Posts

Showing posts from September, 2020

ড্রাগস কাণ্ডে জড়াল শাহরুখ খান সমেত বলিউডের তিন বিখ্যাত অভিনেতার নাম

নয়া দিল্লীঃ বলিউডে (Bollywood) ড্রাগস মামলায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এনসিবির জিজ্ঞাসাবাদে ড্রাগস প্যাডলার্সরা বলিউডের বড় অভিনেতাদের নাম নিয়েছে। ওই অভিনেতারা হলে শাহরুখ খান (Shahrukh Khan), অর্জুন রামপাল (Arjun Rampal) আর ডিনো মোরিয়া (Dino Morea)। অর্জুন রামপাল শাহরখ খানকে ড্রাগস সাপ্লাই করতেন বলে জানা গিয়েছে। এতদিন পর্যন্ত বলিউড অভিনেত্রীদের নাম সামনে এসেছিল, এখন বলিউডের বড়বড় অভিনেতাদের নামও সামনে আসছে। জাতীয় সংবাদ মাধ্যম দৈনিক ভাস্করের রিপোর্ট অনুযায়ী, এনসিবি এর এক আধিকারিক নিজের নাম না প্রকাশ্যে আনার শর্তে জানিয়েছেন যে, বলিউডের অনেক বড়বড় অভিনেতাদের নাম প্রকাশ্যে এসেছে। দুদিন ধরে মিডিয়াতে শুধু অভিনেতাদের নামের প্রথম অক্ষর হিসেবে A, D আর S আসছিল। এবার দৈনিক ভাস্কর দাবি করেছে যে, A, D আর S নামে অভিনেতারা হলেন অর্জুন রামপাল, ডিনো মোরিয়া আর শাহরুখ খান। এনসিবি এর আধিকারিক দৈনিক ভাস্করকে জানিয়েছে যে, ড্রাগস প্যাডলারের সুত্র থেকে জানা যায় যে অর্জুন রামপাল শাহরুখ খানের বাড়িতে ড্রাগস নিয়ে জেট। কিন্তু ডিনো মোরিয়া কীভাবে ড্রাগস সাপ্লাই করত, সেটা নিয়ে এখনো জানা যায়নি। The post ড্রাগস কাণ

ড্রাগস কাণ্ডে জড়াল শাহরুখ খান সমেত বলিউডের তিন বিখ্যাত অভিনেতার নাম

নয়া দিল্লীঃ বলিউডে (Bollywood) ড্রাগস মামলায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এনসিবির জিজ্ঞাসাবাদে ড্রাগস প্যাডলার্সরা বলিউডের বড় অভিনেতাদের নাম নিয়েছে। ওই অভিনেতারা হলে শাহরুখ খান (Shahrukh Khan), অর্জুন রামপাল (Arjun Rampal) আর ডিনো মোরিয়া (Dino Morea)। অর্জুন রামপাল শাহরখ খানকে ড্রাগস সাপ্লাই করতেন বলে জানা গিয়েছে। এতদিন পর্যন্ত বলিউড অভিনেত্রীদের নাম সামনে এসেছিল, এখন বলিউডের বড়বড় অভিনেতাদের নামও সামনে আসছে। জাতীয় সংবাদ মাধ্যম দৈনিক ভাস্করের রিপোর্ট অনুযায়ী, এনসিবি এর এক আধিকারিক নিজের নাম না প্রকাশ্যে আনার শর্তে জানিয়েছেন যে, বলিউডের অনেক বড়বড় অভিনেতাদের নাম প্রকাশ্যে এসেছে। দুদিন ধরে মিডিয়াতে শুধু অভিনেতাদের নামের প্রথম অক্ষর হিসেবে A, D আর S আসছিল। এবার দৈনিক ভাস্কর দাবি করেছে যে, A, D আর S নামে অভিনেতারা হলেন অর্জুন রামপাল, ডিনো মোরিয়া আর শাহরুখ খান। এনসিবি এর আধিকারিক দৈনিক ভাস্করকে জানিয়েছে যে, ড্রাগস প্যাডলারের সুত্র থেকে জানা যায় যে অর্জুন রামপাল শাহরুখ খানের বাড়িতে ড্রাগস নিয়ে জেট। কিন্তু ডিনো মোরিয়া কীভাবে ড্রাগস সাপ্লাই করত, সেটা নিয়ে এখনো জানা যায়নি। The post ড্রাগস কাণ

কেরলের এই জঙ্গির স্বপ্ন ছিল বড়সড় নাশকতা চালানো, বানিয়েছিল পাঁচ কিমি উড়িয়ে দেওয়ার মতো একটি বোমাও!

Image
কোচিঃ কেরলের (Kerala) কোচির NIA আদালত ISIS জঙ্গি সুবহানি মোইদিনকে (Subahani Haja Moideen) আজীবন কারাবাসের সাজা শুনিয়েছে। ৩৫ বছর বয়সী মোইদিন ISIS এর উমর আল-হিন্দি (Omar al-Hindi) মডিউলের সদস্য। পুরো দক্ষিণ ভারতে জঙ্গি হামলাই করা ছিল তাঁর স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের জন্য সুবাহিন ISIS এর কেরল ইউনিট বানিয়েছিল। এই মডিউলের ছয় অন্য সদস্যকে গত বছর সাজা শোনানো হয়েছিল। এই মডিউলের পর্দাফাঁস ২০১৬ সালে হয়েছিল। জানা গিয়েছে যে, এই মডিউলের অনেক সদস্যই এখনো পলাতক। এক তামিল পরিবারের সদস্য মোইদিনের ইতিহাস অনেক বিপজ্জনক। তাঁর পরিবার কয়েক দশক আগে তামিলনাড়ু থেকে কেরলে এসে বসবাস শুরু করে। তাঁর পরিবার ব্যবসায়িক পরিবার হিসেবেই পরিচিত ছিল। এরপর মোইদিনের মাথায় ধার্মিক উন্মাদনা ঢুকে পড়ে আর এরপর সে জঙ্গি হয়ে যায়। মোইদিনের ভিতরে ইরাক নিয়ে একটি আলাদা আকর্ষণ ছিল। সে চেয়েছিল সেখানে বিয়ে করে সংসার পাততে। এনআইএ অনুযায়ী, মোইদিন ২০১৫ আলে চেন্নাই থেকে ইস্তানবুল হয়ে ইরাকে মোসুলে গিয়েছিল। তাঁর উদ্দেশ্য ছিল আইএসআইএসে যোগ দেওয়া। সেখানে সে ২৫ দিন ধার্মিক আর ২১ দিন অস্ত্রের ট্রেনিং নেয়। যদিও তাঁর ট্রেনাররা তাকে আনফিট পায় আর

কেরলের এই জঙ্গির স্বপ্ন ছিল বড়সড় নাশকতা চালানো, বানিয়েছিল পাঁচ কিমি উড়িয়ে দেওয়ার মতো একটি বোমাও!

