Posts

Showing posts from December, 2021

দম থাকলে মন্দির নির্মাণ আটকে দেখাক, অযোধ্যায় হুঙ্কার অমিত শাহের

অযোধ্যাঃ  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে অযোধ্যায় যান। সেখানে তিনি একটি সভা থেকে বিরোধী দলগুলিকে নিশানা করেছেন। তিনি অযোধ্যার বিখ্যাত হনুমানগড়ী মন্দিরে প্রার্থনা করেন এবং তারপর জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করেন। রাম মন্দির নির্মাণের জন্য কত বছর সংগ্রাম হয়েছিল তা নিয়ে বলার সময় অমিত শাহ বলেন, “কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজপার্টি তাদের শাসন কালে শ্রী রামের মন্দির নির্মাণ বন্ধ করার জন্য অনেক প্রচেষ্টা করেছিল। আপনারা সবাই মনে রাখবেন, এই লোকেরা কর সেবকদের উপর গুলি চালিয়েছিল। রাম সেবকদের লাঠিপেটা করা হয়েছিল, রাম সেবকদের হত্যা করে সরযূ নদীতে ফেলে দেওয়া হয়েছিল।” অমিত শাহ বলেন, “কেন এত বছর তাঁবুতে থাকতে হল রাম লল্লাকে? কারা কর সেবকদের উপর গুলি চালাল? রামমন্দির নির্মাণে বাধা দেয় কারা? আমাদের এই সব মনে রাখতে হবে। এখন আর রাম মন্দির নির্মাণ কেউ আটকাতে পারবে না।” ये समाजवादी पार्टी के लोग जिन्होंने कारसेवकों पर डंडे बरसाएं, गोलियां चलवाई, ये लोग ताना मारते थे कि मंदिर वहीं बनाएंगे, तिथि नहीं बताएंगे। अरे अखिलेश बाबू दम हो तो मंदिर

ছোট্ট কাপ কেক আর মোমবাতি, এক তরুণকে পাশে নিয়ে এভাবেই জন্মদিন পালন করলেন রতন টাটা

নয়া দিল্লিঃ ভারতের শিল্পপতি তথা বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটাকে আমরা কে না চিনি? ওনার সাধারণ জীবনযাপন এবং মানুষ ও ভারতের প্রতি ভালোবাসা নিয়ে আমরা সবাই কমবেশি অবগত। ভারতের ১ নম্বর শিল্পপতি না হলেও, রতন টাটা প্রতিটি ভারতীয় মনে এমন ভাবে গেঁথে রয়েছেন যে, উনি ১ নম্বরের থেকে অনেক বেশি উপরে চলে গিয়েছেন। বলে দিই, গত ২৮ শে ডিসেম্বর মঙ্গলবার রতন টাটা নিজের ৮৪ তম জন্মদিন পালন করেছেন। তার জন্মদিন উদযাপনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এই ভিডিওতে রতন টাটাকে একটি চেয়ারে বসে সামনের টেবিলে একটি ছোট কাপ কেক কাটতে দেখা গেছে। রতন টাটা একটি ছোট কেকের উপর মোমবাতি নিভিয়ে কেক কেটেছেন। পাশে দাঁড়িয়ে ছিলেন একটি তরুণ যুবক। ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় যে রতন টাটা বেশি জাঁকজমক না করে একটি কমদামি কেক কেটে তার জন্মদিন উদযাপন করছেন। অত্যন্ত সরলতার সাথে উদযাপন করার এই বিষয়টি সকলের মন কেড়েছে। বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু এই ভিডিওতে অনেকেই ভাবছেন কে এই যুবক যিনি রতন টাটার সঙ্গে কেক কাটেন? জানলে অবাক হবেন এই ছেলের সাথে রতন টাটার কোন পারিবারিক সম্পর্ক নেই

ছোট্ট কাপ কেক আর মোমবাতি, এক তরুণকে পাশে নিয়ে এভাবেই জন্মদিন পালন করলেন রতন টাটা

নয়া দিল্লিঃ ভারতের শিল্পপতি তথা বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটাকে আমরা কে না চিনি? ওনার সাধারণ জীবনযাপন এবং মানুষ ও ভারতের প্রতি ভালোবাসা নিয়ে আমরা সবাই কমবেশি অবগত। ভারতের ১ নম্বর শিল্পপতি না হলেও, রতন টাটা প্রতিটি ভারতীয় মনে এমন ভাবে গেঁথে রয়েছেন যে, উনি ১ নম্বরের থেকে অনেক বেশি উপরে চলে গিয়েছেন। বলে দিই, গত ২৮ শে ডিসেম্বর মঙ্গলবার রতন টাটা নিজের ৮৪ তম জন্মদিন পালন করেছেন। তার জন্মদিন উদযাপনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এই ভিডিওতে রতন টাটাকে একটি চেয়ারে বসে সামনের টেবিলে একটি ছোট কাপ কেক কাটতে দেখা গেছে। রতন টাটা একটি ছোট কেকের উপর মোমবাতি নিভিয়ে কেক কেটেছেন। পাশে দাঁড়িয়ে ছিলেন একটি তরুণ যুবক। ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় যে রতন টাটা বেশি জাঁকজমক না করে একটি কমদামি কেক কেটে তার জন্মদিন উদযাপন করছেন। অত্যন্ত সরলতার সাথে উদযাপন করার এই বিষয়টি সকলের মন কেড়েছে। বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু এই ভিডিওতে অনেকেই ভাবছেন কে এই যুবক যিনি রতন টাটার সঙ্গে কেক কাটেন? জানলে অবাক হবেন এই ছেলের সাথে রতন টাটার কোন পারিবারিক সম্পর্ক নেই

কালীচরণ মহারাজের গ্রেফতারিতে লক্ষ লক্ষ মানুষের মনে ক্ষোভ, দিয়ে দিল হুমকিও

Image
নয়া দিল্লিঃ  সম্প্রতিয়ে ছত্তিগড়ের রায়পুরে ধর্ম সংসদে মহত্মা গান্ধীকে নিয়ে বিতর্কিত বয়ান দেওয়া হয়েছে। সেই বিতর্কিত বয়ান দিয়েছিলেন সন্ত কালীচরণ মহারাজ। বিতর্কিত বয়ানের জেরে তাঁকে গ্রেফতারও করা হয়। এখন তাঁকে গ্রেফতারের বিষয় নিয়ে অনেকেই বিক্ষোভ দেখাচ্ছেন। বৃহস্পতিবার সকালে রাইপুর পুলিশ কালীচরণকে মধ্যপ্রদেশের ছতরপুর জেলার বাগেশ্বর ধামের কাছ থেকে গ্রেফতার করে। সেখানে একটি ছোট গেস্ট হাউসে অবস্থান ছিলেন সন্ত কালীচরণ। দুপুর ২টো নাগাদ সেখানে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় রায়পুর পুলিশ। সন্ত কালীচরণকে আটক করার খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে বিক্ষোভের আগুন জ্বলতে থাকে। একদিকে মধ্যপ্রদেশের সরকার এই ঘটনার বিরোধিতা করে, অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তের সাধু-সন্ন্যাসী এবং হিন্দুত্ববাদীরাও কালীচরণের গ্রেফতারের বিরোধিতা করে আসরে নামে। সোশ্যাল মিডিয়াতেও কালীচরণের গ্রেফতারির প্রতিবাদে অভিযান চলছে। ট্যুইটারে #ReleaseKalicharanMaharaj লিখে ট্রেন্ড করানো হচ্ছে। কালীচরণ মহারাজ-কে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছিল, কিন্তু তিনি তার বক্তব্যে অটল রয়েছেন, তিনি বলেছেন যে, আমি কোন অন্যায় করিনি, আমি স

