Posts

Showing posts from July, 2020

ঈদের দিনেই পাকিস্তানের গভর্নমেন্ট ওয়েবসাইট হ্যাক, লেখা হলো PKMKB পাকিস্তান কি * * * *

Image
নয়া দিল্লীঃ  ভারত (INDIA) আর পাকিস্তানের (Pakistan) লড়াই যে শুধু সীমান্তেই হয় না, সেটা আশাকরি সবারই জানা আছে। সাধারণ ভারতীয়রাও এই লড়াইয়ে অংশ নেন, তবে বন্দুক নিয়ে অথবা কামান নিয়ে নয়। এই লড়াই হয় কম্পিউটার আর কিবোর্ড নিয়ে। এবারও এরকমই কিছু দেখা গেলো। সোশ্যাল মিডিয়ায় Anshul Saxena নামের এক ভারতীয় হ্যাকার পাকিস্তানের সরকারি ওয়েব সাইট হ্যাক করে সেখানে লিখে দিয়ে এলো … PKMKB। অনশুল নিজের ফেসবুক পেজে এই তথ্য শেয়ার করেন। সকাল সকাল নিজের ফেসবুক পেজ থেকে অনশুল একটি পাকিস্তানি সরকারি ওয়েব সাইটের ঠিকানা দেন। ওই ওয়েব সাইটটি হল www.kpkep.gov.pk। ওই পোস্টে তিনি লেখেন, ‘শুভ সকাল বন্ধুরা, পাকিস্তানের বিদ্যুত বিভাগ। মজা করো, পরে পোস্টটা মুছে দেবো।” ওই পোস্টে তিনি একটি ছবিও অ্যাড করেন, যেখানে ওনার আর ওনার টিমের মেম্বারদের ছবি দেখা যায়। আর ওই সমস্ত ছবি গুলো পাকিস্তানের ওই সরকারি ওয়েবসাইটে আপলোড করা। উল্লেখ্য, এটাই প্রথম না যে অনশুল আর তাঁর টিম পাকিস্তানের কোন ওয়েবসাইট হ্যাক করে নিজের ফেসবুক পেজে পোস্ট করল। এর আগেও অনশুল পাকিস্তানের শয়ে শয়ে ওয়েবসাইট হ্যাক করেছিল আর সেগুলো নিজের পেজে পোস্ট করেছিল। আর সমস্ত

ঈদের দিনেই পাকিস্তানের গভর্নমেন্ট ওয়েবসাইট হ্যাক, লেখা হলো PKMKB পাকিস্তান কি * * * *

Image
নয়া দিল্লীঃ  ভারত (INDIA) আর পাকিস্তানের (Pakistan) লড়াই যে শুধু সীমান্তেই হয় না, সেটা আশাকরি সবারই জানা আছে। সাধারণ ভারতীয়রাও এই লড়াইয়ে অংশ নেন, তবে বন্দুক নিয়ে অথবা কামান নিয়ে নয়। এই লড়াই হয় কম্পিউটার আর কিবোর্ড নিয়ে। এবারও এরকমই কিছু দেখা গেলো। সোশ্যাল মিডিয়ায় Anshul Saxena নামের এক ভারতীয় হ্যাকার পাকিস্তানের সরকারি ওয়েব সাইট হ্যাক করে সেখানে লিখে দিয়ে এলো … PKMKB। অনশুল নিজের ফেসবুক পেজে এই তথ্য শেয়ার করেন। সকাল সকাল নিজের ফেসবুক পেজ থেকে অনশুল একটি পাকিস্তানি সরকারি ওয়েব সাইটের ঠিকানা দেন। ওই ওয়েব সাইটটি হল www.kpkep.gov.pk। ওই পোস্টে তিনি লেখেন, ‘শুভ সকাল বন্ধুরা, পাকিস্তানের বিদ্যুত বিভাগ। মজা করো, পরে পোস্টটা মুছে দেবো।” ওই পোস্টে তিনি একটি ছবিও অ্যাড করেন, যেখানে ওনার আর ওনার টিমের মেম্বারদের ছবি দেখা যায়। আর ওই সমস্ত ছবি গুলো পাকিস্তানের ওই সরকারি ওয়েবসাইটে আপলোড করা। উল্লেখ্য, এটাই প্রথম না যে অনশুল আর তাঁর টিম পাকিস্তানের কোন ওয়েবসাইট হ্যাক করে নিজের ফেসবুক পেজে পোস্ট করল। এর আগেও অনশুল পাকিস্তানের শয়ে শয়ে ওয়েবসাইট হ্যাক করেছিল আর সেগুলো নিজের পেজে পোস্ট করেছিল। আর সমস্ত

যৌনকর্মীর কন্যা সন্তানদের সমস্ত দায়িত্ব নেওয়ার ঘোষণা করলেন গৌতম গম্ভীর

Image
নয়া দিল্লীঃ  প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা পূর্ব দিল্লী থেকে বিজেপির সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir) যৌনকর্মীদের মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি দারুন কাজ শুরু করলেন। গৌতম গম্ভীর দিল্লীর জেবি রোড এরিয়াতে কাজ করার ২৫ জন যৌনকর্মীর কন্যা সন্তানদের সমস্ত দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেছেন। উনি বলেছেন, তাঁদের শিক্ষা, স্বাস্থ্য আর তাঁদের জীবন যাপনের সাথে যুক্ত সমস্ত প্রয়োজন ওনার দ্বারা চালানো সংস্থা মেটাবে। আজ থেকেই এই কাজের শুভারম্ভ হবে। গৌতম গম্ভীর বলেন, ‘সমাজে প্রতিটি ব্যাক্তির সুন্দর জীবনযাপন করার অধিকার আছে আর আমি নিশ্চিত করতে চাই যে এই বাচ্চা গুলো যেন সেই সুযোগ পায়। আমি চাই এরা নিজের স্বপ্ন পূরণ করুক। আমি তাঁদের জীবিকা, শিক্ষা আর স্বাস্থ্য এবং সমস্ত প্রয়োজন মেটাব।” উনি বলেন, এই সময় ১০ জন বাচ্চাকে বেছে নেওয়া হয়েছে। গৌতম গম্ভীর বলেন, আগামী দিনে আরও বাচ্চাদের বেছে নেওয়া হবে আর কমপক্ষে ২৫ জনের সমস্ত দায়িত্ব আমি নেব। প্রাক্তন ক্রিকেটার বলেন, এরা এখন আপাতত দিল্লীর শেল্টার হোমে আছে, কিন্তু তাঁদের পরিচয় গোপন রাখা হয়েছে। উনি জানান। ৫ থেকে ১৮ বছরের বাচ্চাদের কাউন্সিলিং এর মাধ্যমে দৃঢ় বান

যৌনকর্মীর কন্যা সন্তানদের সমস্ত দায়িত্ব নেওয়ার ঘোষণা করলেন গৌতম গম্ভীর

Image
নয়া দিল্লীঃ  প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা পূর্ব দিল্লী থেকে বিজেপির সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir) যৌনকর্মীদের মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি দারুন কাজ শুরু করলেন। গৌতম গম্ভীর দিল্লীর জেবি রোড এরিয়াতে কাজ করার ২৫ জন যৌনকর্মীর কন্যা সন্তানদের সমস্ত দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেছেন। উনি বলেছেন, তাঁদের শিক্ষা, স্বাস্থ্য আর তাঁদের জীবন যাপনের সাথে যুক্ত সমস্ত প্রয়োজন ওনার দ্বারা চালানো সংস্থা মেটাবে। আজ থেকেই এই কাজের শুভারম্ভ হবে। গৌতম গম্ভীর বলেন, ‘সমাজে প্রতিটি ব্যাক্তির সুন্দর জীবনযাপন করার অধিকার আছে আর আমি নিশ্চিত করতে চাই যে এই বাচ্চা গুলো যেন সেই সুযোগ পায়। আমি চাই এরা নিজের স্বপ্ন পূরণ করুক। আমি তাঁদের জীবিকা, শিক্ষা আর স্বাস্থ্য এবং সমস্ত প্রয়োজন মেটাব।” উনি বলেন, এই সময় ১০ জন বাচ্চাকে বেছে নেওয়া হয়েছে। গৌতম গম্ভীর বলেন, আগামী দিনে আরও বাচ্চাদের বেছে নেওয়া হবে আর কমপক্ষে ২৫ জনের সমস্ত দায়িত্ব আমি নেব। প্রাক্তন ক্রিকেটার বলেন, এরা এখন আপাতত দিল্লীর শেল্টার হোমে আছে, কিন্তু তাঁদের পরিচয় গোপন রাখা হয়েছে। উনি জানান। ৫ থেকে ১৮ বছরের বাচ্চাদের কাউন্সিলিং এর মাধ্যমে দৃঢ় বান

ইসলামাবাদের একটি রাস্তার নাম শ্রীনগর হাইওয়ে রেখে পাকিস্তান বলল, ‘কাশ্মীর বনেগা পাকিস্তান!”