Image
কোচিঃ কেরলের (Kerala) কোচির NIA আদালত ISIS জঙ্গি সুবহানি মোইদিনকে (Subahani Haja Moideen) আজীবন কারাবাসের সাজা শুনিয়েছে। ৩৫ বছর বয়সী মোইদিন ISIS এর উমর আল-হিন্দি (Omar al-Hindi) মডিউলের সদস্য। পুরো দক্ষিণ ভারতে জঙ্গি হামলাই করা ছিল তাঁর স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের জন্য সুবাহিন ISIS এর কেরল ইউনিট বানিয়েছিল। এই মডিউলের ছয় অন্য সদস্যকে গত বছর সাজা শোনানো হয়েছিল। এই মডিউলের পর্দাফাঁস ২০১৬ সালে হয়েছিল। জানা গিয়েছে যে, এই মডিউলের অনেক সদস্যই এখনো পলাতক। এক তামিল পরিবারের সদস্য মোইদিনের ইতিহাস অনেক বিপজ্জনক। তাঁর পরিবার কয়েক দশক আগে তামিলনাড়ু থেকে কেরলে এসে বসবাস শুরু করে। তাঁর পরিবার ব্যবসায়িক পরিবার হিসেবেই পরিচিত ছিল। এরপর মোইদিনের মাথায় ধার্মিক উন্মাদনা ঢুকে পড়ে আর এরপর সে জঙ্গি হয়ে যায়। মোইদিনের ভিতরে ইরাক নিয়ে একটি আলাদা আকর্ষণ ছিল। সে চেয়েছিল সেখানে বিয়ে করে সংসার পাততে। এনআইএ অনুযায়ী, মোইদিন ২০১৫ আলে চেন্নাই থেকে ইস্তানবুল হয়ে ইরাকে মোসুলে গিয়েছিল। তাঁর উদ্দেশ্য ছিল আইএসআইএসে যোগ দেওয়া। সেখানে সে ২৫ দিন ধার্মিক আর ২১ দিন অস্ত্রের ট্রেনিং নেয়। যদিও তাঁর ট্রেনাররা তাকে আনফিট পায় আর

ভারতের বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা থাকছে না! বাবরি মামলারা রায়ের পর বললেন অধীর

Image
কলকাতাঃ  আজ বহু প্রতীক্ষিত অয্যোধ্যার বাবরি বিধ্বস্ত  মামলার রায় ঘোষণা করল সিবিআই এর বিশেষ আদালত। আজ এই রায়ে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশি, উমা ভারতী সমেত ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত। বিচারপতি জানিয়েছেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। আর অভিযুক্তরা কেউ বাবরি ভাঙেন নি, বরঞ্চ ওনারা ভিড়কে বাবরি ভাঙার থেকে আটকানোর চেষ্টা করছিলেন। আজ সিবিআই এর বিশেষ আদালতের এই রায়তে বিরোধী দল গুলো অসন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে কংগ্রেসের তরফ থেকে একের পর এক বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আরেকদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (adhir ranjan chowdhury) বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বড়সড় অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘বিচারের বাণী ঠিক মতো না হলে আজ বাবরি মসজিদ ভেঙেছে, কাল আমাদের মাথা ভাঙবে।” উনি ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, ‘সারা পৃথিবীর মানুষ চোখের সামনে দেখলো বাবরি মসজিদ ধ্বংস করা হলো। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে! দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা থাকছে না, এটা গণতান্ত্রিক ও ধর্মনিরপক্ষ রাষ্ট্রের জন্য অশনিসংকেত। মান

ভারতের বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা থাকছে না! বাবরি মামলারা রায়ের পর বললেন অধীর

Image
কলকাতাঃ  আজ বহু প্রতীক্ষিত অয্যোধ্যার বাবরি বিধ্বস্ত  মামলার রায় ঘোষণা করল সিবিআই এর বিশেষ আদালত। আজ এই রায়ে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশি, উমা ভারতী সমেত ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত। বিচারপতি জানিয়েছেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। আর অভিযুক্তরা কেউ বাবরি ভাঙেন নি, বরঞ্চ ওনারা ভিড়কে বাবরি ভাঙার থেকে আটকানোর চেষ্টা করছিলেন। আজ সিবিআই এর বিশেষ আদালতের এই রায়তে বিরোধী দল গুলো অসন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে কংগ্রেসের তরফ থেকে একের পর এক বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আরেকদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (adhir ranjan chowdhury) বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বড়সড় অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘বিচারের বাণী ঠিক মতো না হলে আজ বাবরি মসজিদ ভেঙেছে, কাল আমাদের মাথা ভাঙবে।” উনি ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, ‘সারা পৃথিবীর মানুষ চোখের সামনে দেখলো বাবরি মসজিদ ধ্বংস করা হলো। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে! দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা থাকছে না, এটা গণতান্ত্রিক ও ধর্মনিরপক্ষ রাষ্ট্রের জন্য অশনিসংকেত। মান

হাথরসে দলিত যুবতীর বাবার সাথে ভিডিও কলে কথা বললেন যোগী, করলেন ২৫ লক্ষ টাকার আর্থিক সাহাজ্যের ঘোষণা

লখনউঃ  উত্তর প্রদেশের হাথরসে (Hathras) দলিত যুবতীর সাথে গণধর্ষণ করে হত্যার মামলায় গোটা দেশ তোলপাড়। একদিকে সোশ্যাল মিডিয়ায় সবাই এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিচ্ছে, আরেকদিকে বিরোধী দল গুলো লাগাতার যোগী সরকারকে এই ঘটনা নিয়ে আক্রমণ করে আসছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনা নিয়ে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সাথে কথা বলেছেন। এবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্যাতিতার বাবার সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলেন। মুখ্যমন্ত্রী নির্যাতিত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। ভিডিও কলে নির্যাতিতার বাবা মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের বিরুদ্ধে কোঠরতম অ্যাকশন নেওয়ার দাবি করেছেন। মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাবাকে আশ্বাস দিয়েছেন যে, তিনি দোষীদের বিরুদ্ধে কোঠর ব্যবস্থা নেওয়ার জন্য সবরকম পদক্ষেপ নেবেন। এছাড়াও তিনি প্রশাসনকে নির্যাতিতার পরিবারকে সবরকম সাহাজ্য করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্যাতিত পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা সহায়তা রাশি দেওয়ার ঘোষণা করেছেন। পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। এমনকি নির্যাতিতর পরিবারকে একটি আবাস দেওয়ার

ফাস্ট-ট্র্যাক কোর্টে হবে হাথরস কান্ডের বিচার! গঠন করা হয়েছে SIT

হাথরস কান্ড নিয়ে পুরো দেশজুড়ে উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে এবং দেশের আইন কানুনের বিষয়ে আওয়াজ উঠতে শুরু হয়েছে। বুধবার ভোরে নির্যাতিতার শবদেহের শেষকৃত্য তার পিতার দ্বারা সম্পন্ন হয়। তবে পরিবারের অভিযোগ যে পুলিশ তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই কাজ করেছে। পরিবার সকালে শেষকৃত্য করতে চেয়েছিল। অন্যদিকে পুলিশ দাবি করেছিল যে ২৪ ঘন্টা হয়ে যাওয়ায় শবদেহে পচন ধরছিল। এই কারণে ভোরে শেষকৃত্য করে দেওয়া হয়। ঘটনার তদন্তের জন্য SIT গঠন করা হয়েছে এবং ৭ দিনের মধ্যে তারা রিপোর্ট পেশ করবে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিছুজন দাবি করেছিলেন যে ধর্ষনের সময় নির্যাতিতার মেরুদন্ড ভেঙে দেওয়া হয়েছিল, চোখ নষ্ট করা হয়েছিল এবং জিভ কেটে দেওয়া হয়েছিল। পুলিশ এই বিষয়ে বলেছে যে গলা টেপার দরুন নির্যাতিতা শরীরে কিছু আঘাত এসেছে। পুলিশের আরো দাবি যে, প্রাথমিক মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের কোনো চিন্হ পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে ঘটনা ১৪ সেপ্টেম্বরের। নির্যাতিতার ভাই পুলিশের কাছে অভিযোগ করেছিল যে ১৯ বর্ষীয় যুবতী ও তার মা মাঠে কাজ করছিল। তখন তার গলা টিপে হত্যা করার জন্য আক্রমন করা হয়। যুবতী গম্ভীরভাবে আহত ছ