কালীচরণ মহারাজের গ্রেফতারিতে লক্ষ লক্ষ মানুষের মনে ক্ষোভ, দিয়ে দিল হুমকিও

Image
নয়া দিল্লিঃ  সম্প্রতিয়ে ছত্তিগড়ের রায়পুরে ধর্ম সংসদে মহত্মা গান্ধীকে নিয়ে বিতর্কিত বয়ান দেওয়া হয়েছে। সেই বিতর্কিত বয়ান দিয়েছিলেন সন্ত কালীচরণ মহারাজ। বিতর্কিত বয়ানের জেরে তাঁকে গ্রেফতারও করা হয়। এখন তাঁকে গ্রেফতারের বিষয় নিয়ে অনেকেই বিক্ষোভ দেখাচ্ছেন। বৃহস্পতিবার সকালে রাইপুর পুলিশ কালীচরণকে মধ্যপ্রদেশের ছতরপুর জেলার বাগেশ্বর ধামের কাছ থেকে গ্রেফতার করে। সেখানে একটি ছোট গেস্ট হাউসে অবস্থান ছিলেন সন্ত কালীচরণ। দুপুর ২টো নাগাদ সেখানে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় রায়পুর পুলিশ। সন্ত কালীচরণকে আটক করার খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে বিক্ষোভের আগুন জ্বলতে থাকে। একদিকে মধ্যপ্রদেশের সরকার এই ঘটনার বিরোধিতা করে, অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তের সাধু-সন্ন্যাসী এবং হিন্দুত্ববাদীরাও কালীচরণের গ্রেফতারের বিরোধিতা করে আসরে নামে। সোশ্যাল মিডিয়াতেও কালীচরণের গ্রেফতারির প্রতিবাদে অভিযান চলছে। ট্যুইটারে #ReleaseKalicharanMaharaj লিখে ট্রেন্ড করানো হচ্ছে। কালীচরণ মহারাজ-কে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছিল, কিন্তু তিনি তার বক্তব্যে অটল রয়েছেন, তিনি বলেছেন যে, আমি কোন অন্যায় করিনি, আমি স

মোদীর ভয়ে ময়দান ছেড়ে পালাল অখিলেশ যাদব, দুই ষাঁড়ের লড়াইয়ের ভাইরাল ভিডিও

নয়া দিল্লিঃ  উত্তর প্রদেশে চড়েছে রাজনীতির পারদ। আর কয়েকমাস পরই সেখানে বিধানসভার নির্বাচন হতে চলেছে। যদিও, শুধু উত্তর প্রদেশ নয়, আরও চারটি রাজ্যেও একই সঙ্গে বিধানসভার নির্বাচন হবে। তবে, ওমিক্রন আতঙ্কের জেরে এবারের নির্বাচন পিছিয়েও পড়তে পারে। শেষ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কিন্তু, নির্বাচন হোক চাই না হোক, সেখানে নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে রয়েছে। শাসক, বিরোধী উভয় দলই ময়দানে নেমে পড়েছে ভোটারদের নিজেদের কাছে টানতে। আর ভোটারদের মন জয় করার জন্য সবাই বড়বড় প্রতিশ্রুতিও দিচ্ছে। এমনই কিছু প্রতিশ্রুতি মঙ্গলবার উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব দিয়েছিলেন। মঙ্গলবার উন্নাওতে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় অখিলেশ বলেছিলেন, ‘ষাঁড়ের হামলা আর সাইকেল দুর্ঘটনায় মরলে সমাজবাদী সরকার ৫ লক্ষ টাকা দেবে।” অখিলেশ যাদবের এই ঘোষণার পর বিজেপি ওনাকে নিয়ে ব্যাঙ্গ করা শুরু করে দেয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এই প্রসঙ্গে অনেক মিম ছড়িয়ে পড়ে। আর সেই ব্যাঙ্গ-বিদ্রূপের মাঝে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যার নায়ক নরেন্দ্র মোদী এবং অখিলেশ যাদব নামের দুটি ষাঁড়। ফেসবুকে অংশুল সাক্সেনা নামের এক ব্যক্তি সেই ভিডিওটি

মোদীর ভয়ে ময়দান ছেড়ে পালাল অখিলেশ যাদব, দুই ষাঁড়ের লড়াইয়ের ভাইরাল ভিডিও

নয়া দিল্লিঃ  উত্তর প্রদেশে চড়েছে রাজনীতির পারদ। আর কয়েকমাস পরই সেখানে বিধানসভার নির্বাচন হতে চলেছে। যদিও, শুধু উত্তর প্রদেশ নয়, আরও চারটি রাজ্যেও একই সঙ্গে বিধানসভার নির্বাচন হবে। তবে, ওমিক্রন আতঙ্কের জেরে এবারের নির্বাচন পিছিয়েও পড়তে পারে। শেষ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কিন্তু, নির্বাচন হোক চাই না হোক, সেখানে নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে রয়েছে। শাসক, বিরোধী উভয় দলই ময়দানে নেমে পড়েছে ভোটারদের নিজেদের কাছে টানতে। আর ভোটারদের মন জয় করার জন্য সবাই বড়বড় প্রতিশ্রুতিও দিচ্ছে। এমনই কিছু প্রতিশ্রুতি মঙ্গলবার উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব দিয়েছিলেন। মঙ্গলবার উন্নাওতে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় অখিলেশ বলেছিলেন, ‘ষাঁড়ের হামলা আর সাইকেল দুর্ঘটনায় মরলে সমাজবাদী সরকার ৫ লক্ষ টাকা দেবে।” অখিলেশ যাদবের এই ঘোষণার পর বিজেপি ওনাকে নিয়ে ব্যাঙ্গ করা শুরু করে দেয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এই প্রসঙ্গে অনেক মিম ছড়িয়ে পড়ে। আর সেই ব্যাঙ্গ-বিদ্রূপের মাঝে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যার নায়ক নরেন্দ্র মোদী এবং অখিলেশ যাদব নামের দুটি ষাঁড়। ফেসবুকে অংশুল সাক্সেনা নামের এক ব্যক্তি সেই ভিডিওটি

যোগ্য সম্মান! বদলাচ্ছে ঝাঁসি স্টেশনের নাম, এবার পরিচিত হবে ‘বীরাঙ্গনা লক্ষ্মীবাই” নামে

