Posts

Showing posts from August, 2021

উত্তর প্রদেশের ভোটের আগে এক হিন্দু নেতা খুন হবেঃ কৃষক নেতা রাকেশ টিকাইত

সিরসাঃ  কেন্দ্র সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কয়েক মাস ধরে প্রদর্শন করা কৃষক নেতা রাকেশ টিকাইত বিজেপি আর কেন্দ্র সরকারকে একহাতে নিয়েছেন। সিরসা থেকে টিকাইত বলেছেন, বিজেপির মতো বিপদজনক কোনও রাজনৈতিক দল নেই ভারতে। পাশাপশি তিনি বিতর্কিত বয়ান দিয়ে বলেন, উত্তর প্রদেশ নির্বাচনের আগে কোনও বড় হিন্দু নেতার হত্যা হতে পারে। হরিয়ানায় সিরসায় কৃষক সম্মেলনে অংশ নেওয়া ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বিজেপির সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। টিকাইত বলেছেন, উত্তর প্রদেশের নির্বাচনের আগে কোনও বড় মাপের হিন্দু নেতার হত্যা হবে। উনি বলেন, আমাদের আগে থেকেই সাবধান হতে হবে, কারণ ইউপির নির্বাচনের আগে কোনও বড় মাপের হিন্দু নেতার হত্যা করিয়ে দেশে হিন্দু-মুসলিম বিভেদ করিয়ে নির্বাচন জয়ের প্রচেষ্টা চালানো হবে। কৃষক নেতা বলেন, বিজেপির থেকে বিপদজনক কোনও রাজনৈতিক দল ভারতে নেই। যারা বিজেপির স্রস্টা ছিলেন, আজ তাঁরাই ঘরে বন্দি অবস্থায় রয়েছেন। টিকাইত বলেন, এই দেশে সরকারি তালিবানরা কবজা করেছেন। উনি হরিয়ানায় কৃষকদের উপর লাঠিচার্জ-এর প্রসঙ্গ টেনে এনে বলেন, যেই SDM-এর নির্দেশে কৃষকদের উপর লাঠি চালানো হয়েছিল, তাঁ

উত্তর প্রদেশের ভোটের আগে এক হিন্দু নেতা খুন হবেঃ কৃষক নেতা রাকেশ টিকাইত

সিরসাঃ  কেন্দ্র সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কয়েক মাস ধরে প্রদর্শন করা কৃষক নেতা রাকেশ টিকাইত বিজেপি আর কেন্দ্র সরকারকে একহাতে নিয়েছেন। সিরসা থেকে টিকাইত বলেছেন, বিজেপির মতো বিপদজনক কোনও রাজনৈতিক দল নেই ভারতে। পাশাপশি তিনি বিতর্কিত বয়ান দিয়ে বলেন, উত্তর প্রদেশ নির্বাচনের আগে কোনও বড় হিন্দু নেতার হত্যা হতে পারে। হরিয়ানায় সিরসায় কৃষক সম্মেলনে অংশ নেওয়া ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বিজেপির সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। টিকাইত বলেছেন, উত্তর প্রদেশের নির্বাচনের আগে কোনও বড় মাপের হিন্দু নেতার হত্যা হবে। উনি বলেন, আমাদের আগে থেকেই সাবধান হতে হবে, কারণ ইউপির নির্বাচনের আগে কোনও বড় মাপের হিন্দু নেতার হত্যা করিয়ে দেশে হিন্দু-মুসলিম বিভেদ করিয়ে নির্বাচন জয়ের প্রচেষ্টা চালানো হবে। কৃষক নেতা বলেন, বিজেপির থেকে বিপদজনক কোনও রাজনৈতিক দল ভারতে নেই। যারা বিজেপির স্রস্টা ছিলেন, আজ তাঁরাই ঘরে বন্দি অবস্থায় রয়েছেন। টিকাইত বলেন, এই দেশে সরকারি তালিবানরা কবজা করেছেন। উনি হরিয়ানায় কৃষকদের উপর লাঠিচার্জ-এর প্রসঙ্গ টেনে এনে বলেন, যেই SDM-এর নির্দেশে কৃষকদের উপর লাঠি চালানো হয়েছিল, তাঁ

‘খেলার জন্য তুলসীর মালা খুলব না” অস্ট্রেলিয়ার ছোট হিন্দু প্লেয়ারের সামনে মাথা ঝোঁকাল বোর্ড

নয়া দিল্লিঃ  অস্ট্রেলিয়ার (Australia) ব্রিসবেনে ভারতীয় বংশোদ্ভূত ১২ বছর বয়সী এক হিন্দু ফুটবল খেলোয়াড় শুভ পটেলকে (Shubh Patel) গলায় তুলসীর মালা পরার কারণে মাঠের বাইরে বের করে দেওয়া হয়। ‘দ্য অস্ট্রেলিয়া টুডে”-র রিপোর্ট অনুযায়ী, শুভ রেফারির মুখের উপর মালা খুলবে না বলে জানিয়ে দেয়। শুভ পাঁচ বছর বয়স থেকেই গলায় তুলসীর মালা পরে আসছে, আর সেই কারণেই সে সেই মালা খুলতে রাজি হয়নি। শুভ মিডিয়াকে জানায়, ‘শুধুমাত্র একটি ফুটবল ম্যাচের জন্য আমি এই মালা খোলার বদলে নিজের ধর্ম পালন করা বেশি পছন্দ করব।” 12-year-old #Hindu soccer player told not to play for wearing religious symbol in #Brisbane @FootballQLD #MulticulturalAustralia @MulticulturalQ @AusIndiaCouncil @VohraManpreet @subhash_kak @DrAmbardar @SarahLGates1 @DrAmitSarwal @HinduHate https://t.co/QEaBLTt55n — The Australia Today (@TheAustoday) August 30, 2021 https://platform.twitter.com/widgets.js Toowong club-এর যুব সদস্য শুভ জানায়, গলা থেকে তুলসীর মালা খোলা হিন্দু ধর্ম বিরোধী। সনাতন পরম্পরা অনুযায়ী, পুজোর প্রসাদের জন্য ব্যবহৃত তুল

‘খেলার জন্য তুলসীর মালা খুলব না” অস্ট্রেলিয়ার ছোট হিন্দু প্লেয়ারের সামনে মাথা ঝোঁকাল বোর্ড

নয়া দিল্লিঃ  অস্ট্রেলিয়ার (Australia) ব্রিসবেনে ভারতীয় বংশোদ্ভূত ১২ বছর বয়সী এক হিন্দু ফুটবল খেলোয়াড় শুভ পটেলকে (Shubh Patel) গলায় তুলসীর মালা পরার কারণে মাঠের বাইরে বের করে দেওয়া হয়। ‘দ্য অস্ট্রেলিয়া টুডে”-র রিপোর্ট অনুযায়ী, শুভ রেফারির মুখের উপর মালা খুলবে না বলে জানিয়ে দেয়। শুভ পাঁচ বছর বয়স থেকেই গলায় তুলসীর মালা পরে আসছে, আর সেই কারণেই সে সেই মালা খুলতে রাজি হয়নি। শুভ মিডিয়াকে জানায়, ‘শুধুমাত্র একটি ফুটবল ম্যাচের জন্য আমি এই মালা খোলার বদলে নিজের ধর্ম পালন করা বেশি পছন্দ করব।” 12-year-old #Hindu soccer player told not to play for wearing religious symbol in #Brisbane @FootballQLD #MulticulturalAustralia @MulticulturalQ @AusIndiaCouncil @VohraManpreet @subhash_kak @DrAmbardar @SarahLGates1 @DrAmitSarwal @HinduHate https://t.co/QEaBLTt55n — The Australia Today (@TheAustoday) August 30, 2021 https://platform.twitter.com/widgets.js Toowong club-এর যুব সদস্য শুভ জানায়, গলা থেকে তুলসীর মালা খোলা হিন্দু ধর্ম বিরোধী। সনাতন পরম্পরা অনুযায়ী, পুজোর প্রসাদের জন্য ব্যবহৃত তুল

ফের রেকর্ড ভারতের, পাঁচ দিনে দ্বিতীয়বার এক কোটির বেশি টিকা, আজ ১.০৯ কোটি

নয়া দিল্লিঃ   দেশে করোনার দ্বিতীয় ঢেউ প্রায় শেষের দিকে। এখন তৃতীয় ঢেউয়ের প্রমাদ গুনছে ভারত। পাশাপাশি দেশকে তৃতীয় ঢেউ থেকে বাঁচাতে টিকাকরণ অভিযানেও গতি আনা হয়েছে। দেশে আজ রেকর্ড ১.০৯ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। একদিনে দেওয়া টিকার এটাই সবথেকে বড় সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয় রেকর্ড টিকাকরণ নিয়ে একটি টুইট করেছেন। স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, ‘পাঁচ দিনে দ্বিতীয়বার এক কোটির বেশি মানুষকে একদিনে টিকা দেওয়া হল। শুভেচ্ছা, ভারত আজ আবারও এক কোটির বেশি টিকা দিলো। একদিনে টিকাকরণের এটাই সবথেকে বড় সংখ্যা, আর এখনও গণনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মদির নেতৃত্বে ভারত শক্ত হাতে করোনার বিরুদ্ধে লড়াই করছে।” 1⃣ Crore, 2⃣ Times, in 5⃣ days Congratulations, as India administers another 1 crore #COVID19 vaccinations today Highest one-day record of 1.09 crore vaccine doses achieved till 6 pm – and still counting! Under PM @NarendraModi ji, India is fighting strongly against corona. pic.twitter.com/ByEECsn1T5 — Mansukh Mandaviya (@mansukhmandviya) August 31, 2021 https://platform.

