Posts

Showing posts from February, 2020

মোদী মহান এবং জনপ্রিয় … আমেরিকায় নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা ট্রাম্পের

নয়া দিল্লীঃ  আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ হলেন। ট্রাম্প শনিবার দক্ষিণ পূর্ব আমেরিকার রাজ্য দক্ষিণ ক্যারোলিনায় একটি সভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহান ব্যাক্তি বলে সম্বোধন করেন। উনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দেশবাসীকে ভালবাসে। পাশাপাশি উনি বলেন, ভারতে ওনাকে স্বাগত জানানর জন্য লক্ষ লক্ষ মানুষ উপস্থিত ছিলেন, কিন্তু এই র‍্যালিতে মাত্র কয়েক হাজার। ট্রাম্প ভারতের মোতেরা স্টেডিয়ামে এক লক্ষ মানুষের সামনে ভাষণ দেওয়ার কথা এখনো ভুলতে পারেন নি। ভারতের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি এখন ভিড় নিয়ে বেশি উৎসাহিত হন না। উনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহান নেতা, ওনার জনপ্রিয়তা অনেক বেশি। ভারতে যাওয়া আমার জন্য সার্থক ছিল। সভায় কম মানুষ হওয়ার ট্রাম্প বলেন, আমার এটা বলতে ভালো না লাগলেও আমি আপনাদের কাছে বলছি যে, ভারতে এক লক্ষের বেসি আসনের স্টেডিয়াম ছিল। আর সব আসনই ভরে গেছিল। ওটি বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। প্রধানমন্ত্রী মোদী আমার সাথে ছিলেন, উনি খুবই ভালো মানুষ। আর

শাহিনবাগে ধরনা, জমায়েত করলেই দেওয়া হবে কড়া শাস্তি! ১৪৪ ধারা জারি করে মোতায়েন হল প্রচুর সেনা

নয়া দিল্লীঃ  উত্তর পূর্ব দিল্লীতে (Delhi) সম্প্রতি হওয়ে যাওয়া হিংসাত্মক (Delhi Violence) ঘটনার এবার জীবন-যাপন ধীরে ধীরে স্বভাবিক হচ্ছে। দাঙ্গা প্রবনিত এলাকায় ১৪৪ ধারা লাগু হয়েছে, আর সেখানে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মানুষেরা। দাঙ্গাগ্রস্ত এলাকায় বেশীরভাগ দোকান খুলে গেছে। আরেকদিকে, শাহিনবাগে (Shaheen Bagh) সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর সাথে সাথে যেখানে বিগত আড়াই মাসের উপরে নাগরিকতা আইনের বিরুদ্ধে প্রদর্শন চলছে, সেখানে ১৪৪ ধারা লাগু করা হয়েছে। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে শাহিনবাগে ধরনায় বসেছেন সিএএ (CAA) এর বিরোধীরা। Delhi: Normalcy returns to Shiv Vihar area in Northeast district which had witnessed violence. Security forces remain deployed. pic.twitter.com/0hMwLg0EBO — ANI (@ANI) March 1, 2020 https://platform.twitter.com/widgets.js দক্ষিণপূর্ব দিল্লীর পুলিশ সুপার আর.পি. মিনা বলেন, পুলিশের সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ার কারণে হিন্দু সেনা ক্ষতিগ্রস্ত এলাকার প্রদক্ষিণ বাতিল করেছে। তাছাড়াও আমরা আশঙ্কা উড়িয়ে না দিয়ে এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করে রেখেছি। দিল্লী পুলিশ দক্ষিণপূ

শাহিনবাগে ধরনা, জমায়েত করলেই দেওয়া হবে কড়া শাস্তি! ১৪৪ ধারা জারি করে মোতায়েন হল প্রচুর সেনা

নয়া দিল্লীঃ  উত্তর পূর্ব দিল্লীতে (Delhi) সম্প্রতি হওয়ে যাওয়া হিংসাত্মক (Delhi Violence) ঘটনার এবার জীবন-যাপন ধীরে ধীরে স্বভাবিক হচ্ছে। দাঙ্গা প্রবনিত এলাকায় ১৪৪ ধারা লাগু হয়েছে, আর সেখানে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মানুষেরা। দাঙ্গাগ্রস্ত এলাকায় বেশীরভাগ দোকান খুলে গেছে। আরেকদিকে, শাহিনবাগে (Shaheen Bagh) সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর সাথে সাথে যেখানে বিগত আড়াই মাসের উপরে নাগরিকতা আইনের বিরুদ্ধে প্রদর্শন চলছে, সেখানে ১৪৪ ধারা লাগু করা হয়েছে। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে শাহিনবাগে ধরনায় বসেছেন সিএএ (CAA) এর বিরোধীরা। Delhi: Normalcy returns to Shiv Vihar area in Northeast district which had witnessed violence. Security forces remain deployed. pic.twitter.com/0hMwLg0EBO — ANI (@ANI) March 1, 2020 https://platform.twitter.com/widgets.js দক্ষিণপূর্ব দিল্লীর পুলিশ সুপার আর.পি. মিনা বলেন, পুলিশের সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ার কারণে হিন্দু সেনা ক্ষতিগ্রস্ত এলাকার প্রদক্ষিণ বাতিল করেছে। তাছাড়াও আমরা আশঙ্কা উড়িয়ে না দিয়ে এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করে রেখেছি। দিল্লী পুলিশ দক্ষিণপূ

বড় খবরঃ আম জনতাকে স্বস্তি দিয়ে এক ঝটকায় অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম!

Image
নয়া দিল্লীঃ  হোলি/দোল উৎসবের আগে বড় স্বস্তি পেল আম জনতা। তেল কোম্পানি গুলো গ্যাস সিলেন্ডারের দাম (LPG Cylinder Price) অনেকটাই কমিয়ে দিল উৎসবের আগে। পয়লা মার্চ থেকে ভর্তুকি ছাড়া ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ৫৩ টাকা কম হয়ে গেল। আর ১৯ কেজির কমার্শিয়াল গ্যাসের দাম ৮৪.৫০ টাকা কমল। রাজধানী দিল্লীতে এখনো পর্যন্ত ৮৫৮.৫০ টাকায় ১৪.২ কেজির রান্নার গ্যাস পাওয়া যেত। আজ থেকে নয়া দর লাগু হওয়ার পর রাজধানী দিল্লীতে ভর্তুকি ছাড়া গ্যাসের দাম হয়ে দাঁড়াল ৮০৫.৫০ টাকা। আপনাদের জানিয়ে দিই, গত মাসে রান্নার গ্যাসের দাম ১০৫ টাকা বেড়ে গেছিল। সমস্ত মহানগরীতে ভর্তুকি ছাড়া ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ১৪৪.৫০ টাকা থেকে ১৪৯ টাকা পর্যন্ত বেড়ে গেছিল। নয়া দর ১২ ফেব্রুয়ারি লাগু হয়েছিল। ইন্ডিয়ান অয়েল (Indian Oil) এর ওয়েবসাইট অনুযায়ী, রাজধানী দিল্লীতে ভর্তুকি ছাড়া ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ৮০৫.৫০ টাকা হয়েছে। আর কলকাতায় ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম কমে ৮৩৯.৫০ টাকা হয়েছে। মুম্বাইয়ে ৭৭৬.৫০ টাকা আর চেন্নাইতে ৮২৬ টাকা। তেল কোম্পানি গুলো ১৯ কেজির কমার্শিয়াল সিলেন্ডারের দাম ৮৪.৫০ টাকা কমিয়েছে। দাম কমার পর দিল্লীত

বড় খবরঃ আম জনতাকে স্বস্তি দিয়ে এক ঝটকায় অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম!

Image
নয়া দিল্লীঃ  হোলি/দোল উৎসবের আগে বড় স্বস্তি পেল আম জনতা। তেল কোম্পানি গুলো গ্যাস সিলেন্ডারের দাম (LPG Cylinder Price) অনেকটাই কমিয়ে দিল উৎসবের আগে। পয়লা মার্চ থেকে ভর্তুকি ছাড়া ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ৫৩ টাকা কম হয়ে গেল। আর ১৯ কেজির কমার্শিয়াল গ্যাসের দাম ৮৪.৫০ টাকা কমল। রাজধানী দিল্লীতে এখনো পর্যন্ত ৮৫৮.৫০ টাকায় ১৪.২ কেজির রান্নার গ্যাস পাওয়া যেত। আজ থেকে নয়া দর লাগু হওয়ার পর রাজধানী দিল্লীতে ভর্তুকি ছাড়া গ্যাসের দাম হয়ে দাঁড়াল ৮০৫.৫০ টাকা। আপনাদের জানিয়ে দিই, গত মাসে রান্নার গ্যাসের দাম ১০৫ টাকা বেড়ে গেছিল। সমস্ত মহানগরীতে ভর্তুকি ছাড়া ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ১৪৪.৫০ টাকা থেকে ১৪৯ টাকা পর্যন্ত বেড়ে গেছিল। নয়া দর ১২ ফেব্রুয়ারি লাগু হয়েছিল। ইন্ডিয়ান অয়েল (Indian Oil) এর ওয়েবসাইট অনুযায়ী, রাজধানী দিল্লীতে ভর্তুকি ছাড়া ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ৮০৫.৫০ টাকা হয়েছে। আর কলকাতায় ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম কমে ৮৩৯.৫০ টাকা হয়েছে। মুম্বাইয়ে ৭৭৬.৫০ টাকা আর চেন্নাইতে ৮২৬ টাকা। তেল কোম্পানি গুলো ১৯ কেজির কমার্শিয়াল সিলেন্ডারের দাম ৮৪.৫০ টাকা কমিয়েছে। দাম কমার পর দিল্লীত