ঝাঁসিঃ  ঝাঁসি রেলওয়ে স্টেশনের (Jhansi Railway Station) নাম পরিবর্তনের জন্য রেলওয়ের প্রস্তাব অনুমোদন করেছে ইউপি সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কোনো আপত্তি জানায়নি। এখন আগামী দিনে ঝাঁসি স্টেশন বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন হিসাবে পরিচিত হবে। বিজেপির রাজ্যসভার সাংসদ প্রভাত ঝা সহ বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি কয়েক বছর আগে ঝাঁসিতে অনুষ্ঠিত রেলওয়ে সভায় ঝাঁসি রেল স্টেশনের নাম রানি লক্ষ্মীবাইয়ের নামে রাখার দাবি জানিয়েছিলেন। এ বিষয়ে রেলওয়ে সম্মতি জানিয়ে প্রক্রিয়া শুরু করেছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রক ও এখন ইউপি সরকারের অনুমোদন পেয়েছে। ঝাঁসির সাংসদ অনুরাগ শর্মা বলেছেন যে, এটি বুন্দেলখণ্ডের মানুষের জন্য গর্বের বিষয়। এর আগেও ইউপি সরকার অনেক রেলস্টেশনের নাম পরিবর্তন করেছে। যোগী সরকার এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ, মুঘলসরাইয়ের নাম দীনদয়াল উপাধ্যায় এবং ফৈজাবাদের নাম অযোধ্যা করেছে। নাম বদলের স্টেশনের তালিকায় রয়েছে বারানসীর মান্ডুয়াদিহ স্টেশনও। মান্ডুয়াডিহ স্টেশনের নাম পরিবর্তন করে বেনারস স্টেশন করা হয়েছে। এলাহাবাদ জংশনের নামও পরিবর্তন করে প্রয়াগরা

যোগ্য সম্মান! বদলাচ্ছে ঝাঁসি স্টেশনের নাম, এবার পরিচিত হবে ‘বীরাঙ্গনা লক্ষ্মীবাই” নামে

ঝাঁসিঃ  ঝাঁসি রেলওয়ে স্টেশনের (Jhansi Railway Station) নাম পরিবর্তনের জন্য রেলওয়ের প্রস্তাব অনুমোদন করেছে ইউপি সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কোনো আপত্তি জানায়নি। এখন আগামী দিনে ঝাঁসি স্টেশন বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন হিসাবে পরিচিত হবে। বিজেপির রাজ্যসভার সাংসদ প্রভাত ঝা সহ বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি কয়েক বছর আগে ঝাঁসিতে অনুষ্ঠিত রেলওয়ে সভায় ঝাঁসি রেল স্টেশনের নাম রানি লক্ষ্মীবাইয়ের নামে রাখার দাবি জানিয়েছিলেন। এ বিষয়ে রেলওয়ে সম্মতি জানিয়ে প্রক্রিয়া শুরু করেছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রক ও এখন ইউপি সরকারের অনুমোদন পেয়েছে। ঝাঁসির সাংসদ অনুরাগ শর্মা বলেছেন যে, এটি বুন্দেলখণ্ডের মানুষের জন্য গর্বের বিষয়। এর আগেও ইউপি সরকার অনেক রেলস্টেশনের নাম পরিবর্তন করেছে। যোগী সরকার এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ, মুঘলসরাইয়ের নাম দীনদয়াল উপাধ্যায় এবং ফৈজাবাদের নাম অযোধ্যা করেছে। নাম বদলের স্টেশনের তালিকায় রয়েছে বারানসীর মান্ডুয়াদিহ স্টেশনও। মান্ডুয়াডিহ স্টেশনের নাম পরিবর্তন করে বেনারস স্টেশন করা হয়েছে। এলাহাবাদ জংশনের নামও পরিবর্তন করে প্রয়াগরা

মধ্য এশিয়ায় যেভাবে পাকিস্তান ও চীনের অশুভ পরিকল্পনাকে চূর্ণ করল ভারত, পাশে দাঁড়াল রাশিয়া

Image
নয়া দিল্লিঃ  ভারত এখন মধ্য এশিয়ায় নিজের উপস্থিতি ও প্রভাব বিস্তার করছে। ইকোনমিক টাইমস-র (ET) রিপোর্ট অনুযায়ী, মধ্য এশিয়ার প্রজাতন্ত্রগুলিতে উপস্থিত সোভিয়েত-যুগের প্রতিরক্ষা কারখানার মাধ্যমে ভারত আর রাশিয়া মধ্য এশিয়ার দেশগুলির জন্য প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করতে চলেছে। রাশিয়ার সঙ্গে এই সংলাপ এগিয়ে ভারত স্পষ্ট করে দিয়েছে যে তাঁরা চীন ও পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলিতে প্রভাব বিস্তার করতে দেবে না। ভারত ও রাশিয়ার মধ্যকার প্রকল্পটি রাশিয়াকে সেই অঞ্চলে একটি নির্ভরযোগ্য অংশীদার দেবে যেটি ঐতিহ্যগতভাবে মস্কোর বিশেষ সুবিধাপ্রাপ্ত প্রভাবের একটি অংশ। ET দাবি করেছে যে, মধ্য এশিয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং যৌথ প্রকল্পগুলি বাড়াতে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা হয়েছে। এই কথোপকথনে, উভয় দেশ স্থানীয় চাহিদা এবং ভারতের চাহিদা মেটাতে যৌথ প্রযোজনা স্থাপনের বিষয়েও মতবিনিময় করেছে। ভারত আগামী বছরের ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাঁচটি মধ্য এশিয়ার প্রজাতন্ত্রের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। আজ দেখা যায় যে মধ্য এশিয়া পৃথিবীর এমন একটি অঞ্চল, যার দিকে সকলের দৃষ্টি

‘আপনার ধর্ম অন্যের উপর চাপাবেন না” ইসলামের বিরোধিতার পর এবার তালিবানকে জবাব উরফির

Image
নয়া দিল্লিঃ  ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed) তার সাহসী পরিভাষা এবং স্পষ্টভাষী বক্তব্যের জন্য প্রায়শই শিরোনামে উঠে আসেন। ‘বিগ বস’-র (Big Boss) প্রাক্তন প্রতিযোগী উরফি এবার তালিবানের সমালোচনা করে তাঁদের পতন কামনা করেছেন। আফগানিস্তান দখল করায় তিনি তালিবানের উপর খুবই ক্ষুব্ধ। আফগানিস্তানে তালিবানের শাসন কায়েমের পর থেকে সেখানকার নাগরিকরা আশঙ্কায় দিন কাটাতে বাধ্য হয়েছেন। তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বিশেষ করে নারীরা শ্বাসরুদ্ধকর জীবনযাপন করতে বাধ্য হয়। তালিবান এখন নতুন নিয়ম জারি করেছে। সেই নিয়মেয় অবিবাহিত নারীদের দূরপাল্লার সড়ক ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তালিবানের এই সিদ্ধান্তের নিন্দা করে উরফি মঙ্গলবার তার ইন্সটা স্টোরিতে লিখেছেন, “তালিবানের দ্রুত পতন কামনা করছি। আপনার ধর্ম অন্যের উপর চাপিয়ে দেওয়া বন্ধ করুন।” এর আগেও উরফি জাভেদ যারা জোর করে তাদের ধর্ম অন্যের উপর চাপিয়ে দিচ্ছে তাঁদের উপযুক্ত জবাব দিয়েছিলেন। জানা গিয়েছে যে, আজকাল তিনি হিন্দু ধর্ম বোঝার জন্য ভগবদ্গীতা পড়ছেন। তিনি বলেছেন যে, তিনি মুসলিম ধর্মে বিশ্বাস করেন না। সম্প্রতি, উরফি জাভেদ একটি সাক্ষাৎকারে বলে

‘আপনার ধর্ম অন্যের উপর চাপাবেন না” ইসলামের বিরোধিতার পর এবার তালিবানকে জবাব উরফির

