Posts

Showing posts from October, 2021

পোপের সঙ্গে বৈঠকে প্যান্টেই প্রসাব করেছেন বাইডেন, চরম বিদ্রূপের শিকার মার্কিন প্রেসিডেন্ট

Image
নয়া দিল্লিঃ  জো বাইডেনের (Joe Biden) রোম (Rome) সফর নিয়ে গুজব ছড়িয়েছে যে, আমেরিকার প্রেসিডেন্ট (President Of United State) যখন পোপ ফ্রান্সিসের (Pope Francis) সঙ্গে বৈঠক করছিলেন, তখন তিনি ‘বাথরুম অ্যাক্সিডেন্ট”-এর শিকার হন। নেভাডা রিপাবলিকান পার্টির প্রাক্তন সভাপতি এমি টার্কানিয়ান এই দাবি করেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায়  #PoopyPantsBiden ট্রেন্ড হতে থাকে। টার্কানিয়ান বলেন, ‘আমি জানি আমরা এই বিষয়ে সবসময় মজা করি, কিন্তু এবার সত্যি করে এমন ঘটনা রোমে ঘটে গিয়েছে।” দ্য স্পেক্টেটর-র এর অ্যাসোসিয়েট এডিটর ডেমিয়ন থম্পসন বলেন, উনি এই কথা বিশ্বস্ত সূত্রের মারফত জানতে পেরেছেন। এরপর ট্যুইটারে #PoopyPantsBiden ট্রেন্ড করা শুরু করে দেয়। সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়িয়ে পড়ার পর আমেরিকান রাষ্ট্রপতিকে তীব্র সমালোচনার শিকার হতে হয়। ওনার শারীরিক সমস্যা নিয়েও অনেক প্রশ্ন ওঠা শুরু করেছে। তবে এটা প্রমাণিত হয় নি যে, জো বাইডেন আদৌ এই কাজ করেছেন কী না। তবে অনেক ট্যুইটার ইউজারই নিছকই মজার ছলে এবং বাইডেনকে হেনস্থা করার জন্য ট্যুইটারে এমন হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে চলেছে। উল্লেখ্য, আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়া

পোপের সঙ্গে বৈঠকে প্যান্টেই প্রসাব করেছেন বাইডেন, চরম বিদ্রূপের শিকার মার্কিন প্রেসিডেন্ট

Image
নয়া দিল্লিঃ  জো বাইডেনের (Joe Biden) রোম (Rome) সফর নিয়ে গুজব ছড়িয়েছে যে, আমেরিকার প্রেসিডেন্ট (President Of United State) যখন পোপ ফ্রান্সিসের (Pope Francis) সঙ্গে বৈঠক করছিলেন, তখন তিনি ‘বাথরুম অ্যাক্সিডেন্ট”-এর শিকার হন। নেভাডা রিপাবলিকান পার্টির প্রাক্তন সভাপতি এমি টার্কানিয়ান এই দাবি করেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায়  #PoopyPantsBiden ট্রেন্ড হতে থাকে। টার্কানিয়ান বলেন, ‘আমি জানি আমরা এই বিষয়ে সবসময় মজা করি, কিন্তু এবার সত্যি করে এমন ঘটনা রোমে ঘটে গিয়েছে।” দ্য স্পেক্টেটর-র এর অ্যাসোসিয়েট এডিটর ডেমিয়ন থম্পসন বলেন, উনি এই কথা বিশ্বস্ত সূত্রের মারফত জানতে পেরেছেন। এরপর ট্যুইটারে #PoopyPantsBiden ট্রেন্ড করা শুরু করে দেয়। সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়িয়ে পড়ার পর আমেরিকান রাষ্ট্রপতিকে তীব্র সমালোচনার শিকার হতে হয়। ওনার শারীরিক সমস্যা নিয়েও অনেক প্রশ্ন ওঠা শুরু করেছে। তবে এটা প্রমাণিত হয় নি যে, জো বাইডেন আদৌ এই কাজ করেছেন কী না। তবে অনেক ট্যুইটার ইউজারই নিছকই মজার ছলে এবং বাইডেনকে হেনস্থা করার জন্য ট্যুইটারে এমন হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে চলেছে। উল্লেখ্য, আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়া

১ লক্ষ টাকা গ্যারান্টি আয়, মহিলাদের শক্তিশালী করতে বড় পদক্ষেপ কেন্দ্রের

Image
নয়া দিল্লিঃ  করোনা কালে অর্থনৈতিক ধ্বস এবং লকডাউন জীবন ও জীবিকার ভয়ানক ক্ষতি করেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রামাঞ্চলে, মহিলাদের আয়ও এই সময় অনেক কমে গিয়েছে। এবার মহিলাদের আয় বৃদ্ধির জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের মোদি সরকার জানিয়েছে, ইতিমধ্যেই জীবিকা মিশনের অধীনে ৭ কোটি ৭০ লক্ষ মহিলাকে ৭০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বার্ষিক ৮০ হাজার কোটি টাকার প্রাথমিক মূলধনও দেওয়া হচ্ছে। কিন্তু মহিলাদের অন্তত বার্ষিক এক লক্ষ টাকা আয় সুনিশ্চিত করা প্রয়োজন উন্নত জীবন যাত্রার জন্য। আর সেই কারণেই স্বনির্ভর গোষ্ঠী গুলির মাধ্যমে প্রায় আড়াই কোটি মহিলাকে কাজের সুযোগ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারগুলির সাথে আলোচনা করা হয়েছে। তাদের জানানো হয়েছে, এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পারিবারিক স্তরে জীবিকা কার্যক্রমে বৈচিত্র্য আনার উপর জোর দিতে হবে। সারাদেশে স্বনির্ভর গোষ্ঠীগুলির বিভিন্ন মডেলের মাধ্যমে কাজের বৈচিত্র বাড়ানোর দিকে লক্ষ্য দেবে রাজ্য সরকার

১ লক্ষ টাকা গ্যারান্টি আয়, মহিলাদের শক্তিশালী করতে বড় পদক্ষেপ কেন্দ্রের

Image
নয়া দিল্লিঃ  করোনা কালে অর্থনৈতিক ধ্বস এবং লকডাউন জীবন ও জীবিকার ভয়ানক ক্ষতি করেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রামাঞ্চলে, মহিলাদের আয়ও এই সময় অনেক কমে গিয়েছে। এবার মহিলাদের আয় বৃদ্ধির জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের মোদি সরকার জানিয়েছে, ইতিমধ্যেই জীবিকা মিশনের অধীনে ৭ কোটি ৭০ লক্ষ মহিলাকে ৭০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বার্ষিক ৮০ হাজার কোটি টাকার প্রাথমিক মূলধনও দেওয়া হচ্ছে। কিন্তু মহিলাদের অন্তত বার্ষিক এক লক্ষ টাকা আয় সুনিশ্চিত করা প্রয়োজন উন্নত জীবন যাত্রার জন্য। আর সেই কারণেই স্বনির্ভর গোষ্ঠী গুলির মাধ্যমে প্রায় আড়াই কোটি মহিলাকে কাজের সুযোগ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারগুলির সাথে আলোচনা করা হয়েছে। তাদের জানানো হয়েছে, এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পারিবারিক স্তরে জীবিকা কার্যক্রমে বৈচিত্র্য আনার উপর জোর দিতে হবে। সারাদেশে স্বনির্ভর গোষ্ঠীগুলির বিভিন্ন মডেলের মাধ্যমে কাজের বৈচিত্র বাড়ানোর দিকে লক্ষ্য দেবে রাজ্য সরকার

শাহরুখ খানের ছেলে বলেই আরিয়ানকে ছেড়ে দেওয়া উচিৎ নয়, মাদক কাণ্ডে বড় বয়ান শত্রুঘ্ন সিনহার

