স্কুলের ঐতিহ্যের গেরুয়া রং, কিন্তু রাজ্য সরকার চায় বদল সাদা নীলে..


গেরুয়া রং না বিদ্যালয়ে তাহলে কি সাদা নীল? এই নিয়ে চিন্তায় ডায়মন্ড হারবারের কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুল কতৃপক্ষ। স্কুল কতৃপক্ষ চায় বিদ্যালয় এর রং থাকুক গেরুয়া। এবং এই নিয়ে রাজ্য সরকারকে একটি চিঠিও লেখেন তারা কিন্তু তাতেও ফল হয়নি।


 রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই বিদ্যালয় সর্বশিক্ষা অভিযান-এর আওতায় ও সর্বশিক্ষা অভিযান-এর বর্তমান রং সাদা নীল তো সেই রং বিদ্যালয় করতে হবে। এই বিষয়ে কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি তিনি বলেন বিদ্যালয় এর রং গেরুয়া এটা এক ঐতিহ্যের কথা।

 তিনি বলেন ৭২ বছর আগে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই স্কুল নির্মিত হয়।ঠিক তখন থেকেই গেরুয়া রং এ এই বিদ্যালয় ছিল কিন্তু বর্তমানে এর জন্য আমরা সরকারকে অনুরোধ করছি, কিন্তু কিছু ফল হয়নি। গোটা স্কুলই সিসিটিভি নজরে ও বর্তমানে প্রায় ৩,৫০০ পড়ুয়া এই স্কুলে পড়াশুনা করে।



Comments

Popular posts from this blog

‘ভোটে গোপনে তৃণমূলের হয়েই কাজ করেছি” বিজেপি ছেড়ে TMC তে ফেরার আর্জি প্রাক্তন মন্ত্রীর

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

all links of India Rag