Image
নয়া দিল্লিঃ  ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed) তার সাহসী পরিভাষা এবং স্পষ্টভাষী বক্তব্যের জন্য প্রায়শই শিরোনামে উঠে আসেন। ‘বিগ বস’-র (Big Boss) প্রাক্তন প্রতিযোগী উরফি এবার তালিবানের সমালোচনা করে তাঁদের পতন কামনা করেছেন। আফগানিস্তান দখল করায় তিনি তালিবানের উপর খুবই ক্ষুব্ধ। আফগানিস্তানে তালিবানের শাসন কায়েমের পর থেকে সেখানকার নাগরিকরা আশঙ্কায় দিন কাটাতে বাধ্য হয়েছেন। তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বিশেষ করে নারীরা শ্বাসরুদ্ধকর জীবনযাপন করতে বাধ্য হয়। তালিবান এখন নতুন নিয়ম জারি করেছে। সেই নিয়মেয় অবিবাহিত নারীদের দূরপাল্লার সড়ক ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তালিবানের এই সিদ্ধান্তের নিন্দা করে উরফি মঙ্গলবার তার ইন্সটা স্টোরিতে লিখেছেন, “তালিবানের দ্রুত পতন কামনা করছি। আপনার ধর্ম অন্যের উপর চাপিয়ে দেওয়া বন্ধ করুন।” এর আগেও উরফি জাভেদ যারা জোর করে তাদের ধর্ম অন্যের উপর চাপিয়ে দিচ্ছে তাঁদের উপযুক্ত জবাব দিয়েছিলেন। জানা গিয়েছে যে, আজকাল তিনি হিন্দু ধর্ম বোঝার জন্য ভগবদ্গীতা পড়ছেন। তিনি বলেছেন যে, তিনি মুসলিম ধর্মে বিশ্বাস করেন না। সম্প্রতি, উরফি জাভেদ একটি সাক্ষাৎকারে বলে

২০২১-এ ভারতকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে ISRO, ৬টি অসাধারণ কৃতিত্বে চমকে গিয়েছিল বিশ্ব

Image
নয়া দিল্লিঃ  ২০২১-এ করোনা মহামারী মহাকাশ গবেষণার ক্ষেত্রেও প্রভাব ফেলেছিল। এতদসত্ত্বেও বিজ্ঞানীরা শুধু ভ্যাকসিন ও ওষুধ তৈরি করে করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে শক্তিশালী করেননি, অন্যান্য ক্ষেত্রে গবেষণা চালিয়ে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রেও কৃতিত্ব অর্জন করেছেন। ভারতের মহাকাশ সংস্থা ইসরোও এই বছর অর্থাৎ ২০২১ সালে অনেক কৃতিত্ব অর্জন করেছে। আজ আমরা এখানে সেগুলোর মধ্যে কিছু উল্লেখ করতে যাচ্ছি … ২৮ ফেব্রুয়ারী ২০২১-এ ইসরো PSLV-C51 থেকে UNITYsat লঞ্চ করে। এটি ছিল পড়ুয়াদের দ্বারা তৈরি একটি উপগ্রহ যা নিজের সাথে নিয়ে গিয়েছিল ব্রাজিলের স্যাটেলাইট অ্যামাজোনিয়া-১ সহ আরও ১৮টি স্যাটেলাইট। এই মিশনে আমেরিকারও ১৩টি স্যাটেলাইট ছিল। এটি ছিল ২০২১ সালে ISRO-র প্রথম উৎক্ষেপণ। এই উৎক্ষেপণে ভগবদ্গীতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিও মহাকাশে পাঠানো হয়েছিল। এই সফল উৎক্ষেপণের ফলে ভারতের দ্বারা উৎক্ষেপিত বিদেশী উপগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৪২। ISRO-এর চন্দ্রযান-২ চাঁদের মেরু অঞ্চলে (যা চাঁদের অন্ধকার দিক নামেও পরিচিত) জলের বরফ আবিষ্কার করেছে। চন্দ্রযান-২ চাঁদের সেই অংশে জলের বরফ আবিষ্কার করেছে যা সবসময় অ

চীনের একচেটিয়া ক্ষমতা ধ্বংস করার প্রস্তুতি, মেগা প্ল্যান নিয়ে ময়দানে নামল ভারত

Image
ভারত (India) বিশ্বের (World) একটি নতুন উৎপাদন কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। আজ বিশ্বের সাপ্লাই চেইন হিসেবে চীন (China) সবার উপরে আছে এবং এটা আমাদের সবারই জানা। কোথাও চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা এত সহজ নয় এটাও আমাদের জানা, তবে ভারত সরকার এবং বেসরকারী সংস্থাগুলি একসাথে চীন এবং চীনের মতো অনেক দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ উপস্থাপন করছে। ভারতের অন্যতম বৃহত্তম এবং বিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান বেদান্ত গ্রুপ (Vedanta Limited) সম্প্রতি একটি বড় ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী, বেদান্ত কোম্পানি সেমিকন্ডাক্টর তৈরির ব্যবসায় নামবে এবং এর জন্য মোট ৬০ হাজার কোটি (60 thousand crore indian rupee) টাকা বিনিয়োগেরও ঘোষণা করা হয়েছে। বেদান্ত গ্রুপ সেমিকন্ডাক্টর ব্যবসায় যা বিনিয়োগ করতে যাচ্ছে, তা অনেক কোম্পানির সম্মিলিত মূল্যকেও ছাপিয়ে যাবে। আজ চীন, তাইওয়ান এবং আমেরিকা সহ বিশ্বের কয়েকটি দেশ রয়েছে যারা সেমি-কন্ডাক্টর তৈরিতে দক্ষতা অর্জন করেছে। আজকের তারিখে সবচেয়ে বড় সমস্যা হল একটি ছোট মোবাইল থেকে শুরু করে একটি বড় জাহাজ পর্যন্ত সবকিছু তৈরিতে তাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমন পরিস্থ

একসময় আমাদের দেশে রাজত্ব করেছিল ব্রিটেন, আজ তাঁদের পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এলো ভারত

Image
নয়া দিল্লিঃ  আজ ভারত বিশ্বে একটি ভিন্ন অবস্থানে আরোহণ করেছে এবং আমরা দেখেছি যে গত কয়েক বছরে সুশাসন এবং ভাল ব্যবস্থার কারণে সবকিছু কীভাবে বদলে গিয়েছে এবং আজকের তারিখে ভারত সেই অবস্থানে চলে যাচ্ছে যেখানে যাওয়ার কল্পনাও করাও সম্ভব ছিল না কয়েক বছর আগে পর্যন্ত। আজ আমরা ইউনিকর্ন সম্পর্কে কথা বলছি, ভারত এতে শীর্ষে পৌঁছানো থেকে বেশি দূরে নয়। ভারতে স্টার্ট আপ কালচার খুব দেরিতে শুরু হলেও শুরু হওয়ার সাথে সাথে প্রবল তীব্রতার সাথে গতি পেয়েছে এবং এখন তা থামার নামই নিচ্ছে না। আমরা যদি এখনকার কথা বলি, তাহলে আজকের তারিখে ভারত বিশ্বের শীর্ষ তিনটি দেশের মধ্যে নিজেদের নাম লিখিয়েছে। যার মধ্যে আমেরিকা এক নম্বরে, চীন দুই নম্বরে এবং ভারত নিজেই তিন নম্বরে। Unicorns হল সেই সব স্টার্ট আপ কোম্পানি যাদের মূল্য ১ বিলিয়ন ডলারের বেশি অর্থাৎ সাড়ে ৭ হাজার কোটি টাকার বেশি। আমেরিকায় এই ধরনের কোম্পানি ৪৮৭টি, চীনে ৩০১টি এবং ভারতে ৫৪টি রয়েছে। আগে ইংল্যান্ড তিন নম্বরে ছিল কিন্তু ভারত এখন ইংল্যান্ডকে ছাড়িয়ে গিয়েছে। ভারত এখন তৃতীয় স্থানে নিজেদের পতাকা গেড়েছে। বলে দিই, এই সংস্থাগুলি বিশ্বের কোন দেশের কোম্পানিগুলি ব

