মোদী জামানায় বদলাল কাশ্মীরের চিত্র, ৩২ বছর পর পালিত হল শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর উৎসব

শ্রীনগরঃ আজ দেশ জুড়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে। আর আজকের এই বিশেষ দিন কাশ্মীরি পণ্ডিতদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজ ৩২ বছর পর উত্তর কাশ্মীরের হান্ডওয়ারায় জন্মাষ্টমী উপলক্ষে প্রভাতফেরি বের করা হয়েছিল। আজকের এই শুভক্ষণে কাশ্মীরি পণ্ডিতরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেশকে করোনা মুক্ত করার প্রার্থনা করেন।

এর আগে ১৯৮৯ সালে কাশ্মীর জন্মাষ্টমীর অনুষ্ঠান আয়োজিত হত। প্রভাতফেরি শুভারম্ভ গণপথ্যর মণ্ডির থেকে হয়। এরপর প্রভাতফেরি জেন্দার মহল্লা, জাহাঙ্গীর চক, মৌলানা আজাদ রোড হয়ে রেসিডেন্সি রোডে যায়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কাশ্মীরি পণ্ডিতরা জানান, কাশ্মীর ভ্রাতৃত্ববোধের জন্য বিখ্যাত। অন্য জায়গার মানুষ এখানে আসুক আর কাশ্মীরের একতাকে নিজের চোখে দেখে যাক। কাশ্মীরি পণ্ডিতরা প্রভাতফেরি বের করতে সহায়তা করার জন্য স্থানীয়দের ধন্যবাদও জানান।

এই অনুষ্ঠানের জন্য আগে থেকেই সুরক্ষা কড়া বন্দোবস্ত করা হয়েছিল। স্থানীয়রা জায়গায় জায়গায় শ্রীকৃষ্ণের প্রভাতফেরিকে স্বাগত জানায়। প্রভাতফেরিতে কৃষ্ণ ভক্তদের রাস্তায় ‘হরে কৃষ্ণ” গানের তালে তালে নাচতে দেখা যায়।

The post মোদী জামানায় বদলাল কাশ্মীরের চিত্র, ৩২ বছর পর পালিত হল শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর উৎসব first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3sWauDM
via IFTTT

Comments

Popular posts from this blog

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

‘ভোটে গোপনে তৃণমূলের হয়েই কাজ করেছি” বিজেপি ছেড়ে TMC তে ফেরার আর্জি প্রাক্তন মন্ত্রীর

all links of India Rag