Image
নয়া দিল্লিঃ  শাহরুখ খানের (Shah Rukh Khan) সুপুত্র আরিয়ান খানের (Aryan Khan) ঘর ওয়াপসি হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে আরও একবার ড্রাগসের আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে। একদিকে এই মামলায় শাহরুখ খান আর আরিয়ানকে বলিউডের অনেক তারকাই সমর্থন করছেন, অন্যদিকে আবার অনেক তারকাই এই বিষয়ে কড়া প্রতিক্রিয়াও দিচ্ছেন। আরিয়ান ধরা পড়ার পরেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হল তাহলে সব স্টার কিডসই কী ড্রাগসের সেবন করে? এই বিষয়ে কথা বলতে গিয়ে বলিউডের অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) বলেন, আমি খুব সৌভাগ্যবান যে, আমার তিন সন্তান লব-কুশ আর সোনাক্ষী ড্রাগস নেয় না। একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা ড্রাগস মামলায় নিজের মন্তব্য পেশ করেন। তিনি NCB কীভাবে আরিয়ানকে গ্রেফতার করেছে, সেটা নিয়েও প্রশ্ন তোলেন। উনি বলেন, কিছু ইস্যু থেকে নজর ঘোরাতেই শাহরুখ খানের ছেলেকে গ্রেফতার করা হয়েছিল। শত্রুঘ্ন সিনহা বলিউড তারকাদের নিজের সন্তানদের সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার প্রশ্নে বলেন, ‘চ্যালেঞ্জ আসুক আর না আসুক এটা করা উচিৎ সবার। আমি আগে থেকেই অ্যান্টি টোব্যাকো অভিযান চালাচ্ছি। আমি সবসময় বলি এসব জিনিস ন

শাহরুখ খানের ছেলে বলেই আরিয়ানকে ছেড়ে দেওয়া উচিৎ নয়, মাদক কাণ্ডে বড় বয়ান শত্রুঘ্ন সিনহার

Image
নয়া দিল্লিঃ  শাহরুখ খানের (Shah Rukh Khan) সুপুত্র আরিয়ান খানের (Aryan Khan) ঘর ওয়াপসি হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে আরও একবার ড্রাগসের আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে। একদিকে এই মামলায় শাহরুখ খান আর আরিয়ানকে বলিউডের অনেক তারকাই সমর্থন করছেন, অন্যদিকে আবার অনেক তারকাই এই বিষয়ে কড়া প্রতিক্রিয়াও দিচ্ছেন। আরিয়ান ধরা পড়ার পরেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হল তাহলে সব স্টার কিডসই কী ড্রাগসের সেবন করে? এই বিষয়ে কথা বলতে গিয়ে বলিউডের অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) বলেন, আমি খুব সৌভাগ্যবান যে, আমার তিন সন্তান লব-কুশ আর সোনাক্ষী ড্রাগস নেয় না। একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা ড্রাগস মামলায় নিজের মন্তব্য পেশ করেন। তিনি NCB কীভাবে আরিয়ানকে গ্রেফতার করেছে, সেটা নিয়েও প্রশ্ন তোলেন। উনি বলেন, কিছু ইস্যু থেকে নজর ঘোরাতেই শাহরুখ খানের ছেলেকে গ্রেফতার করা হয়েছিল। শত্রুঘ্ন সিনহা বলিউড তারকাদের নিজের সন্তানদের সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার প্রশ্নে বলেন, ‘চ্যালেঞ্জ আসুক আর না আসুক এটা করা উচিৎ সবার। আমি আগে থেকেই অ্যান্টি টোব্যাকো অভিযান চালাচ্ছি। আমি সবসময় বলি এসব জিনিস ন

পাকিস্তানে সংকটে হিন্দুরা, মন্দিরে হামলা করে ভাঙচুর লুটপাট চালাল উপদ্রবিরা

Image
নয়া দিল্লিঃ  এমাসেই ভারতের (India) প্রতিবেশী দেশ বাংলাদেশে (bangladesh) ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। গুজব ছড়ানোকে কেন্দ্র করে একের পর এক দুর্গা মণ্ডপে চলেছে তাণ্ডব। পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদের ঘরবাড়িও। আর এবার পাকিস্তান (Pakistan) থেকেও ঠিক এমনও ঘটনা সামনে এল। পাকিস্তানে জন্মাষ্টমীর দিনে সিন্ধ প্রান্তের সঙ্ঘার জেলার শ্রীকৃষ্ণ মন্দিরে হওয়া হামলার পর এবার কোটরি কসবায় পুরনো শিব মন্দিরে হামলা হল। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা দেবী-দেবতার গলা থাকায় বহুমূল্য গহনা আর মন্দিরের দানপেটি থেকে ২৫ হাজার টাকা নিয়ে পালায়। তালা ভেঙে তাঁরা মন্দিরে প্রবেশ করেছিল বলে জানা গিয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনে ছাপা খবর অনুযায়ী, পাকিস্তানের সিন্ধ প্রান্তের কোটরিতে একটি শিব মন্দিরে তালা ভেঙে ঢুকে মূর্তি ভাঙচুর করা হয়। এমনকি উপদ্রবিরা মূর্তি গলায় থাকা অলঙ্কার ও দানপেটি থেকে ২৫ হাজার টাকা নিয়ে পালায়। মন্দির প্রশাসনের অভিযোগের পর পুলিশ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যদিও, পুলিশ এই ঘটনাকে শুধুমাত্র চুরি করার মামলা আখ্যা দিয়ে মন্দিরের পবিত্রতা ভঙ্গের অভিযোগকে খারিজ করে দিয়েছে। এরপর সিন্ধের সংখ

পাকিস্তানে সংকটে হিন্দুরা, মন্দিরে হামলা করে ভাঙচুর লুটপাট চালাল উপদ্রবিরা

Image
নয়া দিল্লিঃ  এমাসেই ভারতের (India) প্রতিবেশী দেশ বাংলাদেশে (bangladesh) ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। গুজব ছড়ানোকে কেন্দ্র করে একের পর এক দুর্গা মণ্ডপে চলেছে তাণ্ডব। পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদের ঘরবাড়িও। আর এবার পাকিস্তান (Pakistan) থেকেও ঠিক এমনও ঘটনা সামনে এল। পাকিস্তানে জন্মাষ্টমীর দিনে সিন্ধ প্রান্তের সঙ্ঘার জেলার শ্রীকৃষ্ণ মন্দিরে হওয়া হামলার পর এবার কোটরি কসবায় পুরনো শিব মন্দিরে হামলা হল। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা দেবী-দেবতার গলা থাকায় বহুমূল্য গহনা আর মন্দিরের দানপেটি থেকে ২৫ হাজার টাকা নিয়ে পালায়। তালা ভেঙে তাঁরা মন্দিরে প্রবেশ করেছিল বলে জানা গিয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনে ছাপা খবর অনুযায়ী, পাকিস্তানের সিন্ধ প্রান্তের কোটরিতে একটি শিব মন্দিরে তালা ভেঙে ঢুকে মূর্তি ভাঙচুর করা হয়। এমনকি উপদ্রবিরা মূর্তি গলায় থাকা অলঙ্কার ও দানপেটি থেকে ২৫ হাজার টাকা নিয়ে পালায়। মন্দির প্রশাসনের অভিযোগের পর পুলিশ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যদিও, পুলিশ এই ঘটনাকে শুধুমাত্র চুরি করার মামলা আখ্যা দিয়ে মন্দিরের পবিত্রতা ভঙ্গের অভিযোগকে খারিজ করে দিয়েছে। এরপর সিন্ধের সংখ

রিপাবলিক টিভির দরুন ঘুম উড়ছে দেশবিরোধীদের, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দায়ের করল মানহানি মামলা

ইসলামি সংগঠন পিএফআই আসামের দারাং-এর ঘটনাটি কভারেজের জন্য রিপাবলিক টিভির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে। আদালত অর্ণব গোস্বামীকে ডাক পাঠিয়েছে।বৃহস্পতিবার (২৮ অক্টোবর), ইসলামিস্ট গ্রুপ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) অর্ণব গোস্বামী এবং সহযোগী সম্পাদক অনন্যা ভার্মার পিএফআই এই দুজনের বিরুদ্ধে ‘মিথ্যা রিপোর্টিং’ এবং ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলেছে। এটি নিউজ ব্রডকাস্ট স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন (এনবিএসএ) কে এই বিষয়ে জানানো হয়েছে। রিপাবলিক টিভি PFI-এর সম্পর্কে মানহানিকর কিছু রিপোর্ট করায় রিপাবলিক টিভির বিরুদ্ধে এক লাখ টাকা ক্ষতিপূরণসহ একটি ‘বাধ্যতামূলক নিষেধাজ্ঞা’ দাবি করা হয়েছে।অতিরিক্ত সিভিল জজ শীতল চৌধুরী প্রধান অর্ণব গোস্বামীকে ডাক পাঠিয়েছেন। মামলার বিষয়টি আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। মানহানির মামলাটি আসামের দারাং ঘটনার কভারেজ সম্পর্কিত। পিএফআই অভিযোগ করেছে, রিপাবলিক টিভি পিএফ‌আইয়ের দুজন নেতা গ্রেফতার হিংসাত্মক অপকর্মের জন্য এই জাতীয় তথ্য টেলিকাস্ট করেছে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া দাবি করেছে, যে দারাং মামলায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি, মোঃ আস

