Posts

Showing posts from December, 2019

মালিয়ার বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে টাকা উসুল করবে ব্যাংক, অনুমতি দিলো PMLA আদালত

Prevention of Money Laundering Act (PMLA) এর স্পেশ্যাল কোর্ট ভারতীয় স্টেট ব্যাংক আর অন্যান্য ব্যাংক গুলোকে বিজয় মালিয়ার (Vijay Mallya) বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে ক্ষতির ভরপাই করার অনুমতি দিয়ে দিয়েছে। ইডি জানিয়েছে যে, মালিয়ার বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে টাকা উসুল করা নিয়ে তাঁদের কোন আপত্তি নেই। মালিয়ার আইনজীবী আপত্তি জাহির করে বলেছিলেন যে, তারিখ শুধুমাত্র ট্রাইবুন্যাল ঘোষণা করতে পারবে। যদিও, PMLA এর স্পেশ্যাল কোর্ট মালিয়াকে এই আদেশের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে আবেদন করার জন্য এই নির্ণয়ের উপর ১৮ই জানুয়ারি পর্যন্ত স্টে অর্ডার জারি করেছে। ব্যাংকের প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ না শোধ করার জন্য, এবং আর্থিক তছরুপ আর চিটিংবাজি করার জন্য বিজয় মালিয়ার বিরুদ্ধে লন্ডনের আদালতে মামলা লড়া হচ্ছে। উল্লেখ্য, ডিসেম্বর মাসে বিজয় মালিয়ার মামলায় লন্ডন কোর্ট সিদ্ধান্ত সুরক্ষিত রেখেছে। জানুয়ারি মাসে আদালত বিজয় মালিয়ার মামলা নিয়ে শুনানি করতে পারে। মালিয়ার দেউলিয়া হওয়ার আবেদনও খারিজ করা হতে পারে বলে জানা জাচ্ছি। এই মামলায় ব্রিটেনের আদালত সমস্ত দিক খতিয়ে দেখেই নির্ণয় নেবে। ভারতীয় স্টেট ব্যাংকের ন

মালিয়ার বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে টাকা উসুল করবে ব্যাংক, অনুমতি দিলো PMLA আদালত

Prevention of Money Laundering Act (PMLA) এর স্পেশ্যাল কোর্ট ভারতীয় স্টেট ব্যাংক আর অন্যান্য ব্যাংক গুলোকে বিজয় মালিয়ার (Vijay Mallya) বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে ক্ষতির ভরপাই করার অনুমতি দিয়ে দিয়েছে। ইডি জানিয়েছে যে, মালিয়ার বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে টাকা উসুল করা নিয়ে তাঁদের কোন আপত্তি নেই। মালিয়ার আইনজীবী আপত্তি জাহির করে বলেছিলেন যে, তারিখ শুধুমাত্র ট্রাইবুন্যাল ঘোষণা করতে পারবে। যদিও, PMLA এর স্পেশ্যাল কোর্ট মালিয়াকে এই আদেশের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে আবেদন করার জন্য এই নির্ণয়ের উপর ১৮ই জানুয়ারি পর্যন্ত স্টে অর্ডার জারি করেছে। ব্যাংকের প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ না শোধ করার জন্য, এবং আর্থিক তছরুপ আর চিটিংবাজি করার জন্য বিজয় মালিয়ার বিরুদ্ধে লন্ডনের আদালতে মামলা লড়া হচ্ছে। উল্লেখ্য, ডিসেম্বর মাসে বিজয় মালিয়ার মামলায় লন্ডন কোর্ট সিদ্ধান্ত সুরক্ষিত রেখেছে। জানুয়ারি মাসে আদালত বিজয় মালিয়ার মামলা নিয়ে শুনানি করতে পারে। মালিয়ার দেউলিয়া হওয়ার আবেদনও খারিজ করা হতে পারে বলে জানা জাচ্ছি। এই মামলায় ব্রিটেনের আদালত সমস্ত দিক খতিয়ে দেখেই নির্ণয় নেবে। ভারতীয় স্টেট ব্যাংকের ন

২০২০ সালে আগের থেকে অনেক কম খরচে চন্দ্রযান-৩ লঞ্চ করবে ISRO

২০১৩ সালে আমরা চাঁদের একেবারে সামনে পৌঁছে গেছিলাম, কিন্তু মাত্র ২.১ কিমি আগে হোঁচট হাই। যদিও আমাদের বিজ্ঞানীদের অভিযান ৯০ শতাংশ সফল ছিল। তবুও গোটা দেশ চাইছিল বিক্রম ল্যান্ডার যেন চাঁদের মাটিতে সফলতাপুর্বক ল্যান্ড করে। অতীত ভুলে এবার ২০২০ সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) চন্দ্রযান-৩ (chandrayaan-3) লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং অনুযায়ী, এই মিশনে চন্দ্রযান-২ এর থেকে খরচ কম হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ে কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, এটা বলা ভুল হবে যে, চন্দ্রযান-২ মিশন নিরাশা জনক ছিল, কারণ এটা ভারতের প্রথম প্রচেষ্টা ছিল। যেকোন দেশ নিজেদের প্রথম প্রয়াসে সফল হতে পারে না। জিতেন্দ্র সিং বলেন, ‘ল্যান্ডার এবং রোভার মিশন ২০২০ তে লঞ্চ করার সম্ভাবনা অনেক বেশি। যদিও প্রথমেই বলেছি যে চন্দ্রযান-২ কে বিফল মিশল বলা ঠিক হবেনা, কারণ আমরা এর থেকে অনেক কিছু শিখেছি।” উনি বলেন, কোন দেশই তাঁদের প্রথম প্রয়াসে সফল হয়না। আমেরিকাকেও চাঁদে পা রাখার জন্য অনেক বার চেষ্টা করতে হয়েছিল। কিন্তু আমাদের এত প্রচেষ্টার দরকার হবেনা। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, চন্দ্রযান-২ এর

২০২০ সালে আগের থেকে অনেক কম খরচে চন্দ্রযান-৩ লঞ্চ করবে ISRO

২০১৩ সালে আমরা চাঁদের একেবারে সামনে পৌঁছে গেছিলাম, কিন্তু মাত্র ২.১ কিমি আগে হোঁচট হাই। যদিও আমাদের বিজ্ঞানীদের অভিযান ৯০ শতাংশ সফল ছিল। তবুও গোটা দেশ চাইছিল বিক্রম ল্যান্ডার যেন চাঁদের মাটিতে সফলতাপুর্বক ল্যান্ড করে। অতীত ভুলে এবার ২০২০ সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) চন্দ্রযান-৩ (chandrayaan-3) লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং অনুযায়ী, এই মিশনে চন্দ্রযান-২ এর থেকে খরচ কম হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ে কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, এটা বলা ভুল হবে যে, চন্দ্রযান-২ মিশন নিরাশা জনক ছিল, কারণ এটা ভারতের প্রথম প্রচেষ্টা ছিল। যেকোন দেশ নিজেদের প্রথম প্রয়াসে সফল হতে পারে না। জিতেন্দ্র সিং বলেন, ‘ল্যান্ডার এবং রোভার মিশন ২০২০ তে লঞ্চ করার সম্ভাবনা অনেক বেশি। যদিও প্রথমেই বলেছি যে চন্দ্রযান-২ কে বিফল মিশল বলা ঠিক হবেনা, কারণ আমরা এর থেকে অনেক কিছু শিখেছি।” উনি বলেন, কোন দেশই তাঁদের প্রথম প্রয়াসে সফল হয়না। আমেরিকাকেও চাঁদে পা রাখার জন্য অনেক বার চেষ্টা করতে হয়েছিল। কিন্তু আমাদের এত প্রচেষ্টার দরকার হবেনা। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, চন্দ্রযান-২ এর

“এমন কার্যবাহী করা হবে যে দাঙ্গাবাজদের ৭ পুরুষ গুন্ডাগিরি করতে ভয় পাবে”: বললেন যোগীর মন্ত্রী।

Image
উত্তপ্রদেশের যোগী সরকার দাঙ্গাবাজদের বিরুদ্ধে একশন মুডে রয়েছে। একদিকে যারা সরকারি সম্পত্তির ক্ষতি করেছে তাদের সম্পত্তি নিলাম করা হচ্ছে এবং অন্যদিকে সিসিটিভির মাধ্যমে পাথর-গুলি চালকদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। যারা CAA এর বিরোধের নামে মীরঠে পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দিয়েছিল তাদের উপর কঠোর কার্যবাহী শুরু করেছে UP পুলিশ। এখনও অবধি প্রায় ২০ জন দাঙ্গাকারীকে মেরে ফেলা হয়েছে। উত্তরপ্রদেশে CAA এর প্রতিবাদের নামে যে উৎপাত ঘটেছে সেটাকে আটকানোর জন্য UP পুলিশ বেশকিছু দুর্দান্ত পদ্ধতি অবলম্বন করেছিল। যার মধ্যে একটা পদ্ধতি এখন সার্বজনীক হয়েছে। আসলে UP পুলিশ উপদ্রবীদের গ্রেফতার করার জন্য ও উপদ্রবের পেছনে কে আছে দেখার জন্য নানা রকম সাজে উত্তেজনাপ্রবন এলাকায় উপস্থিত ছিল। উত্তরপ্রদেশের আগ্রায় এক কট্টরপন্থী অপরাধীকে গ্রেফতার করার জন্য এক পুলিশ কলা বিক্রেতা সেজে ঘুরছিলেন।   মূলত উত্তরপ্রদেশে যোগী সরকারের সক্রিয়তার কারণ UP পুলিশ এত তৎপর রয়েছে বলে দাবি করা হচ্ছে। এখন যোগী সরকারের তরফ থেকে দাঙ্গাবাজদের উদ্যেশে বড়ো বার্তা এসেছে। যোগী সরকারের এক মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা বলেছেন যে দাঙ্গাকারী ও গ

“এমন কার্যবাহী করা হবে যে দাঙ্গাবাজদের ৭ পুরুষ গুন্ডাগিরি করতে ভয় পাবে”: বললেন যোগীর মন্ত্রী।

