মাথায় হাত জিনপিংয়ের! ডুবল কয়েক লক্ষ কোটি টাকা, কাজ হারালেন ৩০ লক্ষ মানুষ
বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, অতি বাড় বেড়ো না। চীনের ক্ষেত্রে এই প্রবাদটি পুরোপুরি মিলে গিয়েছে। চীন (China) সবসময় পৃথিবীর অন্যান্য দেশের ক্ষতিসাধন করে নিজের আখের গোছাতে ব্যস্ত থাকে। অবশ্য এখন এর ফল হাতেনাতে পাচ্ছে। চীনের রিয়েল এস্টেট (real estate) জায়ান্ট এভারগ্রান্ডের সম্ভাব্য পতনের আশঙ্কায় সাংহাইয়ের সম্পত্তি বিকাশকারীর বস্ সোমবার এক বিলিয়ন ডলারেরও বেশি হারিয়েছেন। হংকংয়ের বাণিজ্যিক লেনদেন আতঙ্কিত অবস্থায় পৌঁছেছে। এর মূল কারণ চীনের এত বড়ো কোম্পানির পতনের দরুন একদিনে প্রায় ৩০ লক্ষ মানুষ রোজগার হারিয়েছেন। সিনিক হোল্ডিংস গ্রুপের চেয়ারম্যান ঝ্যাং ইউয়ানলিন জানিয়েছেন, সোমবার সকালে ১.৩ বিলিয়ন ডলার থেকে বিকাল নাগাদ ২৫০.৭ মিলিয়ন ডলারে নেমে এসেছে। ফোর্বসের মতে, হংকংয়ে তার শেয়ার মূল্য ৮৭ শতাংশ হ্রাসের পরে বাণিজ্য বন্ধ করতে বাধ্য হয়েছে। চলতি বছরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের ফোর্বস-এর বিলিয়নেয়ার তালিকায় ঝ্যাংকে স্থান দেওয়া হয়েছে। তবে চরম সম্পদশালী জায়ান্ট এভারগ্রান্ডের সম্ভাব্য পতনের ফলে অত্যন্ত ঝুঁকিতে রয়েছে ঝ্যাং। ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি ঋণে ডুবে যাওয়ায় এভ...