চব্বিশের নির্বাচনের আগে দেশের প্রতিটি কোনায় পৌঁছে যাবে RSS, নয়া পরিকল্পনা সংঘের

ব্যাঙ্গালুরুঃ  রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবোলে শনিবার বলেন, RSS নিজেদের গতিবিধি বিস্তারের জন্য আগামী তিন বছরে দেশের প্রতিটি ব্লকে পৌঁছে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। কর্ণাটকের ধারবারে চলা অখিল ভারতীয় কার্যকারী মণ্ডল বৈঠক সম্পন্ন হওয়ার পর হোসবোলে বলেন, ‘আমরা আমাদের গতিবিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ২০২৪-র মধ্যে আমরা দেশের সমস্ত ব্লকে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছি।” উল্লেখ্য, ২০২৪ সালে দেশে লোকসভার নির্বাচন হতে চলেছে, আর তাঁর আগেই আর.এস.এস নিজেদের শক্তি আরও বৃদ্ধি করার দিকে জোর দিচ্ছে। সংঘ তাদের কাছেও আবেদন করেছে যারা সারা দেশে তাঁদের ভিত্তি প্রসারিত করতে স্বেচ্ছাসেবক হতে চায় এবং ২০২৫ সালের মধ্যে সমস্ত উন্নয়ন ব্লকে তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে চায়। ২০২৫ সালে সংঘ তার শতবর্ষ উদযাপন করবে। আরএসএসের কর্মকতা বলেছেন যে মিজোরাম, নাগাল্যান্ড, কাশ্মীর এবং লাক্ষাদ্বীপে কোনও সংঘের কার্যক্রম নেই। তিনি বলেন যে, কাশ্মীরে সংঘের শাখাগুলি চালানো হচ্ছিল, তবে সেখান থেকে হিন্দুদের নির্বাসনের পরে কার্যক্রম প্রভাবিত হয়েছে। হোসবোলে বলেন, এই রাজ্যগুলিতে পৌঁছানোর পর সেখানে প্রচারকদের মাধ্যমে

রিপাবলিক টিভির দরুন ঘুম উড়ছে দেশবিরোধীদের, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দায়ের করল মানহানি মামলা

ইসলামি সংগঠন পিএফআই আসামের দারাং-এর ঘটনাটি কভারেজের জন্য রিপাবলিক টিভির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে। আদালত অর্ণব গোস্বামীকে ডাক পাঠিয়েছে।বৃহস্পতিবার (২৮ অক্টোবর), ইসলামিস্ট গ্রুপ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) অর্ণব গোস্বামী এবং সহযোগী সম্পাদক অনন্যা ভার্মার পিএফআই এই দুজনের বিরুদ্ধে ‘মিথ্যা রিপোর্টিং’ এবং ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলেছে। এটি নিউজ ব্রডকাস্ট স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন (এনবিএসএ) কে এই বিষয়ে জানানো হয়েছে। রিপাবলিক টিভি PFI-এর সম্পর্কে মানহানিকর কিছু রিপোর্ট করায় রিপাবলিক টিভির বিরুদ্ধে এক লাখ টাকা ক্ষতিপূরণসহ একটি ‘বাধ্যতামূলক নিষেধাজ্ঞা’ দাবি করা হয়েছে।অতিরিক্ত সিভিল জজ শীতল চৌধুরী প্রধান অর্ণব গোস্বামীকে ডাক পাঠিয়েছেন। মামলার বিষয়টি আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। মানহানির মামলাটি আসামের দারাং ঘটনার কভারেজ সম্পর্কিত। পিএফআই অভিযোগ করেছে, রিপাবলিক টিভি পিএফ‌আইয়ের দুজন নেতা গ্রেফতার হিংসাত্মক অপকর্মের জন্য এই জাতীয় তথ্য টেলিকাস্ট করেছে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া দাবি করেছে, যে দারাং মামলায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি, মোঃ আস

চব্বিশের নির্বাচনের আগে দেশের প্রতিটি কোনায় পৌঁছে যাবে RSS, নয়া পরিকল্পনা সংঘের

ব্যাঙ্গালুরুঃ  রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবোলে শনিবার বলেন, RSS নিজেদের গতিবিধি বিস্তারের জন্য আগামী তিন বছরে দেশের প্রতিটি ব্লকে পৌঁছে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। কর্ণাটকের ধারবারে চলা অখিল ভারতীয় কার্যকারী মণ্ডল বৈঠক সম্পন্ন হওয়ার পর হোসবোলে বলেন, ‘আমরা আমাদের গতিবিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ২০২৪-র মধ্যে আমরা দেশের সমস্ত ব্লকে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছি।” উল্লেখ্য, ২০২৪ সালে দেশে লোকসভার নির্বাচন হতে চলেছে, আর তাঁর আগেই আর.এস.এস নিজেদের শক্তি আরও বৃদ্ধি করার দিকে জোর দিচ্ছে। সংঘ তাদের কাছেও আবেদন করেছে যারা সারা দেশে তাঁদের ভিত্তি প্রসারিত করতে স্বেচ্ছাসেবক হতে চায় এবং ২০২৫ সালের মধ্যে সমস্ত উন্নয়ন ব্লকে তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে চায়। ২০২৫ সালে সংঘ তার শতবর্ষ উদযাপন করবে। আরএসএসের কর্মকতা বলেছেন যে মিজোরাম, নাগাল্যান্ড, কাশ্মীর এবং লাক্ষাদ্বীপে কোনও সংঘের কার্যক্রম নেই। তিনি বলেন যে, কাশ্মীরে সংঘের শাখাগুলি চালানো হচ্ছিল, তবে সেখান থেকে হিন্দুদের নির্বাসনের পরে কার্যক্রম প্রভাবিত হয়েছে। হোসবোলে বলেন, এই রাজ্যগুলিতে পৌঁছানোর পর সেখানে প্রচারকদের মাধ্যমে

পাকিস্তানের জিডিপির থেকেও বেশি ইলন মাস্কের সম্পত্তি, পরিমাণ শুনলে মাথায় বাজ পড়বে

Image
নয়া দিল্লিঃ বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি তথা আমেরিকান ইলেকট্রিক গাড়ি কোম্পানি Tesla-র CEO ইলন মাস্কের (Elon Musk) সম্পত্তির পরিমাণ দিনে দ্বিগুণ, রাতে চার গুণ বৃদ্ধি পাচ্ছে। ইলন মাস্কের কাছে পাকিস্তানের (Pakistan) GDP-র থেকেও বেশি সম্পত্তি রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মাস্কের নেট ওয়ার্থ ৩০০ বিলিয়ন ডলারের আশেপাশে। আর উনি খুব শীঘ্রই ৩০০ বিলিয়ন ডলারের সম্পত্তি করা পৃথিবীর সর্বপ্রথম ব্যক্তি হয়ে উঠবেন। বর্তমানে ওনার মোট সম্পত্তি ২৯২ বিলিয়ন ডলার। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে পাকিস্তানের জিডিপির বর্তমান বাজর দর ২৮০ বিলিয়ন ডলার। ২৫ অক্টোবর মাস্কের সম্পত্তি ৩৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়। মাস্কের সম্পত্তিতে এত বেড়ে যাওয়ার প্রধান কারণ হল, আমেরিকার গাড়ি কোম্পানি হার্টজ গ্লোবাল হোল্ডিং (Hertz Global Holdings Inc) টেসলাকে ১ লক্ষ গাড়ির অর্ডার দেওয়া। ব্লুমবার্গে বিশ্বের সবথেকে ধনীদের নিয়ে করা পরিসংখ্যান অনুযায়ী, সোমবার টেসলার শেয়ার ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মাস্ক এখন অ্যামাজনের CEO জেফ বেজসের তুলনায় ১০০ বিলিয়ন ডলারের ধনী। মাস্ক এখন ব্লুমবার্গের কোটিপতি ইনডেক্সে প্রথম স্থানে রয়েছেন। মাস্কের সম্