ফাস্ট-ট্র্যাক কোর্টে হবে হাথরস কান্ডের বিচার! গঠন করা হয়েছে SIT

হাথরস কান্ড নিয়ে পুরো দেশজুড়ে উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে এবং দেশের আইন কানুনের বিষয়ে আওয়াজ উঠতে শুরু হয়েছে। বুধবার ভোরে নির্যাতিতার শবদেহের শেষকৃত্য তার পিতার দ্বারা সম্পন্ন হয়। তবে পরিবারের অভিযোগ যে পুলিশ তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই কাজ করেছে। পরিবার সকালে শেষকৃত্য করতে চেয়েছিল। অন্যদিকে পুলিশ দাবি করেছিল যে ২৪ ঘন্টা হয়ে যাওয়ায় শবদেহে পচন ধরছিল। এই কারণে ভোরে শেষকৃত্য করে দেওয়া হয়। ঘটনার তদন্তের জন্য SIT গঠন করা হয়েছে এবং ৭ দিনের মধ্যে তারা রিপোর্ট পেশ করবে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিছুজন দাবি করেছিলেন যে ধর্ষনের সময় নির্যাতিতার মেরুদন্ড ভেঙে দেওয়া হয়েছিল, চোখ নষ্ট করা হয়েছিল এবং জিভ কেটে দেওয়া হয়েছিল। পুলিশ এই বিষয়ে বলেছে যে গলা টেপার দরুন নির্যাতিতা শরীরে কিছু আঘাত এসেছে। পুলিশের আরো দাবি যে, প্রাথমিক মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের কোনো চিন্হ পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে ঘটনা ১৪ সেপ্টেম্বরের। নির্যাতিতার ভাই পুলিশের কাছে অভিযোগ করেছিল যে ১৯ বর্ষীয় যুবতী ও তার মা মাঠে কাজ করছিল। তখন তার গলা টিপে হত্যা করার জন্য আক্রমন করা হয়। যুবতী গম্ভীরভাবে আহত ছ

মন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ মমতা ব্যানার্জীর, আসল খবর সামনে আসতেই ঘুম উড়ল সবার

Image
কলকাতাঃ রাজ্যের মন্ত্রী মন্টুরাম পাখিরার (Manturam Pakhira) মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের তফ থেকে। জানাজানি হতেই এলো অন্য খবর। মন্ত্রী তো দিব্বি বেঁচে আছেন। এরপর ভুল বুঝতে পেরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তথ্য ও সংস্কৃতি বিভাগ শোকবার্তা মুছে ফেলেন। এদিনের এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে। সবার প্রশ্ন একটাই, একজন মন্ত্রীর মৃত্যু নিয়ে কীভাবে এমন ভুল বার্তা যেতে পারে? প্রাপ্ত খবর অনুযায়ী, সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী মন্টুরাম পাখিরা করোনায় আক্রান্ত হয়েছে। ওনাকে চিকিৎসার জন্য বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করানো হয়েছিল। মন্ত্রীর পরিবারের থেকে জানা যায় যে, তিনি গতকাল মঙ্গলবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এরপর ওনাকে তড়িঘড়ি কাকদ্বীপের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওনার করোনার পরীক্ষা করানো হলে রিপোর্ট পজেটিভ আসে। এরপর মন্ত্রীকে বেলেঘাটা আইডি হাসপাতালে ট্র্যান্সফার করা হয়। কিন্তু আজ বুধবার হঠাৎই খবর ছড়িয়ে পড়ে যে, মন্টুরাম পাখিরা আর নেই। এরপর রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকেও ওনার মৃ

মন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ মমতা ব্যানার্জীর, আসল খবর সামনে আসতেই ঘুম উড়ল সবার

Image
কলকাতাঃ রাজ্যের মন্ত্রী মন্টুরাম পাখিরার (Manturam Pakhira) মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের তফ থেকে। জানাজানি হতেই এলো অন্য খবর। মন্ত্রী তো দিব্বি বেঁচে আছেন। এরপর ভুল বুঝতে পেরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তথ্য ও সংস্কৃতি বিভাগ শোকবার্তা মুছে ফেলেন। এদিনের এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে। সবার প্রশ্ন একটাই, একজন মন্ত্রীর মৃত্যু নিয়ে কীভাবে এমন ভুল বার্তা যেতে পারে? প্রাপ্ত খবর অনুযায়ী, সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী মন্টুরাম পাখিরা করোনায় আক্রান্ত হয়েছে। ওনাকে চিকিৎসার জন্য বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করানো হয়েছিল। মন্ত্রীর পরিবারের থেকে জানা যায় যে, তিনি গতকাল মঙ্গলবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এরপর ওনাকে তড়িঘড়ি কাকদ্বীপের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওনার করোনার পরীক্ষা করানো হলে রিপোর্ট পজেটিভ আসে। এরপর মন্ত্রীকে বেলেঘাটা আইডি হাসপাতালে ট্র্যান্সফার করা হয়। কিন্তু আজ বুধবার হঠাৎই খবর ছড়িয়ে পড়ে যে, মন্টুরাম পাখিরা আর নেই। এরপর রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকেও ওনার মৃ

রমজানে রোজা রাখতে বাধা উইঘুর মুসলিমদের, জোরপূর্বক খাওয়ানো হয় খাবার! মুখ খুললেন উইঘুরদের প্রতিনিধি

চীনের শিনজিয়াং প্রান্তে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার কারোর থেকে লুকিয়ে নেই। চীন অত্যন্ত বর্বরতার সাথে উইঘুর মুসলিমদের দমন করে এবং ধর্ম পালনে বাধা দেয়। সম্প্রতি বিশ্ব উইঘুর কংগ্রেসের সভাপতি ডলকন ঈসা এক ওয়েবিনারে এই বিষয়ে চর্চা করেছেন। উনি বলেছেন, উইঘুর মুসলিমদের রোজা রাখার অনুমতি নেই। উইঘুর মুসলিমদের রোজার দিন নিষিদ্ধ খাবার খেতে বাধ্য করা হয় বলেও অভিযোগ তুলেছেন তিনি। তিরুবন্তপুরমে অবস্থিত সেন্টার ফর পলিসি এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ দ্বারা আয়োজিত ওয়েবিনারে নিজের বক্তব্য প্রকাশ করতে গিয়ে উইঘুর মুসলিমদের উপর চীনের অত্যাচারের কথা বলেন। ঘটনাটিকে মানবাধিকারের উলঙ্ঘন বলে মন্তব্য করেন ডালকন ঈসা। উনি বলেন, শিনজিয়াং প্রান্তে মানুষজন নিজেদের ইচ্ছেমত নামও রাখতে পারে না। চীনের সরকার তাদের ইসলামিক নাম রাখতে বাধা দেয় এবং চীনের সংস্কৃতির সাথে জুড়ে থাকা নাম দিতে বাধ্য করে। উইঘুর মুসলিমদের কি করছে, কাদের সাথে মেলামেশা করছে, কি ধরনের খাওয়া দাওয়া করছে ইত্যাদি লক্ষ রাখার জন্য চীন গোয়েন্দা নিযুক্ত করে রেখেছে। ডলকন ঈসা চীনের সাথে বিশ্বের ব্যবসায়ীক সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিত বলে দাবি করেছেন। মানবাধিকারের রক

