Posts

Showing posts from March, 2020

আমরা হিন্দু বলে আমাদের রেশন দিচ্ছে না ইমরান সরকার: পাকিস্তানের হিন্দু, দেখুন ভিডিও

সম্প্রতি ভারতে থাকা কিছু লোকজনের পাকিস্তানের জন্য দরদ উথলে উঠেছে। যার মধ্যে প্রথম শ্রেণীতে রয়েছেন যুবরাজ সিং ও হরভজন সিং। দুজনেই পাকিস্তাকে সাহায্যে জন্য ভারতীয়দের আর্জি জানিয়েছেন। দুই খেলোয়াড় ভিডিও বানিয়েছেন এবং বলেছেন শহীদ আফ্রিদি পাকিস্তানের জন্য কাজ করছে তাই সেখানে সকলে অনুদান করুন। যদিও একবারের জন্য এই দুজন ভারতে অনুদানের বিষয়ে কোনো কথা বলেননি। লক্ষণীয় বিষয় এই যে, শাহিদ আফ্রিদি একজন কট্টর ভারত বিরোধী যিনি ভারতীয়দের শয়তান বলে অভিহিত করেছিলেন। যুবরাজ সিং ও হরভজন সিং এর সমালোচনার ঝড় উঠার পর তাদের ভক্তরা অবশ্য মাঠে নেমে পড়েছে মানকবিকতার ধারাল অস্ত্র নিয়ে ডিফেন্স করতে। বেশিরভাগ ভাগ ভক্ত দাবি করেছেন তারা দুজন মানবিকতার খাতিরে আফ্রিদির সংস্থায় অনুদান দিতে বলেছেন। যদিও ভারতের জন্য কেন অনুদান দিতে বলেননি মানবিক যুবরাজ ও হরভজন তার উত্তর ভক্তদের কাছে নেই। তবে এসবের মধ্যে পাকিস্তান থেকে একটা ভিডিও সামনে আসছে যা আবারও খেলোয়াড় প্রেমীভক্তদের ভাবতে বাধ্য করবে। আসলে করোনা মহামারির জন্য ভারতের মতো পাকিস্তানেও অনেক গরিবদের রেশন দেওয়ার কাজ চলছে। তবে এক্ষেত্রে বেছে বেছে হিন্দুদের বঞ্চিত করা হচ্ছে।

আমরা হিন্দু বলে আমাদের রেশন দিচ্ছে না ইমরান সরকার: পাকিস্তানের হিন্দু, দেখুন ভিডিও

সম্প্রতি ভারতে থাকা কিছু লোকজনের পাকিস্তানের জন্য দরদ উথলে উঠেছে। যার মধ্যে প্রথম শ্রেণীতে রয়েছেন যুবরাজ সিং ও হরভজন সিং। দুজনেই পাকিস্তাকে সাহায্যে জন্য ভারতীয়দের আর্জি জানিয়েছেন। দুই খেলোয়াড় ভিডিও বানিয়েছেন এবং বলেছেন শহীদ আফ্রিদি পাকিস্তানের জন্য কাজ করছে তাই সেখানে সকলে অনুদান করুন। যদিও একবারের জন্য এই দুজন ভারতে অনুদানের বিষয়ে কোনো কথা বলেননি। লক্ষণীয় বিষয় এই যে, শাহিদ আফ্রিদি একজন কট্টর ভারত বিরোধী যিনি ভারতীয়দের শয়তান বলে অভিহিত করেছিলেন। যুবরাজ সিং ও হরভজন সিং এর সমালোচনার ঝড় উঠার পর তাদের ভক্তরা অবশ্য মাঠে নেমে পড়েছে মানকবিকতার ধারাল অস্ত্র নিয়ে ডিফেন্স করতে। বেশিরভাগ ভাগ ভক্ত দাবি করেছেন তারা দুজন মানবিকতার খাতিরে আফ্রিদির সংস্থায় অনুদান দিতে বলেছেন। যদিও ভারতের জন্য কেন অনুদান দিতে বলেননি মানবিক যুবরাজ ও হরভজন তার উত্তর ভক্তদের কাছে নেই। তবে এসবের মধ্যে পাকিস্তান থেকে একটা ভিডিও সামনে আসছে যা আবারও খেলোয়াড় প্রেমীভক্তদের ভাবতে বাধ্য করবে। আসলে করোনা মহামারির জন্য ভারতের মতো পাকিস্তানেও অনেক গরিবদের রেশন দেওয়ার কাজ চলছে। তবে এক্ষেত্রে বেছে বেছে হিন্দুদের বঞ্চিত করা হচ্ছে।

করোনা জিহাদ! ভারতের বিরুদ্ধে প্ল্যানিং করে তাবলীগ জামাত ভাইরাস ছড়িয়েছে: ওয়াসিম রিজভী

যখন থেকে করোনা ভাইরাস ভারতে আক্রমন করেছেন ঠিক তখন থেকে সরকার জনগণকে সচেতন করার কাজে নেমে পড়েছে। কিন্তু কট্টরপন্থীরা প্রথম থেকেই ভারত বিরোধী ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল। বহু কট্টরপন্থী ভারতীয়দের নিয়ম ভাঙার জন্য উস্কানি দিচ্ছিল। কিছু উন্মাদী টিকটকে ভিডিও বানিয়ে বলেছিল, করোনার জন্য কি আমার ইসলাম ছেড়ে দেব? কেউ কেও দাবি করেছিল নামাজ পড়লে করোনা হয়না ইত্যাদি ইত্যাদি। পুরো দেশ যখন লকডাউনে ছিল তখন শাহীনবাগে বসে থাকা মুসলিম মহিলারা দাবি করেছিল, কোরান থেকে করোনা ভাইরাস বেরিয়েছে তাই তাদের কিছু হবে না। এই সমস্ত ভুল ভাল তথ্য ছড়িয়ে বহুদিন থেকেই ভারতের বিরুদ্ধে ও ভারত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের বেশিরভাগ জনতা সরকারের কথাকে মেনে সাবধানতা অবলম্বন করেছে। কিন্তু কট্টরপন্থীরা লাগাতার সরকারের কথা অমান্য করে, উন্মাদ ছড়িয়ে, ভিড় জমা পুরো দেশকে বিপদে ফেলেছে। দিল্লীর নিজামুদ্দিন (Nizamuddin) এলাকায় তাবলীগ-এ-জামাত এর অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আলাদা আলাদা রাজ্যে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ছড়িয়ে পড়ার মামলা সামনে এসেছে। আর এখন পুরো ঘটনাটি পরিকল্পনা করে করা হয়েছে বলেও জানা যাচ্ছে। ভারতকে বিপদ

যোগীর পুলিশ অপারেশন ক্লিন অভিযান চালিয়ে আগ্রার আটটি মসজিদ থেকে পাকড়াও করল ৮৯ জন জামাতিকে

Image
লখনউঃ দিল্লীর (Delhi) নিজামুদ্দিন মরকজে (Nizamuddin Markaz) আয়োজিত তাবলীগ জামাতে অংশ নেওয়া ৮৯ জনকে আগ্রার আট মসজিদে থেকে পাকড়াও করা হয়েছে। তাঁদের হোটেলে বানানো শেল্টার হোমে কোয়ারেন্টাইন করা হয়েছে। এর সাথে সাথে সবার স্যাম্পেল করোনা টেস্টের জন্য লখনউতে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, আগরায় পাকড়াও করা এই মানুষদের মধ্যে অনেকে বিদেশী নাগরিক আছে। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। উল্লেখ্য, দিল্লীর নিজামুদ্দিন তাবলীগ জামাতে উত্তর প্রদেশের ১৯ টি জেলার ১৫৭ জন অংশ নিয়েছিল। এরপর সরকার এই সমস্ত জেলার পুলিশ এদের খোঁজ করছে আর এদের কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশের ১২ টি টিম অপারেশন ক্লিনের নামে আট মসজিদে তল্লাশি চালায় আর ৮৯ জনকে পাকড়াও করে। এরপর সমস্ত হোটেলে বানানো শেল্টার হোমে তাঁদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করা হয়েছে। পুলিশ হোটেলের বাইরে কড়া সুরক্ষার ব্যবস্থা করেছে। কারণ ওদের মধ্যে অনেকেই পালানোর চেষ্টায় আছে। উল্লেখ্য, এদের উচিৎ ছিল নিজেদের তথ্য দেওয়া, কিন্তু এরা নিজেদের লুকিয়ে রেখেছিল আর পালানোর চেষ্টায় ছিল। এসএসপি বাবলু কুমার বলেন, সবাইকে সনাক্ত করা হয়েছে। এ

করোনা জিহাদ! ভারতের বিরুদ্ধে প্ল্যানিং করে তাবলীগ জামাত ভাইরাস ছড়িয়েছে: ওয়াসিম রিজভী

