বড় স্বস্তি, করোনার মধ্যেও লাইনে ফিরছে ভারতের অর্থনীতি, GDP গ্রাফ উর্ধ্বমুখি

নয়া দিল্লিঃ করোনা সংকটের মধ্যেই টানা দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের (India) অর্থনীতি (Economy) নিয়ে সুখবর এসেছে নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের জন্য। জাতীয় পরিসংখ্যান অফিস (NSO) চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের GDP-র (Q2 GDP) ফলাফল প্রকাশ করেছে।

2021-22 আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে 8.4 শতাংশ জিডিপি (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, যেখানে গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি কমেছিল 7.4 শতাংশ। সরকারি তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে অর্থনৈতিক পুনরুদ্ধার তীব্রভাবে শক্তিশালী হয়েছে।

Ministry of Statistics & Programme Implementation-র তথ্য অনুসারে, 2021-22 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (Q2) GDP অনুমান করা হয়েছে 35.73 লক্ষ কোটি টাকা, যা 2020-21-এর দ্বিতীয় ত্রৈমাসিকে 32.97 লক্ষ কোটি টাকা ছিল। একই সময়ে, 2021-22 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল 2021 থেকে জুন 2021 পর্যন্ত,ভারতের জিডিপি বৃদ্ধিতে 20.1% বৃদ্ধি নিবন্ধিত হয়েছিল।

https://platform.twitter.com/widgets.js

জানিয়ে রাখি, গত বছরের এপ্রিল-জুন মাসে দেশের জিডিপিতে 24.4 শতাংশের ব্যাপক পতন দেখা দিয়েছিল।

The post বড় স্বস্তি, করোনার মধ্যেও লাইনে ফিরছে ভারতের অর্থনীতি, GDP গ্রাফ উর্ধ্বমুখি first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3D8HhJf
via IFTTT

Comments

Popular posts from this blog

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

‘ভোটে গোপনে তৃণমূলের হয়েই কাজ করেছি” বিজেপি ছেড়ে TMC তে ফেরার আর্জি প্রাক্তন মন্ত্রীর

all links of India Rag