রমজানে রোজা রাখতে বাধা উইঘুর মুসলিমদের, জোরপূর্বক খাওয়ানো হয় খাবার! মুখ খুললেন উইঘুরদের প্রতিনিধি

চীনের শিনজিয়াং প্রান্তে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার কারোর থেকে লুকিয়ে নেই। চীন অত্যন্ত বর্বরতার সাথে উইঘুর মুসলিমদের দমন করে এবং ধর্ম পালনে বাধা দেয়। সম্প্রতি বিশ্ব উইঘুর কংগ্রেসের সভাপতি ডলকন ঈসা এক ওয়েবিনারে এই বিষয়ে চর্চা করেছেন। উনি বলেছেন, উইঘুর মুসলিমদের রোজা রাখার অনুমতি নেই। উইঘুর মুসলিমদের রোজার দিন নিষিদ্ধ খাবার খেতে বাধ্য করা হয় বলেও অভিযোগ তুলেছেন তিনি। তিরুবন্তপুরমে অবস্থিত সেন্টার ফর পলিসি এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ দ্বারা আয়োজিত ওয়েবিনারে নিজের বক্তব্য প্রকাশ করতে গিয়ে উইঘুর মুসলিমদের উপর চীনের অত্যাচারের কথা বলেন। ঘটনাটিকে মানবাধিকারের উলঙ্ঘন বলে মন্তব্য করেন ডালকন ঈসা। উনি বলেন, শিনজিয়াং প্রান্তে মানুষজন নিজেদের ইচ্ছেমত নামও রাখতে পারে না। চীনের সরকার তাদের ইসলামিক নাম রাখতে বাধা দেয় এবং চীনের সংস্কৃতির সাথে জুড়ে থাকা নাম দিতে বাধ্য করে। উইঘুর মুসলিমদের কি করছে, কাদের সাথে মেলামেশা করছে, কি ধরনের খাওয়া দাওয়া করছে ইত্যাদি লক্ষ রাখার জন্য চীন গোয়েন্দা নিযুক্ত করে রেখেছে। ডলকন ঈসা চীনের সাথে বিশ্বের ব্যবসায়ীক সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিত বলে দাবি করেছেন। মানবাধিকারের রক

ধর্ষকদের প্রাইভেট পার্ট কেটে আনো, দেব নগদ ২৫ লক্ষ টাকা ঘোষণা এই হিন্দু সংগঠনের

Image
বারাণসীঃ উত্তর প্রদেশের হাথরসে (Hathras) দলিত যুবতীকে ধর্ষণ করে তাকে হত্যা করার ঘটনায় গোটা দেশ তোলপাড়। এই অমানবিক আর নৃশংস ঘটনার পর দেশে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। আরেকদিকে, বিরোধীরা যোগী সরকারকে এই ঘটনা নিয়ে লাগাতার আক্রমণ করে চলেছে। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে কথা বলেন। আর এরই মধ্যে বারাণসীতে বিশ্ব হিন্দু সেনার (Vishwa Hindu Sena) বিতর্কিত বয়ান সামনে এসেছে। বিশ্ব হিন্দু সেনার প্রধান অরুণ পাঠক (Arun Pathak) এই ঘটনায় অভিযুক্তদের পুরুষাঙ্গ কেটে আনতে পারলে ২৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। অরুণ পাঠক জানিয়ে দিই, বিশ্ব হিন্দু সেনার প্রধান অরুণ পাঠক হামেশাই নিজের বিতর্কিত বয়ানের জন্য চর্চায় থাকেন, কিছুদিন আগে অরুণ পাঠক আর তাঁর কর্মীদের বিরুদ্ধে এক নেপালি যুবককে ন্যাড়া করানোর অভিযোগ উঠেছিল। যদিও পরে জানা যায় যে, যাকে ন্যাড়া করা হয়েছিল সে ভারতীয় নাগরিক আর পয়সার লোভে নেপালি সেজেছিল। আরও একবার অরুণ পাঠক সোশ্যাল মিডিয়ায় নিজের বয়ান ভাইরা

ধর্ষকদের প্রাইভেট পার্ট কেটে আনো, দেব নগদ ২৫ লক্ষ টাকা ঘোষণা এই হিন্দু সংগঠনের

Image
বারাণসীঃ উত্তর প্রদেশের হাথরসে (Hathras) দলিত যুবতীকে ধর্ষণ করে তাকে হত্যা করার ঘটনায় গোটা দেশ তোলপাড়। এই অমানবিক আর নৃশংস ঘটনার পর দেশে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। আরেকদিকে, বিরোধীরা যোগী সরকারকে এই ঘটনা নিয়ে লাগাতার আক্রমণ করে চলেছে। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে কথা বলেন। আর এরই মধ্যে বারাণসীতে বিশ্ব হিন্দু সেনার (Vishwa Hindu Sena) বিতর্কিত বয়ান সামনে এসেছে। বিশ্ব হিন্দু সেনার প্রধান অরুণ পাঠক (Arun Pathak) এই ঘটনায় অভিযুক্তদের পুরুষাঙ্গ কেটে আনতে পারলে ২৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। অরুণ পাঠক জানিয়ে দিই, বিশ্ব হিন্দু সেনার প্রধান অরুণ পাঠক হামেশাই নিজের বিতর্কিত বয়ানের জন্য চর্চায় থাকেন, কিছুদিন আগে অরুণ পাঠক আর তাঁর কর্মীদের বিরুদ্ধে এক নেপালি যুবককে ন্যাড়া করানোর অভিযোগ উঠেছিল। যদিও পরে জানা যায় যে, যাকে ন্যাড়া করা হয়েছিল সে ভারতীয় নাগরিক আর পয়সার লোভে নেপালি সেজেছিল। আরও একবার অরুণ পাঠক সোশ্যাল মিডিয়ায় নিজের বয়ান ভাইরা

নেপালি তরুণীর প্রাণ বাঁচাতে সীমান্ত খুলে দিয়ে মানবতার নজীর গড়ল ভারত

নয়া দিল্লীঃ  চালবাজ চীনের (China) কথা মতো ভারতের (India) বিরুদ্ধে লাফাচ্ছে নেপাল (nepal)। কিন্তু যখন মুশকিল সময় আশে, তখন ভারতের কথাই মনে পড়ে তাঁদের। আর ভারতও বড় মন দেখিয়ে সবসময় সাহাজ্যের জন্য প্রস্তুত থাকে। সম্প্রতি মামলা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ভারত-নেপাল বর্ডার থেকে সামনে আসছে। সেখানে ভারত নেপালের আবেদন মাত্রই আন্তর্জাতিক ব্রিজ খুলে দেয়। এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতেই ভারত এই মানবিক সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, নেপালের এক তরুণী অসুস্থ হয়ে পড়ে, আর লাগাতার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। এরপর ওই তরুণীর পরিবার স্থানীয় প্রশাসনের কাছে সাহাজ্যের আর্তি জানায়। এরপর নেপালি আধিকারিকরা ভারতকে আবেদন জানায় আর ভারতও তৎক্ষণাৎ ওই আন্তর্জাতিক ব্রিজ খুলে দেয়। এরপর রোগীর পরিবার ওই তরুণীকে চিকিতসার জন্য ভারতে নিয়ে আসে। ভারতের এই মানবিক পদক্ষেপের ফলে ভারতের আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছে ওই তরুণীর পরিবার। Uttarakhand: Suspension bridge at Dharchula in Pithoragarh was opened for Nepali nationals. 'We received request from administration in Nepal to open it. Many people arrived for medical trea

