জিও-র ‘হ্যাপি নিউ ইয়ার’ প্ল্যান! অবিশ্বাস্য দামে দিনে ২ জিবি করে ডেটা




সস্তার প্ল্যান বাজারে এনে চমক দেওয়া রিলায়েন্স জিও-র স্বভাব হয়ে গিয়েছে। তেমনই আবার চমক দিল জিও। এই টেলিকম সংস্থা বাজারে নিয়ে এল ‘হ্যাপি নিউ ইয়ার প্ল্যান’। এর মধ্যে রয়েছে দু’টি প্ল্যান— একটি ১৯৯ টাকার আর অন্যটি ২৯৯ টাকার।
১৯৯ টাকার প্ল্যানে দিনে ১.২ জিবি করে ৪জি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ থাকবে। অর্থাৎ মাসে মোট ৩৩.৬ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। এ ছাড়াও ফ্রি ভয়েস কলিং পাওয়া যাবে এই প্ল্যানটিতে।
২৯৯ টাকার প্ল্যানেও দিনে ২ জিবি করে হাইস্পিড ডেটা পাবেন গ্রাহকরা। ২৮ দিন বৈধ থাকবে প্ল্যানটি। অর্থাৎ প্ল্যানটিতে ৫৬ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এতেও ফ্রি ভয়েস কল পাওয়া যাবে।
এই প্ল্যান দু’টি ছাড়াও জিও-র আরও সস্তার প্ল্যান রয়েছে। তাই আবারও যে ভোডফোন, এয়ারটেল-এর সামনে জিও বড়সড় চ্যালেঞ্জ এনে দিল, তা বলাই বাহুল্য।

Comments

Popular posts from this blog

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

শিবের প্রার্থনা না নামাজ? কি হবে ভবিষ্যতে তাজমহলে!

‘ভোটে গোপনে তৃণমূলের হয়েই কাজ করেছি” বিজেপি ছেড়ে TMC তে ফেরার আর্জি প্রাক্তন মন্ত্রীর