Posts

Showing posts from December, 2020

কৃষক আন্দোলনে যোগ দিয়ে চুরি গেল বাম জার্নালিস্ট সাবা নকভির iPhone! ট্যুইটারে ট্রোলার্সরা নিচ্ছে ক্লাস

Image
নয়া দিল্লীঃ  দিল্লী বর্ডারে একমাসের উপরে নয়া কৃষি আইন রদ করা নিয়ে বিরোধ প্রদর্শন জারি আছে। তবে এই আন্দোলনে কৃষকদের যাতে কোনও অসুবিধে না হয় তাঁর জন্য ব্যবস্থা করা হয়েছে পিজ্জা পার্লার, ওয়াইফাই পরিষেবা, ওয়াশিং ম্যাশিন, ইনভার্টার, মিউজিক সিস্টেম, ভ্রাম্যমাণ সিনেমা হল এবং অনেক কিছু। এবার এই আন্দোলনে চোরেদেরও সমাগম বাড়ছে। সাংবাদিক সাবা নকভি (saba naqvi) একটি ট্যুইট করে জানিয়েছেন যে, সিঙ্ঘু বর্ডারে ওনার ফোন চুরি হয়ে গিয়েছে। ওনার ওই ফোনটি আইফোন ১১ প্রো ছিল বলে জানিয়েছেন তিনি। উনি লেখেন, আন্দোলনে ওনার সাথে ধাক্কাধাক্কি করা হয়, এরপর ওনার ফোন চুরি করে নিয়ে পালায় কেউ। Dear friends, my I phone 11 pro invaluable for my work got stolen today at Singhu border. Professional thieves. Pushed , grabbed and disappeared. So not available on phone tonight. will sort out. — Saba Naqvi (@_sabanaqvi) December 31, 2020 https://platform.twitter.com/widgets.js নকভি ট্যুইট করে জানান যে, ওনার ফোন চুরি যাওয়ার কারণে আপাতত তিনি ফোনে উপলব্ধ থাকবেন না। উনি গতকাল ট্যুইট করে লেখেন, ‘প্রিয় বন্ধুরা, আমার আইফোন ১১ প্র

কৃষক আন্দোলনে যোগ দিয়ে চুরি গেল বাম জার্নালিস্ট সাবা নকভির iPhone! ট্যুইটারে ট্রোলার্সরা নিচ্ছে ক্লাস

Image
নয়া দিল্লীঃ  দিল্লী বর্ডারে একমাসের উপরে নয়া কৃষি আইন রদ করা নিয়ে বিরোধ প্রদর্শন জারি আছে। তবে এই আন্দোলনে কৃষকদের যাতে কোনও অসুবিধে না হয় তাঁর জন্য ব্যবস্থা করা হয়েছে পিজ্জা পার্লার, ওয়াইফাই পরিষেবা, ওয়াশিং ম্যাশিন, ইনভার্টার, মিউজিক সিস্টেম, ভ্রাম্যমাণ সিনেমা হল এবং অনেক কিছু। এবার এই আন্দোলনে চোরেদেরও সমাগম বাড়ছে। সাংবাদিক সাবা নকভি (saba naqvi) একটি ট্যুইট করে জানিয়েছেন যে, সিঙ্ঘু বর্ডারে ওনার ফোন চুরি হয়ে গিয়েছে। ওনার ওই ফোনটি আইফোন ১১ প্রো ছিল বলে জানিয়েছেন তিনি। উনি লেখেন, আন্দোলনে ওনার সাথে ধাক্কাধাক্কি করা হয়, এরপর ওনার ফোন চুরি করে নিয়ে পালায় কেউ। Dear friends, my I phone 11 pro invaluable for my work got stolen today at Singhu border. Professional thieves. Pushed , grabbed and disappeared. So not available on phone tonight. will sort out. — Saba Naqvi (@_sabanaqvi) December 31, 2020 https://platform.twitter.com/widgets.js নকভি ট্যুইট করে জানান যে, ওনার ফোন চুরি যাওয়ার কারণে আপাতত তিনি ফোনে উপলব্ধ থাকবেন না। উনি গতকাল ট্যুইট করে লেখেন, ‘প্রিয় বন্ধুরা, আমার আইফোন ১১ প্র

রাষ্ট্রসঙ্ঘের সুরক্ষা পরিষদে আজ অস্থায়ী সদস্য হিসেবে যুক্ত হতে চলেছে ভারত

Image
নয়া দিল্লীঃ  সুরক্ষা কাউন্সিলে ব্যাপক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ভারত (India) বলেছে যে অস্থায়ী সদস্যর মেয়াদকালে ভারত মানবাধিকার এবং বিকাশের মতো মূল মূল্যবোধ প্রচার করবে। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেছেন, ভারতের জোরও বহুপাক্ষিকতার পক্ষে থাকবে। বলে রাখি, ভারত আজ ১ জানুয়ারি থেকে সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে যুক্ত হতে চলেছে। UNSC তে পাঁচ স্থায়ী সদস্য আর ১০ জন অস্থায়ী সদস্য থাকে। ভারত এই নিয়ে অষ্টমবার UNSC তে অস্থায়ী সদস্যের পদ পেল। তিরুমূর্তি বলেন, বিশ্বের সবথেকে বড় লোকতান্ত্রিক দেশ হিসেবে আমরা গণতন্ত্র, মানবাধিকার আর উন্নয়নের মূল মান প্রচার করব। উনি বলেন, ভারতের বার্তাটি হ’ল আমরা কীভাবে সংহত কাঠামোয় বিভিন্নতা প্রচার করতে পারি যা জাতিসংঘে বিভিন্নভাবে প্রতিবিম্বিত হয়। উনি বলেন, বিভিন্ন রুপে পরিষদে বৃহৎ সহজগের প্রয়োজনীয়তা গুলো দেখবে। উনি বলেন যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতে কোনও অচলাবস্থার কারণে জরুরি জায়গা যথাযথভাবে মোকাবেলা করতে পারে না এমন জায়গা হওয়া উচিত নয় এটি। The post রাষ্ট্রসঙ্ঘের সুরক্ষা পরিষদে আজ অস্থায়ী

রাষ্ট্রসঙ্ঘের সুরক্ষা পরিষদে আজ অস্থায়ী সদস্য হিসেবে যুক্ত হতে চলেছে ভারত

Image
নয়া দিল্লীঃ  সুরক্ষা কাউন্সিলে ব্যাপক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ভারত (India) বলেছে যে অস্থায়ী সদস্যর মেয়াদকালে ভারত মানবাধিকার এবং বিকাশের মতো মূল মূল্যবোধ প্রচার করবে। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেছেন, ভারতের জোরও বহুপাক্ষিকতার পক্ষে থাকবে। বলে রাখি, ভারত আজ ১ জানুয়ারি থেকে সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে যুক্ত হতে চলেছে। UNSC তে পাঁচ স্থায়ী সদস্য আর ১০ জন অস্থায়ী সদস্য থাকে। ভারত এই নিয়ে অষ্টমবার UNSC তে অস্থায়ী সদস্যের পদ পেল। তিরুমূর্তি বলেন, বিশ্বের সবথেকে বড় লোকতান্ত্রিক দেশ হিসেবে আমরা গণতন্ত্র, মানবাধিকার আর উন্নয়নের মূল মান প্রচার করব। উনি বলেন, ভারতের বার্তাটি হ’ল আমরা কীভাবে সংহত কাঠামোয় বিভিন্নতা প্রচার করতে পারি যা জাতিসংঘে বিভিন্নভাবে প্রতিবিম্বিত হয়। উনি বলেন, বিভিন্ন রুপে পরিষদে বৃহৎ সহজগের প্রয়োজনীয়তা গুলো দেখবে। উনি বলেন যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতে কোনও অচলাবস্থার কারণে জরুরি জায়গা যথাযথভাবে মোকাবেলা করতে পারে না এমন জায়গা হওয়া উচিত নয় এটি। The post রাষ্ট্রসঙ্ঘের সুরক্ষা পরিষদে আজ অস্থায়ী

কংগ্রেস নেতার বাড়িতে শুভেন্দু অধিকারী, রাজনৈতিক মহলে বাড়ল জল্পনা

Image
কলকাতাঃ  প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর (Somen Mitra) বাড়িতে গিয়ে জল্পনা বাড়ালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জন্মদিনে প্রয়াত কংগ্রেস নেতার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান শুভেন্দু। গতকাল শুভেন্দুর সাথে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ও রিতেশ তিওয়ারিও উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী সোমেন পুত্রকে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন। তিনি বলেন, ‘আপনারাও তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছেন, আমিও সমস্ত পদ ছেড়ে দিয়েছি।” এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে। বলে রাখি, ২০২০ সালেই প্রয়াত হন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। আর বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ছিল ওনার জন্মদিন। সেদিনই সোমেন মিত্রর বাড়ি গিয়ে ওনাকে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। সোমেন মিত্রর জন্মদিনে ওনার পরিবারের সদস্যরা বাড়িতে সোমেন স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ওই অনুষ্ঠানে কংগ্রেস, সিপিএম বাদে বিজেপির নেতাদেরও আমন্ত্রণ করা হয়েছিল্ল বলে জানা যায়। তবে অতিথি তালিকায় কারা কারা ছিল, সেটা নিয়ে কিছু জানা যায়নি। তবে দিনের শেষে সন্ধ্যের সময় শুভেন্দু অধ