পাকিস্তানের জিডিপির থেকেও বেশি ইলন মাস্কের সম্পত্তি, পরিমাণ শুনলে মাথায় বাজ পড়বে

Image
নয়া দিল্লিঃ বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি তথা আমেরিকান ইলেকট্রিক গাড়ি কোম্পানি Tesla-র CEO ইলন মাস্কের (Elon Musk) সম্পত্তির পরিমাণ দিনে দ্বিগুণ, রাতে চার গুণ বৃদ্ধি পাচ্ছে। ইলন মাস্কের কাছে পাকিস্তানের (Pakistan) GDP-র থেকেও বেশি সম্পত্তি রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মাস্কের নেট ওয়ার্থ ৩০০ বিলিয়ন ডলারের আশেপাশে। আর উনি খুব শীঘ্রই ৩০০ বিলিয়ন ডলারের সম্পত্তি করা পৃথিবীর সর্বপ্রথম ব্যক্তি হয়ে উঠবেন। বর্তমানে ওনার মোট সম্পত্তি ২৯২ বিলিয়ন ডলার। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে পাকিস্তানের জিডিপির বর্তমান বাজর দর ২৮০ বিলিয়ন ডলার। ২৫ অক্টোবর মাস্কের সম্পত্তি ৩৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়। মাস্কের সম্পত্তিতে এত বেড়ে যাওয়ার প্রধান কারণ হল, আমেরিকার গাড়ি কোম্পানি হার্টজ গ্লোবাল হোল্ডিং (Hertz Global Holdings Inc) টেসলাকে ১ লক্ষ গাড়ির অর্ডার দেওয়া। ব্লুমবার্গে বিশ্বের সবথেকে ধনীদের নিয়ে করা পরিসংখ্যান অনুযায়ী, সোমবার টেসলার শেয়ার ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মাস্ক এখন অ্যামাজনের CEO জেফ বেজসের তুলনায় ১০০ বিলিয়ন ডলারের ধনী। মাস্ক এখন ব্লুমবার্গের কোটিপতি ইনডেক্সে প্রথম স্থানে রয়েছেন। মাস্কের সম্

আরিয়ানকে দেখতে গিয়েও চুরিচামারি, মোবাইল খোয়ালেন অজস্র শাহরুখ ভক্ত

মুম্বাইঃ  এমাসের ২ তারিখে NCB-র হাতে মুম্বাইয়ের প্রমোদতরীতে পার্টি করার সময় মাদক কাণ্ডে গ্রেফতার হন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। তারপর থেকেই তাঁর স্থায়ী ঠিকানা মন্নত থেকে বদলে যায় আর্থার রোড জেল। দীর্ঘ ২৭ দিন তাঁকে কড়া পাহারার মধ্যে জেলেই কাটাতে হয়। জেলে তআরিয়ানের নামও পরিবর্তন হয়ে যায়। জখন থেকে ছেলে জেলে গিয়েছে, তখন থেকেই নাওয়া খাওয়া ভুলে গিয়েছিলেন শাহরুখ খান ও গৌরী খান। তবে এখন শাপ মুক্তি হয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে বৃহস্পতিবার আরিয়ানের জামিন হয়। তবে জামিন হলেও তাঁকে সেদিন জেলেই কাটাতে হয়। শুক্রবারও আরিয়ানকে মুক্ত করে না জেল কর্তৃপক্ষ। অবশেষে শনিবার সকাল ১০টা নাগাদ সমস্ত নিয়ম পালন করে এবং সমস্ত কাগজপত্র ঠিক করে জেল থেকে ছাড়া পান বাদশা খানের ছেলে। এদিন বাদশা পুত্রকে জেলে থেকে বের হওয়ার সময় এক ঝলক দেখার জন্য আর্থার রোড কারাগারের সামনে জমেছিল অজস্র মানুষের ভিড়। আর সেই ভিড়ে ঘটে যায় আজব কাণ্ড। শাহরুখ পুত্রকে মুক্ত হতে দেখতে গিয়ে কমপক্ষে ১০ জন তাঁর মোবাইল ফোন হারিয়ে ফেলেন। আসলে, হারিয়ে ফেলা বললে ঠিক হবে না। তাঁদের ফোন আর্থার রোড জেলের সামনে থেকে চুরি যায়। এই ঘ

আরিয়ানকে দেখতে গিয়েও চুরিচামারি, মোবাইল খোয়ালেন অজস্র শাহরুখ ভক্ত

মুম্বাইঃ  এমাসের ২ তারিখে NCB-র হাতে মুম্বাইয়ের প্রমোদতরীতে পার্টি করার সময় মাদক কাণ্ডে গ্রেফতার হন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। তারপর থেকেই তাঁর স্থায়ী ঠিকানা মন্নত থেকে বদলে যায় আর্থার রোড জেল। দীর্ঘ ২৭ দিন তাঁকে কড়া পাহারার মধ্যে জেলেই কাটাতে হয়। জেলে তআরিয়ানের নামও পরিবর্তন হয়ে যায়। জখন থেকে ছেলে জেলে গিয়েছে, তখন থেকেই নাওয়া খাওয়া ভুলে গিয়েছিলেন শাহরুখ খান ও গৌরী খান। তবে এখন শাপ মুক্তি হয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে বৃহস্পতিবার আরিয়ানের জামিন হয়। তবে জামিন হলেও তাঁকে সেদিন জেলেই কাটাতে হয়। শুক্রবারও আরিয়ানকে মুক্ত করে না জেল কর্তৃপক্ষ। অবশেষে শনিবার সকাল ১০টা নাগাদ সমস্ত নিয়ম পালন করে এবং সমস্ত কাগজপত্র ঠিক করে জেল থেকে ছাড়া পান বাদশা খানের ছেলে। এদিন বাদশা পুত্রকে জেলে থেকে বের হওয়ার সময় এক ঝলক দেখার জন্য আর্থার রোড কারাগারের সামনে জমেছিল অজস্র মানুষের ভিড়। আর সেই ভিড়ে ঘটে যায় আজব কাণ্ড। শাহরুখ পুত্রকে মুক্ত হতে দেখতে গিয়ে কমপক্ষে ১০ জন তাঁর মোবাইল ফোন হারিয়ে ফেলেন। আসলে, হারিয়ে ফেলা বললে ঠিক হবে না। তাঁদের ফোন আর্থার রোড জেলের সামনে থেকে চুরি যায়। এই ঘ

২০ মিনিটের জায়গায় ১ ঘণ্টার বৈঠক, PM মোদীকে বুকে জড়িয়ে স্বাগত জানালেন খোদ পোপ

নয়া দিল্লিঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজের ইতালি সফরে শনিবার ভ্যাটিকান সিটিতে (Vatican City) পৌঁছেছে। সেখানে তিনি পোপ ফ্রান্সিস-র (Pope Francis) সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও ওনার সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আর পোপ ফ্রান্সিসের এটাই প্রথম সাক্ষাৎ ছিল। দুজনের মধ্যে সাক্ষাতের জন্য ২০ মিনিট নির্ধারণ হয়েছিল, কিন্তু বৈঠক ১ ঘণ্টা পর্যন্ত চলে। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর পোপ বিশ্ব থেকে দারিদ্রতা দূরীকরণ, জলবায়ু পরিবর্তন আর শান্তি বহাল রাখা এবং মানুষের সুখকর জীবন নিয়ে চর্চা করেন। Prime Minister Narendra Modi met Pope Francis at the Vatican today "Had a very warm meeting with Pope Francis. I had the opportunity to discuss a wide range of issues with him and also invited him to visit India," says PM. pic.twitter.com/CBiopLlFEV — ANI (@ANI) October 30, 2021 https://platform.twitter.com/widgets.js বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোপ ফ্রান্সিসকে (P

