি রাজ্যে এসেছিলেন সঙ্ঘ ঘনিষ্ঠ বিজেপি নেতা সুনীল দেওধর (Sunil Deodhar)। আর তিনি রাজ্যে এসে বিজেপির রুপরেখা তৈরি করেছেন। এর আগে ২০১৮ সালে ত্রিপুরা প্রদেশে বিজেপির পতাকা তোলার দ্বায়িত্ব দেওয়া হয়েছিল এই নেতার কাঁধে। তানা এক বছর ত্রিপুরাতে মাটি কামড়ে পড়েছিলেন তিনি। প্রতিটি বিধানসভা এলাকার প্রতিটি মানুষের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন। আর তাঁর ফল হিসেবে ত্রিপুরায় বিজেপির বিশাল জয়। এরপর ওনাকে এরাজ্যের দ্বায়িত্ব দেওয়ার দাবি উঠছিল। আর সেই জন্য উনি দুদিন আগে পশ্চিমবঙ্গে আসেন। উনি রাজ্যের দুটি আসনে বিশেষ করে নজর রাখছেন বলে সুত্রের খবর। উনি রাজ্যে এসে চারিদিক থেকে পরিসংখ্যান নিয়ে কেন্দ্র বিজেপির নেতৃত্ব এবং সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-কে একটি রিপোর্ট পেশ করেছেন। ওই রিপোর্ট অনুযায়ী এবার লোকসভা ভোটে বেশির ভাগ আসনেই TMC তৃতীয় স্থানে থাকবেন বলে জানিয়েছেন তিনি। আর এর কারণ হিসেবে জনগণের তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধতা এবং রাজ্যে মমতা সরকার দ্বারা চালানো সন্ত্রাসকে কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। ওই রিপোর্টে তিনি জানিয়েছেন, এবার লোকসভা ভোটে বিক্ষুব্ধ তৃণমূলের ভোট পুরোটাই বিজেপি পড়বে। গত লোকসভা আসনে এরাজ্

VIRAL: নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী না হলে, অযোধ্যায় গিয়ে আত্মহত্যা করবেন এই মুসলিম নেতা !

Image
দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক ব্যাক্তিত্ব ছাড়াও দেশের জনসাধারণ পুনরায় আবার নরেন্দ্র মোদীকেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এরকমই মানুষদের ভিড়ে একজন হল শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। তিনি আগাগোড়াই নরেন্দ্র মোদীর কাজের প্রশংসক। আর এবার তিনি নরেন্দ্র মোদীকে নিয়ে এমন কিছু বলে ফেললেন, যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয় গেলো। শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি (waseem rizvi) বলেন, যদি ২০১৯ নরেন্দ্র মোদী দ্বিতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী না হন, তাহলে আমি অযোধ্যায় রাম মন্দিরের গেটের সামনে গিয়ে আত্মহত্যা করব। রিজভি একটি বয়ান জারি করে বলেন, আমাদের দেশ ভারতবর্ষ সব ধর্মের উপরে। উনি আরও বলেন, আমি যখনই দেশের স্বার্থে কোন কথা বলি, তখন কট্টরপন্থীরা আমাকে প্রাণে মারার হুমকি দেয়। কট্টরপন্থীরা আমাকে বলে, ‘একবার মোদী সরকার চলে যাক, তাহলেই তোমাকে পিস পিস করে কাটবো।” রিজভি (waseem rizvi) বলেন, দেশপ্রেমীদের মনে নরেন্দ্র মোদীর জন্য যদি প্রেম থাকে, তাহলে গদ্দারদের মদে নরেন্দ্র মোদীর নামে আতঙ্ক আছে। যদি অন্য কোন রাজনৈতিক দলের নেতা দেশদ্রোহীদের সাহায্যে এই দেশের প্রধানমন্ত্

VIRAL: নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী না হলে, অযোধ্যায় গিয়ে আত্মহত্যা করবেন এই মুসলিম নেতা !

Image
দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক ব্যাক্তিত্ব ছাড়াও দেশের জনসাধারণ পুনরায় আবার নরেন্দ্র মোদীকেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এরকমই মানুষদের ভিড়ে একজন হল শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। তিনি আগাগোড়াই নরেন্দ্র মোদীর কাজের প্রশংসক। আর এবার তিনি নরেন্দ্র মোদীকে নিয়ে এমন কিছু বলে ফেললেন, যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয় গেলো। শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি (waseem rizvi) বলেন, যদি ২০১৯ নরেন্দ্র মোদী দ্বিতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী না হন, তাহলে আমি অযোধ্যায় রাম মন্দিরের গেটের সামনে গিয়ে আত্মহত্যা করব। রিজভি একটি বয়ান জারি করে বলেন, আমাদের দেশ ভারতবর্ষ সব ধর্মের উপরে। উনি আরও বলেন, আমি যখনই দেশের স্বার্থে কোন কথা বলি, তখন কট্টরপন্থীরা আমাকে প্রাণে মারার হুমকি দেয়। কট্টরপন্থীরা আমাকে বলে, ‘একবার মোদী সরকার চলে যাক, তাহলেই তোমাকে পিস পিস করে কাটবো।” রিজভি (waseem rizvi) বলেন, দেশপ্রেমীদের মনে নরেন্দ্র মোদীর জন্য যদি প্রেম থাকে, তাহলে গদ্দারদের মদে নরেন্দ্র মোদীর নামে আতঙ্ক আছে। যদি অন্য কোন রাজনৈতিক দলের নেতা দেশদ্রোহীদের সাহায্যে এই দেশের প্রধানমন্ত্