মোদী সরকারের কামাল, প্রথম ত্রৈমাসিক অর্থবর্ষে ভারতের GDP বাড়ল ২০.১০%

নয়া দিল্লিঃ  ভারতে অর্থব্যবস্থা বর্তমান হালত ঠিক কি? তা জানতে সবচেয়ে বড় উপায় হল GDP পরিসংখ্যান। করোনাকালে ভারতের জিডিপি গ্রোথ রেট মারাত্মকভাবে পড়ে গিয়েছিল। যার জেরে অর্থনীতির বেহাল দশা এবং কঙ্কালসার চেহারা উঠে এসেছিল সকলের সামনে। এবার অন্তত কিছুটা আশার খবর রয়েছে মোদী সরকারের জন্য। জিডিপির ক্ষেত্রে অন্তত ভালো কামব্যাক করছে ভারত। কেন্দ্র সরকার সুত্রে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে ভালো কামব্যাক করেছে ভারত। জিডিপি গ্রোথ রেট ২০.১%। মনে রাখতে হবে গত বছর এই সময় ভারতের জিডিপি গ্রোথ রেট ছিল -২৩.৯%। সাধারণত জিডিপির পরিসংখ্যান তৈরি করা হয় প্রতিবছর অনুসারে। তবে ভারতে ত্রৈমাসিক জিডিপি গ্রোথ রেট প্রকাশিত হয়। সেই সূত্র ধরেই, সামনে এসেছে এই পরিসংখ্যান। অর্থনৈতিক বেহালদশা কাটিয়ে ধীরে ধীরে ফের একবার স্বাভাবিক হচ্ছে জনজীবন, আর তারই প্রভাব পড়েছে জিডিপিতেও। এর আগে, এসবিআইয়ের ইকোরাপ রিসার্চ রিপোর্টে অনুমান করা হয়েছিল যে চলতি আর্থিক বছরের প্রথম তিনমাসে দেশের জিডিপি ১৮.৫ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে। আদতে দেখা গেল গ্রোথ রেট তার থেকেও বেশ কিছুটা বেশি। অর্থাৎ অর্থনীতির

মোদী সরকারের কামাল, প্রথম ত্রৈমাসিক অর্থবর্ষে ভারতের GDP বাড়ল ২০.১০%

নয়া দিল্লিঃ  ভারতে অর্থব্যবস্থা বর্তমান হালত ঠিক কি? তা জানতে সবচেয়ে বড় উপায় হল GDP পরিসংখ্যান। করোনাকালে ভারতের জিডিপি গ্রোথ রেট মারাত্মকভাবে পড়ে গিয়েছিল। যার জেরে অর্থনীতির বেহাল দশা এবং কঙ্কালসার চেহারা উঠে এসেছিল সকলের সামনে। এবার অন্তত কিছুটা আশার খবর রয়েছে মোদী সরকারের জন্য। জিডিপির ক্ষেত্রে অন্তত ভালো কামব্যাক করছে ভারত। কেন্দ্র সরকার সুত্রে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে ভালো কামব্যাক করেছে ভারত। জিডিপি গ্রোথ রেট ২০.১%। মনে রাখতে হবে গত বছর এই সময় ভারতের জিডিপি গ্রোথ রেট ছিল -২৩.৯%। সাধারণত জিডিপির পরিসংখ্যান তৈরি করা হয় প্রতিবছর অনুসারে। তবে ভারতে ত্রৈমাসিক জিডিপি গ্রোথ রেট প্রকাশিত হয়। সেই সূত্র ধরেই, সামনে এসেছে এই পরিসংখ্যান। অর্থনৈতিক বেহালদশা কাটিয়ে ধীরে ধীরে ফের একবার স্বাভাবিক হচ্ছে জনজীবন, আর তারই প্রভাব পড়েছে জিডিপিতেও। এর আগে, এসবিআইয়ের ইকোরাপ রিসার্চ রিপোর্টে অনুমান করা হয়েছিল যে চলতি আর্থিক বছরের প্রথম তিনমাসে দেশের জিডিপি ১৮.৫ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে। আদতে দেখা গেল গ্রোথ রেট তার থেকেও বেশ কিছুটা বেশি। অর্থাৎ অর্থনীতির

ইসলাম ত্যাগ করছে মুসলিম মেয়েরা, ছেলে-মেয়ের আলাদা স্কুলের দাবি জমিয়ত উলামায়ে হিন্দের

নয়া দিল্লিঃ  মুসলিমদের ধার্মিক সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ (Jamiat Ulema-e-Hind) মুসলিম মেয়েদের ইসলাম ছেড়ে দেওয়ার প্রবণতায় চিন্তা জাহির করেছে। পাশাপাশি মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান খোলার দরকার রয়েছে বলে জানিয়েছে। জমিয়ত উলামায়ে হিন্দ জানিয়েছেন, মুসলিম মেয়েদের মধ্যে ইসলাম ছাড়ার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। যদিও জমিয়ত উলামায়ে হিন্দ এটা জানায় নি যে, কেন এমন হচ্ছে? কিন্তু তাঁরা এটুকু বোঝাতে চেয়েছে যে, মুসলিম মেয়েরা অন্য ধর্মের ছেলেদের বিয়ে করে নিজের ধর্মত্যাগ করছে। জমিয়ত নিজের বয়ানে জানিয়েছে, কিছু অমুসলিম ছেলেরা মুসলিম মেয়েদের বিয়ে করছে, আর বাকিদেরও বিয়ে করার জন্য উৎসাহিত করছে। জমিয়ত অনুযায়ী, মুসলিম মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান খোলা দরকার, যেখানে তাঁদের ধার্মিক শিক্ষা দেওয়া হবে। সংগঠনের মতে, মুসলিম মেয়েদের মধ্যে ইসলাম নিয়ে বেশি জ্ঞান না থাকার কারণেই তাঁরা এভাবে ধর্মত্যাগ করছে। জমিয়তের তরফ থেকে এই বয়ান সংগঠনের সভাপতি মৌলানা আরশাদ মাদানি দিয়েছেন। উনি অমুসলিম সংস্থাগুলির কাছে মুসলিম মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলেছেন। উল্লেখ্য, একদিকে যখন হিন্দু সংগঠনগুল

ইসলাম ত্যাগ করছে মুসলিম মেয়েরা, ছেলে-মেয়ের আলাদা স্কুলের দাবি জমিয়ত উলামায়ে হিন্দের

নয়া দিল্লিঃ  মুসলিমদের ধার্মিক সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ (Jamiat Ulema-e-Hind) মুসলিম মেয়েদের ইসলাম ছেড়ে দেওয়ার প্রবণতায় চিন্তা জাহির করেছে। পাশাপাশি মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান খোলার দরকার রয়েছে বলে জানিয়েছে। জমিয়ত উলামায়ে হিন্দ জানিয়েছেন, মুসলিম মেয়েদের মধ্যে ইসলাম ছাড়ার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। যদিও জমিয়ত উলামায়ে হিন্দ এটা জানায় নি যে, কেন এমন হচ্ছে? কিন্তু তাঁরা এটুকু বোঝাতে চেয়েছে যে, মুসলিম মেয়েরা অন্য ধর্মের ছেলেদের বিয়ে করে নিজের ধর্মত্যাগ করছে। জমিয়ত নিজের বয়ানে জানিয়েছে, কিছু অমুসলিম ছেলেরা মুসলিম মেয়েদের বিয়ে করছে, আর বাকিদেরও বিয়ে করার জন্য উৎসাহিত করছে। জমিয়ত অনুযায়ী, মুসলিম মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান খোলা দরকার, যেখানে তাঁদের ধার্মিক শিক্ষা দেওয়া হবে। সংগঠনের মতে, মুসলিম মেয়েদের মধ্যে ইসলাম নিয়ে বেশি জ্ঞান না থাকার কারণেই তাঁরা এভাবে ধর্মত্যাগ করছে। জমিয়তের তরফ থেকে এই বয়ান সংগঠনের সভাপতি মৌলানা আরশাদ মাদানি দিয়েছেন। উনি অমুসলিম সংস্থাগুলির কাছে মুসলিম মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলেছেন। উল্লেখ্য, একদিকে যখন হিন্দু সংগঠনগুল

অটল বিহারীর আমলের প্রোজেক্টকে বন্ধ করে রেখেছিল কংগ্রেস! পুনরায় শুরু করল মোদী সরকার

ভারত (India) এমন একটা দেশ যেখানে ঈশ্বরের আশীর্বাদে খাদ্য,জল ইত্যাদি কোনোকিছুর অভাব নেই। কিন্তু এখন বিদেশি ষড়যন্ত্র ও ভারতীয়দের সচেতনতার অভাবে ভারতের ভবিষ্যত প্রজন্ম সমস্যায় পড়তে চলেছে। ভারতে যেভাবে অকারণে জলের অপচয় করা হয়, এভাবে চলতে থাকলে সেদিন আর দূরে নেই যখন জলের জন্য গৃহ যুদ্ধ শুরু হবে। এমনিতেই বড় বড় শহরগুলির পরিস্থিতি এমন যে পানীয় জল না কিনলে উপায় নেই। আর বিদেশি কোম্পানিগুলি সেই সুযোগ নিয়ে ব্যাপকভাবে লুট চালাচ্ছে। যুগ যুগ ধরে ভারতের যে নদী বয়ে চলেছে সেগুলিও ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু হয়েছে। ভারতের ইতিহাস দেখলে বোঝা যায়, সচেতনতার অভাবে ইতিমধ্যে ভারতের অনেকে নদী আজ বিলুপ্ত যার মধ্যে সরস্বতী নদীর নামও আসে। অবশ্য কেন্দ্র সরকার নদীগুলিকে রক্ষার জন্য বেশকিছু প্রকল্প আগেই চালু করেছিল। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশজুড়ে রিভারলিঙ্কিং প্রোজেক্ট বাস্তবায়ন করার উপর কাজ শুরু করেছিলেন। তবে পরবর্তীকালে কংগ্রেস ক্ষমতায় এলে প্রোজেক্ট ঠান্ডাঘরে চলে যায়। এখন মোদী সরকার নদী রক্ষার উদেশ্য নিয়ে ওই একই প্রজেক্ট নতুনরূপে শুরু করেছে। একই সাথে সরকার দেশের বড় নদীগুলিকে জুড়ে দিয়ে সবথেকে বড়

