Posts

Showing posts from October, 2020

বাংলায় আবারও এক বিজেপির কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মোট সংখ্যা দাঁড়াল ১০৫

কলকাতাঃ আবারও বিজেপির (Bharatiya Janata Party) কর্মী খুন হল বাংলার বুকে। নদিয়ায় বিজেপির কর্মী বিজয় শীল (৩৪) এর দেহ আমবাগানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। বিজেপির তরফ থেকে এই খুনের জন্য সরাসরি শাসকদলকে দায়ি করা হয়েছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছে যে, এখনো পর্যন্ত এরাজ্যে শাসকদলের হাতে বিজেপির ১০৫ জন সক্রিয় কর্মীকে খুন হতে হয়েছে। যদিও, শাসক দল তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। Bijoy Shil, only aged 34 and an active BJP worker murdered and found hanging in Nadia. Same pattern in every murder by the goons. Use of terror to stop the working of BJP? We won’t stop and BJP will ensure justice for all the murdered workers! These political ‘Murders’ must stop. pic.twitter.com/GkzQkjfIjR — BJP Bengal (@BJP4Bengal) November 1, 2020 https://platform.twitter.com/widgets.js The post বাংলায় আবারও এক বিজেপির কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মোট সংখ্যা দাঁড়াল ১০৫ first appeared on India Rag . from India Rag https://ift.tt/32328ho via IFTTT

ধার্মিক কট্টরপন্থীদের বিরুদ্ধে সরব হওয়ায় চিন্তায় পাকিস্তান! মুসলিম দেশগুলোকে এক হওয়ার ডাক ইমরানের

Image
নয়া দিল্লীঃ  ফ্রান্স (France) থেকে শুরু হওয়া ইসলামিক কট্টরতার বিরুদ্ধে আওয়াজ পাকিস্তানকে (Pakistan) সংশয়ে ফেলে দিয়েছে। সন্ত্রাসবাদীদের কুঁড়েঘর পাকিস্তান ইসলামিক কট্টরতার বিরুদ্ধে আওয়াজ জোরালো হওয়ায় চরম চিন্তায় ভুগছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (imran Khan) এই ইস্যু নিয়ে লাগাতার বয়ানবাজি করে চলেছে। ইমরান খান এবার মুসলিম দেশের নেতাদের ‘ইসলামফোবিয়া” এর বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান করেছেন। ইমরান খান অভিযোগ করে বলেছেন যে, ইউরোপিয় দেশে পয়গম্বর মোহম্মদকে (Prophet Mohammad) কটূক্তি করা হয়। সেখানে মুসলিমদের সাথে বৈষম্য করা হয়। মুসলিম মহিলাদের বোরখা পড়তে দেওয়া হয় না। উনি সমস্ত মুসলিম দেশ গুলোকে একটি চিঠি লিখেছেন, যেখানে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন (Emmanuel Macron) এর বিরুদ্ধে ইসলামের উপর হামলা করার অভিযোগ করেছেন। ইমরান খান বলেন, কোরানের অবমাননা ক্রমবর্ধমান ইসলামফোবিয়ার সূচক। ইমরান এই কথা লাহোরের একটি জনসভায় বলেন। উনি বলেন, ফ্রান্সের মুসলিমদের জীবন খুবই কষ্টকর। পশ্চিমের দেশ গুলোকে মুসলিমদের আস্থা আর সংবেদনশীনতা নিয়ে আবারও বিচার করা উচিৎ। পয়গম্বর মোহম্মদের কার্টুন ইসলামে

অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেওয়ার সত্যতা উজাগর করা নেতাকে দেশদ্রোহী বানানোর প্রস্তুতি নিল ইমরান সরকার

Image
নয়া দিল্লীঃ ভারতীয় এয়ারফোর্সের (Indian Air force) অফিসার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের (Abhinandan Varthaman) ভারতে (India) ফিরে আসার সত্যি ঘটনা উজাগর করা পাকিস্তানি (Pakistan) নেতা আয়াজ সাদিকের (Ayaz Sadiq) পিছনে এবার উঠেপড়ে লেগেছে ইমরান খান (Imran Khan) সরকার। পাকিস্তানের ন্যাশানাল অ্যাসেম্বলির প্রাক্তন স্পিকার আয়াজ সাদিকের বিরুদ্ধে ইমরান সরকার এবার দেশদ্রোহ-এর মামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এর আগে ইমরান সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী ফরাজ বলেছিলেন যে, আয়াজ সাদিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। এবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী এজাজ শাহ শনিবার বলেন যে, সরকারের কাছে অনেকে আবেদন করে বলছে যে, আয়াজ সাদিকের বিরুদ্ধে সংবিধানের ধারা-৬ অনুযায়ী মামলা চালানো হোক। জানিয়ে দিই, পাকিস্তানে ধারা-৬ এ দেশদ্রোহকে পরিভাষিত করা হয়েছে। ননকানা সাহিবে একটি র‍্যালিতে ভাষণ দেওয়ার সময় এজাজ শাহ বলেন, আমাদের কাছে যেই আবেদন গুলো জমা পড়েছে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে। জানিয়ে দিই, পাকিস্তানের সংসদে আয়াজ সাদিকের দেওয়া একটি বয়ান ভাইরাল হয়েছিল। সেই বয়ানে পিএমএল এন নেতা আয়াজ সাদিক বলেন, ‘অভিনন্দনের কথ

ধার্মিক কট্টরপন্থীদের বিরুদ্ধে সরব হওয়ায় চিন্তায় পাকিস্তান! মুসলিম দেশগুলোকে এক হওয়ার ডাক ইমরানের

Image
নয়া দিল্লীঃ  ফ্রান্স (France) থেকে শুরু হওয়া ইসলামিক কট্টরতার বিরুদ্ধে আওয়াজ পাকিস্তানকে (Pakistan) সংশয়ে ফেলে দিয়েছে। সন্ত্রাসবাদীদের কুঁড়েঘর পাকিস্তান ইসলামিক কট্টরতার বিরুদ্ধে আওয়াজ জোরালো হওয়ায় চরম চিন্তায় ভুগছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (imran Khan) এই ইস্যু নিয়ে লাগাতার বয়ানবাজি করে চলেছে। ইমরান খান এবার মুসলিম দেশের নেতাদের ‘ইসলামফোবিয়া” এর বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান করেছেন। ইমরান খান অভিযোগ করে বলেছেন যে, ইউরোপিয় দেশে পয়গম্বর মোহম্মদকে (Prophet Mohammad) কটূক্তি করা হয়। সেখানে মুসলিমদের সাথে বৈষম্য করা হয়। মুসলিম মহিলাদের বোরখা পড়তে দেওয়া হয় না। উনি সমস্ত মুসলিম দেশ গুলোকে একটি চিঠি লিখেছেন, যেখানে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন (Emmanuel Macron) এর বিরুদ্ধে ইসলামের উপর হামলা করার অভিযোগ করেছেন। ইমরান খান বলেন, কোরানের অবমাননা ক্রমবর্ধমান ইসলামফোবিয়ার সূচক। ইমরান এই কথা লাহোরের একটি জনসভায় বলেন। উনি বলেন, ফ্রান্সের মুসলিমদের জীবন খুবই কষ্টকর। পশ্চিমের দেশ গুলোকে মুসলিমদের আস্থা আর সংবেদনশীনতা নিয়ে আবারও বিচার করা উচিৎ। পয়গম্বর মোহম্মদের কার্টুন ইসলামে

অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেওয়ার সত্যতা উজাগর করা নেতাকে দেশদ্রোহী বানানোর প্রস্তুতি নিল ইমরান সরকার

Image
নয়া দিল্লীঃ ভারতীয় এয়ারফোর্সের (Indian Air force) অফিসার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের (Abhinandan Varthaman) ভারতে (India) ফিরে আসার সত্যি ঘটনা উজাগর করা পাকিস্তানি (Pakistan) নেতা আয়াজ সাদিকের (Ayaz Sadiq) পিছনে এবার উঠেপড়ে লেগেছে ইমরান খান (Imran Khan) সরকার। পাকিস্তানের ন্যাশানাল অ্যাসেম্বলির প্রাক্তন স্পিকার আয়াজ সাদিকের বিরুদ্ধে ইমরান সরকার এবার দেশদ্রোহ-এর মামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এর আগে ইমরান সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী ফরাজ বলেছিলেন যে, আয়াজ সাদিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। এবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী এজাজ শাহ শনিবার বলেন যে, সরকারের কাছে অনেকে আবেদন করে বলছে যে, আয়াজ সাদিকের বিরুদ্ধে সংবিধানের ধারা-৬ অনুযায়ী মামলা চালানো হোক। জানিয়ে দিই, পাকিস্তানে ধারা-৬ এ দেশদ্রোহকে পরিভাষিত করা হয়েছে। ননকানা সাহিবে একটি র‍্যালিতে ভাষণ দেওয়ার সময় এজাজ শাহ বলেন, আমাদের কাছে যেই আবেদন গুলো জমা পড়েছে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে। জানিয়ে দিই, পাকিস্তানের সংসদে আয়াজ সাদিকের দেওয়া একটি বয়ান ভাইরাল হয়েছিল। সেই বয়ানে পিএমএল এন নেতা আয়াজ সাদিক বলেন, ‘অভিনন্দনের কথ

৭২ ঘণ্টায় ফ্রান্সের চার্চে দ্বিতীয় হামলা! এবার পাদরির উপরে চলল এলোপাথাড়ি গুলি

ওয়েবডেস্কঃ  ফ্রান্সের (France) লিওন শহরে শনিবার এক পাদরিকে চার্চের বাইরে গুলি মারা হয়। ফ্রান্সের পুলিশ এই ঘটনার কথা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে যে, লিওনে এক চার্চের পাদরির উপর হামলা করা হয়েছে। পাদরির উপর হামলা করার পর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও পরে তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, পাদরির পেটে গুলি করা হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভরতি করে তাঁর চিকিৎসা চালানো হচ্ছে। জানা যায় যে, পাদরি গুরুতর আহত হয়েছেন। পুলিশ আধিকারিক জানান, হামলাকারী একাই ছিল আর সে শিকার করা রাইফেল দিয়ে গুলি চালায়। আপাতত এই হামলার পিছনের কারণ জানা যায়নি। পুলিশ গির্জার আশেপাশের এলাকা বন্ধ করে দিয়েছে আর ট্যুইটারে বার্তা দিয়ে সবাইকে বাড়ির ভিতরে থাকার আবেদন জানানো হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স অনুযায়ী, শনিবার বিকেল চারটে নাগাদ পাদরি যখন চার্চ বন্ধ করছিলেন, তখন ওনার উপর দুই রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার খবর পেতেই পুলিশ তৎপর হয় আর হামলাকারীকে ধরার জন্য অভিযান শুরু করে। পুলিশের টিম তাঁদের অভিযানে সফল হয়ে হামলাকারীকে গ্রেফতার করে। The post ৭২ ঘণ্টায় ফ্রান্সের চার্চে দ্বিতীয় হামলা! এবার

৭২ ঘণ্টায় ফ্রান্সের চার্চে দ্বিতীয় হামলা! এবার পাদরির উপরে চলল এলোপাথাড়ি গুলি

ওয়েবডেস্কঃ  ফ্রান্সের (France) লিওন শহরে শনিবার এক পাদরিকে চার্চের বাইরে গুলি মারা হয়। ফ্রান্সের পুলিশ এই ঘটনার কথা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে যে, লিওনে এক চার্চের পাদরির উপর হামলা করা হয়েছে। পাদরির উপর হামলা করার পর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও পরে তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, পাদরির পেটে গুলি করা হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভরতি করে তাঁর চিকিৎসা চালানো হচ্ছে। জানা যায় যে, পাদরি গুরুতর আহত হয়েছেন। পুলিশ আধিকারিক জানান, হামলাকারী একাই ছিল আর সে শিকার করা রাইফেল দিয়ে গুলি চালায়। আপাতত এই হামলার পিছনের কারণ জানা যায়নি। পুলিশ গির্জার আশেপাশের এলাকা বন্ধ করে দিয়েছে আর ট্যুইটারে বার্তা দিয়ে সবাইকে বাড়ির ভিতরে থাকার আবেদন জানানো হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স অনুযায়ী, শনিবার বিকেল চারটে নাগাদ পাদরি যখন চার্চ বন্ধ করছিলেন, তখন ওনার উপর দুই রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার খবর পেতেই পুলিশ তৎপর হয় আর হামলাকারীকে ধরার জন্য অভিযান শুরু করে। পুলিশের টিম তাঁদের অভিযানে সফল হয়ে হামলাকারীকে গ্রেফতার করে। The post ৭২ ঘণ্টায় ফ্রান্সের চার্চে দ্বিতীয় হামলা! এবার

ভিডিওঃ বিহারে ভেঙে পড়ল পাপ্পু যাদবের মঞ্চ, হাত ভেঙে অবস্থা বেহাল! করতে হল প্লাস্টার