কংগ্রেস নেতার বাড়িতে শুভেন্দু অধিকারী, রাজনৈতিক মহলে বাড়ল জল্পনা

Image
কলকাতাঃ  প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর (Somen Mitra) বাড়িতে গিয়ে জল্পনা বাড়ালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জন্মদিনে প্রয়াত কংগ্রেস নেতার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান শুভেন্দু। গতকাল শুভেন্দুর সাথে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ও রিতেশ তিওয়ারিও উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী সোমেন পুত্রকে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন। তিনি বলেন, ‘আপনারাও তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছেন, আমিও সমস্ত পদ ছেড়ে দিয়েছি।” এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে। বলে রাখি, ২০২০ সালেই প্রয়াত হন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। আর বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ছিল ওনার জন্মদিন। সেদিনই সোমেন মিত্রর বাড়ি গিয়ে ওনাকে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। সোমেন মিত্রর জন্মদিনে ওনার পরিবারের সদস্যরা বাড়িতে সোমেন স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ওই অনুষ্ঠানে কংগ্রেস, সিপিএম বাদে বিজেপির নেতাদেরও আমন্ত্রণ করা হয়েছিল্ল বলে জানা যায়। তবে অতিথি তালিকায় কারা কারা ছিল, সেটা নিয়ে কিছু জানা যায়নি। তবে দিনের শেষে সন্ধ্যের সময় শুভেন্দু অধ

ঘরেই মন্দির স্থাপনা করল মুসলিম পরিবার, প্রতিষ্ঠা করল ভগবান রামের মূর্তি

আলীগড়ঃ  আলীগড়ের এক মুসলিম পরিবার দ্বারা নিজের বাড়ির মধ্যে মন্দির স্থাপনা করার মামলা সামনে এসেছে। পরিবার জানায়, তাঁদের এক সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল, তাঁর দ্রুত আরোগ্যর জন্য ঈশ্বরের কাছে ঠিক হওয়ার কামনা করেছিল তাঁরা। ওই পরিবার দেহলি গেট থানা এলাকার এডিএ কলোনিতে বসবাস করে। পরিবারের সদস্য রুবি আসিফ খান আর আসিফ খান জানান, দীর্ঘদিন ধরে তাঁদের সন্তান মোহম্মদ আসিম রোগে ভুগছিল। এরপর তাঁরা আগরা রোডের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করায়। সন্তানের শারীরিক অবস্থার আরও অবনতি হলে, তাঁরা ঈশ্বর আর আল্লাহর কাছে সন্তারের দ্রুত আরোগ্যের কামনা করে। দম্পতি জানায়, ইশ্বরের কাছে করা প্রার্থনা পূরণ হওয়ার কারণে তাঁরা বাড়িতে একটি মন্দিরের স্থাপনা করেছে। ওই মন্দিরে ভগবান রাম, মাতা সীতা, লক্ষ্মণ, শ্রী গণেশ আর ভগবান শ্রী কৃষ্ণের মূর্তি স্থাপনা করা হয়েছে। এছাড়াও বজরংবলির মূর্তিও স্থাপনা করা হয়েছে। দম্পতি জানান, তাঁরা ঈশ্বর আর আল্লাহর প্রতি আস্থা রাখে। তাঁরা প্রতিটি উতসবেই পুজো করত। কিন্তু তাঁদের প্রার্থনা পূরণ হওয়ার পর মন্দিরের স্থাপনা করে। জানিয়ে দিই, রুবি আসিফ খান বিজেপির মহাবীরগঞ্জের মণ্ডল সভাপতি। দম্প

ঘরেই মন্দির স্থাপনা করল মুসলিম পরিবার, প্রতিষ্ঠা করল ভগবান রামের মূর্তি

আলীগড়ঃ  আলীগড়ের এক মুসলিম পরিবার দ্বারা নিজের বাড়ির মধ্যে মন্দির স্থাপনা করার মামলা সামনে এসেছে। পরিবার জানায়, তাঁদের এক সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল, তাঁর দ্রুত আরোগ্যর জন্য ঈশ্বরের কাছে ঠিক হওয়ার কামনা করেছিল তাঁরা। ওই পরিবার দেহলি গেট থানা এলাকার এডিএ কলোনিতে বসবাস করে। পরিবারের সদস্য রুবি আসিফ খান আর আসিফ খান জানান, দীর্ঘদিন ধরে তাঁদের সন্তান মোহম্মদ আসিম রোগে ভুগছিল। এরপর তাঁরা আগরা রোডের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করায়। সন্তানের শারীরিক অবস্থার আরও অবনতি হলে, তাঁরা ঈশ্বর আর আল্লাহর কাছে সন্তারের দ্রুত আরোগ্যের কামনা করে। দম্পতি জানায়, ইশ্বরের কাছে করা প্রার্থনা পূরণ হওয়ার কারণে তাঁরা বাড়িতে একটি মন্দিরের স্থাপনা করেছে। ওই মন্দিরে ভগবান রাম, মাতা সীতা, লক্ষ্মণ, শ্রী গণেশ আর ভগবান শ্রী কৃষ্ণের মূর্তি স্থাপনা করা হয়েছে। এছাড়াও বজরংবলির মূর্তিও স্থাপনা করা হয়েছে। দম্পতি জানান, তাঁরা ঈশ্বর আর আল্লাহর প্রতি আস্থা রাখে। তাঁরা প্রতিটি উতসবেই পুজো করত। কিন্তু তাঁদের প্রার্থনা পূরণ হওয়ার পর মন্দিরের স্থাপনা করে। জানিয়ে দিই, রুবি আসিফ খান বিজেপির মহাবীরগঞ্জের মণ্ডল সভাপতি। দম্প

বিশ্বের সমস্ত তাবড় তাবড় নেতাদের পিছিয়ে ফেলে সর্বাধিক জনপ্রিয় নেতার তকমা পেলেন নরেন্দ্র মোদী

Image
নয়া দিল্লীঃ  করোনা কালে গোটা বিশ্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আমারিকার এজেন্সি মর্নিং কনসাল্ট (Morning Consult) দ্বারা করা সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে। এজেন্সি অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট অ্যাপ্রুভাল রেটিং ৫৫ হয়েছে। এজেন্সির রিপোর্টে এও বলা হয়েছে যে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বিশ্বের সমস্ত তাবড় তাবড় নেতাদের মধ্যে সবথেকে বেশি। জানিয়ে রাখি, এই এজেন্সি গোটা বিশ্বের নেতা আর সরকারের অ্যাপ্রুভাল রেটিং জারি করে। মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স (Morning consult political intelligence) বর্তমানে ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ করিয়া, স্পেন, ব্রিটেন, আমেরিকা এই ১৩ টি দেশের নেতাদের অ্যাপ্রুভাল রেটিং জারি করেছে। এজেন্সির বর্তমান সমীক্ষায় প্রধানমন্ত্রী মোদী ছাড়া যেই নেতাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তাঁদের মধ্যে মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের স্কোর ২৯ আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের স্কোর ২৭। আর এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে বিশ্বের সবথেকে বড় করোনার ভ

বিশ্বের সমস্ত তাবড় তাবড় নেতাদের পিছিয়ে ফেলে সর্বাধিক জনপ্রিয় নেতার তকমা পেলেন নরেন্দ্র মোদী

Image
নয়া দিল্লীঃ  করোনা কালে গোটা বিশ্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আমারিকার এজেন্সি মর্নিং কনসাল্ট (Morning Consult) দ্বারা করা সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে। এজেন্সি অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট অ্যাপ্রুভাল রেটিং ৫৫ হয়েছে। এজেন্সির রিপোর্টে এও বলা হয়েছে যে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বিশ্বের সমস্ত তাবড় তাবড় নেতাদের মধ্যে সবথেকে বেশি। জানিয়ে রাখি, এই এজেন্সি গোটা বিশ্বের নেতা আর সরকারের অ্যাপ্রুভাল রেটিং জারি করে। মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স (Morning consult political intelligence) বর্তমানে ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ করিয়া, স্পেন, ব্রিটেন, আমেরিকা এই ১৩ টি দেশের নেতাদের অ্যাপ্রুভাল রেটিং জারি করেছে। এজেন্সির বর্তমান সমীক্ষায় প্রধানমন্ত্রী মোদী ছাড়া যেই নেতাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তাঁদের মধ্যে মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের স্কোর ২৯ আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের স্কোর ২৭। আর এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে বিশ্বের সবথেকে বড় করোনার ভ