নেপালি তরুণীর প্রাণ বাঁচাতে সীমান্ত খুলে দিয়ে মানবতার নজীর গড়ল ভারত

নয়া দিল্লীঃ  চালবাজ চীনের (China) কথা মতো ভারতের (India) বিরুদ্ধে লাফাচ্ছে নেপাল (nepal)। কিন্তু যখন মুশকিল সময় আশে, তখন ভারতের কথাই মনে পড়ে তাঁদের। আর ভারতও বড় মন দেখিয়ে সবসময় সাহাজ্যের জন্য প্রস্তুত থাকে। সম্প্রতি মামলা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ভারত-নেপাল বর্ডার থেকে সামনে আসছে। সেখানে ভারত নেপালের আবেদন মাত্রই আন্তর্জাতিক ব্রিজ খুলে দেয়। এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতেই ভারত এই মানবিক সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, নেপালের এক তরুণী অসুস্থ হয়ে পড়ে, আর লাগাতার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। এরপর ওই তরুণীর পরিবার স্থানীয় প্রশাসনের কাছে সাহাজ্যের আর্তি জানায়। এরপর নেপালি আধিকারিকরা ভারতকে আবেদন জানায় আর ভারতও তৎক্ষণাৎ ওই আন্তর্জাতিক ব্রিজ খুলে দেয়। এরপর রোগীর পরিবার ওই তরুণীকে চিকিতসার জন্য ভারতে নিয়ে আসে। ভারতের এই মানবিক পদক্ষেপের ফলে ভারতের আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছে ওই তরুণীর পরিবার। Uttarakhand: Suspension bridge at Dharchula in Pithoragarh was opened for Nepali nationals. 'We received request from administration in Nepal to open it. Many people arrived for medical trea

অভিযুক্তরা মসজিদ ভাঙে নি, বরঞ্চ ওঁরাই উপদ্রবিদের মসজিদ ভাঙতে না করেছিল! বলল আদালত

নয়া দিল্লীঃ  সিবিআই এর বিশেষ আদালত ছয় ডিসেম্বর ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ বিধ্বংস করার মামলায় আজ বুধবার রায় ঘোষণা করে। আদালতের রায়ে সমস্ত অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়া হয়। বিশেষ আদালতের বিচারক এস. কে যাদব রায় শোনানর সময় বলেন, বাবরি ভাঙার ঘটনা পূর্বপরিকল্পিত ছিল না। উনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। উনি এও বলেন যে, অভিযুক্তরা উন্মাদি ভিড়কে আটকানোর চেষ্টা করেছিল। আদালত রায় ঘোষণা করার সময় বলে, এ মামলায় পেশ করা ছবি, ফটো, ভিডিওতে যেরকম প্রমাণ দেওয়া হয়েছে, সেটা দেখে কোনও কিছুই প্রমাণ হয় না। আদালত জানায় এই ঘটনা আকস্মিক ঘটে। আর উপদ্রবিরা এই কাণ্ড ঘটায়। আরেকদিকে, আদালতের এই রায়ে AIMIM (All India Majlis-e-Ittehadul Muslimeen) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) প্রশ্ন তুলেছেন। ওয়াইসি বলেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত মেনে নিয়েছিল যে, বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। কিন্তু আজ যেই রায় ঘোষণা হল, সেটা শুনে বলাই যায় যে আজকের সিদ্ধান্তকে কালা দিবস হিসেবেই দেখা হবে। হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেন, কোনও জাদু মন্ত্র করে মূর্তি রাখা হয়েছিল কি? জাদু মন্ত্র করে

অভিযুক্তরা মসজিদ ভাঙে নি, বরঞ্চ ওঁরাই উপদ্রবিদের মসজিদ ভাঙতে না করেছিল! বলল আদালত

নয়া দিল্লীঃ  সিবিআই এর বিশেষ আদালত ছয় ডিসেম্বর ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ বিধ্বংস করার মামলায় আজ বুধবার রায় ঘোষণা করে। আদালতের রায়ে সমস্ত অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়া হয়। বিশেষ আদালতের বিচারক এস. কে যাদব রায় শোনানর সময় বলেন, বাবরি ভাঙার ঘটনা পূর্বপরিকল্পিত ছিল না। উনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। উনি এও বলেন যে, অভিযুক্তরা উন্মাদি ভিড়কে আটকানোর চেষ্টা করেছিল। আদালত রায় ঘোষণা করার সময় বলে, এ মামলায় পেশ করা ছবি, ফটো, ভিডিওতে যেরকম প্রমাণ দেওয়া হয়েছে, সেটা দেখে কোনও কিছুই প্রমাণ হয় না। আদালত জানায় এই ঘটনা আকস্মিক ঘটে। আর উপদ্রবিরা এই কাণ্ড ঘটায়। আরেকদিকে, আদালতের এই রায়ে AIMIM (All India Majlis-e-Ittehadul Muslimeen) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) প্রশ্ন তুলেছেন। ওয়াইসি বলেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত মেনে নিয়েছিল যে, বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। কিন্তু আজ যেই রায় ঘোষণা হল, সেটা শুনে বলাই যায় যে আজকের সিদ্ধান্তকে কালা দিবস হিসেবেই দেখা হবে। হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেন, কোনও জাদু মন্ত্র করে মূর্তি রাখা হয়েছিল কি? জাদু মন্ত্র করে

আজকের এই রায় আদালত আর দেশের ইতিহাসের কালো দিন! বাবরি বিধ্বস্ত মামলায় ক্ষোভ প্রকাশ ওয়াইসির

নয়া দিল্লীঃ বাবরি মসজিদ বিধ্বস্ত মামলায় সিবিআই এর বিশেষ আদালত নিজেদের রায় শুনিয়ে দিয়েছে। বুধবার এলকে আডবানি, মুরলী মনোহর জোশি, উমা ভারতী সমেত মোট ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছে। আদালতের এই রায়ে AIMIM (All India Majlis-e-Ittehadul Muslimeen) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) প্রশ্ন তুলেছেন। ওয়াইসি বলেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত মেনে নিয়েছিল যে, বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। কিন্তু আজ যেই রায় ঘোষণা হল, সেটা শুনে বলাই যায় যে আজকের সিদ্ধান্তকে কালা দিবস হিসেবেই দেখা হবে। হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেন, কোনও জাদু মন্ত্র করে মূর্তি রাখা হয়েছিল কি? জাদু মন্ত্র করে তালা খোলা হয়েছিল? আর জাদুর কারণেই কি মসজিদ ভেঙে গিয়েছিল? উনি বলেন, আদালতের এই সিদ্ধান্ত দেশের জন্য কালা দিবস। যেখান দিয়ে এলকে আডবানির রথ যাত্রা গিয়েছিল, সেখানেই রক্তারক্তি হয়েছিল। এতমাস ধরে যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন এই কাণ্ড আচমকা কি করে হয়ে গেল? LIVE: Barrister @asadowaisi addresses a press conference on #Babri Masjid Demolition Case judgment https://t.co/9N27oErvE7 — AIMIM (@aimim_national) Septe

আজকের এই রায় আদালত আর দেশের ইতিহাসের কালো দিন! বাবরি বিধ্বস্ত মামলায় ক্ষোভ প্রকাশ ওয়াইসির