যখন থেকে করোনা ভাইরাস ভারতে আক্রমন করেছেন ঠিক তখন থেকে সরকার জনগণকে সচেতন করার কাজে নেমে পড়েছে। কিন্তু কট্টরপন্থীরা প্রথম থেকেই ভারত বিরোধী ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল। বহু কট্টরপন্থী ভারতীয়দের নিয়ম ভাঙার জন্য উস্কানি দিচ্ছিল। কিছু উন্মাদী টিকটকে ভিডিও বানিয়ে বলেছিল, করোনার জন্য কি আমার ইসলাম ছেড়ে দেব? কেউ কেও দাবি করেছিল নামাজ পড়লে করোনা হয়না ইত্যাদি ইত্যাদি। পুরো দেশ যখন লকডাউনে ছিল তখন শাহীনবাগে বসে থাকা মুসলিম মহিলারা দাবি করেছিল, কোরান থেকে করোনা ভাইরাস বেরিয়েছে তাই তাদের কিছু হবে না। এই সমস্ত ভুল ভাল তথ্য ছড়িয়ে বহুদিন থেকেই ভারতের বিরুদ্ধে ও ভারত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের বেশিরভাগ জনতা সরকারের কথাকে মেনে সাবধানতা অবলম্বন করেছে। কিন্তু কট্টরপন্থীরা লাগাতার সরকারের কথা অমান্য করে, উন্মাদ ছড়িয়ে, ভিড় জমা পুরো দেশকে বিপদে ফেলেছে। দিল্লীর নিজামুদ্দিন (Nizamuddin) এলাকায় তাবলীগ-এ-জামাত এর অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আলাদা আলাদা রাজ্যে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ছড়িয়ে পড়ার মামলা সামনে এসেছে। আর এখন পুরো ঘটনাটি পরিকল্পনা করে করা হয়েছে বলেও জানা যাচ্ছে। ভারতকে বিপদ

যোগীর পুলিশ অপারেশন ক্লিন অভিযান চালিয়ে আগ্রার আটটি মসজিদ থেকে পাকড়াও করল ৮৯ জন জামাতিকে

Image
লখনউঃ দিল্লীর (Delhi) নিজামুদ্দিন মরকজে (Nizamuddin Markaz) আয়োজিত তাবলীগ জামাতে অংশ নেওয়া ৮৯ জনকে আগ্রার আট মসজিদে থেকে পাকড়াও করা হয়েছে। তাঁদের হোটেলে বানানো শেল্টার হোমে কোয়ারেন্টাইন করা হয়েছে। এর সাথে সাথে সবার স্যাম্পেল করোনা টেস্টের জন্য লখনউতে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, আগরায় পাকড়াও করা এই মানুষদের মধ্যে অনেকে বিদেশী নাগরিক আছে। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। উল্লেখ্য, দিল্লীর নিজামুদ্দিন তাবলীগ জামাতে উত্তর প্রদেশের ১৯ টি জেলার ১৫৭ জন অংশ নিয়েছিল। এরপর সরকার এই সমস্ত জেলার পুলিশ এদের খোঁজ করছে আর এদের কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশের ১২ টি টিম অপারেশন ক্লিনের নামে আট মসজিদে তল্লাশি চালায় আর ৮৯ জনকে পাকড়াও করে। এরপর সমস্ত হোটেলে বানানো শেল্টার হোমে তাঁদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করা হয়েছে। পুলিশ হোটেলের বাইরে কড়া সুরক্ষার ব্যবস্থা করেছে। কারণ ওদের মধ্যে অনেকেই পালানোর চেষ্টায় আছে। উল্লেখ্য, এদের উচিৎ ছিল নিজেদের তথ্য দেওয়া, কিন্তু এরা নিজেদের লুকিয়ে রেখেছিল আর পালানোর চেষ্টায় ছিল। এসএসপি বাবলু কুমার বলেন, সবাইকে সনাক্ত করা হয়েছে। এ

Covid-19: তামিলনাড়ুতে আজ ৫০ টি নতুন মামলা, ৪৫ জন নিজামুদ্দিন মরকজে নিয়েছিল অংশ

Image
নয়া দিল্লীঃ  তামিলনাড়ুতে (Tamilnadu) মঙ্গলবার করোনাভাইরাসের (Coronavirus) ৫০ টি নতুন মামলা সামনে এসেছে। এরপর গোটা রাজ্যে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে ১২৪ হয়ে গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ যেই ৫০ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে, তাঁদের মধ্যে ৪৫ জন দিল্লীর (Delhi) নিজামুদ্দিনে (Nizamuddin) তাবলীগ জামাত (Tabligi Jamaat) এর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তামিলনাড়ুর স্বাস্থ সচিব নীলা রাজেশ মঙ্গলবার বলেন, ‘প্রায় ১৫০০ জন দিল্লীতে গেছিল আর সেখানকার অনেকেই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাঁদের মধ্যে ১১৩০ জন ফেরত এসেছিল আর বাকি দিল্লীতেই থেকে গেছিল। ফেরত আসা ১১৩০ এর মধ্যে আমরা কয়েকটি জেলায় ৫১৫ জনকে সনাক্ত করেছি।” উনি বলেন, ওদের মধ্যে যারা সেদিন মারকজ নিজামুদ্দিনে তাবলীগ এর জামাতে অংশ নিয়েছিল, তাঁদের ৫০ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। এছাড়াও ৫ জনের মধ্যে করোনা পাওয়া গেছে। রাজ্যে পজিটিভ মামলার মোট সংখ্যা এখন ১২৪ হয়ে গেছে। উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী কে. পলানীস্বামী (K Palanisamy) বলেছিলেন যে, তামিলনাড়ু থেকে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দিল্লীতে যাওয়া কয়েকজন সংক্রমিত হয়েছে। উনি বলেন, তাম

যুবরাজ সিং এর কারনামা: ভারতের জন্য দিলেন না ১ আনাও, পাকিস্তানের জন্য চাইলেন ডোনেশন

পুরো বিশ্বে যদি উদারের ভিত্তিতে পরিসংখ্যান দেখা যায় তাহলে ভারত নাম্বার ১ হবে। ভারতের মানুষজনের মতো উদারবাদী মানুষ বিশ্বের কোথাও দেখা মিলে না। বিশেষ করে বলিউড ও ক্রিকেটারদের জন্য ভারতের মানুষজন একটা আলাদা ভালোবাসা দেয়। কিন্তু অনেক ক্ষেত্রেই বলিউড ও ক্রিকেটারদের ভণ্ডামি চোখের সামনে চলে আসে। এখন নতুন কারনাম প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় যুবরাজ সিং করেছেন। যুবরাজ সিং এখনও অবধি দেশের দুঃ সময়ে ১ আনাও দান করেননি কিন্তু পাকিস্তানের জন্য দান চাইতে শুরু করে দিয়েছেন। যুবরাজ সিং ভারতের খেলোয়াড় এবং ভারতের মানুষের থেকেই সমর্থন পেয়ে আজ বড় স্থানে পৌঁছেছেন। যুবরাজ সিং আজ যা কিছুই পুরোটাই ভারত দেশ ও ভারত দেশের জনগণের জন্য। তবে এখন উনি যে কান্ডকারখানা করেছেন তা অত্যন্ত লজ্জাজনক। যুবরাজ সিং খোলাখুলি পাকিস্তানের জন্য টাকা চাইতে ভিডিও বানিয়েছেন। These are testing times, it’s time to lookout for each other specially the ones who are lesser fortunate. Lets do our bit, I am supporting @SAfridiOfficial & @SAFoundationN in this noble initiative of covid19. Pls donate on https://t.co/yHtpolQbMx #StayHome @ha

যুবরাজ সিং এর কারনামা: ভারতের জন্য দিলেন না ১ আনাও, পাকিস্তানের জন্য চাইলেন ডোনেশন

পুরো বিশ্বে যদি উদারের ভিত্তিতে পরিসংখ্যান দেখা যায় তাহলে ভারত নাম্বার ১ হবে। ভারতের মানুষজনের মতো উদারবাদী মানুষ বিশ্বের কোথাও দেখা মিলে না। বিশেষ করে বলিউড ও ক্রিকেটারদের জন্য ভারতের মানুষজন একটা আলাদা ভালোবাসা দেয়। কিন্তু অনেক ক্ষেত্রেই বলিউড ও ক্রিকেটারদের ভণ্ডামি চোখের সামনে চলে আসে। এখন নতুন কারনাম প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় যুবরাজ সিং করেছেন। যুবরাজ সিং এখনও অবধি দেশের দুঃ সময়ে ১ আনাও দান করেননি কিন্তু পাকিস্তানের জন্য দান চাইতে শুরু করে দিয়েছেন। যুবরাজ সিং ভারতের খেলোয়াড় এবং ভারতের মানুষের থেকেই সমর্থন পেয়ে আজ বড় স্থানে পৌঁছেছেন। যুবরাজ সিং আজ যা কিছুই পুরোটাই ভারত দেশ ও ভারত দেশের জনগণের জন্য। তবে এখন উনি যে কান্ডকারখানা করেছেন তা অত্যন্ত লজ্জাজনক। যুবরাজ সিং খোলাখুলি পাকিস্তানের জন্য টাকা চাইতে ভিডিও বানিয়েছেন। These are testing times, it’s time to lookout for each other specially the ones who are lesser fortunate. Lets do our bit, I am supporting @SAfridiOfficial & @SAFoundationN in this noble initiative of covid19. Pls donate on https://t.co/yHtpolQbMx #StayHome @ha