আমেরিকা যেতেই মাসুদের বিরুদ্ধে লড়তে গিয়েছিল তালিবান, উল্টে করল নিজেদের ক্ষতি

নয়া দিল্লিঃ  আফগানিস্তান থেকে আমেরিকা তল্পিতল্পা গগুটিয়ে নিজের দেশে ফিরতেই তালিবান নিজেদের মুখোশ খুলে বেরিয়ে আসা শুরু করেছে। সোমবার রাতে আমেরিকার শেষ বিমান কাবুল বিমানবন্দর থেকে রওনা দেয়। আর তখনই তালিবান পঞ্জশির দখলের উদ্দেশ্যে সেখানে হামলা চালায়। নর্দান অ্যালায়েন্স দাবি করেছে যে, সোমবার রাতে তালিবান গোটা রাত ধরে পঞ্জশির উপত্যকায় ঢোকার চেষ্টা করে। কিন্তু তাঁদের তুমুল প্রতিরোধের ফলে তালিবানের প্রচেষ্টা ব্যর্থ হয় আর দুই পক্ষের গোলাগুলিতে তালিবানের কমপক্ষে ৮ সদস্য নিকেশ হয়। নর্দান অ্যালায়েন্স জানায়, তাঁদেরও দুজন বিদ্রোহী তালিবানের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছে। উল্লেখ্য, তালিবান গোটা আফগানিস্তানে এখনও কবজা জমাতে পারেনি। সোমবার পর্যন্ত মার্কিন সেনা কাবুলে থাকায় কাবুল বিমানবন্দর তালিবানের হাতের বাইরে ছিল। আর এখন কাবুল বিমানবন্দর তাঁদের দখলে এলেও পঞ্জশির তাঁদের ধরা ছোঁয়ার বাইরে। শের-ই-পঞ্জশির আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদ এবং আফগানিস্তানের কার্যবাহ রাষ্ট্রপতি অমরুল্লাহ সালেহর নেতৃত্বে নর্দান অ্যালায়েন্স তালিবানের বিরুদ্ধে মোর্চা খুলে বসেছে। বিগত কয়েকদিন ধরেই তালিবান পঞ্জশিরে ঢো

অটল বিহারীর আমলের প্রোজেক্টকে বন্ধ করে রেখেছিল কংগ্রেস! পুনরায় শুরু করল মোদী সরকার

ভারত (India) এমন একটা দেশ যেখানে ঈশ্বরের আশীর্বাদে খাদ্য,জল ইত্যাদি কোনোকিছুর অভাব নেই। কিন্তু এখন বিদেশি ষড়যন্ত্র ও ভারতীয়দের সচেতনতার অভাবে ভারতের ভবিষ্যত প্রজন্ম সমস্যায় পড়তে চলেছে। ভারতে যেভাবে অকারণে জলের অপচয় করা হয়, এভাবে চলতে থাকলে সেদিন আর দূরে নেই যখন জলের জন্য গৃহ যুদ্ধ শুরু হবে। এমনিতেই বড় বড় শহরগুলির পরিস্থিতি এমন যে পানীয় জল না কিনলে উপায় নেই। আর বিদেশি কোম্পানিগুলি সেই সুযোগ নিয়ে ব্যাপকভাবে লুট চালাচ্ছে। যুগ যুগ ধরে ভারতের যে নদী বয়ে চলেছে সেগুলিও ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু হয়েছে। ভারতের ইতিহাস দেখলে বোঝা যায়, সচেতনতার অভাবে ইতিমধ্যে ভারতের অনেকে নদী আজ বিলুপ্ত যার মধ্যে সরস্বতী নদীর নামও আসে। অবশ্য কেন্দ্র সরকার নদীগুলিকে রক্ষার জন্য বেশকিছু প্রকল্প আগেই চালু করেছিল। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশজুড়ে রিভারলিঙ্কিং প্রোজেক্ট বাস্তবায়ন করার উপর কাজ শুরু করেছিলেন। তবে পরবর্তীকালে কংগ্রেস ক্ষমতায় এলে প্রোজেক্ট ঠান্ডাঘরে চলে যায়। এখন মোদী সরকার নদী রক্ষার উদেশ্য নিয়ে ওই একই প্রজেক্ট নতুনরূপে শুরু করেছে। একই সাথে সরকার দেশের বড় নদীগুলিকে জুড়ে দিয়ে সবথেকে বড়

আমেরিকা যেতেই মাসুদের বিরুদ্ধে লড়তে গিয়েছিল তালিবান, উল্টে করল নিজেদের ক্ষতি

নয়া দিল্লিঃ  আফগানিস্তান থেকে আমেরিকা তল্পিতল্পা গগুটিয়ে নিজের দেশে ফিরতেই তালিবান নিজেদের মুখোশ খুলে বেরিয়ে আসা শুরু করেছে। সোমবার রাতে আমেরিকার শেষ বিমান কাবুল বিমানবন্দর থেকে রওনা দেয়। আর তখনই তালিবান পঞ্জশির দখলের উদ্দেশ্যে সেখানে হামলা চালায়। নর্দান অ্যালায়েন্স দাবি করেছে যে, সোমবার রাতে তালিবান গোটা রাত ধরে পঞ্জশির উপত্যকায় ঢোকার চেষ্টা করে। কিন্তু তাঁদের তুমুল প্রতিরোধের ফলে তালিবানের প্রচেষ্টা ব্যর্থ হয় আর দুই পক্ষের গোলাগুলিতে তালিবানের কমপক্ষে ৮ সদস্য নিকেশ হয়। নর্দান অ্যালায়েন্স জানায়, তাঁদেরও দুজন বিদ্রোহী তালিবানের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছে। উল্লেখ্য, তালিবান গোটা আফগানিস্তানে এখনও কবজা জমাতে পারেনি। সোমবার পর্যন্ত মার্কিন সেনা কাবুলে থাকায় কাবুল বিমানবন্দর তালিবানের হাতের বাইরে ছিল। আর এখন কাবুল বিমানবন্দর তাঁদের দখলে এলেও পঞ্জশির তাঁদের ধরা ছোঁয়ার বাইরে। শের-ই-পঞ্জশির আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদ এবং আফগানিস্তানের কার্যবাহ রাষ্ট্রপতি অমরুল্লাহ সালেহর নেতৃত্বে নর্দান অ্যালায়েন্স তালিবানের বিরুদ্ধে মোর্চা খুলে বসেছে। বিগত কয়েকদিন ধরেই তালিবান পঞ্জশিরে ঢো

মোদী বিরোধিতায় ঘুরতে হবে গোটা দেশ, মুখ্যমন্ত্রীর জন্য মাসে ২ কোটি ভাড়া দিয়ে বিমান নিল রাজ্য

কলকাতাঃ  দিল্লির একটি সংস্থার থেকে ১০ আসন  বিশিষ্ট একটি বিমান ভাড়া নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যে অন্যান্য ভিআইপিদের যাতায়াতের জন্য ওই বিমান ভাড়া নেওয়া হয়েছে। তবে বিমানটি এখনও কলকাতায় এসে পৌঁছায়নি। দিন তিনেকের মধ্যে বিমানটি কলকাতায় আসার কথা রয়েছে। প্রশাসনের সূত্র অনুযায়ী, রাজ্যের ভাড়া করা ওই বিমান করেই আগামী মাসে উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। জানা গিয়েছে যে, ফ্রান্সের দাসল্ট সংস্থা দ্বারা তৈরি দুই ইঞ্জিনের ফ্যালকন ২০০০ বিমানের জন্য মাসে ২ কোটি টাকা খরচ হবে ভাড়া বাবদ। দিল্লির একটি সংস্থার থেকে এই বিশেষ বিমানটি ভাড়া নেওয়া হয়েছে। বিমানটি এক ঘণ্টা ওড়ার জন্য খরচ হবে ৫ লক্ষ টাকা। মাসে নুন্যতম ৪৫ ঘণ্টা ওড়ার টাকা দিতে হবে দিল্লির ওই সংস্থাকে। ৪৫ ঘণ্টার কম উড়লে ৪৫ ঘণ্টার টাকাই দিতে হবে, আর ৪৫ ঘণ্টার বেশি উড়লে ঘণ্টা প্রতি ৫ লক্ষ টাকা করে দিতে হবে সরকারকে। এছাড়াও বিমানের দুজন পাইলট, একজন বিমানসেবক/সেবিকা এবং একজন ইঞ্জিনিয়ারও আসছেন দিল্লি থেকে। তাঁরা সবাই কলকাতার পাঁচতারা হোটেলে থাকবেন। আগামী তিন বছর তাঁদের সবার থাকা/খা

মোদী বিরোধিতায় ঘুরতে হবে গোটা দেশ, মুখ্যমন্ত্রীর জন্য মাসে ২ কোটি ভাড়া দিয়ে বিমান নিল রাজ্য