Image
ওয়েব ডেস্কঃ  পাকিস্তান (Pakistan) কাশ্মীরকে হাসিল করার জন্য এরকম পাগল হয়ে গেছে যে, তাঁরা দেশের একটি জাতীয় সড়কের নাম শ্রীনগরের নামে রেখে দিয়েছে। কাশ্মীর তো ওঁরা পাবে না, তাই দুধের সাধ ঘোলে মেটাতে জাতীয় সড়কের নাম শ্রীনগরের নামে রাখল পাকিস্তান। উল্লেখ্য, ৫ই আগস্ট জম্মু আর কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার এক বছর পূর্ণ হবে। আর এর বিরোধিতায় পাকিস্তানি সেনা এবং পাকিস্তানের গোয়েন্দা বিভাগ ISI কয়েক পাতার একটি কার্যক্রমও জারি করেছে। আরেকদিকে, পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (Shah Mahmood Qureshi) ইসলামাবাদের (Islamabad) কাশ্মীর হাইওয়ের (Kashmir Highway) নাম বদলে শ্রীনগর হাইওয়ে (Srinagar Highway) রাখার ঘোষণা করেছেন। After renaming Islamabad's Kashmir highway to Srinagar highway on Aug 5, Kashmir ban jaeyga Pakistan.. pic.twitter.com/XfQRTvYFsS — Naila Inayat नायला इनायत (@nailainayat) July 31, 2020 https://platform.twitter.com/widgets.js শুধু তাই নয়, উনি এও বলেন যে, আমার গন্তব্য শ্রীনগর আর এই হাইওয়ে একদিন আমাকে শ্রীনগর পর্যন্ত নিয়ে যাবে। পাক বিদেশ মন্ত্রী বলেন, পাঁচ আগস্ট

ইসলামাবাদের একটি রাস্তার নাম শ্রীনগর হাইওয়ে রেখে পাকিস্তান বলল, ‘কাশ্মীর বনেগা পাকিস্তান!”

Image
ওয়েব ডেস্কঃ  পাকিস্তান (Pakistan) কাশ্মীরকে হাসিল করার জন্য এরকম পাগল হয়ে গেছে যে, তাঁরা দেশের একটি জাতীয় সড়কের নাম শ্রীনগরের নামে রেখে দিয়েছে। কাশ্মীর তো ওঁরা পাবে না, তাই দুধের সাধ ঘোলে মেটাতে জাতীয় সড়কের নাম শ্রীনগরের নামে রাখল পাকিস্তান। উল্লেখ্য, ৫ই আগস্ট জম্মু আর কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার এক বছর পূর্ণ হবে। আর এর বিরোধিতায় পাকিস্তানি সেনা এবং পাকিস্তানের গোয়েন্দা বিভাগ ISI কয়েক পাতার একটি কার্যক্রমও জারি করেছে। আরেকদিকে, পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (Shah Mahmood Qureshi) ইসলামাবাদের (Islamabad) কাশ্মীর হাইওয়ের (Kashmir Highway) নাম বদলে শ্রীনগর হাইওয়ে (Srinagar Highway) রাখার ঘোষণা করেছেন। After renaming Islamabad's Kashmir highway to Srinagar highway on Aug 5, Kashmir ban jaeyga Pakistan.. pic.twitter.com/XfQRTvYFsS — Naila Inayat नायला इनायत (@nailainayat) July 31, 2020 https://platform.twitter.com/widgets.js শুধু তাই নয়, উনি এও বলেন যে, আমার গন্তব্য শ্রীনগর আর এই হাইওয়ে একদিন আমাকে শ্রীনগর পর্যন্ত নিয়ে যাবে। পাক বিদেশ মন্ত্রী বলেন, পাঁচ আগস্ট

ভারতীয়দের কাছে আমরা ঋণী, ওরাই বিশ্বকে গুনতে শিখিয়েছে : আলবার্ট আইনস্টাইন, মহান বিজ্ঞানী

Image
“বহুনা কিমি হোভেক্ত ন সার বঞ্চিম চ দন্ডতে। নাস্তি মুদ্ৰাসমং কিঞ্চিত সিদ্ধিদং ক্ষিতিমণ্ডলে” -ঘেরান্ড সংহিতা। হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষদের দেহ বহু এনার্জি চ্যানেলের সমষ্টি। মুদ্রা অভ্যাসের দ্বারা দেহের বিভিন্ন এনার্জি চ্যানেলের সার্কিটকে সঠিকভাবে ব্যাবহার করে জগতের সমস্ত রহস্যের ভেদ করা সম্ভব। প্রাচীনকাল থেকে ঋষি, মুনি, সাধু সন্ন্যাসীরা তাদের সাধনার দ্বারা বার বার ভারত দেশকে সমৃদ্ধ করেছেন। হাজার হাজার বছরের উত্থান পতনে বহু সভ্যতার পতন ঘটেছে তবে একমাত্র সনাতন হিন্দু সভ্যতা বহু আঘাত সহ্য করে আজও দাঁড়িয়ে আছে এবং নিরন্তর লড়াই চালাচ্ছে। আর এ সমস্ত কিছুর কৃতিত্ব দাবি রাখেন বর্তমান হিন্দুদের পূর্বপুরুষ প্রাচীন ঋষি মুনিরাই। বিজ্ঞান, গণিত, স্বাস্থ্য, জ্যোতির্বিজ্ঞান, যুদ্ধকলা প্রায় সবকিছুতেই পারদর্শী ছিল প্রাচীন ভারতের ঋষি মুনিরা। যদিও আজকের দিনে দাঁড়িয়ে মেকেল শিক্ষা পদ্ধতিতে পড়া একজন ব্যাক্তির কাছে এ সমস্তকিছু কল্পনা মাত্র। তবে আধুনিক যুগের বিজ্ঞানীরা ভারতের বিষয়ে যে মত প্রকাশ করেছেন তা বিশ্বের যেকোনো মানুষকে হিন্দুদের মহানতার সামনে নতমস্তক হতে বাধ্য করবে। মহানতম বিজ্ঞানী আলবার্ট আইনস্ট

ভারতীয়দের কাছে আমরা ঋণী, ওরাই বিশ্বকে গুনতে শিখিয়েছে : আলবার্ট আইনস্টাইন, মহান বিজ্ঞানী