Image
উত্তপ্রদেশের যোগী সরকার দাঙ্গাবাজদের বিরুদ্ধে একশন মুডে রয়েছে। একদিকে যারা সরকারি সম্পত্তির ক্ষতি করেছে তাদের সম্পত্তি নিলাম করা হচ্ছে এবং অন্যদিকে সিসিটিভির মাধ্যমে পাথর-গুলি চালকদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। যারা CAA এর বিরোধের নামে মীরঠে পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দিয়েছিল তাদের উপর কঠোর কার্যবাহী শুরু করেছে UP পুলিশ। এখনও অবধি প্রায় ২০ জন দাঙ্গাকারীকে মেরে ফেলা হয়েছে। উত্তরপ্রদেশে CAA এর প্রতিবাদের নামে যে উৎপাত ঘটেছে সেটাকে আটকানোর জন্য UP পুলিশ বেশকিছু দুর্দান্ত পদ্ধতি অবলম্বন করেছিল। যার মধ্যে একটা পদ্ধতি এখন সার্বজনীক হয়েছে। আসলে UP পুলিশ উপদ্রবীদের গ্রেফতার করার জন্য ও উপদ্রবের পেছনে কে আছে দেখার জন্য নানা রকম সাজে উত্তেজনাপ্রবন এলাকায় উপস্থিত ছিল। উত্তরপ্রদেশের আগ্রায় এক কট্টরপন্থী অপরাধীকে গ্রেফতার করার জন্য এক পুলিশ কলা বিক্রেতা সেজে ঘুরছিলেন।   মূলত উত্তরপ্রদেশে যোগী সরকারের সক্রিয়তার কারণ UP পুলিশ এত তৎপর রয়েছে বলে দাবি করা হচ্ছে। এখন যোগী সরকারের তরফ থেকে দাঙ্গাবাজদের উদ্যেশে বড়ো বার্তা এসেছে। যোগী সরকারের এক মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা বলেছেন যে দাঙ্গাকারী ও গ

বদলাচ্ছে RPF এর নাম, এবার পরিচিত পাবে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস নামে

ভারতীয় রেল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF – Railway Protection Force) এর নাম বদলে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস (Indian Railway Protection Force Service) রাখার সিদ্ধান্ত নিয়েছে। রেল মন্ত্রালয় অনুযায়ী, সুরক্ষার জন্য নাম পালটে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস করা হচ্ছে। এবার এই সেবাকে গ্রুপের মর্যাদা দেওয়া হবে। সোমবার রেলের তরফ থেকে জারি করা একটি বয়ান অনুযায়ী, সুরক্ষা সেবার এই বিভাগকে অর্গানাইজ গ্রুপ এ স্ট্যাটাস দেওয়ার জন্য আরপিএফ এর নাম বদল করা হচ্ছে। রেলওয়ে এই সিদ্ধান্ত হাইকোর্টের অর্ডারের পর নিয়েছে। from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2MJX5uJ

বদলাচ্ছে RPF এর নাম, এবার পরিচিত পাবে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস নামে

ভারতীয় রেল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF – Railway Protection Force) এর নাম বদলে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস (Indian Railway Protection Force Service) রাখার সিদ্ধান্ত নিয়েছে। রেল মন্ত্রালয় অনুযায়ী, সুরক্ষার জন্য নাম পালটে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস করা হচ্ছে। এবার এই সেবাকে গ্রুপের মর্যাদা দেওয়া হবে। সোমবার রেলের তরফ থেকে জারি করা একটি বয়ান অনুযায়ী, সুরক্ষা সেবার এই বিভাগকে অর্গানাইজ গ্রুপ এ স্ট্যাটাস দেওয়ার জন্য আরপিএফ এর নাম বদল করা হচ্ছে। রেলওয়ে এই সিদ্ধান্ত হাইকোর্টের অর্ডারের পর নিয়েছে। from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2MJX5uJ via IFTTT

রেলওয়ের সম্পত্তি নষ্ট করা পশ্চিবঙ্গের লুঙ্গিবাহিনীর জন্য খারাপ খবর! যোগীর নিয়মেই উপদ্রবীদের থেকে নেওয়া হবে ক্ষতিপূরণ।

Image
নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে দেশজুড়ে ভিন্ন ভিন্ন স্থানে যে আন্দোলনের পরিস্থিতি উৎপন্ন হয়েছিল তা কিছু স্থানে হিংসার রূপ নিয়েছিল। CAA এর প্রতিবাদের নামে পশ্চিমবঙ্গ সহ বেশকিছু জায়গায় কট্টরপন্থীরা উৎপাত করেছিল। বিশেষ করে পশ্চিমবঙ্গ জুড়ে লুঙ্গিবাহিনীর উৎপাত সবার চোখ কপালে তুলেছিল। লুঙ্গি বাহিনীর উৎপাতের ফলে রেলওয়ের প্রায় ৮০ কোটি টাকা নষ্ট হয়েছে। কে বা কারা রেলের সম্পত্তি নষ্ট করেছে তা স্পষ্ট না হলেও যে সমস্থ ভিডিওগ্রাফি সামনে এসেছে তা থেকে সম্পূর্ণ দায় লুঙ্গিবাহিনীর উপর পড়েছে। এখন রেলওয়ের (indian Railway) তরফ থেকে বলা হয়েছে, যারা ক্ষতি করেছে তাদের চিহ্নিত করে ক্ষতির ভরপাই করা হবে। লুঙ্গি বাহিনীর উপদ্রবে কমপক্ষে ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে রেলের। এখন সমস্থ ক্ষতিপূরণ উপদ্রবীদের থেকে নেওয়া হবে। CAA এর বিরোধের নামে উপদ্রবীরা পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি করেছিল। রেল বোর্ডের সভাপতি বিনোদ কুমার যাদব বলেন, CAA এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে। যার মধ্যে ৭০ কোটি পূর্ব রেলওয়ে আর ১০ কোটি নর্থ ফ্রন্টিয়ার রেলের ক্ষতি হয়েছে। জানিয়ে দি, উত্তরপ্রদেশে যারা উপদ্রব চালিয়েছ

জেহাদি কার্যকলাপ চালানোর জন্য ইসলামিক দেশ থেকে ফান্ড পাঠানো হচ্ছে কেরলে! রিপোর্ট চেয়ে পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক

টেরর ফান্ডিং এর বিরুদ্ধে ভারতের সুরক্ষা এজেন্সি গুলো লাগাতার পদক্ষেপ নিয়েই চলেছে। টেরর ফান্ডিং এর সাথে যুক্ত কয়েকটি মামলায় কয়েকজনকে গ্রেফতার করে জেলেও পাঠানো হয়েছে। আর এই সবের মধ্যে সুরক্ষা এজেন্সির সুত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে, কেরলের কয়েকটি জেহাদি গ্রুপকে তুরস্ক আর দুবাই থেকে ফান্ডিং করা হচ্ছে। শোনা যাচ্ছে যে, জেহাদি সংগঠনের সাথে জড়িত এক জঙ্গি কয়েকমাস আগে দুবাই সফরে গেছিল। সেই সময় তাঁকে ৪০ লক্ষ টাকা সাহায্য করা হয়েছিল দুবাই থেকে। শোনা যাচ্ছে যে, গত ১লা অক্টোবর আরও এক জেহাদি সংগঠন কাতারে তুরস্কের কয়েকজনের সাথে সাহাত করে। ওই সাক্ষাতে কেরলের জেহাদি গ্রুপ গুলোকে আর্থিক সাহায্য নিয়ে চর্চা হয়। এবং প্রতিশ্রুতিও দেওয়া হয় যে, কেরলে জেহাদি কার্যকলাপ চালানোর জন্য পয়সা দেওয়া হবে। আরেকদিকে, টেরর ফান্ডিং নিয়ে এই তথ্য সামনে আসার পর গলফ দেশ গুলো থেকে ভারতের জেহাদি সংগঠন গুলোকে ফান্ডিং দেওয়া নিয়ে সুরক্ষা এজেন্সি গুলোর কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। শোনা যাচ্ছে যে, স্বরাষ্ট্র মন্ত্রক জানতে চেয়েছে যে, গত মাস গুলোতে কোন কোন দেশ থেকে কত টাকা ফান্ড পাঠানো হয়েছে, এই সম্বন্ধ্যে বিস্তা

রেলওয়ের সম্পত্তি নষ্ট করা পশ্চিবঙ্গের লুঙ্গিবাহিনীর জন্য খারাপ খবর! যোগীর নিয়মেই উপদ্রবীদের থেকে নেওয়া হবে ক্ষতিপূরণ।

Image
নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে দেশজুড়ে ভিন্ন ভিন্ন স্থানে যে আন্দোলনের পরিস্থিতি উৎপন্ন হয়েছিল তা কিছু স্থানে হিংসার রূপ নিয়েছিল। CAA এর প্রতিবাদের নামে পশ্চিমবঙ্গ সহ বেশকিছু জায়গায় কট্টরপন্থীরা উৎপাত করেছিল। বিশেষ করে পশ্চিমবঙ্গ জুড়ে লুঙ্গিবাহিনীর উৎপাত সবার চোখ কপালে তুলেছিল। লুঙ্গি বাহিনীর উৎপাতের ফলে রেলওয়ের প্রায় ৮০ কোটি টাকা নষ্ট হয়েছে। কে বা কারা রেলের সম্পত্তি নষ্ট করেছে তা স্পষ্ট না হলেও যে সমস্থ ভিডিওগ্রাফি সামনে এসেছে তা থেকে সম্পূর্ণ দায় লুঙ্গিবাহিনীর উপর পড়েছে। এখন রেলওয়ের (indian Railway) তরফ থেকে বলা হয়েছে, যারা ক্ষতি করেছে তাদের চিহ্নিত করে ক্ষতির ভরপাই করা হবে। লুঙ্গি বাহিনীর উপদ্রবে কমপক্ষে ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে রেলের। এখন সমস্থ ক্ষতিপূরণ উপদ্রবীদের থেকে নেওয়া হবে। CAA এর বিরোধের নামে উপদ্রবীরা পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি করেছিল। রেল বোর্ডের সভাপতি বিনোদ কুমার যাদব বলেন, CAA এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে। যার মধ্যে ৭০ কোটি পূর্ব রেলওয়ে আর ১০ কোটি নর্থ ফ্রন্টিয়ার রেলের ক্ষতি হয়েছে। জানিয়ে দি, উত্তরপ্রদেশে যারা উপদ্রব চালিয়েছ