কলকাতাঃ  দিল্লির একটি সংস্থার থেকে ১০ আসন  বিশিষ্ট একটি বিমান ভাড়া নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যে অন্যান্য ভিআইপিদের যাতায়াতের জন্য ওই বিমান ভাড়া নেওয়া হয়েছে। তবে বিমানটি এখনও কলকাতায় এসে পৌঁছায়নি। দিন তিনেকের মধ্যে বিমানটি কলকাতায় আসার কথা রয়েছে। প্রশাসনের সূত্র অনুযায়ী, রাজ্যের ভাড়া করা ওই বিমান করেই আগামী মাসে উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। জানা গিয়েছে যে, ফ্রান্সের দাসল্ট সংস্থা দ্বারা তৈরি দুই ইঞ্জিনের ফ্যালকন ২০০০ বিমানের জন্য মাসে ২ কোটি টাকা খরচ হবে ভাড়া বাবদ। দিল্লির একটি সংস্থার থেকে এই বিশেষ বিমানটি ভাড়া নেওয়া হয়েছে। বিমানটি এক ঘণ্টা ওড়ার জন্য খরচ হবে ৫ লক্ষ টাকা। মাসে নুন্যতম ৪৫ ঘণ্টা ওড়ার টাকা দিতে হবে দিল্লির ওই সংস্থাকে। ৪৫ ঘণ্টার কম উড়লে ৪৫ ঘণ্টার টাকাই দিতে হবে, আর ৪৫ ঘণ্টার বেশি উড়লে ঘণ্টা প্রতি ৫ লক্ষ টাকা করে দিতে হবে সরকারকে। এছাড়াও বিমানের দুজন পাইলট, একজন বিমানসেবক/সেবিকা এবং একজন ইঞ্জিনিয়ারও আসছেন দিল্লি থেকে। তাঁরা সবাই কলকাতার পাঁচতারা হোটেলে থাকবেন। আগামী তিন বছর তাঁদের সবার থাকা/খা

আমেরিকাকে সাহায্য করায় হেলিকপ্টারে বেঁধে মার্কিন অনুবাদকে আকাশে আকাশে ওড়াল তালিবান

নয়া দিল্লিঃ আফগানিস্তানে (Afghanistan) ২০ বছর পর ক্ষমতা দখল করা তালিবান যতই নিজেদের ‘নতুন” বলে দাবি করুক না কেন, রোজই তাঁদের নির্মম অত্যাচারের কাহিনী সামনে আসছে। মহিলা, নিরীহ আফগানিদের উপর অত্যাচার থেকে শুরু করে জঙ্গিদের সঙ্গে ওঠাবসা, সবই প্রমাণ করছে যে তালিবান তালিবানেই আছে। আর এরই মধ্যে তালিবানের নির্মম অত্যাচারের এক ভিডিও (Video) সামনে এসেছে। ভিডিওতে একটি চপারের মধ্যে এক ব্যক্তিকে ঝুলিয়ে রাখতে দেখা গিয়েছে। আফগানিস্তানের কান্দাহারে তালিবানদের অত্যাচার সমস্ত মানবতাকে হার মানাচ্ছে। সেখানে আমেরিকার এক অনুবাদককে উড়ন্ত হেলিকপ্টারের মধ্যে বেঁধে ওড়াচ্ছে তালিবানরা। রিপোর্ট অনুযায়ী, যেই হেলিকপ্টারে ওই অনুবাদককে এমন ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, সেটি মার্কিন সেনার হেলিকপ্টার। ওই হেলিকপ্টারটি আমেরিকা আফগানিস্তানের সেনাকে দিয়েছিল। https://twitter.com/i/broadcasts/1vOxwEXlkgoGB তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আফগানিস্তান থেকে মার্কিন সেনার শেষ বিমান চলে যাওয়ার পর খুশি জাহির করে এই ঘটনাকে আফগানিস্তানের স্বাধীনতার সঙ্গে জুড়েছে। তাঁর মতে এবার গোটা দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে। আর কাবুল এয়ারপোর্ট

আমেরিকাকে সাহায্য করায় হেলিকপ্টারে বেঁধে মার্কিন অনুবাদকে আকাশে আকাশে ওড়াল তালিবান

নয়া দিল্লিঃ আফগানিস্তানে (Afghanistan) ২০ বছর পর ক্ষমতা দখল করা তালিবান যতই নিজেদের ‘নতুন” বলে দাবি করুক না কেন, রোজই তাঁদের নির্মম অত্যাচারের কাহিনী সামনে আসছে। মহিলা, নিরীহ আফগানিদের উপর অত্যাচার থেকে শুরু করে জঙ্গিদের সঙ্গে ওঠাবসা, সবই প্রমাণ করছে যে তালিবান তালিবানেই আছে। আর এরই মধ্যে তালিবানের নির্মম অত্যাচারের এক ভিডিও (Video) সামনে এসেছে। ভিডিওতে একটি চপারের মধ্যে এক ব্যক্তিকে ঝুলিয়ে রাখতে দেখা গিয়েছে। আফগানিস্তানের কান্দাহারে তালিবানদের অত্যাচার সমস্ত মানবতাকে হার মানাচ্ছে। সেখানে আমেরিকার এক অনুবাদককে উড়ন্ত হেলিকপ্টারের মধ্যে বেঁধে ওড়াচ্ছে তালিবানরা। রিপোর্ট অনুযায়ী, যেই হেলিকপ্টারে ওই অনুবাদককে এমন ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, সেটি মার্কিন সেনার হেলিকপ্টার। ওই হেলিকপ্টারটি আমেরিকা আফগানিস্তানের সেনাকে দিয়েছিল। https://twitter.com/i/broadcasts/1vOxwEXlkgoGB তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আফগানিস্তান থেকে মার্কিন সেনার শেষ বিমান চলে যাওয়ার পর খুশি জাহির করে এই ঘটনাকে আফগানিস্তানের স্বাধীনতার সঙ্গে জুড়েছে। তাঁর মতে এবার গোটা দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে। আর কাবুল এয়ারপোর্ট

উল্টো স্রোতে ভেসে বিজেপিতে যোগ তৃণমূল নেতার, পঞ্চায়েত দখলের ডাক BJP-র

মালদহঃ  বিধাসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক দেখা গিয়েছিল। বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পরই তাঁদের সবার মোহভঙ্গ হয়। আর তাঁরাই আবার তৃণমূলে যোগ দেওয়ার জন্য লাইন দিতে শুরু করে। ইতিমধ্যে বিজেপির বহু নেতা, বিধায়ক তৃণমূলে গিয়ে যোগ দিয়েছেন। সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষও তৃণমূলে যোগদান করেছেন। তবে ঠিক উল্টো চিত্র ধরা পড়ল মালদায়। সোমবার মালদহ পঞ্চায়েতের এক সদস্য শাসক দল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। একদিকে যখন বিজেপির বিধায়করা তৃণমূলে যোগ দিচ্ছেন, তখন অন্যদিকে ওনার এমন পাল্টি মারায় অবাক সবাই। সোমবার মালদহ গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবলু ঘোষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ওনার হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ খগেন মুর্মু। স্থানীয় বিজেপি নেতৃত্বরা দাবি করেন যে, বাবলু ঘোষের মতো আরও পঞ্চায়েত সদস্যরাও বিজেপিতে আসতে চাইছেন। আমরা খুব শীঘ্রই আবারও পঞ্চায়েত দখল করব। উল্লেখ্য, বাবলু ঘোষ এর আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেই সময় বিজেপির নেতারা তৃণমূলের বিরুদ্ধে বাবলু ঘোষকে অপহরণ করার অভিযোগ তুলেছিল। বিজেপি অভিযোগ করেছিল যে, তৃণমূ

উল্টো স্রোতে ভেসে বিজেপিতে যোগ তৃণমূল নেতার, পঞ্চায়েত দখলের ডাক BJP-র

মালদহঃ  বিধাসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক দেখা গিয়েছিল। বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পরই তাঁদের সবার মোহভঙ্গ হয়। আর তাঁরাই আবার তৃণমূলে যোগ দেওয়ার জন্য লাইন দিতে শুরু করে। ইতিমধ্যে বিজেপির বহু নেতা, বিধায়ক তৃণমূলে গিয়ে যোগ দিয়েছেন। সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষও তৃণমূলে যোগদান করেছেন। তবে ঠিক উল্টো চিত্র ধরা পড়ল মালদায়। সোমবার মালদহ পঞ্চায়েতের এক সদস্য শাসক দল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। একদিকে যখন বিজেপির বিধায়করা তৃণমূলে যোগ দিচ্ছেন, তখন অন্যদিকে ওনার এমন পাল্টি মারায় অবাক সবাই। সোমবার মালদহ গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবলু ঘোষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ওনার হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ খগেন মুর্মু। স্থানীয় বিজেপি নেতৃত্বরা দাবি করেন যে, বাবলু ঘোষের মতো আরও পঞ্চায়েত সদস্যরাও বিজেপিতে আসতে চাইছেন। আমরা খুব শীঘ্রই আবারও পঞ্চায়েত দখল করব। উল্লেখ্য, বাবলু ঘোষ এর আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেই সময় বিজেপির নেতারা তৃণমূলের বিরুদ্ধে বাবলু ঘোষকে অপহরণ করার অভিযোগ তুলেছিল। বিজেপি অভিযোগ করেছিল যে, তৃণমূ

আগামী ২ দিনের মধ্যে বড়ো ঘোষণা করবে মোদী সরকার! লাভ পাবেন দেশের ৬ কোটি মানুষ

কেন্দ্রীয় সরকার শুভ সংবাদ আনতে চলেছে, দেশের প্রায় সাড়ে ৬ কোটি ইপিএফও খাতা ধারকদের জন্য। সূত্রের খবর, গ্রাহকদের বাকি থাকা সুদের টাকা খুব শিগগিরই দিতে শুরু করবে ইপিএফও। যার ফলে দেশজুড়ে লাভের মুখ দেখবে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ। জুলাই মাসের শেষ সপ্তাহের দিকে এই বকেয়া সুদ পাওয়ার আশা করা হয়েছিল কিন্তু কয়েকটি কারণে তা আর সম্ভব হয়নি। ইতিমধ্যেই একজন গ্রাহক টুইটারে ইপিএফওর কাছে জানতে চেয়েছেন, তাদের বকেয়া সুদ কবে জমা করা হচ্ছে? উত্তরে ইপিএফও বলেছে, খুব তাড়াতাড়ি টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং গ্রাহকরা একসঙ্গে সব টাকা পাবেন। চিন্তার কোন কারণ নেই। ৩১ আগস্টের মধ্যেই সুদ জমা দেওয়া শুরু করবে কেন্দ্রীয় সরকার। ইপিএফও খাতার ব্যালেন্স চেক করার জন্য বেশ কয়েকটি সহজ উপায় আছে। ইপিএফও তরফে ইতিমধ্যেই একটি টোল ফ্রি নম্বর ০১১-২২৯০১৪০৬ দেওয়া হয়েছে। এই নম্বরে ইপিএফও অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে কল করলে কিছুক্ষণের মধ্যেই কলটি নিজে থেকেই ডিসকানেক্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স সম্পর্কিত তথ্য এসএমএসের মাধ্যমে দেওয়া হবে। ইপিএফও দ্বারা জারি করা ৭৭৩৮২৯৯৮৯৯