Image
মুজফরপুরঃ  বিহার বিধানসভা নির্বাচনে প্রায় দিনই মঞ্চ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেই জিন্নাহ এর ছবি মামলায় চর্চার বিষয় হয়ে ওঠা কংগ্রেস প্রার্থী মশকুর আহমেদ উসমানীর মঞ্চ ভাষণ দেওয়ার মাঝেই ভেঙে গিয়েছিল। আর আজ মুজফরপুরের মীনাপুর বিধানসভা অঞ্চলে নির্বাচনী প্রচারে যাওয়া জন অধিকার পার্টির সভাপতির মঞ্চ ভেঙে পড়ে। সেই সময় পাপ্পু যাদব (Pappu Yadav) মঞ্চে ভাষণ দিচ্ছিলেন। মঞ্চ ভেঙে যাওয়ার পর উনি আহত হন। ওনার ডান হাত ফ্র্যাকচার হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার একটি ভিডিও (Video) সামনে এসেছে। ওই ভিডিওতে পরিস্কার দেখা যাচ্ছে যে, যেই সময় মঞ্চ ভেঙেছিল সেই সময় পাপ্পু যাদব মঞ্চ থেকে ভাষণ দিচ্ছিলেন। ওই সভায় আম জনতার সাথে সাথে ওনার দলেরও অনেক কর্মী উপস্থিত ছিল। তবে ক্ষমতার বেশি মানুষ সেই সময় মঞ্চে উঠে গিয়েছিল। এরপর পাপ্পু যাদব ভাষণ দিতে মঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যে মঞ্চ ভেঙে পড়ে। আচমকা মঞ্চ ভেঙে পড়ার কারণে সভা স্থলে চাঞ্চল্য ছড়ায়। পাপ্পু যাদবকে তৎক্ষণাৎ উদ্ধার করা হয়। এরপর ওনাকে চিকিৎসার জন্য হাসপাতালেও পাঠানো হয়। ওনার ডান হাত ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। আর ওনার ডান হাতে প্লাস্টারও করা হয়েছে। ঘটন

ফ্রান্সের মতো কেউ কার্টুন বানালে আমি তার গলা কেটে দেব: মুনাওয়ার রাণা, বুদ্ধিজীবী

কোনো নারকেল ভেতর পচে গেলে তা বোঝার মাত্র ২ টি উপায় আছে। প্ৰথমত, নারিকেলটিকে নাড়িয়ে বুঝতে হবে। দ্বিতীয়ত, নারকেলকে ভেঙে দেখতে হবে। এর কারণ নারকেলের উপরে থাকা শক্ত খোলা ভেতরের অবস্থা বুঝতে দেয় না। ভারতে কিছু লোকজনের অবস্থা এই পচা নারকেলের মতো। এরা সভ্য সমাজের চাদর উড়ে থাকলেও ভেতরে পচন ধরেছে। এদের মধ্যে বহুজন নিজের নামের আগে ডক্টর, কবি, এডভোকেট ইত্যাদি নানা ট্যাগ লাগিয়ে রেখেছে যা নারকেলের শক্ত খোলার মতো কাজ করে। আর এই ধরনের লোকের জ্বলন্ত উদাহরণ হলেন আনোয়ার রানা ও আয়েশা খাতুনের ছেলে কবি মুনাওয়ার রাণা। যিনি ভারত দেশে কবি হিসেবে পরিচিত হলেও উনার ভেতরে কি রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। আসলে ফ্রান্স ৪৭ বছরের এক শিক্ষককে গলা কেটে মেরে ফেলা হয়েছে। শিক্ষক নবী মহম্মদের একটা কার্টুন দেখিয়েছিলেন। আর সেই কারণে এক যুবক দ্বারা শিক্ষকের গলা কাটা হয়েছে। এখন ভারতের কবি মুনাওয়ার রাণা এই হ’ত্যাকে সমর্থন করেছেন। মুনাওয়ার রাণা বলেছেন যে তিনি যুবকের জায়গায় থাকলে একই কাজ করতেন। মুনাওয়ার রাণা স্পষ্ট বার্তা দেন যে, মহম্মদ বা ইসলামের উপর কেউ কিছু খারাপ বললে উনিও তার গলা কেটে দেবেন। জানিয়ে দি, মুনাওয়ার রাণাকে ত

কিভাবে ফ্রান্সের রাষ্ট্রপতির গলা কাটতে হবে- পাকিস্তানের মাদ্রাসায় শেখাচ্ছেন শিক্ষিকা! ভাইরাল হল ভিডিও

Image
বিশ্বের প্রায় প্রতিটি জাতি নিজেদের ছেলে মেয়েকে সভ্য, উদারতা, অহিংসার শিক্ষা দেওয়ার চেষ্টা করে। তবে পাকিস্তান একবারে এসবের ব্যাতিক্রম। পাকিস্তানের মতো দেশে ছোটো বেলা থেকে মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ঘৃণা, হিংসার বিষ। বাচ্চা বয়সেই শিখিয়ে দেওয়া হয় জেহাদের নামে উপদ্রব, মার কাট করা। সম্প্রতি ফ্রান্সে হওয়া ঘটনা পুরো বিশ্বকে আন্দোলিত করে তুলেছে। ফ্রান্স দেশে এক শিক্ষকের মাথা কেটে নেওয়া হয়েছে। শিক্ষকের অপরাধ ছিল যে উনি নবী মহম্মদের কার্টুন দেখিয়েছিলেন। শিক্ষকের হত্যার পর চার্চে ঢুকে এক সন্ত্রাসী আল্লাহ হু আকবর শ্লোগান দিয়ে ৩” জনকে গলা কেটে হত্যা করে। ফ্রান্সের ঘটনা নিয়ে পাকিস্তান, তুর্কীর মতো দেশ সন্ত্রাসবাদের বিরোধিতা না করে উল্টে ফ্রান্সকে বয়কটের ডাক দিয়েছে। পাকিস্তান, বাংলাদেশ থেকে নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে সেখানে নাগরিকদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যাচ্ছে। এর মধ্যে পাকিস্তান থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। যা সভ্য সমাজকে হতবাক করেছে। ফ্রান্সের বিরোধিতা করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে ইসলামিক নিয়ম মেনে প্রেয়ার করা হচ্ছে। এরপর ছাত্রীদের শেখান

ভিডিওঃ বিহারে ভেঙে পড়ল পাপ্পু যাদবের মঞ্চ, হাত ভেঙে অবস্থা বেহাল! করতে হল প্লাস্টার

Image
মুজফরপুরঃ  বিহার বিধানসভা নির্বাচনে প্রায় দিনই মঞ্চ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেই জিন্নাহ এর ছবি মামলায় চর্চার বিষয় হয়ে ওঠা কংগ্রেস প্রার্থী মশকুর আহমেদ উসমানীর মঞ্চ ভাষণ দেওয়ার মাঝেই ভেঙে গিয়েছিল। আর আজ মুজফরপুরের মীনাপুর বিধানসভা অঞ্চলে নির্বাচনী প্রচারে যাওয়া জন অধিকার পার্টির সভাপতির মঞ্চ ভেঙে পড়ে। সেই সময় পাপ্পু যাদব (Pappu Yadav) মঞ্চে ভাষণ দিচ্ছিলেন। মঞ্চ ভেঙে যাওয়ার পর উনি আহত হন। ওনার ডান হাত ফ্র্যাকচার হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার একটি ভিডিও (Video) সামনে এসেছে। ওই ভিডিওতে পরিস্কার দেখা যাচ্ছে যে, যেই সময় মঞ্চ ভেঙেছিল সেই সময় পাপ্পু যাদব মঞ্চ থেকে ভাষণ দিচ্ছিলেন। ওই সভায় আম জনতার সাথে সাথে ওনার দলেরও অনেক কর্মী উপস্থিত ছিল। তবে ক্ষমতার বেশি মানুষ সেই সময় মঞ্চে উঠে গিয়েছিল। এরপর পাপ্পু যাদব ভাষণ দিতে মঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যে মঞ্চ ভেঙে পড়ে। আচমকা মঞ্চ ভেঙে পড়ার কারণে সভা স্থলে চাঞ্চল্য ছড়ায়। পাপ্পু যাদবকে তৎক্ষণাৎ উদ্ধার করা হয়। এরপর ওনাকে চিকিৎসার জন্য হাসপাতালেও পাঠানো হয়। ওনার ডান হাত ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। আর ওনার ডান হাতে প্লাস্টারও করা হয়েছে। ঘটন

