পাকিস্তান মিডিয়ার আজব কীর্তি, দেখুন ভাইরাল ভিডিওটি..


এক নিউজ চ্যানেলের সেটে ক্যামেরার সামনে বসে এক মহিলা ও এক পুরুষ হটাত বিবাদ হয়। 
নিউজ চ্যানেলের ওই পুরুষ সঞ্চালক বলে কী করে এর সঙ্গে বুলেটিন করবো ও বলছে, আমার সঙ্গে কথাই বোলো না তুমি তাহলে আমি কি করে কাজ করবো। 



দেখুন ভাইরাল ভিডিওটি 
 

তোমার যদি কোনও ব্যক্তিগত বিষয় থাকে, তা হলে সেগুলো আমার সঙ্গে আলোচনা কোরো না।এ বার নিউজ রুমের মহিলা সঞ্চালককে বলে কি হয়েছে কি, মহিলাটি বলেন ভদ্র ভাবে কথা বলো, এই কথা শুনে আরো রেগে যায় পুরুষ সঞ্চালক এবং তিনি বলেন কোথায় অভদ্র ভাবে কথা বললাম আমি, তার পর মানে দুই সঞ্চালককে বিবাদ থামাতে অনুরোধ করে যাচ্ছেন। বর্তমানে ভিডিওটি খুব ভাইরাল হচ্ছে। 

Comments

Popular posts from this blog

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

শিবের প্রার্থনা না নামাজ? কি হবে ভবিষ্যতে তাজমহলে!

‘ভোটে গোপনে তৃণমূলের হয়েই কাজ করেছি” বিজেপি ছেড়ে TMC তে ফেরার আর্জি প্রাক্তন মন্ত্রীর