মুসলিমদের নামে রাস্তার নামকরণ করছিল ব্যাঙ্গালুরু পুরসভা, আটকে দিলেন তেজস্বী সূর্য

ব্যাঙ্গালুরুঃ বিজেপির সাংসদ তেজস্বী সূর্য (Tejasvi Surya) ব্যাঙ্গালুরুর মুসলিম বহুল এলাকায় মুসলিমদের নামে কয়েকটি সড়কের নামকরণকে দ্বিরাষ্ট্রের চিন্তাভাবনার সাম্প্রদায়িক সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন। উনি ব্যাঙ্গালুরু নগর নিগমের কাছে অমুসলিম মহাপুরুষদের নাম নিয়ে চিন্তাভাবনা করার আবেদন জানিয়েছেন। কন্নড় সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশিত হওয়ার পর ব্যাঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ গ্রেটার বেঙ্গালুরু পৌরসভার (BBMP) কমিশনার এন মঞ্জুনাথ প্রসাদকে চিঠি লিখে বলেন যে, অমুসলিমদের নামে রাস্তার নামকরণ হওয়া উচিৎ। Along with Sri @AnantkumarH , I'm filing objections to proposed naming of roads in Padarayanpura with only Muslim names Naming roads in Muslim-dominated locality after Muslims reeks of the same communal mentality as 2-nation theory & Muslim League's demand of separate electorates pic.twitter.com/GEcju3nMls — Tejasvi Surya (@Tejasvi_Surya) December 31, 2020 https://platform.twitter.com/widgets.js তেজস্বী সূর্য বলেন, BBMP শুধু মুসলিমদের নামের প্রস্তাব দিয়েছে। উনি বলেন, ‘মুসলিম বহ

মুসলিমদের নামে রাস্তার নামকরণ করছিল ব্যাঙ্গালুরু পুরসভা, আটকে দিলেন তেজস্বী সূর্য

ব্যাঙ্গালুরুঃ বিজেপির সাংসদ তেজস্বী সূর্য (Tejasvi Surya) ব্যাঙ্গালুরুর মুসলিম বহুল এলাকায় মুসলিমদের নামে কয়েকটি সড়কের নামকরণকে দ্বিরাষ্ট্রের চিন্তাভাবনার সাম্প্রদায়িক সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন। উনি ব্যাঙ্গালুরু নগর নিগমের কাছে অমুসলিম মহাপুরুষদের নাম নিয়ে চিন্তাভাবনা করার আবেদন জানিয়েছেন। কন্নড় সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশিত হওয়ার পর ব্যাঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ গ্রেটার বেঙ্গালুরু পৌরসভার (BBMP) কমিশনার এন মঞ্জুনাথ প্রসাদকে চিঠি লিখে বলেন যে, অমুসলিমদের নামে রাস্তার নামকরণ হওয়া উচিৎ। Along with Sri @AnantkumarH , I'm filing objections to proposed naming of roads in Padarayanpura with only Muslim names Naming roads in Muslim-dominated locality after Muslims reeks of the same communal mentality as 2-nation theory & Muslim League's demand of separate electorates pic.twitter.com/GEcju3nMls — Tejasvi Surya (@Tejasvi_Surya) December 31, 2020 https://platform.twitter.com/widgets.js তেজস্বী সূর্য বলেন, BBMP শুধু মুসলিমদের নামের প্রস্তাব দিয়েছে। উনি বলেন, ‘মুসলিম বহ

সালমানের বাবা আগেই তাঁর নাম কর্ণ কেন রাখে না? পরে কর্ণ নাম রেখে প্রতারণা করে এরাঃ যোগী আদিত্যনাথ

Image
লখনউঃ  উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার সম্প্রতি একটি আইন পাশ করিয়েছে, যার পর রাজ্যে এমন কিছু মামলা সামনে এসেছে যেটা চিন্তাজনক ছিল। কারণ সেই আইন লাভ জিহাদ আর বিয়ে করে জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধে ছিল। উত্তর প্রদেশে লাভ জিহাদের ইস্যু নিয়ে লাভ ডিবিটের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সাংবাদিকের প্রশ্নের কড়া জবাব দিতে দেখা গিয়েছে। ওই ভাইরাল ভিডিওতে ক্যাপশন দেওয়া হয়েছে যে, সালমানের বাবা প্রথমেই ওঁর নাম করণ রাখল না কেন? এই ক্যাপশনের সাথেই সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হচ্ছে। ওই ভিডিওতে নিউজ অ্যাংকর বলছেন, পুলিশ হিন্দু মেয়ে মুসলিম যুবককে হেফাজতে নেয় আর মুসলিম যুবকের বিরুদ্ধে মামলাও দায়ের করে। কিন্তু পরে জানা যায় যে, দুজনেই নিজের ইচ্ছেয় যা করার করেছে, আর তদের কেউ কোনও জোর করেনি। “ सलमान के बाप ने पहले ही उसका नाम करन क्यूँ नहीं रखा “ pic.twitter.com/Tc30DllFzW — Shalabh Mani Tripathi (@shalabhmani) December 30, 2020 https://platform.twitter.com/widgets.js নিউজ অ্যাংকর বলেন, সরকার দ্বারা লাগু করা আইনের অনেক দুর্ব্যবহারও হচ্ছে। তখন যোগী

সালমানের বাবা আগেই তাঁর নাম কর্ণ কেন রাখে না? পরে কর্ণ নাম রেখে প্রতারণা করে এরাঃ যোগী আদিত্যনাথ

Image
লখনউঃ  উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার সম্প্রতি একটি আইন পাশ করিয়েছে, যার পর রাজ্যে এমন কিছু মামলা সামনে এসেছে যেটা চিন্তাজনক ছিল। কারণ সেই আইন লাভ জিহাদ আর বিয়ে করে জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধে ছিল। উত্তর প্রদেশে লাভ জিহাদের ইস্যু নিয়ে লাভ ডিবিটের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সাংবাদিকের প্রশ্নের কড়া জবাব দিতে দেখা গিয়েছে। ওই ভাইরাল ভিডিওতে ক্যাপশন দেওয়া হয়েছে যে, সালমানের বাবা প্রথমেই ওঁর নাম করণ রাখল না কেন? এই ক্যাপশনের সাথেই সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হচ্ছে। ওই ভিডিওতে নিউজ অ্যাংকর বলছেন, পুলিশ হিন্দু মেয়ে মুসলিম যুবককে হেফাজতে নেয় আর মুসলিম যুবকের বিরুদ্ধে মামলাও দায়ের করে। কিন্তু পরে জানা যায় যে, দুজনেই নিজের ইচ্ছেয় যা করার করেছে, আর তদের কেউ কোনও জোর করেনি। “ सलमान के बाप ने पहले ही उसका नाम करन क्यूँ नहीं रखा “ pic.twitter.com/Tc30DllFzW — Shalabh Mani Tripathi (@shalabhmani) December 30, 2020 https://platform.twitter.com/widgets.js নিউজ অ্যাংকর বলেন, সরকার দ্বারা লাগু করা আইনের অনেক দুর্ব্যবহারও হচ্ছে। তখন যোগী

ভিডিওতে দেখুন … তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে কেঁদে ভাসালেন নেতা

Image
ডানকুনিঃ  রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে চারিদিকে চলছে দলবদলের পালা। তৃণমূলের (All India Trinamool Congress) মন্ত্রী, বিধায়ক, নেতা থেকে শুরু করে কর্মী-সমর্থকরাও যোগ দিচ্ছে বিজেপিতে। আর এই যোগদানের মাঝেই এমন এক আজব কাণ্ড ঘটে গেল ডানকুনিতে যার ফলে শোরগোল রাজ্যের রাজনৈতিক মহলে। আসলে বিজেপিতে নাম লেখানোর আগে কেঁদে ভাসালেন ডানকুনির তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র। এই ঘটনার ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হচ্ছে। এর আগে ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান এবং দুই প্রাক্তন কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছিলেন। তখন থেকেই কৃষ্ণেন্দু মিত্রকে নিয়ে জোর জল্পনা চলছিল। আর আজ ডানকুনিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভায় সেই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দেন কৃষ্ণেন্দু মিত্র। বিজেপিতে যোগ দেওয়ার আগে কৃষ্ণেন্দু মিত্রকে ফোন করে চণ্ডীতলার তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার। তিনি ফোনে অনেক বুঝিয়ে সুঝিয়ে কৃষ্ণেন্দু মিত্রর বিজেপিতে যোগদান আটকাতে চান। বিধায়ক যাকে মেজদি বলে ডাকেন কৃষ্ণেন্দু মিত্র, তাঁর ফোন পেয়ে কেঁদে ভাসান প্রাক্তন কাউন্সিলর। তিনি বিধায়ককে নিজের সাথে ঘটে যাওয়