জেহাদি কার্যকলাপ চালানোর জন্য ইসলামিক দেশ থেকে ফান্ড পাঠানো হচ্ছে কেরলে! রিপোর্ট চেয়ে পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক

টেরর ফান্ডিং এর বিরুদ্ধে ভারতের সুরক্ষা এজেন্সি গুলো লাগাতার পদক্ষেপ নিয়েই চলেছে। টেরর ফান্ডিং এর সাথে যুক্ত কয়েকটি মামলায় কয়েকজনকে গ্রেফতার করে জেলেও পাঠানো হয়েছে। আর এই সবের মধ্যে সুরক্ষা এজেন্সির সুত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে, কেরলের কয়েকটি জেহাদি গ্রুপকে তুরস্ক আর দুবাই থেকে ফান্ডিং করা হচ্ছে। শোনা যাচ্ছে যে, জেহাদি সংগঠনের সাথে জড়িত এক জঙ্গি কয়েকমাস আগে দুবাই সফরে গেছিল। সেই সময় তাঁকে ৪০ লক্ষ টাকা সাহায্য করা হয়েছিল দুবাই থেকে। শোনা যাচ্ছে যে, গত ১লা অক্টোবর আরও এক জেহাদি সংগঠন কাতারে তুরস্কের কয়েকজনের সাথে সাহাত করে। ওই সাক্ষাতে কেরলের জেহাদি গ্রুপ গুলোকে আর্থিক সাহায্য নিয়ে চর্চা হয়। এবং প্রতিশ্রুতিও দেওয়া হয় যে, কেরলে জেহাদি কার্যকলাপ চালানোর জন্য পয়সা দেওয়া হবে। আরেকদিকে, টেরর ফান্ডিং নিয়ে এই তথ্য সামনে আসার পর গলফ দেশ গুলো থেকে ভারতের জেহাদি সংগঠন গুলোকে ফান্ডিং দেওয়া নিয়ে সুরক্ষা এজেন্সি গুলোর কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। শোনা যাচ্ছে যে, স্বরাষ্ট্র মন্ত্রক জানতে চেয়েছে যে, গত মাস গুলোতে কোন কোন দেশ থেকে কত টাকা ফান্ড পাঠানো হয়েছে, এই সম্বন্ধ্যে বিস্তা

পরিবেশ রক্ষায় বড়ো সাফল্য মোদী সরকারের! ২ বছরে বৃদ্ধি পেল ৫০০০ বর্গ কিমি বনক্ষেত্র।

Image
প্রাচীন সময় থেকে ভারতকে (India) পুণ্যভূমি বলার পেছনে একটা বড়ো কারণ ছিল ভারতের মাটি, যেখানে ভেষজ উদ্ভিদ থেকে শুরু করে বড়ো উদ্ভিদ জন্মানোর অনুকূল পরিবেশ রয়েছে। এই কারণে ভারতের বিশাল জনসংখ্যার পাশাপশি একটা বড়ো ক্ষেত্র সবুজ অরণ্য দ্বারা বিস্তারিত রয়েছে। যদিও ইংরেজ আমল থেকে শুরু হওয়া ব্যাপক হারে বন্য অঞ্চল নষ্ট হওয়ার দরুন ভারতকে বড়ো ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবে এখন একটা বড়ো খবর সামনে আসছে যা দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছে। বিগত দু বছরের মধ্যে দেশে ৫,১৮৮ বর্গ কিমি এলাকায় অরণ্য ক্ষেত্র বিস্তার হয়েছে। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী প্রকাশ জাভেদকার ( prakash javadekar) সোমবার একটা রিপোর্ট পেশ করেছেন। সবুজায়ন রিপোর্ট অনুযায়ী দেশে ৫,১৮৮ বর্গ কিমি এলাকায় অরণ্য ক্ষেত্র বিস্তার হয়েছে। লক্ষণীয় বিষয় এই যে, দেশের প্রত্যেক প্রান্তে এই বিস্তার হয়েছে। অর্থাৎ কোনো একটা বিশেষ প্রান্তে এর পরিবর্তে দেশের প্রত্যেক ক্ষেত্রে অরণ্যঅঞ্চলের বিস্তার হয়েছে। প্রকাশ জাভেদকার বলেছেন, ২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত দেশে ১৩ হাজার বর্গ কিমি বনক্ষেত্রের বৃদ্ধি হয়েছে। উনি বলেছেন সঘন বনক্ষেত্র, মধ্যম বনক্ষেত্র ও বিরল বনক্ষে

পরিবেশ রক্ষায় বড়ো সাফল্য মোদী সরকারের! ২ বছরে বৃদ্ধি পেল ৫০০০ বর্গ কিমি বনক্ষেত্র।

Image
প্রাচীন সময় থেকে ভারতকে (India) পুণ্যভূমি বলার পেছনে একটা বড়ো কারণ ছিল ভারতের মাটি, যেখানে ভেষজ উদ্ভিদ থেকে শুরু করে বড়ো উদ্ভিদ জন্মানোর অনুকূল পরিবেশ রয়েছে। এই কারণে ভারতের বিশাল জনসংখ্যার পাশাপশি একটা বড়ো ক্ষেত্র সবুজ অরণ্য দ্বারা বিস্তারিত রয়েছে। যদিও ইংরেজ আমল থেকে শুরু হওয়া ব্যাপক হারে বন্য অঞ্চল নষ্ট হওয়ার দরুন ভারতকে বড়ো ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবে এখন একটা বড়ো খবর সামনে আসছে যা দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছে। বিগত দু বছরের মধ্যে দেশে ৫,১৮৮ বর্গ কিমি এলাকায় অরণ্য ক্ষেত্র বিস্তার হয়েছে। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী প্রকাশ জাভেদকার ( prakash javadekar) সোমবার একটা রিপোর্ট পেশ করেছেন। সবুজায়ন রিপোর্ট অনুযায়ী দেশে ৫,১৮৮ বর্গ কিমি এলাকায় অরণ্য ক্ষেত্র বিস্তার হয়েছে। লক্ষণীয় বিষয় এই যে, দেশের প্রত্যেক প্রান্তে এই বিস্তার হয়েছে। অর্থাৎ কোনো একটা বিশেষ প্রান্তে এর পরিবর্তে দেশের প্রত্যেক ক্ষেত্রে অরণ্যঅঞ্চলের বিস্তার হয়েছে। প্রকাশ জাভেদকার বলেছেন, ২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত দেশে ১৩ হাজার বর্গ কিমি বনক্ষেত্রের বৃদ্ধি হয়েছে। উনি বলেছেন সঘন বনক্ষেত্র, মধ্যম বনক্ষেত্র ও বিরল বনক্ষে

ভাঙা হাত নিয়ে ছবি পোস্ট করা মৌলবি, এবার সামনে এলো আসল রহস্য

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুব ভাইরাল হচ্ছে, যেখানে এক ৭২ বছর বয়সী শিয়া মৌলবি আসাদ রাজা হুসেইনির এক হাতে প্লাস্টার করা আছে দেখা যাচ্ছে। এছাড়াও শরীরের অনেক অংশে আঘাত দেখা যাচ্ছে। এই ছবি ২০ ডিসেম্বর নাগরিকতা সংশোধন আইনের বিরুদ্ধে হওয়া বিক্ষোভ প্রদর্শনের। এই ছবির জন্য মুজফরনগরের পুলিশের নিন্দা করেছে বিক্ষোভকারী এবং বিরোধী দল গুলো। Miscreants have been arrested by the Police based on credible evidence and merit based action has been ensured. Mobile services in the district are working. #Muzaffarnagar — MUZAFFARNAGAR POLICE (@muzafarnagarpol) December 22, 2019 https://platform.twitter.com/widgets.js টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, বিরোধ প্রদর্শনে শুধু মৌলবি আসাদ রাজা হুসেইনিই না, ওনার সাথে থাকা মদ্রাসা ছাত্র আর অনাথালয়ের অনেকেই পুলিশের মারে আহত হয়েছিল। তাঁদের মধ্যে ১১ জনকে জেলে পাঠানো হয়েছে। উত্তর প্রদেশ পুলিশ জানায়, হিংসাত্মক উপদ্রবিদের পিছু করতে করতে পুলিশ মাদ্রাসা পরিসরে ঢুকেছিল। একদিকে মৌলবি পরিবার মিডিয়াকে দেখে মুখ লুকাচ্ছে, আরেকদিকে অনাথআলয়ের কর্মচারীরা পুলিশের বিরুদ্ধে মিথ্যে ন্য

ভাঙা হাত নিয়ে ছবি পোস্ট করা মৌলবি, এবার সামনে এলো আসল রহস্য

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুব ভাইরাল হচ্ছে, যেখানে এক ৭২ বছর বয়সী শিয়া মৌলবি আসাদ রাজা হুসেইনির এক হাতে প্লাস্টার করা আছে দেখা যাচ্ছে। এছাড়াও শরীরের অনেক অংশে আঘাত দেখা যাচ্ছে। এই ছবি ২০ ডিসেম্বর নাগরিকতা সংশোধন আইনের বিরুদ্ধে হওয়া বিক্ষোভ প্রদর্শনের। এই ছবির জন্য মুজফরনগরের পুলিশের নিন্দা করেছে বিক্ষোভকারী এবং বিরোধী দল গুলো। Miscreants have been arrested by the Police based on credible evidence and merit based action has been ensured. Mobile services in the district are working. #Muzaffarnagar — MUZAFFARNAGAR POLICE (@muzafarnagarpol) December 22, 2019 https://platform.twitter.com/widgets.js টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, বিরোধ প্রদর্শনে শুধু মৌলবি আসাদ রাজা হুসেইনিই না, ওনার সাথে থাকা মদ্রাসা ছাত্র আর অনাথালয়ের অনেকেই পুলিশের মারে আহত হয়েছিল। তাঁদের মধ্যে ১১ জনকে জেলে পাঠানো হয়েছে। উত্তর প্রদেশ পুলিশ জানায়, হিংসাত্মক উপদ্রবিদের পিছু করতে করতে পুলিশ মাদ্রাসা পরিসরে ঢুকেছিল। একদিকে মৌলবি পরিবার মিডিয়াকে দেখে মুখ লুকাচ্ছে, আরেকদিকে অনাথআলয়ের কর্মচারীরা পুলিশের বিরুদ্ধে মিথ্যে ন্য