Image
“বহুনা কিমি হোভেক্ত ন সার বঞ্চিম চ দন্ডতে। নাস্তি মুদ্ৰাসমং কিঞ্চিত সিদ্ধিদং ক্ষিতিমণ্ডলে” -ঘেরান্ড সংহিতা। হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষদের দেহ বহু এনার্জি চ্যানেলের সমষ্টি। মুদ্রা অভ্যাসের দ্বারা দেহের বিভিন্ন এনার্জি চ্যানেলের সার্কিটকে সঠিকভাবে ব্যাবহার করে জগতের সমস্ত রহস্যের ভেদ করা সম্ভব। প্রাচীনকাল থেকে ঋষি, মুনি, সাধু সন্ন্যাসীরা তাদের সাধনার দ্বারা বার বার ভারত দেশকে সমৃদ্ধ করেছেন। হাজার হাজার বছরের উত্থান পতনে বহু সভ্যতার পতন ঘটেছে তবে একমাত্র সনাতন হিন্দু সভ্যতা বহু আঘাত সহ্য করে আজও দাঁড়িয়ে আছে এবং নিরন্তর লড়াই চালাচ্ছে। আর এ সমস্ত কিছুর কৃতিত্ব দাবি রাখেন বর্তমান হিন্দুদের পূর্বপুরুষ প্রাচীন ঋষি মুনিরাই। বিজ্ঞান, গণিত, স্বাস্থ্য, জ্যোতির্বিজ্ঞান, যুদ্ধকলা প্রায় সবকিছুতেই পারদর্শী ছিল প্রাচীন ভারতের ঋষি মুনিরা। যদিও আজকের দিনে দাঁড়িয়ে মেকেল শিক্ষা পদ্ধতিতে পড়া একজন ব্যাক্তির কাছে এ সমস্তকিছু কল্পনা মাত্র। তবে আধুনিক যুগের বিজ্ঞানীরা ভারতের বিষয়ে যে মত প্রকাশ করেছেন তা বিশ্বের যেকোনো মানুষকে হিন্দুদের মহানতার সামনে নতমস্তক হতে বাধ্য করবে। মহানতম বিজ্ঞানী আলবার্ট আইনস্ট

তিন তালাক তুলে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর ছবিতে রাখি পরালেন মুসলিম মহিলারা

নয়া দিল্লীঃ  উত্তর প্রদেশের (Uttar Pradesh) বারাণসীতে (Varanasi) মুসলিম মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) প্রতীকী রাখি বাধেন, আর একে অপরকে মিষ্টি খাওয়ান। মুসলিম মহিলারা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকৃত ভাই হওয়ার দায়িত্ব পালন করেছেন। দালমণ্ডি এলাকার মুসলিম মহিলারা তিন তালাক আইন তুলে দেওয়ার বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিকে রাখি বেঁধে মিষ্টি মুখ করান। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত লোকসভার আগে মুসলিম মহিলাদের স্বস্তি দিতে তিন তালাকের মতো কুপ্রথা বন্ধ করার আশ্বাস দিয়েছিলেন। আর সরকারের গঠনের পর গোটা দেশে তিন তালাক বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও তিন তালাক দেওয়া মুসলিম পুরুষদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেলে এবার তিন তালাকের ভয় মুসলিম মহিলাদের মন থেকে পালিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা বাড়াণসীতে মুসলিম মহিলারা বহু বছর ধরে ওনাকে সমর্থন করে আসছে। আর এই কারণে প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় এলাকায় শুক্রবার মুসলিম মহিলা মঞ্চ সমেত অনেক মুসলিম মহিলারা প্রধানমন্ত্রী দ্বারা তিন তালাকে তুলে দেওয়ার বর্ষপূর্তিতে সবাইকে শুভেচ্ছা জ

তিন তালাক তুলে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর ছবিতে রাখি পরালেন মুসলিম মহিলারা

নয়া দিল্লীঃ  উত্তর প্রদেশের (Uttar Pradesh) বারাণসীতে (Varanasi) মুসলিম মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) প্রতীকী রাখি বাধেন, আর একে অপরকে মিষ্টি খাওয়ান। মুসলিম মহিলারা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকৃত ভাই হওয়ার দায়িত্ব পালন করেছেন। দালমণ্ডি এলাকার মুসলিম মহিলারা তিন তালাক আইন তুলে দেওয়ার বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিকে রাখি বেঁধে মিষ্টি মুখ করান। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত লোকসভার আগে মুসলিম মহিলাদের স্বস্তি দিতে তিন তালাকের মতো কুপ্রথা বন্ধ করার আশ্বাস দিয়েছিলেন। আর সরকারের গঠনের পর গোটা দেশে তিন তালাক বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও তিন তালাক দেওয়া মুসলিম পুরুষদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেলে এবার তিন তালাকের ভয় মুসলিম মহিলাদের মন থেকে পালিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা বাড়াণসীতে মুসলিম মহিলারা বহু বছর ধরে ওনাকে সমর্থন করে আসছে। আর এই কারণে প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় এলাকায় শুক্রবার মুসলিম মহিলা মঞ্চ সমেত অনেক মুসলিম মহিলারা প্রধানমন্ত্রী দ্বারা তিন তালাকে তুলে দেওয়ার বর্ষপূর্তিতে সবাইকে শুভেচ্ছা জ

বকরি ঈদে করোনা থেকে মুক্তি পেতে ১৩০ কেজি ওজনের ভেড়া ত্যাগ করবে মুসলিম পরিবার

Image
তেলেঙ্গানাঃ  ঈদুজ্জোহায় (eid-al-adha) হায়দ্রাবাদের (Hyderabad) এক মুসলিম পরিবার তাঁদের ১৩০ কেজি ওজনের ভেড়া (Sheep) যার দাম প্রায় দেড় লক্ষ টাকা, সেটির কুরবানি (Sacrifice) দেবে। বেড়ার মালিক অনুযায়ী, এই ভেড়ার কুরবানি দিলে আল্লাহ বিশ্বকে করোনার প্রকোপের হাত থেকে বাঁচাবে। ভেড়ার মালিক মোহম্মদ সরবার (Mohammad Sarbar) অনুযায়ী, তাঁদের পরিবারের উদ্দেশ্য হল, প্রতিবছরই সুস্থ আর শক্তিশালী পশুর কুরবানি করা। হায়দ্রাবাদের বাসিন্দা মোহম্মদ সরবার বলেন, প্রতিবছর ঈদুজ্জোহায় আমরা আল্লাহ’র সমিপ সুস্থ এবং শক্তিশালী পশু কুরবান করি। শতশত বছর ধরে আমাদের পরিবার এই নিয়ম পালন করে আসছে। এবছরের আমাদের ভেড়ার ওজন ১২৮ থেকে ১৩০ কেজি। আর তাঁর নাম পেয়ারি মোহম্মদ। মোহম্মদ সরবার জানান, উনি ওনার ভেড়াকে বাদাম, আপেল, দুধ আর ছোলা, ময়দা খাওয়ায়। উনি জানান, আমি ভেড়াকে প্রতিদিনে দুবার ঘোরাতে নিয়ে যাই। ঈদুজ্জোহার অবসরে সর্বশক্তিশালী আল্লাহ’র নামে এই ভেড়াকে কুরবান করা হবে। আমাদের আশা হল, আল্লাহ আমাদের ত্যাগ স্বীকার করে গোটা বিশ্বকে করোনা ভাইরাসের মহামারী থেকে বাঁচাবে। সরবার জানান, এই প্রজাতির ভেড়াকে বিলায়তি বলা হয়। এই ভেড়াটিকে ঈদ

বকরি ঈদে করোনা থেকে মুক্তি পেতে ১৩০ কেজি ওজনের ভেড়া ত্যাগ করবে মুসলিম পরিবার

Image
তেলেঙ্গানাঃ  ঈদুজ্জোহায় (eid-al-adha) হায়দ্রাবাদের (Hyderabad) এক মুসলিম পরিবার তাঁদের ১৩০ কেজি ওজনের ভেড়া (Sheep) যার দাম প্রায় দেড় লক্ষ টাকা, সেটির কুরবানি (Sacrifice) দেবে। বেড়ার মালিক অনুযায়ী, এই ভেড়ার কুরবানি দিলে আল্লাহ বিশ্বকে করোনার প্রকোপের হাত থেকে বাঁচাবে। ভেড়ার মালিক মোহম্মদ সরবার (Mohammad Sarbar) অনুযায়ী, তাঁদের পরিবারের উদ্দেশ্য হল, প্রতিবছরই সুস্থ আর শক্তিশালী পশুর কুরবানি করা। হায়দ্রাবাদের বাসিন্দা মোহম্মদ সরবার বলেন, প্রতিবছর ঈদুজ্জোহায় আমরা আল্লাহ’র সমিপ সুস্থ এবং শক্তিশালী পশু কুরবান করি। শতশত বছর ধরে আমাদের পরিবার এই নিয়ম পালন করে আসছে। এবছরের আমাদের ভেড়ার ওজন ১২৮ থেকে ১৩০ কেজি। আর তাঁর নাম পেয়ারি মোহম্মদ। মোহম্মদ সরবার জানান, উনি ওনার ভেড়াকে বাদাম, আপেল, দুধ আর ছোলা, ময়দা খাওয়ায়। উনি জানান, আমি ভেড়াকে প্রতিদিনে দুবার ঘোরাতে নিয়ে যাই। ঈদুজ্জোহার অবসরে সর্বশক্তিশালী আল্লাহ’র নামে এই ভেড়াকে কুরবান করা হবে। আমাদের আশা হল, আল্লাহ আমাদের ত্যাগ স্বীকার করে গোটা বিশ্বকে করোনা ভাইরাসের মহামারী থেকে বাঁচাবে। সরবার জানান, এই প্রজাতির ভেড়াকে বিলায়তি বলা হয়। এই ভেড়াটিকে ঈদ