একসময় ১০০ শতাংশ হিন্দু রাজ্য ছিল কাশ্মীর! দাবি উপ রাজ্যপালের অ্যাডভাইসর ফারুখ খান-এর

Image
আহমেদাবাদঃ  জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) উপ রাজ্যপাল (LG) এর অ্যাডভাইসর ফারুখ খান (Farooq Khan) দাবি করে বলেন, এক সময় জম্মু কাশ্মীরে ১০০ শতাংশ হিন্দুদের বসবাস ছিল। জম্মু কাশ্মীর সম্পূর্ণ রুপে হিন্দু রাজ্য ছিল বলে জানান তিনি। গুজরাটে ইন্ডিয়া আইডিয়া কনক্লেভ (India Ideas Conclave) অনুষ্ঠানে ফারুখ খান বলেন, আমাদের প্রথম লক্ষ্য হল, আমাদের সেই সমস্ত কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit) ভাই-বোনদের রাজ্যে আবার ফিরিয়ে আনা, যারা নিজের প্রাণ বাঁচাতে সর্বস্য ত্যাগ করে উপত্যকা ছেড়ে দেশের অন্যান্য রাজ্যে চলে গেছিল। জম্মু কাশ্মীরের উপ রাজ্যপাল গিরীশ মুর্মুর (Girish Murmu) অ্যাডভাইসর ফারুখ খান এটাও দাবি করেন যে, একদা কাশ্মীরে শুধু হিন্দুরাই বসবাস করত। উনি বলেন, ‘আমাদের মধ্যে অনেক কম মানুষই জানেন যে, কাশ্মীর একসময় ১০০ শতাংশ হিন্দু রাজ্য ছিল।” উনি আরও বলেন, ‘যারা কাশ্মীরে যান ঘুরতে, তাঁদের অন্তত একবার কাশ্মীর মিউজিয়াম পরিদর্শন করা উচিৎ। কাশ্মীরের মিউজিয়াম ঘুরে দেখলেই আপনি প্রাচীন কাশ্মীরের ইতিহাসের একদম সঠিক চিত্র খুঁজে পাবেন।” from India Rag https://ift.tt/2TcbeEz via IFTTT

একসময় ১০০ শতাংশ হিন্দু রাজ্য ছিল কাশ্মীর! দাবি উপ রাজ্যপালের অ্যাডভাইসর ফারুখ খান-এর

Image
আহমেদাবাদঃ  জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) উপ রাজ্যপাল (LG) এর অ্যাডভাইসর ফারুখ খান (Farooq Khan) দাবি করে বলেন, এক সময় জম্মু কাশ্মীরে ১০০ শতাংশ হিন্দুদের বসবাস ছিল। জম্মু কাশ্মীর সম্পূর্ণ রুপে হিন্দু রাজ্য ছিল বলে জানান তিনি। গুজরাটে ইন্ডিয়া আইডিয়া কনক্লেভ (India Ideas Conclave) অনুষ্ঠানে ফারুখ খান বলেন, আমাদের প্রথম লক্ষ্য হল, আমাদের সেই সমস্ত কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit) ভাই-বোনদের রাজ্যে আবার ফিরিয়ে আনা, যারা নিজের প্রাণ বাঁচাতে সর্বস্য ত্যাগ করে উপত্যকা ছেড়ে দেশের অন্যান্য রাজ্যে চলে গেছিল। জম্মু কাশ্মীরের উপ রাজ্যপাল গিরীশ মুর্মুর (Girish Murmu) অ্যাডভাইসর ফারুখ খান এটাও দাবি করেন যে, একদা কাশ্মীরে শুধু হিন্দুরাই বসবাস করত। উনি বলেন, ‘আমাদের মধ্যে অনেক কম মানুষই জানেন যে, কাশ্মীর একসময় ১০০ শতাংশ হিন্দু রাজ্য ছিল।” উনি আরও বলেন, ‘যারা কাশ্মীরে যান ঘুরতে, তাঁদের অন্তত একবার কাশ্মীর মিউজিয়াম পরিদর্শন করা উচিৎ। কাশ্মীরের মিউজিয়াম ঘুরে দেখলেই আপনি প্রাচীন কাশ্মীরের ইতিহাসের একদম সঠিক চিত্র খুঁজে পাবেন।” from India Rag https://ift.tt/2TcbeEz

দাঙ্গাবাজদের আর্থিক বহিষ্কার করার সিধান্ত নিল দিল্লীর হিন্দু সমাজ, সকলে নিল শপদ

কথায় বলে হাতে মারার থেকে ভাতে মারা বুদ্ধিমানের কাজ। দিল্লীর (Delhi) হিংসার পর এখন হিন্দু সমাজ সেই পথেই অগ্রসর হওয়ার সিধান্ত নিয়েছে। উত্তর পূর্ব দিল্লীতে যে হিংসা ছড়িয়ে ছিল তার বিস্তারিত এখন ধীরে ধীরে দেশের সামনে আসতে শুরু হয়েছে। কট্টরপন্থীরা উত্তরপূর্ব দিল্লীকে কাশ্মীরে পরিণত করার যে পরিকল্পনা করেছিল তাও পরিষ্কারভাবে সামনে আসছে। অবশ্য সরকারের সামান্য কঠোর রূপের কারণে পরিকল্পনা সম্পূর্ণ বাস্তবে পরিণত হতে পারেনি। দিল্লীর হিংসার পর এখন দিল্লীবাসী বহু জায়গায় কট্টরপন্থী দাঙ্গাবাজদের আর্থিক বহিষ্কার করার সিধান্ত নিয়েছে। দিল্লী থেকে এখন বেশকিছু ভিডিও সামনে আসছে। যেখানে কিছু হিন্দু সংগঠন দাবি করেছে যে ব্যবসা ও বিশ্বাসঘাতকতা একসাথে চলতে পারে না। তাই এবার সমাজ দাঙ্গাবাজেদের আর্থিক বহিস্কার করার সিধান্ত নিয়েছেন। #दंगाइयों_का_आर्थिक_बाहिष्कार नोएडा में दंगाईयों के #आर्थिक_बहिष्कार की शपथ लेते आमजन.. pic.twitter.com/8kShtFqJXM — Sudarshan News (@SudarshanNewsTV) February 29, 2020 https://platform.twitter.com/widgets.js প্রসঙ্গত জানিয়ে দি, এখানে আর্থিক বহিষ্কার করার অর্থ হলো কট্টরপন্থীদের দ

দাঙ্গাবাজদের আর্থিক বহিষ্কার করার সিধান্ত নিল দিল্লীর হিন্দু সমাজ, সকলে নিল শপদ

কথায় বলে হাতে মারার থেকে ভাতে মারা বুদ্ধিমানের কাজ। দিল্লীর (Delhi) হিংসার পর এখন হিন্দু সমাজ সেই পথেই অগ্রসর হওয়ার সিধান্ত নিয়েছে। উত্তর পূর্ব দিল্লীতে যে হিংসা ছড়িয়ে ছিল তার বিস্তারিত এখন ধীরে ধীরে দেশের সামনে আসতে শুরু হয়েছে। কট্টরপন্থীরা উত্তরপূর্ব দিল্লীকে কাশ্মীরে পরিণত করার যে পরিকল্পনা করেছিল তাও পরিষ্কারভাবে সামনে আসছে। অবশ্য সরকারের সামান্য কঠোর রূপের কারণে পরিকল্পনা সম্পূর্ণ বাস্তবে পরিণত হতে পারেনি। দিল্লীর হিংসার পর এখন দিল্লীবাসী বহু জায়গায় কট্টরপন্থী দাঙ্গাবাজদের আর্থিক বহিষ্কার করার সিধান্ত নিয়েছে। দিল্লী থেকে এখন বেশকিছু ভিডিও সামনে আসছে। যেখানে কিছু হিন্দু সংগঠন দাবি করেছে যে ব্যবসা ও বিশ্বাসঘাতকতা একসাথে চলতে পারে না। তাই এবার সমাজ দাঙ্গাবাজেদের আর্থিক বহিস্কার করার সিধান্ত নিয়েছেন। #दंगाइयों_का_आर्थिक_बाहिष्कार नोएडा में दंगाईयों के #आर्थिक_बहिष्कार की शपथ लेते आमजन.. pic.twitter.com/8kShtFqJXM — Sudarshan News (@SudarshanNewsTV) February 29, 2020 https://platform.twitter.com/widgets.js প্রসঙ্গত জানিয়ে দি, এখানে আর্থিক বহিষ্কার করার অর্থ হলো কট্টরপন্থীদের দ

দিল্লী দাঙ্গায় উস্কানি দেওয়ায় গ্রেফতার কংগ্রেস নেত্রী ইশরাত জাহান, জামিন দেওয়া যাবেনা জানাল আদালত!