নবজাতকের নাম রাখা হল লকডাউন! পরিবার জানাল করোনাভাইরাস নিয়ে সচেতনতা ছড়াতে এই সিদ্ধান্ত

লখনউঃ  গোটা দেশে COVID-19 এর জন্য লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়েছে। উত্তর প্রদেশ সরকার এই লকডাউনে সবাইকে বাড়িতে রাখার জন্য লাগাতার অভিযান চালাচ্ছে। আর এরই মধ্যে উত্তর প্রদেশে দেওরিয়া থেকে এক অবাক করা খবর আসছে। শোনা যাচ্ছে যে, দেওরিয়ায় (Deoria) এক নবজাতকের নাম ‘লকডাউন” রাখা হয়েছে। বাচ্চার পরিবার জানায়, করোনাভাইরাসের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন। এটা দেশে জন্য করা হয়েছে। আর সেই কারণে বাচ্চার নাম লকডাউন রাখা হয়েছে। নবজাতকের বাবা-মায়ের সম্মতিতেই এই নাম রাখা হয়েছে। তাঁরা জানান, দেশে লকডাউন চলার কারণে তাঁরা তাঁদের বাচ্চাদের এই নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসের থেকে দেশকে বাঁচানোর বার্তা দিতে তাঁরা এই নাম রেখেছে। পরিবার জানায়, করোনা থেকে বাঁচার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই সিদ্ধান্ত নিয়েছেন, সেটা দেশের জন্যই নিয়েছেন। সোমবার ওই বাচ্চার জন্ম হয়। করোনা সঙ্কট আর প্রধানমন্ত্রী মোদীর নির্দেশের কথা মাথায় রেখে ওই পরিবার নবজাতকের নাম লকডাউন রেখে দিয়েছে। বাচ্চার বাবা পবন জানান, সে দেশের প্রধানমন্ত্রীর অভিযানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পবন

নবজাতকের নাম রাখা হল লকডাউন! পরিবার জানাল করোনাভাইরাস নিয়ে সচেতনতা ছড়াতে এই সিদ্ধান্ত

লখনউঃ  গোটা দেশে COVID-19 এর জন্য লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়েছে। উত্তর প্রদেশ সরকার এই লকডাউনে সবাইকে বাড়িতে রাখার জন্য লাগাতার অভিযান চালাচ্ছে। আর এরই মধ্যে উত্তর প্রদেশে দেওরিয়া থেকে এক অবাক করা খবর আসছে। শোনা যাচ্ছে যে, দেওরিয়ায় (Deoria) এক নবজাতকের নাম ‘লকডাউন” রাখা হয়েছে। বাচ্চার পরিবার জানায়, করোনাভাইরাসের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন। এটা দেশে জন্য করা হয়েছে। আর সেই কারণে বাচ্চার নাম লকডাউন রাখা হয়েছে। নবজাতকের বাবা-মায়ের সম্মতিতেই এই নাম রাখা হয়েছে। তাঁরা জানান, দেশে লকডাউন চলার কারণে তাঁরা তাঁদের বাচ্চাদের এই নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসের থেকে দেশকে বাঁচানোর বার্তা দিতে তাঁরা এই নাম রেখেছে। পরিবার জানায়, করোনা থেকে বাঁচার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই সিদ্ধান্ত নিয়েছেন, সেটা দেশের জন্যই নিয়েছেন। সোমবার ওই বাচ্চার জন্ম হয়। করোনা সঙ্কট আর প্রধানমন্ত্রী মোদীর নির্দেশের কথা মাথায় রেখে ওই পরিবার নবজাতকের নাম লকডাউন রেখে দিয়েছে। বাচ্চার বাবা পবন জানান, সে দেশের প্রধানমন্ত্রীর অভিযানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পবন

ভিডিওঃ আল্লাহ এমন একটা ভাইরাস দিক, যাতে ভারতের ৫০ কোটি লোক মরে যায়ঃ আব্বাস সিদ্দিকী

কলকাতাঃ  করোনা ভাইরাসের প্রকোপে একের পর এক দেশ ধ্বংসের মুখে। এখনো পর্যন্ত গোটা বিশ্বে ৩৫ হাজারের উপরে মানুষ এই ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছে। আর এই ভাইরাসে এখনো পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্ত লক্ষ লক্ষ মানুষ। বিশ্বের প্রতিটি দেশ এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য উপায় খুঁজে বেড়াচ্ছে। এই ভাইরাসের প্রকোপ থেকে বাদ যায়নি ভারতও। এখনো পর্যন্ত ভারতে ১২০০ এর উপরে মানুষ এই ভাইরাসে আক্রান্ত। আর এই ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৭ জন মানুষ। এই ভাইরাসের প্রকোপ কমাতে গোটা দেশে লকডাউনের ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই এই লকডাউনের পালন করলেও বেশীরভাগ মানুষ কোন না কোন আছিলাই ঘরের বাইরে বেরিয়ে করোনাকে স্বাগত জানাচ্ছে। আরকদিকে দিল্লীর নিজামুদ্দিন এলাকার মসজিদে তাবলীগ জামাত এর একটি ইসলামিক জলসায় উপস্থিত প্রায় ২ হাজার জনের কারণে গোটা ভারতে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। আর এরই মধ্যে পশ্চিমবঙ্গের ফুরফুরাশরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। https://connect.facebook.net/nl_NL/sdk.js#xfbml=1&version=v6.0 এই হারামজাদাদের দেশের প্রতি

ভিডিওঃ আল্লাহ এমন একটা ভাইরাস দিক, যাতে ভারতের ৫০ কোটি লোক মরে যায়ঃ আব্বাস সিদ্দিকী

কলকাতাঃ  করোনা ভাইরাসের প্রকোপে একের পর এক দেশ ধ্বংসের মুখে। এখনো পর্যন্ত গোটা বিশ্বে ৩৫ হাজারের উপরে মানুষ এই ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছে। আর এই ভাইরাসে এখনো পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্ত লক্ষ লক্ষ মানুষ। বিশ্বের প্রতিটি দেশ এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য উপায় খুঁজে বেড়াচ্ছে। এই ভাইরাসের প্রকোপ থেকে বাদ যায়নি ভারতও। এখনো পর্যন্ত ভারতে ১২০০ এর উপরে মানুষ এই ভাইরাসে আক্রান্ত। আর এই ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৭ জন মানুষ। এই ভাইরাসের প্রকোপ কমাতে গোটা দেশে লকডাউনের ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই এই লকডাউনের পালন করলেও বেশীরভাগ মানুষ কোন না কোন আছিলাই ঘরের বাইরে বেরিয়ে করোনাকে স্বাগত জানাচ্ছে। আরকদিকে দিল্লীর নিজামুদ্দিন এলাকার মসজিদে তাবলীগ জামাত এর একটি ইসলামিক জলসায় উপস্থিত প্রায় ২ হাজার জনের কারণে গোটা ভারতে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। আর এরই মধ্যে পশ্চিমবঙ্গের ফুরফুরাশরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। https://connect.facebook.net/nl_NL/sdk.js#xfbml=1&version=v6.0 এই হারামজাদাদের দেশের প্রতি

PM Cares ফান্ডে ব্যাক্তিগত জমানো পুঁজি থেকে ২৫ হাজার টাকা দান করলেন হীরাবেন

Image
নয়া দিল্লীঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) মা হীরাবেন (Hiraben Modi) মোদী করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পিএম কেয়ার্স ফান্ডে (PM Cares Fund) ২৫ হাজার টাকা দান করেন। এই টাকা উনি নিজের জমানো টাকা থেকে দান করেন। আপনাদের জানিয়ে দিই, প্রধানমন্ত্রী মোদীর মা নিজের জীবনের ৯ দশক পার করে ফেলেছেন। কিন্তু উনি এখনো সমাজের প্রয়োজনীয় বিষয়ে তৎপরতার সাথে যুক্ত থাকেন। সম্প্রতি উনি করোনা ভাইরাসের প্রসার রোখার জন্য একদিনের জনতা কার্ফু পালন করে বিকেল পাঁচটার সময় থালা বাজিয়ে করোনার যোদ্ধাদের সন্মান জানান। আপনাদের জানিয়ে দিই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাসের প্রসার রোখার জন্য ২৪ মার্চ রাত ৮টার সময় ২১ দিনের জন্য গোটা ভারতে লকডাউন ঘোষণা করেন। এরপর উনি লকডাউনের জন্য প্রভাবিত গরিব আর শ্রমিক বর্গের মানুষের সাহায্যের খাতিরে প্রধানমন্ত্রী কেয়ার ফান্ড শুরু করেন। Prime Minister Narendra Modi's mother Hiraba donates Rs 25,000 from her personal savings to #PMCARES Fund. #COVID19 (File pic) pic.twitter.com/N1Z9G1B31C — ANI (@ANI) March 31, 2020 https://pla