আগামী ২ দিনের মধ্যে বড়ো ঘোষণা করবে মোদী সরকার! লাভ পাবেন দেশের ৬ কোটি মানুষ

কেন্দ্রীয় সরকার শুভ সংবাদ আনতে চলেছে, দেশের প্রায় সাড়ে ৬ কোটি ইপিএফও খাতা ধারকদের জন্য। সূত্রের খবর, গ্রাহকদের বাকি থাকা সুদের টাকা খুব শিগগিরই দিতে শুরু করবে ইপিএফও। যার ফলে দেশজুড়ে লাভের মুখ দেখবে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ। জুলাই মাসের শেষ সপ্তাহের দিকে এই বকেয়া সুদ পাওয়ার আশা করা হয়েছিল কিন্তু কয়েকটি কারণে তা আর সম্ভব হয়নি। ইতিমধ্যেই একজন গ্রাহক টুইটারে ইপিএফওর কাছে জানতে চেয়েছেন, তাদের বকেয়া সুদ কবে জমা করা হচ্ছে? উত্তরে ইপিএফও বলেছে, খুব তাড়াতাড়ি টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং গ্রাহকরা একসঙ্গে সব টাকা পাবেন। চিন্তার কোন কারণ নেই। ৩১ আগস্টের মধ্যেই সুদ জমা দেওয়া শুরু করবে কেন্দ্রীয় সরকার। ইপিএফও খাতার ব্যালেন্স চেক করার জন্য বেশ কয়েকটি সহজ উপায় আছে। ইপিএফও তরফে ইতিমধ্যেই একটি টোল ফ্রি নম্বর ০১১-২২৯০১৪০৬ দেওয়া হয়েছে। এই নম্বরে ইপিএফও অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে কল করলে কিছুক্ষণের মধ্যেই কলটি নিজে থেকেই ডিসকানেক্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স সম্পর্কিত তথ্য এসএমএসের মাধ্যমে দেওয়া হবে। ইপিএফও দ্বারা জারি করা ৭৭৩৮২৯৯৮৯৯

তালিবানরা খুব পজিটিভ মাইন্ডের, ওরা মেয়েদের সম্মান দেয়: শাহিদ আফ্রিদি, পাক ক্রিকেটার

পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদি নিজের বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়শই খবরের শিরোনামে থাকেন। টপিক তার আয়ত্তের মধ্যে হোক বা না হোক, মন্তব্য করতে তিনি কোনোভাবেই বিরত থাকেন না। আর এখন তালিবান ইস্যুতেও তিনি নিজের বক্তব্য প্ৰকাশ করেছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়া জোর ঠাট্টা তামশা শুরু হয়েছে। আসলে শাহিদ আফ্রিদি মিডিয়ার মুখোমুখি হয়ে তালিবান সম্পর্কে তার মতামত রেখেছেন। আফ্রিদি বলেছেন, তালিবানদের মানসিকতা খুবই পজেটিভ, তারা মেয়েদের সন্মান করে। শুধু এই নয়, আফ্রিদির মতে তালিবানরা ক্রিকেট খেলা পছন্দ করে। আফ্রিদির এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে আফ্রিদিকে বলতে দেখা যাচ্ছে, “তালিবানরা খুব পজেটিভ মাইন্ড নিয়ে এসেছে।” আফ্রিদির মতে তালিবানরা অনেক উচ্চ মানের চিন্তা ভাবনা করে এবং মহিলাদের কাজ কর্মের সুযোগ দেয়। তবে এমন মন্তব্য করার পেছনে কি কারণ তা এখনও কেউ ধরে উঠতে পারেনি। আফ্রিদির এই মন্তব্যের পর সাংবাদিক নাইলা ইনায়েত বলেছেন, “আফ্রিদি তালিবান পক্ষ থেকে প্রধানমন্ত্রী হতে চলেছেন তাই হয়তো এমন কথা বলেছেন।” ❝Taliban have come with a very positive mind. They're allowi

যাওয়ার সময় তালিবানদের জন্য বিমান, হেলিকপ্টার আর অসহার আফগানদের রেখে গেল আমেরিকা

Image
নয়া দিল্লিঃ  তালিবানের ডেডলাইনের একদিন আগেই আফগানিস্তান ছাড়ল মার্কিন সেনা। এখন গোটা দেশেই তালিবানদের শাসন কায়েম হবে। যদিও, গোটা দেশ বলা ভুল হবে, কারণ তালিবানরা এখন পঞ্জশির দখল করতে পারেনি। তবে শেষ মার্কিন বিমান সোমবার আকাশে উড়তেই তালিবানরা কাবুল এয়ারপোর্টে ঢুকে পড়ে আর হাওয়ায় ফায়ারিং করে খুশি জাহির করে। তালিবানরা এই অবসরে বাজিও ফাটায়। শেষ বিমানের সাথেই আফগানিস্তানে আমেরিকার ২০ বছরে যুদ্ধ শেষ হল। ডেইলি মেল-র রিপোর্ট অনুযায়ী, শেষ মার্কিন বিমান আকাশে উড়তেই তালিবানরা কাবুল এয়ারপোর্টে ঢুকে পড়ে আর উৎসব পালন করতে শুরু করে দেয়। কাবুলের আকাশে রংবেরঙের বাজি দেখা যায়। যদিও, সাধারণ আফগান নাগরিকরা এখন আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে। মার্কিন সেনা কিছু হেলিকপ্টার আর বিমান কাবুল বিমানবন্দরে ছেড়ে চলে যায়। তালিবানিরা সেই বিমান এবং হেলিকপ্টার গুলির নিরীক্ষণ করা শুরু করে দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে মার্কিন সেনা ফেরত যেতেই তালিবানরা খুশিতে পাগল হয়ে যায়। তাঁরা হাওয়ায় ফায়ারিং করতে করতে বিমানবন্দরে দাখিল হয় এবং বাচ্চাদের মতো মার্কিন সেনার ছেড়ে যাওয়া বিমান এবং হেলিকপ্টারগুলির সামনে গিয়ে ছবি তুলতে থাকে। তবে এ

তালিবানরা খুব পজিটিভ মাইন্ডের, ওরা মেয়েদের সম্মান দেয়: শাহিদ আফ্রিদি, পাক ক্রিকেটার

পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদি নিজের বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়শই খবরের শিরোনামে থাকেন। টপিক তার আয়ত্তের মধ্যে হোক বা না হোক, মন্তব্য করতে তিনি কোনোভাবেই বিরত থাকেন না। আর এখন তালিবান ইস্যুতেও তিনি নিজের বক্তব্য প্ৰকাশ করেছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়া জোর ঠাট্টা তামশা শুরু হয়েছে। আসলে শাহিদ আফ্রিদি মিডিয়ার মুখোমুখি হয়ে তালিবান সম্পর্কে তার মতামত রেখেছেন। আফ্রিদি বলেছেন, তালিবানদের মানসিকতা খুবই পজেটিভ, তারা মেয়েদের সন্মান করে। শুধু এই নয়, আফ্রিদির মতে তালিবানরা ক্রিকেট খেলা পছন্দ করে। আফ্রিদির এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে আফ্রিদিকে বলতে দেখা যাচ্ছে, “তালিবানরা খুব পজেটিভ মাইন্ড নিয়ে এসেছে।” আফ্রিদির মতে তালিবানরা অনেক উচ্চ মানের চিন্তা ভাবনা করে এবং মহিলাদের কাজ কর্মের সুযোগ দেয়। তবে এমন মন্তব্য করার পেছনে কি কারণ তা এখনও কেউ ধরে উঠতে পারেনি। আফ্রিদির এই মন্তব্যের পর সাংবাদিক নাইলা ইনায়েত বলেছেন, “আফ্রিদি তালিবান পক্ষ থেকে প্রধানমন্ত্রী হতে চলেছেন তাই হয়তো এমন কথা বলেছেন।” ❝Taliban have come with a very positive mind. They're allowi

যাওয়ার সময় তালিবানদের জন্য বিমান, হেলিকপ্টার আর অসহার আফগানদের রেখে গেল আমেরিকা

Image
নয়া দিল্লিঃ  তালিবানের ডেডলাইনের একদিন আগেই আফগানিস্তান ছাড়ল মার্কিন সেনা। এখন গোটা দেশেই তালিবানদের শাসন কায়েম হবে। যদিও, গোটা দেশ বলা ভুল হবে, কারণ তালিবানরা এখন পঞ্জশির দখল করতে পারেনি। তবে শেষ মার্কিন বিমান সোমবার আকাশে উড়তেই তালিবানরা কাবুল এয়ারপোর্টে ঢুকে পড়ে আর হাওয়ায় ফায়ারিং করে খুশি জাহির করে। তালিবানরা এই অবসরে বাজিও ফাটায়। শেষ বিমানের সাথেই আফগানিস্তানে আমেরিকার ২০ বছরে যুদ্ধ শেষ হল। ডেইলি মেল-র রিপোর্ট অনুযায়ী, শেষ মার্কিন বিমান আকাশে উড়তেই তালিবানরা কাবুল এয়ারপোর্টে ঢুকে পড়ে আর উৎসব পালন করতে শুরু করে দেয়। কাবুলের আকাশে রংবেরঙের বাজি দেখা যায়। যদিও, সাধারণ আফগান নাগরিকরা এখন আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে। মার্কিন সেনা কিছু হেলিকপ্টার আর বিমান কাবুল বিমানবন্দরে ছেড়ে চলে যায়। তালিবানিরা সেই বিমান এবং হেলিকপ্টার গুলির নিরীক্ষণ করা শুরু করে দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে মার্কিন সেনা ফেরত যেতেই তালিবানরা খুশিতে পাগল হয়ে যায়। তাঁরা হাওয়ায় ফায়ারিং করতে করতে বিমানবন্দরে দাখিল হয় এবং বাচ্চাদের মতো মার্কিন সেনার ছেড়ে যাওয়া বিমান এবং হেলিকপ্টারগুলির সামনে গিয়ে ছবি তুলতে থাকে। তবে এ