Image
নয়া দিল্লীঃ  দাঙ্গা ছড়ানো মানুষদের বিরুদ্ধে দিল্লী পুলিশ (Delhi Police) পদক্ষেপ নেওয়া শুরু করেছে। আর সেই ক্রমেই দিল্লী কংগ্রেসের (Congress) প্রাক্তন কাউন্সিলর ইশারাত জাহানকে (ishrat jahan) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া কংগ্রেসের এই নেত্রীকে আজ ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। গত বুধবার ইশরাতকে গ্রেফতার করেছিল পুলিশ। আদালতে জামিনের আবেদন করা হলেও, সেটিকে না মঞ্জুর করে দেওয়া হয়। কংগ্রেস নেত্রী ইশরাত বিগত ৫০ দিন ধরে নাগরিকতা আইনের বিরুদ্ধে খুরেজিতে প্রদর্শন করছেন। ২২ ফেব্রুয়ারি হুরেজি রোড জ্যাম করানোয় ইশরাতের নাম ছিল। আদালত জানিয়েছে যে, ইশরাতের বিরুদ্ধে করা অভিযোগ খুবই গুরুতর তাই তাঁকে জামিন দেওয়া যাবেনা। পুলিশ অনুযায়ী, জগত পুরী পেট্রোল পাম্পের পাশে কয়েকদিন ধরা চলা নাগরিকতা আইনের বিরুদ্ধে প্রতিবাদে ইশরাত জাহান অংশ নিয়েছিলেন। সেখানে ১৪৪ ধারা লাগু ছিল। পুলিশ জানায় খাজুরি খাসে ২৬ ফেব্রুয়ারি যখন ফ্ল্যাগ মার্চ করা হয়, তখন তাঁরা গুলির আওয়াজ শোনে। তাঁরা তাড়াতাড়ি মসজিদের গলিতে থাকা কমিউনিটি সেন্টারে পৌঁছায় আর সেখানে প্রচুর পরিমাণে মানুষকে দেখতে পায়। পুলিশ জানায়, সেখানে উপস্থিত

দিল্লী দাঙ্গায় উস্কানি দেওয়ায় গ্রেফতার কংগ্রেস নেত্রী ইশরাত জাহান, জামিন দেওয়া যাবেনা জানাল আদালত!

Image
নয়া দিল্লীঃ  দাঙ্গা ছড়ানো মানুষদের বিরুদ্ধে দিল্লী পুলিশ (Delhi Police) পদক্ষেপ নেওয়া শুরু করেছে। আর সেই ক্রমেই দিল্লী কংগ্রেসের (Congress) প্রাক্তন কাউন্সিলর ইশারাত জাহানকে (ishrat jahan) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া কংগ্রেসের এই নেত্রীকে আজ ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। গত বুধবার ইশরাতকে গ্রেফতার করেছিল পুলিশ। আদালতে জামিনের আবেদন করা হলেও, সেটিকে না মঞ্জুর করে দেওয়া হয়। কংগ্রেস নেত্রী ইশরাত বিগত ৫০ দিন ধরে নাগরিকতা আইনের বিরুদ্ধে খুরেজিতে প্রদর্শন করছেন। ২২ ফেব্রুয়ারি হুরেজি রোড জ্যাম করানোয় ইশরাতের নাম ছিল। আদালত জানিয়েছে যে, ইশরাতের বিরুদ্ধে করা অভিযোগ খুবই গুরুতর তাই তাঁকে জামিন দেওয়া যাবেনা। পুলিশ অনুযায়ী, জগত পুরী পেট্রোল পাম্পের পাশে কয়েকদিন ধরা চলা নাগরিকতা আইনের বিরুদ্ধে প্রতিবাদে ইশরাত জাহান অংশ নিয়েছিলেন। সেখানে ১৪৪ ধারা লাগু ছিল। পুলিশ জানায় খাজুরি খাসে ২৬ ফেব্রুয়ারি যখন ফ্ল্যাগ মার্চ করা হয়, তখন তাঁরা গুলির আওয়াজ শোনে। তাঁরা তাড়াতাড়ি মসজিদের গলিতে থাকা কমিউনিটি সেন্টারে পৌঁছায় আর সেখানে প্রচুর পরিমাণে মানুষকে দেখতে পায়। পুলিশ জানায়, সেখানে উপস্থিত

উপদ্রবিদের তাণ্ডবে পুড়ে ছারখার হেড কনস্টেবলের বাড়ি তৈরিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল BSF

নয়া দিল্লীঃ  দিল্লী হিংসায় (Delhi Violence) উপদ্রবিরা বিএসএফ (BSF) এর একজন হেড কনস্টেবল মোহম্মদ আনিস (Mohammad Anees) এর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। উপদ্রবিরা খাস খজুরি গলির ৩৫ টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেখানেই বিএসএফ জওয়ান মোহম্মদ আনিস এর বাড়ি ছিল। Pushpendra Rathore, BSF Deputy Inspector General (Headquarters): BSF engineers have come with us. They will repair the house of constable Mohammad Anees. BSF will provide financial assistance to the family from its welfare fund. #DelhiViolence https://t.co/uUEoHOKQXk pic.twitter.com/eBDgUSjqoE — ANI (@ANI) February 29, 2020 https://platform.twitter.com/widgets.js এই ঘটনার পর বিএসএফ এর আধিকারিকরা জওয়ান আনিসকে দিল্লীর হেডকোয়ার্টারে ডেকে পাঠায়। বিএসএফ এর তরফ থেকে ওই জওয়ানের সাহায্য করার ঘোষণা করা হয়। বিএসএফ জওয়ান আনিস এই ঘটনার খবর নিজের সিনিয়ার অফিসারদের দিয়েছিল না। এই ঘটনার খবর পাওয়ার পরেই বিএসএফ মোহম্মদ আনিসকে খুঁজে বের করে এবং ওনার বাবার সাথে কথা বলে। বিএসএফ এর তরফ থেকে হেড কনস্টেবল মোহম্মদ আনিসের বাবা মোহম্মদ ইউনিস, কাকা আহমেদ, কাকাত

উপদ্রবিদের তাণ্ডবে পুড়ে ছারখার হেড কনস্টেবলের বাড়ি তৈরিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল BSF

নয়া দিল্লীঃ  দিল্লী হিংসায় (Delhi Violence) উপদ্রবিরা বিএসএফ (BSF) এর একজন হেড কনস্টেবল মোহম্মদ আনিস (Mohammad Anees) এর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। উপদ্রবিরা খাস খজুরি গলির ৩৫ টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেখানেই বিএসএফ জওয়ান মোহম্মদ আনিস এর বাড়ি ছিল। Pushpendra Rathore, BSF Deputy Inspector General (Headquarters): BSF engineers have come with us. They will repair the house of constable Mohammad Anees. BSF will provide financial assistance to the family from its welfare fund. #DelhiViolence https://t.co/uUEoHOKQXk pic.twitter.com/eBDgUSjqoE — ANI (@ANI) February 29, 2020 https://platform.twitter.com/widgets.js এই ঘটনার পর বিএসএফ এর আধিকারিকরা জওয়ান আনিসকে দিল্লীর হেডকোয়ার্টারে ডেকে পাঠায়। বিএসএফ এর তরফ থেকে ওই জওয়ানের সাহায্য করার ঘোষণা করা হয়। বিএসএফ জওয়ান আনিস এই ঘটনার খবর নিজের সিনিয়ার অফিসারদের দিয়েছিল না। এই ঘটনার খবর পাওয়ার পরেই বিএসএফ মোহম্মদ আনিসকে খুঁজে বের করে এবং ওনার বাবার সাথে কথা বলে। বিএসএফ এর তরফ থেকে হেড কনস্টেবল মোহম্মদ আনিসের বাবা মোহম্মদ ইউনিস, কাকা আহমেদ, কাকাত

উপদ্রবিদের কাছ থেকেই নেওয়া হবে ক্ষতিপূরণ! যোগীর পথে হেঁটে দিল্লী পুলিশের বড় ঘোষণা

Image
নয়া দিল্লীঃ  উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা সরকারী ও ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্থ করেছে। এই প্রকল্পে কর্মরত পুলিশ আধিকারিকরা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য দিয়েছেন।চার দিন ধরে এবং উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গায় যারা অগ্নিসংযোগ, লুটপাট বা সম্পত্তির ক্ষতি করেছে তাদের সনাক্ত করার জন্য এসআইটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এক আধিকারিক বলেন  যে ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য পৌরসভা কর্তৃপক্ষ এবং দিল্লি সরকারের সাথে সমন্বয় করার জন্য ইতিমধ্যে অপরাধ শাখার বিশেষ তদন্ত দল (এসআইটি) এবং স্থানীয় পুলিশকে নির্দেশনা জারি করা হয়েছে।সন্দেহ করা হচ্ছে যে জাফরাবাদ, কর্দমপুরী, কারাওয়াল নগর, মৌজপুর, ভজনপুরা এবং অন্যান্য অঞ্চলে ফৌজদারি রেকর্ডযুক্ত বহু স্থানীয় অপরাধী পরিস্থিতিটির সুযোগ নিয়েছিলেন। দিল্লি পুলিশ শুক্রবার বলেছিল যে তারা কমপক্ষে ১০০০ দাঙ্গাকারী চিহ্নিত করেছে এবং কমপক্ষে ৬৩০ জনকে আটক বা গ্রেপ্তার করেছে।   তবে দিল্লি পুলিশ বিশ্বাস করে যে রবিবার ও বুধবারের মধ্যে কয়েকশ কোটি  সম্পত্তি ধ্বংস হয়ে গেছে।কিন্তু ক্ষতির পরিমান ঠিক কতটা সেটা জানার জন্য সময় লাগবে।  পুলিশ জানিয়েছে যে পরিস্থিতি প

