Posts

Showing posts from September, 2021

মাথায় হাত জিনপিংয়ের! ডুবল কয়েক লক্ষ কোটি টাকা, কাজ হারালেন ৩০ লক্ষ মানুষ

বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, অতি বাড় বেড়ো না। চীনের ক্ষেত্রে এই প্রবাদটি পুরোপুরি মিলে গিয়েছে। চীন (China) সবসময় পৃথিবীর অন্যান্য দেশের ক্ষতিসাধন করে নিজের আখের গোছাতে ব্যস্ত থাকে। অবশ্য এখন এর ফল হাতেনাতে পাচ্ছে। চীনের রিয়েল এস্টেট (real estate) জায়ান্ট এভারগ্রান্ডের সম্ভাব্য পতনের আশঙ্কায় সাংহাইয়ের সম্পত্তি বিকাশকারীর বস্ সোমবার এক বিলিয়ন ডলারেরও বেশি হারিয়েছেন। হংকংয়ের বাণিজ্যিক লেনদেন আতঙ্কিত অবস্থায় পৌঁছেছে। এর মূল কারণ চীনের এত বড়ো কোম্পানির পতনের দরুন একদিনে প্রায় ৩০ লক্ষ মানুষ রোজগার হারিয়েছেন। সিনিক হোল্ডিংস গ্রুপের চেয়ারম্যান ঝ্যাং ইউয়ানলিন জানিয়েছেন, সোমবার সকালে ১.৩ বিলিয়ন ডলার থেকে বিকাল নাগাদ ২৫০.৭ মিলিয়ন ডলারে নেমে এসেছে। ফোর্বসের মতে, হংকংয়ে তার শেয়ার মূল্য ৮৭ শতাংশ হ্রাসের পরে বাণিজ্য বন্ধ করতে বাধ্য হয়েছে। চলতি বছরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের ফোর্বস-এর বিলিয়নেয়ার তালিকায় ঝ্যাংকে স্থান দেওয়া হয়েছে। তবে চরম সম্পদশালী জায়ান্ট এভারগ্রান্ডের সম্ভাব্য পতনের ফলে অত্যন্ত ঝুঁকিতে রয়েছে ঝ্যাং। ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি ঋণে ডুবে যাওয়ায় এভারগ্

মাথায় হাত জিনপিংয়ের! ডুবল কয়েক লক্ষ কোটি টাকা, কাজ হারালেন ৩০ লক্ষ মানুষ

বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, অতি বাড় বেড়ো না। চীনের ক্ষেত্রে এই প্রবাদটি পুরোপুরি মিলে গিয়েছে। চীন (China) সবসময় পৃথিবীর অন্যান্য দেশের ক্ষতিসাধন করে নিজের আখের গোছাতে ব্যস্ত থাকে। অবশ্য এখন এর ফল হাতেনাতে পাচ্ছে। চীনের রিয়েল এস্টেট (real estate) জায়ান্ট এভারগ্রান্ডের সম্ভাব্য পতনের আশঙ্কায় সাংহাইয়ের সম্পত্তি বিকাশকারীর বস্ সোমবার এক বিলিয়ন ডলারেরও বেশি হারিয়েছেন। হংকংয়ের বাণিজ্যিক লেনদেন আতঙ্কিত অবস্থায় পৌঁছেছে। এর মূল কারণ চীনের এত বড়ো কোম্পানির পতনের দরুন একদিনে প্রায় ৩০ লক্ষ মানুষ রোজগার হারিয়েছেন। সিনিক হোল্ডিংস গ্রুপের চেয়ারম্যান ঝ্যাং ইউয়ানলিন জানিয়েছেন, সোমবার সকালে ১.৩ বিলিয়ন ডলার থেকে বিকাল নাগাদ ২৫০.৭ মিলিয়ন ডলারে নেমে এসেছে। ফোর্বসের মতে, হংকংয়ে তার শেয়ার মূল্য ৮৭ শতাংশ হ্রাসের পরে বাণিজ্য বন্ধ করতে বাধ্য হয়েছে। চলতি বছরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের ফোর্বস-এর বিলিয়নেয়ার তালিকায় ঝ্যাংকে স্থান দেওয়া হয়েছে। তবে চরম সম্পদশালী জায়ান্ট এভারগ্রান্ডের সম্ভাব্য পতনের ফলে অত্যন্ত ঝুঁকিতে রয়েছে ঝ্যাং। ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি ঋণে ডুবে যাওয়ায় এভারগ্

ভূতের মুখে রাম নাম, কংগ্রেস বিপদে পড়তেই অমিত শাহ আর সংঘের প্রশংসা দিগ্বিজয় সিংয়ের

ভোপালঃ  বিজেপি আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সবথেকে বড় সমালোচক হিসেবে খ্যাত কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং আচমকাই পাল্টে গেলেন। একটি অনুষ্ঠানে দিগ্বিজয় সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর সংঘের ভূয়সী প্রশংসা করেন। এমনকি উনি তাঁদের ধন্যবাদও জানান। দিগ্বিজয় সিং নিজের নর্মদা পরিক্রমার সময় হওয়া একটি অভিজ্ঞতার কথা ওই অনুষ্ঠানে সবার সঙ্গে ভাগ করে নেন। নিজের লেখা একটি বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই দিগ্বিজয় সিং অমিত শাহ আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূয়সী প্রশংসা করেন। দিগ্বিজয় সিং বলেন, নর্মদা পরিক্রমার সময় বন বিভাগের আধিকারিকরা আমার জন্য বন্দোবস্ত করেছিলেন। ওই আধিকারিকরা আমাকে বলেন, আপনি শুনে অবাক হবেন যে এই বন্দোবস্ত অমিত শাহের নির্দেশে করা হয়েছে। কংগ্রেস নেতা বলেন, ওই পরিক্রমায় সংঘের স্বয়ংসেবকরাও আমার খুব সাহায্য করেছেন। আমি সর্বদা সংঘের সমালোচনা করে এসেছি, কিন্তু এরপরেও তাঁরা আমাকে সাহায্য করেছে। দিগ্বিজয় সিং বলেন, আমি অমিত শাহের সবথেকে বড় সমালোচক। আমি ওনার সঙ্গে কখনও সাক্ষাৎও করিনি। কিন্তু এরপরেও ওনার নির্দেশে আমার যাত্রা সুখকর হয় এবং ক

ভূতের মুখে রাম নাম, কংগ্রেস বিপদে পড়তেই অমিত শাহ আর সংঘের প্রশংসা দিগ্বিজয় সিংয়ের

ভোপালঃ  বিজেপি আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সবথেকে বড় সমালোচক হিসেবে খ্যাত কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং আচমকাই পাল্টে গেলেন। একটি অনুষ্ঠানে দিগ্বিজয় সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর সংঘের ভূয়সী প্রশংসা করেন। এমনকি উনি তাঁদের ধন্যবাদও জানান। দিগ্বিজয় সিং নিজের নর্মদা পরিক্রমার সময় হওয়া একটি অভিজ্ঞতার কথা ওই অনুষ্ঠানে সবার সঙ্গে ভাগ করে নেন। নিজের লেখা একটি বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই দিগ্বিজয় সিং অমিত শাহ আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূয়সী প্রশংসা করেন। দিগ্বিজয় সিং বলেন, নর্মদা পরিক্রমার সময় বন বিভাগের আধিকারিকরা আমার জন্য বন্দোবস্ত করেছিলেন। ওই আধিকারিকরা আমাকে বলেন, আপনি শুনে অবাক হবেন যে এই বন্দোবস্ত অমিত শাহের নির্দেশে করা হয়েছে। কংগ্রেস নেতা বলেন, ওই পরিক্রমায় সংঘের স্বয়ংসেবকরাও আমার খুব সাহায্য করেছেন। আমি সর্বদা সংঘের সমালোচনা করে এসেছি, কিন্তু এরপরেও তাঁরা আমাকে সাহায্য করেছে। দিগ্বিজয় সিং বলেন, আমি অমিত শাহের সবথেকে বড় সমালোচক। আমি ওনার সঙ্গে কখনও সাক্ষাৎও করিনি। কিন্তু এরপরেও ওনার নির্দেশে আমার যাত্রা সুখকর হয় এবং ক

পাকিস্তানে বাড়ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার, এবার শিখ ডাক্তারকে খুন করল কট্টরপন্থীরা

নয়া দিল্লিঃ  পাকিস্তানের পেশাওয়ারে শিখ সম্প্রদায়ের এক ডাক্তারকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলি করে হত্যা করল। সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করে পাকিস্তানে ঘটে যাওয়া এটাই সবথেকে তাজা মামলা। পুলিশ জানায়, হামলাকারীরা ক্লিনিকে ঢুকে শিখ ডাক্তারকে চার-চারটি গুলি করে। মৃত ডাক্তারের নাম সতমান সিং। সতনাম সিংকে আহত অবস্থায় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, ক্যাপিটল সিটির পুলিশ অফিসার জানিয়েছেন যে, এই মামলার তদন্ত চলছে। লক্ষণীয় বিষয় হল, পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু আর শিখ সম্প্রদায়ের মানুষকে লাগাতার নিশানা করা হচ্ছে। হিন্দু, শিখ মেয়েদের অপহরণ করে তাঁদের জোর করে ধর্মপরিবর্তন করিয়ে বিয়ে করার অজস্র মামলা উঠে এসেছে ইমরান খানের পাকিস্তান থেকে। কিছুদিন আগে পাকিস্তানের একটি গণেশ মন্দিরে কট্টরপন্থীরা একযোগে আক্রমণ করে মন্দিরে থাকা দেবতার মূর্তি সহ সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে। এছাড়াও কিছুদিন আগেই, পাকিস্তানের এক মসজিদের কোল থেকে জল নেওয়ার অপরাধে এক হিন্দু পরিবারের উপর পাশবিক অত্যাচার করা হয়। উল্লেখ্য, দেশ ভাগের পর থেকেই প