PM Cares ফান্ডে ব্যাক্তিগত জমানো পুঁজি থেকে ২৫ হাজার টাকা দান করলেন হীরাবেন

Image
নয়া দিল্লীঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) মা হীরাবেন (Hiraben Modi) মোদী করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পিএম কেয়ার্স ফান্ডে (PM Cares Fund) ২৫ হাজার টাকা দান করেন। এই টাকা উনি নিজের জমানো টাকা থেকে দান করেন। আপনাদের জানিয়ে দিই, প্রধানমন্ত্রী মোদীর মা নিজের জীবনের ৯ দশক পার করে ফেলেছেন। কিন্তু উনি এখনো সমাজের প্রয়োজনীয় বিষয়ে তৎপরতার সাথে যুক্ত থাকেন। সম্প্রতি উনি করোনা ভাইরাসের প্রসার রোখার জন্য একদিনের জনতা কার্ফু পালন করে বিকেল পাঁচটার সময় থালা বাজিয়ে করোনার যোদ্ধাদের সন্মান জানান। আপনাদের জানিয়ে দিই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাসের প্রসার রোখার জন্য ২৪ মার্চ রাত ৮টার সময় ২১ দিনের জন্য গোটা ভারতে লকডাউন ঘোষণা করেন। এরপর উনি লকডাউনের জন্য প্রভাবিত গরিব আর শ্রমিক বর্গের মানুষের সাহায্যের খাতিরে প্রধানমন্ত্রী কেয়ার ফান্ড শুরু করেন। Prime Minister Narendra Modi's mother Hiraba donates Rs 25,000 from her personal savings to #PMCARES Fund. #COVID19 (File pic) pic.twitter.com/N1Z9G1B31C — ANI (@ANI) March 31, 2020 https://pla

করোনার কারণে বিশ্ব আর্থিক সুনামিতে বরবাদ হবে ! শুধু বেঁচে থাকবে ভারত আর চিনঃ সংযুক্ত রাষ্ট্র

নয়া দিল্লীঃ  করোনাভাইরাসের (Corona) মহামারীর কারণে বিশ্ব আর্থিক মন্দার সঙ্কটের সন্মুখিন হতে চলেছে। এই মহামারীর কারণে বিশ্বের অর্থব্যবস্থায় অনেক অনেক ট্রিলিয়ন ডলারের ক্ষতি হবে বলে অনুমান। সংযুক্ত রাষ্ট্রের (UN) তাজা ট্রেন্ড অনুযায়ী এই কথা সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, এই পরিস্থিতির কারণে উন্নয়নশীল দেশগুলো অনেক সমস্যার সন্মুখিন হবে। কিন্তু চীন (China) আর ভারতের (India) মতো দেশ এই সমস্যা থেকে নিজেদের বের করতে সক্ষম হবে। UNCTAD এর সেক্রেটারি জেনারেল অনুযায়ী, করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব আর্থিক ক্ষতির সন্মুখিন। আগামী দিনে এই সমস্যা আরও দ্রুত গতিতে বেড়ে যাবে। কিন্তু কতটা ক্ষতি হবে, সেটার অনুমান লাগানো মুশকিল। সংযুক্ত রাষ্ট্রের সংস্থা ইউনাইটেড নেশন ট্রেড অ্যান্ড ডেভলপমেন্ট বডি (UNCTAD) বর্তমান পরিস্থিতি দেখে অনুমান লাগিয়েছে যে। বিশ্ব গরিব আর উন্নয়নশীল দেশগুলোকে এই আর্থিক মন্দা থেকে নিজেদের বের করতে প্রায় দুই থেকে তিন ট্রিলিয়ন ডলারের দরকার পড়বে। সংস্থা এও জানিয়েছে যে, উন্নয়নশীল দেশের পরিস্থিতি ঠিক করতে দুই বছর সময় লাগবে। জি-২০ এর দেশ গুলো অনুযায়ী, তাঁরা নিজেদের অর্থব্যবস্থার জন্য প্রায় ৩

করোনার কারণে বিশ্ব আর্থিক সুনামিতে বরবাদ হবে ! শুধু বেঁচে থাকবে ভারত আর চিনঃ সংযুক্ত রাষ্ট্র

নয়া দিল্লীঃ  করোনাভাইরাসের (Corona) মহামারীর কারণে বিশ্ব আর্থিক মন্দার সঙ্কটের সন্মুখিন হতে চলেছে। এই মহামারীর কারণে বিশ্বের অর্থব্যবস্থায় অনেক অনেক ট্রিলিয়ন ডলারের ক্ষতি হবে বলে অনুমান। সংযুক্ত রাষ্ট্রের (UN) তাজা ট্রেন্ড অনুযায়ী এই কথা সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, এই পরিস্থিতির কারণে উন্নয়নশীল দেশগুলো অনেক সমস্যার সন্মুখিন হবে। কিন্তু চীন (China) আর ভারতের (India) মতো দেশ এই সমস্যা থেকে নিজেদের বের করতে সক্ষম হবে। UNCTAD এর সেক্রেটারি জেনারেল অনুযায়ী, করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব আর্থিক ক্ষতির সন্মুখিন। আগামী দিনে এই সমস্যা আরও দ্রুত গতিতে বেড়ে যাবে। কিন্তু কতটা ক্ষতি হবে, সেটার অনুমান লাগানো মুশকিল। সংযুক্ত রাষ্ট্রের সংস্থা ইউনাইটেড নেশন ট্রেড অ্যান্ড ডেভলপমেন্ট বডি (UNCTAD) বর্তমান পরিস্থিতি দেখে অনুমান লাগিয়েছে যে। বিশ্ব গরিব আর উন্নয়নশীল দেশগুলোকে এই আর্থিক মন্দা থেকে নিজেদের বের করতে প্রায় দুই থেকে তিন ট্রিলিয়ন ডলারের দরকার পড়বে। সংস্থা এও জানিয়েছে যে, উন্নয়নশীল দেশের পরিস্থিতি ঠিক করতে দুই বছর সময় লাগবে। জি-২০ এর দেশ গুলো অনুযায়ী, তাঁরা নিজেদের অর্থব্যবস্থার জন্য প্রায় ৩

নিজামুদ্দিন তাবলীগ নিয়ে অ্যাকশনে স্বরাষ্ট্র মন্ত্রক, ৮০০ মৌলানার বিরুদ্ধে নেওয়া হবে চরম ব্যবস্থা

নয়া দিল্লীঃ দিল্লীর নিজামুদ্দিন (Nizamuddin) এলাকায় তাবলীগ-এ-জামাত এর অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আলাদা আলাদা রাজ্যে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ছড়িয়ে পড়ার মামলা সামনে আসে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাবলীগ জামাতের (Tablighi Jamaat) কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। সুত্র অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রক জামাতের সাথে জড়িত ইন্দোনেশিয়ার ৮০০ মৌলানাকে ব্ল্যাকলিস্ট করতে চলেছে। এর মানে এই যে, এদের আর ভারতে আসার জন্য ভিসা দেওয়া হবেনা। As per policy guidelines of Indian Visa issued by GoI, preaching religious ideologies, making speeches in religious places, distribution of audio-visual display/ pamphlets pertaining to religious ideologies is not allowed. All foreigners who attended may be barred: Govt sources https://t.co/zWWi1wqWnf — ANI (@ANI) March 31, 2020 https://platform.twitter.com/widgets.js স্বরাষ্ট্র মন্ত্রালয় জানাচ্ছে যে, মরকজে অংশ নেওয়া অনেক বিদেশীকে ভিসা দেওয়ার মামলায় গাইডলাইন পালন করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের সুত্র অনুযায়ী, ভিসা নিয়মে ধার্মিক প্রচার প্রসার, ধার্মিক ভাষণ

নিজামুদ্দিন তাবলীগ নিয়ে অ্যাকশনে স্বরাষ্ট্র মন্ত্রক, ৮০০ মৌলানার বিরুদ্ধে নেওয়া হবে চরম ব্যবস্থা

নয়া দিল্লীঃ দিল্লীর নিজামুদ্দিন (Nizamuddin) এলাকায় তাবলীগ-এ-জামাত এর অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আলাদা আলাদা রাজ্যে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ছড়িয়ে পড়ার মামলা সামনে আসে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাবলীগ জামাতের (Tablighi Jamaat) কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। সুত্র অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রক জামাতের সাথে জড়িত ইন্দোনেশিয়ার ৮০০ মৌলানাকে ব্ল্যাকলিস্ট করতে চলেছে। এর মানে এই যে, এদের আর ভারতে আসার জন্য ভিসা দেওয়া হবেনা। As per policy guidelines of Indian Visa issued by GoI, preaching religious ideologies, making speeches in religious places, distribution of audio-visual display/ pamphlets pertaining to religious ideologies is not allowed. All foreigners who attended may be barred: Govt sources https://t.co/zWWi1wqWnf — ANI (@ANI) March 31, 2020 https://platform.twitter.com/widgets.js স্বরাষ্ট্র মন্ত্রালয় জানাচ্ছে যে, মরকজে অংশ নেওয়া অনেক বিদেশীকে ভিসা দেওয়ার মামলায় গাইডলাইন পালন করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের সুত্র অনুযায়ী, ভিসা নিয়মে ধার্মিক প্রচার প্রসার, ধার্মিক ভাষণ