ভিডিওতে দেখুন … তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে কেঁদে ভাসালেন নেতা

Image
ডানকুনিঃ  রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে চারিদিকে চলছে দলবদলের পালা। তৃণমূলের (All India Trinamool Congress) মন্ত্রী, বিধায়ক, নেতা থেকে শুরু করে কর্মী-সমর্থকরাও যোগ দিচ্ছে বিজেপিতে। আর এই যোগদানের মাঝেই এমন এক আজব কাণ্ড ঘটে গেল ডানকুনিতে যার ফলে শোরগোল রাজ্যের রাজনৈতিক মহলে। আসলে বিজেপিতে নাম লেখানোর আগে কেঁদে ভাসালেন ডানকুনির তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র। এই ঘটনার ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হচ্ছে। এর আগে ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান এবং দুই প্রাক্তন কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছিলেন। তখন থেকেই কৃষ্ণেন্দু মিত্রকে নিয়ে জোর জল্পনা চলছিল। আর আজ ডানকুনিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভায় সেই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দেন কৃষ্ণেন্দু মিত্র। বিজেপিতে যোগ দেওয়ার আগে কৃষ্ণেন্দু মিত্রকে ফোন করে চণ্ডীতলার তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার। তিনি ফোনে অনেক বুঝিয়ে সুঝিয়ে কৃষ্ণেন্দু মিত্রর বিজেপিতে যোগদান আটকাতে চান। বিধায়ক যাকে মেজদি বলে ডাকেন কৃষ্ণেন্দু মিত্র, তাঁর ফোন পেয়ে কেঁদে ভাসান প্রাক্তন কাউন্সিলর। তিনি বিধায়ককে নিজের সাথে ঘটে যাওয়

উলটপুরান! এবার পুলিশের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তৃণমূলের!

নন্দীগ্রামঃ  এবার পুলিশের বিরুদ্ধে গুরতর অভিযোগ করে বসল তৃণমূলের (All India Trinamool Congress) কর্মীরা। আর সেই অভিযোগেই আজ তারা নন্দীগ্রামে পথও অবরোধ করে। পুলিশের বিরুদ্ধে তল্লাশির নামে হেনস্থার অভিযোগ করেছে তৃণমূল কর্মীরা। আর এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার নন্দীগ্রামের ভূতার মোড়ে পথ অবরোধ করে বিক্ষুব্ধ ঘাসফুল কর্মীরা। তাঁরা অভিযোগ করে জানিয়েছে যে, পুলিশ শুভেন্দু অধিকারীর লোকজনের সঙ্গে মিলে বাড়ি তল্লাশির নামে হেনস্থা করছে সাধারণ মানুষদের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বলে রাখি, মঙ্গলবার নন্দীগ্রামে একটি অরাজনৈতিক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান বক্তা ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ওই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বিজেপির কর্মীদের গাড়িতে হা’ম’লা’র অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই হা’ম’লা’য় ১৫ জন বিজেপি কর্মী গুরুতর আহত হন। তাঁদের নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল শুভেন্দু অধিকারী আহত বিজেপি কর্মীদের দেখতে নন্দীগ্রাম হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ওঁরা আমাকে না মারতে পেরে নিরীহ কর্মীদের মারছে। বিজেপির গাড়িতে হাম

নতুন বছরে প্রধানমন্ত্রী মোদীর ভ্যাকসিন মন্ত্র, ‘দবাই ভি, কড়াই ভি”

নয়া দিল্লীঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সঙ্কেত দিয়েছেন যে খুব শীঘ্রই ভ্যাকসিন আসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কোভিড-১৯ এর টিকা আসার পর কেউ যেন অবহেলা না করে। রাজকোটে AIIMS এর শিলন্যাস করার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নতুন করে করোনা আক্রান্তদের সংখ্যা কমেছে দেশে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এতদিন বলতাম, যতদিন ওষুধ আসছে না, ততদিন অবহেলা না। কিন্তু ২০২১ এর মন্ত্রী হবে ‘দবাই ভি, কড়াই ভি।” নরেন্দ্র মোদী বলেন, দেশে কোভিড টিকাকরণের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। করোনা ভ্যাকসিনের জন্য এখন আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না ভারতীয়দের। বুধবার SEC বৈঠকের পরের দিনই DCGI এর ডাক্তার ভ্যাকসিন বিজি সোমানি নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান দেন। সোমানি বলেন, নতুন বছরে আমাদের হাত শূন্য হবে না। উনি বলেন, দেশের সমস্ত রজ্যে করোনা ভ্যাকসিনের ড্রাই রান আগামী ২ রা জানুয়ারি থেকে হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকার আগে থেকেই ৮৩ কোটি সিরিঞ্জ কিনে রাখার আদেশ দিয়েছে। এছাড়াও প্রায় ৩৫ কোটি সিরিঞ্জের জন্যও দরপত্র আহ্বান করা হয়েছে। এই সিরিঞ্জ গুলোকে কোভিড টিকাকরণের জন্য ব্যবহার করা হবে।   The post নতুন

উলটপুরান! এবার পুলিশের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তৃণমূলের!

নন্দীগ্রামঃ  এবার পুলিশের বিরুদ্ধে গুরতর অভিযোগ করে বসল তৃণমূলের (All India Trinamool Congress) কর্মীরা। আর সেই অভিযোগেই আজ তারা নন্দীগ্রামে পথও অবরোধ করে। পুলিশের বিরুদ্ধে তল্লাশির নামে হেনস্থার অভিযোগ করেছে তৃণমূল কর্মীরা। আর এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার নন্দীগ্রামের ভূতার মোড়ে পথ অবরোধ করে বিক্ষুব্ধ ঘাসফুল কর্মীরা। তাঁরা অভিযোগ করে জানিয়েছে যে, পুলিশ শুভেন্দু অধিকারীর লোকজনের সঙ্গে মিলে বাড়ি তল্লাশির নামে হেনস্থা করছে সাধারণ মানুষদের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বলে রাখি, মঙ্গলবার নন্দীগ্রামে একটি অরাজনৈতিক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান বক্তা ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ওই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বিজেপির কর্মীদের গাড়িতে হা’ম’লা’র অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই হা’ম’লা’য় ১৫ জন বিজেপি কর্মী গুরুতর আহত হন। তাঁদের নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল শুভেন্দু অধিকারী আহত বিজেপি কর্মীদের দেখতে নন্দীগ্রাম হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ওঁরা আমাকে না মারতে পেরে নিরীহ কর্মীদের মারছে। বিজেপির গাড়িতে হাম

নতুন বছরে প্রধানমন্ত্রী মোদীর ভ্যাকসিন মন্ত্র, ‘দবাই ভি, কড়াই ভি”

নয়া দিল্লীঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সঙ্কেত দিয়েছেন যে খুব শীঘ্রই ভ্যাকসিন আসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কোভিড-১৯ এর টিকা আসার পর কেউ যেন অবহেলা না করে। রাজকোটে AIIMS এর শিলন্যাস করার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নতুন করে করোনা আক্রান্তদের সংখ্যা কমেছে দেশে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এতদিন বলতাম, যতদিন ওষুধ আসছে না, ততদিন অবহেলা না। কিন্তু ২০২১ এর মন্ত্রী হবে ‘দবাই ভি, কড়াই ভি।” নরেন্দ্র মোদী বলেন, দেশে কোভিড টিকাকরণের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। করোনা ভ্যাকসিনের জন্য এখন আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না ভারতীয়দের। বুধবার SEC বৈঠকের পরের দিনই DCGI এর ডাক্তার ভ্যাকসিন বিজি সোমানি নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান দেন। সোমানি বলেন, নতুন বছরে আমাদের হাত শূন্য হবে না। উনি বলেন, দেশের সমস্ত রজ্যে করোনা ভ্যাকসিনের ড্রাই রান আগামী ২ রা জানুয়ারি থেকে হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকার আগে থেকেই ৮৩ কোটি সিরিঞ্জ কিনে রাখার আদেশ দিয়েছে। এছাড়াও প্রায় ৩৫ কোটি সিরিঞ্জের জন্যও দরপত্র আহ্বান করা হয়েছে। এই সিরিঞ্জ গুলোকে কোভিড টিকাকরণের জন্য ব্যবহার করা হবে।   The post নতুন