পাকিস্তানে বাড়ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার, এবার শিখ ডাক্তারকে খুন করল কট্টরপন্থীরা

নয়া দিল্লিঃ  পাকিস্তানের পেশাওয়ারে শিখ সম্প্রদায়ের এক ডাক্তারকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলি করে হত্যা করল। সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করে পাকিস্তানে ঘটে যাওয়া এটাই সবথেকে তাজা মামলা। পুলিশ জানায়, হামলাকারীরা ক্লিনিকে ঢুকে শিখ ডাক্তারকে চার-চারটি গুলি করে। মৃত ডাক্তারের নাম সতমান সিং। সতনাম সিংকে আহত অবস্থায় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, ক্যাপিটল সিটির পুলিশ অফিসার জানিয়েছেন যে, এই মামলার তদন্ত চলছে। লক্ষণীয় বিষয় হল, পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু আর শিখ সম্প্রদায়ের মানুষকে লাগাতার নিশানা করা হচ্ছে। হিন্দু, শিখ মেয়েদের অপহরণ করে তাঁদের জোর করে ধর্মপরিবর্তন করিয়ে বিয়ে করার অজস্র মামলা উঠে এসেছে ইমরান খানের পাকিস্তান থেকে। কিছুদিন আগে পাকিস্তানের একটি গণেশ মন্দিরে কট্টরপন্থীরা একযোগে আক্রমণ করে মন্দিরে থাকা দেবতার মূর্তি সহ সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে। এছাড়াও কিছুদিন আগেই, পাকিস্তানের এক মসজিদের কোল থেকে জল নেওয়ার অপরাধে এক হিন্দু পরিবারের উপর পাশবিক অত্যাচার করা হয়। উল্লেখ্য, দেশ ভাগের পর থেকেই প

চীনকে কয়লা সাপ্লাই বন্ধ করল অস্ট্রেলিয়া! মহা বিপদে পড়ল জিনপিং সরকার

চালবাজি চিটিংবাজী করে সাময়িক উন্নতি হতেই পারে তবে তা কখনই দীর্ঘস্থায়ী হয়না। এর তাজা উদাহরণ প্রস্তুত করেছে ভারতের প্রতিবেশী দেশ চীন (China)। চালবাজি চিটিংবাজি করতে গিয়ে চীনে কোন বড়োসড়ো ক্রাইসিসের মধ্যে পড়েছে। তবে ড্রাগনের এই সংকটে পড়ার কারণ ভারতের বা অন্য কোন দেশের হাত নেই। আসলে চীনের অহংকার আজ চীনকে মহা বিপদে ফেলেছে। চীনে উৎপন্ন হয়েছে বিদ্যুৎ সংকট আসলে চীন তার আগ্রাসন নীতির দ্বারা পুরো বিশ্বে দাপট জমাতে লেগে পড়েছে। আর এই পরিপ্রেক্ষিতে চীন যে রং নীতি প্রয়োগ করেছে তাতে নিজেই এসেছে জিনপিংয়ের সরকার। বিগত দুই তিন দিন ধরে চীন জুড়ে শুরু হয়েছে পাওয়ার ক্রাইসিস তথা বিদ্যুৎ সংকট। এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়েছে যে চিনে থাকা বড় বড় ফ্যাক্টরি বন্ধ হতে শুরু হয়েছে। বিদ্যুতের অভাবে প্রায় কয়েক হাজার ছোটো কারখানা ইতিমধ্যে বন্ধ হয়েছে বলে জানা গেছে। এমনকি টেসলা কোম্পানি চীনে নিজের যে প্ল্যান্ট স্থাপন করে রেখেছে তাও বন্ধ করতে বাধ্য হয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। শুধু এই নয় যে নিজের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করতে শুরু করেছে চীনের সরকার। চীনের সরকারের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছ

শত্রুতা বাড়ছে আমেরিকা-তুরস্কের, এরদোগানদের নিষিদ্ধ করার হুঁশিয়ারি বাইডেনের

নয়া দিল্লিঃ  নিউইউর্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের ৭৬ তম মহাসভায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান যখন ভাষণ দেন, তখন সবাই আশা করেছিল যে ওনার সঙ্গে বাইডেনের সাক্ষাৎ হবে। কিন্তু আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, বাইডেন এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে পরিস্কার জানিয়ে দেন। বাইডেনের এই সিদ্ধান্তে এরদোগান একদিকে যেমন হতাশ হন, তেমনই ক্ষুব্ধও হন। উনি তুরস্কের সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় বলেন, বাইডেনের আগের আমেরিকার রাষ্ট্রপতিদের সঙ্গে তাঁর কাজ করা নিয়ে কোনও সমস্যা ছিল না। কিন্তু বাইডেন ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলেছে। এর ঠিক পরের দিন এরদোগান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আবারও সমালোচনা করেন। উনি বলেন, বাইডেনের সঙ্গে আমার আলাপ সন্তোষজনক বলা যায় না। এরদোগান আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমেরিকা জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে লড়াই করার বদলে তাঁদের সমর্থন করছে। উল্লেখ্য, তুরস্ক আর আমেরিকার সম্পর্কে ফাটল রাশিয়ার কাছে লাভজনক হতে পারে। এরদোগান বলেন, তুরস্ক রাশিয়ার থেকে S-400 মিসাইলের দ্বিতীয় খেপ কেনার জন্য আগ্রহী। তুরস্কের আধিকারিকদের মতে, এই হাতিয়ারের জন্য আমেরিকার সঙ্গে শত্রুতা করলেও লাভ আছে। উল্লে

চীনকে কয়লা সাপ্লাই বন্ধ করল অস্ট্রেলিয়া! মহা বিপদে পড়ল জিনপিং সরকার

চালবাজি চিটিংবাজী করে সাময়িক উন্নতি হতেই পারে তবে তা কখনই দীর্ঘস্থায়ী হয়না। এর তাজা উদাহরণ প্রস্তুত করেছে ভারতের প্রতিবেশী দেশ চীন (China)। চালবাজি চিটিংবাজি করতে গিয়ে চীনে কোন বড়োসড়ো ক্রাইসিসের মধ্যে পড়েছে। তবে ড্রাগনের এই সংকটে পড়ার কারণ ভারতের বা অন্য কোন দেশের হাত নেই। আসলে চীনের অহংকার আজ চীনকে মহা বিপদে ফেলেছে। চীনে উৎপন্ন হয়েছে বিদ্যুৎ সংকট আসলে চীন তার আগ্রাসন নীতির দ্বারা পুরো বিশ্বে দাপট জমাতে লেগে পড়েছে। আর এই পরিপ্রেক্ষিতে চীন যে রং নীতি প্রয়োগ করেছে তাতে নিজেই এসেছে জিনপিংয়ের সরকার। বিগত দুই তিন দিন ধরে চীন জুড়ে শুরু হয়েছে পাওয়ার ক্রাইসিস তথা বিদ্যুৎ সংকট। এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়েছে যে চিনে থাকা বড় বড় ফ্যাক্টরি বন্ধ হতে শুরু হয়েছে। বিদ্যুতের অভাবে প্রায় কয়েক হাজার ছোটো কারখানা ইতিমধ্যে বন্ধ হয়েছে বলে জানা গেছে। এমনকি টেসলা কোম্পানি চীনে নিজের যে প্ল্যান্ট স্থাপন করে রেখেছে তাও বন্ধ করতে বাধ্য হয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। শুধু এই নয় যে নিজের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করতে শুরু করেছে চীনের সরকার। চীনের সরকারের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছ

শত্রুতা বাড়ছে আমেরিকা-তুরস্কের, এরদোগানদের নিষিদ্ধ করার হুঁশিয়ারি বাইডেনের

নয়া দিল্লিঃ  নিউইউর্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের ৭৬ তম মহাসভায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান যখন ভাষণ দেন, তখন সবাই আশা করেছিল যে ওনার সঙ্গে বাইডেনের সাক্ষাৎ হবে। কিন্তু আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, বাইডেন এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে পরিস্কার জানিয়ে দেন। বাইডেনের এই সিদ্ধান্তে এরদোগান একদিকে যেমন হতাশ হন, তেমনই ক্ষুব্ধও হন। উনি তুরস্কের সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় বলেন, বাইডেনের আগের আমেরিকার রাষ্ট্রপতিদের সঙ্গে তাঁর কাজ করা নিয়ে কোনও সমস্যা ছিল না। কিন্তু বাইডেন ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলেছে। এর ঠিক পরের দিন এরদোগান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আবারও সমালোচনা করেন। উনি বলেন, বাইডেনের সঙ্গে আমার আলাপ সন্তোষজনক বলা যায় না। এরদোগান আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমেরিকা জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে লড়াই করার বদলে তাঁদের সমর্থন করছে। উল্লেখ্য, তুরস্ক আর আমেরিকার সম্পর্কে ফাটল রাশিয়ার কাছে লাভজনক হতে পারে। এরদোগান বলেন, তুরস্ক রাশিয়ার থেকে S-400 মিসাইলের দ্বিতীয় খেপ কেনার জন্য আগ্রহী। তুরস্কের আধিকারিকদের মতে, এই হাতিয়ারের জন্য আমেরিকার সঙ্গে শত্রুতা করলেও লাভ আছে। উল্লে

বিশাল সংকটে ইমরানের দেশ, মার্কিন সিনেটে বিল পেশ হওয়ায় পাক মুদ্রার ভ্যালু তলানিতে

