ব্রেকিং খবরঃ তৃণমূল সমেত বিভিন্ন দল ছেড়ে দুই হাজার কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে

সামনেই আসছে লোকসভা ভোট আর তাঁর আগে এরাজ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করতে ব্যাস্ত গেরুয়া শিবির। দিন কয়েক আগে বিভিন্ন নিউজ চ্যানেলের সমীক্ষাতে লোকসভায় মাত্র তিনটে আসন পাবে বলছিল। আর দুদিন আগে এবিপি নিয়েলসেন এর সমিক্ষাতে বিজেপির ভোট চারশ শতাংশ বৃদ্ধি হবে বলে জানিয়েছিল। এমনকি তাঁরা এরাজ্যে বিজেপির খাতায় ৮ টি আসন আসছে সেটাও জানিয়েছিল।

তবে বিজেপি যে আটটি আসনে তুষ্ট নয় সেটা কেন্দ্রীয় আর রাজ্য দুই নেত্রত্বই বুঝিয়ে দিয়েছে। আর সেই ক্রমেই রাজ্যের অবিজেপি দল গুলোতে বড়সড় ভাঙন ধরিয়ে চমক দেখিয়ে দিলো ভারতীয় জনতা পার্টি। রবিবার বিকেলে হাওড়া গ্রামীণ এলাকায় বিভিন্ন দল ছেড়ে প্রায় দুহাজার কর্মী সমর্থক যোগ দেন বিজেপিতে।

বিভিন্ন দল থেকে আসা কর্মী সমর্থকদের হাতে হাওড়া গ্রামীণ জেলার সদর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া লোকসভা আসনের বিজেপি প্রার্থী জয় ব্যানার্জী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলার সভাপতি অনুপম মল্লিক।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2JVyTGw

Comments

Popular posts from this blog

‘ভোটে গোপনে তৃণমূলের হয়েই কাজ করেছি” বিজেপি ছেড়ে TMC তে ফেরার আর্জি প্রাক্তন মন্ত্রীর

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

all links of India Rag