ফ্রান্সের মতো কেউ কার্টুন বানালে আমি তার গলা কেটে দেব: মুনাওয়ার রাণা, বুদ্ধিজীবী

কোনো নারকেল ভেতর পচে গেলে তা বোঝার মাত্র ২ টি উপায় আছে। প্ৰথমত, নারিকেলটিকে নাড়িয়ে বুঝতে হবে। দ্বিতীয়ত, নারকেলকে ভেঙে দেখতে হবে। এর কারণ নারকেলের উপরে থাকা শক্ত খোলা ভেতরের অবস্থা বুঝতে দেয় না। ভারতে কিছু লোকজনের অবস্থা এই পচা নারকেলের মতো। এরা সভ্য সমাজের চাদর উড়ে থাকলেও ভেতরে পচন ধরেছে। এদের মধ্যে বহুজন নিজের নামের আগে ডক্টর, কবি, এডভোকেট ইত্যাদি নানা ট্যাগ লাগিয়ে রেখেছে যা নারকেলের শক্ত খোলার মতো কাজ করে। আর এই ধরনের লোকের জ্বলন্ত উদাহরণ হলেন আনোয়ার রানা ও আয়েশা খাতুনের ছেলে কবি মুনাওয়ার রাণা। যিনি ভারত দেশে কবি হিসেবে পরিচিত হলেও উনার ভেতরে কি রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। আসলে ফ্রান্স ৪৭ বছরের এক শিক্ষককে গলা কেটে মেরে ফেলা হয়েছে। শিক্ষক নবী মহম্মদের একটা কার্টুন দেখিয়েছিলেন। আর সেই কারণে এক যুবক দ্বারা শিক্ষকের গলা কাটা হয়েছে। এখন ভারতের কবি মুনাওয়ার রাণা এই হ’ত্যাকে সমর্থন করেছেন। মুনাওয়ার রাণা বলেছেন যে তিনি যুবকের জায়গায় থাকলে একই কাজ করতেন। মুনাওয়ার রাণা স্পষ্ট বার্তা দেন যে, মহম্মদ বা ইসলামের উপর কেউ কিছু খারাপ বললে উনিও তার গলা কেটে দেবেন। জানিয়ে দি, মুনাওয়ার রাণাকে ত

কিভাবে ফ্রান্সের রাষ্ট্রপতির গলা কাটতে হবে- পাকিস্তানের মাদ্রাসায় শেখাচ্ছেন শিক্ষিকা! ভাইরাল হল ভিডিও

Image
বিশ্বের প্রায় প্রতিটি জাতি নিজেদের ছেলে মেয়েকে সভ্য, উদারতা, অহিংসার শিক্ষা দেওয়ার চেষ্টা করে। তবে পাকিস্তান একবারে এসবের ব্যাতিক্রম। পাকিস্তানের মতো দেশে ছোটো বেলা থেকে মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ঘৃণা, হিংসার বিষ। বাচ্চা বয়সেই শিখিয়ে দেওয়া হয় জেহাদের নামে উপদ্রব, মার কাট করা। সম্প্রতি ফ্রান্সে হওয়া ঘটনা পুরো বিশ্বকে আন্দোলিত করে তুলেছে। ফ্রান্স দেশে এক শিক্ষকের মাথা কেটে নেওয়া হয়েছে। শিক্ষকের অপরাধ ছিল যে উনি নবী মহম্মদের কার্টুন দেখিয়েছিলেন। শিক্ষকের হত্যার পর চার্চে ঢুকে এক সন্ত্রাসী আল্লাহ হু আকবর শ্লোগান দিয়ে ৩” জনকে গলা কেটে হত্যা করে। ফ্রান্সের ঘটনা নিয়ে পাকিস্তান, তুর্কীর মতো দেশ সন্ত্রাসবাদের বিরোধিতা না করে উল্টে ফ্রান্সকে বয়কটের ডাক দিয়েছে। পাকিস্তান, বাংলাদেশ থেকে নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে সেখানে নাগরিকদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যাচ্ছে। এর মধ্যে পাকিস্তান থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। যা সভ্য সমাজকে হতবাক করেছে। ফ্রান্সের বিরোধিতা করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে ইসলামিক নিয়ম মেনে প্রেয়ার করা হচ্ছে। এরপর ছাত্রীদের শেখান

ভিডিওতে দেখুন… মক্কার মসজিদের প্রধান দরজা ভেঙে ঢুকে পড়ল দুরন্ত গতিতে চলা গাড়ি! চারিদিকে ছড়াল উত্তেজনা

ওয়েবডেস্কঃ  মক্কার (Mecca) মসজিদের দেওয়াল ভেঙে গাড়ি ঢুকে পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral Video) হচ্ছে। একদিকে, গোটা বিশ্বে একের পর এক তীর্থস্থানে জ’ঙ্গি হা’নার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে, আর তাঁর মধ্যে মক্কা থেকে এমন এক ঘটনায় ফলে চারিদিকে জোর চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। জানিয়ে দিই, মক্কার মসজিদের প্রধান দরজায় একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে। ঘটনার পর গোটা মসজিদ চত্বরে চাঞ্চল্য ছড়ায়। যদিও পড়ে জানা যায় যে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনার সাথে সাথে মসজিদের নিরাপত্তায় থাকা রক্ষীরা গাড়ির চালককে ধরে ফেলে। এরপর ওই চালককে পুলিশের হাতে তুলে দেয়। প্রাপ্ত খবর অনুযায়ী, গতিতে গাড়ি চালাতে গিয়েই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িতে প্রচণ্ড গতি থাকার কারণে মসজিদের বাইরের অংশের দেওয়ার ভেঙে যায়। গোটা বিশ্বের ইসলাম ধর্মের মানুষদের কাছে সবথেকে পবিত্র স্থল হল মক্কার মসজিদ। এমনকি সেখানে কোনও অমুসলিমকে প্রবেশ করে দেওয়া হয়না। আর সেখানে এই ঘটনার জেরে চারিদিকে চরম উত্তেজনা ছড়ায়। গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায় যে, দুরন্ত গতিতে আসা ওই গাড়িটি প্রথমে

“ইসলাম প্রেমিকদের উচিত ভারতের পন্য বয়কট করা”- ফেসবুকে পোস্ট করল পশ্চিমবঙ্গের বাসিন্দা শেহজাদা শোয়েব

