হেমা মালিনীর গুরুত্বপূর্ণ মন্তব্য! যদি পুনরায় নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী না করা হয় তাহলে চরম সংকটে পড়বে দেশ।

দেশের সরকার বদল আর মাত্র কয়েকদিনের অপেক্ষা৷ ভোটের লড়াই প্রায় শুরু হয়েছে কেন্দ্রে৷ কেন্দ্রীয় সরকারকে নির্মূল করতে তৃণমূল থেকে কংগ্রেস সমস্ত দলগুলিই কোমর বেঁধে মাঠে নেমেছে৷ যদিও বিজেপিতে ইতিমধ্যেই যোগ দিয়েছেন অনেক তৃণমূলের প্রাক্তন তাঁবড় নেতা নেত্রীরা৷ ভোটের লড়াইয়ে টিকিট পেয়েছেন অনেক তারকারাই৷ আবার অনেকেই কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব হয়েছেন৷ তবে কেন্দ্রে আবারও যাতে মোদি পুনরাবৃত্তি হয় তার জন্যও মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশের শীর্ষ বিজেপি নেতৃত্বরা৷ একদিকে যেমন নরেন্দ্র মোদির বিভিন্ন প্রকল্পের জন্য নিন্দা করেছেন অনেকেই কিন্তু আবার অনেকেই মোদির জনহিতকর কার্য্যাবলীর জন্য সাদুবাদ জানিয়েছেন৷ এবার মোদিকে ফেরও দেশের মসনদে বসানোর জন্য এগিয়ে এসেছেন এক তারকাই৷

দেশের জন্য ঠিক ভুলের সিদ্ধান্ত একমাত্র মোদিই নিতে পারেন বলে মত প্রকাশ করে মোদিকে পুননির্বাচিত না করলে দেশের সংকট বাড়বে বলে জানালেন বলি তারকা হেমা মালিনী৷ শনিবার মথুরার লোকসভা কেন্দ্রে ভোটপ্রচারে বেরিয়ে মোদির জন্য এমন প্রশংসা করলেন তিনি৷ গতবারের মতো এবারের লোকসভা নির্বাচনেও মথুরাতেই পুনরায় প্রার্থী হয়েছেন হেমা মালিনী৷ শনিবার মথুরায় ভোটপ্রচারে বেরিয়ে মোদির সুনামের পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েনি হেমা মালিনী৷ শনিবার জনসভা থেকে সরাসরি বিরোধীদের তোপ দেগে এবারেও মোদিজী ছাড়া মসনদে অন্য কোনো অপশন নেই বলে মত প্রকাশ করেন তিনি৷ একই সঙ্গে মোদির ভূয়সী প্রশংসা করে অন্য কেউ দেশের প্রধান হলে তা দেশের জন্য বিপদের আশঙ্কা রয়েছে, পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের সদর্থক ভূমিকাতেও তিনি বেশ খুশি বলেও জানিয়েছেন৷

নাম না করেই গত সরকারকে তিরবিদ্ধও করেন এদিন৷ নরেন্দ্র মোদীর চৌকিদার চোর হ্যায় ইস্যুকে সমর্থন জানিয়ে নিজেকে চৌকিদারিনী বলে উল্লেখ করেছেন৷ দেশে দুর্নীতি দূর করার জন্য মোদী যথাযথ চেষ্টা করে চলেছেন এবং দেশ থেকে দুষ্কর্ম সরিয়ে দিতে মোদীর বিরুদ্ধে সমালচনার কড়া ভাষায় জবাবও দিয়েছেন হেমা মালিনী৷ ভোটে জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত হেমা মালিনী এদিন মথুরা কেন্দ্রে জন্য গত পাঁচ বছরে নিজের সক্রিয় ভূমিকাকেও তুলে ধরেছেন৷ মথুরা কেন্দ্রে তিনি কাজের পরিপ্রেক্ষিতে জয় পাবেন বলেও জানান৷ কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা থেকে শৌচাগার তৈরি, আয়ুষ্মান ভারত যোজনার প্রসঙ্গ টেনে সেই সমস্ত প্রকল্প জনগনের কাছে পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার যে ততপর সে কথাও জানান তিনি৷

এবার মথুরা কেন্দ্রে হেমা মালিনীর বিরুদ্ধে লড়ছেন রাষ্ট্রীয় লোকদলের প্রার্থী নরেন্দ্র সিং, গত বারে ছিলেন জয়ন্ত চৌধুরি৷ যাকে প্রায় সাড়ে তিন লক্ষ ভোটে হারিয়েছিলেন হেমা মালিনী৷ এবারেও মথুরা কেন্দ্রে ব্যাপক ভাবে সেই সাড়া ফেলার সম্ভাবনা দেখছেন স্বয়ং অভিনেত্রীই৷

The post হেমা মালিনীর গুরুত্বপূর্ণ মন্তব্য! যদি পুনরায় নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী না করা হয় তাহলে চরম সংকটে পড়বে দেশ। appeared first on My India News.



from My India News https://ift.tt/2uKyv3v

Comments

Popular posts from this blog

‘ভোটে গোপনে তৃণমূলের হয়েই কাজ করেছি” বিজেপি ছেড়ে TMC তে ফেরার আর্জি প্রাক্তন মন্ত্রীর

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

all links of India Rag