অধিকারী পরিবারে ফুটছে পদ্ম, কালই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন শুভেন্দুর ভাই

Image
কলকাতাঃ বছরের প্রথম দিনেই বড়সড় ভাঙনের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। আগামীকাল পূর্ব মেদিনীপুরে সভা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। ওই সভায় কাঁথি পুরসভার কয়েকজন চেয়ারম্যান সহ দাপুটে তৃণমূল নেতা যোগ দিতে চলেছেন বিজেপিতে। আর এরই মধ্যে খবর রটেছে যে, আগামীকাল দাদার হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন কাঁথি পুরসভার প্রাক্তন প্রশাসক সৌমেন্দু অধিকারী। বলে রাখি, একদিন আগেই সৌমেন্দুকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত করা হয়েছিল। ওনার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধার্থ মাইতিকে। উনি আজই কাঁথি পুরসভার পুর প্রশাসকের দায়িত্ব নিতে চলেছেন। তবে সিদ্ধার্থ মাইতির বিরুদ্ধে ওই এলাকার ভোটার না হওয়ারও অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি সৌমেন্দুকে অনৈতিক ভাবে প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনার নিন্দাও করেছেন। আগামীকাল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা শুভেন্দু অধিকারীর। আর সেই সভার আগে জল্পনা উঠেছে যে, সৌমেন্দু ওই সভা থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন। আরেকদিকে, সৌমেন্দুকে পুরসভার প্রশাসকের পদ থেকে সরানোর পরপরই তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছি

অধিকারী পরিবারে ফুটছে পদ্ম, কালই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন শুভেন্দুর ভাই

Image
কলকাতাঃ বছরের প্রথম দিনেই বড়সড় ভাঙনের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। আগামীকাল পূর্ব মেদিনীপুরে সভা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। ওই সভায় কাঁথি পুরসভার কয়েকজন চেয়ারম্যান সহ দাপুটে তৃণমূল নেতা যোগ দিতে চলেছেন বিজেপিতে। আর এরই মধ্যে খবর রটেছে যে, আগামীকাল দাদার হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন কাঁথি পুরসভার প্রাক্তন প্রশাসক সৌমেন্দু অধিকারী। বলে রাখি, একদিন আগেই সৌমেন্দুকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত করা হয়েছিল। ওনার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধার্থ মাইতিকে। উনি আজই কাঁথি পুরসভার পুর প্রশাসকের দায়িত্ব নিতে চলেছেন। তবে সিদ্ধার্থ মাইতির বিরুদ্ধে ওই এলাকার ভোটার না হওয়ারও অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি সৌমেন্দুকে অনৈতিক ভাবে প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনার নিন্দাও করেছেন। আগামীকাল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা শুভেন্দু অধিকারীর। আর সেই সভার আগে জল্পনা উঠেছে যে, সৌমেন্দু ওই সভা থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন। আরেকদিকে, সৌমেন্দুকে পুরসভার প্রশাসকের পদ থেকে সরানোর পরপরই তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছি

বিজেপির দিকে পা বাড়িয়ে রাজ্যের দুই মন্ত্রী আর আটজন বিধায়ক

হাওড়াঃ  শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বড়সড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। একে একে দলের প্রভাবশালী নেতারা যোগ দিচ্ছেন বিজেপিতে। আর এরই মধ্যে বিজেপির সাংসদ তথা রাজ্যের যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) দাবি ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সৌমিত্র খাঁ দাবি করেছেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় অথবা অরুপ রায় খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন। হাওড়া সদর সাংগঠনিক জেলায় পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের অপশাসনকে দূর করতে ৩৫০ জন তৃণমূল ও অন্যান্য দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। সকলের হাতে দলীয় পতাকা তুলে দিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি শ্রী @KhanSaumitra এবং রাজ্য সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় সিং। সকলকে স্বাগতম। pic.twitter.com/5OV9fecaVI — BJP Bengal (@BJP4Bengal) December 30, 2020 গতকাল হাওড়ায় একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেন সৌমিত্র খাঁ। সেখান থেকে তিনি বলেন, রাজ্যের মন্ত্রী অরুপ রায় বেশ কিছুদিন ধরে বিজেপির সাথে যোগাযোগে ছিল। আর এরপরই রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়। রাজীব বন্দ্যোপা

বিজেপির দিকে পা বাড়িয়ে রাজ্যের দুই মন্ত্রী আর আটজন বিধায়ক

হাওড়াঃ  শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বড়সড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। একে একে দলের প্রভাবশালী নেতারা যোগ দিচ্ছেন বিজেপিতে। আর এরই মধ্যে বিজেপির সাংসদ তথা রাজ্যের যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) দাবি ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সৌমিত্র খাঁ দাবি করেছেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় অথবা অরুপ রায় খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন। হাওড়া সদর সাংগঠনিক জেলায় পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের অপশাসনকে দূর করতে ৩৫০ জন তৃণমূল ও অন্যান্য দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। সকলের হাতে দলীয় পতাকা তুলে দিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি শ্রী @KhanSaumitra এবং রাজ্য সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় সিং। সকলকে স্বাগতম। pic.twitter.com/5OV9fecaVI — BJP Bengal (@BJP4Bengal) December 30, 2020 গতকাল হাওড়ায় একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেন সৌমিত্র খাঁ। সেখান থেকে তিনি বলেন, রাজ্যের মন্ত্রী অরুপ রায় বেশ কিছুদিন ধরে বিজেপির সাথে যোগাযোগে ছিল। আর এরপরই রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়। রাজীব বন্দ্যোপা

গরু পাচারকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি সিবিআইয়ের

Image
কলকাতাঃ  সকাল সকাল গরু, কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত প্রভাবশালী তৃণমূল (All India tinamool congress) নেতার বাড়িতে হানা সিবিআই-এর অফিসারদের। তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রর (Vinay Mishra) বাড়িতে সিবিআই তল্লাশিতে সরগরম রাজ্য রাজনীতি। প্রাপ্ত খবর অনুযায়ী, পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র রাজ্য সরকারের তরফ থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তাও পান। CBI সুত্র অনুযায়ী, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হক ও BSF জওয়ান সতীশ কুমারকে জেরা করে অনেক তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই আজ সকালে প্রভাবশালী তৃণমূল নেতা বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি শুরু করেছে CBI। বিনয় মিশ্রর লেকটাউনের ফ্ল্যাট, রাসবিহারী গুরুদ্বারার পিছনের বাড়ি আর চেতলার বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। West Bengal: CBI conducts raids at various locations in Kolkata, in connection with alleged cattle smuggling case. Raids conducted at the premises of Trinamool Youth Congress general secretary, Vinay Mishra. Look-out notice issued against Mishra as he continues to be absconding. — ANI (@ANI) December 31, 2020 https://platform.twitter.com/widgets

গরু পাচারকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি সিবিআইয়ের

Image
কলকাতাঃ  সকাল সকাল গরু, কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত প্রভাবশালী তৃণমূল (All India tinamool congress) নেতার বাড়িতে হানা সিবিআই-এর অফিসারদের। তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রর (Vinay Mishra) বাড়িতে সিবিআই তল্লাশিতে সরগরম রাজ্য রাজনীতি। প্রাপ্ত খবর অনুযায়ী, পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র রাজ্য সরকারের তরফ থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তাও পান। CBI সুত্র অনুযায়ী, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হক ও BSF জওয়ান সতীশ কুমারকে জেরা করে অনেক তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই আজ সকালে প্রভাবশালী তৃণমূল নেতা বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি শুরু করেছে CBI। বিনয় মিশ্রর লেকটাউনের ফ্ল্যাট, রাসবিহারী গুরুদ্বারার পিছনের বাড়ি আর চেতলার বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। West Bengal: CBI conducts raids at various locations in Kolkata, in connection with alleged cattle smuggling case. Raids conducted at the premises of Trinamool Youth Congress general secretary, Vinay Mishra. Look-out notice issued against Mishra as he continues to be absconding. — ANI (@ANI) December 31, 2020 https://platform.twitter.com/widgets

পুলিশ ছাড়া পুরসভা দূরের কথা পঞ্চায়েতও জিততে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ঃ অর্জুন সিং