একসময় আমাদের দেশে রাজত্ব করেছিল ব্রিটেন, আজ তাঁদের পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এলো ভারত

Image
নয়া দিল্লিঃ  আজ ভারত বিশ্বে একটি ভিন্ন অবস্থানে আরোহণ করেছে এবং আমরা দেখেছি যে গত কয়েক বছরে সুশাসন এবং ভাল ব্যবস্থার কারণে সবকিছু কীভাবে বদলে গিয়েছে এবং আজকের তারিখে ভারত সেই অবস্থানে চলে যাচ্ছে যেখানে যাওয়ার কল্পনাও করাও সম্ভব ছিল না কয়েক বছর আগে পর্যন্ত। আজ আমরা ইউনিকর্ন সম্পর্কে কথা বলছি, ভারত এতে শীর্ষে পৌঁছানো থেকে বেশি দূরে নয়। ভারতে স্টার্ট আপ কালচার খুব দেরিতে শুরু হলেও শুরু হওয়ার সাথে সাথে প্রবল তীব্রতার সাথে গতি পেয়েছে এবং এখন তা থামার নামই নিচ্ছে না। আমরা যদি এখনকার কথা বলি, তাহলে আজকের তারিখে ভারত বিশ্বের শীর্ষ তিনটি দেশের মধ্যে নিজেদের নাম লিখিয়েছে। যার মধ্যে আমেরিকা এক নম্বরে, চীন দুই নম্বরে এবং ভারত নিজেই তিন নম্বরে। Unicorns হল সেই সব স্টার্ট আপ কোম্পানি যাদের মূল্য ১ বিলিয়ন ডলারের বেশি অর্থাৎ সাড়ে ৭ হাজার কোটি টাকার বেশি। আমেরিকায় এই ধরনের কোম্পানি ৪৮৭টি, চীনে ৩০১টি এবং ভারতে ৫৪টি রয়েছে। আগে ইংল্যান্ড তিন নম্বরে ছিল কিন্তু ভারত এখন ইংল্যান্ডকে ছাড়িয়ে গিয়েছে। ভারত এখন তৃতীয় স্থানে নিজেদের পতাকা গেড়েছে। বলে দিই, এই সংস্থাগুলি বিশ্বের কোন দেশের কোম্পানিগুলি ব

ছিলেন ডেলিভারি বয়, এখন কোটি টাকার কোম্পানির মালিক! অনুপ্রেরণা জোগাবে সুনীলের কাহিনী

Image
নয়া দিল্লিঃ  কথায় বলে ‘ছেঁড়া কাথায় শুয়ে, লাখ টাকার স্বপ্ন দেখা’- মাত্র ২০০ টাকা দিয়ে জীবনের যাত্রা শুরু করে, আজ কোটি টাকার কারবারী হয়ে গিয়েছেন দক্ষিণ দিল্লীর সুনীল বশিষ্ঠ (Sunil Vasisth)। তাই সুনীল বশিষ্ঠের ক্ষেত্রে যেন এই উক্তিটি একেবারেই স্বার্থক। বিশিষ্ট পিৎজা ডেলিভারি সংস্থা Flying Cakes এর মালিকের জীবনের শুরুটা একেবারেই কোন রাজকীয় ভাবে হয়নি। দশম শ্রেণীতেই ইতি জানাতে হয় পড়াশুনার রাস্তাকে। সংসারের আর্থিক অস্বচ্ছলতার কারণে, মাঝপথেই বন্ধ করতে হয় পড়াশোনা। কিন্তু জীবনের পথে থমকে যাননি সুনীল বশিষ্ঠ। ১৯৯১ সালে মাত্র ২০০ টাকা দিয়ে পার্টটাইম প্রথম কাজ শুরু করেন দুধ বন্টনকারী হিসেবে। এরপর করেন পিৎজা ডেলিভারি বয়ের কাজ। আর তারপর কুরিয়ার কোম্পানির চাকরি পেলেও তা বেশি দিন ধরে রাখতে পারেননি তিনি। তবে জীবনের এই সংগ্রামে কখনই হার মানেননি এই মানুষটা। আবার ঘুরে দাঁড়িয়েছেন। এসবের মধ্যে থেকে নিজের পড়াশুনাটা আবার চালিয়ে গেছেন তিনি। দিল্লীর সরকারি বিদ্যালয় থেকে ক্লাস টুয়েলভ পাস করে দিল্লীর শহীদ ভগৎ সিং কলেজে পড়াশোনার পাশাপাশি কুরিয়ার বয়ের চাকরী শুরু করেন। এরপর সেই কাজ বন্ধ হয়ে গেলে শুরু করেন এক ব্যাবস

ছিলেন ডেলিভারি বয়, এখন কোটি টাকার কোম্পানির মালিক! অনুপ্রেরণা জোগাবে সুনীলের কাহিনী

Image
নয়া দিল্লিঃ  কথায় বলে ‘ছেঁড়া কাথায় শুয়ে, লাখ টাকার স্বপ্ন দেখা’- মাত্র ২০০ টাকা দিয়ে জীবনের যাত্রা শুরু করে, আজ কোটি টাকার কারবারী হয়ে গিয়েছেন দক্ষিণ দিল্লীর সুনীল বশিষ্ঠ (Sunil Vasisth)। তাই সুনীল বশিষ্ঠের ক্ষেত্রে যেন এই উক্তিটি একেবারেই স্বার্থক। বিশিষ্ট পিৎজা ডেলিভারি সংস্থা Flying Cakes এর মালিকের জীবনের শুরুটা একেবারেই কোন রাজকীয় ভাবে হয়নি। দশম শ্রেণীতেই ইতি জানাতে হয় পড়াশুনার রাস্তাকে। সংসারের আর্থিক অস্বচ্ছলতার কারণে, মাঝপথেই বন্ধ করতে হয় পড়াশোনা। কিন্তু জীবনের পথে থমকে যাননি সুনীল বশিষ্ঠ। ১৯৯১ সালে মাত্র ২০০ টাকা দিয়ে পার্টটাইম প্রথম কাজ শুরু করেন দুধ বন্টনকারী হিসেবে। এরপর করেন পিৎজা ডেলিভারি বয়ের কাজ। আর তারপর কুরিয়ার কোম্পানির চাকরি পেলেও তা বেশি দিন ধরে রাখতে পারেননি তিনি। তবে জীবনের এই সংগ্রামে কখনই হার মানেননি এই মানুষটা। আবার ঘুরে দাঁড়িয়েছেন। এসবের মধ্যে থেকে নিজের পড়াশুনাটা আবার চালিয়ে গেছেন তিনি। দিল্লীর সরকারি বিদ্যালয় থেকে ক্লাস টুয়েলভ পাস করে দিল্লীর শহীদ ভগৎ সিং কলেজে পড়াশোনার পাশাপাশি কুরিয়ার বয়ের চাকরী শুরু করেন। এরপর সেই কাজ বন্ধ হয়ে গেলে শুরু করেন এক ব্যাবস