ধর্মের নামে অধর্মঃ নিজামুদ্দিনের জামাতে যোগ দিয়ে মৃত ১০! আক্রান্ত ২৪! আইসোলেশনে ৭০০

Image
নয়া দিল্লীঃ দেশব্যাপী লকডাউনের (Lockdown) আজ সপ্তম দিন। আর দিল্লী এনসিআরে এর আজ ব্যপক প্রভাব দেখা দিচ্ছে। করোনা সংক্রমিত ২৫ আরও রোগী পাওয়া গেছে দিল্লীতে। এদের মধ্যে ১৮ জন নিজামুদ্দিনের (Nizamuddin) মরকজে (markaz) অংশ নিয়েছিল। স্বাস্থ বিভাগ আলাদা আলাদা হাসপাতালে ভর্তি রোগীদের রিপোর্ট আসার পর এই কথা সামনে আনে। স্বাস্থ বিভাগ অনুযায়ী, এখনো পর্যন্ত দিল্লীতে করোনা সংক্রমিত ৯৭ রোগী পাওয়া গেছে। এদের মধ্যে ২৪ জন জামাতের অনুষ্ঠানে উপস্থিত ছিল। আপাতত দিল্লী সরকার এদের ৭ টি সরকারি হাসপাতালে ভর্তি করে রেখেছে। আরেকদিকে নয়ডাতে মোট ৩৭ জনের মধ্যে করণা পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগ মানুষ সিজফায়ার কোম্পানির বলে জানা যাচ্ছে। দিল্লীর স্বাস্থ মন্ত্রী সতেন্দ্র জৈন বলেন, মরকজ বিল্ডিংয় থেকে বের করা মানুষদের মধ্যে ২৪ জনের মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে। উনি বলেন, আমি পরিস্কার জানাতে পারছি না যে ঠিক কতজন সেখানে উপস্থিত ছিল। পরিসংখ্যান অনুযায়ী, ১৫০০ থেকে ১৭০০ মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এখনো পর্যন্ত ১০৩৩ জনকে সেখান থেকে বের করা হয়েছে। ৩৩৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে আর ৭০০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ধর্মের নামে অধর্মঃ নিজামুদ্দিনের জামাতে যোগ দিয়ে মৃত ১০! আক্রান্ত ২৪! আইসোলেশনে ৭০০

Image
নয়া দিল্লীঃ দেশব্যাপী লকডাউনের (Lockdown) আজ সপ্তম দিন। আর দিল্লী এনসিআরে এর আজ ব্যপক প্রভাব দেখা দিচ্ছে। করোনা সংক্রমিত ২৫ আরও রোগী পাওয়া গেছে দিল্লীতে। এদের মধ্যে ১৮ জন নিজামুদ্দিনের (Nizamuddin) মরকজে (markaz) অংশ নিয়েছিল। স্বাস্থ বিভাগ আলাদা আলাদা হাসপাতালে ভর্তি রোগীদের রিপোর্ট আসার পর এই কথা সামনে আনে। স্বাস্থ বিভাগ অনুযায়ী, এখনো পর্যন্ত দিল্লীতে করোনা সংক্রমিত ৯৭ রোগী পাওয়া গেছে। এদের মধ্যে ২৪ জন জামাতের অনুষ্ঠানে উপস্থিত ছিল। আপাতত দিল্লী সরকার এদের ৭ টি সরকারি হাসপাতালে ভর্তি করে রেখেছে। আরেকদিকে নয়ডাতে মোট ৩৭ জনের মধ্যে করণা পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগ মানুষ সিজফায়ার কোম্পানির বলে জানা যাচ্ছে। দিল্লীর স্বাস্থ মন্ত্রী সতেন্দ্র জৈন বলেন, মরকজ বিল্ডিংয় থেকে বের করা মানুষদের মধ্যে ২৪ জনের মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে। উনি বলেন, আমি পরিস্কার জানাতে পারছি না যে ঠিক কতজন সেখানে উপস্থিত ছিল। পরিসংখ্যান অনুযায়ী, ১৫০০ থেকে ১৭০০ মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এখনো পর্যন্ত ১০৩৩ জনকে সেখান থেকে বের করা হয়েছে। ৩৩৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে আর ৭০০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

প্রবাসী শ্রমিকদের ঠাই দিতে নিজের বাড়ি দান করল ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া

গ্যাংটকঃ করোনা ভাইরাসের (Coronavirus) সঙ্কট দেখে ভারতে ২১ দিনের জন্য লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়েছে। আর এই লকডাউনে হাজার হাজার মজদুর আর গরিবদের পলায়ন দেখেতে পেরেছি আমরা। লকডাউনের মধ্যে পরিযায়ী মজদুরদের (migrant workers) জনস্রোত রাস্তায় নেমে এসেছে। আর এরই মধ্যে ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Baichung Bhutia) প্রবাসী মজদুরদের জন্য মাথা গোঁজার জায়গা দেওয়ার কথা ঘোষণা করেন। বাইচুং সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এই কথা জানান। বাইচুং ভুটিয়া একটি ভিডিও ট্যুইট করে বলেন, ‘আমি সেই প্রবাসী শ্রমিকদের জন্য চিন্তিত যারা করোনা ভাইরাস আর লকডাউন থেকে বাঁচার জন্য নিজের বাড়ি যাওয়ার আশায় আছেন।” ভুটিয়া বলেন, ‘আমি এই মজদুরদের আশ্রয় দেওয়ার জন্য সিকিমের লুমসে আর তডোং এ নিজের বিল্ডিং দেওয়ার ঘোষণা করছি। আর তাঁদের সরকারের সমস্ত দিশা নির্দেশ পালন করার পরামর্শ দিচ্ছি। আমি আর সিকিম ইউনাটেড ফুটবল ক্লাব (USFC) তাঁদের সাহায্য করবে। I feel strongly for the migrant workers who hope to reach their homes to survive coronavirus and the nationwide lockdown. I'm offering my building in

প্রবাসী শ্রমিকদের ঠাই দিতে নিজের বাড়ি দান করল ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া

গ্যাংটকঃ করোনা ভাইরাসের (Coronavirus) সঙ্কট দেখে ভারতে ২১ দিনের জন্য লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়েছে। আর এই লকডাউনে হাজার হাজার মজদুর আর গরিবদের পলায়ন দেখেতে পেরেছি আমরা। লকডাউনের মধ্যে পরিযায়ী মজদুরদের (migrant workers) জনস্রোত রাস্তায় নেমে এসেছে। আর এরই মধ্যে ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Baichung Bhutia) প্রবাসী মজদুরদের জন্য মাথা গোঁজার জায়গা দেওয়ার কথা ঘোষণা করেন। বাইচুং সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এই কথা জানান। বাইচুং ভুটিয়া একটি ভিডিও ট্যুইট করে বলেন, ‘আমি সেই প্রবাসী শ্রমিকদের জন্য চিন্তিত যারা করোনা ভাইরাস আর লকডাউন থেকে বাঁচার জন্য নিজের বাড়ি যাওয়ার আশায় আছেন।” ভুটিয়া বলেন, ‘আমি এই মজদুরদের আশ্রয় দেওয়ার জন্য সিকিমের লুমসে আর তডোং এ নিজের বিল্ডিং দেওয়ার ঘোষণা করছি। আর তাঁদের সরকারের সমস্ত দিশা নির্দেশ পালন করার পরামর্শ দিচ্ছি। আমি আর সিকিম ইউনাটেড ফুটবল ক্লাব (USFC) তাঁদের সাহায্য করবে। I feel strongly for the migrant workers who hope to reach their homes to survive coronavirus and the nationwide lockdown. I'm offering my building in

নিজামুদ্দিনে ইসলামিক জলসায় অংশ নেওয়া ৬ ব্যাক্তির মৃত্যু! ধর্ম পালনের নামে গোটা ভারতে ছড়িয়ে দিলো করোনা!