পাকিস্তানে জন্মাষ্টমী পালন করছিল হিন্দুরা! ক্ষেপে উঠে আক্রমণ চালাল কট্টরপন্থীরা

ভারত দেশ বিভাজিত হয়ে পাকিস্তান তৈরি হওয়ার পর থেকে হিন্দু, শিখদের উপর যে অত্যাচার শুরু হয়েছে তা থামার নাম নেয়নি। তাজা খবর সিন্ধের খিপ্র থেকে সামনে আসছে। যেখানে জন্মাষ্টমী উপলক্ষে ভগবান কৃষ্ণের পূজা করা হিন্দুদের উপর হামলা করা হয়েছে। একই সাথে ভগবান কৃষ্ণের মূর্তিকে খণ্ডিত করা হয়েছে। যে এলকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকা জোরপূর্বক ধৰ্ম পরিবর্তন করানোর জন্য কুখ্যাত। প্রাপ্ত খবর অনুযায়ী, সোমবার দিন পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের লোকজন জন্মাষ্টমী উপলক্ষে পুজো অর্চনা করছিলেন। আর এটা দেখেই পাকিস্তানের কট্টরপন্থীরা ক্ষেপে উঠে। তারা মূর্তি পূজা বন্ধ করার জন্য ভীড় জমা করে এবং হিন্দুদের সাথে মারপিট করতে উদ্যত হয়। এরপর উন্মাদীদের ভীড় ভগবান কৃষ্ণের মূর্তি ক্ষতিগ্রস্ত করে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। পাকিস্তানের এক্টিভিস্ট ও উকিল রাহাত অস্টিন টুইট করে বলেছেন, “পাকিস্তানের খিপ্র প্রান্তে হিন্দুদের উপর হামলা করা হয়েছে। হিন্দুদের দেবতা ভগবান কৃষ্ণের মূর্তি ভাঙচুর করা হয়েছে। ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হচ্ছিল এতেই ক্ষেপে গিয়ে কট্টরপন্থীর এমন কাজ করেছে।” In Khipro, some vandalized mor

পাকিস্তানে জন্মাষ্টমী পালন করছিল হিন্দুরা! ক্ষেপে উঠে আক্রমণ চালাল কট্টরপন্থীরা

ভারত দেশ বিভাজিত হয়ে পাকিস্তান তৈরি হওয়ার পর থেকে হিন্দু, শিখদের উপর যে অত্যাচার শুরু হয়েছে তা থামার নাম নেয়নি। তাজা খবর সিন্ধের খিপ্র থেকে সামনে আসছে। যেখানে জন্মাষ্টমী উপলক্ষে ভগবান কৃষ্ণের পূজা করা হিন্দুদের উপর হামলা করা হয়েছে। একই সাথে ভগবান কৃষ্ণের মূর্তিকে খণ্ডিত করা হয়েছে। যে এলকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকা জোরপূর্বক ধৰ্ম পরিবর্তন করানোর জন্য কুখ্যাত। প্রাপ্ত খবর অনুযায়ী, সোমবার দিন পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের লোকজন জন্মাষ্টমী উপলক্ষে পুজো অর্চনা করছিলেন। আর এটা দেখেই পাকিস্তানের কট্টরপন্থীরা ক্ষেপে উঠে। তারা মূর্তি পূজা বন্ধ করার জন্য ভীড় জমা করে এবং হিন্দুদের সাথে মারপিট করতে উদ্যত হয়। এরপর উন্মাদীদের ভীড় ভগবান কৃষ্ণের মূর্তি ক্ষতিগ্রস্ত করে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। পাকিস্তানের এক্টিভিস্ট ও উকিল রাহাত অস্টিন টুইট করে বলেছেন, “পাকিস্তানের খিপ্র প্রান্তে হিন্দুদের উপর হামলা করা হয়েছে। হিন্দুদের দেবতা ভগবান কৃষ্ণের মূর্তি ভাঙচুর করা হয়েছে। ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হচ্ছিল এতেই ক্ষেপে গিয়ে কট্টরপন্থীর এমন কাজ করেছে।” In Khipro, some vandalized mor

তালিবানকে জব্দ করতে মাঠে নামল ওয়ার্ল্ড ব্যাঙ্ক! করল বড়ো ঘোষণা

আফগানিস্তান এখন তালিবানদের দখলে। দেশ ছেড়ে চলে গেছেন আফগান প্রেসিডেন্ট সহ একাধিক কর্মকর্তারা। আফগান নাগরিকদের সঙ্গে সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরাও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন সরকার গঠন করছে জিহাদী সংগঠনগুলিও। আমেরিকা-ভারত সহ বহু দেশ নিজের দেশের নাগরিকদের ফেরাতে উদ্যোগ নিয়েছে। কিন্তু এবার তালিবানকে চাপে ফেলতে আফগানিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। সূত্রের খবর অনুযায়ী, তালিবানদেরর ওপর চাপ সৃষ্টি করতে কাবুলকে আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। এর আগে কাবুলকে আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক অর্থ তহবিল। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার সেন্ট্রাল ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ এবং অন্যান্য মার্কিন আর্থিক প্রতিষ্ঠানে রাখা প্রায় ১০০ কোটি ডলার ‘ফ্রিজ’ করে দিয়েছে। কিন্তু জানানো হয়েছে, ওই অর্থ তালিবান নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে। বর্তমানে আফগানিস্তানে বিশ্ব ব্যাঙ্কের একাধিক প্রকল্প চালু রয়েছে। পরিসংখ্যান বলছে, আফগানিস্তানের ২০০ কোটি ডলার জিডিপির প্রায় ৪৩ শতাংশ বিদেশী অনুদানের ওপ

ঘুম উড়বে চিন-পাকিস্তানের, ১৪ হাজার কোটি টাকার স্বদেশী মিসাইল-হেলিকপ্টার কিনছে সেনা

নয়া দিল্লিঃ  মেক ইন ইন্ডিয়া পরিকল্পনাকে আরও শক্তিশালী করার জন্য ভারতীয় সেনা ১৪ হাজার কোটি টাকার স্বদেশী মিসাইল আর হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে। মেক ইন ইন্ডিয়া অনুযায়ী ভারতীয় সেনা আকাশ-এস এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের দুটি রেজিমেন্ট আর ২৫টি উন্নত হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই কেনাকাটার জন্য সরকারের কাছে ১৪ হাজার কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী, ভারতীয় সেনার এই প্রস্তাব প্রতিরক্ষা মন্ত্রালয়ের কাছে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই এই প্রস্তাবকে মঞ্জুর করা হবে। আশা করা হচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ খুব শীঘ্রই এই বিষয়ে একটি হাই-লেভেল বৈঠক করতে পারেন। উল্লেখ্য, আকাশ-এস মিসাইল একটি স্বদেশী হাতিয়ারের পাশাপাশি আকাশ মিসাইল প্রণালির একটি উন্নত সংস্করণ। আকাশ-এস মিসাইল ২৫ থেকে-৩০ কিমি দূরে থাকা শত্রুদের বিমান আর ক্রুজ মিসাইলকে নিশানা বানিয়ে ধ্বংস করতে সক্ষম। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মিসাইল লাদাখের মতো অত্যাধিক ঠাণ্ডা অঞ্চলেও শত্রু পক্ষকে জবাব দিতে সক্ষম। আকাশ-এস মিসাইল চিন আর পাকিস্তান সীমান্তে যে ভারতের জন্য সজাগ প্রহরী হতে চলেছে, সেটা বলাই বাহুল্য। প

তালিবানকে জব্দ করতে মাঠে নামল ওয়ার্ল্ড ব্যাঙ্ক! করল বড়ো ঘোষণা

আফগানিস্তান এখন তালিবানদের দখলে। দেশ ছেড়ে চলে গেছেন আফগান প্রেসিডেন্ট সহ একাধিক কর্মকর্তারা। আফগান নাগরিকদের সঙ্গে সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরাও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন সরকার গঠন করছে জিহাদী সংগঠনগুলিও। আমেরিকা-ভারত সহ বহু দেশ নিজের দেশের নাগরিকদের ফেরাতে উদ্যোগ নিয়েছে। কিন্তু এবার তালিবানকে চাপে ফেলতে আফগানিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। সূত্রের খবর অনুযায়ী, তালিবানদেরর ওপর চাপ সৃষ্টি করতে কাবুলকে আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। এর আগে কাবুলকে আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক অর্থ তহবিল। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার সেন্ট্রাল ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ এবং অন্যান্য মার্কিন আর্থিক প্রতিষ্ঠানে রাখা প্রায় ১০০ কোটি ডলার ‘ফ্রিজ’ করে দিয়েছে। কিন্তু জানানো হয়েছে, ওই অর্থ তালিবান নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে। বর্তমানে আফগানিস্তানে বিশ্ব ব্যাঙ্কের একাধিক প্রকল্প চালু রয়েছে। পরিসংখ্যান বলছে, আফগানিস্তানের ২০০ কোটি ডলার জিডিপির প্রায় ৪৩ শতাংশ বিদেশী অনুদানের ওপ