নয়া দিল্লিঃ  আমেরিকায় তালিবান আর তাঁদের সঙ্গ দেওয়া দেশের সরকারগুলিকে নিষিদ্ধ করার জন্য মঙ্গলবার একটি বিল পেশ করা হয়। আর এই বিলের প্রভাব সরাসরি পাকিস্তানের (Pakistan) উপর পড়ে। বুধবার পাকিস্তানের স্টক ৩ শতাংশ হ্রাস পায়। পাকিস্তানের মুদ্রা (Pakistan Rupee) রেকর্ড স্তরে নেমে যায়। আমেরিকার ২২ রিপাবলিকান সিনেটরের একটি দল তালিবান আর তাঁদের সমর্থন করা সমস্ত বিদেশি সরকারকে নিষিদ্ধ করার জন্য একটি বিল পেশ করে। ‘আফগানিস্তান কাউন্টার টেররিজম, ওভারসাইট এবং অ্যাকাউন্টেবিলিটি আইন”কে আমেরিকার সিনেটর জিম রিশ পেশ করেন। উনি বিদেশ বিষয়ক সমিতির সদস্য। বিলে বিদেশ মন্ত্রীর থেকে একটি রিপোর্ট চাওয়া হয়েছে যেখানে ২০০১ থেকে ২০২০-র মধ্যে তালিবানের সমর্থন দেওয়া নিয়ে পাকিস্তানের ভূমিকা, কী কারণে আফগান সরকারের ভাঙল, পাশাপাশি পঞ্জশিরে আফগান প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে তালিবানের হামলায় পাকিস্তানের সমর্থন নিয়ে বিস্তৃত বিবরণ দিতে বলা হয়েছে। বিলে সন্ত্রাসবাদের মোকাবিলা, তালিবান দ্বারা কবজা করা আমেরিকার উপকরণের বিবরণ, আফগানিস্তানে তালিবান আর সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য উপস্থিত অন্য জঙ্গি সংগঠনগুলির উপর নিষেধাজ্ঞা এবং মাদক পদার

বিশাল সংকটে ইমরানের দেশ, মার্কিন সিনেটে বিল পেশ হওয়ায় পাক মুদ্রার ভ্যালু তলানিতে

নয়া দিল্লিঃ  আমেরিকায় তালিবান আর তাঁদের সঙ্গ দেওয়া দেশের সরকারগুলিকে নিষিদ্ধ করার জন্য মঙ্গলবার একটি বিল পেশ করা হয়। আর এই বিলের প্রভাব সরাসরি পাকিস্তানের (Pakistan) উপর পড়ে। বুধবার পাকিস্তানের স্টক ৩ শতাংশ হ্রাস পায়। পাকিস্তানের মুদ্রা (Pakistan Rupee) রেকর্ড স্তরে নেমে যায়। আমেরিকার ২২ রিপাবলিকান সিনেটরের একটি দল তালিবান আর তাঁদের সমর্থন করা সমস্ত বিদেশি সরকারকে নিষিদ্ধ করার জন্য একটি বিল পেশ করে। ‘আফগানিস্তান কাউন্টার টেররিজম, ওভারসাইট এবং অ্যাকাউন্টেবিলিটি আইন”কে আমেরিকার সিনেটর জিম রিশ পেশ করেন। উনি বিদেশ বিষয়ক সমিতির সদস্য। বিলে বিদেশ মন্ত্রীর থেকে একটি রিপোর্ট চাওয়া হয়েছে যেখানে ২০০১ থেকে ২০২০-র মধ্যে তালিবানের সমর্থন দেওয়া নিয়ে পাকিস্তানের ভূমিকা, কী কারণে আফগান সরকারের ভাঙল, পাশাপাশি পঞ্জশিরে আফগান প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে তালিবানের হামলায় পাকিস্তানের সমর্থন নিয়ে বিস্তৃত বিবরণ দিতে বলা হয়েছে। বিলে সন্ত্রাসবাদের মোকাবিলা, তালিবান দ্বারা কবজা করা আমেরিকার উপকরণের বিবরণ, আফগানিস্তানে তালিবান আর সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য উপস্থিত অন্য জঙ্গি সংগঠনগুলির উপর নিষেধাজ্ঞা এবং মাদক পদার

১১ লক্ষেরও বেশি স্কুলে পড়ুয়াদের পেট ভরে ভোজন, ‘পিএম পোষণ” যোজনার ঘোষণা প্রধানমন্ত্রীর

Image
নয়া দিল্লিঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ক্যাবিনেট বৈঠক করেন। ওই ক্যাবিনেট বৈঠকে সরকার অনেক সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হল ‘পিএম পোষণ” প্রকল্প। সরকার এবার এই প্রকল্পে শিলমোহর দিল। এই প্রকল্প অনুযায়ী, সরকারি স্কুলে পড়া পড়ুয়ারা আগামী ৫ বছর পর্যন্ত ভরপেট খাবার পাবে। ক্যাবিনেট মিটিংয়ের পর কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল আর অনুরাগ ঠাকুর এই প্রকল্প নিয়ে তথ্য দেন। বলে দিই, কেন্দ্রের এই পিম পোষণ যোজনা ‘মিড ডে মিল”-র মতোই। এই প্রকল্প অনুযায়ী সরকারি স্কুলের বাচ্চাদের বিনামূল্যে পুষ্টিকর খাবার দেওয়া হবে। এই প্রকল্পের জন্য মোদী সরকার পাঁচ বছরে ১.৩১ লক্ষ কোটি টাকা খরচ করবে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলে, এই প্রকল্পে মিড ডে মিল ছাড়াও অনেক কিছু যুক্ত হবে। আর এই কারণেই এই প্রকল্পের খরচ ১.৩১ লক্ষ কোটি খরচ হবে। কেন্দ্র সরকার দ্বারা শুরু করা পিএম পোষণ যোজনা লাগু হওয়ার পর এবার মিড ডে মিল যোজনা বন্ধ হয়ে যাবে। আর এরপর থেকে পিএম পোষণ যোজনার মাধ্যমেই সরকারি স্কুলের বাচ্চাদের পেট ভরে খাওয়ানো হবে। পিএম পোষণ যোজনার খরচ রাজ্য আর কেন্দ্র মিলে বহন করবে। তবে কেন্দ্র সরকারের ব্যয় রাজ্য

১১ লক্ষেরও বেশি স্কুলে পড়ুয়াদের পেট ভরে ভোজন, ‘পিএম পোষণ” যোজনার ঘোষণা প্রধানমন্ত্রীর

Image
নয়া দিল্লিঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ক্যাবিনেট বৈঠক করেন। ওই ক্যাবিনেট বৈঠকে সরকার অনেক সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হল ‘পিএম পোষণ” প্রকল্প। সরকার এবার এই প্রকল্পে শিলমোহর দিল। এই প্রকল্প অনুযায়ী, সরকারি স্কুলে পড়া পড়ুয়ারা আগামী ৫ বছর পর্যন্ত ভরপেট খাবার পাবে। ক্যাবিনেট মিটিংয়ের পর কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল আর অনুরাগ ঠাকুর এই প্রকল্প নিয়ে তথ্য দেন। বলে দিই, কেন্দ্রের এই পিম পোষণ যোজনা ‘মিড ডে মিল”-র মতোই। এই প্রকল্প অনুযায়ী সরকারি স্কুলের বাচ্চাদের বিনামূল্যে পুষ্টিকর খাবার দেওয়া হবে। এই প্রকল্পের জন্য মোদী সরকার পাঁচ বছরে ১.৩১ লক্ষ কোটি টাকা খরচ করবে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলে, এই প্রকল্পে মিড ডে মিল ছাড়াও অনেক কিছু যুক্ত হবে। আর এই কারণেই এই প্রকল্পের খরচ ১.৩১ লক্ষ কোটি খরচ হবে। কেন্দ্র সরকার দ্বারা শুরু করা পিএম পোষণ যোজনা লাগু হওয়ার পর এবার মিড ডে মিল যোজনা বন্ধ হয়ে যাবে। আর এরপর থেকে পিএম পোষণ যোজনার মাধ্যমেই সরকারি স্কুলের বাচ্চাদের পেট ভরে খাওয়ানো হবে। পিএম পোষণ যোজনার খরচ রাজ্য আর কেন্দ্র মিলে বহন করবে। তবে কেন্দ্র সরকারের ব্যয় রাজ্য

চীনের শত্রুর সাথে হাত মেলাল ভারত! ভারতে আসছে ৫৬,০০০ কোটি টাকার ইনভেস্টমেন্ট

আগামী কুড়ি পঁচিশ বছরের মধ্যে পুরো বিশ্ব ভারতকে ম্যানুফ্যাকচারিং হাব তথা বিকল্প হিসেবে দেখতে চাইছে। আর এই পরিপ্রেক্ষিতে ভারত চীনের শত্রুদেশ তাইওয়ানের সাথে মিলিত হয়ে বড়ো চুক্তি স্বাক্ষর করেছে। এতদিন চীন একতরফাভাবে তাইওয়ানের ওপর নিজের অধিকার কায়েম করতে চাইতো। জাপান ও আমেরিকা প্রতিক্ষেত্রে তাইওয়ানের পাশে দাঁড়িয়ে চীনকে রুখে দিয়েছে। এবার সেই তালিকায় যোগ হল ভারতের নাম। চীনের শত্রুর সাথে হাত মেলাল ভারত সম্প্রতি তাইওয়ান ও ভারত সেমি কনডাক্টরের বিশ্বব্যাপী চাহিদা মাথায় রেখে একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করেছে। এই সেমি কনডাক্টর চিপ উৎপাদনে তাইওয়ান বিশ্বের এক নম্বর দেশ। সেই সাথে চীনের বড়ো হিসেবে পরিচিত তাইওয়ান। সেহেতু চীনকে দু-তরফা ঝটকা দিতে ভারত তাইওয়ানের সাথে ব্যবসায়িক চুক্তিতে নেমেছে। এই চুক্তি অনুযায়ী সেমিকন্ডাক্টর নির্মাণের জন্য ভারতে আনুমানিক 7.5 বিলিয়ন ডলার (৫৬,০০০ কোটি) ইনভেস্ট আসতে চলেছে। আন্তর্জাতিক মহলে সেমিকন্ডাক্টরের মার্কেট অনেক বড়ো। এক্ষত্রে সেই মার্কেটকে পুরো কবজানোর চেষ্টায় রয়েছে চীন। যদিও এখনও অবধি সেমিকন্ডাক্টরের সেমিকন্ডাক্টর কী? সেমিকন্ডাক্টরগুলির মধ্যে কন্ডা