Image
ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল একবার হাজার বছর ধরে দেশ পরাধীন থাকার কারণ বলেছিলেন। উনি বলেছিলেন, ভারতের যতটা ক্ষতি বাইরের শক্তি করেছিল তার থেকে বেশি ক্ষতি দেশের ভেতরে থাকা দেশদ্রোহী ও মূর্খরা করেছিল। বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন একবার বলেছিলেন, ভারতের যত শত্রু বাইরে আছে তার থেকে অনেক বেশি শত্রু দেশের ভেতরে আছে। এই ধরণের মন্তব্য কয়েকবার ভারতীয়দের ভাবিয়ে তোলে। কারণ বহুবার এমন এমন লোক চোখে পড়ে যাদের কাছে ভারতীয় নাগরিকত্ব থাকলেও মানসিকতা সম্পূর্ণ ভারত বিরোধী। বর্তমানে ফ্রান্সে হওয়া ঘটনা নিয়ে চারিদিকে তোলপাড় শুরু হয়েছে। ভারত সরকার ফ্রান্সের সমর্থনে থাকার ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে মুসলিম পার্সোনাল ল বোর্ড মুসলিমদের কাছে আবেদন করেছে যে সকল মুসলিম যেন ফ্রান্সের পণ্য বয়কট করে। ভোপাল, মুম্বাইয়ের মতো কিছু স্থানে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনও হয়েছে। তবে ফ্রান্সকে বয়কটের করতে করতে ভারতে থাকা কোনো ব্যাক্তি বা যুবক কিভাবে ভারতকেই বয়কটের ডাক তুলতে পারে তা নিয়ে ভাববার বিষয়। আসলে পশ্চিমবঙ্গে বাস করা শেহজাদা শোয়েব তার ফেসবুক টাইমলাইনে সরাসরি ভারত বিরোধী কথা লিখেছে। শেহেজাদা শোয়েব

ভিডিওতে দেখুন… মক্কার মসজিদের প্রধান দরজা ভেঙে ঢুকে পড়ল দুরন্ত গতিতে চলা গাড়ি! চারিদিকে ছড়াল উত্তেজনা

ওয়েবডেস্কঃ  মক্কার (Mecca) মসজিদের দেওয়াল ভেঙে গাড়ি ঢুকে পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral Video) হচ্ছে। একদিকে, গোটা বিশ্বে একের পর এক তীর্থস্থানে জ’ঙ্গি হা’নার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে, আর তাঁর মধ্যে মক্কা থেকে এমন এক ঘটনায় ফলে চারিদিকে জোর চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। জানিয়ে দিই, মক্কার মসজিদের প্রধান দরজায় একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে। ঘটনার পর গোটা মসজিদ চত্বরে চাঞ্চল্য ছড়ায়। যদিও পড়ে জানা যায় যে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনার সাথে সাথে মসজিদের নিরাপত্তায় থাকা রক্ষীরা গাড়ির চালককে ধরে ফেলে। এরপর ওই চালককে পুলিশের হাতে তুলে দেয়। প্রাপ্ত খবর অনুযায়ী, গতিতে গাড়ি চালাতে গিয়েই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িতে প্রচণ্ড গতি থাকার কারণে মসজিদের বাইরের অংশের দেওয়ার ভেঙে যায়। গোটা বিশ্বের ইসলাম ধর্মের মানুষদের কাছে সবথেকে পবিত্র স্থল হল মক্কার মসজিদ। এমনকি সেখানে কোনও অমুসলিমকে প্রবেশ করে দেওয়া হয়না। আর সেখানে এই ঘটনার জেরে চারিদিকে চরম উত্তেজনা ছড়ায়। গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায় যে, দুরন্ত গতিতে আসা ওই গাড়িটি প্রথমে

ফ্রান্সে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের প্রবেশের উপর লাগানো হোক ব্যান! দাবি তুললেন বিরোধী দলের নেত্রী

Image
ফ্রান্সে লাগাতার সন্ত্রাসবাদীদের উপদ্রবে ইসলামিক আতঙ্কবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে। ফ্রান্সে এক শিক্ষকের গলা কেটে হত্যার পর চার্চে ঢুকে ৩ জনের হত্যার ঘটনা জনগনকে আরো আক্রোশিত করে তুলেছে। এমন পরিস্থিতির মধ্যে ফ্রান্সের বিরোধী দলের নেতা মেরিন লে পেন পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে বড়ো দাবি তুলেছেন। যা বাংলাদেশ ও পাকিস্তানের সমস্যা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। পেন দাবি করেছেন, যারা পাকিস্তান ও বাংলাদেশ থেকে এসে ফ্রান্সে বসতি গড়ে তাদের উপর ব্যান লাগানো হোক। আসলে ফ্রান্সের উপর আক্রোশ প্রকাশ করে বাংলাদেশে ও পাকিস্তানে ব্যাপক বিরোধ প্রদর্শন চলছে। দেশের উপর এমন আক্রোশ প্ৰকাশ দেখে পেন এমন মন্তব্য করেছেন। লক্ষণীয় বিষয় যে, ভারতেও কিছু কিছু স্থানে (ভোপাল, মুম্বাই) ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন হয়েছে। তবে ভারতের রাষ্ট্রবাদী জনতা এবং একই সাথে ভারতের সরকার ফ্রান্সের পাশে থাকার ঘোষণা করেছে। Au regard des nouvelles manifestations ultra-violentes aujourd’hui au #Bangladesh (manifestants qui ont appelé à décapiter notre ambassadeur), et au #Pakistan , je demande un moratoire imméd

ফ্রান্সে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের প্রবেশের উপর লাগানো হোক ব্যান! দাবি তুললেন বিরোধী দলের নেত্রী

Image
ফ্রান্সে লাগাতার সন্ত্রাসবাদীদের উপদ্রবে ইসলামিক আতঙ্কবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে। ফ্রান্সে এক শিক্ষকের গলা কেটে হত্যার পর চার্চে ঢুকে ৩ জনের হত্যার ঘটনা জনগনকে আরো আক্রোশিত করে তুলেছে। এমন পরিস্থিতির মধ্যে ফ্রান্সের বিরোধী দলের নেতা মেরিন লে পেন পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে বড়ো দাবি তুলেছেন। যা বাংলাদেশ ও পাকিস্তানের সমস্যা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। পেন দাবি করেছেন, যারা পাকিস্তান ও বাংলাদেশ থেকে এসে ফ্রান্সে বসতি গড়ে তাদের উপর ব্যান লাগানো হোক। আসলে ফ্রান্সের উপর আক্রোশ প্রকাশ করে বাংলাদেশে ও পাকিস্তানে ব্যাপক বিরোধ প্রদর্শন চলছে। দেশের উপর এমন আক্রোশ প্ৰকাশ দেখে পেন এমন মন্তব্য করেছেন। লক্ষণীয় বিষয় যে, ভারতেও কিছু কিছু স্থানে (ভোপাল, মুম্বাই) ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন হয়েছে। তবে ভারতের রাষ্ট্রবাদী জনতা এবং একই সাথে ভারতের সরকার ফ্রান্সের পাশে থাকার ঘোষণা করেছে। Au regard des nouvelles manifestations ultra-violentes aujourd’hui au #Bangladesh (manifestants qui ont appelé à décapiter notre ambassadeur), et au #Pakistan , je demande un moratoire imméd