পাকিস্তানের পরিকল্পনায় জল ঢালল সৌদি আরব, ইমরানদের অউকাত বুঝিয়ে দিল শেখ’রা

Image
নয়া দিল্লিঃ  বিশ্ব মঞ্চে পাকিস্তান (Pakistan) নিজেদের সমর্থন হারিয়েছে। আমেরিকাকে বেছে নেওয়ায় রাশিয়া অনেক আগেই পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নেয়, আর এখন আফগানিস্তান, সন্ত্রাসবাদ, ওসামা বিন লাদেন ও চীনের কারণে আমেরিকা পাকিস্তানের ওপর চরম চটে রয়েছে। ইরানের সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক তলানিতে, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও দিনদিন উত্তেজনা বেড়েই চলেছে। বিপরীতে জোটনিরপেক্ষ হওয়া সত্ত্বেও ভারতের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা বাড়ছে। তবে, পাকিস্তানের উচ্চাকাঙ্ক্ষাও এমনই ছিল। পাকিস্তান সবচেয়ে বড় ধাক্কা তখন খেয়েছিল, যখন কাশ্মীর ইস্যুতে এবং ৩৭০ ধারা বাতিলের বিষয়ে ইসলামী দেশগুলি তাঁদের সমর্থন করেনি। এটি ছিল পাকিস্তানের কূটনীতির ব্যর্থতার প্রতীক, অন্যদিকে ভারতের কূটনৈতিক সাফল্য। মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (Organization of Islamic Cooperation) অর্থাৎ OIC-কে নিয়েও পাকিস্তানের মোহভঙ্গ হয়েছে। সৌদি আরবকে (Saudi Arabia) চ্যালেঞ্জ করার জন্য তুরস্ক ও মালয়েশিয়াকে একই সূত্রে গাঁথার পাকিস্তানের পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় ভারত, অন্যদিকে পাকিস্তানের এই পদক্ষেপ

পাকিস্তানের পরিকল্পনায় জল ঢালল সৌদি আরব, ইমরানদের অউকাত বুঝিয়ে দিল শেখ’রা

Image
নয়া দিল্লিঃ  বিশ্ব মঞ্চে পাকিস্তান (Pakistan) নিজেদের সমর্থন হারিয়েছে। আমেরিকাকে বেছে নেওয়ায় রাশিয়া অনেক আগেই পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নেয়, আর এখন আফগানিস্তান, সন্ত্রাসবাদ, ওসামা বিন লাদেন ও চীনের কারণে আমেরিকা পাকিস্তানের ওপর চরম চটে রয়েছে। ইরানের সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক তলানিতে, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও দিনদিন উত্তেজনা বেড়েই চলেছে। বিপরীতে জোটনিরপেক্ষ হওয়া সত্ত্বেও ভারতের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা বাড়ছে। তবে, পাকিস্তানের উচ্চাকাঙ্ক্ষাও এমনই ছিল। পাকিস্তান সবচেয়ে বড় ধাক্কা তখন খেয়েছিল, যখন কাশ্মীর ইস্যুতে এবং ৩৭০ ধারা বাতিলের বিষয়ে ইসলামী দেশগুলি তাঁদের সমর্থন করেনি। এটি ছিল পাকিস্তানের কূটনীতির ব্যর্থতার প্রতীক, অন্যদিকে ভারতের কূটনৈতিক সাফল্য। মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (Organization of Islamic Cooperation) অর্থাৎ OIC-কে নিয়েও পাকিস্তানের মোহভঙ্গ হয়েছে। সৌদি আরবকে (Saudi Arabia) চ্যালেঞ্জ করার জন্য তুরস্ক ও মালয়েশিয়াকে একই সূত্রে গাঁথার পাকিস্তানের পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় ভারত, অন্যদিকে পাকিস্তানের এই পদক্ষেপ

পুরোহিত নিয়োগ করছে NASA, এলিয়েন খুঁজতে মেগা প্ল্যান এই মহাকাশ গবেষণা সংস্থার

Image
নয়া দিল্লিঃ  ভিনগ্রহের প্রাণীর ( Aliens ) রহস্য সমাধানে সব প্রস্তুতিই নিয়ে নিয়েছে নাসা ( NASA )। এটি আপনার কাছে একটি Sci-Fi সিনেমার মতো শোনাতে পারে, কিন্তু নাসা আসলে এলিয়েনদের সাথে যোগাযোগ স্থাপনে ময়দানে নেমে পড়েছে। আর এর জন্য নাসা পুরোহিতও ( Priests ) নিয়োগ করছে। আপনি মনে করতে পারেন যে, পুরোহিতদের মহাকাশে ( Space ) পাঠানো হবে, তবে সেটাও নয়। ডেইলি স্টারের মতে, নাসা ২৪ জন ধর্মতত্ত্ববিদদের সাহায্যে জানার চেষ্টা করছে যে পৃথিবীর বিভিন্ন ধর্ম মানুষ ছাড়াও এলিয়েন সম্পর্কে কী ভাবে। ব্রিটিশ ধর্মযাজক রেভারেন্ড ডক্টর অ্যান্ড্রু ডেভিসনের নামও নাসার পুরোহিতদের নিয়োগে অন্তর্ভুক্ত করা হয়েছে। রেভারেন্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ধর্মতত্ত্ববিদ। তিনি বায়ো-কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেছেন। ব্রিটিশ কোলিন্স ডিকশনারি অনুযায়ী, ‘এক ধর্মশাস্ত্রী তিনিই হতে পারেন, যিনি ঈশ্বরের প্রকৃতি, ধর্ম ও ধর্মীয় বিশ্বাসগুলিকে অধ্যায়ন করেন।’ রেভারেন্ড ডেভিসনের মতে, এই পৃথিবীর বাইরের জীবনযাত্রা খোঁজার সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে। ডেভিসন-র বই, অ্যাস্ট্রোবায়োলজি অ্যান্ড ক্রিশ্চিয়ান ডক্টরিনে উনি প্রশ্