CAA-এর বিরোধিতায় পর্ন স্টার মিয়া খালিফার ছবি শেয়ার করে ফের বেইজ্জত হলেন প্রাক্তন পাক স্বরাষ্ট্র মন্ত্রী

Image
পাকিস্তানের (Pakistan) নেতা আর মন্ত্রীদের মধ্যে এখনো শিক্ষার অভাব দেখতে পাওয়া যায়। ইমরান সরকারের মন্ত্রীরা প্রায় দিনই শিক্ষার অভাবের জন্য ট্রল হন। বিশেষ করে ভারতের সাথে জড়িত কোন মামলায়, তাঁরা সত্যতা যাচাই না করে উল্টোপাল্টা মন্তব্য দিতে থাকে। আর সম্প্রতি এমনই কিছু দেখা গেছে। এবার ইমরান খান সরকারের কোন মন্ত্রী না। এবার পাকিস্তানের প্রাক্তন সরকারের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী রেহমান মালিক (Rehman Malik) ভারত বিরোধিতায় অন্ধের মতো কিছু এমন করলেন যে, গোটা বিশ্বে ওনাকে নিয়ে হাসিঠাট্টা শুরু হয়ে গেছে। ভারতের সংসদে নাগরিকতা সংশোধন বিল পাশ হওয়ার পর থেকেই পাকিস্তান লাগাতার ভারতের উপর হামলা করে আসছে। আর ভারতও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এটা ভারতের অভ্যন্তরীণ মামলা। এবার এই আইন নিয়ে ভারতকে বিঁধতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী নিজের দেশের মানুষদের আক্রমণের শিকার হলেন। এমনকি পাকিস্তানের সাংবাদিক মহলেও ওনাকে নিয়ে নানান সমালোচনার ঝড় উঠছে। রেহমান মালিক একটি ট্যুইট করে পর্ন স্টার মিয়া খালিফাকে ভারতীয় প্রদর্শনকারী আখ্যা দিয়ে তাঁকে আশীর্বাদ করেন! অক্ষয় নামের এক ট্যুইটার ইউজার লেখেন, ‘ভারতীয় সিনেমা জগত

CAA-এর বিরোধিতায় পর্ন স্টার মিয়া খালিফার ছবি শেয়ার করে ফের বেইজ্জত হলেন প্রাক্তন পাক স্বরাষ্ট্র মন্ত্রী

Image
পাকিস্তানের (Pakistan) নেতা আর মন্ত্রীদের মধ্যে এখনো শিক্ষার অভাব দেখতে পাওয়া যায়। ইমরান সরকারের মন্ত্রীরা প্রায় দিনই শিক্ষার অভাবের জন্য ট্রল হন। বিশেষ করে ভারতের সাথে জড়িত কোন মামলায়, তাঁরা সত্যতা যাচাই না করে উল্টোপাল্টা মন্তব্য দিতে থাকে। আর সম্প্রতি এমনই কিছু দেখা গেছে। এবার ইমরান খান সরকারের কোন মন্ত্রী না। এবার পাকিস্তানের প্রাক্তন সরকারের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী রেহমান মালিক (Rehman Malik) ভারত বিরোধিতায় অন্ধের মতো কিছু এমন করলেন যে, গোটা বিশ্বে ওনাকে নিয়ে হাসিঠাট্টা শুরু হয়ে গেছে। ভারতের সংসদে নাগরিকতা সংশোধন বিল পাশ হওয়ার পর থেকেই পাকিস্তান লাগাতার ভারতের উপর হামলা করে আসছে। আর ভারতও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এটা ভারতের অভ্যন্তরীণ মামলা। এবার এই আইন নিয়ে ভারতকে বিঁধতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী নিজের দেশের মানুষদের আক্রমণের শিকার হলেন। এমনকি পাকিস্তানের সাংবাদিক মহলেও ওনাকে নিয়ে নানান সমালোচনার ঝড় উঠছে। রেহমান মালিক একটি ট্যুইট করে পর্ন স্টার মিয়া খালিফাকে ভারতীয় প্রদর্শনকারী আখ্যা দিয়ে তাঁকে আশীর্বাদ করেন! অক্ষয় নামের এক ট্যুইটার ইউজার লেখেন, ‘ভারতীয় সিনেমা জগত

কোন রাজনৈতিক দল না, CAA-এর সমর্থনে শান্তিপুরের রাস্তায় নামলেন শত শত মানুষ

সোমবার বিকেলে শান্তিপুর সুত্রাগড় ও হরিপুর সংলগ্ন এলাকার সাধারণ মানুষরা সি.এ.এর পক্ষে ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়ে সুদীর্ঘ এক মিছিল করলেন। সুত্রাগড় ঘোষ মার্কেট থেকে শুরু হয়ে হরিপুর মনসাতলা হয়ে দীর্ঘ পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে জাতীয় পতাকাসহ রাস্তার  দু’পাশের সাধারণ মানুষের উদ্দেশ্যে সি.এ.এর সুফল বিষয়ক স্লোগান আকারে প্রচার করতে দেখা গেল প্রায় তিন শতাধিক স্থানীয় সাধারণ মানুষদের। উদ্যোক্তাদের মধ্যে থেকে সঞ্জয় রায় জানান, “সরকারের প্রতি আমাদের প্রত্যেকের কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের ভারতবর্ষের নির্দিষ্ট উৎপাদিত কৃষিজ ফসল, পোশাক-পরিচ্ছদ, হাসপাতাল, প্রশাসন সবকিছুর একটা নির্দিষ্ট পরিমাণ আছে, কিন্তু ক্রমাগত ভারতবর্ষে অনুপ্রবেশকারী ঢুকে গিয়ে তা আদি বাসিন্দাদের অভাব আরো বাড়িয়ে তুলেছে। আগামী প্রজন্ম বুঝতে পারবে, কেন্দ্রীয় সরকার কত ভালো একটি নির্ভীক সিদ্ধান্ত নিল সাধারণ মানুষের জন্য।” জয়দেব মল্লিক জানান , “রাজনৈতিকভাবে ভুল বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা কান পাতলেই শোনা যায়।” from India Rag Bengali : Bengali News, Bangla News, latest ben

কোন রাজনৈতিক দল না, CAA-এর সমর্থনে শান্তিপুরের রাস্তায় নামলেন শত শত মানুষ

সোমবার বিকেলে শান্তিপুর সুত্রাগড় ও হরিপুর সংলগ্ন এলাকার সাধারণ মানুষরা সি.এ.এর পক্ষে ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়ে সুদীর্ঘ এক মিছিল করলেন। সুত্রাগড় ঘোষ মার্কেট থেকে শুরু হয়ে হরিপুর মনসাতলা হয়ে দীর্ঘ পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে জাতীয় পতাকাসহ রাস্তার  দু’পাশের সাধারণ মানুষের উদ্দেশ্যে সি.এ.এর সুফল বিষয়ক স্লোগান আকারে প্রচার করতে দেখা গেল প্রায় তিন শতাধিক স্থানীয় সাধারণ মানুষদের। উদ্যোক্তাদের মধ্যে থেকে সঞ্জয় রায় জানান, “সরকারের প্রতি আমাদের প্রত্যেকের কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের ভারতবর্ষের নির্দিষ্ট উৎপাদিত কৃষিজ ফসল, পোশাক-পরিচ্ছদ, হাসপাতাল, প্রশাসন সবকিছুর একটা নির্দিষ্ট পরিমাণ আছে, কিন্তু ক্রমাগত ভারতবর্ষে অনুপ্রবেশকারী ঢুকে গিয়ে তা আদি বাসিন্দাদের অভাব আরো বাড়িয়ে তুলেছে। আগামী প্রজন্ম বুঝতে পারবে, কেন্দ্রীয় সরকার কত ভালো একটি নির্ভীক সিদ্ধান্ত নিল সাধারণ মানুষের জন্য।” জয়দেব মল্লিক জানান , “রাজনৈতিকভাবে ভুল বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা কান পাতলেই শোনা যায়।” from India Rag Bengali : Bengali News, Bangla News, latest ben

সমস্ত রাজ্যে লাগু করতে হবে CAA, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

নাগরিকতা সংশোধন আইনের বিরুদ্ধে নেমেছে বেশিরভাগ অ-বিজেপি রাজ্য গুলো। আর এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সোমবার জানান যে, দেশের প্রতিটি রাজ্যেই এই আইন লাগু করতে হবে। কারণ এই আইন সংসদের দুই ভবন এবং রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে। সংসদীয় কার্য মন্ত্রী অর্জুন রাম মেঘবাল  (Arjun Ram Meghwal) CAA নিয়ে কেন্দ্র সরকারের অবস্থান স্পষ্ট করার জন্য একটি সাংবাদিক সন্মেলনে বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি রাজ্যে CAA লাগু করতে হবে।” ওনার বয়ানের একদিন আগে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দ্বারা বিভিন্ন রাজনৈতিক দল আর সামাজিক এবং ধার্মিক সংগঠনের বৈঠকে CAA এর বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াই করার আবেদন করেন। কেরল আর পশ্চিমবঙ্গ সমেত কিছু অ-বিজেপি শাসিত রাজ্য সরকার দ্বারা CAA লাগু না করার সিদ্ধান্তের প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘যদি কোন সরকার চায় যে এই আইন লাগু করবেনা, তাহলে সেটা সংবিধান বিরোধী হবে। সেটা পশ্চিমবঙ্গ, কেরল, রাজস্থান অথবা মধ্যপ্রদেশেরই সরকার হোকনা কেন। এটি সংসদে পাস করা আইন। আর সমস্ত রাজ্যকে আপন করে নিতে হবে। এটা দেশের স্বার্থে।” CAA এর বিরুদ্ধে পয়লা জানুয়ারি কোচির মুসলিম সংগঠনের একটি বড় র‍্যালি

সমস্ত রাজ্যে লাগু করতে হবে CAA, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