আগে শোনা যেত পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান, আজ শোনা গেল মধুর কৃষ্ণনাম! ভাইরাল কাশ্মীরের ভিডিও

জম্মু কাশ্মীর থেকে ধারা ৩৭০ অপসারণের ফলে কি পরিবর্তন ঘটেছে তা আরো একবার দেশের কাছে স্পষ্টরূপে পরিস্ফুটিত হলো। আজ দেশ জুড়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে। আর আজকের এই বিশেষ দিন কাশ্মীরি পণ্ডিতদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজ ৩২ বছর পর উত্তর কাশ্মীরের হান্ডওয়ারায় জন্মাষ্টমী উপলক্ষে প্রভাতফেরি বের করা হয়েছিল। আজকের এই শুভক্ষণে কাশ্মীরি পণ্ডিতরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেশকে করোনা মুক্ত করার প্রার্থনা করেন। এই পরিপ্রেক্ষিতে লালচক থেকে এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে হিন্দুদের জন্মাষ্টমী শোভাযাত্রা দেখা যাচ্ছে। অনেক ইউজার লিখেছেন, “যেখানে আগে পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান শোনা যেত, আজ সেখানেই জন্মাষ্টমী পালিত হচ্ছে। এটাই ৩৭০ ধারা অপসারণের ফল।” এর আগে ১৯৮৯ সালে কাশ্মীর জন্মাষ্টমীর অনুষ্ঠান আয়োজিত হত। প্রভাতফেরি শুভারম্ভ গণপথ্যর মণ্ডির থেকে হয়। এরপর প্রভাতফেরি জেন্দার মহল্লা, জাহাঙ্গীর চক, মৌলানা আজাদ রোড হয়ে রেসিডেন্সি রোডে যায়। लाल चौक पर पाकिस्तान जिन्दाबाद से जन्माष्टमीकी झांकी निकलने तक: 7 साल में बदलते कश्मीर की तस्वीर #NayaKashmir #LalChowk pic.twitter.com/MbONbfjOzY — Modi B

বীর সাভারকারকে সন্মান দিতে বড়ো ঘোষণা দিল্লী ইউনিভার্সিটির! কোনঠাসা সাভারকার বিরোধীরা

বিনায়ক দামোদর সাভারকার কে দেশবাসী তার স্বাধীনতা সংগ্রামে বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘বীর সাভারকার’ নামে অভিহিত করেছেন। “নাসিক ষড়যন্ত্র” মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তিনি কখনও আন্দামানের সেলুলার জেল, আবার কখন‌ও মহারাষ্ট্রের রত্নগিরি জেল বা কখনো গৃহবন্দি অবস্থায় মোট ২৭ বছর বন্দী ছিলেন। তিনি জ্যোতি বসু, জহরলাল নেহেরুর মতোই ব্যারিস্টার ছিলেন। এমনকি তিনি ‘মিত্রমেলা’ এবং পরবর্তীকালে ‘অভিনব ভারত’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাঁর অসাধারণ সাংগঠনিক দক্ষতার পরিচয় তুলে ধরেন অর্থাৎ এদের মতো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী পদের দাবিদার হওয়া সত্বেও তিনি আজন্ম দেশপ্রেমিক হিসেবে রয়ে গেছেন। তাঁর কাছে মানবসেবায় ছিল সর্বাগ্রে, কোন‌ও মন্ত্রীত্ব নয়। অবশেষে বীর সাভারকরের নামে কলেজ খোলার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। DU সূত্রে খবর, বিশ্ববিদ্যালয় অধীনস্থ দুটি নতুন কলেজ খোলা হবে। যার মধ্যে একটির নাম হবে বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকরের নামে। অপরটির নাম হবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে। এর পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ এবং

আগে শোনা যেত পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান, আজ শোনা গেল মধুর কৃষ্ণনাম! ভাইরাল কাশ্মীরের ভিডিও

জম্মু কাশ্মীর থেকে ধারা ৩৭০ অপসারণের ফলে কি পরিবর্তন ঘটেছে তা আরো একবার দেশের কাছে স্পষ্টরূপে পরিস্ফুটিত হলো। আজ দেশ জুড়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে। আর আজকের এই বিশেষ দিন কাশ্মীরি পণ্ডিতদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজ ৩২ বছর পর উত্তর কাশ্মীরের হান্ডওয়ারায় জন্মাষ্টমী উপলক্ষে প্রভাতফেরি বের করা হয়েছিল। আজকের এই শুভক্ষণে কাশ্মীরি পণ্ডিতরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেশকে করোনা মুক্ত করার প্রার্থনা করেন। এই পরিপ্রেক্ষিতে লালচক থেকে এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে হিন্দুদের জন্মাষ্টমী শোভাযাত্রা দেখা যাচ্ছে। অনেক ইউজার লিখেছেন, “যেখানে আগে পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান শোনা যেত, আজ সেখানেই জন্মাষ্টমী পালিত হচ্ছে। এটাই ৩৭০ ধারা অপসারণের ফল।” এর আগে ১৯৮৯ সালে কাশ্মীর জন্মাষ্টমীর অনুষ্ঠান আয়োজিত হত। প্রভাতফেরি শুভারম্ভ গণপথ্যর মণ্ডির থেকে হয়। এরপর প্রভাতফেরি জেন্দার মহল্লা, জাহাঙ্গীর চক, মৌলানা আজাদ রোড হয়ে রেসিডেন্সি রোডে যায়। लाल चौक पर पाकिस्तान जिन्दाबाद से जन्माष्टमीकी झांकी निकलने तक: 7 साल में बदलते कश्मीर की तस्वीर #NayaKashmir #LalChowk pic.twitter.com/MbONbfjOzY — Modi B

বীর সাভারকারকে সন্মান দিতে বড়ো ঘোষণা দিল্লী ইউনিভার্সিটির! কোনঠাসা সাভারকার বিরোধীরা

বিনায়ক দামোদর সাভারকার কে দেশবাসী তার স্বাধীনতা সংগ্রামে বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘বীর সাভারকার’ নামে অভিহিত করেছেন। “নাসিক ষড়যন্ত্র” মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তিনি কখনও আন্দামানের সেলুলার জেল, আবার কখন‌ও মহারাষ্ট্রের রত্নগিরি জেল বা কখনো গৃহবন্দি অবস্থায় মোট ২৭ বছর বন্দী ছিলেন। তিনি জ্যোতি বসু, জহরলাল নেহেরুর মতোই ব্যারিস্টার ছিলেন। এমনকি তিনি ‘মিত্রমেলা’ এবং পরবর্তীকালে ‘অভিনব ভারত’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাঁর অসাধারণ সাংগঠনিক দক্ষতার পরিচয় তুলে ধরেন অর্থাৎ এদের মতো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী পদের দাবিদার হওয়া সত্বেও তিনি আজন্ম দেশপ্রেমিক হিসেবে রয়ে গেছেন। তাঁর কাছে মানবসেবায় ছিল সর্বাগ্রে, কোন‌ও মন্ত্রীত্ব নয়। অবশেষে বীর সাভারকরের নামে কলেজ খোলার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। DU সূত্রে খবর, বিশ্ববিদ্যালয় অধীনস্থ দুটি নতুন কলেজ খোলা হবে। যার মধ্যে একটির নাম হবে বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকরের নামে। অপরটির নাম হবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে। এর পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ এবং

পুজোর আগে দেশবাসীর জন্য বড়ো ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর! উপহার পাবেন ৪৩ কোটি জনতা

প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ৪৩ কোটি জন-ধন অ্যাকাউন্টধারী গ্রাহকরা পেতে চলেছেন বিশেষ সুবিধা। যার ফলে অ্যাকাউন্ট হোল্ডাররা পেতে পারেন জীবন বীমা এবং দুর্ঘটনা কভার। প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বীমা এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বীমার আওতায় এই বীমা কভার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে শনিবার এক বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ইতিমধ্যে ব্যাঙ্কগুলোকে এই বিষয়ে সবকিছু জানানো হয়েছে। এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন প্রায় ৪৩ কোটি জন-ধন অ্যাকাউন্টধারী গ্রাহক। প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বীমার অধীনে, প্রতিদিন ১ টাকারও কম প্রিমিয়াম জমা দিতে হয়। এই বীমার আওতায় বছরে প্রায় ৩৩০ টাকা জমা দিয়ে ২ লক্ষ টাকা অবধি জীবন বীমা পেতে পারেন গ্রাহক। এছাড়াও, বছরে ১২ টাকার প্রিমিয়ামের বিনিময়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বীমার অধীনে দুর্ঘটনাজনিত মৃত্যু এবং বিকলাঙ্গদের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত বীমার ব্যবস্থা রয়েছে। আংশিক বিকলাঙ্গদের জন্য রয়েছে ১ লক্ষ পর্যন্ত টাকার বন্দোবস্ত। মাত্র ৩৪২ টাকা প্রিমিয়াম জমা দিয়েই, কোন ব্যক্তি বছরে ৪ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভার পেতে পারেন। প্রধানমন্ত

পুজোর আগে দেশবাসীর জন্য বড়ো ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর! উপহার পাবেন ৪৩ কোটি জনতা