পুরোহিত নিয়োগ করছে NASA, এলিয়েন খুঁজতে মেগা প্ল্যান এই মহাকাশ গবেষণা সংস্থার

Image
নয়া দিল্লিঃ  ভিনগ্রহের প্রাণীর ( Aliens ) রহস্য সমাধানে সব প্রস্তুতিই নিয়ে নিয়েছে নাসা ( NASA )। এটি আপনার কাছে একটি Sci-Fi সিনেমার মতো শোনাতে পারে, কিন্তু নাসা আসলে এলিয়েনদের সাথে যোগাযোগ স্থাপনে ময়দানে নেমে পড়েছে। আর এর জন্য নাসা পুরোহিতও ( Priests ) নিয়োগ করছে। আপনি মনে করতে পারেন যে, পুরোহিতদের মহাকাশে ( Space ) পাঠানো হবে, তবে সেটাও নয়। ডেইলি স্টারের মতে, নাসা ২৪ জন ধর্মতত্ত্ববিদদের সাহায্যে জানার চেষ্টা করছে যে পৃথিবীর বিভিন্ন ধর্ম মানুষ ছাড়াও এলিয়েন সম্পর্কে কী ভাবে। ব্রিটিশ ধর্মযাজক রেভারেন্ড ডক্টর অ্যান্ড্রু ডেভিসনের নামও নাসার পুরোহিতদের নিয়োগে অন্তর্ভুক্ত করা হয়েছে। রেভারেন্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ধর্মতত্ত্ববিদ। তিনি বায়ো-কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেছেন। ব্রিটিশ কোলিন্স ডিকশনারি অনুযায়ী, ‘এক ধর্মশাস্ত্রী তিনিই হতে পারেন, যিনি ঈশ্বরের প্রকৃতি, ধর্ম ও ধর্মীয় বিশ্বাসগুলিকে অধ্যায়ন করেন।’ রেভারেন্ড ডেভিসনের মতে, এই পৃথিবীর বাইরের জীবনযাত্রা খোঁজার সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে। ডেভিসন-র বই, অ্যাস্ট্রোবায়োলজি অ্যান্ড ক্রিশ্চিয়ান ডক্টরিনে উনি প্রশ্

২০২২-এ সূর্য থেকে সমুদ্র জয় করবে ভারত, ISRO-র পরিকল্পনার সামনে ঝুঁকবে গোটা বিশ্ব

Image
নয়া দিল্লিঃ  ২০২১ সালটি ভারতীয় মহাকাশ কর্মসূচির জন্য ভালই ছিল, তবে আগামী বছর ভারত (India) এমন অনেক মহাকাশ অভিযান চালাতে চলেছে, যা মহাকাশের বিশ্বে ভারতের শুধু শক্তিই বাড়াবে না, গোটা বিশ্ব ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র কাছে সামনে মাথা নত করবে। একই সময়ে, ভারতীয় মহাকাশ শিল্পও ২০২২ সালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং আশা করছে যে ২০২১-র তুলনায়, ২০২২ সাল ভারতীয় মহাকাশ শিল্পের জন্য একটি নতুন ইতিহাস লিখবে। এই বছর ভারতীয় মহাকাশ মিশন প্রোগ্রাম ‘গগনযান’ মিশনের সঙ্গে শুরু হবে এবং ২০২২ সালের শেষ নাগাদ ভারতীয় মহাকাশ সংস্থা দুটি মনুষ্যবিহীন মিশনও চালু করবে। পাশাপাশি ভারত সরকার আরও বলেছে যে, আগামী কয়েক বছরের মধ্যে ভারতীয় মহাকাশ সংস্থা ভেনাস মিশন, সোলার মিশন এবং স্পেস স্টেশন তৈরির মিশন শুরু করতে চলেছে। ভারত সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছে যে, ২০২২ সালে ISRO খুব গুরুত্বপূর্ণ মহাকাশ প্রোগ্রাম ভেনাস মিশন শুরু করবে। যদিও কোভিড মহামারীর কারণে ভারতের মহাকাশ কর্মসূচিতে কিছুটা বিলম্ব হয়েছে, তবে এই বছর ভারত আরও অনেক মিশন চালাতে চলেছে। বিশ্বের অন্যান্য মহাকাশ সংস্থাগুলির সাথে মহাকাশ খ

১৫-১৮ বছরের বাচ্চাদের ভ্যাকসিন, তৃতীয় ডোজকে স্বীকৃতি! দেশবাসীর উদ্দেশ্যে বড় বার্তা প্রধানমন্ত্রীর

নয়া দিল্লিঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র আজ করোনা বিপদ নিয়ে দেশবাসীকে সতর্ক করেন। নিজের ভাষণে প্রধানমন্ত্রী দেশের জনতাকে চিন্তা না করে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। গোটা বিশ্ব তথা ভারতে করোনার নতুন রূপ ওমিক্রনের আতঙ্ক বেড়ে চলেছে। আর এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে উদ্দেশ্যে করে বড় ঘোষণা করেন। প্রধানমন্ত্রী জানান, ১৫ থেকে ১৮ বছরের বাচ্চাদের এবার ভ্যাক্সিনেশন শুরু হবে। ২০২২ এর ৩ জানুয়ারি সোমবার থেকে এই টিকাকরণ অভিযান শুরু হবে। এটি করোনা যুদ্ধকে আরও শক্তিশালী করবে। স্কুল, কলেজের বাচ্চাদের অভিভাবকদের চিন্তাও দূর করবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে শীঘ্রই নাকের টিকা এবং বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন শুরু হবে। দেশকে নিরাপদ রাখতে এবং দেশবাসীকে নিরাপদ রাখতে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়েছি। যখন টিকা দেওয়া শুরু হয়েছিল, তখন বৈজ্ঞানিক ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কাকে প্রথম ডোজ দেওয়া উচিত, ভ্যাকসিনের ডোজের ব্যবধান কত হওয়া উচিত এবং যারা অসুস্থতায় ভুগছেন তাদের কখন টিকা নেওয়া উচিত, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং পরিস্থিতি সামাল দিতে সহায়ক বলে প্রমাণিত হয়েছে। পরিস্

১৫-১৮ বছরের বাচ্চাদের ভ্যাকসিন, তৃতীয় ডোজকে স্বীকৃতি! দেশবাসীর উদ্দেশ্যে বড় বার্তা প্রধানমন্ত্রীর

নয়া দিল্লিঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র আজ করোনা বিপদ নিয়ে দেশবাসীকে সতর্ক করেন। নিজের ভাষণে প্রধানমন্ত্রী দেশের জনতাকে চিন্তা না করে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। গোটা বিশ্ব তথা ভারতে করোনার নতুন রূপ ওমিক্রনের আতঙ্ক বেড়ে চলেছে। আর এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে উদ্দেশ্যে করে বড় ঘোষণা করেন। প্রধানমন্ত্রী জানান, ১৫ থেকে ১৮ বছরের বাচ্চাদের এবার ভ্যাক্সিনেশন শুরু হবে। ২০২২ এর ৩ জানুয়ারি সোমবার থেকে এই টিকাকরণ অভিযান শুরু হবে। এটি করোনা যুদ্ধকে আরও শক্তিশালী করবে। স্কুল, কলেজের বাচ্চাদের অভিভাবকদের চিন্তাও দূর করবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে শীঘ্রই নাকের টিকা এবং বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন শুরু হবে। দেশকে নিরাপদ রাখতে এবং দেশবাসীকে নিরাপদ রাখতে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়েছি। যখন টিকা দেওয়া শুরু হয়েছিল, তখন বৈজ্ঞানিক ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কাকে প্রথম ডোজ দেওয়া উচিত, ভ্যাকসিনের ডোজের ব্যবধান কত হওয়া উচিত এবং যারা অসুস্থতায় ভুগছেন তাদের কখন টিকা নেওয়া উচিত, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং পরিস্থিতি সামাল দিতে সহায়ক বলে প্রমাণিত হয়েছে। পরিস্

২ টি বিয়ে করে তৃতীয় বিয়ে করতে গেছিল মুজ্জামিল হোসেন! কনেপক্ষের গণধোলাই খেয়ে পাল্টে গেল মুখের আকৃতি