২০ মিনিটের জায়গায় ১ ঘণ্টার বৈঠক, PM মোদীকে বুকে জড়িয়ে স্বাগত জানালেন খোদ পোপ

নয়া দিল্লিঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজের ইতালি সফরে শনিবার ভ্যাটিকান সিটিতে (Vatican City) পৌঁছেছে। সেখানে তিনি পোপ ফ্রান্সিস-র (Pope Francis) সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও ওনার সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আর পোপ ফ্রান্সিসের এটাই প্রথম সাক্ষাৎ ছিল। দুজনের মধ্যে সাক্ষাতের জন্য ২০ মিনিট নির্ধারণ হয়েছিল, কিন্তু বৈঠক ১ ঘণ্টা পর্যন্ত চলে। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর পোপ বিশ্ব থেকে দারিদ্রতা দূরীকরণ, জলবায়ু পরিবর্তন আর শান্তি বহাল রাখা এবং মানুষের সুখকর জীবন নিয়ে চর্চা করেন। Prime Minister Narendra Modi met Pope Francis at the Vatican today "Had a very warm meeting with Pope Francis. I had the opportunity to discuss a wide range of issues with him and also invited him to visit India," says PM. pic.twitter.com/CBiopLlFEV — ANI (@ANI) October 30, 2021 https://platform.twitter.com/widgets.js বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোপ ফ্রান্সিসকে (P

এখানে রাখা যাবে না রোহিঙ্গাদের, পাঠাতে হবে ফেরত! সুপ্রিম কোর্টে জানিয়ে দিল বিজেপির সরকার

নয়া দিল্লিঃ  রোহিঙ্গাদের বিষয়ে বিজেপির নেতৃত্বাধীন কর্ণাটক সরকার নিজেদের পুরনো বয়ান থেকে পালটি মেরেছে। সরকার সুপ্রিম কোর্টে একটি সংশোধিত হলফনাম দায়ের করেছে। এর আগে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে, ব্যাঙ্গালুরুতে থাকা রোহিঙ্গাদের নির্বাসিত করার কোনও পরিকল্পনা নেই তাঁদের। কর্ণাটকের স্বরাষ্ট্র বিভাগের তরফ থেকে দায়ের করা সাম্প্রতিক হলফনামায় বলা হয়েছে যে, তাঁরা কর্ণাটকে ১২৬ রোহিঙ্গাদের চিহ্নিত করেছে। ওই ১২৬ রোহিঙ্গাদের কর্ণাটক পুলিশ বা সরকার কোন শরণার্থী শিবিরে রাখেনি। এই বিষয়ে ২০১৭ সাল সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল। সেখানে দাবি করা হয়েছিল যে, অবৈধ ভাবে ভারতে বসবাস করা রোহিঙ্গাদের এক বছরের মধ্যে ভারত থেকে তাঁদের দেশে ফেরত পাঠাতে হবে। পিটিশনে বলা হয়েছিল যে, দেশে রোহিঙ্গাদের বসবাস নিরাপত্তার দিক থেকে গভীর চিন্তার বিষয়। উল্লেখ্য, কেন্দ্র সরকার নাগরিক সংশোধন বিল পাশ করিয়ে ভারতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে অত্যাচারিত হয়ে শরণ নেওয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও বাকি ধার্মিক সংখ্যালঘুদের বসবাস করার নাগরিকত্ব প্রদানের কথা বলেছিল। তবে সেই বিল পাশ হলেও, এখনও গোটা দেশে লাগু হয়ন

এখানে রাখা যাবে না রোহিঙ্গাদের, পাঠাতে হবে ফেরত! সুপ্রিম কোর্টে জানিয়ে দিল বিজেপির সরকার

নয়া দিল্লিঃ  রোহিঙ্গাদের বিষয়ে বিজেপির নেতৃত্বাধীন কর্ণাটক সরকার নিজেদের পুরনো বয়ান থেকে পালটি মেরেছে। সরকার সুপ্রিম কোর্টে একটি সংশোধিত হলফনাম দায়ের করেছে। এর আগে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে, ব্যাঙ্গালুরুতে থাকা রোহিঙ্গাদের নির্বাসিত করার কোনও পরিকল্পনা নেই তাঁদের। কর্ণাটকের স্বরাষ্ট্র বিভাগের তরফ থেকে দায়ের করা সাম্প্রতিক হলফনামায় বলা হয়েছে যে, তাঁরা কর্ণাটকে ১২৬ রোহিঙ্গাদের চিহ্নিত করেছে। ওই ১২৬ রোহিঙ্গাদের কর্ণাটক পুলিশ বা সরকার কোন শরণার্থী শিবিরে রাখেনি। এই বিষয়ে ২০১৭ সাল সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল। সেখানে দাবি করা হয়েছিল যে, অবৈধ ভাবে ভারতে বসবাস করা রোহিঙ্গাদের এক বছরের মধ্যে ভারত থেকে তাঁদের দেশে ফেরত পাঠাতে হবে। পিটিশনে বলা হয়েছিল যে, দেশে রোহিঙ্গাদের বসবাস নিরাপত্তার দিক থেকে গভীর চিন্তার বিষয়। উল্লেখ্য, কেন্দ্র সরকার নাগরিক সংশোধন বিল পাশ করিয়ে ভারতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে অত্যাচারিত হয়ে শরণ নেওয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও বাকি ধার্মিক সংখ্যালঘুদের বসবাস করার নাগরিকত্ব প্রদানের কথা বলেছিল। তবে সেই বিল পাশ হলেও, এখনও গোটা দেশে লাগু হয়ন

নতুন ব্যবস্যা চীনের, উইঘুর মুসলিমদের লিভার-কিডনি বিক্রি করে কামাচ্ছে কোটি কোটি টাকা

নয়া দিল্লিঃ  চীনে (China) উইঘুর মুসলিমদের (Uyghurs) উপর অত্যাচারের এক ভয়াবহ খবর সামনে এসেছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, চীন উইঘুর মুসলিমদের দেশের অঙ্গ প্রত্যঙ্গের কালোবাজারি করে কোটি কোটি টাকা কামাচ্ছে। সংবাদ সংস্থা ‘হেরাল্ড সান”-র একটি রিপোর্ট অনুযায়ী, প্রায় দেড় লক্ষ উইঘুর মুসলিমদের জোর জবরদস্তি কয়েদ করে রেখেছে চীন। আর বন্দি অবস্থায় থাকা উইঘুর মুসলিমদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিশেষ কিডনি, লিভার বের করে নিয়ে কালোবাজারি করছে তাঁরা। China Makes Billions of Dollars From Uyghurs' Black Market Organ Trade: Reporthttps://t.co/SsDNus8ZnV #China #Uyghurs #BlackMarket #BlackMarketOrganTrade #OrganTrade — LatestLY (@latestly) October 29, 2021 https://platform.twitter.com/widgets.js অস্ট্রেলিয়ার মেলবোর্নের মর্নিং ট্যাবলয়েড রিপোর্টে বলা হয়েছে যে, চীন কীভাবে উইঘুর মুসলিমদের লিভার বিক্রি করে ১ কোটি ২০ লক্ষ টাকা পাচ্ছে আর তাঁর এই করেই বার্ষিক ৭৫ বিলিয়ন ডলারের আশেপাশে কামাই করছে। উল্লেখ্য, এটাই প্রথমবার না যে চীনে ডিটেনশন সেন্টার থেকে মানব অঙ্গের কালোবাজারি করার খবর প্রকাশ্যে এস

নতুন ব্যবস্যা চীনের, উইঘুর মুসলিমদের লিভার-কিডনি বিক্রি করে কামাচ্ছে কোটি কোটি টাকা