প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ৪৩ কোটি জন-ধন অ্যাকাউন্টধারী গ্রাহকরা পেতে চলেছেন বিশেষ সুবিধা। যার ফলে অ্যাকাউন্ট হোল্ডাররা পেতে পারেন জীবন বীমা এবং দুর্ঘটনা কভার। প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বীমা এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বীমার আওতায় এই বীমা কভার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে শনিবার এক বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ইতিমধ্যে ব্যাঙ্কগুলোকে এই বিষয়ে সবকিছু জানানো হয়েছে। এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন প্রায় ৪৩ কোটি জন-ধন অ্যাকাউন্টধারী গ্রাহক। প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বীমার অধীনে, প্রতিদিন ১ টাকারও কম প্রিমিয়াম জমা দিতে হয়। এই বীমার আওতায় বছরে প্রায় ৩৩০ টাকা জমা দিয়ে ২ লক্ষ টাকা অবধি জীবন বীমা পেতে পারেন গ্রাহক। এছাড়াও, বছরে ১২ টাকার প্রিমিয়ামের বিনিময়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বীমার অধীনে দুর্ঘটনাজনিত মৃত্যু এবং বিকলাঙ্গদের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত বীমার ব্যবস্থা রয়েছে। আংশিক বিকলাঙ্গদের জন্য রয়েছে ১ লক্ষ পর্যন্ত টাকার বন্দোবস্ত। মাত্র ৩৪২ টাকা প্রিমিয়াম জমা দিয়েই, কোন ব্যক্তি বছরে ৪ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভার পেতে পারেন। প্রধানমন্ত

মোদী জামানায় বদলাল কাশ্মীরের চিত্র, ৩২ বছর পর পালিত হল শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর উৎসব

Image
শ্রীনগরঃ  আজ দেশ জুড়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে। আর আজকের এই বিশেষ দিন কাশ্মীরি পণ্ডিতদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজ ৩২ বছর পর উত্তর কাশ্মীরের হান্ডওয়ারায় জন্মাষ্টমী উপলক্ষে প্রভাতফেরি বের করা হয়েছিল। আজকের এই শুভক্ষণে কাশ্মীরি পণ্ডিতরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেশকে করোনা মুক্ত করার প্রার্থনা করেন। এর আগে ১৯৮৯ সালে কাশ্মীর জন্মাষ্টমীর অনুষ্ঠান আয়োজিত হত। প্রভাতফেরি শুভারম্ভ গণপথ্যর মণ্ডির থেকে হয়। এরপর প্রভাতফেরি জেন্দার মহল্লা, জাহাঙ্গীর চক, মৌলানা আজাদ রোড হয়ে রেসিডেন্সি রোডে যায়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কাশ্মীরি পণ্ডিতরা জানান, কাশ্মীর ভ্রাতৃত্ববোধের জন্য বিখ্যাত। অন্য জায়গার মানুষ এখানে আসুক আর কাশ্মীরের একতাকে নিজের চোখে দেখে যাক। কাশ্মীরি পণ্ডিতরা প্রভাতফেরি বের করতে সহায়তা করার জন্য স্থানীয়দের ধন্যবাদও জানান। এই অনুষ্ঠানের জন্য আগে থেকেই সুরক্ষা কড়া বন্দোবস্ত করা হয়েছিল। স্থানীয়রা জায়গায় জায়গায় শ্রীকৃষ্ণের প্রভাতফেরিকে স্বাগত জানায়। প্রভাতফেরিতে কৃষ্ণ ভক্তদের রাস্তায় ‘হরে কৃষ্ণ” গানের তালে তালে নাচতে দেখা যায়। The post মোদী জামানায় বদলাল কাশ্মীরের চিত্র, ৩২ বছ

মোদী জামানায় বদলাল কাশ্মীরের চিত্র, ৩২ বছর পর পালিত হল শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর উৎসব

Image
শ্রীনগরঃ  আজ দেশ জুড়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে। আর আজকের এই বিশেষ দিন কাশ্মীরি পণ্ডিতদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজ ৩২ বছর পর উত্তর কাশ্মীরের হান্ডওয়ারায় জন্মাষ্টমী উপলক্ষে প্রভাতফেরি বের করা হয়েছিল। আজকের এই শুভক্ষণে কাশ্মীরি পণ্ডিতরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেশকে করোনা মুক্ত করার প্রার্থনা করেন। এর আগে ১৯৮৯ সালে কাশ্মীর জন্মাষ্টমীর অনুষ্ঠান আয়োজিত হত। প্রভাতফেরি শুভারম্ভ গণপথ্যর মণ্ডির থেকে হয়। এরপর প্রভাতফেরি জেন্দার মহল্লা, জাহাঙ্গীর চক, মৌলানা আজাদ রোড হয়ে রেসিডেন্সি রোডে যায়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কাশ্মীরি পণ্ডিতরা জানান, কাশ্মীর ভ্রাতৃত্ববোধের জন্য বিখ্যাত। অন্য জায়গার মানুষ এখানে আসুক আর কাশ্মীরের একতাকে নিজের চোখে দেখে যাক। কাশ্মীরি পণ্ডিতরা প্রভাতফেরি বের করতে সহায়তা করার জন্য স্থানীয়দের ধন্যবাদও জানান। এই অনুষ্ঠানের জন্য আগে থেকেই সুরক্ষা কড়া বন্দোবস্ত করা হয়েছিল। স্থানীয়রা জায়গায় জায়গায় শ্রীকৃষ্ণের প্রভাতফেরিকে স্বাগত জানায়। প্রভাতফেরিতে কৃষ্ণ ভক্তদের রাস্তায় ‘হরে কৃষ্ণ” গানের তালে তালে নাচতে দেখা যায়। The post মোদী জামানায় বদলাল কাশ্মীরের চিত্র, ৩২ বছ

‘সাহস থাকলে পদ ছেড়ে নির্বাচনে লড়ে দেখান” দলত্যাগী বিধায়ককে চ্যালেঞ্জ সৌমিত্র খাঁয়ের

কলকাতাঃ একসময় ছিলেন তৃণমূলের (All India Trinamool Congress) দাপুটে নেতা তথা বিষ্ণুপুরের স্বনামধন্য ব্যবসায়ী। বিষ্ণুপুর শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতিও ছিলেন তিনি। এরপর একুশের বিধানসভা ভোটের কিছু আগে বিজেপিতে যোগ দেন। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের ১২ ঘণ্টা আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তন্ময় ঘোষ (Tanmoy Ghosh)। বিজেপির টিকিটে জয়লাভ করে বিষ্ণুপুর বিধানসভার বিধায়কও হয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই মোহভঙ্গ। সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে এদিন তৃণমূলে যোগ দেন বিজেপির বিধায়ক তন্ময় ঘোষ। তিনি তৃণমূলে যোগ দিয়ে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে শামিল হতেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।” বিজেপির বিধায়ককে দলে টেনে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, আগামী দিনে আরও কয়েকজন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেবেন। তন্ময় ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর মুখ খুলছেন বাঁকুড়া বিষ্ণুপুরের সাংসদ তথা বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এদিন তিনি ফেসবুকে লাইভে এসে তন্ময় ঘোষকে বিশেষ

‘সাহস থাকলে পদ ছেড়ে নির্বাচনে লড়ে দেখান” দলত্যাগী বিধায়ককে চ্যালেঞ্জ সৌমিত্র খাঁয়ের

কলকাতাঃ একসময় ছিলেন তৃণমূলের (All India Trinamool Congress) দাপুটে নেতা তথা বিষ্ণুপুরের স্বনামধন্য ব্যবসায়ী। বিষ্ণুপুর শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতিও ছিলেন তিনি। এরপর একুশের বিধানসভা ভোটের কিছু আগে বিজেপিতে যোগ দেন। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের ১২ ঘণ্টা আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তন্ময় ঘোষ (Tanmoy Ghosh)। বিজেপির টিকিটে জয়লাভ করে বিষ্ণুপুর বিধানসভার বিধায়কও হয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই মোহভঙ্গ। সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে এদিন তৃণমূলে যোগ দেন বিজেপির বিধায়ক তন্ময় ঘোষ। তিনি তৃণমূলে যোগ দিয়ে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে শামিল হতেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।” বিজেপির বিধায়ককে দলে টেনে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, আগামী দিনে আরও কয়েকজন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেবেন। তন্ময় ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর মুখ খুলছেন বাঁকুড়া বিষ্ণুপুরের সাংসদ তথা বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এদিন তিনি ফেসবুকে লাইভে এসে তন্ময় ঘোষকে বিশেষ

রাকেশ টিকাইতের হাঙ্গামার কারণে আপেল চাষিদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি, থানায় দায়ের অভিযোগ

কাঙরাঃ  শনিবার আচমকাই হিমাচল প্রদেশের সোলনের কৃষি মণ্ডিতে পৌঁছে যান কৃষক নেতা রাকেশ টিকাইত। তাঁর আচমকা এই সফরের কারণে প্রায় ঘণ্টা খানেই কৃষি মণ্ডির কাজ বন্ধ হয়ে যায়। আর এই কারণে প্রায় ৫ হাজার আপেলের পেটি বিক্রি হয়নি। যার দরুন কৃষকদের সাড়ে সাত লক্ষ টাকার ক্ষতি হয়। শনিবার সোলনের মণ্ডিতে প্রায় ২০ হাজার আপেলের পেটি বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মণ্ডিতে ব্যবসায়ীরা আপেল কেনা-বেচা করে। আর এই ব্যবসার সময় রাকেশ টিকাইত আচমকাই পৌঁছে যান। সকাল ১০টা নাগাদ টিকাইত সেখানে গিয়েছিলেন। আর এরপর তাঁর সমর্থকরা সেখানে স্লোগানবাজি শুরু করে দেয়, যার জেরে সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। অনেক ব্যবসায়ী এবং আপেল চাষি টিকাইতের এই কাজের বিরোধিতা করেন। টিকাইতের এই কার্যক্রম ৩০ মিনিটের উপরে চলেছে। আর তাঁর এই কার্যক্রমের কারণে ব্যবসা বন্ধ হয়ে যায় এবং ৫ হাজার আপেলের পেটি বিক্রি হয়নি। মণ্ডিতে টিকাইত সমর্থকদের হাঙ্গামার কারণে অনেক ব্যবসায়ী সেখান থেকে চলে যান। এরপর সোলন মণ্ডির এক আড়ৎদার টিকাইতের বিরুদ্ধে সোলন থানায় অভিযোগ দায়ের করেন। আড়ৎদার বিকি জানান, টিকাইত ফল মণ্ডিতে ঢুকে তাঁর সঙ্গ