নয়া দিল্লীঃ বাবরি মসজিদ বিধ্বস্ত মামলায় সিবিআই এর বিশেষ আদালত নিজেদের রায় শুনিয়ে দিয়েছে। বুধবার এলকে আডবানি, মুরলী মনোহর জোশি, উমা ভারতী সমেত মোট ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছে। আদালতের এই রায়ে AIMIM (All India Majlis-e-Ittehadul Muslimeen) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) প্রশ্ন তুলেছেন। ওয়াইসি বলেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত মেনে নিয়েছিল যে, বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। কিন্তু আজ যেই রায় ঘোষণা হল, সেটা শুনে বলাই যায় যে আজকের সিদ্ধান্তকে কালা দিবস হিসেবেই দেখা হবে। হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেন, কোনও জাদু মন্ত্র করে মূর্তি রাখা হয়েছিল কি? জাদু মন্ত্র করে তালা খোলা হয়েছিল? আর জাদুর কারণেই কি মসজিদ ভেঙে গিয়েছিল? উনি বলেন, আদালতের এই সিদ্ধান্ত দেশের জন্য কালা দিবস। যেখান দিয়ে এলকে আডবানির রথ যাত্রা গিয়েছিল, সেখানেই রক্তারক্তি হয়েছিল। এতমাস ধরে যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন এই কাণ্ড আচমকা কি করে হয়ে গেল? LIVE: Barrister @asadowaisi addresses a press conference on #Babri Masjid Demolition Case judgment https://t.co/9N27oErvE7 — AIMIM (@aimim_national) Septe

করোনার মহামারীর মধ্যে ভারত আমাদের সামনে দেবদূত হয়ে প্রকট হয়েছে, জাতিসংঘের মহাসভায় বলল মালদ্বীপ

Image
নয়া দিল্লীঃ  মালদ্বীপের (Maldives) বিদেশ মন্ত্রী আবদুল্লা শাহিদ (Abdulla Shahid) সংযুক্ত রাষ্ট্রের মহাসভায় দেওয়া নিজের ভাষণে ভারতের (India) তরফ থেকে করোনা মহামারীর মধ্যে দেওয়া ২৫০ মিলিয়ন ডলারের সাহাজ্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন। মালদ্বীপের বিদেশ মন্ত্রী বলেন, ‘এই সঙ্কটের সময়েও আপনাদের সাহাজ্যের জন্য ধন্যবাদ জানাই। আপনারা এই সঙ্কটের সময়েও উদার মনোভাব দেখিয়ে শারীরিক আর প্রযুক্তিগত সহায়তা করেছেন।” মালদ্বীপের বিদেশ মন্ত্রী ভারতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই সঙ্কটের সময়েও ভারত আমাদের সামনে দেবদূত হয়ে প্রকট হয়েছে। এই সঙ্কটের সময়ে ভারত আমাদের ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা করেছে, যেটা সবথেকে বড় আর্থিক মদত ছিল।”. মালদ্বীপের বিদেশ মন্ত্রী অনুযায়ী, COVID -19 মালদ্বীপকে ভয়ানক ভাবে প্রভাবিত করেছে। দেশের আর্থিক অবস্থায় খুব খারাপ প্রভাব পড়েছে। মালদ্বীপের আয়ের সবথেকে বড় অংশ পর্যটন কেন্দ্র থেকে আসে। কিন্তু এই মহামারীর সময় পর্যটন ব্যবস্থা পুরোপুরি বসে যায়। আর দেশ আর্থিক সমস্যার সন্মুখিন হয়। জানিয়ে দিই, এই মাসের শুরুতে মালদ্বীপের রাজধানী মালে তে একটি অনুষ্ঠানের সময় মালদ্বীপের বিদেশ মন্ত্রী অবদুল্লা শ

করোনার মহামারীর মধ্যে ভারত আমাদের সামনে দেবদূত হয়ে প্রকট হয়েছে, জাতিসংঘের মহাসভায় বলল মালদ্বীপ

Image
নয়া দিল্লীঃ  মালদ্বীপের (Maldives) বিদেশ মন্ত্রী আবদুল্লা শাহিদ (Abdulla Shahid) সংযুক্ত রাষ্ট্রের মহাসভায় দেওয়া নিজের ভাষণে ভারতের (India) তরফ থেকে করোনা মহামারীর মধ্যে দেওয়া ২৫০ মিলিয়ন ডলারের সাহাজ্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন। মালদ্বীপের বিদেশ মন্ত্রী বলেন, ‘এই সঙ্কটের সময়েও আপনাদের সাহাজ্যের জন্য ধন্যবাদ জানাই। আপনারা এই সঙ্কটের সময়েও উদার মনোভাব দেখিয়ে শারীরিক আর প্রযুক্তিগত সহায়তা করেছেন।” মালদ্বীপের বিদেশ মন্ত্রী ভারতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই সঙ্কটের সময়েও ভারত আমাদের সামনে দেবদূত হয়ে প্রকট হয়েছে। এই সঙ্কটের সময়ে ভারত আমাদের ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা করেছে, যেটা সবথেকে বড় আর্থিক মদত ছিল।”. মালদ্বীপের বিদেশ মন্ত্রী অনুযায়ী, COVID -19 মালদ্বীপকে ভয়ানক ভাবে প্রভাবিত করেছে। দেশের আর্থিক অবস্থায় খুব খারাপ প্রভাব পড়েছে। মালদ্বীপের আয়ের সবথেকে বড় অংশ পর্যটন কেন্দ্র থেকে আসে। কিন্তু এই মহামারীর সময় পর্যটন ব্যবস্থা পুরোপুরি বসে যায়। আর দেশ আর্থিক সমস্যার সন্মুখিন হয়। জানিয়ে দিই, এই মাসের শুরুতে মালদ্বীপের রাজধানী মালে তে একটি অনুষ্ঠানের সময় মালদ্বীপের বিদেশ মন্ত্রী অবদুল্লা শ

ব্রেকিং খবরঃ বাবরি ধ্বংস মামলায় আদবানি, মুরলি মনোহর জোশি, উমা ভারতী সমেত ৩২ জনই বেকসুর খালাস

নয়া দিল্লীঃ বাবরি মসজিদ বিধ্বস্ত মামলায় আদালতের রায় চলে এসেছে। ৬ ডিসেম্বর ১৯৯২ অযোধ্যায় যা হয়েছিল, সেটা নিয়ে সিবিআই এর বিশেষ আদালত নিজেদের রায় ঘোষণা করেছে। আদালত সমস্ত অভিযুক্তকে মুক্ত করেছে। বিশেষ আদালত সিদ্ধান্ত শোনানর সময় প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি, বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলি মনোহর জোশি, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, এমপির প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতি, বিজেপির বরিষ্ঠ নেতা বিনয় কাটিয়ার সমেত মোট ৩২ জন অভিযুক্তকে মুক্ত করা হয়েছে এই মামলা থেকে। All accused in Babri Masjid demolition case, except Lal Krishna Advani, Murli Manohar Joshi, Kalyan Singh, Uma Bharti, Satish Pradhan and Mahant Nritya Gopal Das, have arrived at Special CBI Court in Lucknow. https://t.co/qnQpEogX2I — ANI UP (@ANINewsUP) September 30, 2020 https://platform.twitter.com/widgets.js The post ব্রেকিং খবরঃ বাবরি ধ্বংস মামলায় আদবানি, মুরলি মনোহর জোশি, উমা ভারতী সমেত ৩২ জনই বেকসুর খালাস first appeared on India Rag . from India Rag https://