নাগরিকতা সংশোধন আইনের বিরুদ্ধে নেমেছে বেশিরভাগ অ-বিজেপি রাজ্য গুলো। আর এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সোমবার জানান যে, দেশের প্রতিটি রাজ্যেই এই আইন লাগু করতে হবে। কারণ এই আইন সংসদের দুই ভবন এবং রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে। সংসদীয় কার্য মন্ত্রী অর্জুন রাম মেঘবাল  (Arjun Ram Meghwal) CAA নিয়ে কেন্দ্র সরকারের অবস্থান স্পষ্ট করার জন্য একটি সাংবাদিক সন্মেলনে বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি রাজ্যে CAA লাগু করতে হবে।” ওনার বয়ানের একদিন আগে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দ্বারা বিভিন্ন রাজনৈতিক দল আর সামাজিক এবং ধার্মিক সংগঠনের বৈঠকে CAA এর বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াই করার আবেদন করেন। কেরল আর পশ্চিমবঙ্গ সমেত কিছু অ-বিজেপি শাসিত রাজ্য সরকার দ্বারা CAA লাগু না করার সিদ্ধান্তের প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘যদি কোন সরকার চায় যে এই আইন লাগু করবেনা, তাহলে সেটা সংবিধান বিরোধী হবে। সেটা পশ্চিমবঙ্গ, কেরল, রাজস্থান অথবা মধ্যপ্রদেশেরই সরকার হোকনা কেন। এটি সংসদে পাস করা আইন। আর সমস্ত রাজ্যকে আপন করে নিতে হবে। এটা দেশের স্বার্থে।” CAA এর বিরুদ্ধে পয়লা জানুয়ারি কোচির মুসলিম সংগঠনের একটি বড় র‍্যালি

CAA-এর বিরুদ্ধে প্রদর্শনের সময় এরাজ্যে রেলের ক্ষতি ৭০ কোটি! উসুল করা হবে টাকা জানালো বোর্ড

Image
নাগরিকতা সংশোধন আইন নিয়ে দেশজুড়ে হিংসক প্রদর্শনের সময় ভারতীয় রেলের উপর আঘাত হানে প্রদর্শনকারীরা। এবার রেল বোর্ড এই ক্ষতিপূরণের ভরপাই করার প্রস্তুতি নিচ্ছে। রেল বোর্ডের সভাপতি বলেন, CAA এর বিরোধ প্রদর্শনে ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে রেলের, রেলের উপর যারা হামলা করে রেলের ক্ষতি করেছে তাঁদের থেকে এই ক্ষতিপূরণের ভরপাই করা হবে। Vinod Kumar Yadav, Chairman, Railway Board: The cost of the damage caused (during protests against #CitizenshipAmendmentAct ) is approximately Rs. 80 crores, of which Rs. 70 crores is of the Eastern Railway & Rs. 10 crores is of the North Frontier Railway. pic.twitter.com/2OigK1Q9de — ANI (@ANI) December 30, 2019 https://platform.twitter.com/widgets.js রেল বোর্ডের সভাপতি বিনোদ কুমার যাদব বলেন, CAA এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে। যার মধ্যে ৭০ কোটি পূর্ব রেলওয়ে আর ১০ কোটি নর্থ ফ্রন্টিয়ার রেলের ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ক্ষতি হয়েছে রেলের। ২১ ডিসেম্বর রেলওয়ে জোন ভিত্তিক তাঁদের ক্ষতির পরিমান তুলে ধরেছিল। ভারতীয় রেল জা

CAA-এর বিরুদ্ধে প্রদর্শনের সময় এরাজ্যে রেলের ক্ষতি ৭০ কোটি! উসুল করা হবে টাকা জানালো বোর্ড

Image
নাগরিকতা সংশোধন আইন নিয়ে দেশজুড়ে হিংসক প্রদর্শনের সময় ভারতীয় রেলের উপর আঘাত হানে প্রদর্শনকারীরা। এবার রেল বোর্ড এই ক্ষতিপূরণের ভরপাই করার প্রস্তুতি নিচ্ছে। রেল বোর্ডের সভাপতি বলেন, CAA এর বিরোধ প্রদর্শনে ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে রেলের, রেলের উপর যারা হামলা করে রেলের ক্ষতি করেছে তাঁদের থেকে এই ক্ষতিপূরণের ভরপাই করা হবে। Vinod Kumar Yadav, Chairman, Railway Board: The cost of the damage caused (during protests against #CitizenshipAmendmentAct ) is approximately Rs. 80 crores, of which Rs. 70 crores is of the Eastern Railway & Rs. 10 crores is of the North Frontier Railway. pic.twitter.com/2OigK1Q9de — ANI (@ANI) December 30, 2019 https://platform.twitter.com/widgets.js রেল বোর্ডের সভাপতি বিনোদ কুমার যাদব বলেন, CAA এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে। যার মধ্যে ৭০ কোটি পূর্ব রেলওয়ে আর ১০ কোটি নর্থ ফ্রন্টিয়ার রেলের ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ক্ষতি হয়েছে রেলের। ২১ ডিসেম্বর রেলওয়ে জোন ভিত্তিক তাঁদের ক্ষতির পরিমান তুলে ধরেছিল। ভারতীয় রেল জা

দেশের প্রথম চীফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব পেলেন স্থলসেনা প্রধান বিপিন রাওয়াত

সেনা প্রধান বিপিন রাওয়াত (Bipin Rawat) দেশের প্রথম চীফ অফ ডিফেন্স সিস্টেম স্টাফ (CDS) হবেন। কেন্দ্রের মোদী সরকার রবিবার সিডিএস (CDS) পদের জন্য বয়সের সীমা বাড়িয়েছে। জেনারেল বিপিন রাওয়াত ৩১ ডিসেম্বর ২০১৯ এ সেনা প্রধানের পদ থেকে অবসর নিচ্ছেন। ওনার জায়গায় মনোজ মুকুন্দ নরবানে (manoj mukund naravane) স্থল সেনার নতুন প্রধান হবেন। কার্গিল যুদ্ধের সময় বায়ুসেনা আর ভারতীয় সেনার মধ্যে সামাঞ্জ্যসের অভাব দেখা গেছিল। বায়ুসেনার ব্যাবহারের ক্ষেত্রে তৎকালীন বায়ুসেনা প্রধান আর স্থল সেনা প্রধানের সিদ্ধান্ত আলাদা আলাদা ছিল। ভারতীয় সামরিক রণনীতিকারেরা তখন CDS এর অভাব অনুভব করে এবং সরকারের কাছে পুনরায় CDS এর গঠনের সুপারিশ করে। এই পদ সরকারি নেতৃত্বের জন্য সৈন্য পরামর্শদাতার ভূমিকা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। যদিও রাজনৈতিক দল গুলো CDS পদের বিরোধিতা করে এসেছে আগাগোড়াই। কিছু মানুষ এই নিয়েও আপত্তি জানিয়েছে যে, একজনের কাছে বেশি সৈন্য শক্তি থাকলে বেশি সমস্যার জন্ম দেবে। ২০১৫ সালে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী প্রয়াত মনোহর পরিক্কর চীফ অফ ডিফেন্স গঠনের কথা বলেছিলেন। from India Rag Bengali : Bengali News, Bangla News,

দেশের প্রথম চীফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব পেলেন স্থলসেনা প্রধান বিপিন রাওয়াত

সেনা প্রধান বিপিন রাওয়াত (Bipin Rawat) দেশের প্রথম চীফ অফ ডিফেন্স সিস্টেম স্টাফ (CDS) হবেন। কেন্দ্রের মোদী সরকার রবিবার সিডিএস (CDS) পদের জন্য বয়সের সীমা বাড়িয়েছে। জেনারেল বিপিন রাওয়াত ৩১ ডিসেম্বর ২০১৯ এ সেনা প্রধানের পদ থেকে অবসর নিচ্ছেন। ওনার জায়গায় মনোজ মুকুন্দ নরবানে (manoj mukund naravane) স্থল সেনার নতুন প্রধান হবেন। কার্গিল যুদ্ধের সময় বায়ুসেনা আর ভারতীয় সেনার মধ্যে সামাঞ্জ্যসের অভাব দেখা গেছিল। বায়ুসেনার ব্যাবহারের ক্ষেত্রে তৎকালীন বায়ুসেনা প্রধান আর স্থল সেনা প্রধানের সিদ্ধান্ত আলাদা আলাদা ছিল। ভারতীয় সামরিক রণনীতিকারেরা তখন CDS এর অভাব অনুভব করে এবং সরকারের কাছে পুনরায় CDS এর গঠনের সুপারিশ করে। এই পদ সরকারি নেতৃত্বের জন্য সৈন্য পরামর্শদাতার ভূমিকা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। যদিও রাজনৈতিক দল গুলো CDS পদের বিরোধিতা করে এসেছে আগাগোড়াই। কিছু মানুষ এই নিয়েও আপত্তি জানিয়েছে যে, একজনের কাছে বেশি সৈন্য শক্তি থাকলে বেশি সমস্যার জন্ম দেবে। ২০১৫ সালে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী প্রয়াত মনোহর পরিক্কর চীফ অফ ডিফেন্স গঠনের কথা বলেছিলেন। from India Rag Bengali : Bengali News, Bangla News,

নতুন বছর থেকে বিয়ে করলে এক ভরি করে সোনা দেবে বিজেপি শাসিত রাজ্যের সরকার

যদি আপনার মেয়েকে নতুন বছরে বিয়ে দিতে চান, তাহলে এই খবর আপনার জন্য। উল্লেখ্য, ১লা জানুয়ারি থেকে অসম সরকার কমপক্ষে দশম শ্রেণী পর্যন্ত পড়া মেয়েদের বিয়েতে ১০ গ্রাম করে সোনা উপহার দেবে। সরকার এই স্কিমের ঘোষণা গত মাসেই করেছিল। সরকার এই যোজনার সুবিধা নেওয়ার জন্য কিছু শর্তও রেখেছে। ‘অরুন্ধুতি স্বর্ণ যোজনা” (Arundhati Gold Scheme) প্রক্লপের লাভ পেতে হলে, কিছু শর্ত মেনে চলতে হবে। এই প্রকল্পের সুবিধা নিতে গেলে মেয়ের পরিবারের আয় বছরে পাঁচ লক্ষ টাকার থেকে কম হতে হবে। এই প্রকল্পের লাভ একমাত্র একবার অথবা প্রথমবার বিয়ে করার সময়ই পাওয়া যাবে। এই প্রকল্পের লাভ পেতে গেলে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী প্রথমে বিয়ের রেজিস্ট্রি করতে হবে। Arundhati Gold Scheme অনুযায়ী, ফিজিক্যাল ফর্মে সোনা দেওয়া হবেনা। বিয়ের রেজিস্ট্রি আর ভেরিফিকেশনের পরই ৩০ হাজার টাকা মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। এরপর তাঁকে সোনা কেনার রসিদ সাবমিট করতে হবে। সবথেকে বড় ব্যাপার হল, এই পয়সার ব্যাবহার অন্য কিছুর জন্য করা যাবেনা। ১০ গ্রাম সোনার জন্য ৩০ হাজার টাকা পুরো বছরের সোনার দামের অনুপাত হিসেবে রাখার হয়েছে। প্রতিবছর ব