কলকাতাঃ তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) সাংসদ তথা তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। গতকাল চা চক্রে যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অর্জুন সিং বলেন, ‘উনি যুবরাজ, বয়স কম, মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছেন। রাজনীতির ‘র” ও বোঝেন না। ওনার নাক টিপলে এখনো দুধ বের হয়।” অর্জুন সিংহ বলেন, ‘পিসিমনির ভাইপো হওয়ার সুবাদে তিনি বড়বড় পদ পেয়েছে। উনি এখনো এটা জানেন না যে, কি বলতে হয় আর কি না।” এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অর্জুন সিংহ। তিনি বলেন, ‘দিদিমনি শুধু ভাওতা দেন এটা মানুষ বুঝতে পেরে গেছে। আর এই কারণে পুলিশ না থাকলে দিদিমনি কোথাও যাচ্ছেন না।” উল্লেখ্য, আগামী ৭ ই জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পূর্ব মেদিনীপুরের তৃণমূল সভাপতি অখিল গিরি করোনা আক্রান্ত হওয়ায় আচমকাই ওনার এই সভা বাতিল হয়ে যায়। আর এই কারণেই অর্জুন সিং ওনাকে নিয়ে এই মন্তব্য করেন। অর্জুন সিং আরও বলেন, ‘তৃণমূলের পায়ের তোলা থেকে জমি সরে গিয়েছে। ওঁরা এখন পুলিশ ছাড়া পুরসভা, এম

সৌরভকে দেওয়া সরকারি জমি ফিরিয়ে নেবে রাজ্য, BJP যোগের জল্পনার মাঝেই সিদ্ধান্ত নবান্নের

Image
কলকাতাঃ  রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে সাক্ষাৎ। এরপর ঠিক একদিন পরই সোমবার দিল্লীতে গিয়ে অমিত শাহের সাথে মঞ্চ ভাগ করে নেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর থেকে রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। আর সেই জল্পনার মাঝেই আলিপুরদুরায়ের বিজেপি সাংসদ জন বারলা বলেন, একুশের নির্বাচনে সৌরভের নেতৃত্বে লড়বে বিজেপি। চারিদকে চলা নানান জল্পনার মাঝে সৌরভকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধ মেনে নিউটাউনে সৌরভের জমি ফিরিয়ে নিচ্ছে সরকার। রাজ্যের মন্ত্রীসভায় সৌরভের অনুরধ মেনে নেওয়া হয়েছে।নিউটাউনে সরকারের পক্ষ থেকে স্কুল গড়ার জন্য সৌরভকে দেওয়া জমি ফিরিয়ে নিতে হিডকো’কে এগিয়ে যেতে বলা হয়েছে। হিডকো’র চেয়ারম্যান দেবাশিস সেন বুধবার জানান। ‘মন্ত্রীসভায় সৌরভের অনুরোধ মেনে নেওয়া হয়েছে। ওনার অনুরোধ মেনে নিউটাউনে ওনাকে দেওয়া জমি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ওনাকে জমির দাম বাবদ টাকা দিয়ে জমি নিয়ে নেব।” উল্লেখ্য, নিউটাউনের জমি ফেরত নেওয়ার জন্য চলতি বছরের আগস্ট মাসে হিডকোর কাছে আবেদন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনেক দিন ধরে ওনা

পুলিশ ছাড়া পুরসভা দূরের কথা পঞ্চায়েতও জিততে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ঃ অর্জুন সিং

কলকাতাঃ তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) সাংসদ তথা তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। গতকাল চা চক্রে যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অর্জুন সিং বলেন, ‘উনি যুবরাজ, বয়স কম, মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছেন। রাজনীতির ‘র” ও বোঝেন না। ওনার নাক টিপলে এখনো দুধ বের হয়।” অর্জুন সিংহ বলেন, ‘পিসিমনির ভাইপো হওয়ার সুবাদে তিনি বড়বড় পদ পেয়েছে। উনি এখনো এটা জানেন না যে, কি বলতে হয় আর কি না।” এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অর্জুন সিংহ। তিনি বলেন, ‘দিদিমনি শুধু ভাওতা দেন এটা মানুষ বুঝতে পেরে গেছে। আর এই কারণে পুলিশ না থাকলে দিদিমনি কোথাও যাচ্ছেন না।” উল্লেখ্য, আগামী ৭ ই জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পূর্ব মেদিনীপুরের তৃণমূল সভাপতি অখিল গিরি করোনা আক্রান্ত হওয়ায় আচমকাই ওনার এই সভা বাতিল হয়ে যায়। আর এই কারণেই অর্জুন সিং ওনাকে নিয়ে এই মন্তব্য করেন। অর্জুন সিং আরও বলেন, ‘তৃণমূলের পায়ের তোলা থেকে জমি সরে গিয়েছে। ওঁরা এখন পুলিশ ছাড়া পুরসভা, এম

সৌরভকে দেওয়া সরকারি জমি ফিরিয়ে নেবে রাজ্য, BJP যোগের জল্পনার মাঝেই সিদ্ধান্ত নবান্নের

Image
কলকাতাঃ  রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে সাক্ষাৎ। এরপর ঠিক একদিন পরই সোমবার দিল্লীতে গিয়ে অমিত শাহের সাথে মঞ্চ ভাগ করে নেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর থেকে রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। আর সেই জল্পনার মাঝেই আলিপুরদুরায়ের বিজেপি সাংসদ জন বারলা বলেন, একুশের নির্বাচনে সৌরভের নেতৃত্বে লড়বে বিজেপি। চারিদকে চলা নানান জল্পনার মাঝে সৌরভকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধ মেনে নিউটাউনে সৌরভের জমি ফিরিয়ে নিচ্ছে সরকার। রাজ্যের মন্ত্রীসভায় সৌরভের অনুরধ মেনে নেওয়া হয়েছে।নিউটাউনে সরকারের পক্ষ থেকে স্কুল গড়ার জন্য সৌরভকে দেওয়া জমি ফিরিয়ে নিতে হিডকো’কে এগিয়ে যেতে বলা হয়েছে। হিডকো’র চেয়ারম্যান দেবাশিস সেন বুধবার জানান। ‘মন্ত্রীসভায় সৌরভের অনুরোধ মেনে নেওয়া হয়েছে। ওনার অনুরোধ মেনে নিউটাউনে ওনাকে দেওয়া জমি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ওনাকে জমির দাম বাবদ টাকা দিয়ে জমি নিয়ে নেব।” উল্লেখ্য, নিউটাউনের জমি ফেরত নেওয়ার জন্য চলতি বছরের আগস্ট মাসে হিডকোর কাছে আবেদন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনেক দিন ধরে ওনা

পাকিস্তানে হিন্দু মন্দিরের উপর হামলা চালিয়ে অগ্নিসংযোগ করল কট্টরপন্থীরা! ভাইরাল হলো ভিডিও

পাকিস্তানে হিন্দু ধর্মের প্রতি ঘৃণার ভয়াবহ ছবি সামনে এসেছে। যেখানে বহু সংখ্যায় কট্টরপন্থী হিন্দু মন্দিরকে ভাঙচুর করেছে তথা মন্দিরে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভয়েস অফ পাকিস্তানি মাইনরিটি পুরো ঘটনার ভিডিও শেয়ার করেছে। ‘ভয়েস অফ পাকিস্তানি মাইনরিটি’ এর টুইট অনুযায়ী, ঘটনা পাকিস্তানের খাইবার পকতুনের। যেখানে কট্টরপন্থী মুসলিমদের বড়ো একটা ভীড় হিন্দু মন্দিরের উপর হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। Latest visuals from KPK, an extremist mob of Muslims are burning and razing down a #Hindu temple in Karak. The reason is unknown but look at the hatred they have towards the religious minorities. A little argument is all it takes here to destroy the lives of minorities. pic.twitter.com/rtoKFyk7yi — Voice of Pakistan Minority (@voice_minority) December 30, 2020 https://platform.twitter.com/widgets.js ভিডিওতে দেখা যাচ্ছে শয়ে শয়ে মুসলিম সেখানে উপস্থিত রয়েছে। আল্লাহ হু আকবর শ্লোগান দিয়ে তান্ডব চালানো হচ্ছে। ইসলামিক পতাকা উড়তেও দেখা যাচ্ছে। ভিডিওতে বিভিন্ন স্থানে ধোঁয়া উড়তেও দেখা যাচ্