Image
নয়া দিল্লীঃ  তেলেঙ্গানায় ছয়জনের করোনাভাইরাসে (Coronavirus) সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে। এরা সবাই দিল্লীর নিজামুদ্দিনে (Nizamuddin) ১৩ই মার্চ থেকে ১৫ই মার্চের মধ্যে তাবলীগ জামাতের (tabligh jamaat) ধার্মিক সভায় অংশ নিয়েছিল। এক আধিকারিকের বিজ্ঞপ্তি অনুসারে, ‘দিল্লীর নিজামুদ্দিন এলাকারা মরকঞ্জে ১৩ মার্চ থেকে ১৫ই মার্চ এক ধার্মিক সভায় অংশ নেওয়ায় কিছু মানুষের মধ্যে COVID-19 এর সংক্রমণ ছড়িয়ে পড়ে। ওই সভায় অংশ নেওয়ার জন্য তেলেঙ্গানা থেকে অনেকে এসেছিল।” উল্লেখ্য, তেলেঙ্গানা সরকারের তরফ থেকে জারি করা একটি বয়ানে বলা হয়েছে যে, যেই ছয়জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে দুজনের মৃত্যু গান্ধী হাসপাতালে আর দুজনের মৃত্যু বেসরকারি হাসপাতালে হয়েছে। আর বাকি দুজনের মধ্যে একজনের মৃত্যু নিজামাবাদ আর দ্বিতীয় জনের মৃত্যু গডবাল শহরে হয়েছে। আপনাদের জানিয়ে দিই, দিল্লীর নিজামুদ্দিন এলাকায়া কিছুদিন আগে নিষেধাজ্ঞা জারি থাকার পরেও ধার্মিক জলসা চলছিল। ওই অনুষ্ঠানে প্রায় ১৪০০ মানুষ উপস্থিত ছিলেন। সোমবার রাতে তাঁদের মধ্যে ৩৪ জনের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁদের দিল্লীরেক সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানে একজন ব

নিজামুদ্দিনে ইসলামিক জলসায় অংশ নেওয়া ৬ ব্যাক্তির মৃত্যু! ধর্ম পালনের নামে গোটা ভারতে ছড়িয়ে দিলো করোনা!

Image
নয়া দিল্লীঃ  তেলেঙ্গানায় ছয়জনের করোনাভাইরাসে (Coronavirus) সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে। এরা সবাই দিল্লীর নিজামুদ্দিনে (Nizamuddin) ১৩ই মার্চ থেকে ১৫ই মার্চের মধ্যে তাবলীগ জামাতের (tabligh jamaat) ধার্মিক সভায় অংশ নিয়েছিল। এক আধিকারিকের বিজ্ঞপ্তি অনুসারে, ‘দিল্লীর নিজামুদ্দিন এলাকারা মরকঞ্জে ১৩ মার্চ থেকে ১৫ই মার্চ এক ধার্মিক সভায় অংশ নেওয়ায় কিছু মানুষের মধ্যে COVID-19 এর সংক্রমণ ছড়িয়ে পড়ে। ওই সভায় অংশ নেওয়ার জন্য তেলেঙ্গানা থেকে অনেকে এসেছিল।” উল্লেখ্য, তেলেঙ্গানা সরকারের তরফ থেকে জারি করা একটি বয়ানে বলা হয়েছে যে, যেই ছয়জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে দুজনের মৃত্যু গান্ধী হাসপাতালে আর দুজনের মৃত্যু বেসরকারি হাসপাতালে হয়েছে। আর বাকি দুজনের মধ্যে একজনের মৃত্যু নিজামাবাদ আর দ্বিতীয় জনের মৃত্যু গডবাল শহরে হয়েছে। আপনাদের জানিয়ে দিই, দিল্লীর নিজামুদ্দিন এলাকায়া কিছুদিন আগে নিষেধাজ্ঞা জারি থাকার পরেও ধার্মিক জলসা চলছিল। ওই অনুষ্ঠানে প্রায় ১৪০০ মানুষ উপস্থিত ছিলেন। সোমবার রাতে তাঁদের মধ্যে ৩৪ জনের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁদের দিল্লীরেক সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানে একজন ব

একশন মুডে স্বরাষ্ট্রমন্ত্রক! ২ জন IAS কে করা হল বরখাস্ত, কেজরিওয়ালের উপর হতে পারে কার্যবাহী

এখন করোনা (Coronavirus) মহামারির সময় দেশজুড়ে সকল রাজ্য সরকার কেন্দ্রের সাথে হাতে হাত মিলয়ে কাজ করছে। ঠিক এই সময় দিল্লীতে কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে বেশকিছু চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দিল্লীতে হাজার হাজার শ্রমিক রাস্তায় বেরিয়ে পড়ার পেছনে কেজরিওয়ালকে দায়ী করা হয়েছে। এক রাজ্যের শ্রমিক অন্য রাজ্যে থাকা স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে সকলের খেয়াল রাখা রাজ্য সরকারের দায়িত্ব। কিন্তু কেজরিওয়ালের সরকার সুপরিকল্পিতভাবে শ্রমিকদের ভয় দেখিয়ে তাড়িয়ে রাস্তায় জমায়েত হতে বাধ্য করেছে বলে রিপোর্ট সামনে এসেছে। দিল্লীতে এমন হাহাকারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সক্রিয় হয়ে উঠেছে এবং তদন্ত এর কাজ তীব্র করেছে। এখনও অবধি ২ জন IAS কে বরখাস্ত করা হয়েছে বলে খবর সামনে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয় দিল্লিতে ডিটিসি বাস পরিচালনাকারী IAS রেনু শর্মা এবং আরেকজন IAS রাজীব কুমারকে বরখাস্ত করেছে, পাশাপাশি আরও ৩ জন আইএস কর্মকর্তাকে নোটিশ দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই তিনজনকেও বরখাস্ত করা যেতে পারে। अन्य तीन अधिकारियों के जाँच के आदेश दिए गए हैं। जल्दी ही और अधिकारियों के नाम भी आऐंगे। https://t.co/QKh

একশন মুডে স্বরাষ্ট্রমন্ত্রক! ২ জন IAS কে করা হল বরখাস্ত, কেজরিওয়ালের উপর হতে পারে কার্যবাহী

এখন করোনা (Coronavirus) মহামারির সময় দেশজুড়ে সকল রাজ্য সরকার কেন্দ্রের সাথে হাতে হাত মিলয়ে কাজ করছে। ঠিক এই সময় দিল্লীতে কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে বেশকিছু চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দিল্লীতে হাজার হাজার শ্রমিক রাস্তায় বেরিয়ে পড়ার পেছনে কেজরিওয়ালকে দায়ী করা হয়েছে। এক রাজ্যের শ্রমিক অন্য রাজ্যে থাকা স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে সকলের খেয়াল রাখা রাজ্য সরকারের দায়িত্ব। কিন্তু কেজরিওয়ালের সরকার সুপরিকল্পিতভাবে শ্রমিকদের ভয় দেখিয়ে তাড়িয়ে রাস্তায় জমায়েত হতে বাধ্য করেছে বলে রিপোর্ট সামনে এসেছে। দিল্লীতে এমন হাহাকারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সক্রিয় হয়ে উঠেছে এবং তদন্ত এর কাজ তীব্র করেছে। এখনও অবধি ২ জন IAS কে বরখাস্ত করা হয়েছে বলে খবর সামনে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয় দিল্লিতে ডিটিসি বাস পরিচালনাকারী IAS রেনু শর্মা এবং আরেকজন IAS রাজীব কুমারকে বরখাস্ত করেছে, পাশাপাশি আরও ৩ জন আইএস কর্মকর্তাকে নোটিশ দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই তিনজনকেও বরখাস্ত করা যেতে পারে। अन्य तीन अधिकारियों के जाँच के आदेश दिए गए हैं। जल्दी ही और अधिकारियों के नाम भी आऐंगे। https://t.co/QKh

করোনা নাশক ডাক্তার: করেছেন ৬৯৯ জন রোগীর চিকিৎসা, সকলেই হয়েছেন সুস্থ, পেলেন ১০০% সফলতা

চীন থেকে উৎপন্ন হওয়া ভাইরাস পুরো বিশ্ব বর্বাদ করে দেওয়ার মুডে কাজ করছে। তবে এখন এই ভাইরাস সংক্রান্ত সুখবর সামনে আসছে। বেশকিছু দেশ এই ভাইরাসের প্রতিষেধক তৈরির কাজ করছে। জাপান আগেই দাবি করেছে যে তারা এর ভ্যাকসিন তৈরিতে সফলতা পেয়েছে। জাপান ওই ভ্যাকসিনের নাম রেখেছে অভিজ্ঞান। যদিও জাপানের এই দাবির উপর বিশ্বের তেমন কোনো পতিক্রিয়া মিলছে না। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, এই ওষুধের এপ্রুভাল দিয়ে প্রোডাকশন শুরু করা হবে। এর মধ্যেই আমেরিকার নিউইয়র্ক থেকে একটা ইতিবাচক খবর সামনে আসছে। যে ডাক্তারের ছবি আপনারা উপরে দেখছেন উনি হলেন ডাঃ ভ্লাদিমির জেলেনকো (।Dr. Vladimir Zelenko)। ইনি নিউইয়র্ক এর খুবই বিখ্যাত একজন ডাক্তার। ইনি এখনও অবধি ৬৯৯ জন করোনা রোগীর চিকিৎসা করেছেন। আর সকলেই সুস্থ হয়েছেন। #coronavirus News Alert: Dr. Vladimir Zelenko, a board-certified family practitioner in NY, has now treated 699 Covid-19 patients with 100% success using Hydroxychloroquine Sulfate, Zinc and Z-Pak. All symptoms of shortness of breath resolved within 4-6 hr https://t.co/siCvNg845Q pic.twitter.com/lOrUv