নতুন বছর থেকে বিয়ে করলে এক ভরি করে সোনা দেবে বিজেপি শাসিত রাজ্যের সরকার

যদি আপনার মেয়েকে নতুন বছরে বিয়ে দিতে চান, তাহলে এই খবর আপনার জন্য। উল্লেখ্য, ১লা জানুয়ারি থেকে অসম সরকার কমপক্ষে দশম শ্রেণী পর্যন্ত পড়া মেয়েদের বিয়েতে ১০ গ্রাম করে সোনা উপহার দেবে। সরকার এই স্কিমের ঘোষণা গত মাসেই করেছিল। সরকার এই যোজনার সুবিধা নেওয়ার জন্য কিছু শর্তও রেখেছে। ‘অরুন্ধুতি স্বর্ণ যোজনা” (Arundhati Gold Scheme) প্রক্লপের লাভ পেতে হলে, কিছু শর্ত মেনে চলতে হবে। এই প্রকল্পের সুবিধা নিতে গেলে মেয়ের পরিবারের আয় বছরে পাঁচ লক্ষ টাকার থেকে কম হতে হবে। এই প্রকল্পের লাভ একমাত্র একবার অথবা প্রথমবার বিয়ে করার সময়ই পাওয়া যাবে। এই প্রকল্পের লাভ পেতে গেলে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী প্রথমে বিয়ের রেজিস্ট্রি করতে হবে। Arundhati Gold Scheme অনুযায়ী, ফিজিক্যাল ফর্মে সোনা দেওয়া হবেনা। বিয়ের রেজিস্ট্রি আর ভেরিফিকেশনের পরই ৩০ হাজার টাকা মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। এরপর তাঁকে সোনা কেনার রসিদ সাবমিট করতে হবে। সবথেকে বড় ব্যাপার হল, এই পয়সার ব্যাবহার অন্য কিছুর জন্য করা যাবেনা। ১০ গ্রাম সোনার জন্য ৩০ হাজার টাকা পুরো বছরের সোনার দামের অনুপাত হিসেবে রাখার হয়েছে। প্রতিবছর ব

CAA-এর আতঙ্কে ভারত ছেড়ে পালাতে গিয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে আটক ৩৫০ বাংলাদেশি!

ভারতে নাগরিকতা সংশোধন আইন নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে আছে। আর ভারতে নাগরিকতা আইন লাগু হওয়ার আগেই বাংলাদেশ থেকে ভারতে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা ভারত ছেড়ে বাংলাদেশে পালানো শুরু করেছে। উল্লেখ্য, মহেশপুর এলাকায় বাংলাদেশ আর ভারত সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে মহিলা, বাচ্চা সমেত পুরুষেরা তল্পি তল্পা গুটিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) অনুযায়ী, ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করার জন্য মহিলা, বাচ্চা সমেত মোট ৩৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর গত একমাসে অনেকেই বর্ডার টপকে বিজিবি’র চোখে ধুলো দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়েছে। BGB’র কর্মীরা জানায়, ভারতীয় সংসদে নাগরিকতা সংশোধন বিল পাস হওয়ার পর অনেকেই ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করছে। আর এই সংখ্যা অনেক। আধিকারিকরা জানান, গ্রেফতার করা অধিকাংশ মানুষ দাবি করেছে যে, তাঁরা জীবিকার খোঁজে ভারতে গেছিল। কিন্তু তাঁদের কাছে কোন নথি নেই। BGB মেজর কামরুল ইসলাম বলেন, সীমান্তে আমরা কড়া নজর লাগিয়ে রেখেছি। কাউকেই অবৈধ ভাবে আসা যাওয়া করার অনুমতি দেওয়া হবেনা। কিন্তু এখনো অনেক সীমান্ত এলাকা খোলা আছে, সেখান থেকেই অবৈধ ভাবে যাওয়া আসা

CAA-এর আতঙ্কে ভারত ছেড়ে পালাতে গিয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে আটক ৩৫০ বাংলাদেশি!

ভারতে নাগরিকতা সংশোধন আইন নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে আছে। আর ভারতে নাগরিকতা আইন লাগু হওয়ার আগেই বাংলাদেশ থেকে ভারতে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা ভারত ছেড়ে বাংলাদেশে পালানো শুরু করেছে। উল্লেখ্য, মহেশপুর এলাকায় বাংলাদেশ আর ভারত সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে মহিলা, বাচ্চা সমেত পুরুষেরা তল্পি তল্পা গুটিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) অনুযায়ী, ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করার জন্য মহিলা, বাচ্চা সমেত মোট ৩৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর গত একমাসে অনেকেই বর্ডার টপকে বিজিবি’র চোখে ধুলো দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়েছে। BGB’র কর্মীরা জানায়, ভারতীয় সংসদে নাগরিকতা সংশোধন বিল পাস হওয়ার পর অনেকেই ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করছে। আর এই সংখ্যা অনেক। আধিকারিকরা জানান, গ্রেফতার করা অধিকাংশ মানুষ দাবি করেছে যে, তাঁরা জীবিকার খোঁজে ভারতে গেছিল। কিন্তু তাঁদের কাছে কোন নথি নেই। BGB মেজর কামরুল ইসলাম বলেন, সীমান্তে আমরা কড়া নজর লাগিয়ে রেখেছি। কাউকেই অবৈধ ভাবে আসা যাওয়া করার অনুমতি দেওয়া হবেনা। কিন্তু এখনো অনেক সীমান্ত এলাকা খোলা আছে, সেখান থেকেই অবৈধ ভাবে যাওয়া আসা

CAA-এর আতঙ্কে দেশ ছেড়ে পালাতে গিয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে আটক ৩৫০ বাংলাদেশি!

ভারতে নাগরিকতা সংশোধন আইন নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে আছে। আর ভারতে নাগরিকতা আইন লাগু হওয়ার আগেই বাংলাদেশ থেকে ভারতে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা ভারত ছেড়ে বাংলাদেশে পালানো শুরু করেছে। উল্লেখ্য, মহেশপুর এলাকায় বাংলাদেশ আর ভারত সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে মহিলা, বাচ্চা সমেত পুরুষেরা তল্পি তল্পা গুটিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) অনুযায়ী, ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করার জন্য মহিলা, বাচ্চা সমেত মোট ৩৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর গত একমাসে অনেকেই বর্ডার টপকে বিজিবি’র চোখে ধুলো দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়েছে। BGB’র কর্মীরা জানায়, ভারতীয় সংসদে নাগরিকতা সংশোধন বিল পাস হওয়ার পর অনেকেই ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করছে। আর এই সংখ্যা অনেক। আধিকারিকরা জানান, গ্রেফতার করা অধিকাংশ মানুষ দাবি করেছে যে, তাঁরা জীবিকার খোঁজে ভারতে গেছিল। কিন্তু তাঁদের কাছে কোন নথি নেই। BGB মেজর কামরুল ইসলাম বলেন, সীমান্তে আমরা কড়া নজর লাগিয়ে রেখেছি। কাউকেই অবৈধ ভাবে আসা যাওয়া করার অনুমতি দেওয়া হবেনা। কিন্তু এখনো অনেক সীমান্ত এলাকা খোলা আছে, সেখান থেকেই অবৈধ ভাবে যাওয়া আসা

CAA-এর আতঙ্কে দেশ ছেড়ে পালাতে গিয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে আটক ৩৫০ বাংলাদেশি!

ভারতে নাগরিকতা সংশোধন আইন নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে আছে। আর ভারতে নাগরিকতা আইন লাগু হওয়ার আগেই বাংলাদেশ থেকে ভারতে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা ভারত ছেড়ে বাংলাদেশে পালানো শুরু করেছে। উল্লেখ্য, মহেশপুর এলাকায় বাংলাদেশ আর ভারত সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে মহিলা, বাচ্চা সমেত পুরুষেরা তল্পি তল্পা গুটিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) অনুযায়ী, ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করার জন্য মহিলা, বাচ্চা সমেত মোট ৩৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর গত একমাসে অনেকেই বর্ডার টপকে বিজিবি’র চোখে ধুলো দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়েছে। BGB’র কর্মীরা জানায়, ভারতীয় সংসদে নাগরিকতা সংশোধন বিল পাস হওয়ার পর অনেকেই ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করছে। আর এই সংখ্যা অনেক। আধিকারিকরা জানান, গ্রেফতার করা অধিকাংশ মানুষ দাবি করেছে যে, তাঁরা জীবিকার খোঁজে ভারতে গেছিল। কিন্তু তাঁদের কাছে কোন নথি নেই। BGB মেজর কামরুল ইসলাম বলেন, সীমান্তে আমরা কড়া নজর লাগিয়ে রেখেছি। কাউকেই অবৈধ ভাবে আসা যাওয়া করার অনুমতি দেওয়া হবেনা। কিন্তু এখনো অনেক সীমান্ত এলাকা খোলা আছে, সেখান থেকেই অবৈধ ভাবে যাওয়া আসা

সরকারি কর্মচারীদের নতুন বছরের উপহার দিতে চলেছে মোদী সরকার, ১০ হাজার টাকা পর্যন্ত বাড়বে বেতন