বিজেপিতে যাচ্ছেন তৃণমূল সাংসদ? আচমকাই বাড়িতে গেরুয়া দলের প্রতিনিধিরা

Image
কাঁথিঃ দশদিন হয়েছে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী পরিবারের সবাই এখনো তৃণমূলেই রয়েছেন। গতকাল খড়দহের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, রামনবমী আসুক আমার বাড়িতেও পদ্ম ফুটবে। ওনার এই মন্তব্যের ২৪ ঘণ্টা যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর বাড়িতে হাজির বিজেপির সাংসদ। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর সাথে বৈঠকও করেন তিনি। এরপরই নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে। শিশির অধিকারীর সাথে বাড়িতে গিয়ে দেখা করলেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাত সমেত কয়েকজন বিজেপি নেতা। যদিও এটিকে সৌজন্য সাক্ষাৎ বলেছে দুই পক্ষই। তবে কোথাও একটা কিন্তু থেকেই যাচ্ছে। আগামী মাসের ২ তারিখ কাঁথিতে সভা হবে বিজেপির। সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। সেই সভাতে কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলর মেদিনীপুরের এক গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আরও কয়েকজন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেবেন। আর সেই সভার আগে চারিদিকে প্রস্তুতি খতিয়ে দেখছে বিজেপির প্রতিনিধি দল। বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাতোকে পূর্ব মেদিনীপুরের পর্যবেক্ষক করা হয়েছে। সেই সুত্রেই তিনি সেখানে আছেন আর শিশির অধিকারীর সাথে দেখাও করেন। The post বিজ

বিজেপিতে যাচ্ছেন তৃণমূল সাংসদ? আচমকাই বাড়িতে গেরুয়া দলের প্রতিনিধিরা

Image
কাঁথিঃ দশদিন হয়েছে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী পরিবারের সবাই এখনো তৃণমূলেই রয়েছেন। গতকাল খড়দহের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, রামনবমী আসুক আমার বাড়িতেও পদ্ম ফুটবে। ওনার এই মন্তব্যের ২৪ ঘণ্টা যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর বাড়িতে হাজির বিজেপির সাংসদ। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর সাথে বৈঠকও করেন তিনি। এরপরই নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে। শিশির অধিকারীর সাথে বাড়িতে গিয়ে দেখা করলেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাত সমেত কয়েকজন বিজেপি নেতা। যদিও এটিকে সৌজন্য সাক্ষাৎ বলেছে দুই পক্ষই। তবে কোথাও একটা কিন্তু থেকেই যাচ্ছে। আগামী মাসের ২ তারিখ কাঁথিতে সভা হবে বিজেপির। সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। সেই সভাতে কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলর মেদিনীপুরের এক গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আরও কয়েকজন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেবেন। আর সেই সভার আগে চারিদিকে প্রস্তুতি খতিয়ে দেখছে বিজেপির প্রতিনিধি দল। বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাতোকে পূর্ব মেদিনীপুরের পর্যবেক্ষক করা হয়েছে। সেই সুত্রেই তিনি সেখানে আছেন আর শিশির অধিকারীর সাথে দেখাও করেন। The post বিজ

মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন ছাত্রনেতা

কলকাতাঃ  তৃণমূল (All India Trinamool Congress) ছেড়ে বিজেপিতে (Bharatiya Janata Party) যোগ দিলেন ছাত্র নেতা সুজিত শ্যাম। আজ বিজেপির কার্যালয়ে মুকুল রায়, শান্তনু ঠাকুরদের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেয় সুজিত। বিজেপিতে যোগ দিয়ে সুজিত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ১৬ বছর আগে তৃণমূল করেছিলাম। এরপর দেখলাম যারা নন্দীগ্রামের গণহ’ত্যা’কে’ সমর্থন করেছিল, যারা রাজ্যে আবার বাম সরকার গড়ার সংকল্প নিয়েছিল, তারাই এখন মমতা দিদির কাছে লোক হয়ে উঠেছে। ওনার বিরুদ্ধে যারা প্রচার করেছিল, তারাই এখন ওনার মঞ্চে দাঁড়িয়ে বড়বড় ভাষণ দিচ্ছে। আমি এই তৃণমূলকে সমর্থন করেছিলাম না।” বলে রাখি, মুকুল রায়ের সাথে অনেক দিনের সম্পর্ক সুজিত শ্যামের। বাঁকুড়া থেকে ছাত্র রাজনীতি করা শুরু। মুকুল রায় যখন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন, তখন সুজিত ছিল ওনার ঘনিষ্ঠ। ২০১৭ সালে মুকুল রায় বিজেপিতে যোগ দিতেই সুজিতেরও বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু সুজিত তখন বিজেপিতে আসেনি। সুজিত অভিযোগ করে জানায়, তাঁর বিরুদ্ধে দলের তরফ থেকেই মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হয়েছিল। তাকে ছাত্র অথবা যুব সংগঠনের কার্যকারী ভূমিকা দে

মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন ছাত্রনেতা

কলকাতাঃ  তৃণমূল (All India Trinamool Congress) ছেড়ে বিজেপিতে (Bharatiya Janata Party) যোগ দিলেন ছাত্র নেতা সুজিত শ্যাম। আজ বিজেপির কার্যালয়ে মুকুল রায়, শান্তনু ঠাকুরদের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেয় সুজিত। বিজেপিতে যোগ দিয়ে সুজিত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ১৬ বছর আগে তৃণমূল করেছিলাম। এরপর দেখলাম যারা নন্দীগ্রামের গণহ’ত্যা’কে’ সমর্থন করেছিল, যারা রাজ্যে আবার বাম সরকার গড়ার সংকল্প নিয়েছিল, তারাই এখন মমতা দিদির কাছে লোক হয়ে উঠেছে। ওনার বিরুদ্ধে যারা প্রচার করেছিল, তারাই এখন ওনার মঞ্চে দাঁড়িয়ে বড়বড় ভাষণ দিচ্ছে। আমি এই তৃণমূলকে সমর্থন করেছিলাম না।” বলে রাখি, মুকুল রায়ের সাথে অনেক দিনের সম্পর্ক সুজিত শ্যামের। বাঁকুড়া থেকে ছাত্র রাজনীতি করা শুরু। মুকুল রায় যখন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন, তখন সুজিত ছিল ওনার ঘনিষ্ঠ। ২০১৭ সালে মুকুল রায় বিজেপিতে যোগ দিতেই সুজিতেরও বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু সুজিত তখন বিজেপিতে আসেনি। সুজিত অভিযোগ করে জানায়, তাঁর বিরুদ্ধে দলের তরফ থেকেই মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হয়েছিল। তাকে ছাত্র অথবা যুব সংগঠনের কার্যকারী ভূমিকা দে

আমাকে মারার ক্ষমতা নেই, তাই ওদের মারছে! আহতদের সাথে দেখা করে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু

তমলুকঃ  গতকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অরাজনৈতিক সভায় যোগ দিতে গিয়ে তৃণমূলের হা’ম’লা’র শিকার হয়েছিলেন কয়েকজন বিজেপি কর্মী। আহতদের মধ্যে অনেকেই ভর্তি হাসপাতালে। আজ সকালে হাসপাতালে গিয়ে তাঁদের সাথে দেখা করেন শুভেন্দু অধিকারী। আহত বিজেপি কর্মীদের সাথে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। তৃণমূল থেকে বিজেপিতে আসার পর পূর্ব মেদিনীপুরে একাধিক রোড শো আর জনসভা করেছেন শুভেন্দু অধিকারী। সারাও মিলেছে ব্যাপক। প্রতিটি সভা আর রোড শো থেকে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। আবার তৃণমূলের নেতারা শুভেন্দুকে একের পর এক আক্রমণ করে গিয়েছেন। গতকাল নন্দীগ্রামে শুভেন্দুর অরাজনৈতিক সভায় যোগ দিতে যাওয়ার সময় ভূতামোড়ে তৃণমূলের হাতে বিজেপির কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। বিজেপির কর্মীদের বাসেও ভা’ঙ’চু’র চালানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। তৃণমূলের এই হা’ম’লা’য় ১৫ জন বিজেপি কর্মী গুরুতর আহত হন। তাঁদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেই আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে নন্দীগ্রাম সুপারস্পেশ্যালিটি হাসপাত

আমাকে মারার ক্ষমতা নেই, তাই ওদের মারছে! আহতদের সাথে দেখা করে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু

তমলুকঃ  গতকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অরাজনৈতিক সভায় যোগ দিতে গিয়ে তৃণমূলের হা’ম’লা’র শিকার হয়েছিলেন কয়েকজন বিজেপি কর্মী। আহতদের মধ্যে অনেকেই ভর্তি হাসপাতালে। আজ সকালে হাসপাতালে গিয়ে তাঁদের সাথে দেখা করেন শুভেন্দু অধিকারী। আহত বিজেপি কর্মীদের সাথে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। তৃণমূল থেকে বিজেপিতে আসার পর পূর্ব মেদিনীপুরে একাধিক রোড শো আর জনসভা করেছেন শুভেন্দু অধিকারী। সারাও মিলেছে ব্যাপক। প্রতিটি সভা আর রোড শো থেকে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। আবার তৃণমূলের নেতারা শুভেন্দুকে একের পর এক আক্রমণ করে গিয়েছেন। গতকাল নন্দীগ্রামে শুভেন্দুর অরাজনৈতিক সভায় যোগ দিতে যাওয়ার সময় ভূতামোড়ে তৃণমূলের হাতে বিজেপির কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। বিজেপির কর্মীদের বাসেও ভা’ঙ’চু’র চালানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। তৃণমূলের এই হা’ম’লা’য় ১৫ জন বিজেপি কর্মী গুরুতর আহত হন। তাঁদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেই আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে নন্দীগ্রাম সুপারস্পেশ্যালিটি হাসপাত