ব্রেকিং খবরঃ বাবরি ধ্বংস মামলায় আদবানি, মুরলি মনোহর জোশি, উমা ভারতী সমেত ৩২ জনই বেকসুর খালাস

নয়া দিল্লীঃ বাবরি মসজিদ বিধ্বস্ত মামলায় আদালতের রায় চলে এসেছে। ৬ ডিসেম্বর ১৯৯২ অযোধ্যায় যা হয়েছিল, সেটা নিয়ে সিবিআই এর বিশেষ আদালত নিজেদের রায় ঘোষণা করেছে। আদালত সমস্ত অভিযুক্তকে মুক্ত করেছে। বিশেষ আদালত সিদ্ধান্ত শোনানর সময় প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি, বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলি মনোহর জোশি, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, এমপির প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতি, বিজেপির বরিষ্ঠ নেতা বিনয় কাটিয়ার সমেত মোট ৩২ জন অভিযুক্তকে মুক্ত করা হয়েছে এই মামলা থেকে। All accused in Babri Masjid demolition case, except Lal Krishna Advani, Murli Manohar Joshi, Kalyan Singh, Uma Bharti, Satish Pradhan and Mahant Nritya Gopal Das, have arrived at Special CBI Court in Lucknow. https://t.co/qnQpEogX2I — ANI UP (@ANINewsUP) September 30, 2020 https://platform.twitter.com/widgets.js The post ব্রেকিং খবরঃ বাবরি ধ্বংস মামলায় আদবানি, মুরলি মনোহর জোশি, উমা ভারতী সমেত ৩২ জনই বেকসুর খালাস first appeared on India Rag . from India Rag https://

চীনের বিরুদ্ধে কোমর বাঁধল ভারত-আমেরিকা-জাপান-অস্ট্রেলিয়া! আগামী সপ্তাহতে হবে গুরুত্বপূর্ণ বৈঠক

Image
নয়া দিল্লীঃ  চীনের বেড়ে চলা আক্রমণাত্বক মনোভাবের কারণে ভারত (India), জাপান (Japan), অস্ট্রেলিয়া (Australia) আর আমেরিকার (United States) বিদেশ মন্ত্রী QUAD এর বৈঠক করতে চলেছে। এটি একটি বহুপ্রতীক্ষিত বইধক। QUAD এর লক্ষ্যে কোনও দেশ না থাকলেও এর প্রধান উদ্দেশ্য থাকবে চীনের উপর কড়া নজর রাখা। এর সাথে সাথে ইন্দো-প্যাসেফিক এবং ভারত মহাসাগরের সুরক্ষা নিয়েও এই বৈঠকে আলোচনা হবে। আরেকদিকে, বেজিং QUAD এর চার সদস্যের বিরুদ্ধে সরব হয়েছে। কি এই QUAD ? QUAD গণতান্ত্রিক দেশ গুলোর মধ্যে একটি অনানুষ্ঠানিক সম্পর্ক যা সামরিক সরবরাহ সরবরাহ, অনুশীলন এবং তথ্যের মাধ্যমে সামরিক সহযোগিতা বাড়িয়ে তোলে। এর মাধ্যমে, ইন্দো-প্যাসিফিক সামুদ্রিক যোগাযোগ লেনটিকে কৃত্রিম নির্মাণ এবং প্রতিবন্ধকতা থেকে মুক্ত রাখা হয়। এই বৈঠকে আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্পিও, ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাপানি বিদেশ মন্ত্রী তোশিমিতসু মোতেগি আর অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রী মরিস পায়নে উপস্থিত থাকবেন। শোনা যাচ্ছে যে, বিদেশ মন্ত্রিদের বৈঠকের পর নভেম্বর মাসে আরও একটি বৈঠক হতে পারে। চীন এই বৈঠক নিয়ে মঙ্গলবার আপত্তি জাহির করেছে। উল্লেখ্য

চীনের বিরুদ্ধে কোমর বাঁধল ভারত-আমেরিকা-জাপান-অস্ট্রেলিয়া! আগামী সপ্তাহতে হবে গুরুত্বপূর্ণ বৈঠক

Image
নয়া দিল্লীঃ  চীনের বেড়ে চলা আক্রমণাত্বক মনোভাবের কারণে ভারত (India), জাপান (Japan), অস্ট্রেলিয়া (Australia) আর আমেরিকার (United States) বিদেশ মন্ত্রী QUAD এর বৈঠক করতে চলেছে। এটি একটি বহুপ্রতীক্ষিত বইধক। QUAD এর লক্ষ্যে কোনও দেশ না থাকলেও এর প্রধান উদ্দেশ্য থাকবে চীনের উপর কড়া নজর রাখা। এর সাথে সাথে ইন্দো-প্যাসেফিক এবং ভারত মহাসাগরের সুরক্ষা নিয়েও এই বৈঠকে আলোচনা হবে। আরেকদিকে, বেজিং QUAD এর চার সদস্যের বিরুদ্ধে সরব হয়েছে। কি এই QUAD ? QUAD গণতান্ত্রিক দেশ গুলোর মধ্যে একটি অনানুষ্ঠানিক সম্পর্ক যা সামরিক সরবরাহ সরবরাহ, অনুশীলন এবং তথ্যের মাধ্যমে সামরিক সহযোগিতা বাড়িয়ে তোলে। এর মাধ্যমে, ইন্দো-প্যাসিফিক সামুদ্রিক যোগাযোগ লেনটিকে কৃত্রিম নির্মাণ এবং প্রতিবন্ধকতা থেকে মুক্ত রাখা হয়। এই বৈঠকে আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্পিও, ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাপানি বিদেশ মন্ত্রী তোশিমিতসু মোতেগি আর অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রী মরিস পায়নে উপস্থিত থাকবেন। শোনা যাচ্ছে যে, বিদেশ মন্ত্রিদের বৈঠকের পর নভেম্বর মাসে আরও একটি বৈঠক হতে পারে। চীন এই বৈঠক নিয়ে মঙ্গলবার আপত্তি জাহির করেছে। উল্লেখ্য

অ্যাডভান্স লাইট হেলিকপ্টারের ৩০০ তম সংস্করণের মাধ্যমে নতুন ইতিহাস গড়ল HAL

Image
নয়া দিল্লীঃ  হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (Hindustan Aeronautics Limited) মঙ্গলবার ৩০০ তম অ্যাডভান্স লাইট হেলিকপ্টারের (HAL Dhruv) সাথে নতুন একটি কীর্তিমান স্থাপন করল। HAL এর সিএমডি আর মাধবন জানান, ৩০ আগস্ট ১৯৯২ এ প্রোটোটাইপের প্রথম আকাশে উড়ে যাওয়ার পর থেকে HAL ধ্রুব আর পিছনে তাকিয়ে দেখেনি। এত বছরের সার্ভিসে ধ্রুব বিশ্বস্তরের হেলিকপ্টার প্রমাণিত হয়েছে। HAL জানিয়েছেন, ‘ HAL মার্ক -১ থেকে মার্ক – ৪ পর্যন্ত প্রতিটি হেলিকপ্টারের উন্নয়ন অসাধারণ ছিল। আর এই হেলিকপ্টার গুলো স্বদেশী ডিজাইন তথা উন্নয়নের এক জলজ্যান্ত দৃষ্টান্ত।” HAL এর হেলিকপ্টার বিভাগে আয়োজিত একটি অনুষ্ঠানে অ্যারোনটিকাল কোয়ালিটি আশ্বাসের অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওয়াইকে শর্মা ৩০০ তম ধ্রুব হেলিকপ্টার সম্পর্কিত শংসাপত্র হেলিকপ্টার কমপ্লেক্সের সিইও জিভিএস ভাস্করকে হস্তান্তর করেন। ভাস্কর বলেন, ‘২,৮০,০০০ ঘণ্টা আকাশে ওড়ার সাথে সাথে HAL যেকোনও অভিযান, যেকোনও স্থান আর যেকোনও সময়ের জন্য একটি বহুমুখী হেলিকপ্টার প্রমাণিত হয়েছে।” বর্তমানে HAL এর কাছে ৭৩ টি হেলিকপ্টার বানানোর অর্ডার আছে। যারমধ্যে ৪১ টি স্থল সেনার জন্য, ১৬ টি উপকূল