চীনের শত্রুর সাথে হাত মেলাল ভারত! ভারতে আসছে ৫৬,০০০ কোটি টাকার ইনভেস্টমেন্ট

আগামী কুড়ি পঁচিশ বছরের মধ্যে পুরো বিশ্ব ভারতকে ম্যানুফ্যাকচারিং হাব তথা বিকল্প হিসেবে দেখতে চাইছে। আর এই পরিপ্রেক্ষিতে ভারত চীনের শত্রুদেশ তাইওয়ানের সাথে মিলিত হয়ে বড়ো চুক্তি স্বাক্ষর করেছে। এতদিন চীন একতরফাভাবে তাইওয়ানের ওপর নিজের অধিকার কায়েম করতে চাইতো। জাপান ও আমেরিকা প্রতিক্ষেত্রে তাইওয়ানের পাশে দাঁড়িয়ে চীনকে রুখে দিয়েছে। এবার সেই তালিকায় যোগ হল ভারতের নাম। চীনের শত্রুর সাথে হাত মেলাল ভারত সম্প্রতি তাইওয়ান ও ভারত সেমি কনডাক্টরের বিশ্বব্যাপী চাহিদা মাথায় রেখে একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করেছে। এই সেমি কনডাক্টর চিপ উৎপাদনে তাইওয়ান বিশ্বের এক নম্বর দেশ। সেই সাথে চীনের বড়ো হিসেবে পরিচিত তাইওয়ান। সেহেতু চীনকে দু-তরফা ঝটকা দিতে ভারত তাইওয়ানের সাথে ব্যবসায়িক চুক্তিতে নেমেছে। এই চুক্তি অনুযায়ী সেমিকন্ডাক্টর নির্মাণের জন্য ভারতে আনুমানিক 7.5 বিলিয়ন ডলার (৫৬,০০০ কোটি) ইনভেস্ট আসতে চলেছে। আন্তর্জাতিক মহলে সেমিকন্ডাক্টরের মার্কেট অনেক বড়ো। এক্ষত্রে সেই মার্কেটকে পুরো কবজানোর চেষ্টায় রয়েছে চীন। যদিও এখনও অবধি সেমিকন্ডাক্টরের সেমিকন্ডাক্টর কী? সেমিকন্ডাক্টরগুলির মধ্যে কন্ডা

চীনের উপর নেমে এল মহাসংকট! এক সপ্তাহের মধ্যে ভেঙে পড়তে পারে পুরো চীনের অর্থনীতি

নয়া দিল্লিঃ  চিনে (China) বিদ্যুত উৎপাদনের চরম সংকট দেখা দিয়েছে। আর এই সংকটের কারণেই বাড়ি বাড়ি বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে, পাশাপাশি চিনের কারখানাগুলিতেও বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। আর এই বিদ্যুৎ সংকটের কারণে দেশের বৃহৎ অর্থনীতিতেও প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুধু চিনেই না, ভারতে চিনা গাড়ি, মোবাইল, টিভি আর স্মার্ট গ্যাজেট কেনা গ্রাহকদেরও এই সমস্যার সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা জাহির করেছেন বিশেষজ্ঞরা। চিনের বিদ্যুতের সংকটের কারণে গোটা বিশ্বের গাড়ি আর স্মার্টফোনের বাজারেও প্রভাব দেখা দিতে পারে। চিনের শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত কোম্পানিগুলিকে বিদ্যুতের চাহিদা কমাতে আর বিদ্যুৎ ব্যবহার সীমিত রাখার নির্দেশ জারি করা হয়েছে। চিনের সরকারি মিডিয়ার একটি রিপোর্টে বলা হয়েছে যে, চিনের বহু বাড়িতেই বিদ্যুতের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। আর যার কারণে অনেকেই লিফটে আটকে পড়েছেন। Column: China’s widening electricity crisis caused by coal shortage https://t.co/0owXuMVyQD pic.twitter.com/CuJzIBK7VQ — Reuters (@Reuters) September 28, 2021 https://platform.twitter.com/widgets.js চিনের সমস্ত অর্

চীনের উপর নেমে এল মহাসংকট! এক সপ্তাহের মধ্যে ভেঙে পড়তে পারে পুরো চীনের অর্থনীতি

নয়া দিল্লিঃ  চিনে (China) বিদ্যুত উৎপাদনের চরম সংকট দেখা দিয়েছে। আর এই সংকটের কারণেই বাড়ি বাড়ি বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে, পাশাপাশি চিনের কারখানাগুলিতেও বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। আর এই বিদ্যুৎ সংকটের কারণে দেশের বৃহৎ অর্থনীতিতেও প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুধু চিনেই না, ভারতে চিনা গাড়ি, মোবাইল, টিভি আর স্মার্ট গ্যাজেট কেনা গ্রাহকদেরও এই সমস্যার সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা জাহির করেছেন বিশেষজ্ঞরা। চিনের বিদ্যুতের সংকটের কারণে গোটা বিশ্বের গাড়ি আর স্মার্টফোনের বাজারেও প্রভাব দেখা দিতে পারে। চিনের শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত কোম্পানিগুলিকে বিদ্যুতের চাহিদা কমাতে আর বিদ্যুৎ ব্যবহার সীমিত রাখার নির্দেশ জারি করা হয়েছে। চিনের সরকারি মিডিয়ার একটি রিপোর্টে বলা হয়েছে যে, চিনের বহু বাড়িতেই বিদ্যুতের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। আর যার কারণে অনেকেই লিফটে আটকে পড়েছেন। Column: China’s widening electricity crisis caused by coal shortage https://t.co/0owXuMVyQD pic.twitter.com/CuJzIBK7VQ — Reuters (@Reuters) September 28, 2021 https://platform.twitter.com/widgets.js চিনের সমস্ত অর্

“সরকার সঠিক পথে চলছে”- মোদী সরকারের প্রশংসায় মুখর হলেন রতন টাটা

টাটা(Tata) ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা (Ratan Tata) মোদী সরকারের প্রশংসা করেছেন। ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য C-295 কেনার বিষয়ে রতন টাটা মোদী সরকারকে বাহবা দিয়েছেন। এই পদক্ষেপের মধ্যে দিয়ে মোট ৫৬ টি C-295 কেনা হবে। এর মধ্যে ১৬ টি বিমান C-295 এয়ারবাসের আমদানি করা হবে। অন্যদিকে বাকি ৪০ টি টাটা গোষ্ঠী স্পেনের কোম্পানির সাথে মিলিতভাবে ভারত দেশেই নির্মাণ করবে। এর সাথে সাথে টাটার ঝুলিতে ২২,০০০ কোটি টাকার ডিফেন্স ডিল এসেছে। জানিয়ে দি, এটা প্রাইভেট সেক্টরের জন্য সবথেকে বড়ো ডিফেন্স চুক্তি। এর আগে এই কাজএ সরকারি সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড করতো। টাটার কাছে এই চুক্তি আসার দরুন প্রায় ৬০০০ জন মানুষ সরাসরি কাজ পাবেন। শুক্রবার দিন এই প্রজেক্ট সম্পর্কে বলতে গিয়ে রতন টাটা বলেন, সরকার খুব ভালো পদক্ষেপ নিয়েছে। এটা ভারতের সামরিক ক্ষেত্রে উন্নতির দিকে ভালো উদ্যোগ। এতে দেশের এভিয়েশন সেক্টরে বড়ো মাপের গ্রোথ হবে।প্রসঙ্গত, এর আগেও রতন টাটাকে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় মুখরিত হতে দেখা গেছে। এক টিভি ইন্টারভিউতে প্রধানমন্ত্রী মোদীকে দূরদর্শী নেতা বলেছিলেন। এই চুক্তি নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও তা

“সরকার সঠিক পথে চলছে”- মোদী সরকারের প্রশংসায় মুখর হলেন রতন টাটা

টাটা(Tata) ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা (Ratan Tata) মোদী সরকারের প্রশংসা করেছেন। ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য C-295 কেনার বিষয়ে রতন টাটা মোদী সরকারকে বাহবা দিয়েছেন। এই পদক্ষেপের মধ্যে দিয়ে মোট ৫৬ টি C-295 কেনা হবে। এর মধ্যে ১৬ টি বিমান C-295 এয়ারবাসের আমদানি করা হবে। অন্যদিকে বাকি ৪০ টি টাটা গোষ্ঠী স্পেনের কোম্পানির সাথে মিলিতভাবে ভারত দেশেই নির্মাণ করবে। এর সাথে সাথে টাটার ঝুলিতে ২২,০০০ কোটি টাকার ডিফেন্স ডিল এসেছে। জানিয়ে দি, এটা প্রাইভেট সেক্টরের জন্য সবথেকে বড়ো ডিফেন্স চুক্তি। এর আগে এই কাজএ সরকারি সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড করতো। টাটার কাছে এই চুক্তি আসার দরুন প্রায় ৬০০০ জন মানুষ সরাসরি কাজ পাবেন। শুক্রবার দিন এই প্রজেক্ট সম্পর্কে বলতে গিয়ে রতন টাটা বলেন, সরকার খুব ভালো পদক্ষেপ নিয়েছে। এটা ভারতের সামরিক ক্ষেত্রে উন্নতির দিকে ভালো উদ্যোগ। এতে দেশের এভিয়েশন সেক্টরে বড়ো মাপের গ্রোথ হবে।প্রসঙ্গত, এর আগেও রতন টাটাকে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় মুখরিত হতে দেখা গেছে। এক টিভি ইন্টারভিউতে প্রধানমন্ত্রী মোদীকে দূরদর্শী নেতা বলেছিলেন। এই চুক্তি নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও তা