গণতন্ত্রের সমর্থকদের নির্বাচনে লড়াইয়ে নিষেধাজ্ঞা জারি করল হংকং সরকার, নতুন আইনের বিরোধিতা করেছিল তাঁরা

Image
নয়া দিল্লীঃ  বৃহস্পতিবার হংকং (Hong Kong) সরকার চীনের নতুন রাষ্ট্রীয় সুরক্ষা আইনের (National Security Act) বিরোধিতা করার কারণে ১২ জন গণতন্ত্র সমর্থক (pro democracy activist) প্রার্থীকে নির্বাচনে লড়ার জন্য অযোগ্য ঘোষণা করেছে। অযোগ্য ঘোষণা করা প্রার্থীর তালিকায় গণতন্ত্রেরে সমর্থক কার্যকরতা জোশুয়া ওয়াং (Joshua Wong), নাগরিক পার্টির কয়েকজন সদস্য, একজন উদারবাদি প্রার্থী আর গত মাসে বিরোধী শিবির দ্বারা আয়োজিত বিধিবহির্ভুত ভোটে জেতা একজন সদস্যের নাম আছে। চীন দ্বারা রাষ্ট্রীয় সুরক্ষা আইন লাগু করার একমাস পর হংকং সরকারের এই পদক্ষেপ মূলত গণতন্ত্রের সমর্থকদের কণ্ঠরোধ করার প্রচেষ্টা। হংকং সরকার জানিয়েছে, আগামী দিনে আরও কয়েকজনকে অযোগ্য ঘোষণা করা হবে এবং তাঁদের নির্বাচনে লড়াই করার থেকে বিরত রাখা হবে। হংকংয়ের এই পদক্ষেপ চীনের সাথে পশ্চিমি দেশগুলোর সম্পর্ক আরও খারাপ করতে পারে। আরেকদিকে, বিশেষজ্ঞরা জানান যে, গত বছর জেলা পরিষদের নির্বাচনে গণতন্ত্রের সমর্থকদের ব্যাপক জয়ের পর যুব সমাজের মধ্যে তাঁদের দ্রুত জনপ্রিয়তায় রাশ টানতেই হংকং সরকার এই পদক্ষেপ নিয়েছে। সরকারের এই পদক্ষেপের পর অযোগ্য ঘোষিত গণতন্ত্রে

গণতন্ত্রের সমর্থকদের নির্বাচনে লড়াইয়ে নিষেধাজ্ঞা জারি করল হংকং সরকার, নতুন আইনের বিরোধিতা করেছিল তাঁরা

Image
নয়া দিল্লীঃ  বৃহস্পতিবার হংকং (Hong Kong) সরকার চীনের নতুন রাষ্ট্রীয় সুরক্ষা আইনের (National Security Act) বিরোধিতা করার কারণে ১২ জন গণতন্ত্র সমর্থক (pro democracy activist) প্রার্থীকে নির্বাচনে লড়ার জন্য অযোগ্য ঘোষণা করেছে। অযোগ্য ঘোষণা করা প্রার্থীর তালিকায় গণতন্ত্রেরে সমর্থক কার্যকরতা জোশুয়া ওয়াং (Joshua Wong), নাগরিক পার্টির কয়েকজন সদস্য, একজন উদারবাদি প্রার্থী আর গত মাসে বিরোধী শিবির দ্বারা আয়োজিত বিধিবহির্ভুত ভোটে জেতা একজন সদস্যের নাম আছে। চীন দ্বারা রাষ্ট্রীয় সুরক্ষা আইন লাগু করার একমাস পর হংকং সরকারের এই পদক্ষেপ মূলত গণতন্ত্রের সমর্থকদের কণ্ঠরোধ করার প্রচেষ্টা। হংকং সরকার জানিয়েছে, আগামী দিনে আরও কয়েকজনকে অযোগ্য ঘোষণা করা হবে এবং তাঁদের নির্বাচনে লড়াই করার থেকে বিরত রাখা হবে। হংকংয়ের এই পদক্ষেপ চীনের সাথে পশ্চিমি দেশগুলোর সম্পর্ক আরও খারাপ করতে পারে। আরেকদিকে, বিশেষজ্ঞরা জানান যে, গত বছর জেলা পরিষদের নির্বাচনে গণতন্ত্রের সমর্থকদের ব্যাপক জয়ের পর যুব সমাজের মধ্যে তাঁদের দ্রুত জনপ্রিয়তায় রাশ টানতেই হংকং সরকার এই পদক্ষেপ নিয়েছে। সরকারের এই পদক্ষেপের পর অযোগ্য ঘোষিত গণতন্ত্রে

যোগী সরকারের মুকুটে আরেকটি পালক, বৃক্ষরোপণ অভিযান জায়গা করে নিলো গিনিস বুকে

Image
লখনউঃ  উত্তর প্রদেশের (Uttar Pradesh) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের মুকুটে আরও একটি পালক যুক্ত হয়ে গেলো। উত্তর প্রদেশের যোগী সরকার (Yogi Sarkar) পরিবেশের জন্য যে কাজ করেছে তা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। যোগী সরকার দ্বারা চালানো বৃক্ষরোপণ (Plantation) অভিযান গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Records) জায়গা করে নিয়েছে। File Pic আপনাদের জানিয়ে দিই, যোগী সরকার ২৮ জুলাই ২৪০ টি প্রজাতির বৃক্ষরোপণ করেছিল। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ২৪০ টি প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে। ওই বৃক্ষ গুলো রাজ্যের লখনউ, সীতাপুর, বারাবাঙ্কি, অযোধ্য, মেরঠ, বান্দা আর চিত্রকূটে রোপন করা হয়েছিল। যোগী সরকারের এই ২৪০ টি প্রজাতির বৃক্ষরোপণ এবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। গত বছরও যোগী সরকার আট ঘণ্টায় ২ কোটি বৃক্ষ রোপণ করে রেকর্ড গড়েছিল। ২০১৯ সালে ঐতিহাসিক আগস্ট বিপ্লবের দিন ৯ই আগস্ট রাজ্যবাসি ২২ কোটির থেকে বেশি বৃক্ষ রোপণ করে রেকর্ড গড়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের ৭৭ বর্ষপূর্তিতে রাজ্যের জনতার কাছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, রাজ্যে ২২ কোটি মানুষ আছে তাঁরা যদি সবাই