করোনা নাশক ডাক্তার: করেছেন ৬৯৯ জন রোগীর চিকিৎসা, সকলেই হয়েছেন সুস্থ, পেলেন ১০০% সফলতা

চীন থেকে উৎপন্ন হওয়া ভাইরাস পুরো বিশ্ব বর্বাদ করে দেওয়ার মুডে কাজ করছে। তবে এখন এই ভাইরাস সংক্রান্ত সুখবর সামনে আসছে। বেশকিছু দেশ এই ভাইরাসের প্রতিষেধক তৈরির কাজ করছে। জাপান আগেই দাবি করেছে যে তারা এর ভ্যাকসিন তৈরিতে সফলতা পেয়েছে। জাপান ওই ভ্যাকসিনের নাম রেখেছে অভিজ্ঞান। যদিও জাপানের এই দাবির উপর বিশ্বের তেমন কোনো পতিক্রিয়া মিলছে না। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, এই ওষুধের এপ্রুভাল দিয়ে প্রোডাকশন শুরু করা হবে। এর মধ্যেই আমেরিকার নিউইয়র্ক থেকে একটা ইতিবাচক খবর সামনে আসছে। যে ডাক্তারের ছবি আপনারা উপরে দেখছেন উনি হলেন ডাঃ ভ্লাদিমির জেলেনকো (।Dr. Vladimir Zelenko)। ইনি নিউইয়র্ক এর খুবই বিখ্যাত একজন ডাক্তার। ইনি এখনও অবধি ৬৯৯ জন করোনা রোগীর চিকিৎসা করেছেন। আর সকলেই সুস্থ হয়েছেন। #coronavirus News Alert: Dr. Vladimir Zelenko, a board-certified family practitioner in NY, has now treated 699 Covid-19 patients with 100% success using Hydroxychloroquine Sulfate, Zinc and Z-Pak. All symptoms of shortness of breath resolved within 4-6 hr https://t.co/siCvNg845Q pic.twitter.com/lOrUv

করোনায় আক্রান্তদের জন্য আরও ২০ হাজার কোচকে কোয়ারেন্টাইনে পরিণত করার প্রস্তুতি নিলো রেল

Image
নয়া দিল্লীঃ রেলওয়ে (Indian Railways) বোর্ড সোমবার জোনাল রেলওয়ে মহাপ্রবন্ধককে একটি চিঠি লিখে জানায়, ৫ হাজার কোচকে পৃথক ওয়ার্ডে পরিণত করার প্রয়োজন হবে। আর এর জন্য তাঁদের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, কোভিড-১৯ (Covid-19) এর বিরুদ্ধে লড়াই করার জন্য ২৫ মার্চ হওয়া বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, কিছু কোচকে কোয়ারেন্টাইন-আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা যেতে পারে। এই সিদ্ধান্ত চিকিৎসা বিভাগের পরামর্শের পর নেওয়া হয়েছিল। রোগীদের কোয়ারেন্টাইনের সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে সেনার চিকিৎসা সেবা শুরু করারও চর্চা হয়েছে। ভারতীয় রেলের প্রায় ২০ হাজার কোচের প্রয়োজন হবে, প্রাথমিক ভাবে ৫ হাজার কোচকে কোয়ারেন্টাইন ওয়ার্ডে পরিণত করা হবে। শুধু নন এসি কোচকেই কোয়ারেন্টাইন ওয়ার্ডে বদলানো হবে। বোর্ড জানিয়েছে যে, সিদ্ধান্তের আগে রেলওয়ে সেনার চিকিৎসা সেবা, বিভিন্ন জোনাল রেলওয়ের চিকিৎসা বিভাগের সাথে বিচার-বিমর্ষ করা হয়েছে। বোর্ড জানিয়েছে যে, পাঁচটি জোনাল রেলওয়ে কোচ সমেত পৃথক ওয়ার্ডের জন্য পরিকল্পনা আগেই তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রালয় অনুযায়ী, দেশে সোমবার ক

চীনের বিরুদ্ধে কার্যবাহী শুরু করল ব্রিটেন! আনা হতে পারে UN থেকে চীনকে বহিষ্কারের প্রস্তাব

চীন করোনা ভাইরাস ছড়িয়ে পুরো বিশ্বে আতঙ্ক তৈরি করেছে এবং বিষয়টি এখন সবার সামনে স্পষ্ট হয়ে উঠেছে। কারণ এই ভাইরাস চীন থেকে উৎপন্ন হলেও চীনের উহানকে টপকে বেজিং বা সাংহাই পৌঁছাতে পারেনি। অন্যদিকে এই ভাইরাসের দাপটে বিশ্বের বড় বড় সমস্থ শহর বন্ধ হয়ে গেছে। শুধু এই নয়, ভাইরাসের দরুন চীনে মৃতের পার্সেন্টেজ খুবই কম। তবে পুরো বিশ্বে ভাইরাসের কারণে মৃতের পার্সেন্টেজ বেশ বড় আকারের। চীন যে অন্যায় করেছে তার বিরুদ্ধে পশ্চিমের দেশগুলি বিষ উগরাতে শুরু করেছে এবং চীনকে এর ফল ভুগতেও হতে পারে। জানিয়ে দি, সংযুক্ত রাষ্ট্রে ৫ টি স্থায়ী সদস্য রয়েছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রুশ ও চায়না এই স্থায়ী সদস্য এর মধ্যে পড়ে। চীনের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য এখন এই ৫ টি দেশের মধ্যে ৩ টির মধ্যে আলোচনা হচ্ছে এবং ব্রিটেন থেকে এই তথ্য প্রকাশিত হতে শুরু করেছে যে ব্রিটেন চীনের বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে এখন বিশ্বজুড়ে চীনকে UN এর সদস্য পদ থেকে বহিস্কার করার দাবি উঠছে। ব্রিটেন থেকে তথ্য উঠে এসেছে যে সেখানকার সরকার এখন চীনের সাথে সব ধরণের সম্পর্কের পর্যালোচনা করছে। চীনের সাথে ব্রিটেনের সম্পর্

করোনায় আক্রান্তদের জন্য আরও ২০ হাজার কোচকে কোয়ারেন্টাইনে পরিণত করার প্রস্তুতি নিলো রেল

Image
নয়া দিল্লীঃ রেলওয়ে (Indian Railways) বোর্ড সোমবার জোনাল রেলওয়ে মহাপ্রবন্ধককে একটি চিঠি লিখে জানায়, ৫ হাজার কোচকে পৃথক ওয়ার্ডে পরিণত করার প্রয়োজন হবে। আর এর জন্য তাঁদের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, কোভিড-১৯ (Covid-19) এর বিরুদ্ধে লড়াই করার জন্য ২৫ মার্চ হওয়া বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, কিছু কোচকে কোয়ারেন্টাইন-আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা যেতে পারে। এই সিদ্ধান্ত চিকিৎসা বিভাগের পরামর্শের পর নেওয়া হয়েছিল। রোগীদের কোয়ারেন্টাইনের সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে সেনার চিকিৎসা সেবা শুরু করারও চর্চা হয়েছে। ভারতীয় রেলের প্রায় ২০ হাজার কোচের প্রয়োজন হবে, প্রাথমিক ভাবে ৫ হাজার কোচকে কোয়ারেন্টাইন ওয়ার্ডে পরিণত করা হবে। শুধু নন এসি কোচকেই কোয়ারেন্টাইন ওয়ার্ডে বদলানো হবে। বোর্ড জানিয়েছে যে, সিদ্ধান্তের আগে রেলওয়ে সেনার চিকিৎসা সেবা, বিভিন্ন জোনাল রেলওয়ের চিকিৎসা বিভাগের সাথে বিচার-বিমর্ষ করা হয়েছে। বোর্ড জানিয়েছে যে, পাঁচটি জোনাল রেলওয়ে কোচ সমেত পৃথক ওয়ার্ডের জন্য পরিকল্পনা আগেই তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রালয় অনুযায়ী, দেশে সোমবার ক

বড় খবরঃ প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে ৫০০ কোটি দেবে Reliance, সঙ্গে ৫ লক্ষ ব্যক্তিকে ১০ দিন ধরে খাওয়াবে!