নয়া দিল্লিঃ  চীনে (China) উইঘুর মুসলিমদের (Uyghurs) উপর অত্যাচারের এক ভয়াবহ খবর সামনে এসেছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, চীন উইঘুর মুসলিমদের দেশের অঙ্গ প্রত্যঙ্গের কালোবাজারি করে কোটি কোটি টাকা কামাচ্ছে। সংবাদ সংস্থা ‘হেরাল্ড সান”-র একটি রিপোর্ট অনুযায়ী, প্রায় দেড় লক্ষ উইঘুর মুসলিমদের জোর জবরদস্তি কয়েদ করে রেখেছে চীন। আর বন্দি অবস্থায় থাকা উইঘুর মুসলিমদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিশেষ কিডনি, লিভার বের করে নিয়ে কালোবাজারি করছে তাঁরা। China Makes Billions of Dollars From Uyghurs' Black Market Organ Trade: Reporthttps://t.co/SsDNus8ZnV #China #Uyghurs #BlackMarket #BlackMarketOrganTrade #OrganTrade — LatestLY (@latestly) October 29, 2021 https://platform.twitter.com/widgets.js অস্ট্রেলিয়ার মেলবোর্নের মর্নিং ট্যাবলয়েড রিপোর্টে বলা হয়েছে যে, চীন কীভাবে উইঘুর মুসলিমদের লিভার বিক্রি করে ১ কোটি ২০ লক্ষ টাকা পাচ্ছে আর তাঁর এই করেই বার্ষিক ৭৫ বিলিয়ন ডলারের আশেপাশে কামাই করছে। উল্লেখ্য, এটাই প্রথমবার না যে চীনে ডিটেনশন সেন্টার থেকে মানব অঙ্গের কালোবাজারি করার খবর প্রকাশ্যে এস

চীনকে জোর ঝটকা দিল ভারত, দীপাবলিতে ৫০ হাজার কোটি টাকার ক্ষতি ড্রাগনের

Image
নয়া দিল্লিঃ  দীপাবলির আগে ভারতীয়রা (Indians) চীনকে দেউলিয়া বানিয়ে দিয়েছে। দীপাবলির আগেই চীন (China) ভারতের (India) তরফ থেকে বড় ঝটকা খায় আর প্রায় ৫০ হাজার কোটি (Crore) টাকার ক্ষতির সম্মুখীন হয় ড্রাগন। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) জানিয়েছে যে, চীনের সামগ্রী বহিষ্কার করার আহ্বানের যেরে এই উৎসবের মরশুমে বেজিংকে ৫০ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আর স্বদেশী সামগ্রীর চাহিদা বেড়েছে। CAIT জানিয়েছে, উৎসবের মরশুমে দেশজুড়ে বাজারে গ্রাহকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর সেই কারণে ব্যবসায়ীদের মনেও খুশির হাওয়া বয়ে চলেছে। দীপাবলিতে কেনাকাটার দরুন দেশের অর্থনীতিতেও বড়সড় প্রভাব পড়বে। CAIT জানায়, গত বছরের মতো এবছরেও আমরা চীনের সামগ্রী বহিষ্কার করার আহ্বান করেছিলাম। এরফলে দেশজুড়ে ব্যবসায়ীরা চীনে সামগ্রী রাখা বন্ধ করে দেয় যার কারণে এই দীপাবলিতে চীন প্রায় ৫০ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে চলেছে। এছাড়াও ভারতীয়রাও এখন চীনের সামগ্রী কিনতে চাইছে না, এই কারণে ভারতীয় সামগ্রীর চাহিদাও বেড়েছে। CAIT-র সর্বভারতীয় সভাপতি বি.সি ভরতিয়া বলেন, CAIT-র রিসার্চ শাখা দ্বারা দেশের কয়েকটি রাজ্যের ২০টি

চীনকে জোর ঝটকা দিল ভারত, দীপাবলিতে ৫০ হাজার কোটি টাকার ক্ষতি ড্রাগনের

Image
নয়া দিল্লিঃ  দীপাবলির আগে ভারতীয়রা (Indians) চীনকে দেউলিয়া বানিয়ে দিয়েছে। দীপাবলির আগেই চীন (China) ভারতের (India) তরফ থেকে বড় ঝটকা খায় আর প্রায় ৫০ হাজার কোটি (Crore) টাকার ক্ষতির সম্মুখীন হয় ড্রাগন। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) জানিয়েছে যে, চীনের সামগ্রী বহিষ্কার করার আহ্বানের যেরে এই উৎসবের মরশুমে বেজিংকে ৫০ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আর স্বদেশী সামগ্রীর চাহিদা বেড়েছে। CAIT জানিয়েছে, উৎসবের মরশুমে দেশজুড়ে বাজারে গ্রাহকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর সেই কারণে ব্যবসায়ীদের মনেও খুশির হাওয়া বয়ে চলেছে। দীপাবলিতে কেনাকাটার দরুন দেশের অর্থনীতিতেও বড়সড় প্রভাব পড়বে। CAIT জানায়, গত বছরের মতো এবছরেও আমরা চীনের সামগ্রী বহিষ্কার করার আহ্বান করেছিলাম। এরফলে দেশজুড়ে ব্যবসায়ীরা চীনে সামগ্রী রাখা বন্ধ করে দেয় যার কারণে এই দীপাবলিতে চীন প্রায় ৫০ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে চলেছে। এছাড়াও ভারতীয়রাও এখন চীনের সামগ্রী কিনতে চাইছে না, এই কারণে ভারতীয় সামগ্রীর চাহিদাও বেড়েছে। CAIT-র সর্বভারতীয় সভাপতি বি.সি ভরতিয়া বলেন, CAIT-র রিসার্চ শাখা দ্বারা দেশের কয়েকটি রাজ্যের ২০টি

‘No Ram’ থেকে ‘জয় শ্রী রাম ‘, দিল্লিতে রাম মন্দির তৈরি করছেন কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকার ‘দিল্লি কি দিওয়ালি’ উদযাপনের অংশ হিসাবে নিউ দিল্লির থ্যাগরাজ স্টেডিয়াম কমপ্লেক্সে নির্মাণাধীন অযোধ্যা রাম মন্দিরের একটি প্রতিরূপ তৈরি করছে। মন্দিরের প্রতিরূপটি 30-ফুট-উচ্চ এবং 80-ফুট চওড়া হবে। এটি সেই মঞ্চের একটি অংশ যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৪ নভেম্বর দিওয়ালি উপলক্ষে পূজাপাঠ করবেন।উপমুখ্যমন্ত্রীর (মণীশ সিসোদিয়া) অফিসের নির্দেশ অনুসারে নির্মাণ কাজ করা হচ্ছে বলে সূত্রের খবর। এ বিষয়ে একজন কর্মী বলেছেন, “রামমন্দির ওই মঞ্চের অংশ হবে। এটি একটি ধাতব ফ্রেমের ওপর নির্মিত হবে এবং এর উপর পাতলা পাতলা কাঠ থাকবে। মন্দিরের বাইরের অংশ থার্মোকল দিয়ে তৈরি করা হবে।”বৃহস্পতিবার রেপ্লিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং রবিবারের মধ্যে শেষ করা হবে বলে জানানো হয়েছে। কেজরিওয়াল এবং তার অনেক মন্ত্রী রাম মন্দির নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিলেন এবং হিন্দু সম্প্রদায়কে এই নির্মাণের নিন্দাও করেছিলেন। সুপ্রিম কোর্টের রায়দানের পর এবং অপ্রতিরোধ্য জনমত মন্দির নির্মাণের পক্ষে যাওয়ায় কেজরিওয়াল দ্রুত ইউ-টার্ন নিয়েছেন। কেজরিওয়াল যিনি একসময়