না শোধরালে রাম নাম সত্য যাত্রা বের হবে! লাভ জিহাদিদের কড়া হুঁশিয়ারি যোগীর

Image
লখনউঃ  উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) লাভ রাজ্যে লাভ জিহাদিদের প্রতি কড়া বার্তা দিয়েছেন। যোগী আদিত্যনাথ শনিবার উত্তরপ্রদেশের দেওরিয়া একটি নির্বাচনী জনসভা থেকে লাভ জিহাদিদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এলাহাবাদ হাইকোর্তের কথা উল্লেখ করে বলেন যে, গতকাল আদালত জানিয়েছে যে বিয়ের জন্য ধর্মপরিবর্তন করা বৈধ নয়। আদালতের এই সিদ্ধান্তের পর সরকার এখন লাভ জিহাদিদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার জন্য প্রতিবদ্ধ হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, আমরা এই বিষয়ে কড়া আইন বানাব। উনি বলেন, আমি তাঁদের আগে থেকেই হুঁশিয়ার করে দিচ্ছি যারা নিজের পরিচয় গোপন করে আমাদের মা-বোনেদের সন্মানের সাথে খেলে। উনি বলেন, যদি তুমি না শোধরাও, তাহলে তোমার রাম নাম সত্য যাত্রা বের হবে। জানিয়ে দিই, ধর্মপরিবর্তন নিয়ে এলাহাবাদ হাইকোর্ট শুক্রবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আদালত জানিয়েছে যে, শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্মপরিবর্তন বৈধ না। আদালত বিপরীত ধর্মের দম্পতির আবেদন খারিজ করে আবেদনকারীদের ম্যাজিস্ট্রেটের সন্মুখে বয়ান দাখিল করার জন্য জানিয়ে

ভারতের প্রথম সামুদ্রিক বিমানের পরিষেবা শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে

আহমেদাবাদঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লৌহ পুরুষ সরদার বল্লভভাই প্যাটেলের জয়ন্তীতে কেবড়িয়া-সাবরমতি রিভারক্র্যাফট সি-প্লেন পরিষেবার (Kevadia Sabarmati Seaplane Service) শুভারম্ভ করলেন আজ। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সি-প্লেনের মাধ্যমে কেবড়িয়া থেকে আহমেদাবাদ পর্যন্ত সফর করেন। জানিয়ে দিই, এটিই ভারতের প্রথম সি-প্লেন পরিষেবা। এটি আহমেদাবাদের সাবরমতি রিভারক্র্যাফটকে নর্মদা জেলার কেবডিয়ায় স্ট্যাচু অফ ইউনিটির সাথে যুক্ত করে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৭ সালে গুজরাট বিধানসভার নির্বাচনী প্রচারের শেষ দিনে সি-প্লেনের মাধ্যমে সামরমতি নদী থেকে মেহসানা জেলা পর্যন্ত সফর করেছিলেন। এই সি-প্লেনের বিশেষত হল, এটি জল আর মাটি দুই জায়গা থেকেই আকাশে উড়ে যেতে পারবে। এর সাথে সাথে এটিকে জল আর মাটি দুই জায়গাতেই ল্যান্ড করানো সম্ভব হবে। সি-প্লেনের টেকঅফের জন্য ৩০০ মিটারের রানওয়ের দরকার আর এটি যেকোনও জলাশয়কে রানওয়ে হিসেবে ব্যবহার করে টেকঅফ করতে পারবে। সি-প্লেনে একসাথে ১৯ জন যাত্রী সফর করতে পারবেন। আজ সরদার বল্লভভাই প্যাটেলের জন্মদিনের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ

না শোধরালে রাম নাম সত্য যাত্রা বের হবে! লাভ জিহাদিদের কড়া হুঁশিয়ারি যোগীর

Image
লখনউঃ  উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) লাভ রাজ্যে লাভ জিহাদিদের প্রতি কড়া বার্তা দিয়েছেন। যোগী আদিত্যনাথ শনিবার উত্তরপ্রদেশের দেওরিয়া একটি নির্বাচনী জনসভা থেকে লাভ জিহাদিদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এলাহাবাদ হাইকোর্তের কথা উল্লেখ করে বলেন যে, গতকাল আদালত জানিয়েছে যে বিয়ের জন্য ধর্মপরিবর্তন করা বৈধ নয়। আদালতের এই সিদ্ধান্তের পর সরকার এখন লাভ জিহাদিদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার জন্য প্রতিবদ্ধ হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, আমরা এই বিষয়ে কড়া আইন বানাব। উনি বলেন, আমি তাঁদের আগে থেকেই হুঁশিয়ার করে দিচ্ছি যারা নিজের পরিচয় গোপন করে আমাদের মা-বোনেদের সন্মানের সাথে খেলে। উনি বলেন, যদি তুমি না শোধরাও, তাহলে তোমার রাম নাম সত্য যাত্রা বের হবে। জানিয়ে দিই, ধর্মপরিবর্তন নিয়ে এলাহাবাদ হাইকোর্ট শুক্রবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আদালত জানিয়েছে যে, শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্মপরিবর্তন বৈধ না। আদালত বিপরীত ধর্মের দম্পতির আবেদন খারিজ করে আবেদনকারীদের ম্যাজিস্ট্রেটের সন্মুখে বয়ান দাখিল করার জন্য জানিয়ে

ভারতের প্রথম সামুদ্রিক বিমানের পরিষেবা শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে

আহমেদাবাদঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লৌহ পুরুষ সরদার বল্লভভাই প্যাটেলের জয়ন্তীতে কেবড়িয়া-সাবরমতি রিভারক্র্যাফট সি-প্লেন পরিষেবার (Kevadia Sabarmati Seaplane Service) শুভারম্ভ করলেন আজ। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সি-প্লেনের মাধ্যমে কেবড়িয়া থেকে আহমেদাবাদ পর্যন্ত সফর করেন। জানিয়ে দিই, এটিই ভারতের প্রথম সি-প্লেন পরিষেবা। এটি আহমেদাবাদের সাবরমতি রিভারক্র্যাফটকে নর্মদা জেলার কেবডিয়ায় স্ট্যাচু অফ ইউনিটির সাথে যুক্ত করে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৭ সালে গুজরাট বিধানসভার নির্বাচনী প্রচারের শেষ দিনে সি-প্লেনের মাধ্যমে সামরমতি নদী থেকে মেহসানা জেলা পর্যন্ত সফর করেছিলেন। এই সি-প্লেনের বিশেষত হল, এটি জল আর মাটি দুই জায়গা থেকেই আকাশে উড়ে যেতে পারবে। এর সাথে সাথে এটিকে জল আর মাটি দুই জায়গাতেই ল্যান্ড করানো সম্ভব হবে। সি-প্লেনের টেকঅফের জন্য ৩০০ মিটারের রানওয়ের দরকার আর এটি যেকোনও জলাশয়কে রানওয়ে হিসেবে ব্যবহার করে টেকঅফ করতে পারবে। সি-প্লেনে একসাথে ১৯ জন যাত্রী সফর করতে পারবেন। আজ সরদার বল্লভভাই প্যাটেলের জন্মদিনের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ

‘আল্লহু আকবর” ধ্বনি দিয়ে হামলা করতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ১৬ বছর বয়সী জঙ্গি

মস্কোঃ  বাদ গেল না রাশিয়া (Russia), ফ্রান্সের পর এবার পুতিনের দেশ রাশিয়ায় ধর্মীয় স্লোগান দিয়ে এক পুলিশকর্মীর উপর হামলা করল জঙ্গি। পুলিশকর্মীরর উপর হামলা করে পার পায়নি সেই কট্টরপন্থী শেষে নিরাপত্তারক্ষীর গুলিতে শেষ হয় তাঁর জীবন। প্রাপ্ত খবর অনুযায়ী, রাশিয়ায় মুসলিমবহুল এলাকা তাতারস্থানে এই ঘটনা ঘটেছে। সেখানকার কুকমুর শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালায় ১৬ বছর বয়সী মৌলবাদী। ‘আল্লাহু আকবর” ধ্বনি দিয়ে পুলিশ কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে সে। তাঁর কাছে একটি বিস্ফোরকও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। নিরাপত্তারক্ষীরা ততপর হওয়াতে বড়সড় কিছু ঘটনার আগেই প্রাণ হারায় ১৬ বছর বয়সী ওই জঙ্গি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুলিশকর্মীদের উপর হামলার সময় আলাহু আকবর ধ্বনি দিয়ে তাঁদের কাফের বলে চিৎকার করছিল ওই যুবক। এর সাথে করছিল গালিগালাজও। তবে থানায় হামলা করার আগে একটি ক্যাফেতে হামলা করার পরিকল্পনা নিয়েছিল ওই যুবক। একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিল যে, ক্যাফে ইসলামে হারাম। সেখানে সমস্তরকম পাপ কাজ হয়। ক্যাফে শয়তানের আস্তানা ছাড়া আর কিছুই না। ওই যুবক বলেছিল যে, ইনশাল্লাহ বিস্ফোরণে ক্যাফে গুঁড়িয়ে দেব আমি। T

‘আল্লহু আকবর” ধ্বনি দিয়ে হামলা করতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ১৬ বছর বয়সী জঙ্গি

মস্কোঃ  বাদ গেল না রাশিয়া (Russia), ফ্রান্সের পর এবার পুতিনের দেশ রাশিয়ায় ধর্মীয় স্লোগান দিয়ে এক পুলিশকর্মীর উপর হামলা করল জঙ্গি। পুলিশকর্মীরর উপর হামলা করে পার পায়নি সেই কট্টরপন্থী শেষে নিরাপত্তারক্ষীর গুলিতে শেষ হয় তাঁর জীবন। প্রাপ্ত খবর অনুযায়ী, রাশিয়ায় মুসলিমবহুল এলাকা তাতারস্থানে এই ঘটনা ঘটেছে। সেখানকার কুকমুর শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালায় ১৬ বছর বয়সী মৌলবাদী। ‘আল্লাহু আকবর” ধ্বনি দিয়ে পুলিশ কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে সে। তাঁর কাছে একটি বিস্ফোরকও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। নিরাপত্তারক্ষীরা ততপর হওয়াতে বড়সড় কিছু ঘটনার আগেই প্রাণ হারায় ১৬ বছর বয়সী ওই জঙ্গি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুলিশকর্মীদের উপর হামলার সময় আলাহু আকবর ধ্বনি দিয়ে তাঁদের কাফের বলে চিৎকার করছিল ওই যুবক। এর সাথে করছিল গালিগালাজও। তবে থানায় হামলা করার আগে একটি ক্যাফেতে হামলা করার পরিকল্পনা নিয়েছিল ওই যুবক। একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিল যে, ক্যাফে ইসলামে হারাম। সেখানে সমস্তরকম পাপ কাজ হয়। ক্যাফে শয়তানের আস্তানা ছাড়া আর কিছুই না। ওই যুবক বলেছিল যে, ইনশাল্লাহ বিস্ফোরণে ক্যাফে গুঁড়িয়ে দেব আমি। T

এলাহাবাদ হাইকোর্টের বড় সিদ্ধান্ত! শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্মপরিবর্তন বৈধ না জানাল আদালত

Image
এলাহাবাদঃ  ধর্মপরিবর্তন নিয়ে এলাহাবাদ হাইকোর্ট শুক্রবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আদালত জানিয়েছে যে, শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্মপরিবর্তন বৈধ না। আদালত বিপরীত ধর্মের কপতির আবেদন খারিজ করে আবেদনকারীদের ম্যাজিস্ট্রেটের সন্মুখে বয়ান দাখিল করার জন্য জানিয়েছে। Allahabad High Court held that conversion of religion just for the purpose of marriage is illegal. — Anshul Saxena (@AskAnshul) October 31, 2020 https://platform.twitter.com/widgets.js উল্লখ্য, ওই কপতি তাঁদের শান্তিপূর্ণ দাম্পত্য জীবনে তাঁদের পরিবারের হস্তক্ষেপ রোখার জন্য আবেদন জানিয়েছিল। আদালত জানিয়েছে যে, তাঁদের তরফ থেকে দম্পতির আবেদনে হস্তখেপ করা হবে না। আদালত জানিয়েছে যে, দম্পতির মধ্যে একজন মুসলিম অপরজন হিন্দু। যুবতী ২৯ জুন ২০২০ তে হিন্দু ধর্ম আপন করে নেয় আর একমাস পর ৩১ জুলাই বিয়ে করে নেয়। আদালত জানিয়েছে যে, রেকর্ড দেখেই বোঝা যাচ্ছে যে বিয়ে করার জন্যই ধর্মপরিবর্তন করা হয়েছিল। এই মামলার শুনানিতে আদালত নূর জাহান বেগম মামলার কথা উল্লেখ করে জানায় যে, বিয়ে করার জন্য ধর্মপরিবর্তন করা স্বীকার্য নয়। ওই মামলায় হিন্দু যুব

নিজের ধর্মকে শ্রদ্ধা, আর হিন্দু ধর্মকে নিয়ে খিল্লি করলো মীর! মীরাক্কেল বয়কটের ডাক জনতার

