ব্রেকিং খবরঃ স্মৃতি ইরানীর ভয়ে ল্যাজ গুটিয়ে পালালো স্বঘোষিত হবু প্রধানমন্ত্রী রাহুল গান্ধী!

স্মৃতি ইরানীর আতঙ্ক তাড়া করছে রাহুল গান্ধীকে। আর সেই জন্য সেফ সিটের খোঁজে শেষে কেরলে গিয়ে ভোটে দাঁড়াচ্ছেন তিনি। এর আগে এই খবর নিয়ে গুঞ্জন ছিল, কিন্তু এবার এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে।

উত্তর প্রদেশের আমেঠিতে রাহুল গান্ধীর পরিস্থিতি খুব খারাপ। আর এই অবস্থায় স্মৃতি ইরানি যদি রাহুল গান্ধীকে ১-২ লক্ষ ভোটে হারিয়েও দেয়, তাহলেও কোন বড় ব্যাপার না। বিজেপি যখনই স্মৃতি ইরানীর নাম আমেঠি লোকসভা কেন্দ্রে ঘোষণা করে, তখন থেকেই কংগ্রেসের মধ্যে আতঙ্কের জন্ম নেয়।

আর তখন থেকেই রাহুল গান্ধীর জন্য সাউথের কোন এক রাজ্যে সুরক্ষিত আসন খোঁজা শুরু হয়। প্রথমে কর্ণাটকের কথা বলা হচ্ছিল, কিন্তু কর্ণাটকেও কংগ্রেসের অবস্থা খুব একটা ভালো না। শাসক দলের সঙ্গী হলেও হামেশাই তাঁদের মধ্যে ঝগড়া লেগেই আছে। আর কর্ণাটকে বিজেপি বিরোধী দল হলেও, সবথেকে বড় দল সেখা বিজেপিই। তাই কংগ্রেস রাহুল গান্ধীকে সেখানে দাঁড় করানোর রিস্ক নিলোনা।

বায়নাড আসন কেরলে, আর সেখানকার বর্তমান সাংসদ কংগ্রেসের। ওই আসনে হিন্দু জনসংখ্যা ৪৪ শতাংশের আশেপাশে। আর মুসলিম এবং খ্রিস্টান  জনসংখ্যা ৫৫ শতাংশের থেকেও বেশি। বাকি ১ শতাংশ অন্য ধর্মাবলম্বীরা বাস করে। আমেঠির আসনে রাহুল গান্ধীর হার নিশ্তিত দেখেই, কেরলে মুস্লিম+খ্রিস্টান বহুল আসনেও উনি লড়ছেন।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2U8rpF0

Comments

Popular posts from this blog

‘ভোটে গোপনে তৃণমূলের হয়েই কাজ করেছি” বিজেপি ছেড়ে TMC তে ফেরার আর্জি প্রাক্তন মন্ত্রীর

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

all links of India Rag