প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী! শেষ হল এক অধ্যায়ের

নয়া দিল্লীঃ আর পারলেন না, অবশেষে এই লড়াইয়ে হার স্বীকার করলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। করোনায় আক্রান্ত হয়ে দিল্লীর আর্মি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, সেখানে মস্তিষ্কে রক্ত ক্ষরণের কারণে ওনার সার্জারি হয়। আর সার্জারির পর থেকেই ধীরে ধীরে শাররীক অবস্থার অবনতি ঘটছিল ওনার। ভেন্টিলেটরে রাখা হয়েছিল ওনাকে। চিকিৎসায় কোন সাড়া দিচ্ছিলেন না বলে জানিয়েছিল ডাক্তার। কিন্তু ১৩ ই আগস্ট সন্ধ্যের দিকে ওনার শারীরিক অবস্থার একটু হলেও উন্নতি ঘটে। এই কথা জানিয়েছিলেন প্রণব পুত্র অভিজিৎ। কিন্তু শেষ রক্ষা আর হল না। বিদায় জানালেন ভারতের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। আজ অভিজিৎ মুখার্জীই ওনার মৃত্যুর খবর দেশবাসীকে জানালেন। শেষ হল এক অধ্যায়ের …

The post প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী! শেষ হল এক অধ্যায়ের first appeared on India Rag.



from India Rag https://ift.tt/2Dcib34
via IFTTT

Comments

Popular posts from this blog

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

‘ভোটে গোপনে তৃণমূলের হয়েই কাজ করেছি” বিজেপি ছেড়ে TMC তে ফেরার আর্জি প্রাক্তন মন্ত্রীর

all links of India Rag