Image
নিজের ছবিকে সেকুলার রেখে অতি চালাকির সাথে কোনো ধর্মের উপহাস করার ঘটনা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। এবার এমন ধরনের অভিযোগ উঠেছে কৌতুকশিল্পী হিসেবে পরিচিত মীর আফসার আলীর বিরুদ্ধে। আসলে মীরের দ্বারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা দুটি ছবি ভাইরাল হয়েছে। আসলে মীর আফসার আলী তার ফেসবুক হ্যান্ডেল থেকে দূর্গা পূজার অষ্টমীর দিন একটা পোস্ট করেছিলেন। অন্যদিকে নবী দিবসের শুভেচ্ছা জানাতে সম্প্রতি একটা পোস্ট করেছিলেন। আর ওই দুটি পোষ্টকে নিয়েই শুরু হয়েছে বিতর্ক। মীর দুর্গাপুজার অষ্টমীর দিন তার ফেসবুক হ্যান্ডেল থেকে লিখেছিলেন- ” শুভ মহা অষ্ট-মীর শুভেচ্ছা’ এর সাথে মীর কিছু মজার ইমোজিও দিয়েছিলেন। শুভেচ্ছা জানাতে গিয়ে মীর বিদ্যাবালনের এক ছবিও শেয়ার করেছিলেন যা একরকম অদ্ভুত। ওই ছবি দেখে অনেকেই পুজোর শুভেচ্ছার পোস্টের উপর হাসির রিয়াক্ট দিয়েছেন। তবে শুধু অষ্টমীর পোস্ট নিয়ে নয়, ষষ্ঠী, সপ্তমী, নবমী, দশমী নিয়েও মীর আফসার আলী যে পোস্ট করেছেন তার উপর সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে নবী দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে মীর আফসার আলী একবারে সাধারণ ভাবে পোস্ট করেছেন। এক্ষেত্রে মীর কোনো হাস্যকর পোস্ট করেনন

এলাহাবাদ হাইকোর্টের বড় সিদ্ধান্ত! শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্মপরিবর্তন বৈধ না জানাল আদালত

Image
এলাহাবাদঃ  ধর্মপরিবর্তন নিয়ে এলাহাবাদ হাইকোর্ট শুক্রবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আদালত জানিয়েছে যে, শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্মপরিবর্তন বৈধ না। আদালত বিপরীত ধর্মের কপতির আবেদন খারিজ করে আবেদনকারীদের ম্যাজিস্ট্রেটের সন্মুখে বয়ান দাখিল করার জন্য জানিয়েছে। Allahabad High Court held that conversion of religion just for the purpose of marriage is illegal. — Anshul Saxena (@AskAnshul) October 31, 2020 https://platform.twitter.com/widgets.js উল্লখ্য, ওই কপতি তাঁদের শান্তিপূর্ণ দাম্পত্য জীবনে তাঁদের পরিবারের হস্তক্ষেপ রোখার জন্য আবেদন জানিয়েছিল। আদালত জানিয়েছে যে, তাঁদের তরফ থেকে দম্পতির আবেদনে হস্তখেপ করা হবে না। আদালত জানিয়েছে যে, দম্পতির মধ্যে একজন মুসলিম অপরজন হিন্দু। যুবতী ২৯ জুন ২০২০ তে হিন্দু ধর্ম আপন করে নেয় আর একমাস পর ৩১ জুলাই বিয়ে করে নেয়। আদালত জানিয়েছে যে, রেকর্ড দেখেই বোঝা যাচ্ছে যে বিয়ে করার জন্যই ধর্মপরিবর্তন করা হয়েছিল। এই মামলার শুনানিতে আদালত নূর জাহান বেগম মামলার কথা উল্লেখ করে জানায় যে, বিয়ে করার জন্য ধর্মপরিবর্তন করা স্বীকার্য নয়। ওই মামলায় হিন্দু যুব

নিজের ধর্মকে শ্রদ্ধা, আর হিন্দু ধর্মকে নিয়ে খিল্লি করলো মীর! মীরাক্কেল বয়কটের ডাক জনতার

Image
নিজের ছবিকে সেকুলার রেখে অতি চালাকির সাথে কোনো ধর্মের উপহাস করার ঘটনা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। এবার এমন ধরনের অভিযোগ উঠেছে কৌতুকশিল্পী হিসেবে পরিচিত মীর আফসার আলীর বিরুদ্ধে। আসলে মীরের দ্বারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা দুটি ছবি ভাইরাল হয়েছে। আসলে মীর আফসার আলী তার ফেসবুক হ্যান্ডেল থেকে দূর্গা পূজার অষ্টমীর দিন একটা পোস্ট করেছিলেন। অন্যদিকে নবী দিবসের শুভেচ্ছা জানাতে সম্প্রতি একটা পোস্ট করেছিলেন। আর ওই দুটি পোষ্টকে নিয়েই শুরু হয়েছে বিতর্ক। মীর দুর্গাপুজার অষ্টমীর দিন তার ফেসবুক হ্যান্ডেল থেকে লিখেছিলেন- ” শুভ মহা অষ্ট-মীর শুভেচ্ছা’ এর সাথে মীর কিছু মজার ইমোজিও দিয়েছিলেন। শুভেচ্ছা জানাতে গিয়ে মীর বিদ্যাবালনের এক ছবিও শেয়ার করেছিলেন যা একরকম অদ্ভুত। ওই ছবি দেখে অনেকেই পুজোর শুভেচ্ছার পোস্টের উপর হাসির রিয়াক্ট দিয়েছেন। তবে শুধু অষ্টমীর পোস্ট নিয়ে নয়, ষষ্ঠী, সপ্তমী, নবমী, দশমী নিয়েও মীর আফসার আলী যে পোস্ট করেছেন তার উপর সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে নবী দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে মীর আফসার আলী একবারে সাধারণ ভাবে পোস্ট করেছেন। এক্ষেত্রে মীর কোনো হাস্যকর পোস্ট করেনন

আচমকাই প্ল্যান করে রাজ্যে আসছেন অমিত শাহ, ২১ এর ভোটের আগে চরম প্রস্তুতি বিজেপির

Image
কলকাতাঃ  রাজ্যে (West Bengal) আগামী বছর বিধানসভার নির্বাচন হতে চলেছে। আর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি (Bharatiya Janata Party) সমস্ত প্রস্তুতি সেরে নিচ্ছে। লোকসভার নির্বাচনে বাংলায় ৪২ টির মধ্যে ১৮ টি আসনে কবজা জমিয়েছিল বিজেপি, আর এই কারণে বঙ্গ বিজেপির মনোবল এখন তুঙ্গে। বিজেপি একদিকে যখন রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা চালাচ্ছে, আরেকদিকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী (Mamata Banerjee) নিজের ক্ষমতা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ২০২১ এর নির্বাচনের আগে বঙ্গ বিজেপির পরিস্থিতির সমীক্ষা করতে আগামী পাঁচই নভেম্বর দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন। প্রথমে শোনা যাচ্ছিল যে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গে আসবেন। এই নিয়ে বঙ্গ বিজেপির নেতা সায়ন্তন বসু জানান, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছয় নভেম্বরের যাত্রা স্থগিত হয়ে গিয়েছে। তিনি জানান, আপাতত জেপি নাড্ডা বাংলায় আসছেন না, আর তাঁর প্রধান কারণ হল ঠিক তাঁর একদিন আগেই অমিত শাহ দুই দিনের সফরে বাংলায় আসছেন। উনি বলেন, পাঁচই নভেম্বর মেদিনীপুর জেলার সফ