উপদ্রবিদের কাছ থেকেই নেওয়া হবে ক্ষতিপূরণ! যোগীর পথে হেঁটে দিল্লী পুলিশের বড় ঘোষণা

Image
নয়া দিল্লীঃ  উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা সরকারী ও ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্থ করেছে। এই প্রকল্পে কর্মরত পুলিশ আধিকারিকরা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য দিয়েছেন।চার দিন ধরে এবং উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গায় যারা অগ্নিসংযোগ, লুটপাট বা সম্পত্তির ক্ষতি করেছে তাদের সনাক্ত করার জন্য এসআইটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এক আধিকারিক বলেন  যে ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য পৌরসভা কর্তৃপক্ষ এবং দিল্লি সরকারের সাথে সমন্বয় করার জন্য ইতিমধ্যে অপরাধ শাখার বিশেষ তদন্ত দল (এসআইটি) এবং স্থানীয় পুলিশকে নির্দেশনা জারি করা হয়েছে।সন্দেহ করা হচ্ছে যে জাফরাবাদ, কর্দমপুরী, কারাওয়াল নগর, মৌজপুর, ভজনপুরা এবং অন্যান্য অঞ্চলে ফৌজদারি রেকর্ডযুক্ত বহু স্থানীয় অপরাধী পরিস্থিতিটির সুযোগ নিয়েছিলেন। দিল্লি পুলিশ শুক্রবার বলেছিল যে তারা কমপক্ষে ১০০০ দাঙ্গাকারী চিহ্নিত করেছে এবং কমপক্ষে ৬৩০ জনকে আটক বা গ্রেপ্তার করেছে।   তবে দিল্লি পুলিশ বিশ্বাস করে যে রবিবার ও বুধবারের মধ্যে কয়েকশ কোটি  সম্পত্তি ধ্বংস হয়ে গেছে।কিন্তু ক্ষতির পরিমান ঠিক কতটা সেটা জানার জন্য সময় লাগবে।  পুলিশ জানিয়েছে যে পরিস্থিতি প

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথের হাত ধরে নতুন বিশ্বরেকর্ড করবে ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ শনিবার উত্তর প্রদেশের দুটি জেলার সফরে আছেন। প্রথমে তিনি প্রয়াগরাজে (Prayagraj) পৌঁছেছেন। প্রয়াগরাজের প্যারেড ময়দানে সামাজিক আধিকারিতা শিবিরের অন্তর্গত আয়োজিত অনুষ্ঠানে তিনি ২৬ হাজার ৭৯১ দিব্যাঙ্গ আর প্রবীণ নাগরিকদের মধ্যে ৫৬ হাজার উপকরণ বিতরণ করবেন। এরপর দুপুর ১ঃ১০ এ তিনি চিত্রকূট যাবেন। চিত্রকূটে বুন্দেলখন্ড এক্সপ্রেসের শিলন্যাসের সাথে সাথে তিনি ১০ হাজার কৃষক উৎপাদক সংগঠনের শুভারম্ভ করবেন। ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর দুই জেলায় এটাই প্রধানমন্ত্রী মোদীর প্রথম সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে পৌঁছানর সাথে সাথে বোমরৌলি এয়ারপোর্টে ওনাকে স্বাগত জানানর জন্য উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দি বেন প্যাটেল আর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Aditynath) পৌঁছান। বিমানবন্দর থেকে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ হেলিকপ্টারের মাধ্যমে সভাস্থলে পৌঁছান। অনুষ্ঠানে ৮৪৭ টি মোটর ট্রাইসাইকেল, ৩৯৪৯ টি ট্রাইসাইকেল, ৩৭২৫ টি হুইলচেয়ার, ১৫ হাজার ১০৩ টি ওয়াকিং স্টিক, ১৭৩৫ টি ট্রাইপড, ৫৮১৬ টি চশমা, স্মার্ট ফোন, টেবলেট, কানের ম্যাশিন, কৃত্রিম হাত সমেত অনেক স

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথের হাত ধরে নতুন বিশ্বরেকর্ড করবে ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ শনিবার উত্তর প্রদেশের দুটি জেলার সফরে আছেন। প্রথমে তিনি প্রয়াগরাজে (Prayagraj) পৌঁছেছেন। প্রয়াগরাজের প্যারেড ময়দানে সামাজিক আধিকারিতা শিবিরের অন্তর্গত আয়োজিত অনুষ্ঠানে তিনি ২৬ হাজার ৭৯১ দিব্যাঙ্গ আর প্রবীণ নাগরিকদের মধ্যে ৫৬ হাজার উপকরণ বিতরণ করবেন। এরপর দুপুর ১ঃ১০ এ তিনি চিত্রকূট যাবেন। চিত্রকূটে বুন্দেলখন্ড এক্সপ্রেসের শিলন্যাসের সাথে সাথে তিনি ১০ হাজার কৃষক উৎপাদক সংগঠনের শুভারম্ভ করবেন। ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর দুই জেলায় এটাই প্রধানমন্ত্রী মোদীর প্রথম সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে পৌঁছানর সাথে সাথে বোমরৌলি এয়ারপোর্টে ওনাকে স্বাগত জানানর জন্য উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দি বেন প্যাটেল আর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Aditynath) পৌঁছান। বিমানবন্দর থেকে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ হেলিকপ্টারের মাধ্যমে সভাস্থলে পৌঁছান। অনুষ্ঠানে ৮৪৭ টি মোটর ট্রাইসাইকেল, ৩৯৪৯ টি ট্রাইসাইকেল, ৩৭২৫ টি হুইলচেয়ার, ১৫ হাজার ১০৩ টি ওয়াকিং স্টিক, ১৭৩৫ টি ট্রাইপড, ৫৮১৬ টি চশমা, স্মার্ট ফোন, টেবলেট, কানের ম্যাশিন, কৃত্রিম হাত সমেত অনেক স

পাক সেনাকে সন্ত্রাসবাদের কেন্দ্র বলে পোস্টার পড়ল সুইজারল্যান্ডের জেনেভায়! চরম চাপে ইমরান খান

সুইজারল্যান্ডে (switzerland) পাকিস্তানি সেনাকে (Pakistan Army) আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্র বলা একটি পোস্টার লাগানো হয়েছে। সংযুক্ত রাষ্ট্রের মানবাধিকার পরিষদের ৪৩ তম অধিবেশন চলছে সুইজারল্যান্ডের জেনেভায় (Geneva)। আর সেখানেই পাকিস্তানি সেনাকে আন্তর্জাতিক জঙ্গি বলা পোস্টার লাগানো হয়েছে। Switzerland: A banner reading 'Pakistan Army Epicenter of International Terrorism' was put up near Broken Chair monument in Geneva, during the ongoing 43rd session of the United Nations Human Rights Council pic.twitter.com/cArxiia7n6 — ANI (@ANI) February 29, 2020 https://platform.twitter.com/widgets.js আপনাদের জানিয়ে দিই, এর আগেও এরকম পোস্টার জেনেভাতে দেখা গেছিল। ২০১৯ এর সেপ্টেম্বর মাসে জেনেভাতে সংযুক্ত রাষ্ট্রের মানবাধিকার পরিষদে যখন পাকিস্তান কাশ্মীর নিয়ে মরা কান্না কাঁদছিল। তখন পাকিস্তানেরই কিছু মানুষ অনুষ্ঠান স্থলের বাইরে পাকিস্তানি সেনার মুখোশ খুলে দিয়ে পোস্টার লাগায়। বালোচ মানবাধিকার পরশদ আর পাখতুনরা পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে গোটা বিশ্বের নজর কাড়তে অনুষ্ঠান স্থলের বাইরে ও

পাক সেনাকে সন্ত্রাসবাদের কেন্দ্র বলে পোস্টার পড়ল সুইজারল্যান্ডের জেনেভায়! চরম চাপে ইমরান খান

সুইজারল্যান্ডে (switzerland) পাকিস্তানি সেনাকে (Pakistan Army) আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্র বলা একটি পোস্টার লাগানো হয়েছে। সংযুক্ত রাষ্ট্রের মানবাধিকার পরিষদের ৪৩ তম অধিবেশন চলছে সুইজারল্যান্ডের জেনেভায় (Geneva)। আর সেখানেই পাকিস্তানি সেনাকে আন্তর্জাতিক জঙ্গি বলা পোস্টার লাগানো হয়েছে। Switzerland: A banner reading 'Pakistan Army Epicenter of International Terrorism' was put up near Broken Chair monument in Geneva, during the ongoing 43rd session of the United Nations Human Rights Council pic.twitter.com/cArxiia7n6 — ANI (@ANI) February 29, 2020 https://platform.twitter.com/widgets.js আপনাদের জানিয়ে দিই, এর আগেও এরকম পোস্টার জেনেভাতে দেখা গেছিল। ২০১৯ এর সেপ্টেম্বর মাসে জেনেভাতে সংযুক্ত রাষ্ট্রের মানবাধিকার পরিষদে যখন পাকিস্তান কাশ্মীর নিয়ে মরা কান্না কাঁদছিল। তখন পাকিস্তানেরই কিছু মানুষ অনুষ্ঠান স্থলের বাইরে পাকিস্তানি সেনার মুখোশ খুলে দিয়ে পোস্টার লাগায়। বালোচ মানবাধিকার পরশদ আর পাখতুনরা পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে গোটা বিশ্বের নজর কাড়তে অনুষ্ঠান স্থলের বাইরে ও