যোগী সরকারের মুকুটে আরেকটি পালক, বৃক্ষরোপণ অভিযান জায়গা করে নিলো গিনিস বুকে

Image
লখনউঃ  উত্তর প্রদেশের (Uttar Pradesh) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের মুকুটে আরও একটি পালক যুক্ত হয়ে গেলো। উত্তর প্রদেশের যোগী সরকার (Yogi Sarkar) পরিবেশের জন্য যে কাজ করেছে তা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। যোগী সরকার দ্বারা চালানো বৃক্ষরোপণ (Plantation) অভিযান গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Records) জায়গা করে নিয়েছে। File Pic আপনাদের জানিয়ে দিই, যোগী সরকার ২৮ জুলাই ২৪০ টি প্রজাতির বৃক্ষরোপণ করেছিল। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ২৪০ টি প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে। ওই বৃক্ষ গুলো রাজ্যের লখনউ, সীতাপুর, বারাবাঙ্কি, অযোধ্য, মেরঠ, বান্দা আর চিত্রকূটে রোপন করা হয়েছিল। যোগী সরকারের এই ২৪০ টি প্রজাতির বৃক্ষরোপণ এবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। গত বছরও যোগী সরকার আট ঘণ্টায় ২ কোটি বৃক্ষ রোপণ করে রেকর্ড গড়েছিল। ২০১৯ সালে ঐতিহাসিক আগস্ট বিপ্লবের দিন ৯ই আগস্ট রাজ্যবাসি ২২ কোটির থেকে বেশি বৃক্ষ রোপণ করে রেকর্ড গড়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের ৭৭ বর্ষপূর্তিতে রাজ্যের জনতার কাছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, রাজ্যে ২২ কোটি মানুষ আছে তাঁরা যদি সবাই

মহাবিপাকে চীন! আরও একটি চাইনিজ সামগ্রীর আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত

Image
নয়া দিল্লীঃ  বৃহস্পতিবার ভারত সরকার (Indian Government) রঙিন টিভির (Color Television) আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল। ভারতের (India) এই সিদ্ধান্তে বড়সড় ক্ষতির সন্মুখিন চীন (China)। এবং এই সিদ্ধান্তের ফলে ‘আত্মনির্ভর ভারত” গড়ার লক্ষ্যে আরও একটি বড় পদক্ষেপ সরকারের। বিদেশ বাণিজ্য মহানির্দেশালয় একটি বিজ্ঞপ্তিতে জানান, ‘রঙিন টিভি আমদানির নীতিতে সংশোধন করা হয়েছে। রঙিন টিভির আমদানি নীতি মুক্ত থেকে হটিয়ে নিষিদ্ধ শ্রেণীতে আনা হয়েছে।” কোন সামগ্রীকে নিষিদ্ধ শ্রেণীতে রাখার মানে হল, সেই সামগ্রী আমদানি করার ব্যবসায়ীকে বাণিজ্য মন্ত্রালয়ের অধীনে থাকা বিদেশ বাণিজ্য মহানির্দেশালয় থেকে আমদানি লাইসেন্স হাসিল করতে হবে। আপনাদের জানিয়ে দিই যে, চীন থেকে প্রচুর পরিমাণে রঙিন টিভি আমদানি করা হয়। আর ভারতে চীনই রঙিন তিভি সাপ্লাইয়ের সবথেকে বড় দেশ। চীনের পর ভিয়েতনাম, মালয়েশিয়া, হংকং, কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড আর জার্মানির মতো দেশ আছে। একদিনে চীনের সাথে ভারতের সীমান্ত বিয়ে বিবাদ চলছে, আরেকদিকে ভারত প্রতিটি ক্ষেত্রেই চীনের উপ ব্যাপক ভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছে। সরকারি কেনাকাটিতে সরকার চীনের কোম্পানি গুলোর উপর আগ

মহাবিপাকে চীন! আরও একটি চাইনিজ সামগ্রীর আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত

Image
নয়া দিল্লীঃ  বৃহস্পতিবার ভারত সরকার (Indian Government) রঙিন টিভির (Color Television) আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল। ভারতের (India) এই সিদ্ধান্তে বড়সড় ক্ষতির সন্মুখিন চীন (China)। এবং এই সিদ্ধান্তের ফলে ‘আত্মনির্ভর ভারত” গড়ার লক্ষ্যে আরও একটি বড় পদক্ষেপ সরকারের। বিদেশ বাণিজ্য মহানির্দেশালয় একটি বিজ্ঞপ্তিতে জানান, ‘রঙিন টিভি আমদানির নীতিতে সংশোধন করা হয়েছে। রঙিন টিভির আমদানি নীতি মুক্ত থেকে হটিয়ে নিষিদ্ধ শ্রেণীতে আনা হয়েছে।” কোন সামগ্রীকে নিষিদ্ধ শ্রেণীতে রাখার মানে হল, সেই সামগ্রী আমদানি করার ব্যবসায়ীকে বাণিজ্য মন্ত্রালয়ের অধীনে থাকা বিদেশ বাণিজ্য মহানির্দেশালয় থেকে আমদানি লাইসেন্স হাসিল করতে হবে। আপনাদের জানিয়ে দিই যে, চীন থেকে প্রচুর পরিমাণে রঙিন টিভি আমদানি করা হয়। আর ভারতে চীনই রঙিন তিভি সাপ্লাইয়ের সবথেকে বড় দেশ। চীনের পর ভিয়েতনাম, মালয়েশিয়া, হংকং, কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড আর জার্মানির মতো দেশ আছে। একদিনে চীনের সাথে ভারতের সীমান্ত বিয়ে বিবাদ চলছে, আরেকদিকে ভারত প্রতিটি ক্ষেত্রেই চীনের উপ ব্যাপক ভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছে। সরকারি কেনাকাটিতে সরকার চীনের কোম্পানি গুলোর উপর আগ

আমার ঘর এলে তিলক মুছে আসবে: তামিল গীতকারকে বলেছিলেন এ আর রহমানের আম্মি

সংগীতজ্ঞ এ আর.রহমান (A R Rehman) সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তামিল গীতিকার পিরিসুদন। তথ্য এতটাই চাঞ্চল্যকর যা প্রমান করে যে এ আর রহমানের পরিবার হিন্দু চিহ্ন ও হিন্দু সংস্কৃতির প্রতি কতটা অসহিষ্ণু। তামিল কবি ও গীতিকার পিরিসুদন তাঁর সাথে ঘটে যাওয়া ঘটনাটি স্মরণ করে রহমানের পরিবারের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন। তিনি বলেন যে, একটি সরকারি অনুষ্ঠানে রহমানের সাথে সাক্ষাত করেছিলেন। সেখানে তারা অতীতে একসাথে কাজ করা নিয়ে আলোচনা করেন। গীতিকার পিরিসুদনের বক্তব্য অনুযায়ী, পুরানো স্মৃতিগুলিকে পুনরুজ্জীবিত করতে রহমান তাকে তার বাড়িতে এসে গান লেখার জন্য আমন্ত্রণ জানান। তবে পীরিসুদন রহমানের বাড়িতে গেলে রহমানের মা অদ্ভুত আচরণ করে বলে অভিযোগ তুলেছেন। Shocking Revelation of AR Rehman AR Rehman's Mother asked Lyricist Writer Piraisoodan not to Apply Vibhuti & Kunkumam While Visiting their House They Left Hindu Fold & Converted Still Hindu in TN Loved him Irrespective of his Ideology But,This is How Hindus Humiliated & Shamed pic.twitter.com/7O9EsaX9pW — Shobhana Gan

আমার ঘর এলে তিলক মুছে আসবে: তামিল গীতকারকে বলেছিলেন এ আর রহমানের আম্মি

সংগীতজ্ঞ এ আর.রহমান (A R Rehman) সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তামিল গীতিকার পিরিসুদন। তথ্য এতটাই চাঞ্চল্যকর যা প্রমান করে যে এ আর রহমানের পরিবার হিন্দু চিহ্ন ও হিন্দু সংস্কৃতির প্রতি কতটা অসহিষ্ণু। তামিল কবি ও গীতিকার পিরিসুদন তাঁর সাথে ঘটে যাওয়া ঘটনাটি স্মরণ করে রহমানের পরিবারের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন। তিনি বলেন যে, একটি সরকারি অনুষ্ঠানে রহমানের সাথে সাক্ষাত করেছিলেন। সেখানে তারা অতীতে একসাথে কাজ করা নিয়ে আলোচনা করেন। গীতিকার পিরিসুদনের বক্তব্য অনুযায়ী, পুরানো স্মৃতিগুলিকে পুনরুজ্জীবিত করতে রহমান তাকে তার বাড়িতে এসে গান লেখার জন্য আমন্ত্রণ জানান। তবে পীরিসুদন রহমানের বাড়িতে গেলে রহমানের মা অদ্ভুত আচরণ করে বলে অভিযোগ তুলেছেন। Shocking Revelation of AR Rehman AR Rehman's Mother asked Lyricist Writer Piraisoodan not to Apply Vibhuti & Kunkumam While Visiting their House They Left Hindu Fold & Converted Still Hindu in TN Loved him Irrespective of his Ideology But,This is How Hindus Humiliated & Shamed pic.twitter.com/7O9EsaX9pW — Shobhana Gan