নতুন বছরে কেন্দ্রীয় কর্মচারীদের খুশি দ্বিগুণ হতে চলেছে। কারণ নতুন বছরে মোদী সরকার কেন্দ্রীয় করমচারীদের বড়সড় উপহার দিতে চলেছে। প্রসঙ্গত, মোদী সরকার কেন্দ্রীয় কর্মচারীদের DA বাড়াতে পারে। DA বাড়ালে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন প্রতিমাসে ১০ হাজার টাকা করে বেড়ে যেতে পারে। এই সিদ্ধান্তে ৫০ লক্ষ সরকারি কর্মচারীদের লাভ হবে। আরেকদিকে ৬২ লক্ষ পেনশনধারকেরাও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের লাভ উঠাতে পারবে। ‘জি বিজনেস” এ চাহপা একটি রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র সরকার জানুয়ারি-জুন ২০২০ এর জন্য কেন্দ্রীয় কর্মচারীদের DA চার শতাংশ বাড়াতে পারে। DA বাড়ার পর কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ৭২০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বেড়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি, এক বছরে কেন্দ্র সরকার দুবার কেন্দ্রীয় কর্মচারীদের DA বাড়ায়। আর এটি জানুয়ারি এবং জুন মাসে করা হয়। নতুন বছরের জানুয়ারি মাসে কেন্দ্র সরকার আবারও DA বাড়িয়ে কেন্দ্রীয় কর্মচারীদের খুশি করতে চলেছে। বর্তমান সময়ে কেন্দ্রীয় কর্মচারীরা ১৭ শতাংশ DA পায়। যদি মোদী সরকার নতুন বছরে ৪ শতাংশ DA বাড়িয়ে দেয়, তাহলে সরকারি কর্মচারীদের DA বেড়ে মোট ২১ শতাংশ হয়ে যাবে।   from India R

সরকারি কর্মচারীদের নতুন বছরের উপহার দিতে চলেছে মোদী সরকার, ১০ হাজার টাকা পর্যন্ত বাড়বে বেতন

নতুন বছরে কেন্দ্রীয় কর্মচারীদের খুশি দ্বিগুণ হতে চলেছে। কারণ নতুন বছরে মোদী সরকার কেন্দ্রীয় করমচারীদের বড়সড় উপহার দিতে চলেছে। প্রসঙ্গত, মোদী সরকার কেন্দ্রীয় কর্মচারীদের DA বাড়াতে পারে। DA বাড়ালে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন প্রতিমাসে ১০ হাজার টাকা করে বেড়ে যেতে পারে। এই সিদ্ধান্তে ৫০ লক্ষ সরকারি কর্মচারীদের লাভ হবে। আরেকদিকে ৬২ লক্ষ পেনশনধারকেরাও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের লাভ উঠাতে পারবে। ‘জি বিজনেস” এ চাহপা একটি রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র সরকার জানুয়ারি-জুন ২০২০ এর জন্য কেন্দ্রীয় কর্মচারীদের DA চার শতাংশ বাড়াতে পারে। DA বাড়ার পর কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ৭২০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বেড়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি, এক বছরে কেন্দ্র সরকার দুবার কেন্দ্রীয় কর্মচারীদের DA বাড়ায়। আর এটি জানুয়ারি এবং জুন মাসে করা হয়। নতুন বছরের জানুয়ারি মাসে কেন্দ্র সরকার আবারও DA বাড়িয়ে কেন্দ্রীয় কর্মচারীদের খুশি করতে চলেছে। বর্তমান সময়ে কেন্দ্রীয় কর্মচারীরা ১৭ শতাংশ DA পায়। যদি মোদী সরকার নতুন বছরে ৪ শতাংশ DA বাড়িয়ে দেয়, তাহলে সরকারি কর্মচারীদের DA বেড়ে মোট ২১ শতাংশ হয়ে যাবে।   from India R

ধর্মান্তরকরণের ব্যাবসা চালাতে এসেছিল খ্রিস্টান মিশনারির এক ব্যাক্তি! বৌদ্ধ ভিক্ষুক মারলো সপাটে চড়, ভাইরাল ভিডিও।

Image
বিশ্বজুড়ে বিভিন্ন খ্রিস্টান মিশনারিরা ধর্ম পরিবর্তন করার যে উপদ্রব চালায় যা অন্য কোনো সংগঠন চালায় না। ভারতে ইংরেজরা আসার পর থেকে মানুষজনকে খ্রিস্টানে ধর্মান্তরিত করার ব্যাবসা শুরু হয়েছে। যা আজ ব্যাপক আকার ধারণ করেছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও উত্তরপূর্বের রাজ্যগুলি খ্রিস্টান মিশনারিদের উপদ্রবে বহু মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছে। মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে মিশনারিরা ভারতে ব্যাপক হারে ধর্মান্তরণ এর ব্যাবসা চালাচ্ছে। এই ক্রিস্টান মিশনারি সংক্রান্ত একটা ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক বৌদ্ধ ভিক্ষুক একজন খ্রিস্টান মিশনারির সাথে বার্তালাপ করার সময় সপাটে চড় মেরেছে। শ্রীলঙ্কার পূর্ব অঞ্চলের বাটিকোলোয়ায় মিশনারিদের দ্বারা ধর্ম পরিবর্তন করা এক ব্যাক্তি একজন বৌদ্ধ ভিক্ষুর চোখে পড়ে। ক্রিস্টান মিশনারির ব্যাক্তিটি মূলত নিজের প্রোপাগান্ডা চালানোর বেরিয়েছিল। মিশনারি ব্যাক্তির সাথে বৌদ্ধ ভিক্ষুকের কথোপকথনের হতেই বৌদ্ধ ভিক্ষুক তাকে সপাটে চড় মারে। ঘটনাটি শ্রীলঙ্কার বাটিকোলোয়ায় ঘটিত হয়েছে। বৌদ্ধ ভিক্ষুক সুমনরত্ন থেরো ওই খ্রিস্টান মিশনারিকে সপাটে চড় মারেন। ভিক্ষুক

ধর্মান্তরকরণের ব্যাবসা চালাতে এসেছিল খ্রিস্টান মিশনারির এক ব্যাক্তি! বৌদ্ধ ভিক্ষুক মারলো সপাটে চড়, ভাইরাল ভিডিও।

Image
বিশ্বজুড়ে বিভিন্ন খ্রিস্টান মিশনারিরা ধর্ম পরিবর্তন করার যে উপদ্রব চালায় যা অন্য কোনো সংগঠন চালায় না। ভারতে ইংরেজরা আসার পর থেকে মানুষজনকে খ্রিস্টানে ধর্মান্তরিত করার ব্যাবসা শুরু হয়েছে। যা আজ ব্যাপক আকার ধারণ করেছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও উত্তরপূর্বের রাজ্যগুলি খ্রিস্টান মিশনারিদের উপদ্রবে বহু মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছে। মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে মিশনারিরা ভারতে ব্যাপক হারে ধর্মান্তরণ এর ব্যাবসা চালাচ্ছে। এই ক্রিস্টান মিশনারি সংক্রান্ত একটা ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক বৌদ্ধ ভিক্ষুক একজন খ্রিস্টান মিশনারির সাথে বার্তালাপ করার সময় সপাটে চড় মেরেছে। শ্রীলঙ্কার পূর্ব অঞ্চলের বাটিকোলোয়ায় মিশনারিদের দ্বারা ধর্ম পরিবর্তন করা এক ব্যাক্তি একজন বৌদ্ধ ভিক্ষুর চোখে পড়ে। ক্রিস্টান মিশনারির ব্যাক্তিটি মূলত নিজের প্রোপাগান্ডা চালানোর বেরিয়েছিল। মিশনারি ব্যাক্তির সাথে বৌদ্ধ ভিক্ষুকের কথোপকথনের হতেই বৌদ্ধ ভিক্ষুক তাকে সপাটে চড় মারে। ঘটনাটি শ্রীলঙ্কার বাটিকোলোয়ায় ঘটিত হয়েছে। বৌদ্ধ ভিক্ষুক সুমনরত্ন থেরো ওই খ্রিস্টান মিশনারিকে সপাটে চড় মারেন। ভিক্ষুক

খতম হল পাকিস্তানি তালিবান কম্যান্ডার কারি সৈফুল্লা মহসুদ

আফগানিস্তানে জঙ্গি সংগঠন তেহরিক-এ-তালিবান পাকিস্তান (TTP) এর কম্যান্ডার কারি সৈফুল্লা মহসুদকে খতম করা হয়েছে। শোনা যাচ্ছে যে অজ্ঞাত বন্দুকধারীরা পাকিস্তানি তালিবানি কম্যান্ডারকে গুলি করে হত্যা করেছে। TTP নিজের কম্যান্ডারের মৃত্যুর খবর স্বীকার করেছে। অনাডোলু সংবাদ সংস্থার খবর অনুযায়ী, জঙ্গি সংগঠন TTP এর মুখপাত্র একটি অডিও বার্তায় জানিয়েছে যে সৈফুল্লা খোস্ত প্রান্তের গুলুন শিবিরে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে মারা গেছে। মুখপাত্র দাবি করেছে যে, এই হামলা হাক্কানি নেটওয়ার্ক করেছ, কারণ কিছুদিন আগে এলাকায় TTP এর হকিমুল্লা মহসুদ গোষ্ঠীর তিন জঙ্গিকে খতম করা হয়েছিল। TTP এর স্থাপনা ২০০৭ সালে বৈতুল্লা মহসুদ করেছিল, আর বর্তমানে এই জঙ্গি গোষ্ঠী চারটি দলে ভাগ হয়ে গেছে। এই চারটি গোষ্ঠী হল খাত গোষ্ঠী, মেহসুদ গোষ্ঠী, বাজৌর এজেন্সি গোষ্ঠী আর দররা আদম খেল গোষ্ঠী। পাকিস্তানে হওয়া অনেক হামলায় জঙ্গি সৈফুল্লার হাত ছিল। আর সেই কারণে পাকিস্তান এই সংগঠনকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকায় রেখেছিল। একটি অডিও বার্তায় মহসুদ দাবি করে যে, তাঁদের সংগঠন এই বছরে ৭৫ টি জঙ্গি হামলা করেছে, যেগুলোর মধ্যে বেশিরভাগ খাইবার পা