মুসলিম পড়ুয়াদের বড়ো উপহার দেবে মহারাষ্ট্র সরকার, দেওয়া হবে ৫% সংরক্ষণ

Image
মহারাষ্ট্রের সরকারী স্কুল ও কলেজগুলিতে মুসলিমদের জন্য ৫% সংরক্ষণকে সবুজ সংকেত দিল উদ্ধব ঠাকরে ও কংগ্রেসের মিলিত সরকার। NCP এর জাতীয় মুখপাত্র এবং মহারাষ্ট্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন এটি খুব তাড়াতাড়ি বিধানসভা দ্বারা পাস হবে। মহারাষ্ট্রের NCP কোটা থেকে আসা মন্ত্রী নবাব মালিক বলেন যে বিষয়টি হাইকোর্টে যাওয়ার পরে সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ শতাংশ রিজার্ভেশন প্রদান উচিত। কিন্তু বিগত সরকার সে বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। সদস্যরা দাবি করেছেন যে সংরক্ষণ দেওয়া উচিত। আমরা ঘোষণা করেছি যে উচ্চ আদালত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে সংরক্ষণ দেওয়ার স্বীকৃতি দিয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি করা হবে। কংগ্রেস বিধায়ক জিশান সিদ্দিকী সরকারের সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত বলে উল্লেখকরেছেন। তিনি বলেন এটি যুবসমাজের মধ্যে ভাল শিক্ষা প্রদান করতে সাহায্য করবে। আরও কর্মসংস্থানের সুযোগগুলিও সঠিক উপায়ে পাওয়া যাবে। অন দিকে বিজেপির রাম কদম বলেছিলেন – ধর্মের নামে সংরক্ষণ দেওয়া যায় না। এই ঘোষণাটি একটি রাজনৈতিক স্টান্ট ছাড়া আর কিছুই নয়। এদিকে, শিবসেনার অবস্থান স্পষ্ট করতে মন্ত্রী অনিল পরব এগিয়ে

মুসলিম পড়ুয়াদের বড়ো উপহার দেবে মহারাষ্ট্র সরকার, দেওয়া হবে ৫% সংরক্ষণ

Image
মহারাষ্ট্রের সরকারী স্কুল ও কলেজগুলিতে মুসলিমদের জন্য ৫% সংরক্ষণকে সবুজ সংকেত দিল উদ্ধব ঠাকরে ও কংগ্রেসের মিলিত সরকার। NCP এর জাতীয় মুখপাত্র এবং মহারাষ্ট্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন এটি খুব তাড়াতাড়ি বিধানসভা দ্বারা পাস হবে। মহারাষ্ট্রের NCP কোটা থেকে আসা মন্ত্রী নবাব মালিক বলেন যে বিষয়টি হাইকোর্টে যাওয়ার পরে সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ শতাংশ রিজার্ভেশন প্রদান উচিত। কিন্তু বিগত সরকার সে বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। সদস্যরা দাবি করেছেন যে সংরক্ষণ দেওয়া উচিত। আমরা ঘোষণা করেছি যে উচ্চ আদালত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে সংরক্ষণ দেওয়ার স্বীকৃতি দিয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি করা হবে। কংগ্রেস বিধায়ক জিশান সিদ্দিকী সরকারের সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত বলে উল্লেখকরেছেন। তিনি বলেন এটি যুবসমাজের মধ্যে ভাল শিক্ষা প্রদান করতে সাহায্য করবে। আরও কর্মসংস্থানের সুযোগগুলিও সঠিক উপায়ে পাওয়া যাবে। অন দিকে বিজেপির রাম কদম বলেছিলেন – ধর্মের নামে সংরক্ষণ দেওয়া যায় না। এই ঘোষণাটি একটি রাজনৈতিক স্টান্ট ছাড়া আর কিছুই নয়। এদিকে, শিবসেনার অবস্থান স্পষ্ট করতে মন্ত্রী অনিল পরব এগিয়ে

একজন মুসলিম হিসেবে আমি ভারতে নিজেকে সুরক্ষিত মনে করি! সিএএ এর সমর্থনে বললেন বলিউডের বিখ্যাত গায়ক

Image
ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আয়োজিত ‘India Ideas Conclave 2020″ অনুষ্ঠানে বলিউড গায়ক আদনান সামি (Adnan Sami) নাগরিকতা আইন নিয়ে বলেন, ‘একজন মুসলিম হিসেবে আমি ভারতে নিজেকে সুরক্ষিত মনে করি।” উল্লেখ্য, আমির খানের (Amir Khan) একটি পুরনো বয়ান নিয়ে আদনান সামিকে প্রশ্ন করা হয়েছিল, যেখানে আমির খান বলেছিলেন যে, ওনার স্ত্রী ওনাকে বলেছেন যে সে নিজেকে ভারতে অসুরক্ষিত মনে করে। সে নিজের বাচ্চাদের নিয়ে দেশের বাইরে চলে যেতে চায়। এরপর আমির খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর হাঙ্গামা হয়েছিল। Adnan Sami at 'India Ideas Conclave 2020', when asked 'Aamir Khan says he feels unsafe in India. Does he feel (Sami) safe & what’s his opinion on the Citizenship Amendment Act?': As a Muslim, I feel safe in India. So that answers the question of anyone feeling unsafe in India… pic.twitter.com/X0y4AgVgNx — ANI (@ANI) February 28, 2020 https://platform.twitter.com/widgets.js এমনও শোনা গেছিল যে, আমির খান নিজের এই বয়ানের পর অনেক ক্ষতির সন্মুখিন হয়েছিলেন। অনেক কোম্পানি ওয়ান্র সাথে কন্ট্রাক্ট শেষ

একজন মুসলিম হিসেবে আমি ভারতে নিজেকে সুরক্ষিত মনে করি! সিএএ এর সমর্থনে বললেন বলিউডের বিখ্যাত গায়ক

Image
ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আয়োজিত ‘India Ideas Conclave 2020″ অনুষ্ঠানে বলিউড গায়ক আদনান সামি (Adnan Sami) নাগরিকতা আইন নিয়ে বলেন, ‘একজন মুসলিম হিসেবে আমি ভারতে নিজেকে সুরক্ষিত মনে করি।” উল্লেখ্য, আমির খানের (Amir Khan) একটি পুরনো বয়ান নিয়ে আদনান সামিকে প্রশ্ন করা হয়েছিল, যেখানে আমির খান বলেছিলেন যে, ওনার স্ত্রী ওনাকে বলেছেন যে সে নিজেকে ভারতে অসুরক্ষিত মনে করে। সে নিজের বাচ্চাদের নিয়ে দেশের বাইরে চলে যেতে চায়। এরপর আমির খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর হাঙ্গামা হয়েছিল। Adnan Sami at 'India Ideas Conclave 2020', when asked 'Aamir Khan says he feels unsafe in India. Does he feel (Sami) safe & what’s his opinion on the Citizenship Amendment Act?': As a Muslim, I feel safe in India. So that answers the question of anyone feeling unsafe in India… pic.twitter.com/X0y4AgVgNx — ANI (@ANI) February 28, 2020 https://platform.twitter.com/widgets.js এমনও শোনা গেছিল যে, আমির খান নিজের এই বয়ানের পর অনেক ক্ষতির সন্মুখিন হয়েছিলেন। অনেক কোম্পানি ওয়ান্র সাথে কন্ট্রাক্ট শেষ

পুলওয়ামা হামলার মাস্টার মাইন্ড আদিল আহমেদের সাথী বাশির-কে গ্রেফতার করল NIA

Image
জম্মু কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) হামলার তদন্তে আজ এনআইএ বড়সড় সফলতা অর্জন করল। রাষ্ট্রীয় ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) জইশ ই মোহম্মদ আর পুলওয়ামা হামলার ষড়যন্ত্রে জড়িত আরেক অভিযুক্তকে গ্রেফতার করেছে। শাকির বাশির মাগরে নামের ওই অভিযুক্তকে পুলওয়ামা থেকে গ্রেফতার করা হয়েছে। NIA অনুযায়ী, শাকির ফিদাইন হামলাকারী আদিল আহমেদ ডারকে সিআরপিএফ এর কনভয়ে হামলার করার জন্য সাহায্য করেছিল। শাকির নিজের বাড়িতে আদিলকে ঠাই দিয়েছিল, এছাড়াও আদিলের থেকে পয়সা নিয়ে সে হাতিয়ারও ব্যবস্থা করে দিয়েছিল। শাকির সিকিউরিটি ফোর্সের কনভয়ের সাথে জড়িত জইশ এর টপ কম্যান্ডারকে জানিয়েছিল এরপরই জইশ ওই হামলা করেছিল। NIA বুধবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার বেশ কয়েক জায়গায় তল্লাশি চালায়। NIA উপত্যকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়েছিল। আর ওই জঙ্গিদের খুঁজে বের করতেই শুক্রবার সকাল থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এই তল্লাশিতে NIA কয়েকজনকে গ্রেফতার করেছে। সুত্র অনুযায়ী, NIA জঙ্গিদের আবাসিয় স্থান সমেত কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। পুলওয়ামায় জইশ এর কম্যান্ডার জাহিদ আহমেদ ওয়ানির বাড়িতেও তল্লাশি চালায় NIA। from India Rag https://ift.