মুসলিম, খ্রিস্টানদের নাগরিকতা কেড়ে ২ অক্টোবরের মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবেঃ জগতগুরু

অযোধ্যাঃ  অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলাকালীন সন্ত সমাজের তরফ থেকে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি উঠছে। অযোধ্যায় তপস্বী ছাউনির জগতগুরু পরমহংস আচার্য মহারাজ দাবি তুলে বলেন, আগামী ২ অক্টোবরের মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা না করলে জলসমাধি নেব। পাশাপাশি জগতগুরু মহারাজ কেন্দ্রে সরকারকে মুসলিম আর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের নাগরিকতা রদ করারও দাবি তুলেছেন। উনি বলেন, ‘আমার দাবি হল ২ অক্টোবরের মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে, নাহলে আমি সরযু নদীতে জলসমাধি নেব।” উনি বলেন, কেন্দ্র সরকারকে মুসলিম আর খ্রিস্টানদের নাগরিকতাও রদ করতে হবে। Ayodhya | I demand that India should be declared a ‘Hindu Rashtra’ by Oct 2 or else I'll take Jal Samadhi in river Sarayu. And Centre should terminate nationality of Muslims & Christians: Jagadguru Paramhans Acharya Maharaj (28.09) pic.twitter.com/QMAIkd6tLZ — ANI UP (@ANINewsUP) September 29, 2021 https://platform.twitter.com/widgets.js বলে দিই, ২০২২-র উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে জগতগুরু আচার্য মহারাজ আবারও সক্র

মুসলিম, খ্রিস্টানদের নাগরিকতা কেড়ে ২ অক্টোবরের মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবেঃ জগতগুরু

অযোধ্যাঃ  অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলাকালীন সন্ত সমাজের তরফ থেকে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি উঠছে। অযোধ্যায় তপস্বী ছাউনির জগতগুরু পরমহংস আচার্য মহারাজ দাবি তুলে বলেন, আগামী ২ অক্টোবরের মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা না করলে জলসমাধি নেব। পাশাপাশি জগতগুরু মহারাজ কেন্দ্রে সরকারকে মুসলিম আর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের নাগরিকতা রদ করারও দাবি তুলেছেন। উনি বলেন, ‘আমার দাবি হল ২ অক্টোবরের মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে, নাহলে আমি সরযু নদীতে জলসমাধি নেব।” উনি বলেন, কেন্দ্র সরকারকে মুসলিম আর খ্রিস্টানদের নাগরিকতাও রদ করতে হবে। Ayodhya | I demand that India should be declared a ‘Hindu Rashtra’ by Oct 2 or else I'll take Jal Samadhi in river Sarayu. And Centre should terminate nationality of Muslims & Christians: Jagadguru Paramhans Acharya Maharaj (28.09) pic.twitter.com/QMAIkd6tLZ — ANI UP (@ANINewsUP) September 29, 2021 https://platform.twitter.com/widgets.js বলে দিই, ২০২২-র উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে জগতগুরু আচার্য মহারাজ আবারও সক্র

ও অসৎ, কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী না! কানহাইয়ার বিরুদ্ধে বিস্ফোরক সিপিআই নেতা

নয়া দিল্লিঃ  ভারতীয় কমিউনিস্ট পার্টির মহাসচিব ডি রাজা সদ্য সিপিআই ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া কানহাইয়া কুমারকে নিয়ে বলেন, উনি নিজেই নিজেকে আমার দল থেকে বাইরে করে নিয়েছিলেন। CPI সর্বদা জাতপাতহীন আর সমানাধিকার সমাজের জন্য লড়াই করেছে। ডি রাজা বলেন, কানহাইয়া কুমারের নিশ্চয়ই তার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা ছিল। তাঁর আসার আগেও কমিউনিস্ট পার্টি ছিল, আর যাওয়ার পরেও থাকবে। তাঁর দলত্যাগে দল শেষ হয়ে যাবে না। আমাদের দল নিঃস্বার্থ সংঘর্ষ আর বলিদানের জন্য তৈরি। সে আমাদের দলের কাছে সৎ রইল না। অন্যদিকে, কংগ্রেসে যোগ দিয়ে কানহাইয়া বলেন, কোটি কোটি যুব সম্প্রদায় বলছে কংগ্রেস না বাঁচলে দেশও বাঁচবে না। আর এই কারণেই আমি গণতন্ত্রকে মজবুত করার জন্য কংগ্রেসে যোগ দিয়েছি। পাশাপাশি তিনি এও বলেন যে, দেশকে আদর্শবাদী নেতৃত্ব শুধুমাত্র কংগ্রেসই দিতে পারে। কানহাইয়া নিজের পুরনো দলকেও ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই কানহাইয়ার কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জল্পনা উঠেছিল। কিছুদিন আগে কানহাইয়া কুমার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। কিন্তু সেই সময় তিনি এই সাক্ষাতের কথা অস্বীকার করেন। এরপর

ও অসৎ, কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী না! কানহাইয়ার বিরুদ্ধে বিস্ফোরক সিপিআই নেতা

নয়া দিল্লিঃ  ভারতীয় কমিউনিস্ট পার্টির মহাসচিব ডি রাজা সদ্য সিপিআই ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া কানহাইয়া কুমারকে নিয়ে বলেন, উনি নিজেই নিজেকে আমার দল থেকে বাইরে করে নিয়েছিলেন। CPI সর্বদা জাতপাতহীন আর সমানাধিকার সমাজের জন্য লড়াই করেছে। ডি রাজা বলেন, কানহাইয়া কুমারের নিশ্চয়ই তার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা ছিল। তাঁর আসার আগেও কমিউনিস্ট পার্টি ছিল, আর যাওয়ার পরেও থাকবে। তাঁর দলত্যাগে দল শেষ হয়ে যাবে না। আমাদের দল নিঃস্বার্থ সংঘর্ষ আর বলিদানের জন্য তৈরি। সে আমাদের দলের কাছে সৎ রইল না। অন্যদিকে, কংগ্রেসে যোগ দিয়ে কানহাইয়া বলেন, কোটি কোটি যুব সম্প্রদায় বলছে কংগ্রেস না বাঁচলে দেশও বাঁচবে না। আর এই কারণেই আমি গণতন্ত্রকে মজবুত করার জন্য কংগ্রেসে যোগ দিয়েছি। পাশাপাশি তিনি এও বলেন যে, দেশকে আদর্শবাদী নেতৃত্ব শুধুমাত্র কংগ্রেসই দিতে পারে। কানহাইয়া নিজের পুরনো দলকেও ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই কানহাইয়ার কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জল্পনা উঠেছিল। কিছুদিন আগে কানহাইয়া কুমার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। কিন্তু সেই সময় তিনি এই সাক্ষাতের কথা অস্বীকার করেন। এরপর

যোগী সরকারের বড়ো পদক্ষেপ! ৩১ টি দেশে পণ্যদ্রব্য রপ্তানি করবে উত্তরপ্রদেশ

ব্যবসায়ী শিল্পপতি বা নামীদামী বিদেশি কোম্পানিগুলির জন্য এখন ভারতের প্রিয় স্থান হয়ে উঠেছে উত্তর প্রদেশ। কারণ উত্তরপ্রদেশের ক্ষমতায় যোগী সরকার আসার পর থেকে রাজ্যে রাজ্য শিল্প মুখর হয়ে উঠেছে তথা শিল্প অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলত, বেশ কয়েক বছরে বড়ো বড়ো বিদেশি কোম্পানি উত্তর প্রদেশে শিল্প স্থাপন করেছে। এখন যোগী সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে উত্তরপ্রদেশের বড়ো ভুমিকার উপর কাজ শুরু করেছে। সম্প্রতি, উত্তর প্রদেশের MSME মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং জানিয়েছেন, যে ১৫ টি সেক্টরে ১০০ টি পণ্য চিহ্নিত করা হয়েছে। উত্তরপ্রদেশ থেকে ৩১ টি বাইরের দেশে পণ্য রপ্তানি করা হবে। তিনি আরও জানিয়েছেন, রপ্তানিকারকদের সমস্যা সমাধানের জন্য সারথি অ্যাপও চালু করা হবে। MSME বিভাগ, বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায়, উত্তর প্রদেশের ৬৫ জন রপ্তানিকারককে রাজ্য থেকে মোট রপ্তানিকৃত দ্রব্যে বিশেষ অবদানের জন্য সম্মানিত করেছে। MSME মন্ত্রী, যিনি ২০১৯-২০ এবং ২০২০-২১-এর জন্য যথাক্রমে ৩৪ এবং ৩১ জন রপ্তানিকারকের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন, তিনি বলেছেন, যে ভারতকে একটি নিট রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রধান

“বাড়িতে চাইনিজ ফোন থাকলে ছুঁড়ে ফেলে দিন”- নির্দেশিকা জারি করল লিথুয়ানিয়া দেশের সরকার

চীনা অ্যাপস ব্যক্তিগত তথ্য শেয়ার করে এই অভিযোগের ভিত্তিতে গতবছর ভারতে প্রচুর চীনা অ্যাপস নিষিদ্ধ করা হয় এবং কার্যত সেই একই অভিযোগ করতে দেখা গেল লিথুয়ানিয়ার সরকারকে।ইউরোপের দেশ লিথুয়ানিয়ার রাষ্ট্রীয় সাইবার সিকিউরিটি এজেন্সির একটি প্রতিবেদনে নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে চীনা ফোন ব্যবহারের বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়েছে। লিথুয়ানিয়ার সরকার চাইনিজ ফোন ছুঁড়ে ফেলো দেওয়ার পরামর্শ দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যে সেন্সরশিপ সরঞ্জামগুলির দ্বারা এমন কিছু ডিভাইসে চালানো হচ্ছে যা সিস্টেম অ্যাপগুলিতে বিশেষ শর্তসহ ফিল্টার করা হয়েছে। চীনা কোম্পানির তৈরি ফোন ব্যবহারে সতর্কতা হিসেবে লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রকে জনগণকে “মেড ইন চায়না” স্মার্টফোন কেনা থেকে বিরত থাকার জন্য বলেছে। বিশেষ করে, দেশটি দুটি কোম্পানিকে তুলে ধরেছে: শাওমি এবং হুয়াওয়ে। লিথুয়ানিয়া প্রতিরক্ষা মন্ত্রকের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের নতুন প্রতিবেদনে চীনের তৈরি ফোন সম্পর্কে অভিযোগ করা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, চীনা ভাষায় মোট ৪৪৯ টি শর্ত স্বয়ংক্রিয়ভাবে শাওমি ফোনে ডিফল্ট ইন্টারনেট ব্র