‘No Ram’ থেকে ‘জয় শ্রী রাম ‘, দিল্লিতে রাম মন্দির তৈরি করছেন কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকার ‘দিল্লি কি দিওয়ালি’ উদযাপনের অংশ হিসাবে নিউ দিল্লির থ্যাগরাজ স্টেডিয়াম কমপ্লেক্সে নির্মাণাধীন অযোধ্যা রাম মন্দিরের একটি প্রতিরূপ তৈরি করছে। মন্দিরের প্রতিরূপটি 30-ফুট-উচ্চ এবং 80-ফুট চওড়া হবে। এটি সেই মঞ্চের একটি অংশ যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৪ নভেম্বর দিওয়ালি উপলক্ষে পূজাপাঠ করবেন।উপমুখ্যমন্ত্রীর (মণীশ সিসোদিয়া) অফিসের নির্দেশ অনুসারে নির্মাণ কাজ করা হচ্ছে বলে সূত্রের খবর। এ বিষয়ে একজন কর্মী বলেছেন, “রামমন্দির ওই মঞ্চের অংশ হবে। এটি একটি ধাতব ফ্রেমের ওপর নির্মিত হবে এবং এর উপর পাতলা পাতলা কাঠ থাকবে। মন্দিরের বাইরের অংশ থার্মোকল দিয়ে তৈরি করা হবে।”বৃহস্পতিবার রেপ্লিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং রবিবারের মধ্যে শেষ করা হবে বলে জানানো হয়েছে। কেজরিওয়াল এবং তার অনেক মন্ত্রী রাম মন্দির নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিলেন এবং হিন্দু সম্প্রদায়কে এই নির্মাণের নিন্দাও করেছিলেন। সুপ্রিম কোর্টের রায়দানের পর এবং অপ্রতিরোধ্য জনমত মন্দির নির্মাণের পক্ষে যাওয়ায় কেজরিওয়াল দ্রুত ইউ-টার্ন নিয়েছেন। কেজরিওয়াল যিনি একসময়

নিমিষেই ধ্বংস হয়ে যাবে শত্রু সেনা, Agni-V এর পর এবার স্বদেশী SAAW-র সফল পরীক্ষণ করল ভারত

Image
পোখরানঃ  ভারত (India) ২৮ অক্টোবর রাজস্থানের (Rajasthan) পোখরান (Pokhran) রেঞ্জ থেকে স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড হাতিয়ারের (SAAW) সফল পরীক্ষণ করল। জানা গিয়েছে যে, আগামী দিনে সটিক লক্ষ্য ভেদ করা এই স্বদেশী হাতিয়ারের আরও পরীক্ষণ করা হতে পারে। এটি এই হাতিয়ারের দশম পরীক্ষণ ছিল। ২০১৩ সালে SAAW প্রোজেক্টকে মঞ্জুরি দিয়েছিল ভারত সরকার। SAAW ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) দ্বারা তৈরি দীর্ঘ দূরত্বের নির্ভুল-নির্দেশিত অ্যান্টি-এয়ারফিল্ড অস্ত্র। SAAW-র রেঞ্জ ১০০ কিমি পর্যন্ত যেকোনো লক্ষ্যবস্তুকে নির্ভুল ভাবে ভেদ করতে সক্ষম। সেপ্টেম্বর ২০২০ সালে SAAW-কে নৌসেনা আর বায়ুসেনার জন্য ভারত সরকার কেনার মঞ্জুরি দিয়েছিল। ২০১৬ সালে এই হাতিয়ারের প্রথম সফল পরীক্ষণ হয়। আর এরপর ২০১৭ সালের নভেম্বর মাসে এর দ্বিতীয় সফল পরীক্ষণ হয় এরপর একই বছরের ডিসেম্বর মাসে এর আরেকটি পরীক্ষণ হয়। ১৬ আর ১৮ আগস্ট ২০১৮ সালের এর তৃতীয় পরীক্ষণ করা হয়। জানুয়ারি ২০২১-এ SAAW-র নবম সফল পরীক্ষণ করা হয়েছিল। বলে দিই, দু’দিন আগে ২৭ অক্টোবর ভারত দেশের সৈন্য শক্তি বাড়াতে অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষণ করেছিল। অগ্নি-৫ পাঁচ হাজার

নিমিষেই ধ্বংস হয়ে যাবে শত্রু সেনা, Agni-V এর পর এবার স্বদেশী SAAW-র সফল পরীক্ষণ করল ভারত

Image
পোখরানঃ  ভারত (India) ২৮ অক্টোবর রাজস্থানের (Rajasthan) পোখরান (Pokhran) রেঞ্জ থেকে স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড হাতিয়ারের (SAAW) সফল পরীক্ষণ করল। জানা গিয়েছে যে, আগামী দিনে সটিক লক্ষ্য ভেদ করা এই স্বদেশী হাতিয়ারের আরও পরীক্ষণ করা হতে পারে। এটি এই হাতিয়ারের দশম পরীক্ষণ ছিল। ২০১৩ সালে SAAW প্রোজেক্টকে মঞ্জুরি দিয়েছিল ভারত সরকার। SAAW ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) দ্বারা তৈরি দীর্ঘ দূরত্বের নির্ভুল-নির্দেশিত অ্যান্টি-এয়ারফিল্ড অস্ত্র। SAAW-র রেঞ্জ ১০০ কিমি পর্যন্ত যেকোনো লক্ষ্যবস্তুকে নির্ভুল ভাবে ভেদ করতে সক্ষম। সেপ্টেম্বর ২০২০ সালে SAAW-কে নৌসেনা আর বায়ুসেনার জন্য ভারত সরকার কেনার মঞ্জুরি দিয়েছিল। ২০১৬ সালে এই হাতিয়ারের প্রথম সফল পরীক্ষণ হয়। আর এরপর ২০১৭ সালের নভেম্বর মাসে এর দ্বিতীয় সফল পরীক্ষণ হয় এরপর একই বছরের ডিসেম্বর মাসে এর আরেকটি পরীক্ষণ হয়। ১৬ আর ১৮ আগস্ট ২০১৮ সালের এর তৃতীয় পরীক্ষণ করা হয়। জানুয়ারি ২০২১-এ SAAW-র নবম সফল পরীক্ষণ করা হয়েছিল। বলে দিই, দু’দিন আগে ২৭ অক্টোবর ভারত দেশের সৈন্য শক্তি বাড়াতে অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষণ করেছিল। অগ্নি-৫ পাঁচ হাজার

‘মোদী মোদী” ধ্বনিতে কাঁপল রোম, সংস্কৃত শ্লোক পড়ে স্বাগত জানানো হল প্রধানমন্ত্রীকে

নয়া দিল্লিঃ ‘মোদী মোদী’ হর্ষধ্বনিতে কেঁপে ওঠে রোমের (rome) আকাশ, ধ্বনিত হল সংস্কৃত শ্লোকও। মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে গিয়ে, ইটালির জনতার থেকে আবেগঘন ভালোবাসা পেয়ে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। বর্তমান সময়ে দু’দিনের ইটালি সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালেই রোমে পা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিগত ১২ বছরের মধ্যে এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী গেলেন রোম সফরে। তবে এই রেকর্ড ভেঙে জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করতে সেখানে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী মোদী। আর সেখানে গিয়ে সেখানকার মানুষদের থেকে অফুরান ভালোবাসাও পেলেন তিনি। #WATCH Sanskrit chants, slogans of 'Modi, Modi' reverberate at Piazza Gandhi in Rome as Prime Minister Narendra Modi interacts with people gathered there The PM is in Rome to participate in the G20 Summit. pic.twitter.com/G13ptYOAjB — ANI (@ANI) October 29, 2021 https://platform.twitter.com/widgets.js নির্ধারিত কর্মসূচীর মধ্যে সেখানে গিয়ে রোমের ‘পিয়াজা গান্ধী’তে জাতির জনক মহাত্মা গান্ধ

‘মোদী মোদী” ধ্বনিতে কাঁপল রোম, সংস্কৃত শ্লোক পড়ে স্বাগত জানানো হল প্রধানমন্ত্রীকে

নয়া দিল্লিঃ ‘মোদী মোদী’ হর্ষধ্বনিতে কেঁপে ওঠে রোমের (rome) আকাশ, ধ্বনিত হল সংস্কৃত শ্লোকও। মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে গিয়ে, ইটালির জনতার থেকে আবেগঘন ভালোবাসা পেয়ে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। বর্তমান সময়ে দু’দিনের ইটালি সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালেই রোমে পা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিগত ১২ বছরের মধ্যে এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী গেলেন রোম সফরে। তবে এই রেকর্ড ভেঙে জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করতে সেখানে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী মোদী। আর সেখানে গিয়ে সেখানকার মানুষদের থেকে অফুরান ভালোবাসাও পেলেন তিনি। #WATCH Sanskrit chants, slogans of 'Modi, Modi' reverberate at Piazza Gandhi in Rome as Prime Minister Narendra Modi interacts with people gathered there The PM is in Rome to participate in the G20 Summit. pic.twitter.com/G13ptYOAjB — ANI (@ANI) October 29, 2021 https://platform.twitter.com/widgets.js নির্ধারিত কর্মসূচীর মধ্যে সেখানে গিয়ে রোমের ‘পিয়াজা গান্ধী’তে জাতির জনক মহাত্মা গান্ধ

