পাকিস্তানের জিডিপির থেকেও বেশি ইলন মাস্কের সম্পত্তি, পরিমাণ শুনলে মাথায় বাজ পড়বে


নয়া দিল্লিঃ বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি তথা আমেরিকান ইলেকট্রিক গাড়ি কোম্পানি Tesla-র CEO ইলন মাস্কের (Elon Musk) সম্পত্তির পরিমাণ দিনে দ্বিগুণ, রাতে চার গুণ বৃদ্ধি পাচ্ছে। ইলন মাস্কের কাছে পাকিস্তানের (Pakistan) GDP-র থেকেও বেশি সম্পত্তি রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মাস্কের নেট ওয়ার্থ ৩০০ বিলিয়ন ডলারের আশেপাশে। আর উনি খুব শীঘ্রই ৩০০ বিলিয়ন ডলারের সম্পত্তি করা পৃথিবীর সর্বপ্রথম ব্যক্তি হয়ে উঠবেন। বর্তমানে ওনার মোট সম্পত্তি ২৯২ বিলিয়ন ডলার।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে পাকিস্তানের জিডিপির বর্তমান বাজর দর ২৮০ বিলিয়ন ডলার। ২৫ অক্টোবর মাস্কের সম্পত্তি ৩৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়। মাস্কের সম্পত্তিতে এত বেড়ে যাওয়ার প্রধান কারণ হল, আমেরিকার গাড়ি কোম্পানি হার্টজ গ্লোবাল হোল্ডিং (Hertz Global Holdings Inc) টেসলাকে ১ লক্ষ গাড়ির অর্ডার দেওয়া।

ব্লুমবার্গে বিশ্বের সবথেকে ধনীদের নিয়ে করা পরিসংখ্যান অনুযায়ী, সোমবার টেসলার শেয়ার ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মাস্ক এখন অ্যামাজনের CEO জেফ বেজসের তুলনায় ১০০ বিলিয়ন ডলারের ধনী। মাস্ক এখন ব্লুমবার্গের কোটিপতি ইনডেক্সে প্রথম স্থানে রয়েছেন।

মাস্কের সম্পত্তি আর পাকিস্তানের জিডিপির তুলনা বুধবার আমেরিকার সাংবাদিক এডওয়ার্ড লুস দ্বারা করার পর শিরোনামে উঠে আসে। অন্যদিকে মাস্কের মোট সম্পত্তি বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ গাড়ি কোম্পানি টয়োটার মার্কেট ক্যাপের থেকে বেশি। যার বর্তমান বাজার মূল্য ২৮৩ বিলিয়ন ডলার।

The post পাকিস্তানের জিডিপির থেকেও বেশি ইলন মাস্কের সম্পত্তি, পরিমাণ শুনলে মাথায় বাজ পড়বে first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3nHcuh0
via IFTTT

Comments

Popular posts from this blog

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

‘ভোটে গোপনে তৃণমূলের হয়েই কাজ করেছি” বিজেপি ছেড়ে TMC তে ফেরার আর্জি প্রাক্তন মন্ত্রীর

all links of India Rag