বিয়ে করতে আসা বর ও বরপক্ষের আমন্ত্রনে কোনো ত্রুটি রাখেনি কন্যার বাড়ির লোকজন। তবে হটাৎ বিয়ের সানাই পরিবর্তন হয় হৈহট্টগোলে। কারণ খুঁজলে জানা যায় কনের পক্ষের সাথে তুমুল ঝামেলা বর তথা বর পক্ষের। কনেপক্ষের হাত মার অবধি খেয়েছে বিয়ে করতে যাওয়া বর। আরো গভীরে গেলে জানা যায় বিয়ে করতে এসে বর ১০ লক্ষ টাকা পনের দাবি করে বসেছে। বর দাবি জানিয়ে বলেন, যদি টাকা না দেওয়া হয় তাহলে সে বিয়ে করবে না। বিয়ে করতে এসে এমন কথা! শুনেই তেলেবেগুনে জ্বলে উঠে কনে বাড়ির লোকজন। কেউ কেউ নিজেকে সামলাতে না পেরে শুরু করে খেলা। চরম গনধোলাই দিয়ে পাল্টে দেওয়া হয় বরের মুখের আকার আকৃতি। তবে কাহিনী এখানেই আটকে নেই। খবর নিয়ে জানা যায় বরে অতীত আরো মশলাদার। অভিযুক্ত এর আগেও ২ টি থেকে ৩ টি বিয়ে করেছে। ঘটনাটি ঘটিত হয়েছে উত্তরপ্রদেশের শাহীবাবাদ এলাকায়। যেখান থেকে এক বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিও দেখে যা বোঝা যাচ্ছে তা এই যে, বরকে একদল লোক মারার জন্য উগ্র হয়ে উঠেছে। কয়েকজন বরকে বাঁচানোর চেষ্টাও করছেন। অভিযুক্ত এর নাম মুজ্জামিল হোসেন, তিনি উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা। আপাতত পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

২ টি বিয়ে করে তৃতীয় বিয়ে করতে গেছিল মুজ্জামিল হোসেন! কনেপক্ষের গণধোলাই খেয়ে পাল্টে গেল মুখের আকৃতি

বিয়ে করতে আসা বর ও বরপক্ষের আমন্ত্রনে কোনো ত্রুটি রাখেনি কন্যার বাড়ির লোকজন। তবে হটাৎ বিয়ের সানাই পরিবর্তন হয় হৈহট্টগোলে। কারণ খুঁজলে জানা যায় কনের পক্ষের সাথে তুমুল ঝামেলা বর তথা বর পক্ষের। কনেপক্ষের হাত মার অবধি খেয়েছে বিয়ে করতে যাওয়া বর। আরো গভীরে গেলে জানা যায় বিয়ে করতে এসে বর ১০ লক্ষ টাকা পনের দাবি করে বসেছে। বর দাবি জানিয়ে বলেন, যদি টাকা না দেওয়া হয় তাহলে সে বিয়ে করবে না। বিয়ে করতে এসে এমন কথা! শুনেই তেলেবেগুনে জ্বলে উঠে কনে বাড়ির লোকজন। কেউ কেউ নিজেকে সামলাতে না পেরে শুরু করে খেলা। চরম গনধোলাই দিয়ে পাল্টে দেওয়া হয় বরের মুখের আকার আকৃতি। তবে কাহিনী এখানেই আটকে নেই। খবর নিয়ে জানা যায় বরে অতীত আরো মশলাদার। অভিযুক্ত এর আগেও ২ টি থেকে ৩ টি বিয়ে করেছে। ঘটনাটি ঘটিত হয়েছে উত্তরপ্রদেশের শাহীবাবাদ এলাকায়। যেখান থেকে এক বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিও দেখে যা বোঝা যাচ্ছে তা এই যে, বরকে একদল লোক মারার জন্য উগ্র হয়ে উঠেছে। কয়েকজন বরকে বাঁচানোর চেষ্টাও করছেন। অভিযুক্ত এর নাম মুজ্জামিল হোসেন, তিনি উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা। আপাতত পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

উড়ন্ত কফিন ‘মিগ-২১” দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার হর্ষিত সিনহা

জয়সলমিরঃ শুক্রবার সন্ধ্যায় রাজস্থানের জয়সলমিরের কাছে ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বিমানের পাইলট নিখোঁজ ছিলেন। জয়সলমেরের এসপি অজয় ​​সিং জানিয়েছেন, বিমানটি সাম থানা এলাকার ডেজার্ট ন্যাশনাল পার্ক এলাকায় দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ। এই দুর্ঘটনার বিষয়ে বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম সেক্টরে একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় রাত ৮.৩০ মিনিটে একটি মিগ-২১ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এ বিষয়ে তদন্তের আদেশ জারি করা হয়। এরপর তদন্তে জানা যায় যে, শুক্রবার নিয়মমাফিক ট্রেনিং চলাকালীন রাজস্থানের জয়সলমিরের ভারত-পাক সীমান্তের কাছে সুদাসিরি গ্রামের আকাশে উড়িয়ে নিয়ে যাওয়া মিগ-২১-র দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উইং কমান্ডার হর্ষিত সিনহা। এর আগে ৮ নভেম্বর বিমান বাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী সহ ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনার পর ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ​​ভাট সম্প্রতি লোকসভায় বলেছিলেন যে ২০১৭

হিন্দু সংস্কৃতিকে বাঁচাতে পর্তুগীজদের দ্বারা ভেঙে দেওয়া মন্দিরগুলি পুনর্নির্মাণ করা হবেঃ গোয়ার মুখ্যমন্ত্রী

Image
পানাজিঃ  আর মাস দুয়েক রয়েছে গোয়া (Goa) বিধানসভার নির্বাচনে। রাজ্যে যখন নির্বাচনী দামামা বেজে গিয়েছে, তখন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) বড় ঘোষণা করে সবাইকে চমকে দিলেন। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘোষণা করে বলেছেন যে, পর্তুগীজদের (Portuguese) দ্বারা নষ্ট করা মন্দির পুননির্মাণের কাজ করবে গোয়ার সরকার। মুখ্যমন্ত্রী এই কথা দক্ষিণ গোয়ার মাঙ্গুশি মন্দিরে রাজ্য সরকার দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন। সাওয়ান্ত বলেছেন, হিন্দু সংস্কৃতি আর মন্দির সংস্কৃতির সংরক্ষণ করার দরকার রয়েছে। গত মঙ্গলবার দক্ষিণ গোয়ার মাঙ্গুশি মন্দির চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, ‘আরও কিছু মন্দির আছে যেগুলো পুনঃপ্রতিষ্ঠা করা দরকার। পর্তুগিজদের দ্বারা ধ্বংস করা মন্দিরগুলি পুনর্নির্মাণ শুরু করতে হবে আমাদের। আমি কিছু চাই না। আমি আপনাদের কাছে হিন্দু ও মন্দির সংস্কৃতি রক্ষা এবং সেই মন্দির ও সংস্কৃতি পুনরুদ্ধারের জন্য শক্তি প্রদানের অনুরোধ করছি।” সাওয়ান্ত আরও বলেন, “পর্তুগীজরা ১৫৬০ সাল থেকে আমাদের মন্দির ধ্বংস করা শুরু করে। আমি আমাদের সেই পূর্বপুরুষদের ধন্যবাদ জানাই, যা