“তোর অবস্থা কমলেশ তেওয়ারীর মতো হবে”- পাকিস্তানি নাম্বার থেকে এল কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে প্রাণে মারার হুমকি

বিখ্যাত কমিডিয়ান এবং উত্তরপ্রদেশ ফিল্ম বিকাশ পরিষদের প্রমুখ রাজু শ্রীবাস্তবকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। শ্রীবাস্তব এক ভিডিও শেয়ার করে বলেছেন যে উনাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। উনাকে হুমকি দেওয়া হয়েছে যে উনার অবস্থা কমলেশ তেওয়ারী মতো করে দেওয়া হবে। হাস্যকৌতুক শিল্পী বলেছেন উনার সহযোগী অজিত সাকসেনা ও গরবিতকেও হুমকি দেওয়া হয়েছে। ভিডিওতে রাজু শ্রীবাস্তব বলেছেন, “যখন ভারত দেশের উপর কোনো হামলা হয়। সেটা পাকিস্তানের তরফে হোক বা চীনের তরফে তখন আমারও রাগ হয়। আমি কমেডির মাধ্যমে নিজের আক্রোশ প্ৰকাশ করি। কমেডির মাধ্যম আমি শত্রুদের আক্রমন করি, গালি দি। কারণ এটাই আমার অস্ত্র।” कलाकार राजू श्रीवास्तव को फ़ोन पर मिल रही है पाकिस्तान से धमकियां,देश का गुणगान करने पर दी जा रही है जान से मारने की धमकी. @PrayagrajWale @Live_Gyan pic.twitter.com/sORIMREVjV — Aviral Srivastava (@anshpatrkaar) December 29, 2020 https://platform.twitter.com/widgets.js রাজু শ্রীবাস্তব বলেন, এটাই আমরা অস্ত্র কিন্তু আমাকে এখন পাকিস্তান থেকে কল আসছে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। উনি বিষয়টি গম্ভীরতার স

“তোর অবস্থা কমলেশ তেওয়ারীর মতো হবে”- পাকিস্তানি নাম্বার থেকে এল কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে প্রাণে মারার হুমকি

বিখ্যাত কমিডিয়ান এবং উত্তরপ্রদেশ ফিল্ম বিকাশ পরিষদের প্রমুখ রাজু শ্রীবাস্তবকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। শ্রীবাস্তব এক ভিডিও শেয়ার করে বলেছেন যে উনাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। উনাকে হুমকি দেওয়া হয়েছে যে উনার অবস্থা কমলেশ তেওয়ারী মতো করে দেওয়া হবে। হাস্যকৌতুক শিল্পী বলেছেন উনার সহযোগী অজিত সাকসেনা ও গরবিতকেও হুমকি দেওয়া হয়েছে। ভিডিওতে রাজু শ্রীবাস্তব বলেছেন, “যখন ভারত দেশের উপর কোনো হামলা হয়। সেটা পাকিস্তানের তরফে হোক বা চীনের তরফে তখন আমারও রাগ হয়। আমি কমেডির মাধ্যমে নিজের আক্রোশ প্ৰকাশ করি। কমেডির মাধ্যম আমি শত্রুদের আক্রমন করি, গালি দি। কারণ এটাই আমার অস্ত্র।” कलाकार राजू श्रीवास्तव को फ़ोन पर मिल रही है पाकिस्तान से धमकियां,देश का गुणगान करने पर दी जा रही है जान से मारने की धमकी. @PrayagrajWale @Live_Gyan pic.twitter.com/sORIMREVjV — Aviral Srivastava (@anshpatrkaar) December 29, 2020 https://platform.twitter.com/widgets.js রাজু শ্রীবাস্তব বলেন, এটাই আমরা অস্ত্র কিন্তু আমাকে এখন পাকিস্তান থেকে কল আসছে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। উনি বিষয়টি গম্ভীরতার স

প্রায় ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে শ্রীনগরে তিন জঙ্গিকে নিকেশ করল সেনা

শ্রীনগরঃ শ্রীনগরের লাবাপোরা এলাকায় জঙ্গি আর সেনার মধ্যে গুলি বিনিময়ে তিন জঙ্গি নিকেশ হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অপারেশনে সেনার সংযুক্ত দল অংশ নিয়েছিল। এনকাউন্টারের জায়গায় পাথরবাজদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছাড়ে। One terrorist neutralised in the ongoing operation in Lawaypora area of Srinagar: Kashmir Zone Police (Visuals deferred by unspecified time) pic.twitter.com/pod5s7dOx7 — ANI (@ANI) December 30, 2020 https://platform.twitter.com/widgets.js প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবার সেনা ওই এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়েছিল। খবর পাওয়ার পর সেনার সংযুক্ত দল ঘটনাস্থলে যায় আর ঘেরাবন্দি শুরু করে দেয়। একটি বিল্ডিংয়ে লুকিয়ে থাকা জঙ্গিরা সেনার উপর গুলি চালানো শুরু করে। এরপর সেনাও যোগ্য জবাব দিয়ে তিন জঙ্গিকে নিকেশ করে।   The post প্রায় ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে শ্রীনগরে তিন জঙ্গিকে নিকেশ করল সেনা first appeared on India Rag . from India Rag https://ift.tt/38KO9PF

প্রায় ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে শ্রীনগরে তিন জঙ্গিকে নিকেশ করল সেনা

শ্রীনগরঃ শ্রীনগরের লাবাপোরা এলাকায় জঙ্গি আর সেনার মধ্যে গুলি বিনিময়ে তিন জঙ্গি নিকেশ হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অপারেশনে সেনার সংযুক্ত দল অংশ নিয়েছিল। এনকাউন্টারের জায়গায় পাথরবাজদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছাড়ে। One terrorist neutralised in the ongoing operation in Lawaypora area of Srinagar: Kashmir Zone Police (Visuals deferred by unspecified time) pic.twitter.com/pod5s7dOx7 — ANI (@ANI) December 30, 2020 https://platform.twitter.com/widgets.js প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবার সেনা ওই এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়েছিল। খবর পাওয়ার পর সেনার সংযুক্ত দল ঘটনাস্থলে যায় আর ঘেরাবন্দি শুরু করে দেয়। একটি বিল্ডিংয়ে লুকিয়ে থাকা জঙ্গিরা সেনার উপর গুলি চালানো শুরু করে। এরপর সেনাও যোগ্য জবাব দিয়ে তিন জঙ্গিকে নিকেশ করে।   The post প্রায় ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে শ্রীনগরে তিন জঙ্গিকে নিকেশ করল সেনা first appeared on India Rag . from India Rag https://ift.tt/38KO9PF via IFTTT

বিধানসভা ভোটের শক্তি বৃদ্ধি বিজেপির, গেরুয়া শিবিরে নাম লেখালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

চেন্নাইঃ  অনেকদিন ধরেই গুজব রটছিল যে তিনি ভারতীয় জনতা পার্টিতে (Bharatiya janata party) যোগ দেবেন, অবশেষে জল্পনা আর গুজবের অবসান ঘটিয়ে আজ বিজেপিতে যোগ দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন (Laxman Sivaramakrishnan)। উনি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ICC তে নতুন এক কীর্তিমান স্থাপন করেছিলেন। ২০১৭ সালে স্টার স্পোর্টস তামিলে তামিল ভাষায় প্রথমবার ধারাভাষ্য দিয়েছিলেন। এত বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কেউ তামিল ভাষায় কমেন্ট্রি করে। লক্ষ্মণ শিবরামকৃষ্ণন তামিলনাড়ু বিজেপির সভাপতি সিটি রভির হাত ধরে ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করেন। জানিয়ে রাখি, বছর পার করলেই তামিলনাড়ুতে বিধানসভার নির্বাচন। আর তাঁর আগে বিজেপি নিজেদের ঘাঁটি মজবুত করার কাজ শুরু করে দিয়েছে। হায়দ্রাবাদের পুর নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর দক্ষিণের রাজ্য গুলোতে নিজেদের দম দেখাতে প্রস্তুত বিজেপি। Tamil Nadu: Former Indian cricketer Laxman Sivaramakrishnan joins Bharatiya Janata Party in Chennai. https://t.co/bE05u082hx pic.twitter.com/U5arZLrboQ — ANI (@ANI) December 30, 2020 https://platform.twitter.com