তৃণমূলের দুষ্কৃতীদের হাতে শহীদ বিজেপি সমর্থক ত্রিলোচন মাহাতর স্মরণে, তাঁর আবক্ষ মূর্তি স্থাপন করলো বিজেপি


বিজেপিকে (Bharatiya Janata Party) সমর্থন করার অপরাধে পুরুলিয়ার নাবালক বিজেপি সমর্থক ত্রিলোচন মাহাতকে (Trilochan Mahato) খুন হতে হয়েছিল তৃণমূলের (All India Trinamool Congress) দুষ্কৃতীদের হাতে। আর এবার সেই ত্রিলোচন মাহাতর স্মরণে তারই গ্রামে আবক্ষ মূর্তি স্থাপন করলো বিজেপি। আজ পুরুলিয়ার বলরামপুর থানার সুপুরডি গ্রামে ত্রিলোচন মাহাতর মূর্তি স্থাপন করে বিজেপি। এর সাথে ত্রিলোচন মাহাতর বলিদানকে স্মরণে রাখার জন্য এদিন তাঁর গ্রামে একটি মেলার আয়োজন করা হয় বিজেপির পক্ষ হইতে।

উল্লেখ্য, গতবছর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের কয়েকদিন পর পুরুলিয়ার বলরামপুরে সুপরুডি গ্রামের বিজেপি সমর্থক তথা কলেজ ছাত্র ত্রিলোচন মাহাত রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। ৩০ মে সকালে গ্রামের অদূরে একটি মাঠের সামনে গাছের মধ্যে ত্রিলোচনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

তৃণমূলের দুষ্কৃতীরা ত্রিলোচনের টি-শার্টে পেন দিয়ে লিখে দিয়েছিল, ১৮ বছর বয়সে বিজেপিকে সমর্থন করার জন্য তাঁর এই পরিণতি হয়। এরপর বিজেপির পক্ষ থেকে এই নিয়ে অনেক আন্দোলন করা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি এবং সিবিআই এর তদন্তের দাবিতে বিজেপির নেতা, নেত্রীরা ধরনায় বসেছিলেন। কিন্তু এই ঘটনার পর নিজের কাঁধ থেকে সমস্ত দায় ঝেড়ে ফেলে শাসক দল তৃণমূল। এমনকি একদিন আগে মমতা ব্যানার্জী নিজেও বলেছেন যে, এরাজ্যে বিজেপির কোন কর্মীকে রাজনৈতিক কারণে খুন করা হয়নি। যা হয়েছে, সবই পারিবারিক বিবাদ।

তবে বিজেপির এই কর্মীদের বলিদানের কথা মাথায় রেখে, ২০১৩ সাল থেকে এরাজ্যে তৃণমূলের হাতে খুন হওয়া ৫৪ টি বিজেপি কর্মীর পরিবারদের আজ রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2MjujTU
via IFTTT

Comments

Popular posts from this blog

‘ভোটে গোপনে তৃণমূলের হয়েই কাজ করেছি” বিজেপি ছেড়ে TMC তে ফেরার আর্জি প্রাক্তন মন্ত্রীর

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

all links of India Rag