দিল্লী দাঙ্গাঃ জীবন বাঁচাতে ৫ আর ৯ বছরের বাচ্চাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল প্রীতি!

আইবি অফিসার অঙ্কিত শর্মার (Ankit Sharma) পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে তাঁকে ৪০০ এর বেশিবার চাকু দিয়ে আঘাত করা হয়। অঙ্কিত শর্মার মৃত্যুর পর এখনয়া অধরা মূল অভিযুক্ত। উত্তর পূর্ব দিল্লীতে শুধু অঙ্কিত শর্মাই না, আরও অনেক হিন্দু অত্যাচারের শিকার হয়েছে। যেমন ১৯ বছরে বিবেক। উপদ্রবিরা বিবেকের মাথায় ড্রিল ম্যাশিন ঢুকিয়ে দিয়েছিল। আরেক হিন্দু প্রীতি, যে নিজের ৫ আর ৯ বছরের সন্তানের জীবন বাঁচাতে তাঁদের ছাদ থেকে ফেলে দেয়। দৈনিক জাগরণ এর একটি রিপোর্ট অনুযায়ী, আজও প্রীতি সেই মুহূর্তের কথা মনে করে শিউরে ওঠে। চোখে মৃত্যুর ভয় দেখা যায় আর গলাও শুকিয়ে যায়। প্রীতি জমুনা বিহারের বি ব্লকের বাসিন্দা। ২৪ ফেব্রুয়ারি তাঁর আর তাঁর পরিবারের মৃত্যু একেবারে আসন্ন ছিল। ওই দিন উত্তর পূর্ব দিল্লীর অনেক এলাকায় দাঙ্গা হয়। যদিও তাঁর আগের দিনেই দিল্লীতে প্রতিবাদের নামে দাঙ্গা শুরু হয়েছিল। প্রীতির জানায় ২৪ ফেব্রুয়ারি দুপুরে সে নিজের চোখের সামনে মৃত্যু দেখেছিল। দাঙ্গাকারিরা পেট্রোল বোমা ছুঁড়ছিল। সে নিজের চোখে নিজের ঘোর জ্বলতে দেখেছিল। উপদ্রবিরা সামনে থেকে তাঁর বাড়ি ঘিরে রেখেছিল। আর ঘরের ভিতরে প্রীতির সাথে তাঁর স্ত্রী আর তাঁর

পুলওয়ামা হামলার মাস্টার মাইন্ড আদিল আহমেদের সাথী বাশির-কে গ্রেফতার করল NIA

Image
জম্মু কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) হামলার তদন্তে আজ এনআইএ বড়সড় সফলতা অর্জন করল। রাষ্ট্রীয় ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) জইশ ই মোহম্মদ আর পুলওয়ামা হামলার ষড়যন্ত্রে জড়িত আরেক অভিযুক্তকে গ্রেফতার করেছে। শাকির বাশির মাগরে নামের ওই অভিযুক্তকে পুলওয়ামা থেকে গ্রেফতার করা হয়েছে। NIA অনুযায়ী, শাকির ফিদাইন হামলাকারী আদিল আহমেদ ডারকে সিআরপিএফ এর কনভয়ে হামলার করার জন্য সাহায্য করেছিল। শাকির নিজের বাড়িতে আদিলকে ঠাই দিয়েছিল, এছাড়াও আদিলের থেকে পয়সা নিয়ে সে হাতিয়ারও ব্যবস্থা করে দিয়েছিল। শাকির সিকিউরিটি ফোর্সের কনভয়ের সাথে জড়িত জইশ এর টপ কম্যান্ডারকে জানিয়েছিল এরপরই জইশ ওই হামলা করেছিল। NIA বুধবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার বেশ কয়েক জায়গায় তল্লাশি চালায়। NIA উপত্যকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়েছিল। আর ওই জঙ্গিদের খুঁজে বের করতেই শুক্রবার সকাল থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এই তল্লাশিতে NIA কয়েকজনকে গ্রেফতার করেছে। সুত্র অনুযায়ী, NIA জঙ্গিদের আবাসিয় স্থান সমেত কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। পুলওয়ামায় জইশ এর কম্যান্ডার জাহিদ আহমেদ ওয়ানির বাড়িতেও তল্লাশি চালায় NIA। from India Rag https://ift.

দিল্লী দাঙ্গাঃ জীবন বাঁচাতে ৫ আর ৯ বছরের বাচ্চাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল প্রীতি!

আইবি অফিসার অঙ্কিত শর্মার (Ankit Sharma) পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে তাঁকে ৪০০ এর বেশিবার চাকু দিয়ে আঘাত করা হয়। অঙ্কিত শর্মার মৃত্যুর পর এখনয়া অধরা মূল অভিযুক্ত। উত্তর পূর্ব দিল্লীতে শুধু অঙ্কিত শর্মাই না, আরও অনেক হিন্দু অত্যাচারের শিকার হয়েছে। যেমন ১৯ বছরে বিবেক। উপদ্রবিরা বিবেকের মাথায় ড্রিল ম্যাশিন ঢুকিয়ে দিয়েছিল। আরেক হিন্দু প্রীতি, যে নিজের ৫ আর ৯ বছরের সন্তানের জীবন বাঁচাতে তাঁদের ছাদ থেকে ফেলে দেয়। দৈনিক জাগরণ এর একটি রিপোর্ট অনুযায়ী, আজও প্রীতি সেই মুহূর্তের কথা মনে করে শিউরে ওঠে। চোখে মৃত্যুর ভয় দেখা যায় আর গলাও শুকিয়ে যায়। প্রীতি জমুনা বিহারের বি ব্লকের বাসিন্দা। ২৪ ফেব্রুয়ারি তাঁর আর তাঁর পরিবারের মৃত্যু একেবারে আসন্ন ছিল। ওই দিন উত্তর পূর্ব দিল্লীর অনেক এলাকায় দাঙ্গা হয়। যদিও তাঁর আগের দিনেই দিল্লীতে প্রতিবাদের নামে দাঙ্গা শুরু হয়েছিল। প্রীতির জানায় ২৪ ফেব্রুয়ারি দুপুরে সে নিজের চোখের সামনে মৃত্যু দেখেছিল। দাঙ্গাকারিরা পেট্রোল বোমা ছুঁড়ছিল। সে নিজের চোখে নিজের ঘোর জ্বলতে দেখেছিল। উপদ্রবিরা সামনে থেকে তাঁর বাড়ি ঘিরে রেখেছিল। আর ঘরের ভিতরে প্রীতির সাথে তাঁর স্ত্রী আর তাঁর

২০ বছর লিভ-ইনে থাকার পর বিয়ে করে হিন্দু হলেন মুসলিম যুবতী! বিয়ে দেখতে হাজির গোটা গ্রাম

উত্তর প্রদেশের রায়বেরালি (Raebareli) একটি লাভ ম্যারেজ (Love Marriage) চর্চায় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওই বিয়ে দেখার জন্য গোটা গ্রামের মানুষ উপস্থিত ছিলেন। বিবাহ বন্ধনে বাঁধা পড়া প্রেমিক প্রেমিকার ধর্ম আলাদা হলেও তাঁদের ভালোবাসা এক ছিল। উল্লেখ্য, ২০ বছরের প্রেমে একে অপরের সাথে লিভ-ইন রিলেশনে (Live In Relationship) থাকা ভরত লাল হাসিরুন নিশাকে (Haseerun Nisha) বিয়ে করেন। দুজনের প্রেমের মাঝে ধর্ম যাতে কাঁটা হয়ে না দাঁড়ায়। সেই কারণে নিশা নিজের নাম বদলে মালতী করে নেয়। বৃহস্পতিবার হাসিরুন আর ভরত হিন্দু সংস্কৃতি অনুযায়ী একে অপরকে বিয়ে করে নেয়। রায়বেরালি জেলার উঁচাহার কোতওয়ালি থানার পয়াগপুর নদৌরা গ্রামের ভরত লাল আর নিশার বিবাহের অনুষ্ঠানে বৃহস্পতিবার গ্রামের সব মানুষই এসে হাজির হন। আর এই বিয়ে খুবই ধুমধামের সাথে পালিত হয়। ভরত লাল নিজের গ্রামে একটি ছোট দোকান চালান। ২০ বছর আগে নিশার সাথে তাঁর ভালোবাসার সম্পর্ক হয়েছিল। সময় যেতে যেতে দুজনে লিভ ইন রিলেশনে থাকা শুরু করেন। অবশেষে ২০ বছর পর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তাঁদের সিদ্ধান্তে খুশি হয়ে গ্রামবাসিরা ভরপুর সাহায্য করে এবং হিন্দু সংস্কৃতি অনুযায়ী দ