নয়া দিল্লীঃ  দেশের অগ্রনি ব্যবসায়িক সংগঠন রিলায়েন ইন্ডাস্ট্রি লিমিটেড (Reliance Industries Limited) করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য পিএম কেয়ার্স (PM Cares) এ ৫০০ কোটি টাকা দান করার কথা ঘোষণা করেছে। এছাড়াও RIL মহারাষ্ট্র এবং গুজরাটে মুখ্যমন্ত্রী ত্রাণ কোষে পাঁচ কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে। কোম্পানির তরফ থেকে জারি একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, পাঁচ লক্ষ মানুষকে আগামী দশ দিন পর্যন্ত খাওয়ারের ব্যবস্থা করছে। Reliance Industries announces Rs. 500 crores contribution to #PMCARES Fund. In addition to its multi-pronged on-the-ground fight against #COVID19 : Reliance Industries — ANI (@ANI) March 30, 2020 https://platform.twitter.com/widgets.js এর আগে Reliance Foundation মাত্র দুই সপ্তাহে ১০০ বেডের COVID-19 হাসপাতাল নির্মাণ করেছিল। এচাহারাও দেশের স্বাস্থকর্মীদের কথা মাথায় রেখে কোম্পানি এক অক্ষ মাস্ক আর কয়েক হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুয়েপমেন্টের উৎপাদনের কাজে লাগবে। কমাপ্নি এমার্জেন্সি বাহনে বিনামূল্যে ইন্ধন আর ডবল ডেটা উপলব্ধ করাচ্ছে। কোম্পানির তরফ থেকে জারি বিজ্ঞপ্তি অ

বড় খবরঃ প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে ৫০০ কোটি দেবে Reliance, সঙ্গে ৫ লক্ষ ব্যক্তিকে ১০ দিন ধরে খাওয়াবে!

নয়া দিল্লীঃ  দেশের অগ্রনি ব্যবসায়িক সংগঠন রিলায়েন ইন্ডাস্ট্রি লিমিটেড (Reliance Industries Limited) করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য পিএম কেয়ার্স (PM Cares) এ ৫০০ কোটি টাকা দান করার কথা ঘোষণা করেছে। এছাড়াও RIL মহারাষ্ট্র এবং গুজরাটে মুখ্যমন্ত্রী ত্রাণ কোষে পাঁচ কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে। কোম্পানির তরফ থেকে জারি একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, পাঁচ লক্ষ মানুষকে আগামী দশ দিন পর্যন্ত খাওয়ারের ব্যবস্থা করছে। Reliance Industries announces Rs. 500 crores contribution to #PMCARES Fund. In addition to its multi-pronged on-the-ground fight against #COVID19 : Reliance Industries — ANI (@ANI) March 30, 2020 https://platform.twitter.com/widgets.js এর আগে Reliance Foundation মাত্র দুই সপ্তাহে ১০০ বেডের COVID-19 হাসপাতাল নির্মাণ করেছিল। এচাহারাও দেশের স্বাস্থকর্মীদের কথা মাথায় রেখে কোম্পানি এক অক্ষ মাস্ক আর কয়েক হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুয়েপমেন্টের উৎপাদনের কাজে লাগবে। কমাপ্নি এমার্জেন্সি বাহনে বিনামূল্যে ইন্ধন আর ডবল ডেটা উপলব্ধ করাচ্ছে। কোম্পানির তরফ থেকে জারি বিজ্ঞপ্তি অ

দিল্লীতে তাবলীগ জামাত কার্যক্রমে অংশ নিয়েছিল প্রায় ১০০০ জন! করোনার আশঙ্কায় হাসপাতালে ভর্তি ২০০

Image
নয়া দিল্লীঃ  করোনাভাইরাস এখন ধীরে ধীরে ভারতে নিজের প্রভাব বিস্তার করছে। আর এই প্রকোপ থেকে নিজেকে বাঁচানোর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন করা হচ্ছে। কিন্তু এমনও কিছু মানুষ আছে, যাঁদের মাথায় এই কথা ধুকছে না। আর তাঁদের মধ্যে কিছু মানুষ দিল্লীতে তাবলীগ জামাত কার্যক্রমের আয়োজন করেছিলেন। সেখানে দেশ বিদেশ থেকে আসা ইসলামিক ধর্মগুরু আর মানুষ পৌঁছান। করোনা সংক্রমণের মধ্যে এই মানুষগুলো একত্রিত হয় আর গোটা দেশে ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে যে, এদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হতে পারেন। আর এবার এদের অনেক রাজ্যের সরকারই খুঁজছে। এদের আলাদা করার জন্যই রাজ্য সরকার খোঁজার কাজ শুরু করেছে। গত রাত দিল্লীর নিজামুদ্দিন এলাকার এক মসজিদের প্রায় ২০০ জনকে লোকনায়ক হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়। শোনা জানাচ্ছে যে, তাবলীগ জামাত অনুষ্ঠানে সৌদি আরব থেকেও কিছু মানুষ এসেছিলেন, আর তাঁরা করোনা আক্রান্ত হতে পারেন। শোনা যাচ্ছে যে, এই অনুষ্ঠানে অংশ নেওয়া এক ৬৫ বছর কাশ্মীর বৃদ্ধের করোনা ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে। ইকোনমিক্স টাইমসের একটি খবর অনুযায়ী, ওই জামাতে অংশ নেওয়া বেশীরভাগ মানুষ মালয়শিয়া থেকে এসেছিল। from

দিল্লীতে তাবলীগ জামাত কার্যক্রমে অংশ নিয়েছিল প্রায় ১০০০ জন! করোনার আশঙ্কায় হাসপাতালে ভর্তি ২০০

Image
নয়া দিল্লীঃ  করোনাভাইরাস এখন ধীরে ধীরে ভারতে নিজের প্রভাব বিস্তার করছে। আর এই প্রকোপ থেকে নিজেকে বাঁচানোর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন করা হচ্ছে। কিন্তু এমনও কিছু মানুষ আছে, যাঁদের মাথায় এই কথা ধুকছে না। আর তাঁদের মধ্যে কিছু মানুষ দিল্লীতে তাবলীগ জামাত কার্যক্রমের আয়োজন করেছিলেন। সেখানে দেশ বিদেশ থেকে আসা ইসলামিক ধর্মগুরু আর মানুষ পৌঁছান। করোনা সংক্রমণের মধ্যে এই মানুষগুলো একত্রিত হয় আর গোটা দেশে ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে যে, এদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হতে পারেন। আর এবার এদের অনেক রাজ্যের সরকারই খুঁজছে। এদের আলাদা করার জন্যই রাজ্য সরকার খোঁজার কাজ শুরু করেছে। গত রাত দিল্লীর নিজামুদ্দিন এলাকার এক মসজিদের প্রায় ২০০ জনকে লোকনায়ক হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়। শোনা জানাচ্ছে যে, তাবলীগ জামাত অনুষ্ঠানে সৌদি আরব থেকেও কিছু মানুষ এসেছিলেন, আর তাঁরা করোনা আক্রান্ত হতে পারেন। শোনা যাচ্ছে যে, এই অনুষ্ঠানে অংশ নেওয়া এক ৬৫ বছর কাশ্মীর বৃদ্ধের করোনা ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে। ইকোনমিক্স টাইমসের একটি খবর অনুযায়ী, ওই জামাতে অংশ নেওয়া বেশীরভাগ মানুষ মালয়শিয়া থেকে এসেছিল। from

লকডাউনকে খিল্লি করতে পুলিশকে ফোন করে সিঙ্গারার ডেলিভারি করতে বলেছিল যুবক! শেষে করতে হল নর্দমা পরিস্কার

রামপুরঃ লকডাউনের (Lockdown) কারণে মানুষের যাতে কোন সমস্যা না হয়, সেইজন্য মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় জিনিষ পৌঁছে দেওয়ার কাজ করছে পুলিশ প্রশাসন। মানুষের কাছে আবেদন করা হচ্ছে যে, তাঁরা যেন ঘরেই বসে থাকে আর প্রশাসন দ্বারা জারি করা নাম্বারে ফোন করে প্রয়োজনীয় দ্রব্য বাড়িতে চেয়ে নেয়। প্রশাসনের এই ব্যবস্থার দুর্ব্যবহার করার মানুষেরও অভাব নেই। উত্তর প্রদেশের রামপুর (Rampur) জেলায় ডোরস্টেপ ডেলিভারির ব্যবস্থার আড়ালে পুলিশের সাথে ইয়ার্কি করা এক যুবকের বিপদ ডেকে আনল। রামপুরের বাসিন্দা এক যুবক রবিবার রাতে হেল্পলাইন নাম্বারে ফোন করে পুলিশকে তাঁর বাড়িতে সিঙ্গারা পৌঁছে দেওয়ার জন্য বলে। পুলিশ প্রথমেই যুবক ইয়ার্কি মারছে বুঝতে পেরে একবার না করে দেয়, কিন্তু হুঁশিয়ারি দেওয়ার পরেও যুবক নাছোড়বান্দা হয়ে পড়ে, আর পুলিশকে বাধ্যতামূলক যুবকের বাড়িতে সিঙ্গারা পৌঁছে দিতে হয়। পুলিশ সিঙ্গারা তো দিয়ে দেয়, কিন্তু সরকারি ব্যবস্থার দুর্ব্যবহার করার জন্য তাঁকে কঠোর সাজাও দেওয়া হয়। রামপুরের জেলাশাসক রবিবার রাতে ট্যুইট করে জানান, যুবক নিজের বাড়িতে চারটি সিঙ্গারা পাঠানোর জিদ করছিল। তাঁকে হুঁশিয়ারি দে