মোদী দেশ নষ্ট করে দিচ্ছে, পুঁজিবাদী মিডিয়া এসব দেখাচ্ছে না: রাহুল গান্ধী

Image
রাফেল ইস্যুতে এখন প্রায় নিশ্চুপ হয়ে পড়লেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন বিজেপিকে আক্রমন করার নতুন ইস্যু খুঁজে বের করেছেন। তবে এবার শুধু বিজেপি নয়, দেশের মিডিয়াকেও আক্রমন করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী কংগ্রেসের মধ্যে যুব নেতা হিসেবে পরিচিত। যার জন্য কংগ্রেস রাহুল গান্ধীকে একজন মুখর নেতা হিসেবে প্রস্তুত করতে চাই। এই পরিপেক্ষিতে রাহুল গান্ধী বিজেপিকে আক্রমন করার কোনো সুযোগ হাতছাড়া করেন না। রাহুল গান্ধী এদিন টুইট করে বলেন, মোদী দেশকে বর্বাদ করে দিচ্ছে। নোটবন্দি, GST, করোনা মহামারিতে খারাপ পরিষেবা। উনার পুঁজিবাদী মিডিয়া একটা মায়াজাল তৈরি করে রেখেছে। এই ভ্রম খুব শীঘ্রই ভেঙে যাবে। রাহুল গান্ধী এও বলেছেন যে চীনের সেনা ভারতে ঢুকে যাওয়া বিষয়টি নিয়েও আমি প্রশ্নঃ তুলবো। রাহুল গান্ধী বলেন, আমার রাজনৈতিক জীবন বিপদে পড়তে পারে তা সত্ত্বেও আমি প্রশ্ন তুলবো। রাহুল আরো বলেন, অন্য দেশ আমাদের সীমায় ঢুকে যাচ্ছে এটা নিয়ে আমি অত্যন্ত চিন্তায় আছি। কংগ্রেস নেতা বলেছেন, “একজন রাজনৈতিক ব্যাক্তি হিসেবে আমি এটা নিয়ে মিথ্যা বলতে পারি না। আমি উপগ্রহের ছবি দেখেছি এবং প্রাক্তন সৈনিকদের সাথে কথা বলেছি। আমি মিথ্য

মোদী দেশ নষ্ট করে দিচ্ছে, পুঁজিবাদী মিডিয়া এসব দেখাচ্ছে না: রাহুল গান্ধী

Image
রাফেল ইস্যুতে এখন প্রায় নিশ্চুপ হয়ে পড়লেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন বিজেপিকে আক্রমন করার নতুন ইস্যু খুঁজে বের করেছেন। তবে এবার শুধু বিজেপি নয়, দেশের মিডিয়াকেও আক্রমন করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী কংগ্রেসের মধ্যে যুব নেতা হিসেবে পরিচিত। যার জন্য কংগ্রেস রাহুল গান্ধীকে একজন মুখর নেতা হিসেবে প্রস্তুত করতে চাই। এই পরিপেক্ষিতে রাহুল গান্ধী বিজেপিকে আক্রমন করার কোনো সুযোগ হাতছাড়া করেন না। রাহুল গান্ধী এদিন টুইট করে বলেন, মোদী দেশকে বর্বাদ করে দিচ্ছে। নোটবন্দি, GST, করোনা মহামারিতে খারাপ পরিষেবা। উনার পুঁজিবাদী মিডিয়া একটা মায়াজাল তৈরি করে রেখেছে। এই ভ্রম খুব শীঘ্রই ভেঙে যাবে। রাহুল গান্ধী এও বলেছেন যে চীনের সেনা ভারতে ঢুকে যাওয়া বিষয়টি নিয়েও আমি প্রশ্নঃ তুলবো। রাহুল গান্ধী বলেন, আমার রাজনৈতিক জীবন বিপদে পড়তে পারে তা সত্ত্বেও আমি প্রশ্ন তুলবো। রাহুল আরো বলেন, অন্য দেশ আমাদের সীমায় ঢুকে যাচ্ছে এটা নিয়ে আমি অত্যন্ত চিন্তায় আছি। কংগ্রেস নেতা বলেছেন, “একজন রাজনৈতিক ব্যাক্তি হিসেবে আমি এটা নিয়ে মিথ্যা বলতে পারি না। আমি উপগ্রহের ছবি দেখেছি এবং প্রাক্তন সৈনিকদের সাথে কথা বলেছি। আমি মিথ্য

৩২ বার ফেল করার পর অবশেষে ৫১ বছর বয়সে করোনার দয়ায় মাধ্যমিক পাশ করলেন নূরউদ্দিন

Image
হায়দ্রাবাদঃ  করোনার (Corona) কারণে ভারতে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক আঘাত লেগেছে। লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিতে পারেনি। আর এর মধ্যে হায়দ্রাবাদের (Hyderabad) এক ব্যাক্তি এই মহামারীর কারণে লাভের মুখ দেখল। লাগাতার ৩৩ বছর দশম শ্রেণীর পরীক্ষা দেওয়া মোহম্মদ নূরউদ্দিন (Nooruddin) এই বছর পাশ হয়ে গেছেন। উল্লেখ্য, তেলেঙ্গানা সরকার দশম শ্রেণীর সমস্ত পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের পরেই নূরউদ্দিনের কপাল খুলে যায়। অবশেষে ৫১ বছর বয়সে নূরউদ্দিন সরকারের সিদ্ধান্তে দশম শ্রেণী পাশ করে গেলেন। হায়দ্রাবাদের বাসিন্দা নূরউদ্দিন প্রতিবছর দশম শ্রেণীর পরীক্ষা দিতেন, কিন্তু প্রতিবারই তিনি ইংরেজিতে ব্যাক পেতেন। এই বছর করোনার কারণে অন্যান্য রাজ্যে আগে আগে দশম শ্রেণীর পরীক্ষা হয়ে গেলেও, তেলেঙ্গানাতে দশম শ্রেণীর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা না নিতে পারার কারণে অবশেষে তেলেঙ্গানা সরকার দশম শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীদের পাশ করিয়ে একাদশ শ্রেণীতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এরপরই নূরউদ্দিন দশম শ্রেণী থেকে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে যান। রিপোর্টস অনুযায়ী, নূরউদ্দিন প্রথমবার ১৯৮৭

৩২ বার ফেল করার পর অবশেষে ৫১ বছর বয়সে করোনার দয়ায় মাধ্যমিক পাশ করলেন নূরউদ্দিন

Image
হায়দ্রাবাদঃ  করোনার (Corona) কারণে ভারতে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক আঘাত লেগেছে। লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিতে পারেনি। আর এর মধ্যে হায়দ্রাবাদের (Hyderabad) এক ব্যাক্তি এই মহামারীর কারণে লাভের মুখ দেখল। লাগাতার ৩৩ বছর দশম শ্রেণীর পরীক্ষা দেওয়া মোহম্মদ নূরউদ্দিন (Nooruddin) এই বছর পাশ হয়ে গেছেন। উল্লেখ্য, তেলেঙ্গানা সরকার দশম শ্রেণীর সমস্ত পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের পরেই নূরউদ্দিনের কপাল খুলে যায়। অবশেষে ৫১ বছর বয়সে নূরউদ্দিন সরকারের সিদ্ধান্তে দশম শ্রেণী পাশ করে গেলেন। হায়দ্রাবাদের বাসিন্দা নূরউদ্দিন প্রতিবছর দশম শ্রেণীর পরীক্ষা দিতেন, কিন্তু প্রতিবারই তিনি ইংরেজিতে ব্যাক পেতেন। এই বছর করোনার কারণে অন্যান্য রাজ্যে আগে আগে দশম শ্রেণীর পরীক্ষা হয়ে গেলেও, তেলেঙ্গানাতে দশম শ্রেণীর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা না নিতে পারার কারণে অবশেষে তেলেঙ্গানা সরকার দশম শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীদের পাশ করিয়ে একাদশ শ্রেণীতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এরপরই নূরউদ্দিন দশম শ্রেণী থেকে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে যান। রিপোর্টস অনুযায়ী, নূরউদ্দিন প্রথমবার ১৯৮৭