২০ বছর লিভ-ইনে থাকার পর বিয়ে করে হিন্দু হলেন মুসলিম যুবতী! বিয়ে দেখতে হাজির গোটা গ্রাম

উত্তর প্রদেশের রায়বেরালি (Raebareli) একটি লাভ ম্যারেজ (Love Marriage) চর্চায় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওই বিয়ে দেখার জন্য গোটা গ্রামের মানুষ উপস্থিত ছিলেন। বিবাহ বন্ধনে বাঁধা পড়া প্রেমিক প্রেমিকার ধর্ম আলাদা হলেও তাঁদের ভালোবাসা এক ছিল। উল্লেখ্য, ২০ বছরের প্রেমে একে অপরের সাথে লিভ-ইন রিলেশনে (Live In Relationship) থাকা ভরত লাল হাসিরুন নিশাকে (Haseerun Nisha) বিয়ে করেন। দুজনের প্রেমের মাঝে ধর্ম যাতে কাঁটা হয়ে না দাঁড়ায়। সেই কারণে নিশা নিজের নাম বদলে মালতী করে নেয়। বৃহস্পতিবার হাসিরুন আর ভরত হিন্দু সংস্কৃতি অনুযায়ী একে অপরকে বিয়ে করে নেয়। রায়বেরালি জেলার উঁচাহার কোতওয়ালি থানার পয়াগপুর নদৌরা গ্রামের ভরত লাল আর নিশার বিবাহের অনুষ্ঠানে বৃহস্পতিবার গ্রামের সব মানুষই এসে হাজির হন। আর এই বিয়ে খুবই ধুমধামের সাথে পালিত হয়। ভরত লাল নিজের গ্রামে একটি ছোট দোকান চালান। ২০ বছর আগে নিশার সাথে তাঁর ভালোবাসার সম্পর্ক হয়েছিল। সময় যেতে যেতে দুজনে লিভ ইন রিলেশনে থাকা শুরু করেন। অবশেষে ২০ বছর পর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তাঁদের সিদ্ধান্তে খুশি হয়ে গ্রামবাসিরা ভরপুর সাহায্য করে এবং হিন্দু সংস্কৃতি অনুযায়ী দ

অঙ্কিত শর্মার পোস্টমর্টেম করতে গিয়ে কেঁপে উঠলেন চিকিৎসকেরা! ৪০০ বার করা হয়েছে ছুরির আঘাত

Image
দিল্লী (Delhi) হিংসায় বলিদানি হওয়ায় IB অফিসার অঙ্কিত শর্মার (Ankit Sharma) পোস্টমর্টেম রিপোর্ট সামনে চলে এসেছে। আর পোস্টমর্টেম যে চিকিৎসকরা করেছেন তারাও অঙ্কিত শর্মাকে দেখে কেঁপে উঠেছেন। চিকিৎসকরা বলেছেন তারা তাদের জীবনকালে এমন এমন ধরণের হত্যা দেখেননি। অঙ্কিত শর্মাকে ৪০০ বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। অঙ্কিত শর্মার দেহের এমন একটা অংশ বাকি নেই যেখানে কোপানো হয়নি। চিকিৎসকরা বলেছেন অঙ্কিত শর্মাকে একবারে হত্যা করে মারা হয়নি। প্রায় ৫-৬ ঘন্টা ধরে অঙ্কিত শর্মাকে নির্যাতন করা হয়েছিল। প্রায় ৪০০ বার উনাকে আঘাত করে অঙ্কিত শর্মাকে হত্যা করা হয়। অঙ্কিত শর্মার গলা অর্ধেক কেটে ফেলে হয়েছিল। যাতে বেশি করে কষ্ট দেওয়া যায়। শুধু এই নয়, অঙ্কিত শর্মাকে ৪০ থেকে ৫০ জন কট্টরপন্থী ঘিরে রেখেছিল এবং লাঠি দিয়ে আঘাত করেছিল। লাঠি দিয়ে মারধর করে অঙ্কিত শর্মার বেশকিছু হাড় ভেঙে দেওয়া হয়। Post mortem report of #AnkitSharma says He was stabbed 400 times for 5-6 hours, Beaten and many bones broken 400 times stabbing, Can you imagine the religious hate they have Now Hindus will forget Ankit Sharma in 4 weeks — Khu

অঙ্কিত শর্মার পোস্টমর্টেম করতে গিয়ে কেঁপে উঠলেন চিকিৎসকেরা! ৪০০ বার করা হয়েছে ছুরির আঘাত

Image
দিল্লী (Delhi) হিংসায় বলিদানি হওয়ায় IB অফিসার অঙ্কিত শর্মার (Ankit Sharma) পোস্টমর্টেম রিপোর্ট সামনে চলে এসেছে। আর পোস্টমর্টেম যে চিকিৎসকরা করেছেন তারাও অঙ্কিত শর্মাকে দেখে কেঁপে উঠেছেন। চিকিৎসকরা বলেছেন তারা তাদের জীবনকালে এমন এমন ধরণের হত্যা দেখেননি। অঙ্কিত শর্মাকে ৪০০ বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। অঙ্কিত শর্মার দেহের এমন একটা অংশ বাকি নেই যেখানে কোপানো হয়নি। চিকিৎসকরা বলেছেন অঙ্কিত শর্মাকে একবারে হত্যা করে মারা হয়নি। প্রায় ৫-৬ ঘন্টা ধরে অঙ্কিত শর্মাকে নির্যাতন করা হয়েছিল। প্রায় ৪০০ বার উনাকে আঘাত করে অঙ্কিত শর্মাকে হত্যা করা হয়। অঙ্কিত শর্মার গলা অর্ধেক কেটে ফেলে হয়েছিল। যাতে বেশি করে কষ্ট দেওয়া যায়। শুধু এই নয়, অঙ্কিত শর্মাকে ৪০ থেকে ৫০ জন কট্টরপন্থী ঘিরে রেখেছিল এবং লাঠি দিয়ে আঘাত করেছিল। লাঠি দিয়ে মারধর করে অঙ্কিত শর্মার বেশকিছু হাড় ভেঙে দেওয়া হয়। Post mortem report of #AnkitSharma says He was stabbed 400 times for 5-6 hours, Beaten and many bones broken 400 times stabbing, Can you imagine the religious hate they have Now Hindus will forget Ankit Sharma in 4 weeks — Khu

বিশ্বের সবথেকে উঁচু মন্দির তৈরি হচ্ছে গুজরাটে! হার মানবে স্ট্যাচু অফ ইউনিটিও

Image
স্ট্যাচু অফ ইউনিটির মতন বিশ্বের সবথেকে বড় মন্দির হতে চলেছে গুজরাটে। এর আগে গুজরাটে সবথেকে বড় মূর্তি বানানো হয়েছিলো । কিন্তু এবার বৃহত্তম মন্দির হতে চলেছে  গুজরাটে এবং আজ শুক্রবার এই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। পাটিদারদের কুলদেবী মা উমিয়ার (Umiya Mata) একটি ৪৩১ ফুট (১৩১মিটার) উঁচু মন্দিরবানানো হবে। বিশ্ব উমিয়া ফাউন্ডেশন দ্বারা আহমেদাবাদের বৈষ্ণদেবী-জাসপুরের নিকটে নির্মিত হবে,এই মন্দির।  আর সেটি আজকে স্থাপন করা হবে। কিছুদিন আগে আহমেদাবাদের পাতিদার সম্প্রদায়ের পক্ষে মন্দিরের ভিত্তি নিয়ে ‘উমিয়া যাত্রা’ বের করা হয়েছিল। যার মধ্যে বিপুল সংখ্যক মা উমিয়া ভক্তরা  উপস্থিত ছিলেন। শহরের বিভিন্ন অঞ্চল থেকে নেওয়া এই যাত্রায় ৫২ গজ পতাকাও আনা হয়েছিল  আর এই যাত্রাটি ছিলো বিশাল । ৩৭ কিলোমিটার পথ নির্ধারণের পরে অবশেষে এই যাত্রা জসপুরে পৌঁছেছে। যেখানে মহা মন্দির নির্মিত হবে। সূত্রের খবর মিলেছে, এই মন্দিরটি ১০০ বিঘা জমিতে নির্মিত হবে। ৪৩১ ফুট উচ্চতায় নির্মিত এই মন্দিরটি তৈরি করতে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হবে। মন্দিরের ভিত্তি প্রস্তর প্রস্তুতিতে বিশ্বজুড়ে মা উমিয়ার ২ লক্ষ ভ