যোগী সরকারের বড়ো পদক্ষেপ! ৩১ টি দেশে পণ্যদ্রব্য রপ্তানি করবে উত্তরপ্রদেশ

ব্যবসায়ী শিল্পপতি বা নামীদামী বিদেশি কোম্পানিগুলির জন্য এখন ভারতের প্রিয় স্থান হয়ে উঠেছে উত্তর প্রদেশ। কারণ উত্তরপ্রদেশের ক্ষমতায় যোগী সরকার আসার পর থেকে রাজ্যে রাজ্য শিল্প মুখর হয়ে উঠেছে তথা শিল্প অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলত, বেশ কয়েক বছরে বড়ো বড়ো বিদেশি কোম্পানি উত্তর প্রদেশে শিল্প স্থাপন করেছে। এখন যোগী সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে উত্তরপ্রদেশের বড়ো ভুমিকার উপর কাজ শুরু করেছে। সম্প্রতি, উত্তর প্রদেশের MSME মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং জানিয়েছেন, যে ১৫ টি সেক্টরে ১০০ টি পণ্য চিহ্নিত করা হয়েছে। উত্তরপ্রদেশ থেকে ৩১ টি বাইরের দেশে পণ্য রপ্তানি করা হবে। তিনি আরও জানিয়েছেন, রপ্তানিকারকদের সমস্যা সমাধানের জন্য সারথি অ্যাপও চালু করা হবে। MSME বিভাগ, বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায়, উত্তর প্রদেশের ৬৫ জন রপ্তানিকারককে রাজ্য থেকে মোট রপ্তানিকৃত দ্রব্যে বিশেষ অবদানের জন্য সম্মানিত করেছে। MSME মন্ত্রী, যিনি ২০১৯-২০ এবং ২০২০-২১-এর জন্য যথাক্রমে ৩৪ এবং ৩১ জন রপ্তানিকারকের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন, তিনি বলেছেন, যে ভারতকে একটি নিট রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রধান

সুখবর দিল DRDO, চীনের দাদাগিরি বন্ধ করার জন্য প্রস্তুত নয়া হাতিয়ার

আজকের দিনে দাঁড়িয়ে চীন ভারতের জন্য বড়ো বিপদ হয়ে উঠেছে। আর তাই চীনকে টক্কর দিতে ভারত লাগাতার কাজ করছে। এই পরিপ্রেক্ষিতে ভারতের DRDO সু-খবর দিয়েছে। DRDO জানিয়েছে, মাঝ আকাশে অবস্থানকারী যেকোনও লক্ষ্যবস্তুকে ভেদ করতে সক্ষম আকাশ মিসাইলের নবতম সংস্করণের সফল টেস্টিং সম্পন্ন হয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের হাতে তৈরি আকাশ মিসাইলের নবতম সংস্করণ ‘আকাশ প্রাইম’। এই মিসাইলটি মাঝ আকাশে থাকাকালীন যেকোনও টার্গেটকে ধ্বংস করে দিতে পারে। গত জুলাই মাসেও একখানি আকাশ মিসাইল পরীক্ষায় সফলতা অর্জন করেছে ভারত। স্থলসেনা ও বায়ুসেনার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাইম মিসাইলের পুরোনো সংস্করণটিকে। ব্রহ্মসের মতো এটিও একটি সুপারসনিক মিসাইল। মূলত চীনের কথা মাথায় রেখেই এই মিসাইল নির্মান করা হয়েছে। এদিন পরীক্ষার সময় মাঝ আকাশে একটি লক্ষ্যবস্তুকে স্থির করা হয়েছিল মিসাইলটির জন্য। আকাশ প্রাইম সেই লক্ষ্যবস্তু ভেদ করে নির্ভুলভাবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাকটিভ রেডিও ফ্রিকোয়েন্সি যুক্ত রয়েছে এই মিসাইলে। আকাশ মিলাইলের অন্যান্য সংস্করণে অ্যাকটিভ রেডিও প্রযুক্তি নেই। ডিআরডিও-র পক্ষ থেকে জানান

ফোন পর্যন্ত করেন না! বাইডেনকে নিয়ে দুঃখ প্রকাশ ইমরান খানের

নয়া দিল্লিঃ  আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গেও সাক্ষাৎ করেন। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে আরও উন্নতির মধ্যে বাইডেন প্রশাসনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। এমনকি হোয়াইট হাউসের এক বরিষ্ঠ আধিকারিক বলেছেন যে, জানিনা রাষ্ট্রপতি বাইডেন কবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করবেন। বলে দিই, ইমরান খান আমেরিকার একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করে বলেন, রাষ্ট্রপতি বাইডেন এখন খুব ব্যস্ত আর ওনার সঙ্গে আমার কথাও হয়নি। ইমরনা বলেন, কিন্তু আমি আফগানিস্তান ইস্যু নিয়ে ওনার সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে রয়েছি। এই প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকী বলেন, আমি এই বিষয়ে কোনও ভবিষৎবাণী করতে পারব না। তবে রাষ্ট্রপতি ফোন করলে আপনারা জানতে পারবেন। মিডিয়া ব্রিফিংয়ের সময় সাকী এই কথার উল্লেখ করে বলেন, যখন রাষ্ট্রপতি বাইডেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছিলেন, তখন ইমরান খান রাষ্ট্রসংঘের মঞ্চে আফগানিস্তান নিয়ে আমেরিকার

সুখবর দিল DRDO, চীনের দাদাগিরি বন্ধ করার জন্য প্রস্তুত নয়া হাতিয়ার

আজকের দিনে দাঁড়িয়ে চীন ভারতের জন্য বড়ো বিপদ হয়ে উঠেছে। আর তাই চীনকে টক্কর দিতে ভারত লাগাতার কাজ করছে। এই পরিপ্রেক্ষিতে ভারতের DRDO সু-খবর দিয়েছে। DRDO জানিয়েছে, মাঝ আকাশে অবস্থানকারী যেকোনও লক্ষ্যবস্তুকে ভেদ করতে সক্ষম আকাশ মিসাইলের নবতম সংস্করণের সফল টেস্টিং সম্পন্ন হয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের হাতে তৈরি আকাশ মিসাইলের নবতম সংস্করণ ‘আকাশ প্রাইম’। এই মিসাইলটি মাঝ আকাশে থাকাকালীন যেকোনও টার্গেটকে ধ্বংস করে দিতে পারে। গত জুলাই মাসেও একখানি আকাশ মিসাইল পরীক্ষায় সফলতা অর্জন করেছে ভারত। স্থলসেনা ও বায়ুসেনার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাইম মিসাইলের পুরোনো সংস্করণটিকে। ব্রহ্মসের মতো এটিও একটি সুপারসনিক মিসাইল। মূলত চীনের কথা মাথায় রেখেই এই মিসাইল নির্মান করা হয়েছে। এদিন পরীক্ষার সময় মাঝ আকাশে একটি লক্ষ্যবস্তুকে স্থির করা হয়েছিল মিসাইলটির জন্য। আকাশ প্রাইম সেই লক্ষ্যবস্তু ভেদ করে নির্ভুলভাবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাকটিভ রেডিও ফ্রিকোয়েন্সি যুক্ত রয়েছে এই মিসাইলে। আকাশ মিলাইলের অন্যান্য সংস্করণে অ্যাকটিভ রেডিও প্রযুক্তি নেই। ডিআরডিও-র পক্ষ থেকে জানান

ফোন পর্যন্ত করেন না! বাইডেনকে নিয়ে দুঃখ প্রকাশ ইমরান খানের

নয়া দিল্লিঃ  আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গেও সাক্ষাৎ করেন। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে আরও উন্নতির মধ্যে বাইডেন প্রশাসনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। এমনকি হোয়াইট হাউসের এক বরিষ্ঠ আধিকারিক বলেছেন যে, জানিনা রাষ্ট্রপতি বাইডেন কবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করবেন। বলে দিই, ইমরান খান আমেরিকার একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করে বলেন, রাষ্ট্রপতি বাইডেন এখন খুব ব্যস্ত আর ওনার সঙ্গে আমার কথাও হয়নি। ইমরনা বলেন, কিন্তু আমি আফগানিস্তান ইস্যু নিয়ে ওনার সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে রয়েছি। এই প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকী বলেন, আমি এই বিষয়ে কোনও ভবিষৎবাণী করতে পারব না। তবে রাষ্ট্রপতি ফোন করলে আপনারা জানতে পারবেন। মিডিয়া ব্রিফিংয়ের সময় সাকী এই কথার উল্লেখ করে বলেন, যখন রাষ্ট্রপতি বাইডেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছিলেন, তখন ইমরান খান রাষ্ট্রসংঘের মঞ্চে আফগানিস্তান নিয়ে আমেরিকার