ভারত বেশি হাতিয়ার জমা করে নিচ্ছে, আমাদের কি হবে! রাফালের আতঙ্কে বিশ্ব মঞ্চে গেলো পাকিস্তান

Image
নয়া দিল্লীঃ  ভারতীয় বায়ুসেনার (Indian Air force) শক্তি কয়েকগুণ বাড়ানো রাফাল (Rafale) বিমান যখন ভারতের মাটিতে ল্যান্ড করে, তখন সেটির আওয়াজ আম্বালা এয়ারবেস থেকে ইসলামাবাদ (Islamabad) পর্যন্ত শোনা যায়। রাফাল ল্যান্ড করার শুধুমাত্র অপেক্ষা ছিল, তারপরেই পাকিস্তানে (Pakistan) আতঙ্কের মহলের সৃষ্টি হয়। পাকিস্তানি বিদেশ মন্ত্রালয় অভিযোগ করে বলেছেন যে, ভারত বাস্তবিক প্রতিরক্ষা সামগ্রীর প্রয়োজনের থেকে বেশি হাতিয়ার জমা করছে। পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চের কাছে দাবি জানিয়েছে যে, তাঁরা যেন ভারতকে হাতিয়ার জমা করার থেকে আটকায়। পাকিস্তান বলেছে, এর ফলে দক্ষিণ এশিয়ায় হাতিয়ার জমা করার প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। পাকিস্তানের বিদেশ মন্ত্রালয় জানিয়েছে যে, ভারত লাগাতার তাঁদের পরমাণু হাতিয়ারের সংখ্যা আর ক্ষমতা বাড়িয়ে চলেছে। পাকিস্তান জানিয়েছে যে, ভারতের এই কাজ আরও বড় সমস্যা সৃষ্টি করতে পারে। পাকিস্তান জানিয়েছে, ভারত এখন দ্বিতীয় সবথেকে বড় হাতিয়ার আমদানিকারক দেশ হয়ে গেছে। এটা দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক সম্পর্ককে খারাপ করতে পারে। আরেকদিকে পাকিস্তানে রাফাল সংক্রান্ত তথ্যের জানার এতটাই হিড়িক পড়ে যায় যে, গুগলে রাফ

ভারত বেশি হাতিয়ার জমা করে নিচ্ছে, আমাদের কি হবে! রাফালের আতঙ্কে বিশ্ব মঞ্চে গেলো পাকিস্তান

Image
নয়া দিল্লীঃ  ভারতীয় বায়ুসেনার (Indian Air force) শক্তি কয়েকগুণ বাড়ানো রাফাল (Rafale) বিমান যখন ভারতের মাটিতে ল্যান্ড করে, তখন সেটির আওয়াজ আম্বালা এয়ারবেস থেকে ইসলামাবাদ (Islamabad) পর্যন্ত শোনা যায়। রাফাল ল্যান্ড করার শুধুমাত্র অপেক্ষা ছিল, তারপরেই পাকিস্তানে (Pakistan) আতঙ্কের মহলের সৃষ্টি হয়। পাকিস্তানি বিদেশ মন্ত্রালয় অভিযোগ করে বলেছেন যে, ভারত বাস্তবিক প্রতিরক্ষা সামগ্রীর প্রয়োজনের থেকে বেশি হাতিয়ার জমা করছে। পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চের কাছে দাবি জানিয়েছে যে, তাঁরা যেন ভারতকে হাতিয়ার জমা করার থেকে আটকায়। পাকিস্তান বলেছে, এর ফলে দক্ষিণ এশিয়ায় হাতিয়ার জমা করার প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। পাকিস্তানের বিদেশ মন্ত্রালয় জানিয়েছে যে, ভারত লাগাতার তাঁদের পরমাণু হাতিয়ারের সংখ্যা আর ক্ষমতা বাড়িয়ে চলেছে। পাকিস্তান জানিয়েছে যে, ভারতের এই কাজ আরও বড় সমস্যা সৃষ্টি করতে পারে। পাকিস্তান জানিয়েছে, ভারত এখন দ্বিতীয় সবথেকে বড় হাতিয়ার আমদানিকারক দেশ হয়ে গেছে। এটা দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক সম্পর্ককে খারাপ করতে পারে। আরেকদিকে পাকিস্তানে রাফাল সংক্রান্ত তথ্যের জানার এতটাই হিড়িক পড়ে যায় যে, গুগলে রাফ

মণিপুরে জঙ্গি হামলায় শহীদ হলেন অসম রাইফেলস-এর তিন জওয়ান, আহত চার

নয়া দিল্লীঃ মণিপুরে (Manipur) অসম রাইফেলস (Assam Rifles) এর জওয়ানদের একটি টিমের উপর হামলা হয়েছে। এই হামলায় টিমের তিন জওয়ান শহীদ হয়েছেন, আর চার জন জওয়ান গুরুতর আহত হয়েছে। শোনা যাচ্ছে যে, এই ঘটনা গতকাল রাতে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিমি দূর চন্দেল জেলায় ঘটেছে। The terrorists first carried out an IED blast and then fired at the troops. Reinforcements have been rushed to the area which is 100 km from Imphal: Sources https://t.co/WgGVnZM8FQ — ANI (@ANI) July 30, 2020 https://platform.twitter.com/widgets.js সংবাদ সংস্থা ANI থেকে জানা যায় যে, সীমান্তের পাশে থাকা চন্দেল জেলায় স্থানীয় পিপলস লিবারেশন আর্মির জঙ্গি দ্বারা ঘাঁত লাগিয়ে হামলা করা হয়েছে। এই হামলায় ৪ অসম রাইফেলস এর তিন জওয়ান শহীদ হয়েছে আর চার জওয়ান গুরুতর আহত হয়েছে। আহতদের ইম্ফলের মিলিটারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। শোনা যাচ্ছে যে, পিপলশ লিবারেশন আর্মির জঙ্গিরা প্রথমে আইইডি বিস্ফোট করায়, আর এরপর জওয়ানদের উপর এলোপাথাড়ি গুলি চালায়। ইম্ফল থেকে ১০০ কিমি দূরের ওই এলাকায় অতিরিক্ত ফোর্স পাঠিয়ে দেওয়া হয়েছে। fro

সদূর আমেরিকাতে একদিনের জন্য প্রতিষ্ঠিত হবে রাম রাজত্ব, টাইমস স্কোয়ার মুখরিত হবে ‘জয় শ্রী রাম” স্লোগানে

Image
নয়া দিল্লীঃ  গোটা হিন্দু সম্প্রদায় এবং রামভক্তদের জন্য আগামী ৫ই আগস্ট এক ঐতিহাসিক দিন হতে চলেছে। কারণ ওই দিনই, শত শত বছরের আন্দোলনের পর রাম ভূমি অযোধ্যাতে রাম মন্দিরের (Ram Mandir) শিলন্যাস হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাতেই ঐতিহাসিক কাজ সম্পন্ন হতে চলেছে। তবে ওই দিন আরও একটি সুখবর রামভক্তদের জন্য। কারণ ওই দিন অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর সম্প্রসারণ আমেরিকার নিউ ইউর্কের প্রসিদ্ধ টাইমস স্কোয়ারে (times square) দেখা যাবে। নিউ ইউর্কের ১৭ হাজার স্কোয়ার ফুট বিলবোর্ডে ভেসে উঠবে রাম মন্দিরের ভূমি পুজোর দৃশ্য। এরথেকে স্পষ্ট বোঝা যায় যে, রাম মন্দির নিয়ে শুধু ভারতই না, আমেরিকাও অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমেরিকান ইন্ডিয়ান পাবলিক অ্যাফেয়ার্স সংগঠনের সদস্য প্রবাসী ভারতীয় জগদীশ শেওয়ানি বলেন, আমরা এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকার জন্য সবরকম প্রস্তুতি সেরে ফেলেছি, এবার শুধু অপেক্ষা পাঁচই আগস্টের। উনি জানান, ওই দিন নাসডাকের বৃহৎ জায়েন্ট স্ক্রিনে হিন্দি আর ইংরেজিতে ‘জয় শ্রী রাম” লেখা বড়বড় হরফে ফুটে উঠবে। পাঁচই আগস্ট সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত রামময় হবে টাইমস স্কোয়ার। উনি