খতম হল পাকিস্তানি তালিবান কম্যান্ডার কারি সৈফুল্লা মহসুদ

আফগানিস্তানে জঙ্গি সংগঠন তেহরিক-এ-তালিবান পাকিস্তান (TTP) এর কম্যান্ডার কারি সৈফুল্লা মহসুদকে খতম করা হয়েছে। শোনা যাচ্ছে যে অজ্ঞাত বন্দুকধারীরা পাকিস্তানি তালিবানি কম্যান্ডারকে গুলি করে হত্যা করেছে। TTP নিজের কম্যান্ডারের মৃত্যুর খবর স্বীকার করেছে। অনাডোলু সংবাদ সংস্থার খবর অনুযায়ী, জঙ্গি সংগঠন TTP এর মুখপাত্র একটি অডিও বার্তায় জানিয়েছে যে সৈফুল্লা খোস্ত প্রান্তের গুলুন শিবিরে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে মারা গেছে। মুখপাত্র দাবি করেছে যে, এই হামলা হাক্কানি নেটওয়ার্ক করেছ, কারণ কিছুদিন আগে এলাকায় TTP এর হকিমুল্লা মহসুদ গোষ্ঠীর তিন জঙ্গিকে খতম করা হয়েছিল। TTP এর স্থাপনা ২০০৭ সালে বৈতুল্লা মহসুদ করেছিল, আর বর্তমানে এই জঙ্গি গোষ্ঠী চারটি দলে ভাগ হয়ে গেছে। এই চারটি গোষ্ঠী হল খাত গোষ্ঠী, মেহসুদ গোষ্ঠী, বাজৌর এজেন্সি গোষ্ঠী আর দররা আদম খেল গোষ্ঠী। পাকিস্তানে হওয়া অনেক হামলায় জঙ্গি সৈফুল্লার হাত ছিল। আর সেই কারণে পাকিস্তান এই সংগঠনকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকায় রেখেছিল। একটি অডিও বার্তায় মহসুদ দাবি করে যে, তাঁদের সংগঠন এই বছরে ৭৫ টি জঙ্গি হামলা করেছে, যেগুলোর মধ্যে বেশিরভাগ খাইবার পা

ডোকলামের দিকে চোখ তুলে দেখার সাহস পাবে না চীন! সীমান্তে ৭ ঘন্টার রাস্তা ৪০ মিনিটে পৌঁছে যাবে ভারতীয় সেনা।

Image
ভারতের (India) সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার একটা বড়ো খবর সামনে এসেছে। BRO ২০১৯ সালে প্রায় ৬০ হাজার কিমি রোড নির্মাণের কাজ করেছে। যার মধ্যে ১৯.৭২ কিমি রাস্তা ডোকালামের পাস দিয়ে যাচ্ছে। এই ১৯.৭২ কিমি রাস্তা সামরিক দিক খুবই গুরুত্বপূর্ণ কারণ এই এলাকার মধ্যেই ২১৭ সালে ভারত-চীনের মধ্যে উত্তেজনা মূলক পরিস্থিতি ছিল। জানিয়ে দি, BRO সীমান্তে সড়ক নির্মাণ, রাস্তার দেখভাল করা ও কিছু প্রতিবেশী দেশে সড়ক নির্মাণের উপর কাজ করে। BRO এই বছর 1,123.46 কিমি এম রাস্তা নির্মাণ, 2,099.58 কিমি এম রাস্তার সারফেসিংয়ের কাজ এবং 2,339.38 কিমি এম রাস্তায় পুননির্মাণের কাজ করেছে। জানিয়ে দি, ২০১৭ সালে প্রায় ২ মাস ধরে ভারত ও চীনের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত ছিল। BRO সেনার রাস্তায় ২ টি টানেল ও বেশকিছু এয়ার ফিল্ড নির্মাণের উপরেও কাজ চালাচ্ছে। সিকিমের বিতর্কিত ডোকালাম এরিয়ার রাস্তা নির্মাণের ফলে সেনা মাত্র ৪০ মিনিটে সেখানে পৌঁছে যেতে পারবে। লক্ষণীয় ভাবে আগে ডোকালামের প্রান্তে পৌঁছাতে প্রায় ৭ ঘন্টা সময় লাগতো। রাস্তা নির্মাণের কাজ এমন ভাবে করা হয়েছে যাতে সমস্থ আবহাওয়া ও পরিবেশের মধ্যে যান চলাচল সম্ভব হয়। এই রাস্তার উপর

ডোকলামের দিকে চোখ তুলে দেখার সাহস পাবে না চীন! সীমান্তে ৭ ঘন্টার রাস্তা ৪০ মিনিটে পৌঁছে যাবে ভারতীয় সেনা।

Image
ভারতের (India) সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার একটা বড়ো খবর সামনে এসেছে। BRO ২০১৯ সালে প্রায় ৬০ হাজার কিমি রোড নির্মাণের কাজ করেছে। যার মধ্যে ১৯.৭২ কিমি রাস্তা ডোকালামের পাস দিয়ে যাচ্ছে। এই ১৯.৭২ কিমি রাস্তা সামরিক দিক খুবই গুরুত্বপূর্ণ কারণ এই এলাকার মধ্যেই ২১৭ সালে ভারত-চীনের মধ্যে উত্তেজনা মূলক পরিস্থিতি ছিল। জানিয়ে দি, BRO সীমান্তে সড়ক নির্মাণ, রাস্তার দেখভাল করা ও কিছু প্রতিবেশী দেশে সড়ক নির্মাণের উপর কাজ করে। BRO এই বছর 1,123.46 কিমি এম রাস্তা নির্মাণ, 2,099.58 কিমি এম রাস্তার সারফেসিংয়ের কাজ এবং 2,339.38 কিমি এম রাস্তায় পুননির্মাণের কাজ করেছে। জানিয়ে দি, ২০১৭ সালে প্রায় ২ মাস ধরে ভারত ও চীনের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত ছিল। BRO সেনার রাস্তায় ২ টি টানেল ও বেশকিছু এয়ার ফিল্ড নির্মাণের উপরেও কাজ চালাচ্ছে। সিকিমের বিতর্কিত ডোকালাম এরিয়ার রাস্তা নির্মাণের ফলে সেনা মাত্র ৪০ মিনিটে সেখানে পৌঁছে যেতে পারবে। লক্ষণীয় ভাবে আগে ডোকালামের প্রান্তে পৌঁছাতে প্রায় ৭ ঘন্টা সময় লাগতো। রাস্তা নির্মাণের কাজ এমন ভাবে করা হয়েছে যাতে সমস্থ আবহাওয়া ও পরিবেশের মধ্যে যান চলাচল সম্ভব হয়। এই রাস্তার উপর

মেয়েকে আরতি করতে দেখে টিভি ভেঙে দিয়েছিল শাহিদ আফ্রিদি! ভাইরাল হল ভিডিও

Image
আজকাল পাকিস্তানি (Pakistan) ক্রিকেটারেরা শিরোনামে উঠে আসছে খুব। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার দ্বারা দানিশ কানেরিয়াকে (Danish Kaneria) নিয়ে দেওয়া বয়ানের পর পাকিস্তানে হিন্দু ক্রিকেটারদের উপর নির্যাতনের খবর চর্চায় চলে আসে। আর এই খবরের মধ্যে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির (Shahid Afridi) একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে হিন্দু সংস্কৃতি আর পূজা অর্চনা নিয়ে প্রাক্তন পাক অধিনায়ক মজা করেন। একটি পাকিস্তানি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি হিন্দুদের আরতি করা নিয়ে খিল্লি করেন। এই ভিডিও অনেক পুরনো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন এটি আগুনের মতো ভাইরাল হচ্ছে। ভিডিওতে আফ্রিদি বলেন, একবার তিনি নিজের বাড়ির টিভি ভেঙে দেন। আফ্রিদি বলেন, আমাদের ঘরে টিভি চ্যানেলে প্রতিদিনই সিরিয়াল চলত, আমি আমার বেগমকে বলতাম যে, তুমি নিজে টিভি দেখো, বাচ্চাদের দেখিয়ো না। আফ্রিদি বলেন, আমি একবার যখন বাইরের কাজ সেরে ঘরে আসি, তখন দেখি আমার মেয়ে টিভি চ্যানেলের সামনে দাঁড়িয়ে কিসব করছিল। সে হাতে থালা ধরে টিভির সামনে ঘুরাচ্ছিল। তখন আফ্রিদিকে টিভি অ্যাঙ্কার বলেন যে, সেটাকে আরতি বলে। এরপর আফ্রিদি বল

মেয়েকে আরতি করতে দেখে টিভি ভেঙে দিয়েছিল শাহিদ আফ্রিদি! ভাইরাল হল ভিডিও

Image
আজকাল পাকিস্তানি (Pakistan) ক্রিকেটারেরা শিরোনামে উঠে আসছে খুব। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার দ্বারা দানিশ কানেরিয়াকে (Danish Kaneria) নিয়ে দেওয়া বয়ানের পর পাকিস্তানে হিন্দু ক্রিকেটারদের উপর নির্যাতনের খবর চর্চায় চলে আসে। আর এই খবরের মধ্যে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির (Shahid Afridi) একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে হিন্দু সংস্কৃতি আর পূজা অর্চনা নিয়ে প্রাক্তন পাক অধিনায়ক মজা করেন। একটি পাকিস্তানি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি হিন্দুদের আরতি করা নিয়ে খিল্লি করেন। এই ভিডিও অনেক পুরনো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন এটি আগুনের মতো ভাইরাল হচ্ছে। ভিডিওতে আফ্রিদি বলেন, একবার তিনি নিজের বাড়ির টিভি ভেঙে দেন। আফ্রিদি বলেন, আমাদের ঘরে টিভি চ্যানেলে প্রতিদিনই সিরিয়াল চলত, আমি আমার বেগমকে বলতাম যে, তুমি নিজে টিভি দেখো, বাচ্চাদের দেখিয়ো না। আফ্রিদি বলেন, আমি একবার যখন বাইরের কাজ সেরে ঘরে আসি, তখন দেখি আমার মেয়ে টিভি চ্যানেলের সামনে দাঁড়িয়ে কিসব করছিল। সে হাতে থালা ধরে টিভির সামনে ঘুরাচ্ছিল। তখন আফ্রিদিকে টিভি অ্যাঙ্কার বলেন যে, সেটাকে আরতি বলে। এরপর আফ্রিদি বল