বড় খবরঃ আম জনতাকে স্বস্তি দিয়ে এক ঝটকায় অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম!

নয়া দিল্লীঃ হোলি/দোল উৎসবের আগে বড় স্বস্তি পেল আম জনতা। তেল কোম্পানি গুলো গ্যাস সিলেন্ডারের দাম (LPG Cylinder Price) অনেকটাই কমিয়ে দিল উৎসবের আগে। পয়লা মার্চ থেকে ভর্তুকি ছাড়া ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ৫৩ টাকা কম হয়ে গেল। আর ১৯ কেজির কমার্শিয়াল গ্যাসের দাম ৮৪.৫০ টাকা কমল।

রাজধানী দিল্লীতে এখনো পর্যন্ত ৮৫৮.৫০ টাকায় ১৪.২ কেজির রান্নার গ্যাস পাওয়া যেত। আজ থেকে নয়া দর লাগু হওয়ার পর রাজধানী দিল্লীতে ভর্তুকি ছাড়া গ্যাসের দাম হয়ে দাঁড়াল ৮০৫.৫০ টাকা। আপনাদের জানিয়ে দিই, গত মাসে রান্নার গ্যাসের দাম ১০৫ টাকা বেড়ে গেছিল। সমস্ত মহানগরীতে ভর্তুকি ছাড়া ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ১৪৪.৫০ টাকা থেকে ১৪৯ টাকা পর্যন্ত বেড়ে গেছিল। নয়া দর ১২ ফেব্রুয়ারি লাগু হয়েছিল।

ইন্ডিয়ান অয়েল (Indian Oil) এর ওয়েবসাইট অনুযায়ী, রাজধানী দিল্লীতে ভর্তুকি ছাড়া ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ৮০৫.৫০ টাকা হয়েছে। আর কলকাতায় ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম কমে ৮৩৯.৫০ টাকা হয়েছে। মুম্বাইয়ে ৭৭৬.৫০ টাকা আর চেন্নাইতে ৮২৬ টাকা।

তেল কোম্পানি গুলো ১৯ কেজির কমার্শিয়াল সিলেন্ডারের দাম ৮৪.৫০ টাকা কমিয়েছে। দাম কমার পর দিল্লীতে ১৯ কেজি রান্নার গ্যাসের দাম ১৩৮১.৫০ টাকা হয়েছে। কলকাতায় ১৪৫০ টাকা, মুম্বাইয়ে ১৩৩১ টাকা আর চেন্নাইয়ে ১৫০১.৫০ টাকা হয়েছে।



from India Rag https://ift.tt/2PDkEXv
via IFTTT

Comments

Popular posts from this blog

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

‘ভোটে গোপনে তৃণমূলের হয়েই কাজ করেছি” বিজেপি ছেড়ে TMC তে ফেরার আর্জি প্রাক্তন মন্ত্রীর

all links of India Rag