মণিপুরে জঙ্গি হামলায় শহীদ হলেন অসম রাইফেলস-এর তিন জওয়ান, আহত চার

নয়া দিল্লীঃ মণিপুরে (Manipur) অসম রাইফেলস (Assam Rifles) এর জওয়ানদের একটি টিমের উপর হামলা হয়েছে। এই হামলায় টিমের তিন জওয়ান শহীদ হয়েছেন, আর চার জন জওয়ান গুরুতর আহত হয়েছে। শোনা যাচ্ছে যে, এই ঘটনা গতকাল রাতে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিমি দূর চন্দেল জেলায় ঘটেছে। The terrorists first carried out an IED blast and then fired at the troops. Reinforcements have been rushed to the area which is 100 km from Imphal: Sources https://t.co/WgGVnZM8FQ — ANI (@ANI) July 30, 2020 https://platform.twitter.com/widgets.js সংবাদ সংস্থা ANI থেকে জানা যায় যে, সীমান্তের পাশে থাকা চন্দেল জেলায় স্থানীয় পিপলস লিবারেশন আর্মির জঙ্গি দ্বারা ঘাঁত লাগিয়ে হামলা করা হয়েছে। এই হামলায় ৪ অসম রাইফেলস এর তিন জওয়ান শহীদ হয়েছে আর চার জওয়ান গুরুতর আহত হয়েছে। আহতদের ইম্ফলের মিলিটারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। শোনা যাচ্ছে যে, পিপলশ লিবারেশন আর্মির জঙ্গিরা প্রথমে আইইডি বিস্ফোট করায়, আর এরপর জওয়ানদের উপর এলোপাথাড়ি গুলি চালায়। ইম্ফল থেকে ১০০ কিমি দূরের ওই এলাকায় অতিরিক্ত ফোর্স পাঠিয়ে দেওয়া হয়েছে। fro

সদূর আমেরিকাতে একদিনের জন্য প্রতিষ্ঠিত হবে রাম রাজত্ব, টাইমস স্কোয়ার মুখরিত হবে ‘জয় শ্রী রাম” স্লোগানে

Image
নয়া দিল্লীঃ  গোটা হিন্দু সম্প্রদায় এবং রামভক্তদের জন্য আগামী ৫ই আগস্ট এক ঐতিহাসিক দিন হতে চলেছে। কারণ ওই দিনই, শত শত বছরের আন্দোলনের পর রাম ভূমি অযোধ্যাতে রাম মন্দিরের (Ram Mandir) শিলন্যাস হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাতেই ঐতিহাসিক কাজ সম্পন্ন হতে চলেছে। তবে ওই দিন আরও একটি সুখবর রামভক্তদের জন্য। কারণ ওই দিন অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর সম্প্রসারণ আমেরিকার নিউ ইউর্কের প্রসিদ্ধ টাইমস স্কোয়ারে (times square) দেখা যাবে। নিউ ইউর্কের ১৭ হাজার স্কোয়ার ফুট বিলবোর্ডে ভেসে উঠবে রাম মন্দিরের ভূমি পুজোর দৃশ্য। এরথেকে স্পষ্ট বোঝা যায় যে, রাম মন্দির নিয়ে শুধু ভারতই না, আমেরিকাও অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমেরিকান ইন্ডিয়ান পাবলিক অ্যাফেয়ার্স সংগঠনের সদস্য প্রবাসী ভারতীয় জগদীশ শেওয়ানি বলেন, আমরা এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকার জন্য সবরকম প্রস্তুতি সেরে ফেলেছি, এবার শুধু অপেক্ষা পাঁচই আগস্টের। উনি জানান, ওই দিন নাসডাকের বৃহৎ জায়েন্ট স্ক্রিনে হিন্দি আর ইংরেজিতে ‘জয় শ্রী রাম” লেখা বড়বড় হরফে ফুটে উঠবে। পাঁচই আগস্ট সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত রামময় হবে টাইমস স্কোয়ার। উনি

রাম মন্দিরের ভূমি পূজনের আগেই মসজিদ গড়ার জন্য ট্রাস্টের ঘোষণা করল সুন্নি ওয়াকফ বোর্ড

Image
লখনউঃ  আগামী পাঁচই আগস্ট অযোধ্যয় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) ভূমি পূজন হতে চলেছে। আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যদিও ওনার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা নিয়ে বিরোধীরা বিরোধিতা করা শুরু করে দিয়েছে। AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, একজন প্রধানমন্ত্রী হয়ে এরকম অনুষ্ঠানে যোগ দেওয়া সংবিধানের শপথ বিরোধী। আমাদের দেশের সংবিধানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় হল ধর্মনিরপেক্ষতা। তাই প্রধানমন্ত্রীর উচিৎ এরকম অনুষ্ঠানে যোগ না দেওয়া। আরেকদিকে, ওয়াইসিকে পাল্টা আক্রমণ করে বিজেপির সাংসদ তথা কর্ণাটক বিজেপির যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য বলেছেন, যখন দেশের রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রী ইফতার পার্টির আয়োজন করেন, তখন ধর্মনিরপেক্ষতা কোথায় থাকে? উনি ওয়াইসিকে আক্রমণ করে বলেন, আমরা একজন রাজাকারের কাছ থেকে এই বিষয়ে কোন পরামর্শ নেব না। মন্দির ভেঙে মসজিদ গড়া হয়েছিল, সেই ভুলকে সংশোধন করা হচ্ছে এখন। উনি বলেন, আমরা রাজাকারের (Razakars) থেকে সংবিধানের শিক্ষা নেব না। আরেকদিকে রাম মন্দিরের ভূমি পূজনের মধ্যেই অযোধ্যায় মসজিদ গড়ার প্রস্তুতি শুর

রাম মন্দিরের ভূমি পূজনের আগেই মসজিদ গড়ার জন্য ট্রাস্টের ঘোষণা করল সুন্নি ওয়াকফ বোর্ড

Image
লখনউঃ  আগামী পাঁচই আগস্ট অযোধ্যয় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) ভূমি পূজন হতে চলেছে। আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যদিও ওনার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা নিয়ে বিরোধীরা বিরোধিতা করা শুরু করে দিয়েছে। AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, একজন প্রধানমন্ত্রী হয়ে এরকম অনুষ্ঠানে যোগ দেওয়া সংবিধানের শপথ বিরোধী। আমাদের দেশের সংবিধানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় হল ধর্মনিরপেক্ষতা। তাই প্রধানমন্ত্রীর উচিৎ এরকম অনুষ্ঠানে যোগ না দেওয়া। আরেকদিকে, ওয়াইসিকে পাল্টা আক্রমণ করে বিজেপির সাংসদ তথা কর্ণাটক বিজেপির যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য বলেছেন, যখন দেশের রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রী ইফতার পার্টির আয়োজন করেন, তখন ধর্মনিরপেক্ষতা কোথায় থাকে? উনি ওয়াইসিকে আক্রমণ করে বলেন, আমরা একজন রাজাকারের কাছ থেকে এই বিষয়ে কোন পরামর্শ নেব না। মন্দির ভেঙে মসজিদ গড়া হয়েছিল, সেই ভুলকে সংশোধন করা হচ্ছে এখন। উনি বলেন, আমরা রাজাকারের (Razakars) থেকে সংবিধানের শিক্ষা নেব না। আরেকদিকে রাম মন্দিরের ভূমি পূজনের মধ্যেই অযোধ্যায় মসজিদ গড়ার প্রস্তুতি শুর