গৃহযুদ্ধের পরিস্থিতি পাকিস্তানে, ইসলামাবাদ ঘেরাও জঙ্গি সমর্থকদের, পুলিশের সঙ্গে চলছে সংঘর্ষ

Image
নয়া দিল্লিঃ  পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রান্তে কট্টরপন্থী ইসলামিক সংগঠন তেহরিক-ই-লব্যাক পাকিস্তান (TLP)-র সমর্থক আর পুলিশের মধ্যে হিংসাত্মক সংঘর্ষ চলছে। TLP আর ইমরান (Imran Khan) সরকারের মধ্যে বৈঠকে কোনও সমাধান সূত্র না বের হওয়ার পর এই হিংসা আরও বড় আকার ধারণ করে। TLP নিজেদের প্রধান সাদ রিজভির মুক্তি আর ফ্রান্সের রাজদূতদের দেশ থেকে বের করার দাবিতে অনড় রয়েছে। TLP নিজেদের দাবি পূরণের জন্য রবিবার সরকারকে দু’দিনের সময় দিয়েছিল। পাশাপাশি তাঁরা এও হুঁশিয়ারি দেয় যে, তাঁদের দাবি না মেনে নেওয়া হলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ঘেরাও করা হবে। এরপর বুধবার TLP ইসলামাবাদের দিকে কুচ করে, আর এরপর বহু জায়গায় TLP সমর্থন এবং পুলিশের মধ্যে হিংসাত্মক সংঘর্ষ হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বৃহস্পতিবার বলেছিলেন, সরকার TLP-র সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। উনি এও বলেছিলেন যে, TLP-র প্রধান সাদ রিজভির সঙ্গে ফোনে কথা হয়েছিল, কিন্তু সমস্যার সমাধান হয়নি। উনি বলেন, ‘TLP-র সঙ্গে আমাদের যেই চুক্তি হয়েছিল, আমরা তাতে কায়েম রয়েছি। কিন্তু TLP আমাদের কথা শুনছে না আর চুক্তিমত কাজও করছে না।” সরকার জানিয়েছে যে

গৃহযুদ্ধের পরিস্থিতি পাকিস্তানে, ইসলামাবাদ ঘেরাও জঙ্গি সমর্থকদের, পুলিশের সঙ্গে চলছে সংঘর্ষ

Image
নয়া দিল্লিঃ  পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রান্তে কট্টরপন্থী ইসলামিক সংগঠন তেহরিক-ই-লব্যাক পাকিস্তান (TLP)-র সমর্থক আর পুলিশের মধ্যে হিংসাত্মক সংঘর্ষ চলছে। TLP আর ইমরান (Imran Khan) সরকারের মধ্যে বৈঠকে কোনও সমাধান সূত্র না বের হওয়ার পর এই হিংসা আরও বড় আকার ধারণ করে। TLP নিজেদের প্রধান সাদ রিজভির মুক্তি আর ফ্রান্সের রাজদূতদের দেশ থেকে বের করার দাবিতে অনড় রয়েছে। TLP নিজেদের দাবি পূরণের জন্য রবিবার সরকারকে দু’দিনের সময় দিয়েছিল। পাশাপাশি তাঁরা এও হুঁশিয়ারি দেয় যে, তাঁদের দাবি না মেনে নেওয়া হলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ঘেরাও করা হবে। এরপর বুধবার TLP ইসলামাবাদের দিকে কুচ করে, আর এরপর বহু জায়গায় TLP সমর্থন এবং পুলিশের মধ্যে হিংসাত্মক সংঘর্ষ হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বৃহস্পতিবার বলেছিলেন, সরকার TLP-র সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। উনি এও বলেছিলেন যে, TLP-র প্রধান সাদ রিজভির সঙ্গে ফোনে কথা হয়েছিল, কিন্তু সমস্যার সমাধান হয়নি। উনি বলেন, ‘TLP-র সঙ্গে আমাদের যেই চুক্তি হয়েছিল, আমরা তাতে কায়েম রয়েছি। কিন্তু TLP আমাদের কথা শুনছে না আর চুক্তিমত কাজও করছে না।” সরকার জানিয়েছে যে

বিবাহিতদের জন্য সুবর্ণ সুযোগ, মাসিক ১০ হাজার টাকা করে পেনশন দিচ্ছে এই স্কিম

Image
নয়া দিল্লিঃ অবসরের পর পেনশন সকলের কাছেই বড় সম্বল। কিন্তু এর জন্য কোথায় টাকা বিনিয়োগ করা সঠিক হবে সেটাই হলো সবথেকে বড় প্রশ্ন। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটি দুরন্ত স্কিম রয়েছে। প্রবীণ ব্যক্তিদের জন্য APY বা অটল পেনশন যোজনা শুরু করা হয়েছিল ২০১৫ সালে। প্রথমে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কথা মাথায় রেখে এই যোজনা শুরু করা হলেও এখন তা সকলের জন্যই উপলব্ধ। এক্ষেত্রে আপনি মাসিক ১০০০,২০০০,৩০০০,৪০০০ অথবা ৫০০০ টাকা অবধি পেনশন লাভ করতে পারেন। এক্ষেত্রে আলাদা আলাদা স্বামী-স্ত্রী অ্যাকাউন্ট খুললে মাসিক ১০ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন তারা। মূলত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কথা মাথায় রেখে এই যোজনা চালু করা হয়েছে বলে এর প্রিমিয়ামও অত্যন্ত কম। জানিয়ে রাখি ১৮ থেকে ৪০ বছর বয়স অবধি যেকোনো পুরুষ অথবা মহিলা অটল পেনশন যোজনায় নিজের খাতা খুলতে পারেন। অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবেঃ ★ব্যাংক বা পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট থাকলে সরাসরি এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারেন আপনি। না হলে আপনাকে নতুন করে খাতা খুলতে হবে। ★১৮ বছর বয়স থেকে কেউ যদি অটল পেনশন যোজনার অন্তর্ভুক্ত হন, তাহলে ৪০ বছর বয়

বিবাহিতদের জন্য সুবর্ণ সুযোগ, মাসিক ১০ হাজার টাকা করে পেনশন দিচ্ছে এই স্কিম

Image
নয়া দিল্লিঃ অবসরের পর পেনশন সকলের কাছেই বড় সম্বল। কিন্তু এর জন্য কোথায় টাকা বিনিয়োগ করা সঠিক হবে সেটাই হলো সবথেকে বড় প্রশ্ন। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটি দুরন্ত স্কিম রয়েছে। প্রবীণ ব্যক্তিদের জন্য APY বা অটল পেনশন যোজনা শুরু করা হয়েছিল ২০১৫ সালে। প্রথমে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কথা মাথায় রেখে এই যোজনা শুরু করা হলেও এখন তা সকলের জন্যই উপলব্ধ। এক্ষেত্রে আপনি মাসিক ১০০০,২০০০,৩০০০,৪০০০ অথবা ৫০০০ টাকা অবধি পেনশন লাভ করতে পারেন। এক্ষেত্রে আলাদা আলাদা স্বামী-স্ত্রী অ্যাকাউন্ট খুললে মাসিক ১০ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন তারা। মূলত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কথা মাথায় রেখে এই যোজনা চালু করা হয়েছে বলে এর প্রিমিয়ামও অত্যন্ত কম। জানিয়ে রাখি ১৮ থেকে ৪০ বছর বয়স অবধি যেকোনো পুরুষ অথবা মহিলা অটল পেনশন যোজনায় নিজের খাতা খুলতে পারেন। অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবেঃ ★ব্যাংক বা পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট থাকলে সরাসরি এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারেন আপনি। না হলে আপনাকে নতুন করে খাতা খুলতে হবে। ★১৮ বছর বয়স থেকে কেউ যদি অটল পেনশন যোজনার অন্তর্ভুক্ত হন, তাহলে ৪০ বছর বয়