৮৬ বছর বয়স্ক কৃষ্ণ ভাট রোজ করেন বিশাল ৯ ফুট শিবলিঙ্গের পুজো! নিয়মিত একা হাতে করেন সাফাই।

Image
আজ আমরা এমন এক ব্যাক্তির সম্বন্ধে India Rag এর পাঠকদের জানাবো যিনি তার সম্পূর্ণ জীবন ভারতীয় সংস্কৃতির জন্য সমর্পিত করেছেন। উপরে যে ব্যক্তির ছবি দেখছেন উনার নাম কৃষ্ণা ভাট, উনি কর্ণাটকের বাসিন্দা এবং উনার বয়স ৮৬ বছর। ইনি একজন মহান শিবভক্ত যিনি তার পুরো জীবন সনাতন ধর্মের সেবার জন্য লাগিয়ে দিয়েছেন। কৃষ্ণ ভাট প্রত্যেকদিন বিশাল ৯ ফুটের শিব লিঙ্গের পূজা করেন। প্রত্যেকদিন উনি শিব লিঙ্গ সাফ করেন এবং বিধি মেনে মন্ত্র পাঠ করে পুজো করেন। কর্ণাটক ও তার আশেপাশের এলাকা জুড়ে বিশাল হিন্দু সাম্রাজ্য ছিল। ওই সাম্রাজ্যকে বিজয়নগর সাম্রাজ্যও বলা হতো। বিজয় নগর সাম্রাজ্যে বহু গৌরবশালী মন্দির ছিল এবং এই শিবলিঙ্গ ওই আমলের। পরবর্তীকালে বিদেশী আক্রান্তকারী শক্তি ঢুকে যাওয়ার কারণে মন্দিরগুলোতে পুজো বন্ধ হয়ে যায়। বিশেষ করে মুঘল(বৈদেশিক মুসলিম) ও ব্রিটিশরা(বৈদেশিক খ্রিষ্টান) হিন্দুদের গোলাম করার উদ্যেশে ভারতীয় সংস্কৃতি ধ্বংস করার উপর কাজ করেছিল। যে শিবলিঙ্গের পূজা কৃষ্ণ ভাট করেন সেটা কর্ণাটকের হামপিতে অবস্থানরত। বাহমনি সুলতান আক্রমনকারীরা এই মন্দিরের উপর আক্রমণ করেছিল এবং মন্দিরের উপরের অংশ ভেঙে ফেলেছিল। কিন্তু

৮৬ বছর বয়স্ক কৃষ্ণ ভাট রোজ করেন বিশাল ৯ ফুট শিবলিঙ্গের পুজো! নিয়মিত একা হাতে করেন সাফাই।

Image
আজ আমরা এমন এক ব্যাক্তির সম্বন্ধে India Rag এর পাঠকদের জানাবো যিনি তার সম্পূর্ণ জীবন ভারতীয় সংস্কৃতির জন্য সমর্পিত করেছেন। উপরে যে ব্যক্তির ছবি দেখছেন উনার নাম কৃষ্ণা ভাট, উনি কর্ণাটকের বাসিন্দা এবং উনার বয়স ৮৬ বছর। ইনি একজন মহান শিবভক্ত যিনি তার পুরো জীবন সনাতন ধর্মের সেবার জন্য লাগিয়ে দিয়েছেন। কৃষ্ণ ভাট প্রত্যেকদিন বিশাল ৯ ফুটের শিব লিঙ্গের পূজা করেন। প্রত্যেকদিন উনি শিব লিঙ্গ সাফ করেন এবং বিধি মেনে মন্ত্র পাঠ করে পুজো করেন। কর্ণাটক ও তার আশেপাশের এলাকা জুড়ে বিশাল হিন্দু সাম্রাজ্য ছিল। ওই সাম্রাজ্যকে বিজয়নগর সাম্রাজ্যও বলা হতো। বিজয় নগর সাম্রাজ্যে বহু গৌরবশালী মন্দির ছিল এবং এই শিবলিঙ্গ ওই আমলের। পরবর্তীকালে বিদেশী আক্রান্তকারী শক্তি ঢুকে যাওয়ার কারণে মন্দিরগুলোতে পুজো বন্ধ হয়ে যায়। বিশেষ করে মুঘল(বৈদেশিক মুসলিম) ও ব্রিটিশরা(বৈদেশিক খ্রিষ্টান) হিন্দুদের গোলাম করার উদ্যেশে ভারতীয় সংস্কৃতি ধ্বংস করার উপর কাজ করেছিল। যে শিবলিঙ্গের পূজা কৃষ্ণ ভাট করেন সেটা কর্ণাটকের হামপিতে অবস্থানরত। বাহমনি সুলতান আক্রমনকারীরা এই মন্দিরের উপর আক্রমণ করেছিল এবং মন্দিরের উপরের অংশ ভেঙে ফেলেছিল। কিন্তু