বিজেপিতে যাচ্ছেন তৃণমূল সাংসদ? আচমকাই বাড়িতে গেরুয়া দলের প্রতিনিধিরা


কাঁথিঃ দশদিন হয়েছে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী পরিবারের সবাই এখনো তৃণমূলেই রয়েছেন। গতকাল খড়দহের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, রামনবমী আসুক আমার বাড়িতেও পদ্ম ফুটবে। ওনার এই মন্তব্যের ২৪ ঘণ্টা যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর বাড়িতে হাজির বিজেপির সাংসদ। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর সাথে বৈঠকও করেন তিনি। এরপরই নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে।

শিশির অধিকারীর সাথে বাড়িতে গিয়ে দেখা করলেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাত সমেত কয়েকজন বিজেপি নেতা। যদিও এটিকে সৌজন্য সাক্ষাৎ বলেছে দুই পক্ষই। তবে কোথাও একটা কিন্তু থেকেই যাচ্ছে। আগামী মাসের ২ তারিখ কাঁথিতে সভা হবে বিজেপির। সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। সেই সভাতে কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলর মেদিনীপুরের এক গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আরও কয়েকজন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেবেন।

আর সেই সভার আগে চারিদিকে প্রস্তুতি খতিয়ে দেখছে বিজেপির প্রতিনিধি দল। বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাতোকে পূর্ব মেদিনীপুরের পর্যবেক্ষক করা হয়েছে। সেই সুত্রেই তিনি সেখানে আছেন আর শিশির অধিকারীর সাথে দেখাও করেন।

The post বিজেপিতে যাচ্ছেন তৃণমূল সাংসদ? আচমকাই বাড়িতে গেরুয়া দলের প্রতিনিধিরা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/38KirSI
via IFTTT

Comments

Popular posts from this blog

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

‘ভোটে গোপনে তৃণমূলের হয়েই কাজ করেছি” বিজেপি ছেড়ে TMC তে ফেরার আর্জি প্রাক্তন মন্ত্রীর

all links of India Rag