উত্তরাখন্ডে অনুপ্রবেশের চেষ্টা চীনা আর্মির! ভারতীয় সেনা যেতেই করল পলায়ন

উত্তরাখণ্ড থেকে খুবই ডিস্টার্বিং রিপোর্ট সামনে আসছে। প্রাপ্ত খবর অনুযায়ী চীনের স্থল সেনা যা পিপলস লিবারেশন আর্মি নামে পরিচিত, ভারতের উত্তরাখণ্ডে উপদ্রব করার চেষ্টা চালিয়েছে। খবর পাওয়া যাচ্ছে চিনির আর্মি উত্তরাখণ্ডে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করেছিল। শুধু অবৈধ অনুপ্রবেশই নয়, কিছু রিপোর্ট অনুযায়ী কিছু রিপোর্ট অনুযায়ী চীনের আর্মি উত্তরাখণ্ডের ব্রিজ কে ড্যামেজ করেছে। চীনের সেনা দ্বারা ভারতের যে ব্রিজ কে নষ্ট করা হয়েছে তা মূলত পায়ে হেঁটে বেরোনো অথবা খচ্চর নিয়ে যাওয়া আসা জন্য ব্যবহৃত হতো। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই ঘটনাটি লাদাখ, অরুণাচল বা ডোকলামে ঘটেনি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। লক্ষণীয় চীনের আর্মির উপদ্রবের খবর আসতে ভারতীয় সেনা জওয়ান ও আইটিবিপি জওয়ানরা উত্তরাখান্ড সীমান্তে রওনা দেয়। তবে ইন্ডিয়ান আর্মি রওয়ানা দিতেই চীনা আর্মি পলায়ন করে। চিনা আর্মির এই উপদ্রবকে ভারতীয় সেনা খুবই গম্ভীরতার সাথে গ্রহণ করেছে। কারণ যে স্থানে চীনের আর্মি ভারতের ব্রিজ ড্যামেজ করেছে সেখান থেকে মাত্র 60 কিলোমিটার দূরেই চীন আর্মি বেস স্থাপন করেছে। আপনারা যদি India Rag এর নিয়মিত পাঠক হয়

উত্তরাখন্ডে অনুপ্রবেশের চেষ্টা চীনা আর্মির! ভারতীয় সেনা যেতেই করল পলায়ন

উত্তরাখণ্ড থেকে খুবই ডিস্টার্বিং রিপোর্ট সামনে আসছে। প্রাপ্ত খবর অনুযায়ী চীনের স্থল সেনা যা পিপলস লিবারেশন আর্মি নামে পরিচিত, ভারতের উত্তরাখণ্ডে উপদ্রব করার চেষ্টা চালিয়েছে। খবর পাওয়া যাচ্ছে চিনির আর্মি উত্তরাখণ্ডে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করেছিল। শুধু অবৈধ অনুপ্রবেশই নয়, কিছু রিপোর্ট অনুযায়ী কিছু রিপোর্ট অনুযায়ী চীনের আর্মি উত্তরাখণ্ডের ব্রিজ কে ড্যামেজ করেছে। চীনের সেনা দ্বারা ভারতের যে ব্রিজ কে নষ্ট করা হয়েছে তা মূলত পায়ে হেঁটে বেরোনো অথবা খচ্চর নিয়ে যাওয়া আসা জন্য ব্যবহৃত হতো। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই ঘটনাটি লাদাখ, অরুণাচল বা ডোকলামে ঘটেনি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। লক্ষণীয় চীনের আর্মির উপদ্রবের খবর আসতে ভারতীয় সেনা জওয়ান ও আইটিবিপি জওয়ানরা উত্তরাখান্ড সীমান্তে রওনা দেয়। তবে ইন্ডিয়ান আর্মি রওয়ানা দিতেই চীনা আর্মি পলায়ন করে। চিনা আর্মির এই উপদ্রবকে ভারতীয় সেনা খুবই গম্ভীরতার সাথে গ্রহণ করেছে। কারণ যে স্থানে চীনের আর্মি ভারতের ব্রিজ ড্যামেজ করেছে সেখান থেকে মাত্র 60 কিলোমিটার দূরেই চীন আর্মি বেস স্থাপন করেছে। আপনারা যদি India Rag এর নিয়মিত পাঠক হয়

ভারতের শক্তিপ্রদর্শন: যা পারেনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীরা, তাই করে দেখালেন নরেন্দ্র মোদী

আপনি যদি সমাজে কোনো বড় পরিবর্তন আনতে চান তাহলে অবশ্যই আপনাকে শক্তিশালী হতে হবে। কারণ শক্তিশালী না হলে সমাজ আপনার কোন বার্তা বা কোন দাবিকে মান্যতা দেবে না। আন্তর্জাতিক মহলে এর তাজা উদাহরণ প্রস্তুত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ৬০-৭০ বছর ধরে ভারতের কোন সরকার যা করে দেখাতে পারেনি তাই বাস্তবে পরিণত করেছে মোদী সরকার। আসলে যুগ যুগ ধরে ভারতের বহু আক্রমণ হয়েছে এবং ভারতের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রাচীন মূর্তি ধন সম্পদ চুরি করে অন্যত্র পাচার করা হয়েছে। ভারতীয়রা বহুবার দেশের চুরি হয়ে যাওয়া বহুমূল্য জিনিসপত্র ফিরিয়ে আনার দাবি তুলেছে। আন্তর্জাতিক মহলে ভারতের শক্তি প্রদর্শন স্বাধীনতার পর ভারত সরকার বিদেশ থেকে বহু জিনিস ফিরিয়ে আনার চেষ্টায় লেগে পড়েছিল। তবে কোন সরকারের আমলে সেই ভাবে সফলতা আসেনি। এমনকি ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ীর আমলেও ভারত বিদেশ থেকে বিশেষ কিছু ফিরিয়ে আনতে পারেনি। কারণ সেই সময় আন্তর্জাতিক মহলে ভারতের তেমন প্রভাব ছিল না, যা আজকের দিনে রয়েছে। এখন নরেন্দ্র মোদীর আমলে ভারত এই পরিপ্রেক্ষিতে বড়ো কাজ করে দেখিয়ে দিয়েছে। হিন্দু, বৌদ্ধ ও জৈনদেরর জন্য সুখবর দেশ

বামদলের উপর অবিশ্বাস, অবশেষে রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে কানহাইয়া কুমার

নয়া দিল্লিঃ জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংঘের প্রাক্তন সভাপতি তথা CPI নেতা কানহাইয়া কুমার আর গুজরাটের নির্দলীয় বিধায়ক জিগনেশ মেওয়ানি রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন। ২০১৪ সালের পর এই প্রথম কোনও নামীদামী ব্যক্তিক্ত কংগ্রেসে যোগ দিলেন। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, গুজরাট প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি হার্দিক প্যাটেল এই দুই যুব নেতা আর কংগ্রেসের মধ্যে যোগাযোগ করিয়ে দেন। #WATCH | I am joining Congress because I feel that an ideology is trying to ruin the values, culture, history, & future of this country… Crores of youngsters feel that this country can't be saved without saving Congress: Kanhaiya Kumar in New Delhi pic.twitter.com/U3ugNrhSOt — ANI (@ANI) September 28, 2021 https://platform.twitter.com/widgets.js এও শোনা যাচ্ছে যে, কংগ্রেসে কানহাইয়া কুমারের যোগদানের পিছনে বিধায়ক শাকিল আহমেদ খান বড় ভূমিকা পালন করেছেন। শাকিল আর কানহাইয়ার মধ্যে সম্পর্ক ভালো হওয়ার সুবাদেই আজ বাম ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কানহাইয়া। নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে চলা আন্

ভারতের শক্তিপ্রদর্শন: যা পারেনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীরা, তাই করে দেখালেন নরেন্দ্র মোদী

আপনি যদি সমাজে কোনো বড় পরিবর্তন আনতে চান তাহলে অবশ্যই আপনাকে শক্তিশালী হতে হবে। কারণ শক্তিশালী না হলে সমাজ আপনার কোন বার্তা বা কোন দাবিকে মান্যতা দেবে না। আন্তর্জাতিক মহলে এর তাজা উদাহরণ প্রস্তুত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ৬০-৭০ বছর ধরে ভারতের কোন সরকার যা করে দেখাতে পারেনি তাই বাস্তবে পরিণত করেছে মোদী সরকার। আসলে যুগ যুগ ধরে ভারতের বহু আক্রমণ হয়েছে এবং ভারতের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রাচীন মূর্তি ধন সম্পদ চুরি করে অন্যত্র পাচার করা হয়েছে। ভারতীয়রা বহুবার দেশের চুরি হয়ে যাওয়া বহুমূল্য জিনিসপত্র ফিরিয়ে আনার দাবি তুলেছে। আন্তর্জাতিক মহলে ভারতের শক্তি প্রদর্শন স্বাধীনতার পর ভারত সরকার বিদেশ থেকে বহু জিনিস ফিরিয়ে আনার চেষ্টায় লেগে পড়েছিল। তবে কোন সরকারের আমলে সেই ভাবে সফলতা আসেনি। এমনকি ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ীর আমলেও ভারত বিদেশ থেকে বিশেষ কিছু ফিরিয়ে আনতে পারেনি। কারণ সেই সময় আন্তর্জাতিক মহলে ভারতের তেমন প্রভাব ছিল না, যা আজকের দিনে রয়েছে। এখন নরেন্দ্র মোদীর আমলে ভারত এই পরিপ্রেক্ষিতে বড়ো কাজ করে দেখিয়ে দিয়েছে। হিন্দু, বৌদ্ধ ও জৈনদেরর জন্য সুখবর দেশ

বামদলের উপর অবিশ্বাস, অবশেষে রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে কানহাইয়া কুমার