অ্যাডভান্স লাইট হেলিকপ্টারের ৩০০ তম সংস্করণের মাধ্যমে নতুন ইতিহাস গড়ল HAL

Image
নয়া দিল্লীঃ  হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (Hindustan Aeronautics Limited) মঙ্গলবার ৩০০ তম অ্যাডভান্স লাইট হেলিকপ্টারের (HAL Dhruv) সাথে নতুন একটি কীর্তিমান স্থাপন করল। HAL এর সিএমডি আর মাধবন জানান, ৩০ আগস্ট ১৯৯২ এ প্রোটোটাইপের প্রথম আকাশে উড়ে যাওয়ার পর থেকে HAL ধ্রুব আর পিছনে তাকিয়ে দেখেনি। এত বছরের সার্ভিসে ধ্রুব বিশ্বস্তরের হেলিকপ্টার প্রমাণিত হয়েছে। HAL জানিয়েছেন, ‘ HAL মার্ক -১ থেকে মার্ক – ৪ পর্যন্ত প্রতিটি হেলিকপ্টারের উন্নয়ন অসাধারণ ছিল। আর এই হেলিকপ্টার গুলো স্বদেশী ডিজাইন তথা উন্নয়নের এক জলজ্যান্ত দৃষ্টান্ত।” HAL এর হেলিকপ্টার বিভাগে আয়োজিত একটি অনুষ্ঠানে অ্যারোনটিকাল কোয়ালিটি আশ্বাসের অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওয়াইকে শর্মা ৩০০ তম ধ্রুব হেলিকপ্টার সম্পর্কিত শংসাপত্র হেলিকপ্টার কমপ্লেক্সের সিইও জিভিএস ভাস্করকে হস্তান্তর করেন। ভাস্কর বলেন, ‘২,৮০,০০০ ঘণ্টা আকাশে ওড়ার সাথে সাথে HAL যেকোনও অভিযান, যেকোনও স্থান আর যেকোনও সময়ের জন্য একটি বহুমুখী হেলিকপ্টার প্রমাণিত হয়েছে।” বর্তমানে HAL এর কাছে ৭৩ টি হেলিকপ্টার বানানোর অর্ডার আছে। যারমধ্যে ৪১ টি স্থল সেনার জন্য, ১৬ টি উপকূল

১০০০ বছর পর পূর্ন হবে রাজা ভোজের স্বপ্ন! মন্দিরের বাকি থাকা নির্মাণকাজ সম্পূর্ণ করবে মোদী সরকার

Image
রাজা ভোজের স্বপ্নকে পূরণ করার জন্য কেন্দ্রের মোদী সরকার বড়ো পদক্ষেপ নিয়েছে। যার জেরে মধ্যেপ্রদেশের ভোজপুর গ্রামে আনন্দের বাতাস বইতে শুরু করেছে। মধ্য প্রদেশের রায়সেনের বেতওয়া নদীর তীরে অবস্থিত ভোজপুর গ্রামের শিবমন্দিরের শেষ করার সিধান্ত নিয়েছে কেন্দ্রের মোদীর সরকার। ইসলামিক আক্রমণকারী মেহমুদ গজনীর উপর প্রতিশোধ নেওয়ার পর রাজা ভোজ এই মন্দিরের নির্মাণ করেছিলেন। মধ্যেপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ভোজপুরের দূরত্ব ৩২ কিমি। এক রিপোর্ট অনুযায়ী, ১০০০ বছর আগে রাজা ভোজ যখন মন্দির নির্মাণ করেছিলেন তখন গুম্বজ ও কিছু অংশ বাকি রয়েগেছিল। রাজার পরলোকগমনের কারণে মন্দিরের কিছু কাজ বাকি রোয়েগেছিল বলে মনে করা হয়। এখন কেন্দ্র সরকার বাকি থাকা নির্মাণ কাজ সম্পূর্ণ করতে চলেছে। মন্দিরের নকশা রাজা যেভাবে ভেবেছিলেন ঠিক সেইভাবেই মন্দিরের কাজ সম্পূর্ণ করা হবে। এই মন্দিরকে উত্তররের সোমনাথ বলা হয়। মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গ রয়েছে তা বিশাল (উচ্চতা প্রায় ২১ ফুট)। সিঁড়ি লাগিয়ে পুরোহিতকে পূজা অর্চনার কাজ করতে হয়। মেহমুদ গজনবী সোমনাথ মন্দিরে আক্রমন করেছে শুনে রাজা ভোজ ক্রুদ্ধ হয়েছিলেন। ভগবান শিবের অপমানের বদলা নিতে উন

ঝড়ের গতিতে চীন সীমান্তে পৌঁছে যাবে সেনা, সিকিমে প্রথম ডবল লেন টানেল তৈরি করছে মোদী সরকার

Image
নয়া দিল্লীঃ  সিকিমের (Sikkim) ১০ নম্বর ন্যশানাল হাইওয়ে (National Highway) যেটা নাথুলা পাসের (Nathu la Pass) দিকে যায়, সেখানে সিকিমের প্রথম ডবল লেন টানেল তৈরি হচ্ছে। রাষ্ট্রীয় রাজমার্গে তৈরি হতে চলা এই সুড়ঙ্গের দুই তরফ থেকে গাড়ি যাতায়াত করতে পারবে। এই টানেল তৈরি হয়ে গেলেই নাথুলা পাস পর্যন্ত যাওয়া সেনার বাহন আর গ্যাংটক পর্যন্ত যাওয়া সমস্ত পর্যটক বাহন গুলো ঘণ্টার পর ঘণ্টা জ্যামের হাতে রক্ষা পাবে। সিকিমের চিশোপানি টানেল লেনে বিগত দুইমাস ধরে লাগাতার কাজ চলছে আর এই কাজ করছে ন্যশানাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন, আর আগামী ছয় মাসের মধ্যে এই টানেল তৈরি হয়ে যাবে। এরপরই এটি সিকিমের প্রথম ডবল লেন টানেল হবে, যেটি দিয়ে একই সময়ে দুটি লেনে গাড়ি চলতে পারবে। এই প্রোজেক্টের সাথে যুক্ত ইঞ্জিনিয়ার জানান, এই রাস্তার পাথরের টেস্টিং আর রাস্তার সার্ভের কাজ আগেই হয়ে গিয়েছে। উল্লেখ্য, ন্যশানাল হাইওয়েতে এর আগেই একটি টানেল আছে, কিন্তু সেখান দিয়ে একটি সময়ে একটি করেই অথবা একদিকেরই গাড়ি যেতে পারে। আর এই কারণে সেনার বাহন অথবা আম জনতার বাহন যখন ভারত চীন সীমান্তের পাশে নাথুলা আর গ্যাংটক যায় তখন ঘণ্টার