ভারতে মুসলিমদের নরসংহার করছে হিন্দুরা! বললেন তুর্কির রাষ্ট্রপতি এরদোগান

পাকিস্তানের (Pakistan) বন্ধু দেশ তুরস্কের (Turkey) রাষ্ট্রপতি তৈয়ব এরদোগান (erdogan) বৃহস্পতিবার দিল্লী হিংসা (Delhi Violence) নিয়ে নিজের প্রতিক্রিয়া দেন। নয়া দিল্লীতে হওয়া হিংসায় ৩৮ জনের মৃত্যুর পর তুর্কির রাষ্ট্রপতি এরদোগান দিল্লীতে মুসলিমদের নরসংহার হচ্ছে বলে অভিযোগ করেন। তুর্কির রাষ্ট্রপতি আঙ্কারাতে নিজের ভাষণে বলেন, ‘বর্তমানে ভারত এমন একটা দেশ হয়ে গেছে, যেখানে মুসলিমদের নরসংহার করা হচ্ছে।” উনি বলেন, ভারতে এখন মুসলিমদের নরসংহার করছে হিন্দুরা। আপনাদের জানিয়ে দিই, নাগরিকতা সংশোধন আইনের সমর্থক আর বিরোধী গোষ্ঠীর মধ্যে হওয়া সংঘর্ষের পর দিল্লীতে ৩৮ জনের মৃত্যু হয়েছে আর ২০০ এর বেশিজন আহত হয়েছেন। এরদোগান নিজেকে মুসলিম আর ইসলামের মসিহা বানানোর চেষ্টা করছে। উনি বলেন, হিন্দুরা টিউশন সেন্টারে পড়া মুসলিম বাচ্চাদের লোহার রড দিয়ে পিটিয়ে নৃশংসতার পরিচয় দিয়েছে। এরদোগান বলেন, এরা গোটা বিশ্বে শান্তি স্থাপন হতে দেবে? এটা অসম্ভব। উনি বলেন, হিন্দুদের সংখ্যা বেশি এর জন্য ভারতে মুসলিমরা অত্যাচারিত। আরেকদিকে, ভারতও তুরস্কের রাষ্ট্রপতির এই বয়ানের কড়া জবা দিয়েছে। ভারত বৃহস্পতিবার তুরস্ককে হুঁশিয়ারি দিয়ে ব

বিশ্বের সবথেকে উঁচু মন্দির তৈরি হচ্ছে গুজরাটে! হার মানবে স্ট্যাচু অফ ইউনিটিও

Image
স্ট্যাচু অফ ইউনিটির মতন বিশ্বের সবথেকে বড় মন্দির হতে চলেছে গুজরাটে। এর আগে গুজরাটে সবথেকে বড় মূর্তি বানানো হয়েছিলো । কিন্তু এবার বৃহত্তম মন্দির হতে চলেছে  গুজরাটে এবং আজ শুক্রবার এই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। পাটিদারদের কুলদেবী মা উমিয়ার (Umiya Mata) একটি ৪৩১ ফুট (১৩১মিটার) উঁচু মন্দিরবানানো হবে। বিশ্ব উমিয়া ফাউন্ডেশন দ্বারা আহমেদাবাদের বৈষ্ণদেবী-জাসপুরের নিকটে নির্মিত হবে,এই মন্দির।  আর সেটি আজকে স্থাপন করা হবে। কিছুদিন আগে আহমেদাবাদের পাতিদার সম্প্রদায়ের পক্ষে মন্দিরের ভিত্তি নিয়ে ‘উমিয়া যাত্রা’ বের করা হয়েছিল। যার মধ্যে বিপুল সংখ্যক মা উমিয়া ভক্তরা  উপস্থিত ছিলেন। শহরের বিভিন্ন অঞ্চল থেকে নেওয়া এই যাত্রায় ৫২ গজ পতাকাও আনা হয়েছিল  আর এই যাত্রাটি ছিলো বিশাল । ৩৭ কিলোমিটার পথ নির্ধারণের পরে অবশেষে এই যাত্রা জসপুরে পৌঁছেছে। যেখানে মহা মন্দির নির্মিত হবে। সূত্রের খবর মিলেছে, এই মন্দিরটি ১০০ বিঘা জমিতে নির্মিত হবে। ৪৩১ ফুট উচ্চতায় নির্মিত এই মন্দিরটি তৈরি করতে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হবে। মন্দিরের ভিত্তি প্রস্তর প্রস্তুতিতে বিশ্বজুড়ে মা উমিয়ার ২ লক্ষ ভ

ভারতে মুসলিমদের নরসংহার করছে হিন্দুরা! বললেন তুর্কির রাষ্ট্রপতি এরদোগান

পাকিস্তানের (Pakistan) বন্ধু দেশ তুরস্কের (Turkey) রাষ্ট্রপতি তৈয়ব এরদোগান (erdogan) বৃহস্পতিবার দিল্লী হিংসা (Delhi Violence) নিয়ে নিজের প্রতিক্রিয়া দেন। নয়া দিল্লীতে হওয়া হিংসায় ৩৮ জনের মৃত্যুর পর তুর্কির রাষ্ট্রপতি এরদোগান দিল্লীতে মুসলিমদের নরসংহার হচ্ছে বলে অভিযোগ করেন। তুর্কির রাষ্ট্রপতি আঙ্কারাতে নিজের ভাষণে বলেন, ‘বর্তমানে ভারত এমন একটা দেশ হয়ে গেছে, যেখানে মুসলিমদের নরসংহার করা হচ্ছে।” উনি বলেন, ভারতে এখন মুসলিমদের নরসংহার করছে হিন্দুরা। আপনাদের জানিয়ে দিই, নাগরিকতা সংশোধন আইনের সমর্থক আর বিরোধী গোষ্ঠীর মধ্যে হওয়া সংঘর্ষের পর দিল্লীতে ৩৮ জনের মৃত্যু হয়েছে আর ২০০ এর বেশিজন আহত হয়েছেন। এরদোগান নিজেকে মুসলিম আর ইসলামের মসিহা বানানোর চেষ্টা করছে। উনি বলেন, হিন্দুরা টিউশন সেন্টারে পড়া মুসলিম বাচ্চাদের লোহার রড দিয়ে পিটিয়ে নৃশংসতার পরিচয় দিয়েছে। এরদোগান বলেন, এরা গোটা বিশ্বে শান্তি স্থাপন হতে দেবে? এটা অসম্ভব। উনি বলেন, হিন্দুদের সংখ্যা বেশি এর জন্য ভারতে মুসলিমরা অত্যাচারিত। আরেকদিকে, ভারতও তুরস্কের রাষ্ট্রপতির এই বয়ানের কড়া জবা দিয়েছে। ভারত বৃহস্পতিবার তুরস্ককে হুঁশিয়ারি দিয়ে ব

অবৈধ বাংলাদেশি, পাকিস্তানিদের খোঁজ দিলে মিলবে নগদ পাঁচ হাজার টাকা! ঘোষণা রাজ ঠাকরের

Image
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (Maharashtra Navnirman Sena) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray) মুম্বাইতে অবৈধ ভাবে থাকা পাকিস্তানি আর বাংলাদেশীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ঔরঙ্গাবাদে MNS একটি পোস্টার জারি করেছে, যেখানে মারাঠি ভাষায় লেখা আছে পাকিস্তানি আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজ দিতে পারলে তাঁকে ৫০০০ টাকার পুরস্কার দেওয়া হবে। Maharashtra: Poster of Maharashtra Navnirman Sena (MNS) stating to reward with Rs 5,000 the informers who give accurate information about illegal Pakistani and Bangladeshi infiltrators, put up in Aurangabad. (27.02) pic.twitter.com/8WoGXfMq0E — ANI (@ANI) February 28, 2020 https://platform.twitter.com/widgets.js এর আগেও MNS পাকিস্তানি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াতে র‍্যালি করেছিল। ওই র‍্যালিতে MNS এর কর্মীরা বলেছিলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বের করতে তাঁরা অভিযান চালাবে। অনুপ্রবেশকারীদের তাড়াতে তাঁরা পোস্টারও লাগিয়েছিল। রাজ ঠাকরে বলেন, সরকারের উচিৎ আপন আর পর-কে চিহ্নিত করা। যারা অনুপ্রবেশকারী তাঁদের দেশ থেকে বের করে দেওয়া উচিৎ। এদের কারণেই আমাদের নিজে

অবৈধ বাংলাদেশি, পাকিস্তানিদের খোঁজ দিলে মিলবে নগদ পাঁচ হাজার টাকা! ঘোষণা রাজ ঠাকরের

Image
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (Maharashtra Navnirman Sena) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray) মুম্বাইতে অবৈধ ভাবে থাকা পাকিস্তানি আর বাংলাদেশীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ঔরঙ্গাবাদে MNS একটি পোস্টার জারি করেছে, যেখানে মারাঠি ভাষায় লেখা আছে পাকিস্তানি আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজ দিতে পারলে তাঁকে ৫০০০ টাকার পুরস্কার দেওয়া হবে। Maharashtra: Poster of Maharashtra Navnirman Sena (MNS) stating to reward with Rs 5,000 the informers who give accurate information about illegal Pakistani and Bangladeshi infiltrators, put up in Aurangabad. (27.02) pic.twitter.com/8WoGXfMq0E — ANI (@ANI) February 28, 2020 https://platform.twitter.com/widgets.js এর আগেও MNS পাকিস্তানি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াতে র‍্যালি করেছিল। ওই র‍্যালিতে MNS এর কর্মীরা বলেছিলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বের করতে তাঁরা অভিযান চালাবে। অনুপ্রবেশকারীদের তাড়াতে তাঁরা পোস্টারও লাগিয়েছিল। রাজ ঠাকরে বলেন, সরকারের উচিৎ আপন আর পর-কে চিহ্নিত করা। যারা অনুপ্রবেশকারী তাঁদের দেশ থেকে বের করে দেওয়া উচিৎ। এদের কারণেই আমাদের নিজে