মৌলবীর গোপনাঙ্গ কেটে নিল তার বিবি! হিন্দু সাধুর ছবি লাগিয়ে খবর প্রচার করল দালাল মিডিয়া


ঘটনা যাই হোক না কেন, বিষয়টিকে দুমড়ে মুচড়ে কোনো না কোনোভাবে হিন্দু বিরোধী করে তোলা কিছু মিডিয়ায় হাউসের নিত্য কাজ হয়ে উঠেছে। এই ক্রমে আমেরিকান মিডিয়া সংস্থা নিউইয়র্ক পোস্ট (NYP) তাদের হিন্দু বিরোধী চেহেরা প্রকাশ করেছে। NYP হিন্দুদের বদনাম করার জন্য এক খবরকে ভুল ছবি ও ভুল শিরোনাম ব্যাবহার করে প্রকাশিত করেছে।

NYP তাদের এক খবরের শিরোনামে ‘Indian Priest’ শব্দ ব্যাবহার করেছে যার অর্থ হিন্দু পুরোহিত। একটু সাথে ছবি হিসেবে এক হিন্দু সাধুর ছবি ব্যাবহার করেছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো খবরটি মূলত বাকিল আহমেদ নামের এক মৌলবীকে কেন্দ্র করে।

মূল খবর, বাকিল আহমেদ নামের এক মৌলবীর গোপনাঙ্গ কেটে দিয়েছে তারই বিবি। কিন্তু খবরটি প্রকাশিত করার সময় কিন্তু NYP তাদের শিরোনামে লিখেছে, তৃতীয় বিবাহ করতে চাওয়ায় ভারতীয় পুরোহিতের গোপনাঙ্গ কেটে নিল তার স্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে, বাকিল আহমেদ নামের মৌলবীকে কেন পুরোহিত বলে দাবি করেছে NYP সংস্থা।

কেন ছবিতে মৌলবীর পরিবর্তে হিন্দু সাধুর ছবি ব্যাবহার করা হয়েছে? NYP খবরের ভেতরে মৌলবীর নাম উল্লেখ করেছে কিন্তু হিন্দুদের বদনাম করার উদেশ্য নিয়ে শিরোনামে ও ছবিতে হিন্দু বিরোধী চক্রান্ত চালিয়েছে।

সাধারণত হিন্দু সমাজ খুবই উদার এবং শান্তিপ্রিয়। আর এই গুনকে দুর্বলতার মতো করে ব্যাবহারে নেমে পড়েছে এমন মিডিয়া সংস্থা। সোশ্যাল মিডিয়ায় অনেকে NYP এর এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠেছেন। দিল্লীর প্রাক্তন মন্ত্রী কপিল মিশ্র বলেছেন, নিউইয়র্ক এক হিন্দু সাধুর ছবি ব্যাবহার করেছে কিন্তু পুরো ঘটনায় অপরাধী বাকিল আহমেদ। এগুলো NDTV এর মত নীচ সাংবাদিকতার পরিচয়। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের পর নিউইয়র্ক পোস্ট খবরের টুইট ডিলেট করে দিয়েছে এবং ছবি পরিবর্তন করেছে।

https://platform.twitter.com/widgets.js

জানিয়ে দি, মৌলবীর গোপনাঙ্গ কাটার ঘটনা উত্তরপ্রদেশ রাজ্যের মুজাফরনগরের। মৌলবীর বিবি স্বীকার করেছেন যে সে মৌলবীর প্রাইভেট পার্টের উপর ছুরি দিয়ে হামলা চালিয়েছিল। আর এতে মৌলবী মারা যায়। পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৌলবীর বিবিকে গ্রেফতার করেছে।

The post মৌলবীর গোপনাঙ্গ কেটে নিল তার বিবি! হিন্দু সাধুর ছবি লাগিয়ে খবর প্রচার করল দালাল মিডিয়া first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3x6vsRJ
via IFTTT

Comments

Popular posts from this blog

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

‘ভোটে গোপনে তৃণমূলের হয়েই কাজ করেছি” বিজেপি ছেড়ে TMC তে ফেরার আর্জি প্রাক্তন মন্ত্রীর

all links of India Rag