নয়া দিল্লিঃ জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংঘের প্রাক্তন সভাপতি তথা CPI নেতা কানহাইয়া কুমার আর গুজরাটের নির্দলীয় বিধায়ক জিগনেশ মেওয়ানি রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন। ২০১৪ সালের পর এই প্রথম কোনও নামীদামী ব্যক্তিক্ত কংগ্রেসে যোগ দিলেন। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, গুজরাট প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি হার্দিক প্যাটেল এই দুই যুব নেতা আর কংগ্রেসের মধ্যে যোগাযোগ করিয়ে দেন। #WATCH | I am joining Congress because I feel that an ideology is trying to ruin the values, culture, history, & future of this country… Crores of youngsters feel that this country can't be saved without saving Congress: Kanhaiya Kumar in New Delhi pic.twitter.com/U3ugNrhSOt — ANI (@ANI) September 28, 2021 https://platform.twitter.com/widgets.js এও শোনা যাচ্ছে যে, কংগ্রেসে কানহাইয়া কুমারের যোগদানের পিছনে বিধায়ক শাকিল আহমেদ খান বড় ভূমিকা পালন করেছেন। শাকিল আর কানহাইয়ার মধ্যে সম্পর্ক ভালো হওয়ার সুবাদেই আজ বাম ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কানহাইয়া। নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে চলা আন্

বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করতে হবে, IAS আধিকারিকের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ! ভিডিও ভাইরাল

লখনউঃ  উত্তর প্রদেশ প্রশাসনের বরিষ্ঠ IAS আধিকারিক মোহম্মদ ইফতিখারুদ্দিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে IAS আধিকারিককে সরকারি আবাসে কট্টরতার পাঠ পড়াতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও মুখ্যমন্ত্রী যোগীর দফতরে পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইউপি পুলিশ ওই ভাইরাল ভিডিওর তদন্ত করার নির্দেশ দিয়েছে। ভাইরাল ভিডিওতে আইএএস আধিকারিক ইফতিখারুদ্দিনকে নিজের সরকারি বাসভবনে কয়েকজন মুসলিম ধর্মগুরুর সাথে দেখা যাচ্ছে। আইএএস আধিকারিককে বলতে শোনা যাচ্ছে যে, বিশ্ববাসীর কাছে ঘোষণা করুন আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত হবে। বলে দিই, আমাদের পক্ষে ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। উত্তর প্রদেশের সিনিয়ার আইএএস আধিকারিক ইফতিখারুদ্দিনের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরাল হচ্ছে। জানা গিয়েছে যে, ইফতিখারুদ্দিন যখন কানপুরের কমিশনার ছিলেন, এই ভিডিও তখনকারর। তিনি মৌলানাদের নিজের সরকারি বাসভবনে ডেকে এই পাঠশালার আয়োজন করতেন। राष्ट्रीय अध्यक्ष मठ मंदिर समन्वय समिति ने सीएम योगी @myogiadityanath से की शिकायत pic.twitter.com/kP7ng5GVKF — UttarPradesh.ORG News (@WeUtt

বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করতে হবে, IAS আধিকারিকের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ! ভিডিও ভাইরাল

লখনউঃ  উত্তর প্রদেশ প্রশাসনের বরিষ্ঠ IAS আধিকারিক মোহম্মদ ইফতিখারুদ্দিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে IAS আধিকারিককে সরকারি আবাসে কট্টরতার পাঠ পড়াতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও মুখ্যমন্ত্রী যোগীর দফতরে পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইউপি পুলিশ ওই ভাইরাল ভিডিওর তদন্ত করার নির্দেশ দিয়েছে। ভাইরাল ভিডিওতে আইএএস আধিকারিক ইফতিখারুদ্দিনকে নিজের সরকারি বাসভবনে কয়েকজন মুসলিম ধর্মগুরুর সাথে দেখা যাচ্ছে। আইএএস আধিকারিককে বলতে শোনা যাচ্ছে যে, বিশ্ববাসীর কাছে ঘোষণা করুন আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত হবে। বলে দিই, আমাদের পক্ষে ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। উত্তর প্রদেশের সিনিয়ার আইএএস আধিকারিক ইফতিখারুদ্দিনের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরাল হচ্ছে। জানা গিয়েছে যে, ইফতিখারুদ্দিন যখন কানপুরের কমিশনার ছিলেন, এই ভিডিও তখনকারর। তিনি মৌলানাদের নিজের সরকারি বাসভবনে ডেকে এই পাঠশালার আয়োজন করতেন। राष्ट्रीय अध्यक्ष मठ मंदिर समन्वय समिति ने सीएम योगी @myogiadityanath से की शिकायत pic.twitter.com/kP7ng5GVKF — UttarPradesh.ORG News (@WeUtt

POK তে চলছে ভারতীয়দের নিয়ে অপপ্রচার! বন্ধ করতে বড়ো পদক্ষেপ নিল কেন্দ্র

Image
পাকিস্তান দীর্ঘ কয়েক দশক ধরেই পাক অধিকৃত কাশ্মীরে (POK) ভারতের (India) বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কখন‌ও কখনও ভারতীয় নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ফেক প্রোফাইল থেকে ভারত অধীকৃত কাশ্মীরের বিরুদ্ধে ভুল তথ্য ওই দেশের জনগণের কাছে পৌঁছানো হয়। বিশেষ করে ইন্ডিয়ান আর্মিকে নিয়ে POK তে বহু বিভ্রান্ত ছড়িয়ে দেওয়া হয়। উদাহরণস্বরূপ, ইন্ডিয়ান আর্মি কাশ্মীরিদের ওপর অত্যাচার করে, সাধারণ কাশ্মীরিরা ভারত নয় পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায় ইত্যাদি ভুয়ো তথ্য প্রচার করা হয়। পাকিস্তানের অপপ্রচারকে কড়া হাতে দমন করতে সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। অনুরাগ সিং ঠাকুর, মাননীয় তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয় ও ক্রীড়া মন্ত্রী লাদাখে ফ্রি ট্রান্সমিটার চালু করেছেন। কার্গিলের কাছে হাম্বোটিং লা -তে দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর হাই পাওয়ার ট্রান্সমিটারের উদ্বোধন করেছেন তিনি। ১০KW-এর ট্রান্সমিটারগুলি দেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত টিভি এবং রেডিও ট্রান্সমিটার, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০৫৪ মিটার (প্রায় ১৩,০০০ফুট) উচ্চতায় অবস্থিত। লেহে ট্রান্সমিটারগুলি ৩৫০১ মিটার (প্রায় ১১,৫৪০ ফুট) উচ্চতায় অ

POK তে চলছে ভারতীয়দের নিয়ে অপপ্রচার! বন্ধ করতে বড়ো পদক্ষেপ নিল কেন্দ্র

Image
পাকিস্তান দীর্ঘ কয়েক দশক ধরেই পাক অধিকৃত কাশ্মীরে (POK) ভারতের (India) বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কখন‌ও কখনও ভারতীয় নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ফেক প্রোফাইল থেকে ভারত অধীকৃত কাশ্মীরের বিরুদ্ধে ভুল তথ্য ওই দেশের জনগণের কাছে পৌঁছানো হয়। বিশেষ করে ইন্ডিয়ান আর্মিকে নিয়ে POK তে বহু বিভ্রান্ত ছড়িয়ে দেওয়া হয়। উদাহরণস্বরূপ, ইন্ডিয়ান আর্মি কাশ্মীরিদের ওপর অত্যাচার করে, সাধারণ কাশ্মীরিরা ভারত নয় পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায় ইত্যাদি ভুয়ো তথ্য প্রচার করা হয়। পাকিস্তানের অপপ্রচারকে কড়া হাতে দমন করতে সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। অনুরাগ সিং ঠাকুর, মাননীয় তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয় ও ক্রীড়া মন্ত্রী লাদাখে ফ্রি ট্রান্সমিটার চালু করেছেন। কার্গিলের কাছে হাম্বোটিং লা -তে দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর হাই পাওয়ার ট্রান্সমিটারের উদ্বোধন করেছেন তিনি। ১০KW-এর ট্রান্সমিটারগুলি দেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত টিভি এবং রেডিও ট্রান্সমিটার, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০৫৪ মিটার (প্রায় ১৩,০০০ফুট) উচ্চতায় অবস্থিত। লেহে ট্রান্সমিটারগুলি ৩৫০১ মিটার (প্রায় ১১,৫৪০ ফুট) উচ্চতায় অ

পাকিস্তানে চাকরির জন্য হাহাকার, ক্লার্কের একটি পদের জন্য আবেদন ১৫ লক্ষ শিক্ষিত বেকারের

নয়া দিল্লিঃ  ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে লাগাতার বেকরত্বের হার বেড়েই চলেছে। ইমরান খান সরকার যুবদের চাকরি দেওয়ায় সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে। দেশের বেকারত্বের হার দশ মাসে সর্বোচ্চ সীমায় উঠেছে। পাকিস্তানে চতুর্থ শ্রেণির ক্লার্ক (চাপরাসি) পদের জন্য একটি সরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেখানে অকল্পনীয় ভাবে ১৫ লক্ষ বেকার যুবক-যুবতী আবেদন করে। আরও অবাক করা বিষয় হল, প্রায় ৩০ শতাংশের মতো আবেদনকারী উচ্চ শিক্ষিত ছিল। পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট ইকোনমিক্স-র (PIDE) পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানের বেকারত্বের হার ১৬ শতাংশ হয়ে গিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, PIDE বেকারত্বের বর্ধিত হার নিয়ে চরম আশঙ্কা জাহির করে বলেছে, বর্তমানে কমপক্ষে ২৪ শতাংশের উচ্চ শিক্ষিত পাকিস্তানি বেকার রয়েছে। PIDE-র আধিকারিকদের অনুযায়ী, সম্প্রতি হাইকোর্টে ক্লার্কের চাকরির জন্য একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেখানে ১৫ লক্ষ পাকিস্তানি আবেদন করে। আধিকারিকরা জানান, চাকরির জন্য আবেদনকারীদের মধ্যে এমফিল ডিগ্রিধারীও রয়েছে। আধিকারিকরা জানান, সরকারের তরফ থেকে দেশে বেকারত্বের সমস্যা দূর করতে কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না। রি